Author

Topic: বাংলা (Bengali) - page 260. (Read 5720046 times)

member
Activity: 108
Merit: 46
March 29, 2023, 03:17:20 PM
অনেকদিন যাবত বিটকয়েন মিক্সিং বিষয়টি আমার চোখের সামনে পড়ছে। 
আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
আর  এটি কি  অবৈধ কোন কিছু?
কেউ যদি আমাকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাতেন অত্যন্ত উপকৃত হব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 29, 2023, 02:34:20 PM
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏
বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ লোকাল ে পোস্ট করা হয় না বললেই চলে। তাছাড়া এখানে সিনিয়র ভাই সকল যারা প্রতিনিয়ত পোস্ট করতো তাদেরও পোস্ট সংখ্যা কমে যাচ্ছে। কমে যাবে না কেন গ্লোবাল সেকশন থেকে কেউ যদি এসে উপরের কোট করা পোস্ট যদি দেখতে পায় তাহলে তারা কি মনে করবে। কেউই এসে জীবনের প্রথম পোস্ট লিখে ফেলল কিভাবে আমি বিটকয়েনের একাউন্ট কিনতে পারবো। আমাকে কেউ একটু হেল্প করুন।
তার এই সমস্ত পোস্ট দেখলে জীবনেও আমাদের বাংলাদেশকে আলাদা বোর্ড দেবে না।

সিনিয়র ভাইদের পরামর্শ চাচ্ছি কিভাবে Rank বাড়াতে পারব
এইতো রুহুল কুদ্দুস ভাই আপনি বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজের গতি থামানোর ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন। এর আগে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ড একটি স্বতন্ত্র বোর্ড হিসেবে এপ্লিকেশন করে কিন্তু তারা আপনার মতে এক লাইন পোস্টের জন্য আমাদের আবেদন বাতিল করে দেয়। এই সমস্ত বিষয় নিয়ে একাধিকবার আলোচনা করা হলেও কোন রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তাই আপাতত করজোড়ে নিবেদন করছি আপাতত এক লাইনে পোস্ট করবেন না।


ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ।
এই যে দেখুন ভাই আপনি মাত্র সাতটি শব্দ ব্যবহার করেছেন যা একটি লাইনও হয়নি। একটি লাইনের চারভাগের একভাগের পোস্ট হয়েছে। এই সমস্ত কোয়ালিটিলেস পোস্ট যদি বিচারকদের চোখে পড়ে তাহলে কি তারা আমাদের অ্যাপ্লিকেশন গ্রাহ্য করবে?
ফোরামে সিনিয়র ভাইয়েরা এত চিল্লাচিল্লি করার পরও আপনারা কেন নিজেদেরকে সংশোধন করে নিচ্ছেন না।

বিটকয়েন  আবিষ্কার

২০০৯ সালে, “Satoshi Nakamato” নামের একজন ব্যাক্তি বিটকয়েনের আবিষ্কার করেছিলেন।

তবে, সেই সময় বিটকয়েন এর জনপ্রিয়তা ও লোকপ্রিয়তা আজকের সময়ের মতো কখনোই ছিলোনা।
Wikipedia.org ওয়েবসাইটের মতে, যখন ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করা হয়েছিল, তখন ২০০৯ থেকে ২০১০ এর ভেতরে, ১ বিটকয়েন এর মান (value) প্রায় কিছুই ছিলোনা।

তবে, ২০১০ সালের মার্চ মাসে, ১ বিটকয়েন সমান $0.003 এবং জুলাই মাসে $0.008–$0.08 ভেতরে থাকে।

তারপর, ২০১২ সালের পর প্রায় ২০১৩ সালের থেকে,  ১ বিটকয়েনের মান তীব্র গতিতে বৃদ্ধি পায়।

Visit link: https://banglatech.info/what-is-bitcoin-in-bangla/
@Little Mouse ভাই আমার পোস্টের উপরে একটি পোস্ট লিখেছে যে নতুনভাবে যারা আগমন করছে তারা প্রথমে এসে মাইনিং নিয়ে অথবা বিটকয়েনের আগাগোড়া নিয়ে এমনভাবে পোস্ট মেরে দিচ্ছে যে হয়তো তার পোস্টটি ফোরামে এক্কেবারে নতুন। সে হয়তো মনে করে আমি যে পোস্ট করলাম হয়তো আমার এই পোস্ট এই ফোরামে কেউ হয়তো আগে দেয়নি। কিন্তু ভাই সকল আপনারা যে সকল পোস্ট করেন মাইনিং নিয়ে অথবা বিটকয়েনের আগাগোড়া তা এই ফোরামের বিরক্তিকরপোস্ট ছাড়া কিছুই না। দয়া করে শুরুতেই এসে এরকম পোস্ট করে আপাতত বাংলাদেশ লোকালের বারোটা বাজায়েন না।

পরিশেষে সবাইকে ধন্যবাদ
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 29, 2023, 01:35:04 PM
গত কয়েকদিন দেখছি অপ্রয়োজনীয় পোস্টের ছড়াছড়ি। মাইনিং নিয়ে কথা বলছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন অথচ নিজেই জানেন না মাইনিং কি। কিংবা ওয়ালেট নিয়ে গুগল ট্রান্সলেটর এর সাহায্যে আর্টিকেল দিচ্ছেন যার আগামাথা কিছুই নেই। এছাড়াও সাতোশি নাকামোতো বিটকয়েন আবিষ্কার করেছেন সেটাও জানাচ্ছেন। এইগুলো কি আসলেই কোন দরকারী পোস্ট? বিটকয়েন কে আবিষ্কার করছে সেটা সবাই জানে। নতুন করে এইখানে বলার কি আছে। এইসব একেবারে অপ্রয়োজনীয় আলোচনা আমাদের সত্যি বলতে কোনভাবেই আলাদা বোর্ড এনে দিবে না, বরং আমাদের পিছিয়ে দিবে। মেরিট হান্টিং এর জন্য যারা এসব করছেন তাদের উদ্দেশ্যে বলা- এইভাবে ১-২টা মেরিট পেলেও সামনে আর যাবেন না যদি না আপনি কিছু শিখেন। এইখানে শেখার বেস্ট প্লেস কিন্তু আপনারা চেষ্টা না করলে এইখান থেকে কিছুই জানতে পারবেন না।
এইসব পোস্ট পরিষ্কার করার জন্য উপায় ছিল যে অফটপিক   এবং স্প্যাম পোস্টগুলোকে  রিপোর্ট করে ডিলিট করিয়ে দেওয়া,  কিন্তু বিষয়টি হল  লোকাল ভাষা হওয়ায় অনেক সময় রিপোর্টগুলো রিজেক্টটেড হয়.
আরেকটা উপায় ছিল যে আমাদের op  ভাই যদি একটিভ থাকতেন তিনি বুদ্ধি করে  সেলফ মডারেট টপিক ঠিকই খুলেছেন কিন্তু এটার কোন ব্যবহার করছেন না সেই যে ১-২ দিনের জন্য একটিভ হয় আবার ইনঅ্যাকটিভ হয়ে যায়।
প্রথমেই আলোচনা করা করা যাক Tracked Boards নিয়ে।

এবার কথা বলা যাক Tracked Users নিয়ে
@Learn Bitcoin ধন্যবাদ আপনাকে এই বিষয়টি চোখের সামনে নিয়ে আসার জন্য।  আমি বহুদিন যাবত এই টেলিগ্রাম বটটি ব্যবহার করি   এক কথায় অসাধারণ এটি আসলে আমার অনেক সময় বাঁচিয়ে  দিয়েছে এবং  বিটকয়েন টক ফোরাম কে এক্সপ্লোর করতে আরো সহজ করে দিয়েছে।
ট্র্যাক ইউজার এর জন্য আমি জানুয়ারিতে একটা টপিক খুলেছিলাম তখন TryNinja  ভ্রমণে থাকার কারণে আপডেটটি করেন নি।  যাইহোক ব্যস্ততার কারণে আর সেই টপিকে যাওয়া হয়নি এবং এই আপডেট সম্পর্কে জানা হয়নি ধন্যবাদ আপনাকে এটা আমার সামনে তুলে ধরার জন্য।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 29, 2023, 11:58:43 AM
এইখানে শেখার বেস্ট প্লেস কিন্তু আপনারা চেষ্টা না করলে এইখান থেকে কিছুই জানতে পারবেন না।


ভাই এদের শেখার কোনো আগ্রহ নেই ।। এরা হয়তো কোনো বড়ভাই এর দেখছে যে তারা bitcointalk থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এই দেখে তারা এইখানে এসেছে এবং এরা কোনো চেষ্টা করছে না এরা শুধু তাদের luck try করছে যদি কোনো পোস্ট থেকে মেরিট সোর্স হয়ে যায় ।। যদি কোনো পোস্ট থেকে rank up হয়ে যায় তাহলে তো একটা ইনকাম এর ব্যাবস্থা হয়ে গেলো।। এরা এখানে কিছু শিখতে আসেনি শুধু মাত্র ভাগ্য পরীক্ষা করছে যদি লাগে যায় তাহলে তারা bitcointalk এ থেকে জবে ।। আর নাহলে কিছু দিন পর থেকে দেখবেন যে আইডি গুলো আসে কিন্তু আইডির মালিক গুলো ইন্যাক্টিভ।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 29, 2023, 11:53:22 AM
TryNinja র সুপার নটিফায়ার বট কে কে ব্যাবহার করেন?
আমার মনে হয় অনেকেই ব্যাবহার করে থাকেন। যখন কেউ মেনশন করে বা মেরিট দেয়, তখন এই বট সাথে সাথে নটিফিকেশন দেয়। আমরা সাধারন ইউজার রা এটা মূলত মেরিট নটিফিকেশন এবং মেনশন জানার জন্য ব্যাবহার করে থাকি। তবে এছাড়াও এর আরো বেশ কিছু উপকারী ফিচার রয়েছে যেটা অত্যাধিক কাজে লেগে থাকে। আমি চেষ্টা করবো এরকম ২ টিা ফিচার নিয়ে আলোচনা করতে। এই বট সম্পর্কে যারা জানেন না, তারা এখান থেকে দেখে আসতে পারেন।

[TELEGRAM] Yet Another BitcoinTalk Notification BOT (merits, mentions, topics,+)

বাংলায় আমাদের একটা ট্রান্সলেশন আছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন।
Thanks to: @naim027 for the Bengali translation.


চলুন দরকারী দুইটা ফিচার নিয়ে আলোচনা কর যাক যেটা অনেকেই জানেন না।

প্রথমেই আলোচনা করা করা যাক Tracked Boards নিয়ে।

Little Mouse ভাইয়ের এটা কাজে লাগবে বলে আশা করি।
যারা সিগনেচার ক্যাম্পেইন বা বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজ করেন, তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে। ধরুন Gambling বোর্ড এ নতুন একটা ক্যাসিনো কোম্পানি তাদের এনাউন্সমেন্ট থ্রেড প্রকাশ করলো। যতখনে আপনি জানবেন যে নতুন একটা ক্যাসিনো এসেছে (যারা আপনার পোটেনশিয়াল ক্লাইন্ট হতে পারে), ততক্ষনে হয়তো অন্য কোনো ক্যাম্পেইন ম্যানেজার তাদের নক করে ফেলেছে এবই বিজনেস প্রপোজাল দিয়ে ফেলেছে। যখন আপনি আগে নক করবেন এবং কথা বলবেন, তখন সেই প্রজেক্ট আপনার পাওয়ার সম্বাবনা বেশি থাকবে। একই ভাবে বাউন্টি ম্যানেজার রাও বোর্ড Track করে রাখতে পারেন। যখনই কোনো ওয়েবসাইট এই বোর্ড গুলো তে এনাউন্সমেন্ট থ্রেড খুলবে, আপনি নটিফিকেশন পেয়ে যাবেন। বাউন্টি এবং ক্যাম্পেইন ম্যানেজার রা Gambling, Service Announcements  এবং Announcements (Altcoins) বোর্ড গুলো Tracked Boards এ এড করে রাখতে পারেন। অন্যান্য সকল ইউজার রা Service বোর্ড ট্র্যাক করে রাখতে পারেন। যখনি নতুন কোনো সিগনেচার ক্যম্পেইন আসবে, আপনি নটিফিকেশন পেয়ে যাবেন।

এবার কথা বলা যাক Tracked Users নিয়ে

আশা করি এটা আমাদের সকলের কাজে আসবে।
যারা বাউন্টির কাজ করেন, আপনারা চাইলে আপনার বাউন্টি ম্যানেজার কে Track করতে পারেন। আপনি যেই বাউন্টি ম্যানেজারের বাউন্টিতে কাজ করতে চান। তার আইডি Track করে রাখবেন। এখানে ২ টা অপশন আছে। একটা হলো সে যতোগুলো পোষ্ট করবে, তার সব নটিফিকেশন আসবে। আরেকটা হলো সে যখন নতুন টপিক কিয়েট করবে, তখন নটিফিকেশন আসবে। পরের টা করা উত্তম। একই ভাবে, ক্যম্পেইন ম্যানেজার গুলোর ইউজারনেম দিয়ে ট্র্যাক করে রাখতে পারেন। যখনি তিনি নতুন কোনো ক্যাম্পেইন নিয়ে আসবে, আপনি নটিফিকেশন পেয়ে যাবেন। নিচের ছবিতে আমি Little Mouse ভাইকে ট্রাক করছি।

full member
Activity: 490
Merit: 119
March 29, 2023, 09:51:37 AM
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 29, 2023, 08:57:51 AM
গত কয়েকদিন দেখছি অপ্রয়োজনীয় পোস্টের ছড়াছড়ি। মাইনিং নিয়ে কথা বলছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন অথচ নিজেই জানেন না মাইনিং কি। কিংবা ওয়ালেট নিয়ে গুগল ট্রান্সলেটর এর সাহায্যে আর্টিকেল দিচ্ছেন যার আগামাথা কিছুই নেই। এছাড়াও সাতোশি নাকামোতো বিটকয়েন আবিষ্কার করেছেন সেটাও জানাচ্ছেন। এইগুলো কি আসলেই কোন দরকারী পোস্ট? বিটকয়েন কে আবিষ্কার করছে সেটা সবাই জানে। নতুন করে এইখানে বলার কি আছে। এইসব একেবারে অপ্রয়োজনীয় আলোচনা আমাদের সত্যি বলতে কোনভাবেই আলাদা বোর্ড এনে দিবে না, বরং আমাদের পিছিয়ে দিবে। মেরিট হান্টিং এর জন্য যারা এসব করছেন তাদের উদ্দেশ্যে বলা- এইভাবে ১-২টা মেরিট পেলেও সামনে আর যাবেন না যদি না আপনি কিছু শিখেন। এইখানে শেখার বেস্ট প্লেস কিন্তু আপনারা চেষ্টা না করলে এইখান থেকে কিছুই জানতে পারবেন না।
member
Activity: 168
Merit: 58
March 29, 2023, 08:19:09 AM
@Bitcoin_people ভাই আপনার এই কোড করা পোস্টটা যদি একটু ছোট শর্টকাট করে দিতেন তাহলে দেখতে অনেকটাই ভালো লাগতো। ও জায়গা কম লাগতো পোস্টটিতে।এরকম পোস্ট দু'চারটা করলেই একটা পেজ পরিপূর্ণ হয়ে যাবে। শুধু পেজ বাড়তি হবে টপিকে তাই যদি শর্টকাট করে ছোট পোস্ট করতেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগতো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 29, 2023, 08:07:59 AM
২০২৩ এর সেরা নন-কাস্টোডিয়াল ওয়ালেট।

নন-কাস্টোডিয়াল হার্ডওয়্যার ওয়ালেট
সর্বোত্তম স্টোরেজবিহীন হার্ডওয়্যার ওয়ালেটগুলির পিছনে নীতি, যা তাদের নিরাপত্তার দিক থেকে উচ্চতর করে তোলে, তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি তাদের আপনার খুব দুর্বল কম্পিউটার বা সংযুক্ত ডিভাইস থেকে আলাদা করে। এখানে বিবেচনা করার মতো হার্ডওয়্যার ওয়ালেট রয়েছে।
1. খতিয়ান
2. কিপকি
3. Trezor
4. জালি ১
5. বায়ু ফাঁক
6. বায়ু ফাঁক
7. বিটবক্স
8. কোল্ডকার্ড
বিস্তারিত

সফ্টওয়্যার নন-কাস্টোডিয়াল ওয়ালেট
যদিও সফ্টওয়্যার ওয়ালেটগুলি হার্ডওয়্যার ওয়ালেটের তুলনায় কম নিরাপদ হতে পারে, তবে তাদের সুবিধা সুবিধার মধ্যে রয়েছে। ব্যবহারকারীরা অ্যাপ ছাড়াই ক্রিপ্টোকারেন্সি দিয়ে অবাধে কিনতে, বিনিময় করতে এবং কেনাকাটা করতে পারেন। এছাড়াও, সফ্টওয়্যার ওয়ালেট অ্যাপগুলি বিনামূল্যে ডাউনলোড করা যায়, তাই তারা অল্প বাজেটে নতুনদের জন্য আদর্শ।
1. MetaMask
2. XDEFI
3. জ্ঞানসিস নিরাপদ
4. Coinomi
5. জেনগো
6. BitPay
7. BRD (রুটিওয়ালেট)
8. প্রান্ত
9. ওয়ালেট বিশ্বাস করুন
10. ফলাফল
বিস্তারিত



আপনার পোস্টটি যথেষ্ট উপকারী হয়েছে কিন্তু একটি বিষয় না বললেই নয়, আপনি যখন ট্রান্সলেটর ব্যবহার করেছেন তখন আপনার উচিত ছিল নিজের ভাষায় কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে লেখার। দেখুন আপনার কি কি ভুল হয়েছে।
Wrong
Quote
1. খতিয়ান
2. কিপকি
3. Trezor
4. জালি ১
5. বায়ু ফাঁক
6. বায়ু ফাঁক
7. বিটবক্স
8. কোল্ডকার্ড

Correct
Quote
Ledger
Keep key
Safe
Lattice1
AirGap
BitBox
COLDCARD

Wrong
Quote
1. MetaMask
2. XDEFI
3. জ্ঞানসিস নিরাপদ
4. Coinomi
5. জেনগো
6. BitPay
7. BRD (রুটিওয়ালেট)
8. প্রান্ত
9. ওয়ালেট বিশ্বাস করুন
10. ফলাফল

Correct
Quote
Metamask
XDEFI
Gnosis safe
Coinomi
ZenGo
BitPay
BRD
Edge
Trust wallet
Outcome
আপনার উচিত ছিল ওয়ালেটগুলোর নাম আপাতত ইংরেজিতে টাইপ করে লেখা। এগুলা গুগল ট্রান্সলেশন করলে অন্য অর্থ প্রকাশ পায় যা আপনি উপরে লেখাগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন!
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই রকম ছোট খাটো ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য। আমি এরপর থেকে অবশ্যই সব কিছু লক্ষ রেখে ইনফরমেশন গুলো শেয়ার করার চেষ্টা করবো।
আর আমাদের বাংলা লোকাল বোর্ডে কিছু দিন ধরে পোস্টের সংখ্যা কমে গিয়েছে তাই আমরা বাংলাদেশীরা সকলেই আমাদের ফোরামে সময় দেওয়ার চেষ্টা করবো। এবং সবাই মিলে নিয়মিত একটিভ থাকবো ও স্পামিং থেকে বিরত থাকবো আর সকলেই সকলকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব যার যতটুকু সামর্থ্য আছে।
ধন্যবাদ সবাইকে
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 29, 2023, 05:07:16 AM
২০২৩ এর সেরা নন-কাস্টোডিয়াল ওয়ালেট।

নন-কাস্টোডিয়াল হার্ডওয়্যার ওয়ালেট
সর্বোত্তম স্টোরেজবিহীন হার্ডওয়্যার ওয়ালেটগুলির পিছনে নীতি, যা তাদের নিরাপত্তার দিক থেকে উচ্চতর করে তোলে, তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি তাদের আপনার খুব দুর্বল কম্পিউটার বা সংযুক্ত ডিভাইস থেকে আলাদা করে। এখানে বিবেচনা করার মতো হার্ডওয়্যার ওয়ালেট রয়েছে।
1. খতিয়ান
2. কিপকি
3. Trezor
4. জালি ১
5. বায়ু ফাঁক
6. বায়ু ফাঁক
7. বিটবক্স
8. কোল্ডকার্ড
বিস্তারিত

সফ্টওয়্যার নন-কাস্টোডিয়াল ওয়ালেট
যদিও সফ্টওয়্যার ওয়ালেটগুলি হার্ডওয়্যার ওয়ালেটের তুলনায় কম নিরাপদ হতে পারে, তবে তাদের সুবিধা সুবিধার মধ্যে রয়েছে। ব্যবহারকারীরা অ্যাপ ছাড়াই ক্রিপ্টোকারেন্সি দিয়ে অবাধে কিনতে, বিনিময় করতে এবং কেনাকাটা করতে পারেন। এছাড়াও, সফ্টওয়্যার ওয়ালেট অ্যাপগুলি বিনামূল্যে ডাউনলোড করা যায়, তাই তারা অল্প বাজেটে নতুনদের জন্য আদর্শ।
1. MetaMask
2. XDEFI
3. জ্ঞানসিস নিরাপদ
4. Coinomi
5. জেনগো
6. BitPay
7. BRD (রুটিওয়ালেট)
8. প্রান্ত
9. ওয়ালেট বিশ্বাস করুন
10. ফলাফল
বিস্তারিত



আপনার পোস্টটি যথেষ্ট উপকারী হয়েছে কিন্তু একটি বিষয় না বললেই নয়, আপনি যখন ট্রান্সলেটর ব্যবহার করেছেন তখন আপনার উচিত ছিল নিজের ভাষায় কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে লেখার। দেখুন আপনার কি কি ভুল হয়েছে।
Wrong
Quote
1. খতিয়ান
2. কিপকি
3. Trezor
4. জালি ১
5. বায়ু ফাঁক
6. বায়ু ফাঁক
7. বিটবক্স
8. কোল্ডকার্ড

Correct
Quote
Ledger
Keep key
Safe
Lattice1
AirGap
BitBox
COLDCARD

Wrong
Quote
1. MetaMask
2. XDEFI
3. জ্ঞানসিস নিরাপদ
4. Coinomi
5. জেনগো
6. BitPay
7. BRD (রুটিওয়ালেট)
8. প্রান্ত
9. ওয়ালেট বিশ্বাস করুন
10. ফলাফল

Correct
Quote
Metamask
XDEFI
Gnosis safe
Coinomi
ZenGo
BitPay
BRD
Edge
Trust wallet
Outcome
আপনার উচিত ছিল ওয়ালেটগুলোর নাম আপাতত ইংরেজিতে টাইপ করে লেখা। এগুলা গুগল ট্রান্সলেশন করলে অন্য অর্থ প্রকাশ পায় যা আপনি উপরে লেখাগুলোর সাথে মিলিয়ে দেখতে পারেন।
member
Activity: 168
Merit: 58
March 29, 2023, 04:02:22 AM
টেলিগ্রাম এপ দিয়েই পাঠানো যাবে USDT(টেথার)!

ক্রিপ্টো প্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে হালের জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং এপ্লিকেশন “টেলিগ্রাম” (Telegram)। এই এপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে তাদের চ্যাটের মধ্যে দিয়েই একে অপরকে USDT( টেথার) পাঠাতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আজকে কয়েন আলাপে নিউজ ঘাটাঘাটি করতে গিয়ে এ সংবাদটি দেখতে পেলাম। হয়তো আমরা অনেকেই কাজের ব্যস্ততার কারণে নিউজ ঘাটাঘাটি করি না।এই নিউজটি অনেকেরই কাজে লাগতে পারে। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 29, 2023, 01:25:01 AM
২০২৩ এর সেরা নন-কাস্টোডিয়াল ওয়ালেট।

ক্রিপ্টোকারেন্সি গ্রহণ বাড়ছে, এবং এর সাথে এই ডিজিটাল সম্পদগুলি আনলক করে এমন কীগুলিকে কীভাবে নিরাপদে সংরক্ষণ করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। যদিও উত্সাহীরা সর্বাধিক নিরাপত্তা এবং মালিকানার জন্য সর্বোত্তম নন-কাস্টোডিয়াল ক্রিপ্টো ওয়ালেটগুলির দিকে নির্দেশ করতে পারে, এটি নতুনদের জন্য স্টোরেজের গুরুত্ব না বুঝেই ডুব দেওয়া ভয়ের কারণ হতে পারে। শুরুতে, ক্রিপ্টোকারেন্সি স্টোরেজ দুটি বিস্তৃত বিভাগে পড়ে: ভল্ট এবং নন-ভল্ট।
বিস্তারিত

একটি নন-কাস্টোডিয়াল ওয়ালেট কি?
একটি নন-কাস্টোডিয়াল ওয়ালেট আপনাকে আপনার ক্রিপ্টোকারেন্সির ব্যক্তিগত কীগুলির মালিকানা এবং নিয়ন্ত্রণ করতে দেয়। এটি আপনাকে আপনার তহবিলে সম্পূর্ণ অ্যাক্সেস দেয়।
মূল নীতি হল যে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের ব্যক্তিগত কীগুলি নিয়ন্ত্রণ করে। নন-কাস্টোডিয়াল ওয়ালেট প্রদানকারীর কীগুলিতে কোনও অ্যাক্সেস থাকা উচিত নয়, এবং সেইজন্য কোনওভাবেই আপনার সম্পদগুলিকে হিমায়িত বা পরিচালনা করতে পারে না। স্পষ্ট করার জন্য, ওয়ালেট আসলে ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করে না। তারা কেবল ব্যক্তিগত এবং পাবলিক কী সঞ্চয় করে এবং ব্যবহারকারীদের তাদের ডিজিটাল সম্পদের সাথে ইন্টারফেস করার জন্য একটি ইন্টারফেস প্রদান করে, যা একটি পাবলিক লেজার বা ব্লকচেইনে বিকেন্দ্রীভূত হয়। বিস্তারিত

হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার নন-কাস্টোডিয়াল ওয়ালেটের মধ্যে পার্থক্য কী?
হার্ডওয়্যার ওয়ালেট: নিরাপদ এবং সহজ ডিভাইস যা আপনার ক্রিপ্টোকারেন্সি অফলাইনে সংরক্ষণ করে যাতে আপনাকে হ্যাক করা না যায়। কোল্ড ওয়ালেট নামেও পরিচিত, এগুলি দেখতে ছোট বাহ্যিক ড্রাইভের মতো এবং অনলাইন বিনিময় প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল নয়৷ আপনার ক্রিপ্টোকারেন্সি অ্যাক্সেস করার আগে হার্ডওয়্যার ওয়ালেটগুলির একটি ডিভাইস সংযোগ প্রয়োজন৷

সফটওয়্যার ওয়ালেট: একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ডাউনলোড করা যেতে পারে যে অ্যাপ্লিকেশন. এগুলিকে হট ওয়ালেটও বলা হয় কারণ তারা অনলাইনে কাজ করে এবং কোল্ড ওয়ালেটের চেয়ে বেশি দুর্বলতা রয়েছে৷ তারা আপনার ব্যক্তিগত কী সঞ্চয় করে এবং আপনাকে ক্রিপ্টোকারেন্সি বাণিজ্য ও পরিচালনা করার জন্য একটি ইন্টারফেস প্রদান করে। সফ্টওয়্যার ওয়ালেটগুলি এনক্রিপ্ট করা হয় এবং তাদের সংরক্ষণ করা কীগুলি অ্যাক্সেস করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়, তবে তারা ম্যালওয়্যার আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ৷ বিস্তারিত

নন-কাস্টোডিয়াল হার্ডওয়্যার ওয়ালেট
সর্বোত্তম স্টোরেজবিহীন হার্ডওয়্যার ওয়ালেটগুলির পিছনে নীতি, যা তাদের নিরাপত্তার দিক থেকে উচ্চতর করে তোলে, তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি তাদের আপনার খুব দুর্বল কম্পিউটার বা সংযুক্ত ডিভাইস থেকে আলাদা করে। এখানে বিবেচনা করার মতো হার্ডওয়্যার ওয়ালেট রয়েছে।
1. খতিয়ান
2. কিপকি
3. Trezor
4. জালি ১
5. বায়ু ফাঁক
6. বায়ু ফাঁক
7. বিটবক্স
8. কোল্ডকার্ড
বিস্তারিত

সফ্টওয়্যার নন-কাস্টোডিয়াল ওয়ালেট
যদিও সফ্টওয়্যার ওয়ালেটগুলি হার্ডওয়্যার ওয়ালেটের তুলনায় কম নিরাপদ হতে পারে, তবে তাদের সুবিধা সুবিধার মধ্যে রয়েছে। ব্যবহারকারীরা অ্যাপ ছাড়াই ক্রিপ্টোকারেন্সি দিয়ে অবাধে কিনতে, বিনিময় করতে এবং কেনাকাটা করতে পারেন। এছাড়াও, সফ্টওয়্যার ওয়ালেট অ্যাপগুলি বিনামূল্যে ডাউনলোড করা যায়, তাই তারা অল্প বাজেটে নতুনদের জন্য আদর্শ।
1. MetaMask
2. XDEFI
3. জ্ঞানসিস নিরাপদ
4. Coinomi
5. জেনগো
6. BitPay
7. BRD (রুটিওয়ালেট)
8. প্রান্ত
9. ওয়ালেট বিশ্বাস করুন
10. ফলাফল
বিস্তারিত
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 28, 2023, 05:37:36 AM
ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ।

দয়া করে এরকম এক লাইনে পোষ্ট করবেন না। এটা আপনার জন্য যেমন ক্ষতিকর, থ্রেড এর জন্যও ক্ষতিকর।

সবার আলাদা আলাদা মতামত থাকবে এটাই স্বাভাবিক। অনেকে এমন কিছু পোষ্ট করছেন, যেটা আমার পছন্দ হচ্ছে না। তবুও কিন্তু আমি কিছু বলতে পারবো না। কারণ সবার আলাদা আলাদা পছন্দ আছে। কিন্তু যখন আপনি না যেনে বা অল্প যেনে একটা জিনিস পোষ্ট করে বসে থাকেন, সেই ব্যাপার টা কিন্তু ভালো নয়। একজন পোষ্ট করলেন মাইনিং কি? মাইনিং হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আমাদের ফ্রিতে কাজ করতে হয়।  Grin এটা পড়ে আর বাকি টা পড়ার কোনো ইচ্ছায় জাগেনি আমার মনে। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না। শুধু এটা বলবো অথেন্টিক সোর্স ছাড়া কোনো কিছুই শেয়ার করা উচিৎ নয়। এতে করে নতুনরা ভূল শিক্ষা পাবে।
newbie
Activity: 28
Merit: 0
March 28, 2023, 12:55:06 AM
বিটকয়েন  আবিষ্কার

২০০৯ সালে, “Satoshi Nakamato” নামের একজন ব্যাক্তি বিটকয়েনের আবিষ্কার করেছিলেন।

তবে, সেই সময় বিটকয়েন এর জনপ্রিয়তা ও লোকপ্রিয়তা আজকের সময়ের মতো কখনোই ছিলোনা।
Wikipedia.org ওয়েবসাইটের মতে, যখন ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করা হয়েছিল, তখন ২০০৯ থেকে ২০১০ এর ভেতরে, ১ বিটকয়েন এর মান (value) প্রায় কিছুই ছিলোনা।

তবে, ২০১০ সালের মার্চ মাসে, ১ বিটকয়েন সমান $0.003 এবং জুলাই মাসে $0.008–$0.08 ভেতরে থাকে।

তারপর, ২০১২ সালের পর প্রায় ২০১৩ সালের থেকে,  ১ বিটকয়েনের মান তীব্র গতিতে বৃদ্ধি পায়।

Visit link: https://banglatech.info/what-is-bitcoin-in-bangla/
newbie
Activity: 3
Merit: 0
March 27, 2023, 11:52:50 PM
এপ্রিল 2023: বিটকয়েন মূল্যের পূর্বাভাস
ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞরা এপ্রিল 2023 এ বিটকয়েন মূল্যের জন্য তাদের পূর্বাভাস ঘোষণা করতে প্রস্তত। সর্বনিম্ন ট্রেডিং খরচ হতে পারে $23,085.90, যেখানে সর্বাধিক $24,858.32, এ পৌঁছাতে পারে। গড়ে, এটি প্রত্যাশিত যে বিটকয়েনের মূল্য প্রায় $24,193.67, হতে পারে সম্ভাব্য।
jr. member
Activity: 567
Merit: 1
March 27, 2023, 02:25:13 AM
☘️মাইনিং কি?

মাইনিং হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আমাদের ফ্রিতে কাজ করতে হয়। এখনে কাজ হলো জাস্ট একটা ক্লিক করা এটা হতে পারে ১২ / ২৪ ঘন্টা পর পর। এবং  এখান থেকে আমরা কিছু কয়েন আর্নিং করতে পারি এবং তারা যখন এই কয়েনটি মার্কেটে লোঞ্চ করে তখন আমরা এই কয়েনটি একটা দামে বিক্রি করতে পারি।যদি কয়েনটির দাম বেশি হয় তাহলে আমরা একটি ফ্রি মাইনিং সেক্টর থেকে হিউজ পরিমাণ প্রফিট নিতে পারি।

আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে মাইনিং সেক্টরে কাজ করতে পারেন।  আপনারা যারা বিভিন্ন অ্যাপ বা সাইট কাজ করে এর অনেক গুলোই পেমেন্ট দেয় না।  আর যে গুলো পেমেন্ট দেয় সেই পেমেন্ট এ এমবি কেনার টাকা ই হয় না। তাই অন্য কাজের পাশা পাশি আপনারা এই কাজটি করতে পারেন।

☘️পেমেন্ট সাথে সাথে পাওয়া যাবে না।আপনি যেই কয়েনটি মাইনিং করবেন, সেই কয়েনটি মার্কেটে লিস্টেড হওয়ার পর পেমেন্ট পাবেন। মাইনিং অ্যাপে কাজ করতে হলে ধর্য্য থাকতে হবে। আপনার ধর্য্য থাকলে কাজ করতে পারেন।
ভাই এখন আমি একটা কথা বলি আসলে সব মাইনিং এপ কিন্তু পেমেন্ট করে না কিছু কিছু এপ আছে পেমেন্ট করে আর কিছু কিছু এপ আছে আপনি মাইনিং করবেন সেস মুহূর্তে দেখবেন সেইটা Withdrawal চালু করে না আমি বলতে চাই যে আপনি যুদি মাইনিং করেন তাহলে অবশ্যই তাদের সকল সোশ্যাল মিডিয়া ভালো ভাবে দেখে তার পর আপনার যুদি মনে যে এইটা ভালো তাহলে আপনি মাইনিং করতে পারেন।

ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ।
newbie
Activity: 3
Merit: 0
March 27, 2023, 12:44:25 AM
☘️মাইনিং কি?

মাইনিং হচ্ছে এমন একটি সেক্টর যেখানে আমাদের ফ্রিতে কাজ করতে হয়। এখনে কাজ হলো জাস্ট একটা ক্লিক করা এটা হতে পারে ১২ / ২৪ ঘন্টা পর পর। এবং  এখান থেকে আমরা কিছু কয়েন আর্নিং করতে পারি এবং তারা যখন এই কয়েনটি মার্কেটে লোঞ্চ করে তখন আমরা এই কয়েনটি একটা দামে বিক্রি করতে পারি।যদি কয়েনটির দাম বেশি হয় তাহলে আমরা একটি ফ্রি মাইনিং সেক্টর থেকে হিউজ পরিমাণ প্রফিট নিতে পারি।

আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে মাইনিং সেক্টরে কাজ করতে পারেন।  আপনারা যারা বিভিন্ন অ্যাপ বা সাইট কাজ করে এর অনেক গুলোই পেমেন্ট দেয় না।  আর যে গুলো পেমেন্ট দেয় সেই পেমেন্ট এ এমবি কেনার টাকা ই হয় না। তাই অন্য কাজের পাশা পাশি আপনারা এই কাজটি করতে পারেন।

☘️পেমেন্ট সাথে সাথে পাওয়া যাবে না।আপনি যেই কয়েনটি মাইনিং করবেন, সেই কয়েনটি মার্কেটে লিস্টেড হওয়ার পর পেমেন্ট পাবেন। মাইনিং অ্যাপে কাজ করতে হলে ধর্য্য থাকতে হবে। আপনার ধর্য্য থাকলে কাজ করতে পারেন।
ভাই এখন আমি একটা কথা বলি আসলে সব মাইনিং এপ কিন্তু পেমেন্ট করে না কিছু কিছু এপ আছে পেমেন্ট করে আর কিছু কিছু এপ আছে আপনি মাইনিং করবেন সেস মুহূর্তে দেখবেন সেইটা Withdrawal চালু করে না আমি বলতে চাই যে আপনি যুদি মাইনিং করেন তাহলে অবশ্যই তাদের সকল সোশ্যাল মিডিয়া ভালো ভাবে দেখে তার পর আপনার যুদি মনে যে এইটা ভালো তাহলে আপনি মাইনিং করতে পারেন।
full member
Activity: 490
Merit: 119
March 26, 2023, 02:00:50 PM
এই বাংলাদেশে সব কিছুরই অনেক দাম। তার উপর ভাই, পাকা মরিচ যদি মালা তৈরির কাজে ব্যবহৃত হয়। তাহলে তো বাংলাদেশে মরিচই খুঁজে পাওয়া যাবে না। একবার যদি মরিচ দিয়ে মালা তৈরির কাজ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মরিচ দিয়েই যাবতীয় সব সংবর্ধনা দেয়া হবে। তাহলে কিন্তু তরকারি রান্নায় এই লাল মরিচ পাওয়া যাবে না। মরিচ পাওয়া যাবে সংসদ ভবনে। কারন সেখানে তো যাবতীয় সংবর্ধনা দেয়া নিয়ে সবাই ব্যস্ত থাকবে।

Quote
মরিচ দিয়ে মালা তৈরি করা
কাজকে নিউৎসাহিত করা হোক।

ঝাল লাইফ যদি বিউটিফুল লাইফ হয, বলেন তাহলে মিষ্টি লাইফের কি হবে?





উৎস লিংক: https://www.facebook.com/BeautifullyLifes/photos/a.474807147219906/962602281773721/
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 26, 2023, 11:50:20 AM
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏


ভাই আইডি কেনা থেকে বিরত থাকুন।। এটা Bitcointalk এর নিয়ম এর বাইরে।। ভাই শুরু থেকে কিছু শুরু করুন ।। এর আনন্দ আলাদা ।। আমি bitcointalk এ January 17, 2023 এ এসেছি ।। যা প্রায় ৩ মাস সময় এটা অনেকের কাছে অনেক দীর্ঘ সময় ।। কিন্তু আমি নতুন হিসাবে এই ৩ মাসে অনেক কিছু শিখেছি এবং এই শিক্ষার মধ্যে দিয়ে আমার অ্যাচিভমেন্ট হলো ৩ টি মেরিট ।। যা আমাকে Bitcoin forum এ এগিয়ে যেতে উৎসাহ যোগায় ।। ভাই এই ছোট ছোট অ্যাচিভমেন্ট এর আনন্দ উপভোগ করতে শিখুন ।। বিশ্বাস করেন ভাই এই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো অনেক অনেক বেশি আনন্দ এবং সস্তির কারণ ।। যা থেকে ভবিষ্যতে অনেক বড় কিছু আছিভমেন্ট হবে ইনশাআল্লাহ।।  
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 26, 2023, 11:28:20 AM
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏

আমি আপনাকে বলবো না যে আপনি বিটকয়েন আইডি কেনেন।  কেননা আপনি আইডি কিনে কিছু করতে পারবেন না।কারন আপনার পূর্বের কোন অভিজ্ঞতা নাই যদি থাকতো তাহলে আপনি নিজেই খুঁজে বের করতে পারতেন। যেহুত আপনার এই জায়গার আগে কোন অভিজ্ঞতা নাই। শুধু শুধু আপনার টাকা গুলো নষ্ট হবে। আমি আপনাকে বলবো আপনি যদি এইখানে নতুন হয়ে থাকেন।  তাহলে ধৈর্য ধরেন আপনি কিছু দিন গবেষণা করেন।  দেখবেন আপনি একদিন সফল হবেন। বিটকয়েন আইডি কেনা মানে বোকামি করা আমি মনে করি। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনলেন কিছু দিন পর আপনার একাউন্ট টি ব্যান হয়ে যেতে পারেন। কারন আপনার এর আগে এর রুলস সম্পর্কে আপনার ধারনা নাই।  টাকা দিয়ে কিছু হয় না নিজের  অভিজ্ঞতাই সব।  তাই অভিজ্ঞতা অর্জন করেন।  সফলতা আপনা আপনি আসবে।
আপনার কথাগুলো ঠিক কিন্তু আমি আইডি কিনতে চাই কিভাবে কিনবো এইটা বলুন দয়া করে 🙏🙏

আমি সঠিক বলতে পারবো না তবে কয়েকটা টপিক দেখছি যারা আইডি সেল করার জন্য কয়েকটা টপিক খুলে রাখছে। আমি জানি না তারা ট্রাস্টেড কি না।  এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার।  আপনি এই টপিক গুলো দেখতে পারেন।

https://bitcointalk.org/index.php?topic=1669636.80

https://bitcointalk.org/index.php?topic=1669636.60

আপনি ভালোভাবে রিচার্জ করে বড়ভাইদের সাথে কথা বলে কোন ডিল কইরেন। বড়ভাই দের সাথে কথা না বলে কোন কিছু কইরেন না। আমি আবারো বলতেছি এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। তবে যাই করবেন চিন্তা ভাবনা করে দেখবেন।  আমি শুনছি এগুলো বেশিরভাগ ফল্ট বা ভুয়া হয়।
বর্তমানে বিটকয়েন টক আইডি কেনার কোন প্রশ্নই আসেনা,  এটা বিটকয়েন ফোরাম রুলস এটাকে না , না করলেও  এটাকে নিরুৎসাহিত করেছে।
যিনি আইডি কিনতে চাচ্ছেন তার নিকট আমার প্রশ্ন যে আইডি কিনে কি করবেন ?  আইডি কিনে যদি সিগনেচার ক্যাম্পেইন  করতে চান  তাহলে এটা জেনে রাখুন যে ফোরামে অনেক ডিটি মেম্বার আছে যারা    মালিক ট্রান্সফার  বা একাউন্ট কেনা বেচা  আইডেন্টিফিকেশন করার জন্য।  আর একবার তাদের চোখে পড়লে   আর অভিযোগ প্রমাণিত হলে  লাল  ট্যাগ কনফার্ম ।  সো এইসব চিন্তায় যাবেন না নিজে নিজের একাউন্ট করুন টাইম নেন কিন্তু নিজের একাউন্ট নিজে করুন অন্তত নতুন কিছু শেখা হবে।
আর ভাই যারা তাকে টপিকগুলো সাজেস্ট করতেছেন তারা কি দেখেছেন যে থ্রেড খুলেছে সে অলরেডি রেট ট্যাগ খেয়ে বসে আছে?





Jump to: