Author

Topic: বাংলা (Bengali) - page 468. (Read 5296667 times)

copper member
Activity: 242
Merit: 12
August 07, 2019, 11:52:36 PM
সবাই কেমন আছো......

এরকম পোস্ট করবেন না, এগুলো নিম্নমানের পোস্ট। প্রথম পোস্টে একজন লিজেন্ডারি মেম্বার এসব পোস্ট করতে মানা করেছেন। আশা করি পরবর্তিতে এটা খেয়াল রাখবেন, ধন্যবাদ।   
copper member
Activity: 242
Merit: 12
August 07, 2019, 11:46:35 PM
অনেক দিন দরে খেয়াল করছি, এই বাংলাদেশ থ্রেটে কেউ পোস্ট করছে না। এটি আমাদের দেশের থ্রেট, আমাদের এখানে বেশি বেশি Active থাকতে হবে,  যাতে এই থ্রেটকে আমরা ভারতের মতো মেইন ফোরামে নিয়ে যেতে পাড়ি।       

সে জন্য আমাদের আরো এক্টিভ থাকতে হবে এবং প্রচুর বিটকয়েন চর্চা করতে হবে।একে অপরকে বিটকয়েন সম্বন্ধে ধারণা দিতে হবে। 
jr. member
Activity: 756
Merit: 1
August 04, 2019, 10:23:22 AM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍

আমি এখন যা বলবো তা যুদি মনযোগ সহ কারে পড়ের তাহলে হয়তো আপনার কাজে আসতে পারে। .......

এখানে স্পাম করা যাবেনা।  কপি পোস্ট করা যাবেনা। বিটকয়েন সম্পর্কে আপডেট কোন নিউজ জানা থাকলে পোস্ট করতে পারেন। কপি পোস্ট  Or,  স্পাম করে যদি আপনি মডারেটরের কাছে দরাপড়েন অথবা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে  তাহলে আপনার আইডি ব্যান করে দিবে। আপনার পোষ্ট এর কোয়ালিটি যদি ভাল না হয় তাহলে  মডারেটর  আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে আপনাকে ভাল ভাল পোস্ট  করতে হবে যাতে আপনার পোস্ট  পড়ে অন্যজন উপকৃত হয়, "এবং থ্রেড সিনিয়ররা যেসব পোস্ট  করে ওই পোস্ট  গুলো  ভাল করে পড়েন। এতে আপনার উপকার হবে। কারণ সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে তাই সিনিয়ররা বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করবে  সেগুলো পড়ে  বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন  এবং অন্যজনকে সাহায্য করতে পারবেন।
 
ধন্যবাদ.......।     
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
July 31, 2019, 12:39:38 AM
বিটকয়েন ওয়ালেট এবং তার প্রকারভেদ

বিটকয়েন ওয়ালেটের কথা বললে আমাদের সামনে ভেসে আসে কয়েনবেজ কিংবা ব্লকচেইন ডট কম এর কথা। কিন্তু বাস্তবিক পক্ষে ওইগুলো বিটকয়েন এর মূল ওয়ালেট না। ওইগুলোকে ওয়েব ওয়ালেট বলা যায় যা খুবই রিস্কি। এই ব্যাপারে আমি একটি কমন উক্তি নীচে তুলে ধরলাম।

"আপনি ততক্ষণ পর্যন্ত আপনার বিটকয়েনের মালিক না, যতক্ষণ পর্যন্ত ওই ওয়ালেটের প্রাইভেট কি শুধুমাত্র আপনি নিজে  সংরক্ষণ করতেছেন না। "

এর মানে হলো, আপনি যদি আপনার ওয়ালেটের প্রাইভেট কি অন্য কারো সাথে শেয়ার করেন তাহলে আপনি টেকনিক্যালি ওই ওয়ালেটের মালিক না। সেই হিসেবে কয়েনবেজ কিংবা ব্লকচেইন কিংবা যে কোনো ওয়েব ওয়ালেট রিস্কি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিটকয়েন ওয়ালেট এবং কোন ওয়ালেট ব্যবহারে আপনি সুরক্ষিত থাকতে পারেন।

প্রথমত বিটকয়েন ওয়ালেট দুই ধরণের হয়।
১. কোল্ড ওয়ালেট
২. হট ওয়ালেট

১. কোল্ড ওয়ালেট
কোল্ড ওয়ালেট বলতে সেসব ওয়ালেটকে বোঝায় যেগুলো দিয়ে আপনি অফলাইনে ওই ওয়ালেট ক্রিয়েট এবং স্টোর করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, পেপার ওয়ালেট। আপনি নেট কানেকশান ছাড়া এই ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন এবং সেটাতে বিটকয়েন জমাতে পারবেন। এইটা মূলত শুধু ওয়ালেট এর প্রাইভেট কি হোল্ড করাকে বোঝায়। কোল্ড ওয়ালেট মূলত যারা লং টাইম বিটকয়েন হোল্ড করতে চান তারা ব্যবহার করতে পারেন। যেহেতু এটার ক্রিয়েট করা হয় অফলাইনে, এইটার সিকিউরিটি অনেক বেশি। তবে খেয়াল রাখতে হবে, বড় এমাউন্ট পাঠানোর আগে ছোট একটা এমাউন্ট পাঠিয়ে চেক করতে হবে যাতে বড় কোনো লসের সম্মুখীন না হন। অবশ্যই পেপার ওয়ালেট এর ক্ষেত্রে আপনার প্রাইভেট কি যত্ন সহকারে রাখুন। সেটা হতে পারে প্রিন্ট করে কিংবা ডাউনলোড করে। তবে অবশ্যই অফলাইনে রাখবেন।
 
কিছু কোল্ড ওয়ালেট-
পেপার ওয়ালেট
হার্ডওয়ার ওয়ালেট- ট্ৰেজর, কিপকি, লেজার ন্যানো এস ইত্যাদি।

২. হট ওয়ালেট
হট ওয়ালেট বলতে ওয়েব ওয়ালেট, ডেস্কটপ ওয়ালেট, মোবাইল ওয়ালেট এইগুলোকে বোঝায়। এক কথায় যে ওয়ালেট অনলাইন কানেক্টেড সেটাই হট ওয়ালেট। আমি আগেই ওয়েব ওয়ালেট সম্পর্কে কথা বলেছি। এখন আমরা ডেস্কটপ ওয়ালেট কিংবা মোবাইল ওয়ালেট নিয়ে।
ডেস্কটপ ওয়ালেট অনেকগুলো রয়েছে। তাদের মধ্যে আমি সেরা দুইটি ওয়ালেট নিয়ে কথা বলবো।

  • বিটকয়েন কোর
বিটকয়েন কোর হলো বিটকয়েন এর মূল ওয়ালেট। আপনি এই এপ্সটা আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ এ ইন্সটল দিয়ে ব্যবহার করতে পারেন। এইখানে কিছু কথা থেকে যায়। আমরা আগের আর্টিকেলে জেনেছি বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন ব্লকচেইনে রেকর্ড করা থাকে। বিটকয়েন এর প্রতিটা ডেস্কটপ ওয়ালেট (মূল ওয়ালেট- বিটকয়েন কোর, বিটকোর কিংবা আরো অনেকগুলো। তবে এই দুইটি জনপ্রিয় ) বিটকয়েনের সব ট্রানজেকশন ওয়ালেটে আপডেট দে। যেমন আপনি একটা ওয়ালেট ব্যবহার করতেছেন, আপনি অফলাইনে যখন ছিলেন তখন ৫টা রেকর্ড হয়েছে মানে ট্রানজেকশন হয়েছে। আপনি যখন ওয়ালেট ওপেন করবেন তখন আপনার ওয়ালেটে ওই ৫টা ট্রানজেকশন অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলা হয় সিনক্রোনাইজেশন। অর্থাৎ বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন রেকর্ড সব কোর ওয়ালেটে থাকবে। এখন আপনি যদি বিটকয়েন কোর, বিটকোর ব্যবহার করতে চান তাহলে আপনাকে ২০০৯ সাল থেকে সব ট্রানজেকশন আপডেট করতে হবে যার জন্য প্রায় ৫০০+ গিগাবাইট স্পেস লাগবে। সাথে ভালো নেট স্পিড থাকা লাগবে। যদিও আপনি চাইলে ৫০০ গিগাবাইট থেকে কম দিয়েও এই ওয়ালেট চালাতে পারবেন। যেমন ১০০ গিগাবাইট দিয়েও হয়। সেটা নিয়ে আমি অন্য একদিন লিখবো। আপাতত সেদিকে যেতে চাইতেছি না।

  • ইলেকট্রাম ওয়ালেট
এখন আপনি যদি চিন্তা করেন ২০০৯ সাল থেকে বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন রেকর্ড ডাউনলোড কিংবা আপডেট করবেন তাহলে সেটা সময় সাপেক্ষ হবে এবং আপনার অনেক খালি স্পেস লাগবে। তার জন্য সমাধান হলো কোনো ট্রাস্টেড থার্ড পার্টির আপডেট এর উপর নির্ভর করা। অর্থাৎ আপনার কাজটা অন্য কেউ করে দেবে। সেক্ষত্রে আমরা ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারি। এইটা অনেক ট্রাস্টেড এবং অনেকেই ব্যবহার করে থাকে। এইখানে আপনার কাজ শুধু এপ্সটা ইন্সটল করা। ব্যস। আর কিছু না। এতে আপনার বেশি স্পেস ও থাকা লাগবে না আবার নেট স্পিড ও ভালো থাকা লাগবে না।

মোবাইল ওয়ালেট
ইলেকট্রাম এর মোবাইল ওয়ালেট চাইলে ব্যবহার করতে পারেন কিংবা বিটপে/copay এর মোবাইল ওয়ালেট ব্যবহার করতে পারেন।

কিছু সতর্কবানী-
১. যে কোনো ওয়ালেট অবশ্যই অফিসিয়াল লিংক থেকে ডাউনলোড করবেন।
২. সবসময় আপনার প্রাইভেট কি সংরক্ষণ করবেন।
৩. ওয়ালেট ব্যাক আপ রাখবেন যদিও প্রাইভেট কি থাকলেই যথেষ্ট।
৪. আপনার প্রাইভেট কি কারো সাথে শেয়ার করবেন না।

Originally posted at- http://www.bitcoinbangladesh.info/showthread.php?tid=8
member
Activity: 187
Merit: 10
July 30, 2019, 09:43:47 AM
অনেক দিন দরে খেয়াল করছি, এই বাংলাদেশ থ্রেটে কেউ পোস্ট করছে না। এটি আমাদের দেশের থ্রেট, আমাদের এখানে বেশি বেশি Active থাকতে হবে,  যাতে এই থ্রেটকে আমরা ভারতের মতো মেইন ফোরামে নিয়ে যেতে পাড়ি।       
member
Activity: 187
Merit: 10
July 22, 2019, 05:04:07 AM
বাংলাদেশের সবাই বিটকয়েন লেনদেন দিয়ে অনেক ঝামেলায় আছেন।চারদিকে স্ক্যামার এ ভরপুর। চলুন আজকে আপনাদের খুব সহজ একটা পন্থা পরিচয় করিয়ে দেই যার মাধ্যমে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন।

১. এই সাইটে গিয়ে একাউন্ট খুলুন- www.bitcoinbangladesh.info
২. কারেন্সি লেনদেন সেকশনে গিয়ে বায় কিংবা সেল অর্ডার পোস্ট করুন।
৩. এডমিন (আমি) আপনাদেরকে কোন ফি ছাড়া লেনদেন করিয়ে দেবে। ভরসা রাখতে পারেন। আমার উদ্দেশ্য হল সবাই যেন নিরাপদ লেনদেন করতে পারে।

ধন্যবাদ সবাইকে
আপনার বক্তব্য শুনে ভালই লাগলো। আসা করি কারো সাথে প্রতারণা করবেন না। সৎ থাকলে বড় পর্যায়ে যেতে পারবেন। তবে, আসা করি আপনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রথম দিয়ে বিস্তারিত পোস্ট কোরবেন।

এই রকম বিষয় নিয়ে এত সাধারণ পোস্ট করলে আপনি দ্রুতই স্কামার হিসেবে গন্য হতে পারেন। যা আপনার জন্য নিশ্চয় খুব খারাব হবে।             
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
July 22, 2019, 12:25:48 AM
বাংলাদেশের সবাই বিটকয়েন লেনদেন দিয়ে অনেক ঝামেলায় আছেন।চারদিকে স্ক্যামার এ ভরপুর। চলুন আজকে আপনাদের খুব সহজ একটা পন্থা পরিচয় করিয়ে দেই যার মাধ্যমে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন।

১. এই সাইটে গিয়ে একাউন্ট খুলুন- www.bitcoinbangladesh.info
২. কারেন্সি লেনদেন সেকশনে গিয়ে বায় কিংবা সেল অর্ডার পোস্ট করুন।
৩. এডমিন (আমি) আপনাদেরকে কোন ফি ছাড়া লেনদেন করিয়ে দেবে। ভরসা রাখতে পারেন। আমার উদ্দেশ্য হল সবাই যেন নিরাপদ লেনদেন করতে পারে।

ধন্যবাদ সবাইকে
jr. member
Activity: 115
Merit: 1
July 18, 2019, 10:29:10 AM
সবার দিনকাল কেমন চলছে""?
ভলোই চলছে,,,,, আপনার কেমন চলছে
আপনাকে বুঝতে হবে এখানে হাই, হ্যালো,  দিনকাল কেমন চলছে এরকম পোস্ট করা যাবে না। এরকম পোস্ট করলে আপনি স্কামার হিসেবে গন্য হবেন এবং আপনার একাউন্টটি ব্যান হতে পারে। তাই আপনার উচিৎ ভালো কোনো বিষয় নিয়ে আলচনা করা।
-ধন্যবাদ।             
jr. member
Activity: 115
Merit: 1
July 18, 2019, 10:18:59 AM
K kemon earn krtesen?
আপনাকে বুঝতে হবে এই ফোরামটা শুধু ইনকাম করার জন্য না। এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন।
আমি মনে করি এই ধরনের পোস্ট আপনার এবং এই থ্রেটের ভাবমূর্তি নষ্ট করে। আমি আপনাকে অনুরোধ করব যাতে এরকম পোস্ট না করেন।  ধন্যবাদ।         
jr. member
Activity: 115
Merit: 1
July 18, 2019, 10:11:08 AM
##এয়ারড্রব
কয়েন মার্কেট কেপে আছে 12$
কেউ চাইলে জয়েন করতে পারেন,টেলিগ্রাম বুত এর মাধ্যমে।
লিন্কে যান:https://t.me/holo_chainbot?start=00e4d439

Just a friendly notice:  
আমি আশা করিনি এইরকম কিছু এখানে দেখব।
এই রকম পোস্ট করলে আপনি দ্রুতই স্কামার হিসাবে গন্য হবেন এবং এর জন্য আপনি ব্যান হতে পারেন। যা আপনার জন্য নিশ্চয়  খুবই খারাব হবে।
আমি এটা বলছি শুধু মাত্র আপনার সুরক্ষার জন্য। আশা করি আপনি আর এরকম পোস্ট করবেন না। ।  
newbie
Activity: 27
Merit: 0
July 16, 2019, 03:38:20 AM
activity কয়টা হলে jr. member হওয়া যায়?
  শুধু মাত্র activity দিয়ে আপনি jr. Member হতে পারবেন না। এর জন্য আপনার মেরিট লাগবে। মেরিট পেতে হলে আপনাকে ভালো মানের topic নিয়ে আলচনা করতে হবে।
তাহলে Expert রা বিবেচনা করে দেখবে যে আপনি মেরিট পাইয়ার জগ্য কিনা।     

শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়। 
jr. member
Activity: 115
Merit: 1
July 14, 2019, 07:45:56 AM
activity কয়টা হলে jr. member হওয়া যায়?
  শুধু মাত্র activity দিয়ে আপনি jr. Member হতে পারবেন না। এর জন্য আপনার মেরিট লাগবে। মেরিট পেতে হলে আপনাকে ভালো মানের topic নিয়ে আলচনা করতে হবে।
তাহলে Expert রা বিবেচনা করে দেখবে যে আপনি মেরিট পাইয়ার জগ্য কিনা।     
jr. member
Activity: 115
Merit: 1
July 14, 2019, 07:40:59 AM
বর্তমান সময়ে দেখা জায়  যে বিটকয়েন বাবোহারকারিরা কোনো মেরিট পায় না।Newibe কোণো মেরিট পায় না।এর কোনো কারন বলতে পারেন কি বলতে পারেন কি আপ্নেরা।
ভাই মেরিট পাওয়ার  যোগ্যতা না থাকলে মেরিট দিবে না আপনাকে। মেরিট পাওয়ার মতো মানসম্মত পোস্ট দেন তাহলে মেরিট পাবেন   
মেটিট পাউয়ার জন্য জগ্যতা দরকার, যা সবার নেই।
এর জন্য আমাদের সকল cryptocurrency সম্পর্কে খবর রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ খবর পেলে ফোরামের সবার সাথে সিয়ার করতে হবে। শুধু মাত্র ইনকামের জন্য ফোরাম ব্যাবহার করলে মেরিট পাউয়া সম্বব নয়। ফোরামে অনেক কিছু রয়েছে যা থেকে আমরা অনেক কিছু জানতে পাড়ি।
অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পাড়ি।  ফোরাম থেকে সঠিক সেবা নিয়ে আমাদেরকে পারদর্শী হতে হবে। তারপর আমরা ভালো ভালো পোস্ট করলে তা পাঠকরা বিবেচনা করে অবশ্যই মেরিট দিবে। 
newbie
Activity: 1
Merit: 0
July 13, 2019, 02:35:51 AM
বাংলাদেশের মানুষের জন্য এই থ্রেড টা অনেক গুরুত্বপূর্ণ আমি  মনে করি কারন এই থ্রেড এর মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে ও জানতে পারব।তাই সবাইকে বলছি শুভ সকাল, শুভ রাত্রি,  কেমন আছেন, কি করেন এই গুলা না বইলা কিভাবে নতুন কিছু জানা ও শেখা যায় তা নিয়া আলোচনা করা উচিত। যেমন কোন নতুন কয়েন আসতেছে মার্কেটে   সেই সম্পর্কে তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়া আলোচনা করুন। নতুন কয়েন কিভাবে ফ্রিতে  আয় করা যায় তা শেয়ার করুন।  ধন্যবাদ সকলকে।
jr. member
Activity: 115
Merit: 1
July 12, 2019, 05:46:59 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি নতুনদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিন?

ফোরামের মান ঠিক রাখতে আমাদের সবাইকে যা জানতে চাই, তা সরাসরি জিজ্ঞেস করতে হবে।
এখানে আপনি জানতে পারবেন ভিভিন্ন cryptocurrency এর সম্পর্কে।
বুঝতে পারবেন  cryptocurrency এর জগৎ টা কত বিশাল।
অনেক পজেটিভ ধারণা পাবেন cryptocurrency সম্পর্কে।
আবার দেখতে পারবেন কিছু ভয়ানক ভুল। দেখতে পারবেন কিছু crypto কিভাবে প্রায় নির্শেষ হয়ে যাচ্ছে আবার দেখবেন কিছু crypto এর উজ্জ্বল ভবিষ্যৎ। দেখতে পারবেন software এর মারাত্মক ত্রুটি, আবার দেখবেন software কিভাবে কঠিন কাজকে সহজ করে তুলেছে সব মিলিয়ে এই ফোরামটা পরিপুর্ন।                       
jr. member
Activity: 115
Merit: 1
July 10, 2019, 12:14:57 AM
আপনার কথার সাথে একমত।ফোরাম এখনই উন্নত হয় যখন সবাই ফোরামের positive চিন্তা ধারণা করে। আর ফোরামের সকল সদস্য এুটি  গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে। উচ্চতর চিন্তাধারণা সবকিছু উন্নতির চাবিকাঠি।
হুম,
এই ফোরামের এক উন্নত স্থানে আমাদের এই বাংলাদেশ থ্রেট নেয়া সম্বব। এর জন্য আমাদের এক্টিভ থাকতে হবে।
কোন কিছু না বুঝলে Expert দের থেকে সাহায্য নিতে হবে।
তার অন্যদের সাহায্য করতে হবে।
শুধু মাত্র বাউন্টি বা আয়ারড্রব  থিকে ইনকাম করার জন্য এই ফোরাম না, এটা আমাদের বুঝতে হবে।
বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে দার করানোটাই আমাদের মূল উদ্দেশ্য। 
member
Activity: 86
Merit: 27
July 08, 2019, 04:08:56 PM
বর্তমান সময়ে দেখা জায়  যে বিটকয়েন বাবোহারকারিরা কোনো মেরিট পায় না।Newibe কোণো মেরিট পায় না।এর কোনো কারন বলতে পারেন কি বলতে পারেন কি আপ্নেরা।

আমরা যারা বিটকয়েন এ নতুন  মেরিট পাই নাই।
আমরা কখনোই ভাববো না যে মেরিট পাবো না।
মেরিট মানেই হচ্ছে যোগ্যতা। তাই মানসম্মত পোস্ট
করলে মেরিট পাওয়া সম্ভব। আর আপনারা যারা সিনিয়র
ভাইয়েরা আছেন আমাদের মতো নতুনদের গুরুত্বপূর্ণ পরামর্শ
দিবেন বলে আশা করি।      
  

এখানে মেরিট পাবে সেই যার মেরিট পাওয়ার যোগ্যতা।  

আপনারা ক্যান মেরিট লইয়া ব্যাস্ত হইতাসেন আমি বুঝি না। BitCoinDream ভাইয়া এইখানে অনেকরেই মেরিট দিসেন। তলায় চারখান উদাহরণ রইল...

১. https://bitcointalksearch.org/topic/m.39740404
২. https://bitcointalksearch.org/topic/m.48007281
৩. https://bitcointalksearch.org/topic/m.48361656
৪. https://bitcointalksearch.org/topic/m.50795041

আরো অনেকেই এই থ্রেডে মেরিট পাইসেন। ভালো কইরা দেইখা বোঝোনের চেষ্টা করেন ক্যান মেরিট পাইতাসেন এনারা। থ্রেডের গুণগত মান বাড়ানের লাইগা সচেষ্ট হন। তাইলেই মেরিট পাইবেন।
jr. member
Activity: 504
Merit: 1
July 07, 2019, 01:00:17 PM
আমরা যারা বিটকয়েন এ নতুন  মেরিট পাই নাই।
আমরা কখনোই ভাববো না যে মেরিট পাবো না।
মেরিট মানেই হচ্ছে যোগ্যতা। তাই মানসম্মত পোস্ট
করলে মেরিট পাওয়া সম্ভব। আর আপনারা যারা সিনিয়র
ভাইয়েরা আছেন আমাদের মতো নতুনদের গুরুত্বপূর্ণ পরামর্শ
দিবেন বলে আশা করি।     
   
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
July 07, 2019, 11:40:51 AM
এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। পরবর্তী post গুলি নিম্নমানের কারণে delete করা হলো...

hello everyone  how are you?

Kmn aso all frnd....

All senior brothers assalamoilaikum

New user
             Give some suggestions.

What abaout merit.

শুভ রাত্রি ..

help me

সবাই কেমন আছেনHuh

কেমন আছেন সবাই?? Wink Wink

Kemon achen ashobai

কেমন আছেন সবাই।

সকাল টা বেশ মেঘাচ্ছন্ন

সবাই কেমন আছ....?

কি অবস্থা...কেমন আছেন সবাই?? Wink

কেমন আছো সবাই?

shuvo ratri sokol bangladeshi forum vai der ke

are you from bangladesh

hi everyone camon asen sobai?


i am a newcomer

amake sobai help korben ami newcomer


Good mornning everyone Cheesy Cheesy Cheesy

সবাই কেমন আছ....?

good night everryone

শুভ রাএি সবাইকে

সবাই কেমন আছন?


hi everyone

কেমন আছ সবাই


সবাই কেমন আছেন?

hi friends

Grin Grin good night everyone
newbie
Activity: 179
Merit: 0
July 04, 2019, 07:27:09 PM
বর্তমান সময়ে দেখা জায়  যে বিটকয়েন বাবোহারকারিরা কোনো মেরিট পায় না।Newibe কোণো মেরিট পায় না।এর কোনো কারন বলতে পারেন কি বলতে পারেন কি আপ্নেরা।
ভাই মেরিট পাওয়ার  যোগ্যতা না থাকলে মেরিট দিবে না আপনাকে। মেরিট পাওয়ার মতো মানসম্মত পোস্ট দেন তাহলে মেরিট পাবেন   
Jump to: