Author

Topic: বাংলা (Bengali) - page 270. (Read 5323014 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 01, 2023, 12:32:20 PM
লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়।
লোকাল বিটকয়েন অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আর বিটকয়েন ট্রেডিং সার্ভিস রাখবে না। মানে তারা বিটকয়েন ট্রেডিং সার্ভিস অফ করে দিবে। জানিনা কেন তারা এই ধরনের সিদ্ধান্ত নিল। আমি তো ভেবেছিলাম তাদের অনেক লাভ হয়। কেননা তারা ডিপোজিট থেকে উপার্জন করে আবার ট্রেডিং থেকে ফি পায়। তাদের তো সার্ভার মেনটেনেন্স ও কাস্টমার সার্ভিস এর বেতন ছাড়া তেমন কোন খরচও দেখি না। এই ট্রেডিংটা তো তাদের জন্য লাভজনক ছিল তবুও তারা কেন অফ করে দিল বোধগম্য নয়।

ভাই তারা অলরেডি তাদের ওয়েবসাইটে কারণ উল্লেখ করে দিছে!

Why is localbitcoins terminating the service?

Localbitcoins trading volumes have been declining for a long time, and there is no big enough market demand for our services anymore.

বাইন্যান্স সহ অন্যান্য প্লাটফর্ম গুলো চলে আসার পর এই সাইট টা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে নি। তাদের ট্রেডিং ভলিউম অনেকদিন যাবত প্রচুর কম ছিলো। যতটা কম হলে একটা প্ল্যাটফর্ম তাদের সারভিস বন্ধ করতে বাধ্য হয়।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 01, 2023, 12:05:12 PM
লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়।
লোকাল বিটকয়েন অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আর বিটকয়েন ট্রেডিং সার্ভিস রাখবে না। মানে তারা বিটকয়েন ট্রেডিং সার্ভিস অফ করে দিবে। জানিনা কেন তারা এই ধরনের সিদ্ধান্ত নিল। আমি তো ভেবেছিলাম তাদের অনেক লাভ হয়। কেননা তারা ডিপোজিট থেকে উপার্জন করে আবার ট্রেডিং থেকে ফি পায়। তাদের তো সার্ভার মেনটেনেন্স ও কাস্টমার সার্ভিস এর বেতন ছাড়া তেমন কোন খরচও দেখি না। এই ট্রেডিংটা তো তাদের জন্য লাভজনক ছিল তবুও তারা কেন অফ করে দিল বোধগম্য নয়।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 01, 2023, 11:17:43 AM
ভাই, প্রায় ঘন্টা খানেক খুজেছি। কিছু এক্সচেন্জ এ একাউন্ট করেও দেখেছি। মনে হলো আমারো কখনো দরকার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিটুপি থাকলেও বাংলাদেশের ইউজার নাই বললেই চলে। কিছু এক্সচেন্জ এখনো বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না। বাইন্যান্স এবং কুকয়েন ছাড়া লোকালবিটকয়েন্স ছিলো। কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বর্তমানে এগুলো ছাড়া https://paxful.com/ এবং https://localcoinswap.com/ আছে।
গত কিছুদিন আগেও কুকয়েন এ খুব বেশি ভলিউম ছিল না পিটুপি তে, বাইন্যান্স এর একক আধিপত্য ছিল যদিও বর্তমানে কুকয়েন ও ভালো করছে। লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়। যেদিন থেকে বাইন্যান্স পিটুপি শুরু করছে, এইগুলোর চাহিদা ক্রমান্বয়ে কমে গিয়েছে। ক্রিপ্টো টু বাংলাদেশী টাকা লেনদেন এর জন্য আমার গত কয়েক বছর আগেও ভালো নেটওয়ার্ক ছিল কিন্তু সেগুলো এখন নাই  Grin




বাইন্যান্স সম্প্রতি কিছু সন্দেহজনক লেনদেন করেছে যেটা নিয়ে ফোর্বস একটা নিউজ করেছে। সেটার আঙ্গিকে কয়েনআলাপ একটি নিউজ কভার করেছে। যারা এখনো জানেন না তারা চাইলে এইটা পড়ে দেখতে পারেন। মজা পাবেন।
বাইন্যান্স, ফোর্বস, এফ.টি.এক্স ; ত্রিভূজ দ্বৈরথের সূচনা
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 01, 2023, 10:36:50 AM
ভাই আমার কথা বলছেন?
না, আমি আপনাকে বলি নাই। আমি এই পোস্ট এর কথা বলেছিলাম। আপনি এই লিঙ্কে গিয়ে দেখেন এক লাইন এর পোস্ট কাকে বলে ও কত প্রকার এবং কি কি?
আমি যে পোস্ট করতে কথা বলেছিলাম সেই পোস্টটা এখন নেই সেটাও আপনি এই লিংকে গিয়ে দেখতে পারবেন।
এই এক লাইন এর পোস্টগুলোর জন্য আমরা আজ এত পিছিয়ে আছি এবং এভাবে পোস্ট করতে থাকলে আমরা পিছিয়েই থাকবো। সামনে আগানোর আর কোন পথ থাকবে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 01, 2023, 10:04:59 AM
যদিও আমরা সবাই জানি কিভাবে বাইন্যান্সের পিটুপি ব্যবহার করে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নেয়া যায়, কিন্তু বাইন্যান্স ছাড়া অন্য আর কোন কোন এক্সচেঞ্জগুলো এই সুবিধা দেয়? আমি কুকয়েনকে জানি। অন্য কোন এক্সচেঞ্জে পিটুপি সুবিধা আছে?

ভাই, প্রায় ঘন্টা খানেক খুজেছি। কিছু এক্সচেন্জ এ একাউন্ট করেও দেখেছি। মনে হলো আমারো কখনো দরকার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিটুপি থাকলেও বাংলাদেশের ইউজার নাই বললেই চলে। কিছু এক্সচেন্জ এখনো বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না। বাইন্যান্স এবং কুকয়েন ছাড়া লোকালবিটকয়েন্স ছিলো। কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বর্তমানে এগুলো ছাড়া https://paxful.com/ এবং https://localcoinswap.com/ আছে।


কিন্তু এর আগে আমি একটা পোস্ট দেখলাম এখন সেটা কোট করতে যাচ্ছি না বা খুঁজতে যাচ্ছি না। যে পোস্টগুলো কোট করেছেন সে পোস্টগুলো মোটেও ভালো মানের ছিল না। বরং সেগুলো ছিল স্প্যাম কুয়ালিটির। ওই ধরনের পোস্ট করা মোটে উচিত নয়।

ভাই আমার কথা বলছেন? আপনি কি শিওর সেটা আমি ছিলাম? আমার জানামতে আমি এমন কোনো পোষ্ট কোট করিনি। যদি করে থাকি, দয়া করে দেখিয়ে দিবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 01, 2023, 09:24:11 AM
আবারো joeperry  Utopia  এর পক্ষ থেকে সেকেন্ড রাউন্ডের আরেকটি ফ্রি বিটকয়েন রাফেল নিয়ে এসেছে  আপনারা যদি মেম্বার র‍্যাঙ্কের হয়ে থাকেন এবং  লাস্ট ১২০ দিনে মিনিমাম পাঁচটি মেরিট আর্ন তাহলে  এখানে এপ্লাই করতে পারেন


copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 01, 2023, 09:14:28 AM
অনেক সময় এক লাইনের একটা পোষ্ট ও কিনতু অনেক উপকারী হতে পারে। এটা কিন্তু কাউন্টার করে উত্তর দেই নি
এমন পোস্ট করা উচিত নয় যা অন্যের খারাপ লাগবে। তবে যদি কোন ব্যক্তি দোষী হয় তার বিরুদ্ধে কোন পোস্ট করলে সেটা অন্য কথা। এছাড়া অন্য কোন ক্ষেত্রে সেই সকল পোস্ট করতে হবে বা করা উচিত যেগুলো অন্যের ভাল লাগে বা অন্য কারো উপকারে আসে। এক লাইনে পোস্ট করলে সেগুলো অনেক ভালো পোস্ট হতে পারে কথা সত্য। কিন্তু এর আগে আমি একটা পোস্ট দেখলাম এখন সেটা কোট করতে যাচ্ছি না বা খুঁজতে যাচ্ছি না। যে পোস্টগুলো কোট করেছেন সে পোস্টগুলো মোটেও ভালো মানের ছিল না। বরং সেগুলো ছিল স্প্যাম কুয়ালিটির। ওই ধরনের পোস্ট করা মোটে উচিত নয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 01, 2023, 09:04:21 AM
@TryNinja @DdmrDdmr @nutildah সহ আরো কিছু গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন আছে যারা এক লাইনে পোস্ট করলে প্রচুর পরিমাণে মাইন্ড করে। তাদের সাপোর্ট পেতে হলে আমাদের এক লাইনে পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।

ছোট একটা কারেকশন। আসলে এনারা কেউ কিন্তু গ্লোবাল এডমিনিষ্ট্রেশন বা গ্লোবাল মোড নয়। ৩ জন ই স্টাবলিশ ডিটি মেম্বার।
ফোরাম পোষ্ট এর ব্যাপারে বলবো, কাউকে খুশি করার জন্য পোষ্ট করার প্রয়োজন নেই। নিজেই নিজের পোষ্ট কোয়ালিটি যাচাই করা জরুরী।
অনেক সময় এক লাইনের একটা পোষ্ট ও কিনতু অনেক উপকারী হতে পারে। এটা কিন্তু কাউন্টার করে উত্তর দেই নি  Roll Eyes
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 01, 2023, 09:01:42 AM
দারুন একটা ফ্রি রেফেল ছেড়েছেন। বিজয়ী পাবে কাস্টম কুল্ড ওয়ালেট। তবে শর্ত হচ্ছে যাদের একাউন্ট সেপ্টেম্বরের পরে তৈরি তারা এই রেফেল এ অংশগ্রহণ করতে পারবেন না। তাই যাদের একাউন্ট সেপ্টেম্বরের আগে তৈরি তারা দেরি না করে ঝটপট এইরা ফেলে আবেদন করে ফেলেন।


newbie
Activity: 17
Merit: 10
March 01, 2023, 06:51:09 AM
যদিও আমরা সবাই জানি কিভাবে বাইন্যান্সের পিটুপি ব্যবহার করে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নেয়া যায়, কিন্তু বাইন্যান্স ছাড়া অন্য আর কোন কোন এক্সচেঞ্জগুলো এই সুবিধা দেয়? আমি কুকয়েনকে জানি। অন্য কোন এক্সচেঞ্জে পিটুপি সুবিধা আছে?
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 01, 2023, 04:24:16 AM


ফেব্রুয়ারি মাসের ১৮-১৯ তারিখে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের মেরিট আদান-প্রদান দেখে বিস্মিত হয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণে merit dashboard গিয়ে দেখলাম ঐদিন nutildah আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে পোস্ট কোয়ালিটি  বিশ্লেষণ করে Review Master ভাইকে মেরিট দিয়েছেন।



খুবই ভালো লাগছে তারা মাঝে মাঝে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডে এসে আমাদের পোস্ট কোয়ালিটি যাচাই করে মেরিট প্রদান করে থাকেন। তাছাড়া আজকে @Crypto Library ভাইকে গ্লোবাল থেকে এসে @Ddmrddmr পোস্ট কোয়ালিটি দেখে মেরিট প্রদান করে গেছেন। আমার এই পোস্টটি লেখার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা যারা নতুন বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে পোস্ট করছি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের পোস্ট কোয়ালিটি একটু ভালো করা উচিত। আমরা যেখান থেকেই তথ্য সংগ্রহ করি না কেন তাই একটু মনের মাধুরী মিশিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে এখানে পোস্ট করব। হুবহু কোন তথ্য কপি পেস্ট করে এখানে পোস্ট করব না। তাছাড়া আমি কালকে একটি পোস্ট লিখেছিলাম এক লাইনে পোস্ট করা থেকে বিরত থাকবো।@TryNinja @DdmrDdmr @nutildah সহ আরো কিছু গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেশন আছে যারা এক লাইনে পোস্ট করলে প্রচুর পরিমাণে মাইন্ড করে। তাদের সাপোর্ট পেতে হলে আমাদের এক লাইনে পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।
newbie
Activity: 6
Merit: 0
March 01, 2023, 01:58:29 AM
বিটকয়েন ১০ বছরের ১ ডলার থেকে ৬৫০০০ ডলার পৌঁছেছিল কি ভাবে


কেসবিটকয়েন অনুসারে, BTC 10-বছরের CAGR (যৌগিক বার্ষিক বৃদ্ধির হার) 196.7% হতে দেখা গেছে। CAGR চক্রবৃদ্ধির নিরিখে কোনো অ্যাসেটের বার্ষিক বৃদ্ধির হার পরিমাপ করে থাকে। বিটকয়েনের মূল্যের ক্ষেত্রে পাঁচটি উল্লেখযোগ্য উত্থানের ঘটনা রয়েছে, যা 2011 সালে মাত্র $1 থেকে বেড়ে 2021 সালের মে মাসে সর্বকালের সর্বোচ্চ $65,000- এ পৌঁছেছিল। এযাবতকালের ইতিহাসকে পাঁচটি সুস্পষ্ট উত্থান দিয়ে চিহ্নিত করা যাক।

1
জুন 2011: আগের বছরে যেখানে বিটকয়েনের মূল্য শুধুই সেন্টে পরিমাপ করা হতো, সেখান থেকে মূল্য বেড়ে $32-এ উন্নীত হয়। মাঝারি মাত্রার মূল্যপতনের ফলে $2.10-এ নেমে আসার ঠিক পরপরই বিটকয়েনে প্রথমবারের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

2
এপ্রিল 2013: মোটামুটি $13 দিয়ে বছর শুরু হওয়ার পর, বিটকয়েনে বছরের প্রথম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়, যা 10 এপ্রিল, 2013-এ বেড়ে $260-এ পৌঁছে। পরবর্তী দুই দিনে মূল্যপতন হয়ে $45-এ নেমে আসে।

3
ডিসেম্বর 2013: বছরের শেষ নাগাদ, অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে বিটকয়েনের মূল্য প্রায় 10-গুণ বেড়ে যায়। অক্টোবরের শুরুতে, BTC $1,160-এর উত্থানে পৌঁছানোর আগে $125-এ ট্রেড করছিল। 18 ডিসেম্বরের মধ্যে, মূল্যপতন হয়ে আবার 380 ডলারে নেমে যায়।

4
ডিসেম্বর 2017: 2017 সালের জানুয়ারিতে মোটামুটি $1,000 থেকে শুরু করার পর, বিটকয়েনের দাম 17 ডিসেম্বর, 2017-এর মধ্যে দ্রুত বেড়ে $20,000 থেকে সামান্য কম ছিল। এই ঊর্ধ্বমুখী প্রবণতা মূলধারায় বিটকয়েনের অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

5
এপ্রিল 2021: 2020 সালের মার্চ মাসে স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে ধ্বসের ফলে 13 এপ্রিল, 2021-এর মধ্যে টেকসই মূল্য $63,000 পর্যন্ত বৃদ্ধি পায়। করোনাভাইরাস মহামারীজনিত অর্থনৈতিক অস্থিতিশীলতা কারণে, বিটকয়েনকে কেউ কেউ মূল্য মজুদের উপায় হিসেবে ধরে নিয়েছিলেন। BTC এবং ক্রিপ্টো মার্কেটে মূল্য স্থবিরতা আসার আগে 2021 সালের মে মাসে উল্লেখযোগ্য পরিমাণে বিক্রয় সম্পন্ন হয়েছিল।
member
Activity: 168
Merit: 58
February 28, 2023, 09:02:49 PM

ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ২২৬টি
জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ১৩৭টি

       এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ৩০টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [27]
2. roksana.hee [25]
3. Crypto Library [22]
4. Mr.corol [22]
5. Little Mouse [19]
6. shasan [19]
7. tjtonmoy [15]
8. BountySujon [8]
9. Djvai77 [8]
10. Learn Bitcoin [5]
আমি বিটকয়েন ফরমে নতুন একজন সদস্য বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেডে ২০২৩ সালে দশ  দশজন পোস্টদাতার মধ্যে চার নাম্বার অবস্থানে আমি রয়েছি। দেখে আসলেই অনেকটাই ভালো লাগলো। দেখে আমার বিশ্বাসই হচ্ছে না আমি চার নম্বর অবস্থানে রয়েছি। আমি নতুন আমি বেশি পোস্ট করিনা তবুও চার নাম্বার পজিশনে রয়েছে।
@Crypto Library ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ  অনেক পরিশ্রম করে। আপনি এই সারিটি বানিয়েছেন।  আপনার প্রতি আমার দোয়া রইল আপনি অতি তাড়াতাড়ি hero member হয়ে উঠবেন।  আপনার মাঝে অনেক ট্যালেন্ট ও টেকনিক আছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 28, 2023, 03:15:00 PM
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩

সুখবর সুখবর সুখবর !  দেখতেই পাচ্ছেন আগামী মাসের তুলনায় সরি গত মাসের তুলনায়   অর্থাৎ জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের  অবস্থান।   জানুয়ারি মাসের তুলনায়   পোস্ট একটিভিটি  প্রায় দ্বিগুনের কাছাকাছি এবং মেরিট ট্রানজেকশন প্রায় পাঁচ ছয় গুণ এর বেশি হয়েছে ।   সবাইকে ধন্যবাদ  এবং অভিনন্দন  যারা এই কৃতিত্বের অংশীদারি।


ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ২২৬টি

             এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ১৭০ ১৪৪টি
(২৪ তারিখ পর্যন্ত , পরবর্তীতে DdmrDdmr  আপডেট করার পর আপডেট করা হবে )

জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ১৩৭টি

       এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ৩০টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [27]
2. roksana.hee [25]
3. Crypto Library [22]
4. Mr.corol [22]
5. Little Mouse [19]
6. shasan [19]
7. tjtonmoy [15]
8. BountySujon [8]
9. Djvai77 [8]
10. Learn Bitcoin [5]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩

আবারো আপনাদের ধন্যবাদ কাজটাকে সহজ করে তোলার জন্য
Ninjastic.Space -> TryNinja
DdmrDdmr -> Merit Dashboard
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 28, 2023, 02:32:56 AM
আমরা যারা ছোট আইডি আছি , আমরা কিভাবে Merit নিতে পারব আমাদের আইডিতে । সেটা যদি কেউ বলতেন তাহলে অনেক ভালো হতো আমাদের
এখানে কেউ 1xbit এ বেটিং করেন। কিছু ব্যাপারে সাহায্য লাগবে।
কেউ বলেন, Payoneer BD ব্যাংকের রেট কত?
আপনারা যারা এক লাইনে পোস্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দু-তিন লাইনের মধ্যে আপনাদের পোষ্টের দৈর্ঘ্য রাখুন। বিশেষ করে আপনারা যদি মনে করেন এক লাইনে পোস্ট করলে আপনাদের পোস্টও বাড়লো এবং অ্যাক্টিভিটি বৃদ্ধি বাড়লো। কিন্তু এটা তো শুধু হল আপনাদের ব্যক্তিগত লাভ কিন্তু সার্বিকভাবে বাংলাদেশ লোকালের পু***** মারা গেল। বিশেষ করে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ লোকালে হয়তো গ্লোবালের কোন মোডারেটর এবং বড় বড় সিনিয়র পারসনরা ঘুরতে আসে না। তারা কিন্তু সব সময় আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডে ঘোরাঘুরি করে এবং তারা পোষ্ট কোয়ালিটি জাস্টিফাই করে ফোরামের কোয়ালিটি অনুযায়ী বিচার করে। আমরা যদি নিজস্ব লোকাল বোর্ডের জন্য স্বতন্ত্রভাবে অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের এই এক লাইন পোষ্টের জন্য জবাবদিহি করতে হবে এবং একাধিক অভিযোগ পত্র আমাদের বাংলাদেশ লোকালের বিপরীতে জমা হবে। বিশেষ করে আপনারা যদি এটা নিয়ে বিস্তারিত দেখতে চান তাহলে নিচের লিংকে গিয়ে অন্যরা কি বলেছে সেটা আপনারা ভালোভাবে পড়তে পারেন। আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজ বোর্ড এর আগে স্বতন্ত্র বোর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু শুধুমাত্র এক লাইন শিট পোস্টার এর জন্য ব্যাপকভাবে সমালোচিত হয় । তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা আপনাদের পোষ্টের আকার একটু দীর্ঘ করুন।

বাংলাদেশের নিজস্ব sub-forum এর আবেদন

তারা যে ভেটু দিয়েছে তার প্রমাণ
https://bitcointalksearch.org/topic/m.39892202
jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
February 28, 2023, 02:23:55 AM
আমরা যারা ছোট আইডি আছি , আমরা কিভাবে Merit নিতে পারব আমাদের আইডিতে । সেটা যদি কেউ বলতেন তাহলে অনেক ভালো হতো আমাদের


আপনাকে Bitcointalk এ সাগতম ।।। আপনি যেহেতু নতুন যদি আপনি আপনার আইডি rank up করতে চান তাহলে আপনাকে যে সমস্ত বিষয় এর উপর ধারণা রাখতে হবে আমি সেই বিষয় এর বিস্তারিত লিংক নিচে দিয়ে দিচ্ছি ।।। আশা করি এই সকল বিষয় গুলো উপলদ্ধি করলে আপনি খুব সিগ্রহী সাফল্য অর্জন করতে পারবেন।।। এছাড়া আপনার কোনো বিষয় এ যদি সমস্যা থাকে টা হলে আপনি লোকাল থ্রেট এ প্রশ্ন করতে পারেন সকলে আপনাকে সাহায্য করবে।।।

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব

৩. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!

৪. মেরিট সংক্রান্ত ধারণা
newbie
Activity: 6
Merit: 0
February 28, 2023, 02:02:11 AM
UHX93
member
Activity: 168
Merit: 58
February 28, 2023, 02:01:55 AM
2025 সালের BNB 😪😁


2024 সাথে BNB



আমার মনে হয় আপনি উপরের @Mymuna এই ভাইয়ের থেকে পিক চুরি করে পোস্ট দিয়েছেন।  আসলে ভাই বিনোদন দেওয়াটা একটা মহৎ কাজ। তাই বলে অন্যের জিনিস চুরি করে নিজের প্রমাণ করে বিনোদন দেওয়াটা উচিত না। আর তাছাড়াও আপনি বিটকয়েন ফরম নিয়ম অনুযায়ী পোস্ট করবেন।

এই লিংকে. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন. চাপ দিয়ে বিটকয়েন ফরমের পোস্ট দেওয়ার নিয়ম কানুন জেনে নেন।  
jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
February 28, 2023, 12:00:33 AM
দয়া করে আমার প্রশ্নটি আমাকে এত ঘৃণার কারণ হতে দেবেন না বরং মাঝে মাঝে বাস্তববাদীও হতে দিন।
যদিও আমি বিটকয়েনে কোনো যুক্তিসঙ্গত পরিমাণ বিনিয়োগ করিনি, তবুও আমি দেখেছি যে কীভাবে বিটকয়েনের বাজার
1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?

আমি শেখার জন্য উন্মুক্ত হিসাবে এই প্রশ্নগুলি অনুভূতি ছাড়াই উত্তর দেওয়া হলে এটি হবে?

ভাই Bitcoin কখনো শূন্যতে নামবে না ।। এটা একটা অসম্ভব বিষয় । কারণ Bitcoin এর মাধ্যেমে অনেক কিছু জড়িত আসে।।। Darkweb এর সকল প্রকার লেনদেন বর্তমান সময়ে Bitcoin এর মাধ্যমে হয়ে থাকে যা Bitcoin কে মূল্যবান করে তুলে ।। আমার মতে Bitcoin বর্তমানে একটি শক্তিশালী স্থান দখল করে রেখেছে এবং bitcoin ভবিষৎ এ একটি বড় আধিপত্য বিস্তার করবে ।। যত দিন যাবে Bitcoin এর মূল্য আগের থেকে বাড়তে থাকবে ।। আমি এই মূল্য বলতে আর্থিক দিক বলি নি।। এই মূল্য হলো মানুষ এর bitcoin এর উপর আগ্রহ এবং জানার ইচ্ছা ।। যা Bitcoin কে একটা আলাদা স্তর এ নিয়ে জবে ।। এছাড়া ও আরো অনেক কিছু বিস্তারিত বিষয় আসে যা bitcoin মূল্যবান করে তুলে ।। এই সকল বিষয় বিবেচনা করে দেখা যায় আমার মতে Bitcoin এর মূল্য পড়া অসম্ভব ।।। এই জন্য বলা যায় যে bitcoin আর আগের জায়গায় ফিরে আসবে না ।। যত দিন জবে তার মূল্য বাড়তে থাকবে আমার মতে।।।

বিঃদ্রঃ এটা আমার ব্যাক্তিগত মতামত কারো মত মত এর সাথে মিলতে না পারে ।। ধন্যবাদ ।।।।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 27, 2023, 04:53:02 PM
সুতরাং এগুলা থেকে দূরে থাকার চেস্টা করবেন সবসময়। মনে রাখবেন "Free Money" বলতে কিছু নেই। একজন আপনাকে ফ্রি তে কেনো টাকা দিবে?

যারা জানেন তারা এভোয়েড করতে পারেন। অথবা আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন যেনো অন্যরা জানতে পারে। নিজেকে এবং নিজের ওয়ালেট কে সেফ রাখুন।

_tjtonmoy
এরকম ঘটনা সচরাচর করতে দেখা যায়, অনেকেই বলে আমার একাউন্ট হ্যাক হয়েছে। আর কোন কিছুই নয় ভাই, যাদের একাউন্ট হ্যাক হয় তারা বিভিন্ন Phishing সাইটে ঢুকে ওয়ালেট কানেক্ট করে।
তাছাড়া আর একটি হ্যাক করার পদ্ধতি হচ্ছে আপনাকে বিভিন্ন এয়ারড্রপের মাধ্যমে প্রলোভন দেখিয়ে তাদের ওয়েবসাইটে লিংকে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে। আপনি যদি ওয়ালেট কানেক্ট করেন তাহলে আপনার ওয়ালেটের অ্যাক্সেস হ্যাকাররা নিয়ে নেবে।
তাই অতিরিক্ত লোভে পড়ে কোন ওয়েব সাইটে আপনার ওয়ালেট কানেক্ট করতে যাবেন না। মনে রাখবেন অনলাইনে কোন স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করতে চায় না। আপনি যদি মনে করেন সামান্য ২ মিনিটের কাজ করে যদি 400 /500 ডলার পেয়ে যাই তাহলে ক্ষতি কি? ওয়ালেট কানেক্ট করেই ফেলি। কিন্তু ক্ষতি তো তখনই হবে যখন দেখবেন আপনার ওয়ালেটের মালিক আপনি নন, অন্য কেউ কৌশলে মালিক হয়ে গেছে। এইসব ধান্দাবাজীর পাল্লায় কেউ পরবেন না, নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন।

@tjtonmoy আপনি ইচ্ছা করলে আপনার এই পোস্টটি গ্লোবালে পোস্ট করতে পারেন। এতে অনেকের উপকার হতে পারে।
Jump to: