Author

Topic: বাংলা (Bengali) - page 387. (Read 5720218 times)

newbie
Activity: 994
Merit: 0
January 08, 2021, 03:24:57 PM
আমি বিটকয়েনটল্কে নতুন। আমি চাই আমার এই বিটকয়েনটল্কের আইডিকে লিজেন্ডারি পর্যন্ত নিয়ে জাবো।
কিভাবে বিটকয়েনটল্ক ব্যবহার করলে আমার এই আইডির কোন সমস্যা হবে না?
কিভাবে আমি সহজ উপায়ে মেরিট পেতে পারি?
কি রকম পোস্ট করলে আমার এই বিটকয়েনটল্কের আইডির কোনা সমস্যা হবে না?
দয়াকরে বলবেন প্লিজ।
newbie
Activity: 350
Merit: 0
January 08, 2021, 10:58:04 AM
আমি বিটকয়েন ফর্মে নতুন আমি কেমন করে Merit পাবো কোন সিনিয়র ভাই যদি বলতেন তাহলে অবশ্যই আমরা অনেক উপকৃত হত। আমি দেখেছি অনেক বাউন্টি তে কাজ করতে গেলে দেখা যায় Merit না থাকলে সেখানে নিউবয় নেওয়া হয় না । তাই আমি সিনিয়র ভাইদের কাছে থেকে কিছুটা জ্ঞান বা ধারণা পেতাম যদি এ বিষয়ে জানাতেন।
jr. member
Activity: 33
Merit: 2
January 08, 2021, 10:42:54 AM
কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।

আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম তবে ফেরত পাবেন আমি পেয়েছিলাম। কিন্তু সময় লাগে আমার প্রায় ১ মাসেরও  বেশি সময় পরে পেয়েছিলাম। ২০১৯ এর কথা যখন এমন হয়েছিল।   

ধন্যবাদ     

পেলে তো হলো। এমন সময় এরকম গায়েব হয়ে গেলো কেন বুজলাম। এখন আবার ফেরত পেলেই হলো।
jr. member
Activity: 410
Merit: 1
January 07, 2021, 10:15:17 AM
কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।

আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম তবে ফেরত পাবেন আমি পেয়েছিলাম। কিন্তু সময় লাগে আমার প্রায় ১ মাসেরও  বেশি সময় পরে পেয়েছিলাম। ২০১৯ এর কথা যখন এমন হয়েছিল।   

ধন্যবাদ     
jr. member
Activity: 33
Merit: 2
January 07, 2021, 08:11:44 AM
কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।
newbie
Activity: 504
Merit: 0
January 07, 2021, 01:44:53 AM
https://i.imgur.com/JAIcg5b.png

এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?
  এই ধরনের ঘটনা ইতিমধ্যে আমার সাথে ঘটে গিয়েছে কিছুদিন আগে  , আমার সাথে এমন ঘটনা কেনো ঘটলো আমি
বুঝে উঠতে পারিনা , সুতরাং ভবিষ‍্যতে এই ধরনে সমস্য গুলি এড়িয়ে চলার জন্য আমি আমার পোষ্ট গুলো সাবধানে করি ..
jr. member
Activity: 410
Merit: 1
January 05, 2021, 01:27:16 PM
newbie
Activity: 314
Merit: 0
January 05, 2021, 12:42:14 PM
আমি Suzan26@ নামের একজন উইজার।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই BitCoinDream নামের ইউজার কে। কারন তিনি অনেক কষ্ট করে আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন গুলো তুলে দরেছেন। যা আমাদের মনের ভিতর জানার আগ্রহ থাকলেও আমরা কোথায় জানবো বলতে পারি না।
ধন্যবাদ ভাই আপনাকে।
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
January 05, 2021, 10:28:58 AM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?

আমার ও একই ঘটনা ঘটেছে। প্রায় অর্ধেক ডিলিট হয়েছে ওই বাউন্টির রিপ্লাই এ।      

আপনার এই পোস্টটা স্পাম পোস্ট  হিসেবে ধরা হয়েছে এই কারণে মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।  স্পাম পোস্ট ধরার কারণ হল আপনি প্রুফ পোস্ট এ রেফার লিংক দিয়েছেন। বিটকয়েনটক ফোরামে কোন রেফার লিংক দিলে তা অফ টপিক বা স্পাম পোস্ট হিসেবে ধরা হয়।  
ফোরামের রুলস গুলো ভালো করে পড়েন তাহলে আসা করি সব বুঝতে পারবেন।

ফোরামের রুলস লিংক ঃ https://bitcointalksearch.org/topic/m.7955645



4. No referral code (ref link) spam. [1]

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 05, 2021, 07:45:15 AM
কোন বাউন্টিতে করছেন এই পোস্ট? ওই বাউন্টি হয়ত শেষ হয়ে গিয়েছে কিংবা ওই বাউন্টিতে এইরকম পোস্ট করতে বলা হয়নি যার কারনে কেউ রিপোর্ট করেছে এবং আপনার পোস্ট ডিলিট হয়েছে। সবসময় বাউন্টির আপডেট দেখে নেবেন। তাহলে আর এই ঝামেলা হবে না।
jr. member
Activity: 410
Merit: 1
January 04, 2021, 02:30:01 PM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?

আমার ও একই ঘটনা ঘটেছে। প্রায় অর্ধেক ডিলিট হয়েছে ওই বাউন্টির রিপ্লাই এ।       
full member
Activity: 1582
Merit: 101
January 04, 2021, 10:39:54 AM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?

কারণ হচ্ছে আপনি অফ টপিকে পোষ্ট করেছেন তাই মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।এই ধরনের ভুল কাজ সামনে করবেন না তাইলে আপনার আইডির সমস্যা হতে পারে। ফোরামে পোষ্টিং রুলসগুলো ভালো করে পড়ে পোস্ট যেভাবে করার সেভাবে করবেন তাহলে আপনার পোষ্ট আমাকরি আর ডিলিট হবেনা।

ধন্যবাদ।
copper member
Activity: 550
Merit: 10
January 04, 2021, 09:16:49 AM


এই মেসেজটা আসার কারন কি?হঠাৎ করে এই ম্যাসেজটা আসলো এবং আমি যে পোস্টটা করেছিলাম থ্রেডে ওইটা তারা ডিলিট করে দিয়েছে। এর আগেও একবার এরকম হয়েছিল।  এটা কেন হচ্ছে কারো কি জানা আছে ?
sr. member
Activity: 1428
Merit: 250
January 04, 2021, 05:32:24 AM
যদি কেউ বিটকয়েন ক্রয় অথবা বিক্রয় করতে চান তবে আমাদের দেশীয় সাইট রয়েছে। এই সাইট থেকে Coinbase, LTC, XRP, XLM, Ethereum, Dogecoin, এইসকল ওয়ালেট এর মাধ্যমে ক্র‍্যাইপ্টোকারেন্সি বিক্রয় করে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এখানে ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনার তথ্য প্রদান করতে হবে এবং আপনার তথ্য ভেরিফাই করার মাধ্যমে আপনার একাউন্ট টি চালু হবে।
বলে রাখা ভালো সর্বনিম্ন $10 এর ক্র‍্যাইপ্টোকারেন্সি আপনি বিক্রয় করতে পারবেন।


https://ipdbse.com/access/subscriber/login
কতটা বিস্বস্ত এই সাইট, আপনি কোনো লেনদেনের প্রমাণসহ লিখুন, এগুলো বেশিরভাগ বিস্বস্ততার সহিত লেনদেনে অসমর্থতার প্রমাণ দেয়।
newbie
Activity: 14
Merit: 0
January 04, 2021, 02:37:20 AM
যদি কেউ বিটকয়েন ক্রয় অথবা বিক্রয় করতে চান তবে আমাদের দেশীয় সাইট রয়েছে। এই সাইট থেকে Coinbase, LTC, XRP, XLM, Ethereum, Dogecoin, এইসকল ওয়ালেট এর মাধ্যমে ক্র‍্যাইপ্টোকারেন্সি বিক্রয় করে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
এখানে ভোটার আইডি কার্ড এর মাধ্যমে আপনার তথ্য প্রদান করতে হবে এবং আপনার তথ্য ভেরিফাই করার মাধ্যমে আপনার একাউন্ট টি চালু হবে।
বলে রাখা ভালো সর্বনিম্ন $10 এর ক্র‍্যাইপ্টোকারেন্সি আপনি বিক্রয় করতে পারবেন।


https://ipdbse.com/access/subscriber/login
newbie
Activity: 14
Merit: 0
January 04, 2021, 01:59:17 AM
নিউবি দের জন্য কোনো কাজ আছে? কেউ যদি বলতেন তাহলে উপকৃত হতাম ধন্যবাদ।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
January 03, 2021, 11:44:45 PM
বাউন্টি হান্টারদের জন্য কতিপয় বাউন্টি টোকেনের ডিস্ট্রিবিউশন, লিস্টিং এবং ট্রেডিং সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য।

কিছু বাউন্টি টোকেনের ডিস্ট্রিবিউশন সিডিউল:


Bounty
jr. member
Activity: 101
Merit: 2
January 03, 2021, 08:19:27 PM
newbie
Activity: 14
Merit: 0
January 03, 2021, 01:29:15 PM
লক্ষীপুর থেকে কেউ আছেন?
আমার গ্রামের বাড়ি লক্ষীপুর ভাই।
newbie
Activity: 14
Merit: 0
January 03, 2021, 01:22:37 PM
আপনাকে অনেক ধন্যবাদ Bitcointalk সম্পর্কে আমাদের মত নতুন দের জন্য এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। অনেক ব্যাপারেই আপনার এই পোষ্ট থেকে জানতে পেরেছি যা সম্পর্কে আগে অবগত ছিলাম না।
Jump to:
© 2020, Bitcointalksearch.org