Author

Topic: বাংলা (Bengali) - page 469. (Read 5729841 times)

full member
Activity: 1099
Merit: 116
December 06, 2019, 01:26:55 AM
গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অলটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়।
ভাই ২০১৯ সালেই ৮টা ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট হ্যাক হয়েছে। যার মধ্যে বেশির ভাগই ছিল পুরাতন ও CMC এর তালিকায় ভালো অবস্থানে ছিল। আর ১-২ টা ছিল নুতুন এক্সচেঞ্জ। কিছুদিন আগে  Upbit এক্সচেঞ্জ হ্যাক হয়, সেটাও ছিল পুরাতন ও নামকরা এক্সচেঞ্জ। আর এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হলো ইউজাররা তাদের কষ্টের অর্থ হারাচ্ছে। যদিও Binance এর মতো নামিদামি এক্সচেঞ্জ তো SAFU দ্বারা ইউজারদের ক্ষতি পূরণ করে দেয়। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ মিলিয়ন ডলারের ক্ষতি পূরণ করতে হিমশিম খায়। তাই ইউজারদের আস্থা কমে যায়। তাই তারা হ্যাক হওয়া এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ও অল্টকয়েন বের/উইথড্র করার পর বিক্রি করে দেয় এবং মূল্য কমে যায়।

একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে?
ক্রিপ্টো মার্কেটের কখনই পতন হয় না। শুধু মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়। আর এক্সচেঞ্জ হ্যাক হলে ইউজারদের ক্ষতি হয়, এক্সচেঞ্জের শুধুমাত্র মর্যাদা কিছুটা কমে। যেমন : Cryptopia এক্সচেঞ্জের ইউজাররা এখনো অনিশ্চয়তায় আছে যে তারা তাদের অর্থ বা ফান্ড ফিরে পাবে কিনা। এই কারণে অনেকে বিটকয়েন ও অল্টকয়েন বিক্রি করে দেয়। ফলে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়।

হা, বায়নান্স হ্যাক হলেও তখন মাকেট পতন হয়নি কারণ ট্রেডারদের ব্যালাঞ্চ ঠিকই ছিলো। আমার নিজেরও বড় এমাউন্ট ছিলো বায়নান্সে। আমার কোন সমস্যা হয়নি। তবে অন্যান্য কয়েকটি একচেঞজার হ্যাক হওযার খবর ছড়িয়ে পড়তেই মানুষ হুড়মুড় করে সব বেচতে থাকে আর তাতেই ক্রিপ্টো মার্কেটে মারাত্নক আগুন লাগে। আপবিট কয়েকদিন আগে হ্যাক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিটকয়েনের দাম ৯৫০০ থেকে কমে ৬৩০০ তে নেমে গিয়েছিলো। অর্থাৎ আস্থাহীনতা পরিলক্ষীত হচ্ছে। মার্কেটে আস্থা ফিরাতে হলে মার্কেট স্টাবল হতে হবে আর স্টাবল হওয়ার আগে বিটকয়েন এবং অলটকয়েনের পতন থেকে টেনে তুলতে হবে, গুজব থেকে দূরে থাকতে হবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 06, 2019, 12:45:23 AM
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
আপনি ঠিক বলছেন ভাই।সকলের উচিত নিজস্ব ওয়ালেট ব্যবহার করার, বিশেষ করে যেসব ওয়ালেটের প্রাইভেট কী আপনার নিয়ন্ত্রণে আছে। মাল্টিওয়ালেটের ক্ষেত্রে  Coinmoi ওয়ালেট ব্যবহারের সময় সতর্ক থাকবেন। কারণ কিছুমাস একজন সাইবার নিরাপত্তারক্ষী লক্ষ্য করেন যে, এই ওয়ালেটের ব্রাউজার extension ওয়ালেটের প্রাইভেট কী সার্চ ইঞ্জিনে ফাস/লিক করে দেয়। ফলে সেই নিরাপত্তারক্ষী বিশাল অর্থ হারান। এই বিষয় নিয়ে Coinomi ওয়ালেটের দলের সদস্যের সাথে ঐ নিরাপত্তারক্ষীর Twitter এ অনেক বাকবিতণ্ডা চলে। যদিও পরে এই বিষয়টির সমাধান হয়। তবুও এই ওয়ালেট ব্যবহারে সতর্ক থাকবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 05, 2019, 10:32:18 PM
হ্যাক স্বাভাবিক এবং এর জন্যে দাম কমাটাও স্বাভাবিক। যারা বড় এমাউন্ট এক্সচেঞ্জে রাখতেছেন, দয়া করে এই ভুল করবেন না। এক্সচেঞ্জে কখনো বেশি দিনের জন্যে কয়েন রাখবেন না। নিজস্ব ওয়ালেট ব্যবহার করুন। মাল্টিকয়েন এর অনেক ট্রাস্টেড ওপেন সোর্স ওয়ালেট আছে। ওইগুলো ব্যবহার করুন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 05, 2019, 08:30:34 AM
গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অলটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়।
ভাই ২০১৯ সালেই ৮টা ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট হ্যাক হয়েছে। যার মধ্যে বেশির ভাগই ছিল পুরাতন ও CMC এর তালিকায় ভালো অবস্থানে ছিল। আর ১-২ টা ছিল নুতুন এক্সচেঞ্জ। কিছুদিন আগে  Upbit এক্সচেঞ্জ হ্যাক হয়, সেটাও ছিল পুরাতন ও নামকরা এক্সচেঞ্জ। আর এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হলো ইউজাররা তাদের কষ্টের অর্থ হারাচ্ছে। যদিও Binance এর মতো নামিদামি এক্সচেঞ্জ তো SAFU দ্বারা ইউজারদের ক্ষতি পূরণ করে দেয়। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ মিলিয়ন ডলারের ক্ষতি পূরণ করতে হিমশিম খায়। তাই ইউজারদের আস্থা কমে যায়। তাই তারা হ্যাক হওয়া এক্সচেঞ্জ থেকে বিটকয়েন ও অল্টকয়েন বের/উইথড্র করার পর বিক্রি করে দেয় এবং মূল্য কমে যায়।

একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে?
ক্রিপ্টো মার্কেটের কখনই পতন হয় না। শুধু মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়। আর এক্সচেঞ্জ হ্যাক হলে ইউজারদের ক্ষতি হয়, এক্সচেঞ্জের শুধুমাত্র মর্যাদা কিছুটা কমে। যেমন : Cryptopia এক্সচেঞ্জের ইউজাররা এখনো অনিশ্চয়তায় আছে যে তারা তাদের অর্থ বা ফান্ড ফিরে পাবে কিনা। এই কারণে অনেকে বিটকয়েন ও অল্টকয়েন বিক্রি করে দেয়। ফলে মার্কেটে অস্থিতিশীলতা তৈরি হয়।
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
December 05, 2019, 06:32:27 AM
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ভাই  দিনে দিনে ডাম্পিং হলেও  ২০২০ সালের  BTCপ্রাইজ বাড়বে। ধৈর্য হারাবেন না।
newbie
Activity: 854
Merit: 0
December 05, 2019, 05:41:23 AM
লক্ষীপুর থেকে কেউ আছেন?
এখানে ব্যক্তিগত কোনো মেসেজ না করে। কাজের বিষয়ে কথা বলুন।স্পামিং পোস্ট করে ব্যান খাইয়েন না।
ধন্যবাদ।
full member
Activity: 1099
Merit: 116
December 05, 2019, 03:05:03 AM
যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন নাই। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
সকলে সচেতন হলে এবং অল্প হ্রাস-বৃদ্ধিতে উত্তেজিত হয়ে ক্রয়-বিক্রয় না করলে, আশা করা যায় ২০২০ সালে বিটকয়েন ও অল্টকয়েন আমাদের লাভবান করবে।

ক্রিপ্টো জগতে টিকে থাকতে হলে অবশ্যই সচেতন হতে হবে। গুজবে কান দিয়ে তাড়াহুড়া করে সেল করতে গেলে তখন সেল প্রেসার বেড়ে যাবে আর বাই অর্ডার তখন কমে যাবে, যেটা ক্রিপ্টো মার্কেট পতনের অন্যতম বড় কারণ। গত ১ বছর যাবৎ ক্রিপ্টো মার্কেটে মাঝে মাঝে বড় পতনের পেছনে আরেকটি কারণ হচ্ছে- ওমুক ওমুক একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বিটকয়েন ও অললটকয়েনের দাম কমে যাচ্ছে যেটা অস্বাভাবিক। এতে মানুষের আস্থা নষ্ট হয়। একটা একচেঞ্জার হ্যাক হয়েছে তাই বলে ক্রিপ্টোমার্কেটে কেন পতন হবে? পতন হচ্ছে মানুষের গুজবে কান দিয়ে তাড়াহুড়া করে বিক্রি করতে গিয়ে দাম কমে যায়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 05, 2019, 02:55:16 AM
যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন নাই। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
সকলে সচেতন হলে এবং অল্প হ্রাস-বৃদ্ধিতে উত্তেজিত হয়ে ক্রয়-বিক্রয় না করলে, আশা করা যায় ২০২০ সালে বিটকয়েন ও অল্টকয়েন আমাদের লাভবান করবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 05, 2019, 02:51:42 AM
বছরের শেষে সবাই হয়ত উচ্চ মূল্য আশা করেছিল। যারা রীতিমত লাভে আছেন, বিক্রি করে , দাম কম্লে পুনরায় কিনতে পারেন। তাহলে হয়ত সল্প লাভ হলেও ক্ষতির শঙ্কা নাই। আপনাদের ইচ্ছা। আমি কখনই দীর্ঘকাল অপেক্ষার পক্ষে না
ডাম্প আর পাম্প হতে থাকবে এটাই স্বাভাবিক, অপেক্ষা করুন, সামনে পাম্প হওয়ার চান্স আছে। ২০২০ এ হাফিং আছে। দেখা যাক কী হয়। হোল্ড করুন, প্যানিক করার কিছু নাই।
আগামী ৩-৪ মাসে বিটিসির মূল্য পাম্প-ডাম্প বা হ্রাস-বৃদ্ধি চলবে। তার কারণ হলো Plus Token নামের একটা Ponzi Scheme বা প্রতারক কোম্পানি। এরা প্রতিদিন প্রায় ১৩০০+ বিটিসির বিক্রি করতেছে, ফলে বিটকয়েনের মূল্য বৃদ্ধি শুরু হলেই এরা মূল্য হ্রাস করে দেয়। যেমন: গতকাল রাতেই ৫ মিনিটেই বিটকয়েনের মূল্য $৫০০ বৃদ্ধি পাওয়ার কিছুক্ষণ পরেই আাবার হ্রাস পায়। তাই আগামি ৩-৪ মাস আপনারা সাবধানে ট্রেডিং করবেন।
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
December 05, 2019, 02:46:59 AM
 যারা ২০১৯ কিছু করতে পারেন নাই। তারা আশা হারাবেন না। BTC প্রাইজ ২০২০ এ বাড়বে।তাই ধের্য ধরে থাকুন। অপেক্ষাফল ভালো হবেই।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 05, 2019, 02:39:46 AM
2019 এ মনে হই Mb8 coin বাউন্টির মতো কোনো বাউন্টি এতো High Payment দেই নাই। আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য একটা ভালো Telegram গ্রুপ হলে ভালো হই,তাহলে ভালো ভালো Project সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
ভাই এটা প্রজেক্টের Roadmap অনুযায়ী কাজ করার উপর নির্ভর করে। এছাড়া কেমন Exchange এ লিস্টিং হচ্ছে তার উপরও বেশি নির্ভর করে। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি:
কোনো একটা বাউন্টি সফলভাবে সম্পন্ন হলো ও বাউন্টি হান্টারদের পারিশ্রমিক বা পেমেন্ট দিয়ে দিলো। এখন সবাই অপেক্ষায় থাকবে Exchange এ লিস্ট হওয়ার এবং এই সময় ২টা জিনিস কাজ করে।

   ---> যারা বেশি পরিমাণে Token পাবে, তারা লোভের কারণে Forkdelta বা Etherdelta তে contract trading এর মাধ্যমে ico মুল্যের তলনায় খুবই কম মূল্যে Token বিক্রি করবে। কারণ তারা ফ্রিতে এসব টোকেন পাচ্ছে। আর লোভের কারণে তারা ভালো প্রজেক্টেরও অবস্থা খারাপ করে দেয়। এছাড়াও টোকেনটা DEx এ ( Decentealized Exchange; যেমন: Forkdelta, Etherdelta, TokenJar ইত্যাদি) ট্রেড করার অনুমতি আছে কিনা তার উপর নির্ভর করে। আমি এখানে V-ID প্রজেক্টের কথা উল্লেখ করলাম। V-ID প্রজেক্টের বাউন্টিতে আমি কাজ করছিলাম এবং পেমেন্টও লিস্টিং এর আগে দিয়ে দিচ্ছিল। টিম মেম্বাররা ভালো ছিলেন, তাই তারা DEx এ Contract ট্রেডিং করতে দেয়নি। এক কথায় Forkdelta বা Etherdelta তে ট্রেডিং হত না। কিন্তু idex Exchange এ লিস্টিং হয় এবং মূল্য ico এর মূল্যের তুলনায় 3x-4x এ ট্রেড হয়।
তখন যারা বিক্রি করে, তারা তো লাভবান হয়। কিন্তু যারা টোকেন HODL করে তারা সবচেয়ে বেশি লাভবান হয়। কারণ টোকেনের মূল্য পরবর্তীতে 65x-70x হয়। অর্থাৎ তারা ico মূল্যের তুলনায় ৬৫-৭০ গুণ বেশি মূল্যে টোকেন বিক্রি করে লাভবান হয়।

   --->  কোন Exchange এ টোকেন লিস্ট হচ্ছে, তার উপর প্রজেক্টের সফলতা সবচেয়ে বেশি নির্ভর করে। যদি সেই টোকেনটা DEx এ ( Decentealized Exchange; যেমন: Forkdelta, Etherdelta, TokenJar ইত্যাদি) ট্রেড না হয় এবং লোভী বাউন্টি হান্টারদের হাত থেকে Price dump হওয়া থেকে রক্ষা পায়। এখন প্রজেক্টের টিম মেম্বাররা Latoken এর মতো ফলতু মার্কা Exchange এ টোকেন লিস্ট করে, তাহলে ঐ টোকেন ০.০০১% লাভের আশা বাদ দেন। অনেক মেম্বার বলবে, "কেন ভাই latoken আপনার আবার কি ক্ষতি করছে?"। আমি তাদের জন্য শুধু একটা কথাই বলব, ভাই আপনারা প্রতিদিন Latoken Exchange এ যাবেন এবং প্রতিটি নুতুন altcoin এর ২৪ ঘন্টার ট্রেডিং Volume দেখবেন আর নোট করে রাখবেন। এক সপ্তাহ শেষে আপনারা এটা দেখতে পারবেন যে, নুতুন altcoin/token এর জন্য কোনো ট্রেডার নাই। ফলে নুতুন নুতুন প্রজেক্টগুলো Latoken এ লিস্ট হওয়ার পর ধরা খায়। আর যদি ভালো Exchange এ লিস্ট হয়, তাহলে টোকেনের মূল্য কমপক্ষে ico এর মূল্যের কাছাকাছি থাকে।

এছাড়াও আরো কিছু কারণ আছে। আমি অলস 😅😅 হওয়ায় আজকে আর লেখলাম না। আমি এক সপ্তাহ পর থেকে নিয়মিত এইখানে আপনাকে আপডেট দিব, ইনশাল্লাহ।
legendary
Activity: 1526
Merit: 1026
December 04, 2019, 11:14:52 AM


শেয়ার বাজার কে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে হয়ত, কিন্তু ক্রিপ্টো বাজার কে নয়। হাল্ভিং, প্রাতিষ্ঠানিক সংযোজন, জনপ্রিয়তা এত সব ভাল খবরের পরেও দামের নিম্ন গতি নিয়া সবাই আতঙ্কিত। দৈনন্দিন মূল্য হ্রাস ব্রিদ্ধির পার্থক্য এতটাই যে কখন কিনতে হবে, কখন বেচতে হবে টা বুঝা দুষ্কর। এমতবস্থায়, যাবতীয় কেনা থেকে বিরত থাকা ভাল। দাম আরও কমতে পারে। আমার নিজস্ব কথা এইগুলো। দয়া করে কোন উপদেশ হিসেবে নিবেন না। অনেক ওঠা নামা দেখেছি। ক্রিপ্টো কখনও  সংবাদ এর সাথে দামের সম্পর্ক রক্ষা করে না । বছরের শেষে সবাই হয়ত উচ্চ মূল্য আশা করেছিল। যারা রীতিমত লাভে আছেন, বিক্রি করে , দাম কম্লে পুনরায় কিনতে পারেন। তাহলে হয়ত সল্প লাভ হলেও ক্ষতির শঙ্কা নাই। আপনাদের ইচ্ছা। আমি কখনই দীর্ঘকাল অপেক্ষার পক্ষে না
full member
Activity: 1099
Merit: 116
December 04, 2019, 10:30:09 AM
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
শেয়ার মার্কেট বলুন আর ক্রিপ্টো মার্কেট বলুন দুটিই প্রায় কাছাকাছি। আপনি খেয়াল করলে দেখবেন যে- কোন কয়েনের দাম কিন্তু স্টাবল না ( ইউএসডিটি ছাড়া)। আমরা বিটিসির দাম যেমন বাড়তে দেখেছি ২০ কে পর্যন্ত তেমনি আবার কমে ৩.৫কে তে নেমে পুনরায় ১৩ কে তে যেতেও দেখেছি। সুতারং পাম্প ও ডাম্প একটা স্বাভাবিক প্রসেস ক্রিপ্টো মার্কেটের। দাম কমে গেছে তবে আবার যদি আপনি কিছুদিন বিটিসি হোল্ড করেন তাহলে বাড়ার সম্ভাবনাও আছে। আমি মনে করি যাদের বিটিসি কেনা আছে তাদের হোল্ড করা উচিৎ। এই একটি কয়েনেরই উপর নির্ভর করছে আগামী দিনের ক্রিপ্টোর ভবিষ্যৎ।
member
Activity: 100
Merit: 21
December 03, 2019, 09:22:39 AM
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ডাম্প আর পাম্প হতে থাকবে এটাই স্বাভাবিক, অপেক্ষা করুন, সামনে পাম্প হওয়ার চান্স আছে। ২০২০ এ হাফিং আছে। দেখা যাক কী হয়। হোল্ড করুন, প্যানিক করার কিছু নাই।
newbie
Activity: 6
Merit: 0
December 03, 2019, 06:19:23 AM
বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 03, 2019, 01:15:31 AM
আমাগো thread creator ও তো লিস্টে আছেন দেখতাসি।
হুম।দেখেছি কিন্তু যেহেতু উনার এসক্রো সার্ভিস আগে কেউ ব্যবহার করে নাই এবং আমিও ব্যবহার করি নাই, আমি কিভাবে উনাকে অন্যদের সাজেস্ট করব। তাছাড়া এসক্রোতে এক্টিভ থাকা লাগে, উনি বেশি এক্টিভ না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে।
member
Activity: 100
Merit: 21
December 02, 2019, 08:57:20 AM
সিনিয়র মেম্বারদের দৃষ্টি আর্কষণ করছি। কি করলে মেরিট পাওয়া যাবো। Plasse Help  me?
যেহেতু আপনি এখানে নতুন, আপনার উচিত উপরে কী লেখা হয়েছে সেসব পড়া। আপনি যদি খেয়াল না করে একই কথা আবার পোস্ট করেন তাহলে স্প্যাম হিসেবে আপনার পোস্টটি ডিলিট করে দেয়া হতে পারে। ভবিষ্যতে আরো ভালো পোস্ট করবেন আশা করি।
আর আপনার প্রশ্নের উত্তরঃ
আমি নিজে কখনো ভাবিনি আমি ১টা হলেও মেরিট পাবো। বাট এখন আমার ৩টা। আর আমি সে পরিমাণ একটিভও না আসলে। পেয়ে গেছি মোটামুটি মানের কন্টেন্ট পোস্ট করে। আপনি যদি কোনোভাবে ফোরামে কনট্রিবিউট করতে পারেন অথবা সাহায্য করতে পারেন, আশা করি দ্রুত মেরিট পেয়ে যাবেন এবং জুনিয়র মেম্বার হতে পারবেন।
শুভ কামনা।
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।
newbie
Activity: 854
Merit: 0
December 01, 2019, 06:37:43 AM
সিনিয়র মেম্বারদের দৃষ্টি আর্কষণ করছি। কি করলে মেরিট পাওয়া যাবো। Plasse Help  me?
full member
Activity: 737
Merit: 104
November 30, 2019, 03:46:18 AM
আমি একবার DarkStar_ এর এসক্রো সেবা নিয়েছিলাম।বেশি সময় লাগেনা।আমি তাকে ইনস্ট্যান্ট পেয়েছিলাম মানে নক করার সাথে সাথেই পেয়েছি।আপনি চাইলে তার সার্ভিস নিতে পারেন।তার ফি খুবই কম। ০.০০০৫ বিটিসি মিনিমাম মাত্র। আমার খুব ভালো লেগেছে তার সার্ভিস।
তাছাড়া এইখানে কিছু এসক্রো সার্ভিসের লিস্ট আছে- https://bitcointalksearch.org/topic/few-trusted-escrow-providers-5047302
এরা সবাই ট্রাস্টেড।

ভালো একটা জিনিষ শেয়ার করলেন ভাই। আমিও অনেকদিন ধরে এমন কম ফি এর ইনস্ট্যান্ট পাওয়া যাবে এমন লোক খুজছিলাম। ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে কাজে লাগবে  Smiley
member
Activity: 86
Merit: 27
November 29, 2019, 07:21:27 AM
খুব সহজে কারা কারা escrow সেবাটা দিয়ে থাকে...জানেন...?
আমি একবার DarkStar_ এর এসক্রো সেবা নিয়েছিলাম।বেশি সময় লাগেনা।আমি তাকে ইনস্ট্যান্ট পেয়েছিলাম মানে নক করার সাথে সাথেই পেয়েছি।আপনি চাইলে তার সার্ভিস নিতে পারেন।তার ফি খুবই কম। ০.০০০৫ বিটিসি মিনিমাম মাত্র। আমার খুব ভালো লেগেছে তার সার্ভিস।
তাছাড়া এইখানে কিছু এসক্রো সার্ভিসের লিস্ট আছে- https://bitcointalksearch.org/topic/few-trusted-escrow-providers-5047302
এরা সবাই ট্রাস্টেড।

আমাগো thread creator ও তো লিস্টে আছেন দেখতাসি।
Jump to: