আমি একজন বাংলাদেশী আর আমি অনেকদিন ধরে Bitcointalk এ এসেছি। আমি অনেকদিন যাবত ভেবেছি আমি আমার বাংলাদেশের বোর্ডে চলে যাব। এবং অবশেষে আমি আজকে বাংলা বোর্ডে এসেছি আমার বাঙালি সকল ভাইদের সাথে একই কমিউনিটিতে থাকার জন্য। আমি লক্ষ্য করেছি কমিউনিটি ছাড়া কখনো একাউন্ট এগিয়ে নেওয়া সম্ভব নয় যার কারণে আমি আমার দেশের বাঙালি ভাইদের সাথে আলোচনা করব ফোরামে সময় দেব। আর এখন থেকে আমি বাংলা বোর্ডে নিয়মিত একটিভ থাকার চেষ্টা করব। আমি ফোরামের বিভিন্ন বোর্ডে গিয়েছি কিন্তু কেউ আমাদের নতুনদের সাপোর্ট করে না। যার কারণে আমি বাংলা বোর্ডে চলে এসেছি আমি জানি আমাদের বাংলাদেশে অনেক ভাই রয়েছে যারা অনেক এগিয়ে আছে এই ফোরামে তাই তাদের সাপোর্ট ছাড়া কখনোই টিকে থাকা সম্ভব নয়। আর আমি ইতিমধ্যে একটি কনটেস্টে যোগদান করেছি কিন্তু ৭টি মেরিটের কারণে সাবমিশনে যুক্ত করেনি। আর আমি যদি মেরিট ৩০টি পূর্ণ করতে পারি তাহলে আমাকে সাবমিশনে নেওয়া হবে। তবে আমি লক্ষ্য করেছি তাদের কমিউনিটি ছাড়া অন্য কাউকে মেরিট আদান প্রদান করে না। তাই আমি আমার বাংলাদেশের ভাইদের কাছে আশাবাদী অবশ্যই আমাকে এই বিষয়ের জন্য সাহায্য করবেন।
অনেকদিন ধরে আসার চেষ্টা করছেন কিন্তু আসেননি অথচ যখন দেখলেন ৩০ টি মেরিটের জন্য আপনি কনটেস্টে অন্তর্ভুক্ত হচ্ছেন না ঠিক তখনই সম্ভবত মেরিটের আশায় এখানে এসেছেন। যা হোক তবুও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে একজন মেম্বার পাওয়া গেল। তবে একটি বিষয় বলে রাখি আপনার মেরিট অর্জনের পর প্লিজ বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে আবার হারিয়ে যাবেন নাতো? বাংলাদেশ অতীতের তুলনায় বর্তমানে এক্টিভ মেম্বার বেশি এবং তুলনামূলকভাবে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট ও একটিভিটি বেশি হচ্ছে। তাই এখানে একটিভ মেম্বারদের একটু বেশি প্রয়োজন।
কে কোথায় কি করছেন জানি না। মারকেটে কি হচ্ছে কেউ কোনো খোজ খবর রেখেছেন কি?
অবশ্যই খবর রাখি, আর এই নিয়ে একটি টুইটার পোষ্টও করেছি। সকলে পোষ্টটি পড়ে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন:
https://twitter.com/officialbitbyte/status/1634522517888184321মার্কেটের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। তাই সকলে বিটকয়েনে ফেরত চলে আসেন।
ভাই বিটকয়েন খুবই হৃদয়বিদারক সেনসিটিভ একটি বিষয়। এটা নিয়ে ডিপলি চিন্তা ভাবনা করা বাদ দিয়েছি। বিটকয়েন আজকে থেকে অতীত পর্যন্ত ৪৭২ বার মৃত ঘোষণা করা হয়েছে ঠিক ৪৭২ বার আবার জীবিত হয়েছে। আপনি ও আমি বিটকয়েনের রক্তাক্ত অধ্যায় দেখি না কেন কোন লাভ হবে না। ভয় পেলে চলবে না বিটকয়েন যেমন রক্তাক্ত হতে পারে ঠিক তেমনি ওষুধ লাগিয়ে ক্ষত সারাতে পারে। মার্কেট হয়তো সিলিকন ভ্যালি, সিলভার গেট দুটো কিপ্টোকারেন্সি ব্যাংকের খারাপ অবস্থার জন্য অনেক বেশি রক্তাক্ত হচ্ছে কিন্তু কিছুদিন গেলেই সেই ক্ষত আবার কোন না কোন ভাবে ভালো হয়ে উঠবে। হ্যাঁ তবে বেশ কিছু Stablecoin (USDC,Pax, DAI,) এগুলোর দাম মাত্রা অতিরিক্তভাবে নিচে নেমে এসেছে যা বর্তমানে অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বড় বড় বিটকয়েন (Bitcoin whales) তিমিরা কিন্তু একটুও মাথা ব্যথা করছে না। বিটকয়েন তিমিরা বলতে ঐ সমস্ত ব্যক্তি ,প্রতিষ্ঠান, গ্রুপকে বোঝানো হয় যাদের ওয়ালেটে ন্যূনতম ১০০০ পরিমাণ BTC আছে। আপনারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো চেক করে দেখতে পারেন। কয়েকটি বিটকয়েন তিমিদের নাম উল্লেখ করে দিলাম, ইলন মাস্ক, মাইকেল শেইলার, CZ Binance, Vitalik buterin, সালভদর ইত্যাদি।
এই সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান বিটকয়েনের বর্তমান বাজার নিয়ে মোটেও চিন্তিত নন। আমি আপনারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে কোন লাভ নেই।
আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
হ্যাঁ এভাবেই এখানে মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ করুন দেখবেন আপনি নিজে নিজে বড় হবেন এবং আপনার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড একসময় ফোরামের একটি ভালো অবস্থানে চলে আসবে।
সহজ ভাষায় বলতে এক একাউন্ট হারিয়ে অন্য একাউন্ট এর পদোন্নতি বাড়ানোর জন্য উঠেপড়ে লাগছে। সব জয়েনিং পোস্টের সাথে একটা বাংলা পোস্ট করে নিজের অন্য একাউন্ট দিয়ে মেরিট এবিউজ।
আসলে ভাই এগুলো শুধুমাত্র বাউন্টি হান্টাররা করে থাকে। বিশেষ করে বাউন্টি ম্যানেজাররা কিছু নিয়ম করে দেয় যেখানে নূন্যতম 100 অ্যাক্টিভিটি অথবা জুনিয়র মেম্বার হতে হবে। তাই তারা তাদের একাউন্টের একটিভিটি ও জুনিয়র মেম্বার রেংক পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং বেশ কিছু টপিক আছে যেখানে নতুন একাউন্টে মেরিট দেওয়া হয়। তারা প্রতিনিয়ত নতুন একাউন্ট তৈরি করছে এবং @GazetaBitcoin একটি কুইজ কনটেস্ট এর আয়োজন করেছে সেখানে কুইজের উত্তর দিলেই@GazetaBitcoin একটি করে মেরিট দেয়। তাই শুধুমাত্র বাউটি হান্টাররা একাউন্টের এক্টিভিটি ও মেরিট পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
কথায় কথা চলে আসলো , আজকে একজন আমাদের বাংলাদেশী ভাই @OnZen একটি আকাম করে ফেলেছে। পাই বেকিং কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অন্যের ফর্মুলা চুরি করে এনে পোস্ট মেরে দিয়েছে। অন্যের ফর্মুলা বলতে যে এই কনটেস্টের আয়োজন করেছে তার নমুনা চুরি করে এনে পোস্ট করায় @EFS চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট মেরে দিয়েছে। তাহলে এতদিন একটিভ থেকে এই ফোরাম থেকে কি শিখল? একটা সহজ পাই বেকিং কনটেস্ট যেখানে নিজের যোগ্যতায় নমুনা তৈরি করে অংশগ্রহণ করতে বলা হয়েছে, সেখানে অন্যের জিনিস চুরি করে এনে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই এরকম শাস্তি পেতেই হবে।
@OnZen এর আকাম
Re: 🥧 1st edition - Bitcointalk Pie Baking Contest 🥧