Author

Topic: বাংলা (Bengali) - page 470. (Read 5729841 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 27, 2019, 10:45:23 PM
খুব সহজে কারা কারা escrow সেবাটা দিয়ে থাকে...জানেন...?
আমি একবার DarkStar_ এর এসক্রো সেবা নিয়েছিলাম।বেশি সময় লাগেনা।আমি তাকে ইনস্ট্যান্ট পেয়েছিলাম মানে নক করার সাথে সাথেই পেয়েছি।আপনি চাইলে তার সার্ভিস নিতে পারেন।তার ফি খুবই কম। ০.০০০৫ বিটিসি মিনিমাম মাত্র। আমার খুব ভালো লেগেছে তার সার্ভিস।
তাছাড়া এইখানে কিছু এসক্রো সার্ভিসের লিস্ট আছে- https://bitcointalksearch.org/topic/few-trusted-escrow-providers-5047302
এরা সবাই ট্রাস্টেড।
jr. member
Activity: 63
Merit: 3
November 27, 2019, 02:09:44 PM
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।

ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম

আপনি দেশের মধ্যে কেনাবেচা করতে চাইলে এই thread এই করতে পারেন। বিদেশে করতে চাইলে Currency exchange section টি ব্যবহার করুন। Escrow ব্যবহার আবশ্যক।

ধন্যবাদ...escrow হিসেবে কাজ এই ফোরামের বিভিন্ন ইউজার করে থাকে...কিন্ত এই escrow এর কাছ টা কিভাবে সম্পন্ন করা যায়...মানে এক জন বড় লেজেন্ডারিকে মেসেজ করা,তাকে escrow এর জন্য রাজি করানো,ফি দেওয়া...মনে হয় অনেক সময় লাগার কথা...
খুব সহজে কারা কারা escrow সেবাটা দিয়ে থাকে...জানেন...?
full member
Activity: 1099
Merit: 116
November 26, 2019, 09:46:32 AM
Amr ETH address AI niya 2 ta address 2 bar hack hoyse ,142$ ajk hack hoyse 😭,khob koster income ,Karo ki amon hoyse kokhono,ETH address hack howa theke atkate hole koroniyo ki ,sobar Mota mot asa korsi.
আমার এক বড় ভাই এর $4000 ETH হ্যাক হয়েছিল তারপর উনি অনলাইন ওয়ালেট এর ঝুকি না নিয়ে হার্ডওয়্যার ওয়ালেট আপনিও চাইলে নিতে পারেন Ledger Nano S. আর না কিনতে চাইলে Myetherwallet এ Keystore file এর মাদ্ধমে অ্যাকাউন্ট খুলেন আর Keystore file টা আলাদা কোন পেন্ড্রাইব এ নিয়া রাখেন তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবেনা।

আমি গত ৪ বছরে মাইইথারওয়ালেট ব্যবহার করছি। কোনদিন হ্যাকের শিকার হয়নি। প্রথম যখন নতুন ছিলাম তখন প্রাইভেট কী ও পাসওয়ার্ড ব্যবহার করতাম। পরে কীস্টোর ফাইল ব্যবহার করতাম। এখন মেটামাস্ক ব্যবহার করি এবং মেটামাস্কের মাধ্যমে মাইইথারওয়ালেটগুলোকে কানেক্ট করে ব্যবহার করি। মেটামাস্কই বেস্ট। তাই যারা মেটামাস্ক ব্যবহার করবেন অথবা মাইইথারওয়ালেটকে মেটামাস্কের সাথে কানেক্ট করে ব্যবহার করবেন তারা মূলত নিরাপদ থাকার সম্ভাবনাই ৯৯% বেশি।
full member
Activity: 1099
Merit: 116
November 26, 2019, 09:38:21 AM
সবাই কেমন আছেন? এ ধরণের পোস্ট করা মানেই বাংলা থ্রেডকে স্পামিং করা। আপনি চাইলে যে কোন গঠনমূলক প্রশ্ন করতে পারেন অথবা কোন প্রশ্নের গঠনমূলক উত্তর দিতে পারেন। শুধুমাত্র পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য নিম্নমানের পোস্ট করা উচিৎ নয়। এটা সকল বাংলাভাষীদের লক্ষ্য রাখা উচিৎ।
legendary
Activity: 1526
Merit: 1026
November 25, 2019, 01:37:52 PM
The trumpet of virtue sounds itself.

আপনার মত মানুষের কারনেই অনেক কষ্টের পরেও বাংলাদেশিদের আলাদা থ্রেড সম্ভব হয়নাই। আপনি কি করতেসেন আপনি জানেন? পুরো থ্রেড স্পামিং করে ভরে ফেলতেসেন। যারা দরকারি বিষয় জানতে বা জানাতে চায়, তাদের জন্ন্যে এই জায়গা।  লাগাতার স্পামিং করতেসেন। আগে জানুন কিভাবে এই ফোরাম থেকে লাভবান হওয়া যায়। কোনহেল্প লাগলে জানাবেন।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
November 25, 2019, 11:04:48 AM
এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। পরবর্তী post গুলি নিম্নমানের কারণে delete করা হলো...

Hi, i ame new here so i welcome to everyone.

How are you everyone?

i hope that well be happy your bit......work.

i am very fine your   bit..

Hellow, How are you, good morning

হেলো বন্ধুরা সকাল সকাল  তোমরা কেমন আছ।

সকাল সকাল সকলের কাজের শুরুটা যেন সকলের ভাল
হয তাহলে সারা দিনটা ভাল যাবে।

man life is peace and happiness and virtue and vice.

Bangladesh interest food and foodgrains Rice and fish.

Musk in a kennel.

unity is strength bit.....

man is a no pains,no gains.

The trumpet of virtue sounds itself.

great men have a long  tongue.

to add insult to injury.

আজকের দিনটি সবার শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন

আজকের দিনটি সবার শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন
কেমন গেলো আপনার দিন ?

শুভ রাএি বন্ধুরা।

শুভ রাত্রি


কেমন আছেন সবাই।

শুভ সকাল।

শুভ সকাল সবাইকে Smiley

আমি শুভ।।
সবাই কেমন আছেন?
valo achi Smiley

hi i am new here .

সবাই কেমন আছেন?

কেমন আছেন সবাই

শুভ সকাল!
কি খবর সবার?

কেমন আছেন।

আল্লাহ তুমি সাহায্য করো।

hlw...good morning..sobai kemon asen??


কেমন আছেন সবাই?

good night everyone


শুভ রাত্রি Smiley
same to u  Wink

শুভ বিকাল  Cool

বন্ধু সবাই কেমন আছো
Valo, u kmon?

শুভ সকাল

শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই?
member
Activity: 100
Merit: 21
November 24, 2019, 09:21:58 AM
Hi, i ame new here so i welcome to everyone.
How are you everyone?
Bitcointalk এ স্বাগতম।
আপনি যেহেতু আমাদের বাংলাদেশি থ্রেডে রিপ্লাই করছেন, সেহেতু বাংলাতে লেখার চেষ্টা করুন। মাতৃভাষা ব্যবহার করে কথা বলুন।
কোনো বোর্ডে পোস্ট করার আগে অবশ্যই বোর্ডে পোস্ট করার নিয়মকানুন জেনে নেবেন।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
November 22, 2019, 07:28:14 PM
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।

ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম

আপনি দেশের মধ্যে কেনাবেচা করতে চাইলে এই thread এই করতে পারেন। বিদেশে করতে চাইলে Currency exchange section টি ব্যবহার করুন। Escrow ব্যবহার আবশ্যক।
member
Activity: 100
Merit: 21
November 21, 2019, 09:48:10 AM
এই ফোরামে আমি একেবারেই নতুন।
শুনেছি এখানকার পোস্ট ও রিফলাই করার নিয়ম খুবেই কঠিন।
বাংলাদেশী বাংলা পোস্ট দেখে খুব ভালো লাগলো।
জানিনাহ এই কমেন্টস বাংলা করার জন্য কোন সমস্যা হবে কিনা।
বিটকয়েনটকে স্বাগতম।
পোস্ট ও রিপ্লাই অর্থবোধক, সামঞ্জস্যপূর্ণ আর দরকারি না হলে তা স্প্যাম হিসেবে ডিটেক্ট করবে।
আর এখানে আপনি সহজেই বাংলায় লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না।
jr. member
Activity: 63
Merit: 3
November 20, 2019, 02:54:11 PM
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।

ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 20, 2019, 07:49:21 AM
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।

বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।
member
Activity: 100
Merit: 21
November 19, 2019, 11:31:29 AM
Libra লঞ্চ হওয়ার পরে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতাও বাড়বে। সবাই এটাকে একটা আয়ের সুযোগ + ইনভেস্টমেন্টের সুযোগ হিসেবেও দেখতে পারে। বিশেষ করে আমরা, যারা চাচ্ছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির প্রসার হোক, তাদের জন্য সুখবরই বলা যায়। আশা করি ফেসবুক লিবরার সাথে সাথে ক্রিপ্টোকেও একটা ভালো পজিশনে পৌঁছে দিবে।  Smiley
member
Activity: 868
Merit: 15
November 18, 2019, 08:33:11 PM
ইতিবাচক একটা রিপোর্ট যদিও রিপোর্টার একটা গর্দভ    Wink উনি বলেছেন লিবরা ক্রিপ্টোকারেন্সি নাকি এসে গেছে, যেটা আসবে কিনা তাও অনিশ্চিত।
এনিওয়ে, উনারা বলেছেন সরকার ইতিবাচক- https://www.youtube.com/watch?v=w3RxZL9x-1A
৫ঃ১০ মিনিট থেকে দেখুন।

Libra নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। ২০২০ সালে মধ্যে libra cryptocurrency তে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। উনাদের কথা কিন্তু একবারে ফেলে দেওয়ার মত নয়।            

ফেসবুক সহ সবাই হয়তোবা একটা সময়  ক্রিপ্টো কারেন্সি এর অপরে নিরভর্শীল হয়ে যাবে এখানে অনেকগুলা খেত্র কাজ করে থাকে তাদেরকে মার্কেট ধরে রাখতে হলে যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে ঠিক তেমন ভাবে এখানেও তারা লিব্রা নিয়ে আসার চেস্টা করছে তারা। এখন শুধু মাত্র অপেক্ষার পালা।
jr. member
Activity: 406
Merit: 8
November 18, 2019, 09:38:29 AM
আমি শুনেছি, cryptocurrency তে নতুন করে  নাকি Facebook currency add হচ্ছে। এই Facebook  currency  হবে libra। Libra crypto নাকি like, comments, shares থেকে earn করা যাবে। এই currency  নাকি btc, eth এর মত জনপ্রিয় হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করেন। libra 2020 সালের মধ্যে মার্কেটে চালু হবে। এটি খুব ভাল খবর।   
member
Activity: 100
Merit: 21
November 17, 2019, 01:45:56 PM
অনেক ভালো ভালো ক্যাম্পিং আছে যেগুলো আমরা জয়েন হতে পারি না। আমাদের অ্যাক্সিস দেওয়া থাকে না  জয়েন হওয়ার জন্য। জুনিয়র মেম্বার থেকে দেওয়া থাকে অ্যাক্সিস।আর এই ফোরাম এ কিছু সংখ্যক জালিয়াতি লোক আছে তাদের ক্যাম্পিং এ আমাদের মত ছোট ছোট আইডি গুলা সে জালিয়াতের হাতে পড়ে।আমরা দুই মাস চার মাস ক্যাম্পেইনে অংশ নিয়ে পরে খালি হাতে ফিরে আসতে হয়। সাথে আমাদের আইডি গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  তাই সিনিয়র ভাইদের কাছে কিছু পরামর্শ চাচ্ছি।
সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে  মতামত কি?  কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?

আমি নিজে কখনো ভাবিনি আমি ১টা হলেও মেরিট পাবো। বাট এখন আমার ৩টা। আর আমি সে পরিমাণ একটিভও না আসলে। পেয়ে গেছি মোটামুটি মানের কন্টেন্ট পোস্ট করে। আপনি যদি কোনোভাবে ফোরামে কনট্রিবিউট করতে পারেন অথবা সাহায্য করতে পারেন, আশা করি দ্রুত মেরিট পেয়ে যাবেন এবং জুনিয়র মেম্বার হতে পারবেন।
শুভ কামনা।
jr. member
Activity: 63
Merit: 3
November 17, 2019, 12:48:11 PM
বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
member
Activity: 145
Merit: 13
November 10, 2019, 12:35:54 PM
অনেক ভালো ভালো ক্যাম্পিং আছে যেগুলো আমরা জয়েন হতে পারি না। আমাদের অ্যাক্সিস দেওয়া থাকে না  জয়েন হওয়ার জন্য। জুনিয়র মেম্বার থেকে দেওয়া থাকে অ্যাক্সিস।আর এই ফোরাম এ কিছু সংখ্যক জালিয়াতি লোক আছে তাদের ক্যাম্পিং এ আমাদের মত ছোট ছোট আইডি গুলা সে জালিয়াতের হাতে পড়ে।আমরা দুই মাস চার মাস ক্যাম্পেইনে অংশ নিয়ে পরে খালি হাতে ফিরে আসতে হয়। সাথে আমাদের আইডি গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  তাই সিনিয়র ভাইদের কাছে কিছু পরামর্শ চাচ্ছি।
jr. member
Activity: 406
Merit: 8
November 09, 2019, 03:58:04 AM
ইতিবাচক একটা রিপোর্ট যদিও রিপোর্টার একটা গর্দভ    Wink উনি বলেছেন লিবরা ক্রিপ্টোকারেন্সি নাকি এসে গেছে, যেটা আসবে কিনা তাও অনিশ্চিত।
এনিওয়ে, উনারা বলেছেন সরকার ইতিবাচক- https://www.youtube.com/watch?v=w3RxZL9x-1A
৫ঃ১০ মিনিট থেকে দেখুন।

Libra নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। ২০২০ সালে মধ্যে libra cryptocurrency তে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। উনাদের কথা কিন্তু একবারে ফেলে দেওয়ার মত নয়।             
jr. member
Activity: 63
Merit: 3
November 08, 2019, 01:58:41 PM
জি সেটা তো অবশ্যই, কিন্তু কেউ কম আর কেউবা বেশি এটাই পার্থক্য, কিন্ত সমশ্যা টা হয় তখনি যখন কেউ রিতিমত স্প্যাম করতে থাকে, ভালো কোনকিছু তারা বোঝার চেষ্টা করেনা। আজকের এই মেড়িট সিস্টেম হয়তোবা তাদের কারোনেই করতে হয়েছে।
Thik bolsen. theymos merit system chalu koreche only spamming komanor jonnei. eita akbare shurutei ullekh korche. beshir vag manush e eikhane join kore only earning er uddesshe. tara onekgulo account create kore signature campaign e join kore jodio eita allowed ache. problem ta hoy tokhoni jokhon manus ekdine 5-6ta account theke 20-30ta posts kore. karon jokhon keo kaj onek druto kore tara quality chinta kore na.tai ja ashe mone tai likhe.eigula komanor jonnei merit system chalu hoise.

আসলে এখনো অনেকেই আছে যারা একাধিক আইডি চালাচ্ছে, আর খুব বুদ্ধিমত্তার সাথে মেড়িট লেন্দেন ও করছে অনেকেই, মানুশকে সাহায্য তো করায় যেতে পারে কিন্ত যদি বিবেকবোধ না থাকে তাহলে তো আর সেটা দেওয়া জায়না। গুটি কয়েক মানুশের জন্যে আমাদের অন্য সবার সমস্যা।
 
ঠিক বলছেন, আমি অনেক খারাপ অবস্থায় আছি। merit এর কথা মনে হলে খারাপ লাগে। অনেকে মেরিট লেনদেন করছে। কিন্তু আমরা যারা Newbie তারা newbie আছি। মেরিট নাই বলে আমি ভাল ভাল project এ কাজ করে পারি না। তাই সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।                   

Thread gulo te active theke aj obodhi onek manush ke help korar try korechi. Kono proshno korle uttor dite deri korinai, jodi uttor jana thake. Kintu merit painai. Public awareness barate post diechi, notunder educate korte post diechi. Onekei upokrito hoeche. Kintu merit deyni kau.

ভাই আপনি তো লেজেন্ডারি হইয়া গেছেন...মাগার আমরা যারা নিঊবি তাদের তো মেরীট পাওয়াি যায় না
legendary
Activity: 1526
Merit: 1026
November 08, 2019, 01:54:14 PM
জি সেটা তো অবশ্যই, কিন্তু কেউ কম আর কেউবা বেশি এটাই পার্থক্য, কিন্ত সমশ্যা টা হয় তখনি যখন কেউ রিতিমত স্প্যাম করতে থাকে, ভালো কোনকিছু তারা বোঝার চেষ্টা করেনা। আজকের এই মেড়িট সিস্টেম হয়তোবা তাদের কারোনেই করতে হয়েছে।
Thik bolsen. theymos merit system chalu koreche only spamming komanor jonnei. eita akbare shurutei ullekh korche. beshir vag manush e eikhane join kore only earning er uddesshe. tara onekgulo account create kore signature campaign e join kore jodio eita allowed ache. problem ta hoy tokhoni jokhon manus ekdine 5-6ta account theke 20-30ta posts kore. karon jokhon keo kaj onek druto kore tara quality chinta kore na.tai ja ashe mone tai likhe.eigula komanor jonnei merit system chalu hoise.

আসলে এখনো অনেকেই আছে যারা একাধিক আইডি চালাচ্ছে, আর খুব বুদ্ধিমত্তার সাথে মেড়িট লেন্দেন ও করছে অনেকেই, মানুশকে সাহায্য তো করায় যেতে পারে কিন্ত যদি বিবেকবোধ না থাকে তাহলে তো আর সেটা দেওয়া জায়না। গুটি কয়েক মানুশের জন্যে আমাদের অন্য সবার সমস্যা।
 
ঠিক বলছেন, আমি অনেক খারাপ অবস্থায় আছি। merit এর কথা মনে হলে খারাপ লাগে। অনেকে মেরিট লেনদেন করছে। কিন্তু আমরা যারা Newbie তারা newbie আছি। মেরিট নাই বলে আমি ভাল ভাল project এ কাজ করে পারি না। তাই সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।                   

Thread gulo te active theke aj obodhi onek manush ke help korar try korechi. Kono proshno korle uttor dite deri korinai, jodi uttor jana thake. Kintu merit painai. Public awareness barate post diechi, notunder educate korte post diechi. Onekei upokrito hoeche. Kintu merit deyni kau.
Jump to: