Author

Topic: বাংলা (Bengali) - page 270. (Read 5717881 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 15, 2023, 07:00:18 AM

গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি
বাহ! আমাদের তো অনেক উন্নতি হয়েছে। পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পোস্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইটা জানতাম কিন্তু এত বেশি বৃদ্ধি পেয়েছে জানতাম না। যাই হোক, শুধু পোস্ট নাম্বার এর দিকে মনযোগ না দিয়ে আমাদের উচিত বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে জানা, বোঝা এবং আলোচনা করা। নিজেদের মধ্যে জ্ঞান শেয়ার করা। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আবার সেসব বাদ পরে গিয়েছে। আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।
২০২২ সালে  ক্রিপ্টো মার্কেট যেমন খারাপ ছিল তেমনি আমাদের লোকাল থ্রেডের ফোরাম এ অবস্থা খারাপ ছিল ২০২২ সালের প্রথমদিকে একটু ভালো সাড়া থাকলেও নাঈম ভাইয়ের ইন্সিডেন্টর পরে আবার সব অ্যাকটিভিটি ধীরে ধীরে কমে যায়  , যাইহোক ২০২৩ সালের শুরু টা জবরদস্ত ছিল এবং এখনো চলতেছে , আপনারাও ভালো টাইম দিচ্ছেন আশা করা যায় ২০২৩ সাল এরকম অবস্থায় কন্টিনিউ থাকবে।
মাইনিং করার ইচ্ছা আমারও ছিল কিন্তু  বাংলাদেশের অবস্থা দেখে সে লাইনে আর যাইনি আর বিদ্যুৎ এবং প্রাথমিক ইনভেস্টমেন্ট এর অর্থও সেসময় ছিল না । মাইনিং করার বা শেখার ইচ্ছা এখনো রয়েছে কিন্তু আমার যে রিগ হবে তা দিয়ে ক্যালকুলেট করলে দেখা যায় খাজনার যে বাজনা বেশি পড়বে।
২০২২ সালে মনে হয় naim027 ভাইয়ের একটা পোস্ট পড়েছিলাম সে মাইনিং করে সে আমাকে একটা মাইনিং রিগ সেটআপ ও সাজেস্ট করেছিল মনে হয়। হয়তো সে মাইনিং করে বা করত।
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
অভিনন্দন shasan ভাই , আপনাদের ভালো অবস্থানে যেতে দেখলে আমার কি যে  খুশি লাগে, খুশি লাগার কারণও আছে ফোরামে আপনাদের মাধ্যমে বাংলাদেশের নামের বিস্তার ঘটেছে । ফোরামে রেপুতেড মেম্বার গণদের সাথে আপনার এবং Little Mouse ভাই এর নাম রয়েছে এটা আমাদের বাংলাদেশী হিসেবে গর্ব। শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্যই ।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 15, 2023, 06:43:32 AM
বাউন্টি বিজয়ী কি প্রতি সপ্তাহে অর্থ প্রদান করে না প্রত্যেক মাসে করে?  
আপনি এই কথাগুলোই এভাবে বলতে পারতেনঃ
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এই ফোরামে নতুন। বাউন্টি এর বেতন বা পেমেন্ট কিভাবে পাওয়া যায়? এটা কি সপ্তাহে পেমেন্ট দেয় নাকি মাসে পেমেন্ট দেয়, নাকি ১৫ দিন পর পর, নাকি অন্য কোন ভাবে? কেউ যদি দয়া করে উত্তর দেন তাহলে তার কাছে কৃতজ্ঞ থাকবো। অগ্রিম ধন্যবাদ রইল। সবাই ভালো থাকবেন।

তাহলে আপনার পোস্টটা আর এক লাইনের পোস্ট থাকতো না। এবং এটা কেউ স্প্যাম হিসেবে ধরতো না। যদিও আপনার এই পোস্টটা স্প্যাম না তবুও অনেকে এটাকে স্প্যাম হিসেবে ধরবে।
member
Activity: 168
Merit: 58
March 15, 2023, 06:35:29 AM
বাউন্টি বিজয়ী কি প্রতি সপ্তাহে অর্থ প্রদান করে না প্রত্যেক মাসে করে?  


আপনাকে অভিনন্দন বাংলাদেশ লোকান বোর্ডের পক্ষ থেকে। @LDL ভাইও বলেছিলেন ২-৪ লাইনে পোস্ট দিতে মানসম্মত পোস্ট এর মতো দেখা যাবে ২-৪ লাইনের পোস্টে। যতটা পারেন চেষ্টা করবেন বেশি করে লেখায়।  আমাদের বাংলা থ্রেড অনেক কিছুই লিখলে লেখা যায়। বাংলা বোর্ডে বাংলা লেখা ইংরেজিতে লেখা লাগে না। 
@LDL ভাই বলেছিলো ঘুড়িয়ে ফিরিয়ে অনেক কিছুই লেখা যায়।  আমরা যারা নতুম আমাদের মাঝেই দেখা যায় ১-২ লাইনের পোস্ট।  তাই আমরা সব সময় চেষ্টা করবো ২-৪ লাইনের পোস্ট লেখার।
member
Activity: 78
Merit: 11
March 15, 2023, 06:15:38 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।




বাংলাদেশ বোর্ড থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আপনাদের লোকাল থ্রেড এর গর্ব। আপনি এই থ্রেডর  একজন এক্টিভ মেম্বার। সব সময় আমাদের সাহায্য করে থাকেন।  আপনার জন্য দোয়া করি ভাই আরো এগিয়ে যান।  আপনারা এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব।
jr. member
Activity: 50
Merit: 1
March 15, 2023, 06:06:41 AM
বাউন্টি বিজয়ী কি প্রতি সপ্তাহে অর্থ প্রদান করে না প্রত্যেক মাসে করে?  

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 15, 2023, 05:45:21 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিগত কয়েক মাসের মধ্যে আপনি এবং লিটল মাউস ভাই লিজেন্ডারি হয়েছেন।
আপনারা দুইজন আবার ডিটি মেম্বার ও।  আপনারা ধীরে ধীরে এলাইট পারসন হয়ে যাচ্ছেন। আশা থাকবে আরো অনেক বেশী উন্নতি করবেন।
কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা যাক।

shasan ভাই সবচেয়ে বেশি মেরিট পেয়েছেন (১ মাসে) ফেব্রুয়ারী ২০২৩ - ১১২ টি
সবচেয়ে বেশি মেরিট দিয়েছেন ও (১ মাসে) ফেব্রুয়ারী ২০২৩ - ২৪ টি

সবচেয়ে বেশি মেরিট পেয়েছেন ট্রেডিং ডিসকাশন বোর্ড থেকে (৪৬%)
সবচেয়ে বেশি মেরিট দিয়েছেন ও ট্রেডিং ডিসকাশন বোর্ড এ (৩৭%)



আর মেরিট ক্লাউডে তো দেখাই যাচ্ছে কারা কারা মেরিট দিয়েছে -



তথ্য সূত্র: DdmrDdmr's Merit dashboard



jr. member
Activity: 50
Merit: 1
March 15, 2023, 05:27:34 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

কংগ্রাচুলেশন দোয়া করি আপনি জীবনে আরও বড় কিছু করেন
member
Activity: 168
Merit: 58
March 15, 2023, 05:22:57 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
আসলে তখনই ভালো লাগে যখন শুনতে পাই আমাদের বাংলাদেশী একজন ভাই ভালো একটা পজিশনে উঠেছে। দোয়া করি ভাই আপনি যেন অতি শীঘ্রই ভালো একটা অবস্থানে উঠতে পারেন। অবিরাম ভালোবাসা ভাই আপনারা সিনিয়র ভাইয়েরা আমাদের মত ছোট ছোট ভাইদের কে সবসময়ই সহযোগিতা করে থাকেন। সব সময়ই আপনি আমাদের পাশে থাকবেন। কোন বিষয়ে আমরা অবগত থাকলে তা আমাদের শিখিয়ে ও বুঝিয়ে দিবেন।
আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।
jr. member
Activity: 50
Merit: 1
March 15, 2023, 05:19:45 AM

বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।
আমি একাধিক বার এই kucoin p2p ট্রেড করেছি। kucoin এ যখন বায়ার অর্ডার কমপ্লিট করে দেয়।  এক ধরনের ট্রেডিং পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ড দিয়ে crypto রিলিস করা হয়। কোন ধরনের google এ বা নাম্বারে কোড আসে না। সরাসরি ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে রিলিজ করে দেওয়া হয়।  btc, usdt, kcs ও usdc এই ৪ টি crypto  শুধু p2p ট্রেডিং করা যায়।  সর্বনিম্ন ৫০ টাকা ট্রেড করা যায়।  আবার কিছু কিছু buyer সর্বনিম্ন ১ টাকাও ট্রেডিং করতে দেন। নগদ, রকেট, বিকাশ, ও ব্যাংক কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন।
আমি একাধিকবার কু কয়েনে p2p ট্রেড করেছি কোন ধরনের জালিয়াতির সম্মুখীন হই নাই।



Kucoin অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম এই প্লাটফর্মে আমি অনেকদিন যাবত কাজ করতেছি দেখলাম প্লাটফর্মটি অনেক ভালো কারো যদি এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছুক হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 15, 2023, 04:51:04 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 15, 2023, 02:50:05 AM
ভাইয়া আমি তো আগে থেকে এই সকল কিছু অনুধাবন করেছি এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছি। ওই টপিক এর মধ্যে কোনো এক জায়গায় বলা হয়েছে ভালো পোস্ট দাতা হয়ে উঠুন ।। আমার প্রশ্ন যে সকলে তো ক্রিপ্টো বিষয় এ অনেক কিছু জানে না এবং আমি দেখেছি যে অনেক বিষয় বস্তু আসে যা ঠিকঠাক ভাবে জানা যায় না।। তাহলে কি অন্য কোনো মধ্য আসে ওই সকল বিষয় সম্পর্কে জানা ।। অথবা নির্দিষ্ট ক্রিপ্টো ওয়েব সাইট আসে যেইখানে থেকে ক্রিপ্টো সকল বিষয় সম্পর্কে জানার জন্য তাহলে ভালো হয়।।।

বাংলায় কিছু শেখার জন্য এবং লেটেস্ট খবর সম্পর্কে জানতে Coinalap.com ভিজিট করতে পারেন।
আর ইংরেজি তে তো ওয়েব সাইটের অভাব নেই। যদি সব বুঝতে না পারেন, তাহলে ট্রান্সলেটর ব্যাবহার করতে পারেন।
আপনি কি জানতে চান সেটা লিখে গুগলে সার্চ করলে অনেক সাইট ই সামনে চলে আসবে।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 15, 2023, 02:43:36 AM
এই ফরম এ যারা একদমই নতুন কিছুই ধারনা নেই বিটকয়েন ফরম এর উপর তাদের জন্য আমাদের BitcoinDream সিনিয়র  বড় ভাই। এই থ্রেড এর জনক আমাদের সুবিধার্থে  একদম এই থ্রেড এর পেইজ ১ নাম্বার এ প্রথম পোষ্ট এই অনেক সুন্দর ভাবে গুছিয়ে বুঝিয়ে সন নিয়ম কানুন প্লাস কিভাবে এখানে পোষ্ট করবেন কাজ করবেন এবং এই থ্রেড সম্পর্কে যাবতীয় সব কিছু বিশ্লেষণ করেছে।
আপনাদের সুবিধার্থে চাইলে এই লিংক থেকেউ দেখতে পারেন।
https://bitcointalksearch.org/topic/m.7033740


ভাইয়া আমি তো আগে থেকে এই সকল কিছু অনুধাবন করেছি এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছি। ওই টপিক এর মধ্যে কোনো এক জায়গায় বলা হয়েছে ভালো পোস্ট দাতা হয়ে উঠুন ।। আমার প্রশ্ন যে সকলে তো ক্রিপ্টো বিষয় এ অনেক কিছু জানে না এবং আমি দেখেছি যে অনেক বিষয় বস্তু আসে যা ঠিকঠাক ভাবে জানা যায় না।। তাহলে কি অন্য কোনো মধ্য আসে ওই সকল বিষয় সম্পর্কে জানা ।। অথবা নির্দিষ্ট ক্রিপ্টো ওয়েব সাইট আসে যেইখানে থেকে ক্রিপ্টো সকল বিষয় সম্পর্কে জানার জন্য তাহলে ভালো হয়।।।
member
Activity: 196
Merit: 14
March 15, 2023, 02:15:10 AM
এই ফরম এ যারা একদমই নতুন কিছুই ধারনা নেই বিটকয়েন ফরম এর উপর তাদের জন্য আমাদের BitcoinDream সিনিয়র  বড় ভাই। এই থ্রেড এর জনক আমাদের সুবিধার্থে  একদম এই থ্রেড এর পেইজ ১ নাম্বার এ প্রথম পোষ্ট এই অনেক সুন্দর ভাবে গুছিয়ে বুঝিয়ে সন নিয়ম কানুন প্লাস কিভাবে এখানে পোষ্ট করবেন কাজ করবেন এবং এই থ্রেড সম্পর্কে যাবতীয় সব কিছু বিশ্লেষণ করেছে।
আপনাদের সুবিধার্থে চাইলে এই লিংক থেকেউ দেখতে পারেন।
https://bitcointalksearch.org/topic/m.7033740
member
Activity: 182
Merit: 10
March 15, 2023, 01:27:22 AM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।


উদাহরণ হিসেবে আপনার পোস্ট কপি করলাম


আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই খুব ভালো খবর।








আপনি যে পোস্ট ইউসার পোস্ট qutoe করবেন। সে পোস্টর qutoe ক্লিক করুন। তারপর আপনি প্রথম লাইন [qutoe ] শুরু হয়েছে সে লাইন রেখে এবং লাস্টে যে
থাকে সেটা  কাটবেন  না। মাজখানে   যে অংশ টুকু লেখা আপনার দরকার সে টুকু রেখে বাকি গুলি ডিলেট করে দিবেন।  তারপর কপি করে আনবেন। আপনার পোস্ট উপরে পেস্ট করবেন।  আপনার লেখাটি  [/qutoe ] নিচে লিখবেন।

[/quote]
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
আপনি মনে হয় একাধিক পোস্ট Quote করে পোস্ট করতে চেয়েছেন
আপনাকে আমি  একটা Step দিতাছি অনুসরণ করতে পারেন।
প্রথমে আপনি,যার পোস্টে Quote করে পোস্ট করবেন।  নিচের ছবি টি ফোলো করতে পারেন।



এইভাবে কোট করে লিখে আপনি যা মনে চায় লিখবেন, পোস্ট অনুযায়ী। লেখা হলে আপনি এই Quote করে পোস্ট লিখে কপি করে নিবেন,,, আমি ছবি টা দেই নিছে ফলো করতে পারেন।



আপনি চাইলে এভাবে একটা পোস্ট Quote করে কপি করে রেখে আবার Again আরেক পোস্ট কোট করে পোস্ট লিখবেন। লিখা হলে আবার যে আপনি আগের Quote করা পোস্ট কপি করে রাখছিলেন সেই পোস্ট pasts করে দিবেন।  

এভাবে যদি না করতে চান তাহলে আপনি পদক্ষেপ আছে আমি যে পদক্ষেপ তা আপনার জন্য সহজ হবে আমি মনে করি।
উপরে আর ভায়েরা অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে আপনি যেভাবে খুশি সহজ লাগে আপনি সেভাবে quote করে পোস্ট করতে পারেন








এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।

প্রথমে যেই পোস্ট টা কোট করবেন, সেটার Quote বাটচে চেপে কোট করবেন। এটা করার পর, যদি অন্য কোনো পোস্ট কোট করতে চান, পোস্ট না করেই নিচের দিকে স্ক্রল করে আপনার কাংখিত পোস্ট টি খুজে বের করুন যেটা আপনি কোট করতে চান, আমি এই লেখা টি লেখার সময় স্ক্রিনশট নিলাম, ছবি তে দেখুন!



আপনার পোস্ট এর আগের পোস্ট টাই shasan ভাইয়ের। ধরেন আমি ওনাকে কোট করে কিছু বলতে চাই, Insert Quote বাটনে ক্লিক করুন। ওনার পোস্ট টি আপনার পোস্ট লেখার বক্সে চলে আসবে। তারপর আপনি যা বলতে চান, সেটা ওনার পোস্ট শেষ হবার পর কোট এর বাইরে লিখবেন। যেই টুকু রাখতে চান, সেই টুকু রাখতে পারেন। আবার পুরোটাই রেখে পোস্ট করতে পারেন।

Edit: এটা তখনি কাজে আসবে যখন একই থ্রেড এর পোস্ট কোট করতে চান এবং পোস্ট টি শেষ ২০ টা রিপ্লাই এর মধ্যে থাকবে। যদি এমন হয় যে আপনি অন্য থ্রেড এর পোস্ট কোট করতে চান, তাহলে ব্রাউজারের আরেকটি ট্যাব ওপেন করে কাংখিত পোস্ট টি খুজে বের করুন। তারপর কোট বাটনে ক্লিক করুন। পুরো পোস্ট টা কপি করুন কোট কোড সহ! তারপর আগের ট্যাব এ ফেরত এসে এখানে পেস্ট করে দিন।


ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য।
আমার এই বিষয়ে যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি কিভাবে quote করতে হয়।
এগুলোর মাধ্যমে হয়তো যারা প্রথম ফোরামে এসেছে তারা বিস্তারিত  অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
member
Activity: 168
Merit: 58
March 15, 2023, 12:42:42 AM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
আপনি মনে হয় একাধিক পোস্ট Quote করে পোস্ট করতে চেয়েছেন
আপনাকে আমি  একটা Step দিতাছি অনুসরণ করতে পারেন।
প্রথমে আপনি,যার পোস্টে Quote করে পোস্ট করবেন।  নিচের ছবি টি ফোলো করতে পারেন।



এইভাবে কোট করে লিখে আপনি যা মনে চায় লিখবেন, পোস্ট অনুযায়ী। লেখা হলে আপনি এই Quote করে পোস্ট লিখে কপি করে নিবেন,,, আমি ছবি টা দেই নিছে ফলো করতে পারেন।



আপনি চাইলে এভাবে একটা পোস্ট Quote করে কপি করে রেখে আবার Again আরেক পোস্ট কোট করে পোস্ট লিখবেন। লিখা হলে আবার যে আপনি আগের Quote করা পোস্ট কপি করে রাখছিলেন সেই পোস্ট pasts করে দিবেন।  

এভাবে যদি না করতে চান তাহলে আপনি পদক্ষেপ আছে আমি যে পদক্ষেপ তা আপনার জন্য সহজ হবে আমি মনে করি।
উপরে আর ভায়েরা অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে আপনি যেভাবে খুশি সহজ লাগে আপনি সেভাবে quote করে পোস্ট করতে পারেন







hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 15, 2023, 12:25:38 AM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।

প্রথমে যেই পোস্ট টা কোট করবেন, সেটার Quote বাটচে চেপে কোট করবেন। এটা করার পর, যদি অন্য কোনো পোস্ট কোট করতে চান, পোস্ট না করেই নিচের দিকে স্ক্রল করে আপনার কাংখিত পোস্ট টি খুজে বের করুন যেটা আপনি কোট করতে চান, আমি এই লেখা টি লেখার সময় স্ক্রিনশট নিলাম, ছবি তে দেখুন!



আপনার পোস্ট এর আগের পোস্ট টাই shasan ভাইয়ের। ধরেন আমি ওনাকে কোট করে কিছু বলতে চাই, Insert Quote বাটনে ক্লিক করুন। ওনার পোস্ট টি আপনার পোস্ট লেখার বক্সে চলে আসবে। তারপর আপনি যা বলতে চান, সেটা ওনার পোস্ট শেষ হবার পর কোট এর বাইরে লিখবেন। যেই টুকু রাখতে চান, সেই টুকু রাখতে পারেন। আবার পুরোটাই রেখে পোস্ট করতে পারেন।

Edit: এটা তখনি কাজে আসবে যখন একই থ্রেড এর পোস্ট কোট করতে চান এবং পোস্ট টি শেষ ২০ টা রিপ্লাই এর মধ্যে থাকবে। যদি এমন হয় যে আপনি অন্য থ্রেড এর পোস্ট কোট করতে চান, তাহলে ব্রাউজারের আরেকটি ট্যাব ওপেন করে কাংখিত পোস্ট টি খুজে বের করুন। তারপর কোট বাটনে ক্লিক করুন। পুরো পোস্ট টা কপি করুন কোট কোড সহ! তারপর আগের ট্যাব এ ফেরত এসে এখানে পেস্ট করে দিন।
member
Activity: 78
Merit: 11
March 15, 2023, 12:10:58 AM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।


উদাহরণ হিসেবে আপনার পোস্ট কপি করলাম


আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই খুব ভালো খবর।








আপনি যে পোস্ট ইউসার পোস্ট qutoe করবেন। সে পোস্টর qutoe ক্লিক করুন। তারপর আপনি প্রথম লাইন [qutoe ] শুরু হয়েছে সে লাইন রেখে এবং লাস্টে যে [/quote] থাকে সেটা  কাটবেন  না। মাজখানে   যে অংশ টুকু লেখা আপনার দরকার সে টুকু রেখে বাকি গুলি ডিলেট করে দিবেন।  তারপর কপি করে আনবেন। আপনার পোস্ট উপরে পেস্ট করবেন।  আপনার লেখাটি  [/qutoe ] নিচে লিখবেন।
member
Activity: 182
Merit: 10
March 14, 2023, 11:56:32 PM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 14, 2023, 06:26:14 PM
আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই খুব ভালো খবর।
ভাই যখন কোট করেন তখন খেয়াল রাখবেন যে শুরুর কোট লাইন এবং শেষের কোট লাইন যেন না কাটে। আপনার কোট লাইন কেটে গেছে পারলে এডিট করে দিয়েন।
ভাই দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন তারা রুলস জারি করে দেন যাতে এখানে কেউ এক লাইনে পোস্ট না করে।
ভাই শুরুতে এধরনের কথা বলা আছে। আর এক লাইনের পোস্ট বলতে আমি নিম্নমানের পোস্ট কেই বুঝি। আর তাছাড়া ভাই বাংলাদেশে আসলে নিয়ম করে তেমন কোন কিছু হয় না। কারণ আমরা তো নিয়ম ফলো করি না।
'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে।
আশা করি BitCoinDream ভাই যখন সময় পাবেন তখন এক লাইনের পোস্টগুলো এবং নিম্নমানের পোস্টগুলো ডিলিট করে দিবেন। এতে এই টপিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পরবর্তীতে লোকাল বোর্ড পেতে সহায়ক হবে বলে মনে করি।
sr. member
Activity: 1008
Merit: 366
March 14, 2023, 02:37:09 PM
@LDL ভাইও অনেক কিছুই জানেন তাই আপনারা এই উদ্যেগ টা নিলে সবারই উপকৃত হবে বলে মনে করি। আল্লাহ তায়ালা যেন খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই উদ্যেগ টা নেওয়ার তওফিক দান করেন।
ভাই ৩২৫ পেজ হয়ে গেছে আমাদের এই বাংলাদেশ লোকাল থ্রেড টা। এইটাই আমাদের কমিউনিটি। যেটা অলরেডি আছে সেইটা কে কেমনে আরও ভালো করা যায় সে দিকে ফোকাস করেন। প্রতি পেজ এ ২০ টি করে পোস্ট বিদ্যামান। টোটাল পোস্ট দাঁড়ায় ৬৫০০ (+-)। এতগুলো পোস্ট এ যত নলেজ আছে আশা করি সময় দিয়ে যদি শিখতে পারেন তাহলে কোথাও আপনাকে থামতে হবে না। আর আমরা যারা থ্রেড এ অ্যাকটিভ আছি, সবসময় আপনাদের সাহায্য করতে চেস্টা করি। জানার আগ্রহ নিয়ে আমাদের কাছে আসবেন, অবশ্যই আপনাদের হেল্প করব। আর বাংলাদেশি হিসেবে আমাদেরই দায়িত্ব এই থ্রেড কে একদিন বোর্ড এ পরিনত করা।
Jump to: