Author

Topic: বাংলা (Bengali) - page 374. (Read 5718031 times)

copper member
Activity: 140
Merit: 1
love to live honestly & try to be self-dependent
May 24, 2021, 03:17:04 AM
বাংলাদেশে আমার সব প্রিয় ভাইয়ের একটা কথাই বলবো আমি
সাতার না শিখে কখনো যেমন নদিতে নামতে নাই
তেমনি ট্রেডিং প্রথমে না শিখে ট্রেড করতে যাবেন না হউক সেটা ছোট এমাউন্ট বা বড় এমাউন্ট। কারন আপনি যদি ট্রেডিংয়ের কিছু না বুঝেন তাহলে খুব সহজেই আপনার আর্থ হারাবেন|
আর অন্ধ ভাবে মানে যদি আপনি না বুজেন যে এই কয়েন কোন দিকে মোড় নিবে উপরে যাবে বা নিচে আসবে এটা না বুজা পর্যন্ত কোন এন্ট্রি নিবেন না
আমরা অনেকে অনেক ভুল ধারনা বা ভুল হিসাব করে এন্ট্রি নেই যার কারনে আমাদের টার্গেট হিট করে না।

যেকোনো একটা কনফারমেশন না পাওয়া পর্যন্ত buy -sell করবেন না।

মনে হচ্ছে এই কয়েনটা আপ হচ্ছে তাহলে buy করি
এরকম মনের উপর সিদ্ধান্ত নিয়ে ট্রেড করবেন না
হিতে বিপরীত হবে
চার্ট কি বলে
মার্কেট কোন পজিশন এ আছে
ট্রেন্ড কোথায় যাচ্ছে
এগুলার দিকে লক্ষ রেখে এন্ট্রি নিবেন যখন কনফার্মেশন আসবে।
তাহলে প্রফিট হবে সিউর।

খুব তারাতাড়ি সামনে আপনাদের জন্য আরো কিছু ট্রেডিং টিপস আসার চেষ্টা করবো|
ধন্যবাদ|

অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন নতুনদের ট্রেনিং এ আসার জন্য আপনার এই তথ্য গুলো মেনে চলা উচিত ভাই আমি ট্রেডিং সম্পর্কে আরও কিছু জানতে চাই আপনার ট্রেডিং টিপসগুলোর আশায় রয়েছি
copper member
Activity: 140
Merit: 1
love to live honestly & try to be self-dependent
May 24, 2021, 03:13:10 AM
newbie
Activity: 1
Merit: 0
May 24, 2021, 02:09:17 AM
কয়েনআলাপ আজকের বিটকয়েন পিজা দিবস উপলক্ষে সব তথ্যের সমন্বয়ে সুন্দর একটি আর্টিকেল প্রকাশ করল যেখানে পিজা ক্রেতা কিংবা বিক্রেতা দুইজনের অনুভুতির কথাও তুলে ধরা হয়েছে। লাসযেলো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।

https://i.ibb.co/8NH3H4g/pizza-day2.jpg
ধন্যবাদ আপনাকে  এমন সুন্দর নিউজ ফোরামে শেয়ার করার জন্য।
newbie
Activity: 29
Merit: 11
May 23, 2021, 01:54:16 PM
আপনি ক্রিপ্ট সংবাদ সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন সব সময় সর্বশেষ-"কয়েন আলাপ" বাংলা টপিক এ


newbie
Activity: 24
Merit: 0
May 23, 2021, 01:17:45 AM
কয়েনআলাপ আজকের বিটকয়েন পিজা দিবস উপলক্ষে সব তথ্যের সমন্বয়ে সুন্দর একটি আর্টিকেল প্রকাশ করল যেখানে পিজা ক্রেতা কিংবা বিক্রেতা দুইজনের অনুভুতির কথাও তুলে ধরা হয়েছে। লাসযেলো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।

https://i.ibb.co/8NH3H4g/pizza-day2.jpg
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নিউজ জানানোর জন্য। আমরা অনেকেই আপনার নিউজ পাওয়ার আগে এই বিষয়ে জানতাম না কিন্তু আপনার নিউজ পাওয়ার পর আমরা সবাই জানতে পারি আপনাকে অনেক ধন্যবাদ।
jr. member
Activity: 68
Merit: 3
May 23, 2021, 12:41:57 AM
[quote author=Little Mouse লো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।
[/quote]

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমাদেরকে অনেক ভালো ভালো নিউজ শোনান এবং অন্যান্য ভাই দের কেউ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 22, 2021, 06:44:52 AM
কয়েনআলাপ আজকের বিটকয়েন পিজা দিবস উপলক্ষে সব তথ্যের সমন্বয়ে সুন্দর একটি আর্টিকেল প্রকাশ করল যেখানে পিজা ক্রেতা কিংবা বিক্রেতা দুইজনের অনুভুতির কথাও তুলে ধরা হয়েছে। লাসযেলো ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিটকয়েন দিয়ে কোন কিছু ক্রয় করেছেন।
হ্যাপী বিটকয়েন পিজা দিবস।

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
May 22, 2021, 01:30:46 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
আপনি ফোরামে নতুন? আমি আপনার প্রোফাইলে অনেকগুলো পোস্ট দেখতেছি। আপনি সম্ভবত এই থ্রেডে নতুন। যাই হোক, নতুন হলেও আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে আপনার কি সাহায্য লাগবে। যে কোন প্রশ্ন করতে পারেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তবে বাউন্টি হান্টিং এর প্রশ্ন হলে বেশিরভাগ মেম্বার এড়িয়ে যাবে কারণ ফোরামটা শিখার জন্যে।
আপনি Little_Mouse কে প্রশ্ন করুন কোন বিষয় নিয়ে জানতে চান।আসা করি সর্বচ্চ উত্তর টি পেয়ে যাবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 20, 2021, 12:47:12 PM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
আপনি ফোরামে নতুন? আমি আপনার প্রোফাইলে অনেকগুলো পোস্ট দেখতেছি। আপনি সম্ভবত এই থ্রেডে নতুন। যাই হোক, নতুন হলেও আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে আপনার কি সাহায্য লাগবে। যে কোন প্রশ্ন করতে পারেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তবে বাউন্টি হান্টিং এর প্রশ্ন হলে বেশিরভাগ মেম্বার এড়িয়ে যাবে কারণ ফোরামটা শিখার জন্যে।
newbie
Activity: 378
Merit: 0
May 20, 2021, 10:55:44 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
newbie
Activity: 24
Merit: 0
May 19, 2021, 05:11:51 AM
বাংলাদেশের বিটকয়েন বিনিয়োগ করার কারণে বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে। আমাদেরকে অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে এবং যারা নিয়মিত বিনিয়োগ করেন তারা একটু সতর্ক হয়ে করবেন কারণ বর্তমান বাংলাদেশের বিটকয়েন বিনিয়োগকারীকে ধরার জন্য সরকার বিভিন্ন গোয়েন্দা পাঠানো হয়েছে।

আপনারা ভিডিওটি দেখতে পারেন:
https://youtu.be/8oQvaZOVN-Q
newbie
Activity: 24
Merit: 0
May 17, 2021, 08:09:26 PM
Btt একাউন্ট কেন বার বার ব্যান হয়।। 4 টা একাউন্ট ব্যান হইছে,আমি শুধু বাউন্টিতে কাজ করি, বাউন্টি ছাড়া আমি অন্য কোন কাজে ব্যাবহার করি না,তার পরেও আমার একাউন্ট কেন বার বার ব্যান হয়। Btt একাউন্ট যেনো ব্যান না হয় , কেউ জানালে উপক্রিত হতাম।

ভাই আপনি একটু সাবধানে কাজ করবেন কারণ বর্তমান কিছু বাউন্টি আছে যে তারা বাউন্টি ছেড়ে আবার স্কাম করে ফেলে আপনি যদি ওই স্কাম বাউন্টিতে কাজ করে পোস্ট করেন তাহলে সেটা অফটপিক হিসেবে ধরা হয় তার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। আপনি নতুন হয়তো অফ টপিক বুঝবেন না আমি আপনাকে অফটপিকের একটু ধারনা দিচ্ছি যেমন একটি বাউন্টি ছাড়ার পর সেখানে পোস্ট করা যাবে তারপর সেটা যদি স্কাম করা হয় তারপর সেখানে পোস্ট করলে সেটা  অপ্রয়োজনীয় হয় তাই সেটাকে অফটপিক বলে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ।
jr. member
Activity: 392
Merit: 1
May 17, 2021, 08:06:59 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
jr. member
Activity: 68
Merit: 3
May 17, 2021, 06:33:16 AM

 ৫। সঞ্চয়ের মাধ্যমে পরবর্তিতে অধিক মূল্যে বিক্রয় করা যায়।
আপনার পোস্টটি পড়ে অজানা অনেক তথ্য জানতে পারলাম এবং আপনার ও  সিনিয়র ভাইদের জন্য শুভকামনা রইল।
jr. member
Activity: 410
Merit: 1
May 16, 2021, 09:52:48 AM
মেরিট পাওয়ার জন্য কোন থ্রেড এ পোস্ট করতে হবে। কারো জানা থাকলে দয়া করে একটু বলেবন
অল্টকয়েন এবং ট্রেডিং ডিসকাশন এ সহজে পাবেন।
ভালো মানের পোস্ট হলে সবখান থেকেই পাওয়া সম্ভব।     
jr. member
Activity: 602
Merit: 3
May 15, 2021, 09:35:05 AM
আজকে অনেক দিন পর বউন্টি থ্রেড এ গেলাম এবং দুটি বউন্টি পেলাম আমার পছন্দের বউন্টি ম্যানেজার এর। আমি আগে ওদের বউন্টি করে ভালো ফলাফল পেয়েছি, যারা বউন্টি তে কাজ করেন তারা জয়েন্ট করতে পারেন। লিঙ্ক নিচে দিলাম, আশা করি আপনাদের উপকার হবে।

https://bitcointalksearch.org/topic/meduse-bountyopen-5335374

https://bitcointalksearch.org/topic/overbountywpp-energy-to-represent-one-kg-of-hydrogen-gas-bitmart-5337045

jr. member
Activity: 686
Merit: 1
hire me @mdmofizur
May 13, 2021, 10:32:32 AM
মেরিট পাওয়ার জন্য কোন থ্রেড এ পোস্ট করতে হবে। কারো জানা থাকলে দয়া করে একটু বলেবন
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
May 13, 2021, 07:58:34 AM


বাংলাদেশের সকল সদস্য কে ঈদের শুভেচ্ছা।
এবং কৃতক্ষতা জানাই মহান আল্লাহ্ কে জিনি এই মহামারিতে আমাদের বাচিঁয়ে রেখেছেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 09, 2021, 05:07:44 PM
👉 পৃথিবীতে সর্বমোট ডজকয়েনের মূদ্রা তৈরি করা যাবে 127 বিলিয়ন এবং 113 বিলিয়ন ডজকয়েন ইতিমধ্যে তৈরি করা হয়েগেছে। আশা করা যায় ২০৩৫সালের মধ্যেই সব ডজকয়েন তৈরি হয়ে যাবে।
ডজকয়েনের সাপ্লাই নির্দিষ্ট নয়। এইটার কোন ক্যাপ নেই। মানে সাপ্লাই অসীম। শুরুতে ২০১৫ সালের মধ্যে ১০০ বিলিয়ন ছিল যা পরবর্তী ২০ বছরে দ্বিগুন হবে। মানে ২০৩৫ সালে দ্বিগুন হবে। তারপর, দ্বিগুন হতে লাগবে আরো ৬০ বছর।
Quote
আর অন্যদিকে পৃথিবীতে সর্বমোট ২কোটি ১০লাখ পিচ বিটকয়েন তৈরি হবে। ১কোটি ৮৬লাখ ৬০হাজার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এখন যে হারে বিটকয়েন তৈরি হচ্ছে আনুমানিক ২০৪০ সালেই সব বিটকয়েন তৈরি হয়ে যাবে।
বিটিসি সর্বোচ্চ সাপ্লাই যেতে লাগবে ২১৪০ সাল।
newbie
Activity: 29
Merit: 11
May 09, 2021, 12:34:29 AM
Btt একাউন্ট কেন বার বার ব্যান হয়।। 4 টা একাউন্ট ব্যান হইছে,আমি শুধু বাউন্টিতে কাজ করি, বাউন্টি ছাড়া আমি অন্য কোন কাজে ব্যাবহার করি না,তার পরেও আমার একাউন্ট কেন বার বার ব্যান হয়। Btt একাউন্ট যেনো ব্যান না হয় , কেউ জানালে উপক্রিত হতাম।

আপনি যদি বাউন্টি কাজ করেন তাহলে ব্যান হওয়ার মূল কারন হলো,কোন ক্যাম্পেইন হেষ হওয়ার পর ও আপনি ঐথ্রেড এ  পোষ্ট করতে থাকেন।আর শেষ হওয়া ক্যাম্পেইন গুলোতে পোষ্ট করা হলে একে কেলেঙ্কারি/scam ধরা হয়।এতে ব্যান হতে পারে।
Jump to: