Author

Topic: বাংলা (Bengali) - page 373. (Read 5717859 times)

copper member
Activity: 140
Merit: 1
love to live honestly & try to be self-dependent
June 05, 2021, 12:18:32 PM
I am also from Bangladesh, anyone reply please.

রিপ্লাই দিলাম রহমান ভাই কিন্তু বাংলা বোর্ডে আমাদের সবাইকে বাংলা নিয়ে আলোচনা করলেই মনে হয় ভালো হয় কিছু মনে করবেন না ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 05, 2021, 09:39:38 AM

                            --------------------বাংলাদেশ থেকে কি এইরকম কোন উদ্বেগ গ্রহণ করা হতে পারে ?---------------------

                                                              সিনিয়র মেম্বারদের দৃষ্টি আকৰ্ষণ করছি !!!!
যারা উদ্যোগ নেয়ার তারা কিছুই করছে না। বাংলাদেশে এখনো ক্রিপ্টো নিয়ে কেউ তেমন রিসার্চ ও করে নি। তবে আগামী কয়েক বছরের মধ্যে আশা করি বেশিরভাগ মানুষ এইটা সম্পর্কে জানবে এবং একসময় সরকার বাধ্য হবে লিগ্যাল করতে।
আমাদের এইখানে কম্যুনিটি বড় হলে আমরা কিছু উদ্যোগ নিতে পারতাম। তবে এত ছোট কম্যুনিটি দিয়ে সেটা সম্ভব নয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 04, 2021, 01:32:34 PM
@Jilapikhamu
আপনি অন্যকে উপদেশ দিচ্ছেন ফোরামের নিয়মকানুন পড়ার জন্য কিন্তু নিজেই আপনি নিয়ম পড়েন নাই। ফোরামের নিয়মের মধ্যে এইটাও আছে যে একটা টপিকে একটানা দুইটা পোস্ট যেন না করে। যদি কিছু পোস্ট করতেই হয় তাহলে যেন আগের পোস্ট ইডিট করে। আপনিও চাইলে সেটা পারতেন কিন্ত করেন নি। আশা করি নিয়মগুলো ভালোভাবে পড়ে নেবেন। ধন্যবাদ।
jr. member
Activity: 472
Merit: 2
June 04, 2021, 11:43:30 AM
কেউ কি বলবেন অহেতুক কেন আই ডি সাস্পেন্ড হয়ে যায় ?আমি বাউন্টি ক্যাম্পেইন এ জয়েন করি।কাউকে ই কোন সময় প্রাইভেট ম্যাসেস করি নি কিন্তু ফোরাম আই ডি ব্যান্ড করে দেয় আর হোম পেজে লিখা থাকে প্রাইভেট ম্যাসেস বা স্পাম করার কারণে কোন একজন মডারেটর আমার একাউন্ট ব্যান্ড করে দিয়েছে।কি ভাবে আমি আমার একাউন্ট সিকিউর রাখবো ?

উত্তর ঃ বাউন্টিতে কাজ করলে আইডি ব্যান করে নাহ।

আপনি হয়তো চিটিং করেছেন যেমন বাউন্টির রুলস ফলো করেন নি সেখানে বলা থাকে এক জন মেম্বার মাত্র একটি একাউন্ট দিয়ে বাউন্টি করতে পারবে আপনি হয়তো দুইটা একাউন্ট দিয়ে করেছেন এটা প্রধান কারণ আইডি ব্যান করার।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 03, 2021, 07:49:49 AM
বাড়িতে বসে খুব সহযেই ক্রিপ্টোকারেন্সি যেমন (বিটকয়েন,ইথেরিয়াম) ইত্যাদি দেক্সটপ বা ল্যাপটপ এর সাহায্যে মাইনিং করা যায়। এর জন্য কোন বিশেষ কম্পিউটার এর প্রয়োজন পরে না।
ভাই, আপনি যেভাবে বলছেন মনে হয় আমরা ২০০৯/১০ সালে আছি যেখানে সিপিইউ দিয়ে মাইনিং করা যেত। মোটেও না, বর্তমানে জিপিইউ দিয়েও বিটকয়েন মাইনিং করা যায় না। তবে হ্যা, আপনি জিপিইউ যে পরিমাণ হ্যাশ পাওয়ার জেনারেট করছে, সেটা বিক্রি করে আপনি বিটকয়েন পেতে পারেন। অন্যদিকে, আপনি জিপিইউ দিয়ে ইথেরিয়াম মাইনিং করতে পারবেন, এইটা ঠিক। সিপিইউ দিয়ে কতগুলো শীটকয়েন মাইনিং করা যায়। ভালো কয়েনের মধ্যে মনেরো সিপিইউ দিয়ে মাইনিং করা যেতে পারে।
jr. member
Activity: 378
Merit: 2
June 02, 2021, 12:41:45 AM
টাংগাইলের কেউ থাকলে সারা দেনHuh   
jr. member
Activity: 434
Merit: 1
June 01, 2021, 10:50:41 PM
#ক্রিপ্টোকারেন্সি মাইনিং ?? ইথেরিয়াম মাইনিং?? বিটকয়েন মাইনিং কি??

বাড়িতে বসে খুব সহযেই ক্রিপ্টোকারেন্সি যেমন (বিটকয়েন,ইথেরিয়াম) ইত্যাদি দেক্সটপ বা ল্যাপটপ এর সাহায্যে মাইনিং করা যায়। এর জন্য কোন বিশেষ কম্পিউটার এর প্রয়োজন পরে না। ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে আপনি বারিতে বসেই খুব সহজে প্রতিদিন ৫-১২ ডলার আয় করতে পারবেন। প্রতিদিন কতো ডলার
আয় করবেন এটা নির্ভর করে আপনার গ্রাফিক কার্ড এর
মেগা হ্যাশ এর ওপর। এক্ষেত্রে  যত বেশি গ্রাফিক্স  কার্ড হবে ততই বেশি ডলার। তবে একটি গ্রাফিক্স কার্ড এর প্রতিদিন ৫-১২ ডলার আয় করতে পারবেন। যেভাবে ক্রিপ্টোকারেন্সিতে মাইনিং করবেন তা নিচে দেয় হলো:

১.KRYPTEXএই ওয়েবসাইট এ গিয়ে ক্রিপ্টস মাইনিং সফটওয়ার টি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
২. এই ওয়েবসাইট এ  সাইনআপ বা নিবন্ধন করে একটি Account তৈরি করুন।
৩. এবার আপনার Account টি সফটওয়ার এ সাইনইন করুন। ( এই Account এ আপনার সব টাকা জমা হবে যা আপনি পরে ক্রিপ্টোকারেন্সি বা ডলার সরাসরি পেমেন্ট নিতে পারবেন)
৪. সাইনইন করার পারে একটা Benchmark এর অপশন্স আসবে এইখানে ক্লিক করে বেঞ্চহমারক কুন।( অপশন টি এইখান না থাকলে সেটিইং এ পাবেন)
৫. সেটিইং এ গিয়ে pro mode আনেবল করুন।
৬. পরে এইখানে working নামে অপশন আসবে,অইটা ক্লিক করার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি মাইনিং স্টার্ট করতে পারবেন।

[আপনার সাইনইন ক্রিতো account এ  ডলার জমা হবে, জা আপনি বিটকয়েন,ইথেরিয়াম আকারে আপনার ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এ নিতে পারবেন]

আশা করি আপনারা সবাই বুজতে পেরেছেন বিটকয়েন মাইনিং কি।এটা থেকে আপনি দিনে ৫/১২ পযন্ত পাবেন।আপনার গ্রাফিক্স কার্ড যত বেশি পাওয়ারফুল হবে আপনার ইনকাম তত বেশি হবে। তাই বলছি যারা এইটা করতে চান তা হলে করতে পারেন।  কোনো ভুল হলে বলবেন সংশোধন করার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে😊



member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
June 01, 2021, 12:19:23 PM
•আজ আপনাদের মাজে বাইন্টি যারা করেন তারা হয়তো অনেকেই জানেন না বাউন্টি স্পিডসিড এ নামের মাজে ওনেক প্রকার কালার দেওয়া থাকে।আমি জানাবো কোন কালার কি জন্য ব্যবহার করা হয়।
•ছবি সহ তা পোষ্ট করা হলো-




legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 31, 2021, 08:02:43 AM
ভাই আমি গত কয়েকদিন যাবত পোষ্ট করেছি কিন্তু আমার পোষ্ট কেনো ডিলেট দেওয়া হচ্ছে?আমি মেটা, বিটকয়েন,বেনজির এন্ড হেল্প,বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেছিলাম/রিপলে দিয়েছিলাম তাহলে আমার পোষ্ট কেনো ডিলেট করা হলো?প্লিজ এই বিষয়ে সিনিয়ার ভাইদের কাছে উত্তর চাই।আর ডিলেট যাতে না হয় তার জন্য সঠিক পরামর্শ চাই।
আপনি সম্ভবত লো কোয়ালিটি পোস্ট করছেন যেগুলো ফোরাম এডমিন/মডারেটর স্পাম হিসেবে কাউন্ট করছে। সবসময় চেষ্টা করবেন অন টপিক রিপ্লে দেয়ার জন্য এবং অবশ্যই একটা টপিকের সব পোস্ট পড়বেন। যদি আপনার মনে হয় আপনি নতুন কিছু যোগ করতে পারবেন, কেবল তখনই ওই টপিকে রিপ্লে করবেন।
newbie
Activity: 29
Merit: 11
May 31, 2021, 01:55:16 AM
ভাই আমি গত কয়েকদিন যাবত পোষ্ট করেছি কিন্তু আমার পোষ্ট কেনো ডিলেট দেওয়া হচ্ছে?আমি মেটা, বিটকয়েন,বেনজির এন্ড হেল্প,বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেছিলাম/রিপলে দিয়েছিলাম তাহলে আমার পোষ্ট কেনো ডিলেট করা হলো?প্লিজ এই বিষয়ে সিনিয়ার ভাইদের কাছে উত্তর চাই।আর ডিলেট যাতে না হয় তার জন্য সঠিক পরামর্শ চাই।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 30, 2021, 08:09:48 PM

আমার এসমেরিট একটাও নাই  Angry

ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। আমি বাউন্টিতে কাজ করি। বাউন্টিতে কাজ করলে কি একাউন্ট ব্যান করে? আর কি কাজ করলে একাউন্ট ব্যান হবে না। উত্তর দিলে খুব উপক্রিত হব।।।
বাউন্টিতে কাজ করলে একাউন্ট ব্যান হবে না। ফোরামের নিয়মগুলো পড়েছেন কি? এই থ্রেডের শুরুতেই বাংলাতে ফোরামের নিয়মগুলোর লিংক করে দেয়া আছে। সেগুলো পড়লে আশা করি কি কি করা যাবে আর যাবে না সেটা খুব সহজেই বুঝতে পারবেন।
newbie
Activity: 280
Merit: 0
May 30, 2021, 10:30:06 AM
লোকাল থ্রেডটিতে দেখছি ইদানিং এক্টিভিটি নেই বললেই চলে। এইরকম হলে আমাদের লোকাল বোর্ড পাওয়া এই জীবনেও হবে না। বেশিরভাগ নতুন মেম্বাররাই দু একটা পোস্ট করে যেগুলো একদম অর্থহীন। যারা সহায়তা খুজছেন তাদের উচিত এই থ্রেডের শুরুতে যেসব পোস্ট আছে সেগুলো ভালো করে পড়ে নেয়া।

ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। আমি বাউন্টিতে কাজ করি। বাউন্টিতে কাজ করলে কি একাউন্ট ব্যান করে? আর কি কাজ করলে একাউন্ট ব্যান হবে না। উত্তর দিলে খুব উপক্রিত হব।।।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 29, 2021, 11:37:43 AM
বিটকয়েনের মূল্য আবারও হ্রাস হতে চলেছে, অনেকে তাদের বিটকয়েনও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে মার্কেট থেকে চলে গিয়েছে। আ্বার আনেকে বিটকয়েনকে স্টাবলকয়েনে রপান্তর করে রেখেছে যেন কম মূল্য আবার ক্রয় করতে পারে। আবার অনেকে বিটকয়েন বিক্রি করেনি, বরং নতুন করে বিটকয়েন ক্রয় করতেছে। এখানে তিন রকমের ক্রিপ্টো ব্যবহারকারীদের সম্পর্কে বললাম এবং কখনোই এক নম্বর ব্যবহারকারীদের মতো হবে না। কারণ জিজ্ঞেস করলে বলবো যে, শুধুমাত্র বিটকয়েনের সর্বোচ্চ সময়ে ট্রেডিং চার্ট কিংবা শুরু থেকে এখন পর্যন্তু মূল্যের ট্রেডিং চার্ট দেখে। তাহলে আমাকে উত্তরটি বলতে লাগবে নাহ। আর সকলের জন্য একটি ছবি দিলাম, যেটি আমি ইন্টারনেট থেকে পেয়েছি এবং ছবিটি থেকে বিটকয়েনের গুরুত্ব বুঝার চেষ্টা করিয়েন। সকলের জন্য শুভকামনা রইলো।


বি:দ্র: ছবিটি আমার নয় এবং আমি ইন্টারনেট থেকে পেয়েছি । আর সঠিক মালিকের তথ্য আমার জানা নেই।  Cheesy

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
May 29, 2021, 11:08:35 AM
ট্রাস্ট ওয়ালেট

ট্রাস্ট ওয়ালেট সবার পরিচিত একটি ওয়ালেট।কিন্তু এখানে ওনেকেই জানে না কিভাবে এখান থেকে টোকেন সুইপ করা যায়।আমি নিজে কিছু ছবির সাথে এটি বর্ননা করলাম।

১। আপনি প্রথমে ট্রাস্ট ওয়ালেট এর DApps অপশন ক্লিক করবেন।এখানে একটি পেজ আসবে ২



২।এখানে আপনি কোন এক্সচেন্জ ব্যাহার করবেন বা টোকেনটি কোন এক্সচেন্জ এ আছে সেটি বা সেই এক্সচেন্জ লিংক দিন।ex:যদি এটি pancakeswap হয় তাহলে  এক্সচেন্জ লিংক https://exchange.pancakeswap.finance এই রকম যে এক্সচেন্জ ব্যাবহার করবেন তা লিখবেন এখন ৩ এর মত একটি পেজ আসবে



৩।আপনি এখন প্রথম অ্যারো চিন্হ ব্যাবহার করে এটি smart chain এ ছিলেট করুন।কারন প্রায় সব টোকেন এখানে বি এন বি এর হয়।তার পর দ্বিতৃয় অ্যারো চিন্হ ব্যাবহার করে কানেক্ট ওপশন চাপুন।এখন পেজ ৪ এর মত আসবে।


৪।এখন আপনি যেই ওয়ালেট ব্যাবহার করতে চান সেটি সিলেক্ট করবেন।সিলেক্ট হবার পর আপনার টোকেনটি সুইপ করার জন্য তৈরি হয়ে গেছে।



৫।এখন আপনি বাম সাইড এর অপশন ক্লিক করে এখান থেকে exchange সিলেক্ট করুন।



৬।এক্স চেন্জ এর জন্য সম্পূর্ন তৈরি আপনার টোকেনটি।আপনি এখন কোন টোকেন টি সুইপ করতে চান তা সিলেক্ট করুন

৭। আপনি টোকেনটি কোন টোকেন এ সুইপ করতে চান তা সিলেক্ট দিন।

৮।আপনি নিজের সুইপ অপশন থেকে টোকেনটি সুইপ করুন। কিছু সময় অপেক্ষা করুন এবং ট্রাস্ট ওয়ালেট এ ফিরে যান দেখুন আপনার টোকেনটি সুইপ হয়েছে।

ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 27, 2021, 01:25:07 PM
লোকাল থ্রেডটিতে দেখছি ইদানিং এক্টিভিটি নেই বললেই চলে। এইরকম হলে আমাদের লোকাল বোর্ড পাওয়া এই জীবনেও হবে না। বেশিরভাগ নতুন মেম্বাররাই দু একটা পোস্ট করে যেগুলো একদম অর্থহীন। যারা সহায়তা খুজছেন তাদের উচিত এই থ্রেডের শুরুতে যেসব পোস্ট আছে সেগুলো ভালো করে পড়ে নেয়া।
newbie
Activity: 11
Merit: 1
May 26, 2021, 11:12:43 PM
আমি এই ফর্মে নতুন। কিভাবে এই ফর্মে থেকে ইনকাম করা যায়। সেই বিষয়ে আমাকে একটু জানাবেন।
jr. member
Activity: 68
Merit: 3
May 25, 2021, 12:04:27 PM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
আপনি জয়েন করাতে আপনাকে স্বাগতম আর আপনি তো কোন প্রশ্নই করেন না। যে যত প্রশ্ন করবেন ততই শিখতে পারবেন।
jr. member
Activity: 68
Merit: 3
May 25, 2021, 12:56:05 AM
Quote from: Little Mouse

থেকে বাঁচার উপায় কি
[/quote
ট্রাস্ট সিস্টেম সম্পর্কে আরো জানতে- https://bitcointalksearch.org/topic/m.53828556

আর একটা কথা, আপনি এত বড় পোস্ট কেন কোট করেছেন?

আসলে লিটল মাউস ভাইয়ের পোস্টগুলো অনেক তথ্যবহুল হয়ে থাকে এবং সকলের হেল্প হয়ে থাকে আর লিটল মাউস ভাই সহ সকল ভাইকেই অসংখ্য ধন্যবাদ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 24, 2021, 08:06:26 PM

সুন্দরভাবে গুছিয়ে এত সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমার কথা হলো ভাই এর নেগেটিভ ট্রাস্ট কেন দেয় অনেকে প্রোফাইলে পোস্ট করার পরে দেখি তাদেরকে নেগেটিভ ট্রাস্ট দেয় এটা থেকে বাঁচার উপায় কি
আপনি যদি কোন অনৈতিক কাজ করে থাকেন তাহলে ফোরামে আপনাকে অনৈতিক লোক হিসেবে পরিচয় করিয়ে দেয়ার জন্যই নেগেটিভ ট্রাস্ট। অনুরুপভাবে, যদি আপনি খুব ভালো কাজ করেন, তাহলে আপনাকে পজিটিভ ট্রাস্ট দেয়া হতে পারে।
ট্রাস্ট সিস্টেম সম্পর্কে আরো জানতে- https://bitcointalksearch.org/topic/m.53828556

আর একটা কথা, আপনি এত বড় পোস্ট কেন কোট করেছেন?
jr. member
Activity: 410
Merit: 1
May 24, 2021, 09:14:57 AM
আমি নতুন জয়েন করলাম।সবার সহযোগিতা কাম্য।
কোনো সমস্যার সম্মুখীন হলে এখানে জিজ্ঞেস করবেন বড় ভাইয়েরা সমধান করার চেষ্টা করবে।     
Jump to: