Author

Topic: বাংলা (Bengali) - page 264. (Read 5719186 times)

sr. member
Activity: 616
Merit: 322
March 23, 2023, 01:38:08 AM
Snip
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন।

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200 এর পর স্পেস heigth=200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
March 23, 2023, 12:36:50 AM
Fake Arbitrum (ARB) Airdrop এবং Presale চলছে কেউ Scammer এর ফাঁদে পইড়েন না।

আসসালামুআলাইকুম বাংলাদেশী ভাইয়েরা। আশা করি সবাই ভাল আছেন। আজকে সকালে একটি YouTube তার সোশ্যাল একাউন্ট এ দেখলাম একটি ফেক Arbitrum Airdrop পোস্ট করেছে । কিন্তু ভিতরে দেখি বিশাল কাহিনী তারা শুধু Airdrop এর নামে ফেক Presale রান করছিল। আর সেখানে ইতিমধ্যেই অনেকেই Join ও করে ফেলেছে দেখলাম। তাই আপনাদের সাথে স্কাম  Website টা শেয়ার করছি যাতে আপনারা এ ধরনের স্ক্যাম ট্র্যাপ থেকে সতর্ক থাকতে পারেন।

ফেক Presale এবং Airdrop লিংক: https://airdrop.arbitram.io/gMP3
 আর্কাইভ: https://archive.ph/8xRjL
স্কেমার এড্রেস: 0xa4ca7C78407247A603216345752e9f4041423cde
এই এড্রেস এ 8.239839839703950966 ETH ব্যালেন্স আছে। অতএব বলা যায় কিছু মানুষ অবশ্যই ফেক Presale এ জয়েন করেছে।


এখানে Scammer এর Presale এর এড্রেস সহ  Presale প্রাইস দেওয়া।


এখানে তারা ১ ETH এ ৫০,০০০ $ARB সেল করছে।


এখানে ফেক Airdrop এ জয়েন ও রেফার করতে বলা হচ্ছে যা স্ক্যাম টিকে আরো ছড়িয়ে দিবে।
মজার বিষয় হচ্ছে তারা ফেক ওয়েবসাইটে বানান ভুল করে তৈরি করেছে একটু সাবধান হলেই হয়ত বোঝা সম্ভব।
আসল Arbitrum ওয়েবসাইট: https://arbitrum.foundation/

তাই সবাই কে অনুরোধ করছি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এইসব Scammer দের থেকে।

আমি অলরেডি এই বিষয়ে Scam Accusations বোর্ড এ একটি পোস্ট করেছি আর বাঙালি ভাইদের সার্থে এখানেও তথ্য শেয়ার করলাম। আমার পোস্ট লিংক : [SCAM ALERT] FAKE ARBITRUM PRESALE AND AIRDROP ONGOING (NEVER JOIN PRESALE)
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 23, 2023, 12:17:13 AM
সবার জন্য সুখবর আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহে বিটকয়েন প্রায় ১০ হাজার প্লাস বেড়েছে আর কিছুদিনের মধ্যে বিটকয়েন ৪০ হাজার প্লাস হবে আমরা সবাই বাংলাদেশ ফ্রম এ অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ পোস্ট করে আমরা আমাদের এই ফর্মটাকে আরো এগিয়ে নিয়ে যাব

ইনশা আল্লাহ। কয়েকদিন যাবত সবুজ ছায়ায় ভরে গেছে। লালের ছায়া মুছে গেছে। বর্তমান বিটকয়েন ২৭,৩৭৪ আছে। আগামীকাল ২৮k অবস্থান করেছিলো। বিটকয়েনের বাজার আগের থেকে অনেক ভালো হতে চলেছে। দিন দিন বিটকয়েনের দাম বেড়েই চলেছে। আমি আশা করি জুলাই মাসের মধ্যে ৩৫k+ অবস্থান করবে। 
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 23, 2023, 12:08:24 AM
( ফ্রীতে মোটা মুটি ভালো একটা সার্ভিস দিয়েছিল roslinpl :')।
roslinpl এর একাউন্ট হ্যাকড অথবা বিক্রয় হয়ে গিয়েছে। আসল rosinpl এখন এই একাউন্টের মালিক না, তাই পরবর্তী লেসন আর আসবে না। সিগ্নেচার ডিজাইনে ওর মত হাত jayce ছাড়া আর কারো নেই এই ফোরামে। আপনি চাইলে jayce থেকে হেল্প নিতে পারেন। jayce খুব ফ্রেন্ডলি মানুষ। আশা করি যে কাউকে সে হেল্প করবে এই ব্যাপারে।
jr. member
Activity: 45
Merit: 1
March 22, 2023, 10:43:10 PM


📰রমজান সময় সূচী 2023
 দিন🌄সেহেরি🌙ইফতার
🗓01_🍛4:05_🍱6:28
🗓02_🍛4:04_🍱6:29
🗓03_🍛4:03_🍱6:29
🗓04_🍛4:02-🍱6:29
🗓05_🍛4:01_🍱6:30
🗓06_🍛4:00_🍱6:30
🗓07_🍛3:59_🍱6:31
🗓08_🍛3:58_🍱6:31
🗓09_🍛3:57_🍱6:32
🗓10_🍛3:55_🍱6:32
🗓11_🍛3:54_🍱6:33
🗓12_🍛3:53_🍱6:33
🗓13_🍛3:52_🍱6:34
🗓14_🍛3:51_🍱6:34
🗓15_🍛3:50_🍱6:35
🗓16_🍛3:50_🍱6:35
🗓17_🍛3:49_🍱6:36
🗓18_🍛3:49_🍱6:36
🗓19_🍛3:48_🍱6:36
🗓20_🍛3:48_🍱6:37
🗓21_🍛3:47_🍱6:37
🗓22_🍛3:47_🍱6:38
🗓23_🍛3:46_🍱6:38
🗓24_🍛3:46_🍱6:39
🗓25_🍛3:45-🍱6:39
🗓26_🍛3:44_🍱6:40
🗓27_🍛3:44_🍱6:40
🗓28_🍛3:43_🍱6:41
🗓29_🍛3:43_🍱6:42
🗓30_🍛3:42_🍱6:42
 👳🏻সমস্ত মুসলমানদের কাছে অনুরোধ করছি🙏🏻🥒 🌃রমজান সময়সুচী টি রোজাদার🏰সমস্ত মুসলমান ভাই বোনের কাছে পৌঁছে দিন💌

🇸🇦সৌদি আকাশে চাদঁ দেখা  গেছে।🌙🥀

আলহামদুলিল্লাহ্।🤲

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 22, 2023, 02:12:48 PM
আমিও ভুল করে এরকম একটা এয়ার্ড্রপে জয়েন করে বোকা হয়ে গিয়েছিলাম এবং আমার ওয়ালেট তারা হ্যাক করে নিয়েছিল।
যার ফল আমি অনেকদিন পর্যন্ত ভোগ করেছি। তাই সবার সতর্ক থাকা উচিত যাতে কেউ ওয়ালেটের প্রাইভেট কে দিয়ে কোন এয়ারড্রপ এ যুক্ত না হয়।
শুধু এয়ার ড্রপ না অনেকেই যারা বাউনটি করে তাদেরকেও আমি বলব ওইসব বাউন্ডারি করবেন না যেখানে প্রাইভেট কি দিয়ে ওয়ালেট কানেক্ট করতে হয় এরকম বেশিরভাগ গুলোই স্ক্যাম হয়ে থাকে এক্ষেত্রে দেখবেন আম হিসেবে ছালাও ও যাবে।
আর আমি এয়ার ড্রপ করার পরামর্শই দিব না এয়ার ড্রপ করে আজ পর্যন্ত আমি প্রফিটেবল কিছু পাইনি বিটকয়েন ফোরামে ঢোকার পূর্বে ক্রিপ্টো জগতের সাথে জয়েন হওয়ার প্রথমদিকে আমি অনেকগুলো ড্রপে অংশগ্রহণ করেছিলাম কিন্তু তার থেকে শুধু আমার টেলিগ্রাম এ জয়েন হওয়া গ্রুপের সংখ্যায় বেড়েছিল কোন প্রফিটেই আসেনি, তার থেকে এয়ার ড্রপ না করে ওই সময়টুকু ফোরামে এক্সপ্লোর করাটাও আমি মনে করি ভালো।
আমাকে কেউ একটু হেল্প করেন। আমি এই জায়গায় নতুন জয়েন করলাম। আমি রুলস গুলা পড়লাম। আরো কয়েকটা পেজ পড়লাম। আমার একটি প্রশ্ন হলো বিটকইনটালক পোস্ট ফরম্যাটে কি সরাসরি HTML  সাপোর্ট করে। না এখানে নিধারিত কত ট্যাগ দেওয়া আসে শুধুমাত্র সেগুলাই সাপোর্ট করে। আর সিগনেটারে ডিজাইন কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। আমাকে কেউ একটু বলবেন প্লিজ তা হলে আমার খুব উপকার হবে।  ধন্যবাদ
অলরেডি লিটল মাউস ভাই সবকিছু বলে দিয়েছে তারপরও আমি আরেকটু বলতেছি BBCode হচ্ছে " Bulletin Board Code" যা ইন্টারনেটে সকল ফোরাম অর্থাৎ শুধু এই বিটকয়েন টক ফোরাম না অন্যান্য সকল ফোরামে এই BBCode ব্যবহার করা হয় পোস্ট বা মেসেজ আদান প্রদান করার জন্য। তবে তারতর্ম বেধে কিছু ফোরামের BBCode অন্য ফোরামে কাজ নাও করতে পারে। আর HTML/CSS  এর সাথে BBcode এর পার্থক্য দেখতে চাইলে এখানে দেখতে পারেন- https://en.wikipedia.org/wiki/BBCode
তাছাড়া  আপনার জন্য   হিডেন কোড






Code:
>:D
^-^
O0
C:-)
0:)

আপনি এই টপিকটি দিয়ে শুরু করতে পারেন- https://bitcointalksearch.org/topic/learn-bbcode-lessons-tutorials-tutorial-videos-1727100

ধন্যবাদ ভাই এই টপিকটি বহুত আগে আমার চোখে পড়েছিল কিন্তু আর খুঁজে পাচ্ছিলাম না। লেসন 12 কি আর আসবেনা  Cry ফ্রীতে মোটা মুটি ভালো একটা সার্ভিস দিয়েছিল roslinpl :')।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 22, 2023, 11:33:20 AM
আমাকে কেউ একটু হেল্প করেন। আমি এই জায়গায় নতুন জয়েন করলাম। আমি রুলস গুলা পড়লাম। আরো কয়েকটা পেজ পড়লাম। আমার একটি প্রশ্ন হলো বিটকইনটালক পোস্ট ফরম্যাটে কি সরাসরি HTML  সাপোর্ট করে। না এখানে নিধারিত কত ট্যাগ দেওয়া আসে শুধুমাত্র সেগুলাই সাপোর্ট করে। আর সিগনেটারে ডিজাইন কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। আমাকে কেউ একটু বলবেন প্লিজ তা হলে আমার খুব উপকার হবে।  ধন্যবাদ
HTML না। এইখানে BBcode সাপোর্টেড। সিগ্নেচার ডিজাইনও BBCode এ হয়। সিগ্নেচার ডিজাইন শিখতে চাইলে আপনাকে আগে সিগ্নেচার এর লিমিট বুঝতে হবে। এর পাশাপাশি কিছু ওয়েবসাইট থেকেও হেল্প নিতে পারেন। তবে যেসব bbcode জেনারেটর সাইট আমি চিনি, সেগুলোতে ক্যারেক্টার অনেক বেশি কনজিউম করে।
আপনি এই টপিকটি দিয়ে শুরু করতে পারেন- https://bitcointalksearch.org/topic/learn-bbcode-lessons-tutorials-tutorial-videos-1727100
member
Activity: 168
Merit: 58
March 22, 2023, 10:41:02 AM
ভাইয়া আমি এই ফোরামের নতুন। কিভাবে পোস্ট করতে হয় কিভাবে মেরিট পেতে হয় এইটা জানাবেন একটু প্লিজ।

@Mr.Member আপনি মেরিট পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে কিন্তু আপনি নিজেই আপনার প্রোফাইলে প্রবেশ করুন এবং কল্পনা করুন কোন পোস্টে মিনিট দেওয়া যায় এবং কোন পোস্টের ওপর মেরিট পাওয়ার উপযুক্ত।



 আপনার মাল্টি অ্যাকাউন্ট আছে এবং আমি সাধারণ একটি নমুনা দিতেছি আপনি সতর্ক হয়ে যান। এই অ্যাকাউন্ট গুলো নিয়ে বেশিদুর এগিয়ে যেতে পারবেন না তার আগেই আপনার অ্যাকাউন্ট নেগেটিভ ফিডব্যাক পাবেন। এজন্য যদি বাঁচতে হয় একা বাঁচতে হবে এবং খুবই সতর্কতার সাথে।
 ধন্যবাদ!!!
আরো  কিছু লোক আছে যারা কপি পেস্ট করে পোস্ট করে থাকেন। শুধু মেরিট পাওয়ার আশায় বাংলা বোর্ডে আসে। দুই একটা মেরিট পেলে তাদেরকে আর বাংলা বোর্ডে দেখা যায় না। আবার কিছু কিছু লোক আছে দেখা যারা নিজে তো মরবে। আরো সাথে করে আর একজনকে নিয়ে মরবে। নতুন ভাইদের সবার উদ্দেশ্যেই বলি এই ধরনের ভুল কেউ করবেন না।

@Mr.Member ভাই কিছু মনে করতাছেন না যখন আপনার আইডি রাঙ্ক আপ হয়ে আইডি বড় হবে।  আইডিতে নেগেটিভ ফিডব্যাক বা ব্যান্ড হলে তখন বুঝবেন কেমন লাগে।
member
Activity: 182
Merit: 10
March 22, 2023, 07:42:02 AM
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 22, 2023, 05:10:49 AM
ভাই Utopia App এ Deep Message Link বের করতে পারছিনা। ভাই দেখিয়ে দিলে উপকৃত হতাম। ড্র তে জয়েন করার ইচ্ছা ছিল তবে এপ এ গ্রুপ এ গিয়ে মেসেজ দিছি শুধু কপি টেক্সট আসতেছে। আর ভাই Utopia Chat Lobby সার্চ দিয়ে ওই গ্রপে মেসেজ দিতে হবে তাইনা?
মেসেজ ওপেন করে মাউসের ডানপাশে ক্লিক করুন তাহলে এই ছবির মত অপশন দেখতে পাবেন

এরপর শেয়ার বাটনে মাউস রাখুন। তাহলে এই ছবির মত অপশন দেখতে পাবেন

এবার কপি ডিপ লিংকে ক্লিক করুন। তাহলেই মেসেজ লিঙ্ক কপি হয়ে যাবে। এবার আপনি সেটা যেখানে পোস্ট করতে চান সেখানে পেস্ট করুন।

jr. member
Activity: 567
Merit: 1
March 22, 2023, 05:09:59 AM
সিনিয়র, ভাই যারা আছেন তারা দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। কারন এই ফোরামে আমি নতুন আমি বাউন্টিতে কাজ করি কিন্তু ঠিকমতো পেমেন্ট পাইনা। কোন কোন বাউন্টিতে কাজ করলে পেমেন্ট পাওয়া যায় দয়া করে যদি একটু বলতেন, তাহলে উপকৃত হতাম।
sr. member
Activity: 798
Merit: 377
March 22, 2023, 04:25:33 AM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 22, 2023, 04:10:13 AM
আজকে চতুর্থ সপ্তাহের মত joeperry,  "Utopia - P2P Ecosystem | Free Bitcoin Raffle Weekly 💎 Round 4" এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন। যারা মেম্বার র‍্যাঙ্ক বা তার উপরে আছেন তারা এই রাফেল এ আবেদন করতে পারবেন। তাই যারা আগ্রহী তারা দেরি না করে আবেদন করে ফেলুন, ধন্যবাদ।
ভাই Utopia App এ Deep Message Link বের করতে পারছিনা। ভাই দেখিয়ে দিলে উপকৃত হতাম। ড্র তে জয়েন করার ইচ্ছা ছিল তবে এপ এ গ্রুপ এ গিয়ে মেসেজ দিছি শুধু কপি টেক্সট আসতেছে। আর ভাই Utopia Chat Lobby সার্চ দিয়ে ওই গ্রপে মেসেজ দিতে হবে তাইনা?
ভাই আপনি যদি Android phone দিয়ে লিংক বের করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি ব্যার্থ হবেন। কারণ মোবাইল দিয়ে বের করা সম্ভব নয় আপনি চাইলে ডেক্সটপ অথবা ল্যাপটপ দিয়ে এই লিংক বের করতে পারবেন। আমিও অনেক চেষ্টা করেছি বের করতে কিন্তু কোনো ভাবেই সম্ভব হয়নি। তাই আপনি পিসি দিয়ে যদি চেষ্টা করেন তাহলে আপনি রাফেল ড্র তে অংশ গ্ৰহণ করতে পারবেন।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
March 22, 2023, 01:27:57 AM
আজকে চতুর্থ সপ্তাহের মত joeperry,  "Utopia - P2P Ecosystem | Free Bitcoin Raffle Weekly 💎 Round 4" এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন। যারা মেম্বার র‍্যাঙ্ক বা তার উপরে আছেন তারা এই রাফেল এ আবেদন করতে পারবেন। তাই যারা আগ্রহী তারা দেরি না করে আবেদন করে ফেলুন, ধন্যবাদ।
ভাই Utopia App এ Deep Message Link বের করতে পারছিনা। ভাই দেখিয়ে দিলে উপকৃত হতাম। ড্র তে জয়েন করার ইচ্ছা ছিল তবে এপ এ গ্রুপ এ গিয়ে মেসেজ দিছি শুধু কপি টেক্সট আসতেছে। আর ভাই Utopia Chat Lobby সার্চ দিয়ে ওই গ্রপে মেসেজ দিতে হবে তাইনা?
newbie
Activity: 23
Merit: 10
March 22, 2023, 12:44:22 AM
আমাকে কেউ একটু হেল্প করেন। আমি এই জায়গায় নতুন জয়েন করলাম। আমি রুলস গুলা পড়লাম। আরো কয়েকটা পেজ পড়লাম। আমার একটি প্রশ্ন হলো বিটকইনটালক পোস্ট ফরম্যাটে কি সরাসরি HTML  সাপোর্ট করে। না এখানে নিধারিত কত ট্যাগ দেওয়া আসে শুধুমাত্র সেগুলাই সাপোর্ট করে। আর সিগনেটারে ডিজাইন কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। আমাকে কেউ একটু বলবেন প্লিজ তা হলে আমার খুব উপকার হবে।  ধন্যবাদ
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 21, 2023, 11:34:41 PM
jr. member
Activity: 50
Merit: 1
March 21, 2023, 08:54:15 PM
ইসলামিক ডিজিটাল কয়েন ওয়ালেট নতুন কারেন্সি প্রচার প্রসারের জন্য ১০০ কয়েন ফ্রিতে দিচ্ছে,


আমি ইসলামিক ডিজিটাল কয়েন ওয়ালেট খুলেছি। কিন্তু আমি এখনো কোনো টোকেন পাইনি, আমার টোকেনের জন্য তাদের কাছে ইমেইল পাঠাতে হবে ।কেউ যদি এ সম্পর্কে ভালো জানেন, তাহলে একটু বলবেন প্লিজ।
jr. member
Activity: 47
Merit: 1
March 21, 2023, 07:58:37 PM
ইসলামিক ডিজিটাল কয়েন ওয়ালেট নতুন কারেন্সি প্রচার প্রসারের জন্য ১০০ কয়েন ফ্রিতে দিচ্ছে,

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 21, 2023, 04:36:03 PM
Fake Arbitrum (ARB) Airdrop এর ফাঁদে পা দিবেন না

সম্প্রীতি সময়ে বহুল আলোচিত এই ইথেরিয়াম লেয়ার টু স্কেলিং (Ethereum layer 2 Scaling) অ্যাডাপশন ভিত্তিক প্রজেক্ট Arbitrum ARB সম্প্রীতি ১২ টি জনপ্রিয় এক্সচেঞ্জে তাদের লিস্টিং হওয়ার নিউজ প্রচার করে এবং তারা এটাও প্রচার করেছে তারা এয়ার্ডপের মাধ্যমে ১০ বিলিয়ন ARB টোকেন জনগণের মধ্যে শেয়ার করবে। যেই এ সংবাদ প্রচার করা হলো সেই থেকে স্ক্যামারদের চোখের ঘুম হারাম। তারা সর্বদা ব্যস্ত হয়ে পড়ে কিভাবে জনগণের টাকা এই Airdrop এর মাধ্যমে হাতিয়ে নেওয়া যায়। Arbitrum ARB Project foundation বিভিন্ন সংবাদ মাধ্যমে এর তথ্য দিয়েছেন যে প্রতারকরা ইতোমধ্যে ২৭০টিরও বেশি ফিশিং ওয়েবসাইট (Phishing website) তৈরি করেছে এবং বিভিন্নভাবে জনসাধারণের টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে।
তবে Arbitrum ARB Project foundation বলেছেন যে তাদের মুল এয়ারড্রপের কার্যক্রম ২৩ মার্চ থেকে শুরু হবে।
এই নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।

Certik Alert Twitter পেজের নিউজ



https://twitter.com/CertiKAlert/status/1637518648012095489?s=19

Cointelegraph এর প্রকাশিত নিউজ



https://cointelegraph.com/news/beware-of-fake-arbitrum-airdrops-community-warns/amp

Coinalap নিউজ
আমাদের দেশীয় ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক নিউজপোর্টাল Coinalap এক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত করেছে যেখানে একাংশে এই এয়ারড্রপের জালিয়াতির বিষয়টি তুলে ধরেন ‌।

ভারত স্ক্যামারদের জালিয়াতির টার্গেট
full member
Activity: 490
Merit: 119
March 21, 2023, 11:55:53 AM
আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন যে ‌‌‌‌tisnaislam111 ভাইয়ের আইডি  ব্যান্ড  হয়েছে কি কারনে ব্যান করা হয়েছে তাও আপনারা জানেন তাই কেউ কপি পোস্ট করবেন না এবং
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে তারপর এখানে পোস্ট করবেন না আর এমন কোন পোস্ট করবেন না যাতে আপনার আইডি ব্যান্ড হয়ে যায়


প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর পরামর্শ দেয়ার জন্য। tisnaislam111 ভাইয়ের আইডি  ব্যান্ড  হয়েছে কি কারনে তাও আপনারা জানেন। @Terrible99 ভাই আপনাকে বলছি, আপনি যে এত বড় একটা পোস্ট করলেন কিন্তু পোষ্টের মধ্যে কোথাও দাড়ি কমা নাই। আপনাকে আগে দাড়ি, কোমার ব্যবহার বুঝতে হবে। আর কপি-পেস্ট করলে তার শাস্তি তো আপনারা সবাই সামনাসামনি দেখতে পেলেন। তাই আশা করি যারা নতুন আছেন, তারা অন্য কারো পোস্ট হুবহু কপি করবেন না।


Quote
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে তারপর এখানে পোস্ট করবেন না

@Terrible99 ভাই আর একটা কথা, আপনি এই লাইনটি দ্বারা কি বুঝাতে চাইছেন আসলে আমি এখানে কিছু বুঝতে পারি নাই। আপনি এখানে বলেছেন, "বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে তারপর এখানে পোস্ট করবেন না। মানে আপনি এখানে সবাইকে নিয়মকানুন জেনে পোস্ট করতে মানা করতেছেন। ভাই আসলে, কোন পোস্ট করার আগেই সম্পূর্ণ পোস্টটা আপনাকে চেক করে তারপর পোস্ট করা উচিত। আর ভাই আমার ব্যবহারে কষ্ট নিবেন না। ধন্যবাদ, আশা করি সবাই বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন ভালো করে পড়ে ভালো ভালো পোস্ট করবেন যাতে আমাদের এই বাংলাদেশ ফোরামটি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে।
Jump to: