Author

Topic: বাংলা (Bengali) - page 376. (Read 5310441 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 02, 2021, 11:57:36 AM
যখনই বিটকয়েনের দাম বৃদ্ধি পায়, তখন সকলেই খুশি হয়। আবার যখনই বিটকয়েনের মূল্য নিম্নগতির দেখা দেয়, সকলেই সিদ্বান্তে ভোগে যে বিটকয়েন বিক্রি করবো নাকি জমা রাখবো। বিটকয়েনের মূল্য কমা অনেকের কাছে কষ্টের, আবার কিছু ব্যক্তিদের কাছে সুবর্ণ সুযোগও। আর MicroStrategy যেদিন থেকে বিটকয়েন ক্রয় শুরু করেছে, সেদিন থেকেই বিটকয়েন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রয়েছে। তাইতো বিটকয়েনের মূল্য তোয়াক্কা না করে আবারও ১০ মিলিয়নের সমপরিমাণ মূল্যের ২৯৫টি বিটকয়েন আবারও ক্রয় করলো এবং এটি গড় হিসেবে ৩৩,৮০৮ মূল্যতে কেনা হয়েছে। এতে কি মনে হয়, বিটকয়েন আরো বৃদ্ধি পাবে এবং ৫০,০০০ ডলারের মাইলফলক পূরণে সক্ষম হবে, নাকি তার বিপরীত ঘটবে?

Quote
MicroStrategy has purchased approximately 295 bitcoins for $10.0 million in cash, at an average price of ~ $33,808 per #bitcoin. We now ~ 71,079 bitcoins acquired for $1.145 billion at average price of ~ $16,109 per bitcoin.

Original Tweet: https://twitter.com/michael_saylor/status/1356600103193182210



legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 02, 2021, 11:25:05 AM

আমি জানতে চাই বাংলাদেশ এর এই পেজ খেকে কি মেরিট পাওয়া যায় , নাকি মেরিট পেতে গেলে আমাকে অন্য পেজে গিয়ে আমাকে
ইংরেজি তে ভালো মানের পোস্ট করা লাগবে , এই বিষয় টা আমাকে বুঝিয়ে দিলে আমি অনেক উপকৃত হবো I ধন্যবাদ
ভালো মানের পোস্ট করলে এইখানেও পাবেন। এইখানে কিছু ভালো মানের পোস্ট মুল টপিকে লিংক দেয়া আছে। দেখেন ওগুলো। অনেকেই অনেক মেরিট পেয়েছে। মুল কথা হচ্ছে ভালো মানের পোস্ট। সেটা এইখানে হোক কিংবা ইংরেজি বোর্ডে হোক।
newbie
Activity: 504
Merit: 0
February 02, 2021, 05:18:37 AM
i am from bangladeshi,please help me,my activity 168 but not more 1 merit,how to merit received ,everybody please help me!

আপনাকে ধন্যবাদ, আপনাকে মেরিট পেতে হলে আপনার  পোষ্ট এর মান অবশ্যই ভালো এবং নির্দিষ্ট বিষয়ে পরিষ্কার ভাবে  উপস্থাপন করতে হবে।এবং পোস্টটি ভালো হলে মেরিট পেতে পারেন। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।

আমি জানতে চাই বাংলাদেশ এর এই পেজ খেকে কি মেরিট পাওয়া যায় , নাকি মেরিট পেতে গেলে আমাকে অন্য পেজে গিয়ে আমাকে
ইংরেজি তে ভালো মানের পোস্ট করা লাগবে , এই বিষয় টা আমাকে বুঝিয়ে দিলে আমি অনেক উপকৃত হবো I ধন্যবাদ
jr. member
Activity: 410
Merit: 1
February 01, 2021, 01:58:34 PM
                        আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন । আজকে কিছু আপডেট বানটির সম্পকে বলবো।

1. Cocos token
Cocos token যারা ১০০০০ হাজারে কম পেয়েছেন। তাদের Cocos Token টি Swap করতে হবে। Swap করলে আপনি ১০০০=১টি টকেন পাবেন।

যারা swap করতে চান তাদের জন্য বিস্তারিত এই লিঃকে দেওয়া হলঃ https://link.medium.com/FhtL0Od5rdb

2. Dego Finance
আপনারা সবাই জানেন যে Dego token টি কেলেম করে নিতে হবে এবং এইটার সময় ছিল ১০০ দিন।

কিন্তু আপনারা জানেন কি এইটার  লাস্ট ডেট করে তবে যেনে নিই।

Last Date : 22 February

22 February এর মধ্যে আপনাকে কেলেম করতে হবে তা না হলে আপনি টোকেনটি পাবেন না।

3.KRG Bounty
আপনারা যারা KRG Bounty করেছেন। সে-সকল বানটি হানটার ভাইদের কে বলছি। সাধারণত gashik manager কাজ শেষ হবার পর তার  টেলিগ্রামে তিনি একটা ফম দেন। ঠিক একই কথা বলছে KRG Bounty Campaign। So আমাদের  Telegram group ফলো রাখতে হবে।

Telegram link: https://t.me/SoficoBounty
https://t.me/KRG_bounty


(আমার এই পোস্টটিতে যদি কেও উপকৃত হন তাহলে আমি ধন্য হব)

অনেক ধন্যবাদ আপনাকে। আমি krg bounty তে কাজ করেছি কিন্তু আপডেট নিউজ জানতাম না।
newbie
Activity: 18
Merit: 1
January 31, 2021, 10:22:05 AM
Hi all Bangladeshi members, here you can rank up by doing appropriate post. Remember here not allow duplicated work. You should be work here by doing honest work whuch is also helpful for all. You can earn money here by your hard work. Do not copy others work or post.
You’ll take on a project or activity that’s outside your comfort zone. At times like this, it can be tempting to second guess yourself and to question your approach, process and abilities.

Try to avoid questioning yourself and believe in your intuition and experience. Doubt and worry can have a negative impact on your performance, so instead focus on your accomplishments and knowledge and seek help if you need it.
Every work you take with important as others people can learn from your posting. Your post can be also avoiding unnecessary topic. Remember others person do not feel bored when read your post.
newbie
Activity: 812
Merit: 0
January 30, 2021, 10:50:12 PM
                        আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন । আজকে কিছু আপডেট বানটির সম্পকে বলবো।

1. Cocos token
Cocos token যারা ১০০০০ হাজারে কম পেয়েছেন। তাদের Cocos Token টি Swap করতে হবে। Swap করলে আপনি ১০০০=১টি টকেন পাবেন।

যারা swap করতে চান তাদের জন্য বিস্তারিত এই লিঃকে দেওয়া হলঃ https://link.medium.com/FhtL0Od5rdb

2. Dego Finance
আপনারা সবাই জানেন যে Dego token টি কেলেম করে নিতে হবে এবং এইটার সময় ছিল ১০০ দিন।

কিন্তু আপনারা জানেন কি এইটার  লাস্ট ডেট করে তবে যেনে নিই।

Last Date : 22 February

22 February এর মধ্যে আপনাকে কেলেম করতে হবে তা না হলে আপনি টোকেনটি পাবেন না।

3.KRG Bounty
আপনারা যারা KRG Bounty করেছেন। সে-সকল বানটি হানটার ভাইদের কে বলছি। সাধারণত gashik manager কাজ শেষ হবার পর তার  টেলিগ্রামে তিনি একটা ফম দেন। ঠিক একই কথা বলছে KRG Bounty Campaign। So আমাদের  Telegram group ফলো রাখতে হবে।

Telegram link: https://t.me/SoficoBounty
https://t.me/KRG_bounty


(আমার এই পোস্টটিতে যদি কেও উপকৃত হন তাহলে আমি ধন্য হব)

আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে এতে আমরা সবাই হয়তো বা উপকৃত হতে পারি।
আপনাকে অনেক ধন্যবাদ।
jr. member
Activity: 686
Merit: 1
January 30, 2021, 01:57:52 PM
Good things take time so you should hard work for everywhere. 

আপনি ঠিক ই বলেছেন। ভালো কোন কিছু সহজে পাওয়া যায় না। যদি কোন ভালো কিছু সহজে পাওয়া যায় আসলে সেটার মূল্যায়ন একটু কমই হয় সবার কাছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যে কাজটি আপনি অনেক দিন যাবত করতেছেন সেটার যদি ভালো ফল হয় তাহলে দেখবেন সেটার আনন্দ অতিমাত্রায় হয় বা সেটার মূল্যায়ন অন্য কাজের থেকে বেশি থাকে। আর আপনি খেয়াল করে দেখবেন ভালো কোন কিছু প্রথম বারের চেষ্টাতে  সফল হয় না, সেটা সফল হয় অনেক সময় ও ত্যাগের মাধ্যমে। তাই আমাদের সকলের উচিত আমরা নিজেদের কাজকে ভালোবেসে সম্মানের সাথে শেষ করা। সেটা হোক লেখাপড়া,ব্যবসা,চাকরি বা অন্য সকল কাজ।
newbie
Activity: 1232
Merit: 0
January 30, 2021, 01:43:14 PM
                         আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন । আজকে কিছু আপডেট বানটির সম্পকে বলবো।

1. Cocos token
Cocos token যারা ১০০০০ হাজারে কম পেয়েছেন। তাদের Cocos Token টি Swap করতে হবে। Swap করলে আপনি ১০০০=১টি টকেন পাবেন।

যারা swap করতে চান তাদের জন্য বিস্তারিত এই লিঃকে দেওয়া হলঃ https://link.medium.com/FhtL0Od5rdb

2. Dego Finance
আপনারা সবাই জানেন যে Dego token টি কেলেম করে নিতে হবে এবং এইটার সময় ছিল ১০০ দিন।

কিন্তু আপনারা জানেন কি এইটার  লাস্ট ডেট করে তবে যেনে নিই।

Last Date : 22 February

22 February এর মধ্যে আপনাকে কেলেম করতে হবে তা না হলে আপনি টোকেনটি পাবেন না।

3.KRG Bounty
আপনারা যারা KRG Bounty করেছেন। সে-সকল বানটি হানটার ভাইদের কে বলছি। সাধারণত gashik manager কাজ শেষ হবার পর তার  টেলিগ্রামে তিনি একটা ফম দেন। ঠিক একই কথা বলছে KRG Bounty Campaign। So আমাদের  Telegram group ফলো রাখতে হবে।

Telegram link: https://t.me/SoficoBounty
https://t.me/KRG_bounty


(আমার এই পোস্টটিতে যদি কেও উপকৃত হন তাহলে আমি ধন্য হব)
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 30, 2021, 12:12:39 PM
পেপার ওয়ালেটের কিছু তালিকা দিবেন।
পেপার ওয়ালেট বলতে পেপারের মধ্যে আপনার প্রাইভেট কি এবং পাবলিক কি প্রিন্ট করে নেয়াকেই বুঝায়। তবে পেপার ওয়ালেটের সম্পুর্ণ প্রক্রিয়াটাই করতে হবে অফলাইনে এবং যে ডিভাইস দিয়ে পেপার ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা অবশ্যই অফলাইনেই রাখতে হবে। যদি অনলাইনে যেতে হয় ওই ডিভাইস থেকে তাহলে সেটার সবকিছু চিরতরে মুছে নতুন করে অপারেটিং সিস্টেম শুরু করতে হবে। বেটার হয় যদি আপনি ওই ডিভাইস আর ব্যবহার না করেন। এইখানে ডিভাইস বলতে কোন ল্যাপটপ কিংবা ডেস্কটপকে বোঝানো হয়েছে।মোবাইল থেকে আপনি বিভিন্ন অনলাইন সাইটে পেপার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন যেটা মোটেও নিরাপদ নয়। বরং অনেক ঝুকিপূর্ণ।
ইলেকট্রাম মোটামুটি ভালো ওয়ালেট। আমি রেগুলার লেনদেনের জন্য এইটাই ব্যবহার করে থাকি। আপনি চাইলে মোবাইলেও এইটা ব্যবহার করতে পারেন।
jr. member
Activity: 410
Merit: 1
January 30, 2021, 11:55:44 AM
বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইনে যে  translation camping আছে এ সম্পর্কে আমার কিছু ধারনা দরকার। এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে  কি কি যোগ্যতা লাগে। এ  কাজ করতে Google Translation এর ব্যবহার করা যাবে কিনা। কিভাবে কাজ সম্পন্ন করতে হয়।  জানা থাকলে একটু বলবেন।
আমি যতটুকু জানি,
Google Translation না ব্যবহার করাই উওম এতে ধরা পরবেন। এবং translation এর জন্য নিদিষ্ট ভাষা থাকে যেমন- রাশিয়ান, হিন্দি উল্লেখ করা থাকে যাদের জাতীয় ভাষা যেটা তারা সেটা থাকলে করে translation সেই ভাষায় .   
jr. member
Activity: 532
Merit: 2
January 30, 2021, 11:28:46 AM
Good things take time so you should hard work for everywhere. 
jr. member
Activity: 406
Merit: 1
January 30, 2021, 03:11:24 AM
i am from bangladeshi,please help me,my activity 168 but not more 1 merit,how to merit received ,everybody please help me!

আপনাকে ধন্যবাদ, আপনাকে মেরিট পেতে হলে আপনার  পোষ্ট এর মান অবশ্যই ভালো এবং নির্দিষ্ট বিষয়ে পরিষ্কার ভাবে  উপস্থাপন করতে হবে।এবং পোস্টটি ভালো হলে মেরিট পেতে পারেন। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 99
Merit: 4
January 29, 2021, 09:01:07 PM
দীর্ঘ সময়ের জন্য হোল্ড করলে পেপার ওয়ালেট বেস্ট, কিংবা হার্ডওয়্যার ওয়ালেটও ব্যবহার করতে পারেন। কোন ভাবেই এক্সচেঞ্জে রাখবেন না। হ্যাকিং ছাড়াও রিস্ক আছে। কোন কারনে আপনার একাউন্ট ফ্রিজ করে দিতে পারে।
যদি পেপার কিংবা হার্ডওয়্যার ওয়ালেট কোনটাই ব্যবহার না করেন তবে ইলেকট্রাম ওয়ালেট আছে৷ মোবাইল ভার্সন ও আছে ইলেকট্রামের। সেটা ব্যবহার করতে পারেন। একটু সতর্ক হলে ইলেকট্রামে কোন প্রব্লেম নেই। আমি নিজেও ইলেকট্রাম ব্যবহার করি মোটামুটি এমাউন্ট হোল্ড করার জন্য।
পেপার ওয়ালেটের কিছু তালিকা দিবেন।পেপার ওয়ালেট কী স্মার্টফোনের জন্য ব্যবহার করা যাবে। আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি কারন এর প্রাইভেট কী বৈশিষ্ট্য রয়েছে। যার জন্য ক্রিপটো মুদ্রা রাখার জন্য  আমি এই ওয়ালেট কে নিরাপদ বলে মনে করি। ইলেকট্রাম ওয়ালেট সম্পর্কে শুনেছি যে এখানে মুদ্রা রাখা ততটা নিরাপদ নয়, কিন্তু ইলেকট্রাম ওয়ালেট কে কিভাবে নিরাপদ করে নিবো।  এবং ইলেকট্রাম ওয়ালেট কি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
ক্রিপটো মুদ্রা রাখার জন্য চার ধরনেট ওয়ালেট ব্যবহার করা হয়
১. ওয়েব ওয়ালেটঃ ওয়েব ওয়ালেট বলতে আমরা কয়েনবেস ওয়ালেট কে বুঝিয়ে থাকি। তবে এই ওয়ালেটে লং টার্ম হোল্ড করার জন্য নিরাপদ নয়
২. ইলেকট্রাম ওয়ালেটঃ বিটকয়েন ওয়ালেট কে আমরা ইলেকট্রাম ওয়ালেট বলা হয়। তবে এখান থেকে ক্রিপটো মুদ্রা গুলো একসাথে দুটি ঠিকানায় পাঠানো যায়, এর মাধ্যমে অনেকে স্ক্যাম করে থাকে
৩. হার্ডওয়্যার ওয়ালেটঃ হার্ডওয়্যার ওয়ালেট হলো প্রাইভেট কী বৈশিষ্ট্য যুক্ত ওয়ালেট। যেখানে আমরা ক্রিপটো মুদ্রা নিরাপদে হোল্ড করে রাখতে পারবো। লেজার ন্যানো এক্স (ledger nano x) এটি হার্ডওয়্যার ওয়ালেট
৪.পেপার ওয়ালেটঃ পেপার ওয়ালেট ক্রিপটো মুদ্রা রাখার জন্য নিরাপদ। কিন্তু এটি আমি এখনো ব্যবহার করিনি

jr. member
Activity: 422
Merit: 1
January 29, 2021, 02:22:18 PM
বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইনে যে  translation camping আছে এ সম্পর্কে আমার কিছু ধারনা দরকার। এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে  কি কি যোগ্যতা লাগে। এ  কাজ করতে Google Translation এর ব্যবহার করা যাবে কিনা। কিভাবে কাজ সম্পন্ন করতে হয়।  জানা থাকলে একটু বলবেন।
jr. member
Activity: 422
Merit: 1
January 29, 2021, 02:13:56 PM
i am from bangladeshi,please help me,my activity 168 but not more 1 merit,how to merit received ,everybody please help me!
এই সম্পর্কে এই গ্রুপে অনেক ভালমানের পোস্ট আছে। এগুলো ভালো করে পড়লে আপনি সব বিস্তারিতভাবে জেনে যাবেন। কেন আপনার এখন পর্যন্ত একটা  মেরিট ও পাওয়া হলো না। তার কারণ কি সব জানতে পারবেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 29, 2021, 11:31:25 AM
ami tangail,kew thakle amak shasajo koren, ami new ami valo niom kanun jani na?
আপনি নিউ কিভাবে হন? আপনার এক্টিভিটি ১৮২, মানে তো অনেক। আপনার তো ফোরামের সবকিছুই জানা উচিত। আর মেরিট নিয়ে এইখানে অনেকগুলো পোস্ট করা হয়েছে। আগের পোস্টগুলি একটু পড়ার চেষ্টা করুন। তাহলেই হবে। একটু নিজে থেকে চেষ্টা করলেই সব পেয়ে যাবেন।
jr. member
Activity: 378
Merit: 2
January 29, 2021, 05:50:53 AM
i am from bangladeshi,please help me,my activity 168 but not more 1 merit,how to merit received ,everybody please help me!
jr. member
Activity: 378
Merit: 2
January 29, 2021, 05:40:51 AM
ami tangail,kew thakle amak shasajo koren, ami new ami valo niom kanun jani na?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 26, 2021, 10:48:31 AM
IEO সমন্ধে একটু বললে ভালো হতো
IEO- Initial Exchange Offering
ICO/IPO সম্পর্কে যদি আপনার ধারনা থেকে থাকে,  তাহলে খুব সহজেই বুঝবেন। এইটাও আই.সি.ও এর মতই। পার্থক্য শুধু এই যে, এইখানে টোকেন সেল হয় কোন এক্সচেঞ্জের মাধ্যমে। এতে আপনার বিনিয়োগ হারানোর চান্স থাকেনা। মানে ডিরেক্ট স্ক্যাম করার সুযোগ নাই কিন্তু আই.সি.ও তে স্ক্যামের সুযোগ রয়েছে।
যখন নতুন কোন প্রজেক্ট কেউ ডেভেলপ করতে চায় কিন্তু পর্যাপ্ত টাকার জন্যে করতে পারেনা, তখন পাবলিক থেকে টাকা উত্তোলনের জন্য এইরকম আই.সি.ও কিংবা আই.ই.ও করা হয়ে, বিনিময়ে বিনিয়োগকারী টোকেন বা কয়েন পায়।
এইগুলোতে বিনিয়োগে সাবধান থাকবেন। অনেক রিস্ক আছে।
jr. member
Activity: 410
Merit: 1
January 26, 2021, 06:25:49 AM
trc20 Wallet address ক্রিয়েট করার মেইন লিংক টা যদি কেউ দিতেন। IEO সমন্ধে একটু বললে ভালো হতো
Trc20 address আপনি Trust wallet কিংবা tron wallet এ পেয়ে যাবেন। এই ওয়ালেটের trx address হলো trc20 address       
Jump to: