সাতার না শিখে কখনো যেমন নদিতে নামতে নাই
তেমনি ট্রেডিং প্রথমে না শিখে ট্রেড করতে যাবেন না হউক সেটা ছোট এমাউন্ট বা বড় এমাউন্ট। কারন আপনি যদি ট্রেডিংয়ের কিছু না বুঝেন তাহলে খুব সহজেই আপনার আর্থ হারাবেন|
আর অন্ধ ভাবে মানে যদি আপনি না বুজেন যে এই কয়েন কোন দিকে মোড় নিবে উপরে যাবে বা নিচে আসবে এটা না বুজা পর্যন্ত কোন এন্ট্রি নিবেন না
আমরা অনেকে অনেক ভুল ধারনা বা ভুল হিসাব করে এন্ট্রি নেই যার কারনে আমাদের টার্গেট হিট করে না।
যেকোনো একটা কনফারমেশন না পাওয়া পর্যন্ত buy -sell করবেন না।
মনে হচ্ছে এই কয়েনটা আপ হচ্ছে তাহলে buy করি
এরকম মনের উপর সিদ্ধান্ত নিয়ে ট্রেড করবেন না
হিতে বিপরীত হবে
চার্ট কি বলে
মার্কেট কোন পজিশন এ আছে
ট্রেন্ড কোথায় যাচ্ছে
এগুলার দিকে লক্ষ রেখে এন্ট্রি নিবেন যখন কনফার্মেশন আসবে।
তাহলে প্রফিট হবে সিউর।
খুব তারাতাড়ি সামনে আপনাদের জন্য আরো কিছু ট্রেডিং টিপস আসার চেষ্টা করবো|
ধন্যবাদ|
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন নতুনদের ট্রেনিং এ আসার জন্য আপনার এই তথ্য গুলো মেনে চলা উচিত ভাই আমি ট্রেডিং সম্পর্কে আরও কিছু জানতে চাই আপনার ট্রেডিং টিপসগুলোর আশায় রয়েছি