কি অবস্থা ভাই সব? পারসোনাল কিছু ব্যাস্ততার কারণ এ ফোরাম এ সময় দিতে পারছি না। অনেকেই অনেক পোস্ট করেছেন যা দেখে ভালো লাগলো। ভাবলাম আজ কিছু শেয়ার করি।
আজকের বিষয়
বিটকয়েন ট্রানজেকশন অ্যাক্সিলারেটর (Bitcoin Transaction Accelerator)।
প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে। বিটকয়েন ট্রানজেকশন অ্যাক্সিলারেটর টি হচ্ছে আপনার যেকোনো বিটকয়েন এর লেনদেন এর সময় কমিয়ে নিয়ে আসে। আমরা বিটকয়েন পাঠানোর সময় কত পরিমান বিটকয়েন পাঠাচ্ছি এবং তার জন্য কতটুকু ফি প্রদান করছি তার উপর নির্ভর করে ট্রানজেকশন কনফার্ম হয়।
আপনার দেওয়া ফি এর পরিমান দেখে যখন কোনো মাইনার আপনার ট্রানজেকশন বেছে নেয় তখন তা কনফার্ম হয়। এজন্য আপনি যত বেশি ফি দিবেন তত দ্রুত আপনার ট্রানজেকশন সম্পন্ন হবে। এছাড়া আমরা যখন বিভিন্ন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠাই, তাদের রিকমেন্ডেড একটা ফি দেওয়া থাকে ব্লকচেইনে কি পরিমান লেনদেন হচ্ছে তার উপর ভিত্তি করে। বেশি লেনদেন এর চাপ পড়লে তখন ফি বেশি রিকমেন্ড করা থাকে আপনার টা আগে হওয়ার জন্য। তবে কম পরিমান ট্রানজেকশন এ এত বেশি ফি আমরা দিতে রাজি না।
এখন আপনি বিটকয়েন পাঠানোর জন্য ফি কমিয়ে পাঠিয়ে দিলেন। আপনার আগে যাদের ফি এর পরিমান বেশি, তাদের টা আগে হবে এবং আপনার ফি কম থাকায় আপনার টা দেরি হবে বা কনফার্ম না ও হইতে পারে। এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত অপেক্ষা করতে হইতে পারে। অথবা কনফার্ম না হওয়ার কারণে ট্রানজেকশন কৃত বিটকয়েন আপনার ওয়ালেট এ ফেরৎ দেওয়া হবে।
কিন্তু আপনি বেশি ফি ও দিবেন না এবং আপনার ট্রানজেকশন টা দ্রুত হওয়া ও জরুরী। এ ক্ষেত্রে আপনি বিটকয়েন ট্রানজেকশন অ্যাক্সিলারেটর ব্যাবহার করতে পারেন। এটি আপনার ট্রানজেকশন এর হ্যাশ নিয়ে আপনার ট্রানজেকশন টি বিভিন্ন মাইনার দের কাছে পাঠিয়ে দেয়/নিজেরাই কনফার্ম করে দেয়। যার ফলে আপনার ট্রানজেকশন টা দ্রুত সম্পন্ন হয়।
এখন আসি কিভাবে এটি ব্যাবহার করবেনঃবিভিন্ন অনলাইন প্লাটফর্ম আছে যারা এটিকে ফ্রী সার্ভিস হিসেবে প্রোভাইড করে। আপনার প্রয়োজন হবে আপনার ট্রানজেকশন এর হ্যাশ। এটিকে আপনি কপি করে ওয়েবসাইট গুলোতে পেস্ট করে অ্যাক্সিলারেটর করলে আপনার কনফার্ম টি দ্রুত হবে।
blockchain.com / blockchair.com এ আপনার ওয়ালেট এড্রেস দিয়ে আপনি আপনার ট্রানজেকশন হ্যাশ বের করতে পারবেন।
আমি কিছু ফ্রি সার্ভিস এর লিঙ্ক দিচ্ছি যেখানে আপনি ব্যাবহার করতে পারবেন।[DYOR]বিস্তারিত আপনি তাদের ওয়েবসাইট এ গেলেই জানতে পারবেন। পেইড সার্ভিস ও আছে এদের তবে ফ্রি টাই ইউজ করা বুদ্ধিমানের কাজ।
আশা করি পোস্ট টি থেকে কারও উপকার হবে। আগে যদি এই বিষয়ে পোস্ট হয়ে থাকে অবশ্যই জানাবেন।
_tjtonmoy