Author

Topic: বাংলা (Bengali) - page 372. (Read 5715765 times)

member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 14, 2021, 09:36:45 AM
How to sign a message

কি ভাবে ফোন থেকে  বিটকয়েন এ  সাইন এ মেসেস  তৈরি সরবেন আজ আপনাদের এটি বাংলায় বলবো।

Note:আমার ছবি পোষ্ট করার অনুমতি নেই বলে লিংক করে দিলাম একটু কষ্ট করে দেখে নিবেন।না বুঝলে জানাবেন।

সাইন ইন করতে  আপনাকে প্রথমে প্লেস্টোর থেকে Mycelium এ্যাপ্স ডাইনলোড করতে হবে। এ্যাপ্স টি অপেন করে আপনাকে সাইড থেকে  accounts এ ক্লিক করতে হবে।এর পর আপনাকে মাজে থেকে accounts 1 এ ক্লিক করে উপড়ের ডান পাশ থেকে( Smiley এখানে ক্লিক করে sign a message এ ক্লিক করবেন। আপনি পড়ের পেজ হিসাবে sign a key একটি পেজ পাবেন এখান থেকে আপনাকে  কোট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পড়ে আপনি লেখার একিটি অপশন পাবেন।এখানে আপনার ফোরামের নাম জয়েন তারিখ দিতে হবে যেমনঃ i am oooo its 2.03.2009 this is my sign a message(আপনার ফোরামের নাম ও জয়েন তারিখ)।এখন আপনি sign message এ ক্লিক করবেন।এর পর আপনার সাইন মেসেস হয়ে গিয়েছে এটি কপি করার জন্য আপনাকে কপি ক্লিব বোর্ড ও সেয়ার করার জন্য তৈরি হয়ে গিয়েছে।আপনি কপি করার পর এটি সেয়ার এ ক্লিক করে নোট প্যাড/জি মেইল এ সেফ করবেন।এখন এখানে আপনার-
Message:........
Address :.......
Signature :........
তৈরি হয়েছে।খুপ সহজেই এটি তৈরি করা সম্বভ।এখানে কিছু না বুঝে থাকলে জানাবেন। আমি নিচে ক্রমানুসারে ছবি আকারে লিংক দিলাম দেখে নিবেন

















legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 12, 2021, 12:26:42 PM
যারা কপি পেস্ট করেন তাদের জন্য-
আপনি যদি কপি পেস্ট করেন তাহলে ধরা খাবেন। সেটা আজ হোক কিংবা ১ বছর পরে হোক। ধরা পরতেই হবে। আর কপি পেস্ট করে ধরা খেলে ব্যান নিশ্চিত। কেউ রেহাই পাবেনা এইটা থেকে। ফোরামে জয়েন করে আগে ফোরামের নিয়মনীতি পড়তে হয়। আশা করি সবাই পড়ে নেবেন।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
June 11, 2021, 02:45:31 PM
 
tnq apnake response korer jne.




ভাই এখানে বাংলায় কথা বললেই ভালো হয়।কারন এটা শুধু বাংগালিদের জন্যই।আর এত বড়ো পোষ্ট কখনো কুয়াইট করবেন না দেখতে খারাপ দেখায়।
newbie
Activity: 4
Merit: 0
June 11, 2021, 02:27:23 PM
valo kno কেম্পইন share korle valo hoi..tnq


ভালো ক্যাম্পেইন বলতে,আপনি ভালো ম্যানেজার এর ক্যাম্পেইন গুলো করতে পারেন।আপনি চাইলে নিচের দেওয়া ম্যানেজার দের বাউন্টি করতে পারেন। তারা মোষ্ট ট্রাস্ট ম্যানেজার

yahoo62278
Legendary   

Wapinter
Legendary

Hhampuz
Leggendery

deadley
Legendery

julerz12
Sr. Member

Arteezy.rtx
Full Member   

DentIt
Member   


Hotachy
Full Member   

SANDRA EVANS
Full Member   

CryptoMaze official
Jr. Member

olcaytu2005
Legendary

needmoney
Legendary

Sylon
Legendary

BountyDetective
member

ETC - বাক্তিদের বাউন্টি করতে পারেন।তারা প্রায় সব সময় ভালো কাজ এনে থাকেন ও বাউন্টিতে অর্থ প্রদান করেন।
ধন্যবাদ
   


tnq apnake response korer jne.
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
June 11, 2021, 01:55:03 PM
valo kno কেম্পইন share korle valo hoi..tnq


ভালো ক্যাম্পেইন বলতে,আপনি ভালো ম্যানেজার এর ক্যাম্পেইন গুলো করতে পারেন।আপনি চাইলে নিচের দেওয়া ম্যানেজার দের বাউন্টি করতে পারেন। তারা মোষ্ট ট্রাস্ট ম্যানেজার

Fatemablabla
Full Member

yahoo62278
Legendary   

Wapinter
Legendary

Hhampuz
Leggendery

deadley
Legendery

julerz12
Sr. Member

Arteezy.rtx
Full Member   

DentIt
Member   


Hotachy
Full Member   

SANDRA EVANS
Full Member   

CryptoMaze official
Jr. Member

olcaytu2005
Legendary

needmoney
Legendary

Sylon
Legendary

BountyDetective
member

ETC - বাক্তিদের বাউন্টি করতে পারেন।তারা প্রায় সব সময় ভালো কাজ এনে থাকেন ও বাউন্টিতে অর্থ প্রদান করেন।
ধন্যবাদ
   
newbie
Activity: 4
Merit: 0
June 11, 2021, 10:54:36 AM
valo kno কেম্পইন share korle valo hoi..tnq
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 11, 2021, 10:03:46 AM
PGP Message কিভাবে সাইন করে। অভিজ্ঞদের উত্তর আশা করছি
আপনি এই গাইডলাইনটি অনুসরণ করতে পারেন- https://bitcointalksearch.org/topic/eng-tutorial-pgp-signature-encryptdecrypt-message-fingerprint-4059348

যদি এইটা না বুঝে থাকেন তাহলে জানাবেন। আমি বাংলায় একটা গাইডলাইন লিখবো তবে একটু টাইম লাগবে কারন আমি ব্যক্তিগত কাজ নিয়ে কিছুটা ব্যস্ত আছি। ইংরেজি টা না বুঝলে জানাবেন।
jr. member
Activity: 68
Merit: 3
June 10, 2021, 10:26:22 AM
PGP Message কিভাবে সাইন করে। অভিজ্ঞদের উত্তর আশা করছি
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 09, 2021, 08:52:07 PM
বিটকয়েনটক আইডি মেরিট বাড়ায় কি ভাবে আমি অনেক দিন ধরেই একটা আইডি ব্যাবহার করতেছি কিন্তু মেরিট তো বারছে না।
এইসব নিয়ে উপরে অনেক আলোচনা হইছে। আপনি যদি একদম না পড়ে প্রশ্ন করেন তাহলে কিভাবে হবে। এই তথ্যগুলো অনেকবার শেয়ার করা হয়েছে।
এনিওয়ে, মেরিট পাওয়ার প্রথম শর্তই হল- পড়ুন। যত বেশি পড়বেন তত মেরিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
newbie
Activity: 29
Merit: 11
June 09, 2021, 11:26:03 AM
বিটকয়েনটক আইডি মেরিট বাড়ায় কি ভাবে আমি অনেক দিন ধরেই একটা আইডি ব্যাবহার করতেছি কিন্তু মেরিট তো বারছে না।

আপনার আইডি তে শুধু বাউন্টিতে কাজ করা।আপনি তো অন্য কোনজায়গায় পোষ্ট ই করেন নি।মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই অন্য থ্রেড গুলিতে ভালোকিছু পোষ্ট করতে হবে।যে পোষ্ট ইতিপূর্বে করা হয়নি এমন বিষয়।আপনি ক্রিপ্ট নিয়ে গবেষনা করুন, এমন কিছু খুজে বেড় করুন যা ফোরামে কেউ এর আগে পোষ্ট করেনি।এতে করে যাতে অন্য কারো উপকারে আসে।আর সিনিয়র কেউ যদি মনে করে এটি ভালো তাহলে আপনি মেরিট পাবেনই।সিনিয়র ভাইদের আইডি গুলো ফলো করুন।

প্রথম পাতায় ফরামের নিয়ম গুলো খুপ সুন্দর করে দেওয়া আছে সেটি পড়ুন ও বুঝেন।তার পর নিয়ম অনূসরন করেন।মেরিট পেয়ে যাবেন।
newbie
Activity: 364
Merit: 0
June 09, 2021, 08:56:31 AM
আমার একটা বিষয় জানার ছিল। আশা করি সিনিয়র ভাইয়েরা হেল্প করবেন।
বিটকয়েনটক আইডি মেরিট বাড়ায় কি ভাবে আমি অনেক দিন ধরেই একটা আইডি ব্যাবহার করতেছি কিন্তু মেরিট তো বারছে না।
মেরিট এর জন্য signature কাম্পাইন করতে পারছি না।
আশা করি সবাই সঠিক তত্ত দিয়ে সাহায্য করবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 09, 2021, 06:52:32 AM
আমার একটা বিষয় জানার ছিলো সিনিয়র ভাইদের কাছে।
আসলে আমি বিগত প্রায় ৭-৮ মাস যাবত বাউন্টি করতেছিনা।

ভাবতেছি পুনরায় শুরু করবো।কিন্তু ভয় হচ্ছে আগের মত এখনো কি স্পামিং বাউন্টি আছে, আর এখন বাউন্টি করলে কি প্রফিট পাওয়া যায়। আর পাওয়া গেলেউ কেমন পাওয়া যায়।

আর সিনিয়র ভাইদের একটা অনুরোধ দয়া করে আমাদের মত ছোটদের একটু সাহায্য করবেন যাতে তারা তাদের মা বাবা দের জন্য কিছু করতে পারে।

ধন্যবাদ।
সবাই শুধু বলে সাহায্য করবেন, কিন্তু তারা কি সাহায্য চায় আমি বুঝতেই পারি না। আপনাদের সাহায্য লাগলে কি নিয়ে সাহায্য লাগবে সেটা বলবেন।

বাউন্টি স্পামিং বলতে কি বুঝাচ্ছেন? স্ক্যাম? স্ক্যাম বাউন্টি কিংবা প্রজেক্ট সবসময় থাকবে তবে আপনাকে দেখে শুনে কাজ করতে হবে। ভালো ক্যাম্পেইন ম্যানেজার না হলে কিংবা বাউনিটি রিওয়ার্ড এসক্রো করা না থাকলে ওইরকম বাউন্টিতে কাজ না করাই ভালো। মাসে ১০টা আজেবাজে বাউন্টির চেয়ে একটা ভালো ক্যাম্পেইন করা অনেক ভালো।
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
June 09, 2021, 01:36:27 AM
আমার একটা বিষয় জানার ছিলো সিনিয়র ভাইদের কাছে।
আসলে আমি বিগত প্রায় ৭-৮ মাস যাবত বাউন্টি করতেছিনা।

ভাবতেছি পুনরায় শুরু করবো।কিন্তু ভয় হচ্ছে আগের মত এখনো কি স্পামিং বাউন্টি আছে, আর এখন বাউন্টি করলে কি প্রফিট পাওয়া যায়। আর পাওয়া গেলেউ কেমন পাওয়া যায়।

আর সিনিয়র ভাইদের একটা অনুরোধ দয়া করে আমাদের মত ছোটদের একটু সাহায্য করবেন যাতে তারা তাদের মা বাবা দের জন্য কিছু করতে পারে।

ধন্যবাদ।
newbie
Activity: 29
Merit: 11
June 08, 2021, 11:48:41 AM
onk din por ami abro join krlm.bangladesh er onki joine hocche,dke kub valo lglo  Smiley

ভাই আপনাকে স্বাগতম।
তবে আপনি অনেক দিন পর আবারো জয়েন করলেন??আপনার তো এটাই প্রথম পোষ্ট ফোরামে।তাহলে কি আপনি স্পামার?

সব থেকে ভালো হয় এখানে বাংলাতে কথা বললে।কারন এটা বাংলা বলার জন্যই অনুমুদিত
newbie
Activity: 29
Merit: 11
June 08, 2021, 11:43:42 AM
ফোরামে অনেই অনেক ভাবে নিজেকে উপস্হাপন করেন।কিন্তু কেউ চিন্তা করেন না যে, আমার এই উপস্হাপনায় অনেকের উপকার হবে।আপনাদের মনে কখনো কি প্রশ্ন যাগেনা-আমি এমন কিছু লিখবো যাতে অন্যের উপকার আসবে?তা না করে অনেকই এখানে লিখেন যে
*কেমন আছেন সবাই
*আপনি কোন জেলার
*আমি নতুন ইত্যাদি
সামান্য এই কথাগুলো না লিখে যাতে করে আপনার কথায় কারো না কারো উপকার হয় এমন কিছু লেখেন।না হয় এমন প্রশ্নকরুন যা ইতি পূর্বে কেউ করে নি, রিপলে বোঝতে অসুবিধা।যাতে রিপলে ও প্রশ্ন করার মধ্যেও অনেক কিছু জানার ও শেখার আছে।

ধন্যবাদ
newbie
Activity: 4
Merit: 0
June 08, 2021, 07:34:12 AM
onk din por ami abro join krlm.bangladesh er onki joine hocche,dke kub valo lglo  Smiley
jr. member
Activity: 68
Merit: 3
June 06, 2021, 06:47:05 PM
Security #Tips :-
আর ঐ ওয়ালেটের মধ্যে সব ফান্ড উইথড্র করে ফেলুন।  ধন্যবাদ।

জুনায়েদ ভাই আপনার এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম যা আমার অজানা ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সিনিয়র ভাইদের কেউ। এরকম আরো পোস্ট দিবেন।
newbie
Activity: 193
Merit: 0
June 06, 2021, 12:03:03 AM
Security #Tips :-

আপনার ক্রিপ্টো ফান্ড রাখার জন্য সম্পূর্ণ আলাদা একটা  Trustwallet বা Metamask  ওয়ালেট ইউজ করবেন। সেটা এয়ারড্রপের জন্য কোনভাবেই ইউজ করা যাবে না। ঐ ওয়ালেট  DEX (eg: Uniswap, pancakeswap etc.) বা অন্য কোন সাইটের সাথে কানেক্ট করা যাবে না। এসবের জন্য সম্পূর্ণ আলাদা ওয়ালেট ইউজ করবেন।

শুধুমাত্র ফান্ড রাখা ছাড়া দ্বিতীয় কোন কাজে ঐ ওয়ালেট ইউজ করলে আপনার সব ফান্ড হ্যাক হওয়ার চান্স ৯৯%। আজকাল অনেক সাইট, DEX, প্রজেক্ট হ্যাক হচ্ছে। হ্যাক হওয়া যেকোন কিছুর সাথেও ওয়ালেট কানেক্ট করলে আপনার সব ফান্ড চুরি হয়ে যেতে পারে। তাই সাবধানে থাকবেন এবং সিকিউরিটির পিছনে সর্বোচ্চ নজরদারি রাখবেন।

এখুনি এমন একটা Trustwallet বা Metamask  ওয়ালেট খুলুন, যেটা কেবলমাত্র ফান্ড রাখার জন্যই ইউজ করবেন। দ্বিতীয় কোন কাজ করা যাবে না। আর ঐ ওয়ালেটের মধ্যে সব ফান্ড উইথড্র করে ফেলুন।  ধন্যবাদ।

পোস্টটি ফরোয়ার্ড করতে ভুলবেন না। নিজে সেইফ থাকুন এবং অন্যজনকেও সেইফ রাখুন 😊
copper member
Activity: 140
Merit: 1
love to live honestly & try to be self-dependent
June 05, 2021, 12:20:14 PM
বাংলাদেশ থেকে তরুণরা যেকারণে ব্লকচেইন (বিটকয়েন )এর ব্যাপারে স্বচ্ছ ধারণা পাচ্ছে না !

যেখান পৃথিবীর সব উন্নত দেশ গুলো এর পর্যালোচনা করছে বৈধতা ও রেগুলেশন এর আওতায় আনছে।
সেখানে বাংলাদেশ সরকার ব্লকচেইন নিয়ে ইতিবাচক হলেও বিটকয়েন নিয়ে খুবই কঠোর অবস্থায় আছে, ওই দেশের সরকারের মতে  বিটকয়েন মানেই বেয়ানি বা অভৈধ , সরকার বিটকয়েন নিয়ে পসিটিভ কোনো চিন্তায় করতে পারে না অথচ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখে। Embarrassed

বাংলাদেশের পাশের দেশ ভারতেও বিটকয়েন এর বেপারে এইরকম উদাসীন ছিল কিন্তু প্রযুক্তিবিদ জনগণের আদালতে আবেদন ও এর ইতিবাচক দিকগুলো তুলে ধরার পর দেশটিতে ( ভারতে ) কিছুটা হলেও রেগুলেশনের আওতায় আনার চিন্তা ভাবনা চলছে।

                            --------------------বাংলাদেশ থেকে কি এইরকম কোন উদ্বেগ গ্রহণ করা হতে পারে ?---------------------

                                                              সিনিয়র মেম্বারদের দৃষ্টি আকৰ্ষণ করছি !!!!

আসলে ভাই আমাদের সিনিয়র মেম্বার দের এখানে কিছু করার নেই এটি দেশের সূর্য পর্যায়ে যেসব নীতিনির্ধারকরা থাকেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথ্যমন্ত্রী বা আইসিটি বিষয়ক মন্ত্রণালয় যারা জড়িত থাকেন তারা এ বিষয়গুলো হস্তক্ষেপ করেন বিশেষ করে যারা ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত ফাইন্যান্স ব্যবসার সাথে জড়িত তারা এই জিনিসগুলো হস্তক্ষেপ করে থাকেন তাদের ভেতরে এখনো কোন স্বচ্ছ ধারণা তৈরি হয়নি যার ফলে সারাবিশ্ব যেখানে কারেন্সি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশে সেটি এখনো সরকার অবৈধ ঘোষণা করে রাখছে কি আর করার দেখা যাক ভবিষ্যতে কি হয়
copper member
Activity: 140
Merit: 1
love to live honestly & try to be self-dependent
June 05, 2021, 12:18:32 PM
I am also from Bangladesh, anyone reply please.

রিপ্লাই দিলাম রহমান ভাই কিন্তু বাংলা বোর্ডে আমাদের সবাইকে বাংলা নিয়ে আলোচনা করলেই মনে হয় ভালো হয় কিছু মনে করবেন না ধন্যবাদ
Jump to: