এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
উদাহরণ হিসেবে আপনার পোস্ট কপি করলাম
আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই খুব ভালো খবর।
আপনি যে পোস্ট ইউসার পোস্ট qutoe করবেন। সে পোস্টর qutoe ক্লিক করুন। তারপর আপনি প্রথম লাইন [qutoe ] শুরু হয়েছে সে লাইন রেখে এবং লাস্টে যে
থাকে সেটা কাটবেন না। মাজখানে যে অংশ টুকু লেখা আপনার দরকার সে টুকু রেখে বাকি গুলি ডিলেট করে দিবেন। তারপর কপি করে আনবেন। আপনার পোস্ট উপরে পেস্ট করবেন। আপনার লেখাটি [/qutoe ] নিচে লিখবেন।
[/quote]
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
আপনি মনে হয় একাধিক পোস্ট Quote করে পোস্ট করতে চেয়েছেন
আপনাকে আমি একটা Step দিতাছি অনুসরণ করতে পারেন।
প্রথমে আপনি,যার পোস্টে Quote করে পোস্ট করবেন। নিচের ছবি টি ফোলো করতে পারেন।
এইভাবে কোট করে লিখে আপনি যা মনে চায় লিখবেন, পোস্ট অনুযায়ী। লেখা হলে আপনি এই Quote করে পোস্ট লিখে কপি করে নিবেন,,, আমি ছবি টা দেই নিছে ফলো করতে পারেন।
আপনি চাইলে এভাবে একটা পোস্ট Quote করে কপি করে রেখে আবার Again আরেক পোস্ট কোট করে পোস্ট লিখবেন। লিখা হলে আবার যে আপনি আগের Quote করা পোস্ট কপি করে রাখছিলেন সেই পোস্ট pasts করে দিবেন।
এভাবে যদি না করতে চান তাহলে আপনি পদক্ষেপ আছে আমি যে পদক্ষেপ তা আপনার জন্য সহজ হবে আমি মনে করি।
উপরে আর ভায়েরা অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে আপনি যেভাবে খুশি সহজ লাগে আপনি সেভাবে quote করে পোস্ট করতে পারেন
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
প্রথমে যেই পোস্ট টা কোট করবেন, সেটার Quote বাটচে চেপে কোট করবেন। এটা করার পর, যদি অন্য কোনো পোস্ট কোট করতে চান, পোস্ট না করেই নিচের দিকে স্ক্রল করে আপনার কাংখিত পোস্ট টি খুজে বের করুন যেটা আপনি কোট করতে চান, আমি এই লেখা টি লেখার সময় স্ক্রিনশট নিলাম, ছবি তে দেখুন!
আপনার পোস্ট এর আগের পোস্ট টাই shasan ভাইয়ের। ধরেন আমি ওনাকে কোট করে কিছু বলতে চাই, Insert Quote বাটনে ক্লিক করুন। ওনার পোস্ট টি আপনার পোস্ট লেখার বক্সে চলে আসবে। তারপর আপনি যা বলতে চান, সেটা ওনার পোস্ট শেষ হবার পর কোট এর বাইরে লিখবেন। যেই টুকু রাখতে চান, সেই টুকু রাখতে পারেন। আবার পুরোটাই রেখে পোস্ট করতে পারেন।
Edit: এটা তখনি কাজে আসবে যখন একই থ্রেড এর পোস্ট কোট করতে চান এবং পোস্ট টি শেষ ২০ টা রিপ্লাই এর মধ্যে থাকবে। যদি এমন হয় যে আপনি অন্য থ্রেড এর পোস্ট কোট করতে চান, তাহলে ব্রাউজারের আরেকটি ট্যাব ওপেন করে কাংখিত পোস্ট টি খুজে বের করুন। তারপর কোট বাটনে ক্লিক করুন। পুরো পোস্ট টা কপি করুন কোট কোড সহ! তারপর আগের ট্যাব এ ফেরত এসে এখানে পেস্ট করে দিন।
ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য।
আমার এই বিষয়ে যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি কিভাবে quote করতে হয়।
এগুলোর মাধ্যমে হয়তো যারা প্রথম ফোরামে এসেছে তারা বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।