Author

Topic: বাংলা (Bengali) - page 470. (Read 5296000 times)

newbie
Activity: 20
Merit: 1
June 16, 2019, 05:36:54 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।
 

 আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
 
এর কারন হল এখন বাউন্টি ভালো না।তাছাড়া আমাদের এইখান থেকে সবাই ইনকাম এর চিন্তায় থাকে।কারোই সাব সেকশন এর প্রতি কোন ইন্টারেস্ট নেই।কিন্তু সাব সেকশন পেলে যে আমাদের কত উপকার হবে সেটা কেউ বুঝার চেষ্টা করে না।আমাদের শুধু একটু এক্টিভ হতে হবে এইখানে।তাহলেই একটা আলাদা বোর্ড পাওয়া সম্ভব।
 প্রতিদিন সবাই একবার করে এই থ্রেড ভিজিট করুন এবং নিয়মিত পোস্ট করুন, এতে নতুনরাও উপকৃত হবে।আমাদের চাওয়াও পূর্ন হবে।
copper member
Activity: 369
Merit: 0
simply getting the job done
June 14, 2019, 04:14:34 AM
ঠিক বলছেন।কিন্তু এইটা ভেবে যদি আমরা সবাই বসে থাকি তাহলে তো হবেনা। কিছু একটা তো করতে হবে। ১৫-২০ জন এক্টিভ মেম্বার কে নেই আমাদের? অবশ্যই আছে কিন্তু এইখানে কেউ কেন যে একদম আসেনা বুঝিনা।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আসলেই আমরা সবাই কেমন যেন এই বাংলা ফোরাম এ আসতেই খুব একটা কষ্ট লাগে. হয়তো কখনো শুনতে পাবো এই সাইট টি একদিন ছিল, ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এইখানে দিন দিন users কমছেই . অথচ বেশকিছু দিন আগেও সিনিয়ররা অনেক মূল্যবান পোষ্ট করতেন আর তাতে করে নতুনরা অনেক উপকৃত হতেন.
jr. member
Activity: 115
Merit: 1
June 11, 2019, 01:41:49 AM
Twitter  flowers বারাতে হবে কোন ভাবে বারাতে পারছি না
আমি আপনাকে help করতে পারি।
আপনি যদি টুইটার Follower বারাতে চান,  সেক্ষেত্রে আপনাকে ভালো, গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল কিছু টুইট করতে হবে।
যাতে সবাই আপনার টুইট দেখে সবাই আকৃষ্ট হয় এবং আপনাকে Follow করে।


এছাড়া আপনি যদি ভাবেন কোনো অসৎ উপায়ে Follower বাড়াতে চান। তাহলে আপনি একদমি ভুল। কারন, এর ফল মোটেই ভালো হবে না। এর জন্য হয়তো আপনার Twitter Accaunt টাই হারিয়ে ফেলবেন। এছাড়া আসৎ  উপায়ে Follower বাড়ালে Twitter Audit কুমে যাবে,  যার কারণে আপনি কিছু কিছু বাউন্টি ক্যাম্পেইনে জয়েন্ট করতে পারবেন না।

তাই সব সময় সৎ থাকুন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 03, 2019, 09:45:15 AM
##এয়ারড্রব
কয়েন মার্কেট কেপে আছে 12$
কেউ চাইলে জয়েন করতে পারেন,টেলিগ্রাম বুত এর মাধ্যমে।
লিন্কে যান:https://t.me/holo_chainbot?start=00e4d439
এসব টেলিগ্রাম বট এয়ারড্রপ ভুয়া। অর্থ্যাৎ যত প্রকার টোকেন CMC তে টপ ভলিউমের রয়েছে, সেগুলোর ভুয়া এয়ারড্রপ বট বানানো হয় এবং জনগণের গুরুত্বপূর্ণ তর্থ্য সংগ্রহ করে।আপনি যদি এসব টোকেনের মূল টেলিগ্রাম গ্রুপে এয়ারড্রপ সম্পর্কে বলেন, তারা বলবে যে তাদের কোনো এয়ারড্রপ হচ্ছে না। আমি প্রথম দিকে জয়েন করেছিলাম, কিন্তু এখনও টোকেন পাইনি। তাই এমন এয়ারড্রপ থেকে সাবধান।

বি:দ্র: বিটকয়েন স্ক্যামিং সম্পর্কে পোষ্ট শীঘ্রই আসছে।
newbie
Activity: 1
Merit: 0
June 02, 2019, 11:00:35 PM
বিটকয়েন এর দাম দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে। বর্তমানে ১বিটকয়েনের দাম ৮০০০+ $
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
June 02, 2019, 10:26:42 AM
@alexasif420
আপনার সব পোস্ট স্পাম।কি জানতে চান সেটা পোস্ট করেন।কিভাবে পস্ট করতে হয় সেটা আপনি পোস্ট করেই জেনে গেছেন নিশ্চয় ।আশা করছি বুঝতে পেরেছেন।
ফোরামের নিয়মগুলো পড়ে নেন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 03:06:37 AM

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


প্রথমেই DTalk কে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য।
বিটকয়েন মাইনিং নিয়ে এখনও অনেক স্ক্যামিং আছে। আমি এরপরের পোষ্টে এই বিষয়ে তথ্য দিব। আশা করা যায়, অনেকেই স্ক্যামিং এর হাত থেকে রক্ষা পাবেন। আর নিজের অর্থ সুরক্ষিত রাখতে পারবেন।

Valo e hbe brother, R Agami te bitcoin talk market ta ki up hbe naki down e thakbe ? Ai bisoy e ektu janaiyen
আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি এই বিষয়ে অবশ্যই পোস্ট/তথ্য দিব। আর দয়া করে, আমাদের মতো বাংলায় লেখুন। এভাবে যদি ইংরেজি ব্যবহার করে লেখেন, তাহলে আমরা কখনোই নিজস্ব লোকাল সেকশন পাব না এবং মোডারেটর দ্বারা আপনার পোষ্ট ডিলিট/মুছে ফেলতে পারে।

আমাদের এসব ছোটোখাটো ভুলের জন্য এবং নিয়মকানুন না মানায়  বাংলায় কোনো একক সেকশন নাই। তাই সকলকে এই বিষয়ে সতর্ক হতে হবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 01:11:24 AM

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


প্রথমেই DTalk কে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য।
বিটকয়েন মাইনিং নিয়ে এখনও অনেক স্ক্যামিং আছে। আমি এরপরের পোষ্টে এই বিষয়ে তথ্য দিব। আশা করা যায়, অনেকেই স্ক্যামিং এর হাত থেকে রক্ষা পাবেন। আর নিজের অর্থ সুরক্ষিত রাখতে পারবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 31, 2019, 12:50:13 AM
No this coin global proparty registration ,Xrx market price 0.015
& Artcoin price 0.14 ,ami coin pabo 200000+ ,jodo now pai valo kiso ,r pore dam komle pile to r ato pabo na
আপনি যদি বাংলায় লেখাটা লেখতেন তাহলে ভালো হয়।
আর আমি এই পর্যন্ত রিসার্চ করে যে তথ্য পাইলাম। সেই অনুযায়ী Artcoin এর মূল্য $০.০১ এবং কোনো Exchange এ লিস্ট হয়নি। আর Globaly Property Registery ( XRX) এর IEO হয়েছে Exmarket এক্সচেঞ্জে এবং এই এক্সচেঞ্জারে ট্রেডার সংখ্যাও বেশি নাই। আপনি হয়ত Hubrisone বাউন্টিতে কাজ করেছেন এবং আমিও এতে কাজ করে টোকেন পাই। এই টোকেনটি Exmarket এক্সচেঞ্জার এ লিস্টেড, কিন্তু কোনো ধরনের ভালো ভলিউম নাই বা বেশি ট্রেডার নাই। তাহলে ভাবুন কতটা মূল্য কমে গেছে অর্থাৎ বেশিরভাগ প্রজেক্টের মূল্য ICO এর মূল্যের তুলনায় কমে যায়। তাই যেকোনো প্রজেক্ট থেকে এত বেশি ইনকামের চিন্তা করা বৃথা। আপনি ইনকাম করতেছেন এতে আমি খুশি। কিন্তু এত কিছু লেখে আমি আপনাকে এইটাই বুঝাইতে চাইতেছি যে, কিছু ব্যতিক্রম ছাড়া বাউন্টির প্রজেক্টগুলোর মূল্য সবসময় ICO এর মূল্যের সমান হয় না।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 11:44:28 PM
Review Master-
ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।আমার মতে আমরা নতুন এ.টি.এইচ (অল টাইম হাই) পাবো ২০২০ এ এবং কারেকশন এ $৮০০০ খুব ভালো সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে আশা করি।

আপনাদের দুইজনেই টাকা আর্ন করছেন দেখে ভালো লাগলো।অনেকেই বলে চারদিকে স্ক্যাম, কিন্তু বুঝে শুনে করলে ভালো প্রজেক্ট পাওয়া যায়।


আজকে আমি বিটকয়েন ট্রানজেকশন এর দুইটি নরমাল বিষয় নিয়ে আলোচনা করব।
সাধারনত আমরা এইটা বুঝি যে আপনি যখন আপনার ব্যাংক একাউন্ট এ টাকা ডিপোজিট করবেন কিংবা উত্তোলন করবেন, তার একটা রেকর্ড ব্যাংক এ থাকবে।
যেমন-
১৮/৩/১৮- ডিপোজিট- ৫০০০০ টাকা
১৭/৫/১৮- উত্তোলন- ১০০০০ টাকা
ব্যালেন্স- ৪০০০০ টাকা

এইটা সাধারন ভাবে বোঝার জন্যে ব্যবহার করা।একই ব্যাপার কিন্তু আমাদের বিটকয়েন লেনদেন এর ক্ষেত্রেও ঘটে।এইরকম প্রতিটা ট্রানজেকশন এর তথ্য আপনার ওয়ালেটে রেকর্ড করা থাকে।পাশাপাশি ব্লকচেইনেও সে রেকর্ড টা থাকে।
যেমন মনে করুন, আপনার ওয়ালেটের একটি এড্রেস এ ০.০১ বিটিসি(বিটকয়েন) আছে।আপনি ০.০০৫ বিটিসি কাউকে পাঠালেন।তাহলে আপনার ওয়ালেটে -০.০০৫ দেখাবে আজকের ডেট এ।ব্যালেন্স ও কমে ০.০০৫ বিটিসি হয়ে যাবে।

কিন্তু ব্লকচেইনে ট্রানজেকশন টা কিভাবে রেকর্ড করা হচ্ছে।
আমার এই লেখার উদ্দেশ্য এই পার্ট নিয়ে কথা বলার জন্য।ব্লকচেইনে আপনি যখন ট্রানজেকশন আইডি দিয়ে আপনার একটি ট্রানজেকশন চেক করবেন, আপনি সাধারনত দুইটা পার্ট দেখবেন।

ইনপুট
ইনপুট হল আপনি যে এড্রেস থেকে বিটকয়েন পাঠাচ্ছেন।হতে পারে একটা এড্রেস থেকে কিংবা কয়েকটা এড্রেস থেকে।যেমন আপনার ওয়ালেটে ০.০১ বিটিসি আছে।কিন্তু সেগুলো তিনটি এড্রেস এ আছে, প্রসংগত, আপনি একটা ওয়ালেটে শত শত এড্রেস ক্রিয়েট এবং ব্যবহার করতে পারবেন।মুল কথায় আসা যাক, আপনার ব্যালেন্স ০.০১ বিটিসি কিন্তু তিনটি এড্রেস এ আছে।
১ম এড্রেস- ০.০০৩ বিটিসি
২য় এড্রেস- ০.০০৫ বিটিসি
৩য় এড্রেস- ০.০০২ বিটিসি

এখন আপনি যদি কাউকে ০.০১ বিটিসি পাঠাতে চান তাহলে কিন্তু আপনার এই তিনটি এড্রেস থেকেই বিটিসি যাবে।
সেক্ষেত্রে আপনার ট্রানজেকশন এর ইনপুট হল- ৩

আউটপুট
আউটপুট টা সহজ, আপনি কয়টা এড্রেস এ পাঠাচ্ছেন সেটাই আউটপুট। আপনি ০.০১ বিটিসি যদি একটা এড্রেস এ পাঠান তাহলে আউটপুট ১, কিংবা আপনার তিন জনে ০.০১ বিটিসি পাঠাবেন এবং সেটা একসাথে।কারন বার বার পাঠানোর চাইতে একসাথে তিনজনকে পাঠানো অনেক সুবিধাজনক নয় কি? সেক্ষেত্রে আপনার আউটপুট হল ৩।


এই ইনপুট আর আউটপুট থেকে কি বোঝা যায়?
আপনি যখন কাউকে বিটিসি পাঠালেন তখন সেখানে কিন্তু ব্লকচেইন রেকর্ড করে রাখতেছে-
১. কোন এড্রেস থেকে বিটিসি যাচ্ছে।
২. কোন এড্রেস এ যাচ্ছে।

তাহলে সহজেই বোঝা যায় বিটকয়েন এর ট্রানজেকশন একটার সাথে আর একটা কানেক্টেড বা লিংক করা আছে।আশা করি কিছু বুঝতে পেরেছেন।এই বিষয়ে কারো কোন কনফিউশন থাকলে শেয়ার করতে পারেন।প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
ধন্যবাদান্তে
Dtalk
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 30, 2019, 03:39:14 PM
##Kyc krte onk jamela ,oi dike na jaoya e better

#2ta bounty krsi bounty ses ,coin o market e ase ,Akhon jodi coin ta Delto tahole 10000$ + ,paitam
ওয়াও, কি কি ক্যাম্পেইন করছেন?

Artcoin.ai & Global risk exchange (Xrx)
এত ইনকাম সম্ভব না।আমি অনেক বাউন্টিতে কাজ করছি। যেগলোর ICO তে মূল্যে ছিল অনেক
 কিন্তু যখনই এক্সচেঞ্জে/ Exchange এ লিস্ট হয়, তখন মূল্য ১০ ভাগের এক ভাগও হয় না। এমন না হইলে আমি এতদিনে $১০০০০০ মিলিয়ন ইনকাম করতাম।
আর XRX হলো Global Property Registery টোকেনের টিকার, Global Risk Exchange (GRE) এর নয় এবং GRE টোকেনের মূল্য $০.০০০০৩৪ এর মতো।
মূল্য দেখার লিংক: https://coincodex.com/crypto/global-risk-exchange-token/

কিন্তু কিছু বাউন্টিতে সেইরকমের ইনকাম করা যায়। যেমন : গত বেয়ার মার্কেটে আমার একটা মাত্র বাউন্টিতে ইনকাম $৩৮০+ হয়েছে। এক্ষেত্রে ভালো বাউন্টিতে কাজ করা উচিত।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 30, 2019, 03:18:29 PM
বিটকয়েনের মূল্যে ৩০% কারেকশন আসতে পারে অর্থ্যাৎ মূল্য কমতে পারে

প্রথমেই S_Therapist কে ধন্যবাদ। আর যারা বিটকয়েন বা অলটকয়েন ট্রেডিং করেন, তাদের জন্য এই পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ।

২০১৭ থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে অনেকটা হাইপ বা জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।যদিও ২০১৩ ও ২০১৫ সালে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু ২০১৭ সালে জনগণের মধ্যে উত্তেজনা ছিল অন্যরকম এবং বিটকয়েনের মূল্য কল্পনাতীত বৃদ্ধি পায়। যারা বিটকয়েন ট্রেডিং করেন, তারা হয়ত অনেকে জানেন আবার অনেকেই জানেন না যে, যখনই বিগত সময়ে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে হাইপের/উত্তেজনার সৃষ্টি হয়।তখনই বিটকয়েনের মূল্যে কারেকশন আসে বা বিটকয়েনের মূল্য কমা কিছুটা শুরু করে। এরপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করে। নিচের ছবিটি ভালো করে দেখুন।

ছবিটি হলো বিটকয়েনের মূল্যের চার্ট/গ্রাফ, যেখানে ২০১৭ সালে শুরু হওয়া বুল মার্কেট এবং ২০১৮ সালের বেয়ার মার্কেটে বিটকয়েনের মূল্যের কারেকশন চিহ্নিত করা হয়েছে।
 বুল মার্কেটে ( বিটকয়েনের মূল্য যখন বৃদ্ধি পায়,তখনকার মার্কেট ) ১নং এর ক্ষেত্রে, ২০১৭ সালে যখনই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে তখনই মূল্য কমেছে ২৭%-৩০%। এরপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করে। ২নং এ গিয়ে আবার বিটকয়েনের মূল্য কমেছে এবং ২৫% এর মতো কমার ওর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করেছিল।এরপর বিটকয়েনের মূল্য $২০,০০০ পর্যন্ত বৃদ্ধি পায়।বিটকয়েনের এই কারেকশন বা মূল্য কমা শুধু যে বুল মার্কেটে চলেছে এমন না। এই কারেকশন বা মূল্য কমা বেয়ার মার্কেটে ( বিটকয়েনের মূল্য যখন হ্রাস পায়,তখনকার মার্কেট) বেশি দেখা গিয়েছিল।
 বেয়ার মার্কেটে অর্থ্যাৎ ২০১৮ সালে বিটকয়েনের মূল্য যখন অস্বাভাবিকভাবে হ্রাস পেতে থাকে। তখনও বিটকয়েনের মূল্যে কারেকশন হয়। যেমন: ১নং এ বিটকয়েনের মূল্য অস্বাভাবিকভাবে কমার পর আবার কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এরপরই আবার বিটকয়েনের মূল্য অধিকহারে হ্রাস পায় অর্থ্যাৎ বিটকয়েনের মূল্যে আবার কারেকশন হয়। ঠিক এমনভাবেই ২নং, ৩নং, ৪নং ও ৫নং এ বিটকয়েনের মূল্য কারেকশন হয়েছে এবং বিটকয়েনের মূল্য ক্রমাগত হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে এবারও বিটকয়েনের মূল্যে কারেকশন হতে পারে। নিচের ছবিটির মতো বিটকয়েনের মূল্য কমার পর আবার বৃদ্ধি পেতে পারে।
 
তাই যারা বিটকয়েনের মার্জিন ট্রেডিং করেন, তারা সতর্কতার সাথে ট্রেড করবেন। কিন্তু একটা বিষয় সকলকে মাথায় রাখতে হবে যে, সকল প্রকার ইনডিকেটর বিটকয়েনের মূল্যকে বুলিশ দেখাচ্ছে।কারণ গত ৩ মাসে বিটকয়েনের মূল্য কল্পনাতীত হারে বৃদ্ধি পেয়েছে। আর বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে খারাপ খবর কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি।যেমন: বাইন্যান্স/বিন্যান্স এর ৭০০০ বিটকয়েন হ্যাক/চুরির বিষয়টি।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 01:03:28 PM
##Kyc krte onk jamela ,oi dike na jaoya e better

#2ta bounty krsi bounty ses ,coin o market e ase ,Akhon jodi coin ta Delto tahole 10000$ + ,paitam
ওয়াও, কি কি ক্যাম্পেইন করছেন?
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 12:46:24 PM
##Temon krsi na 1 year kore 800$ + but 700$ miss kore pelsi ,coin chilo amr kase jokhon market e price 700$ ,ami jantam na but onk khojsi pai ni ,jodi google e serch krtam paitam ,lak kharap pore 50$ seel korsi
QUOTE টা ঠিক করে নেন।২০১৭ এর শেষ থেকে ২০১৮ এর ১ম কোয়ার্টার আলটা মার্কেট ভালোই ছিল।ক্রিপ্টোতে রেগুলার যোগাযোগ রাখতে হয়।
২০১৮ এর জানুয়ারিতে আমি একটা কয়েন এর দাম $৫ ছিল দেখে $১০ এ সেল অর্ডার বসাইছিলাম।পরদিন সকালে দেখলাম আমার অর্ডার সেল হয়ে দাম $১৭, এইজন্যই রেগুলার খেয়াল রাখতে হয়।

1st time tai buji ni aste aste mota moti onk bounty kore ida hoyse ,onk kiso sikte parsi insha'Allah agami te valo kiso hbe but beshi bag coin scam hoy r bounty o
এখন মার্কেটের ৯০+% প্রজেক্ট স্কেম।কোন বাউন্টি তে জয়েন করার আগে এইখানে শেয়ার করে সবার মতামত নিতে পারেন।ভালো ক্যাম্পেইন ম্যানেজার ছাড়া জয়েন করবেন না।
বর্তমানে হামফুজ এর একটা ক্যাম্পেইন রানিং আছে, কে.ওয়াই.সি করতে পারলে সেটা ট্রাই করে দেখতে পারেন।ভালো হবে।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 12:36:45 PM
##Temon krsi na 1 year kore 800$ + but 700$ miss kore pelsi ,coin chilo amr kase jokhon market e price 700$ ,ami jantam na but onk khojsi pai ni ,jodi google e serch krtam paitam ,lak kharap pore 50$ seel korsi
QUOTE টা ঠিক করে নেন।২০১৭ এর শেষ থেকে ২০১৮ এর ১ম কোয়ার্টার আলটা মার্কেট ভালোই ছিল।ক্রিপ্টোতে রেগুলার যোগাযোগ রাখতে হয়।
২০১৮ এর জানুয়ারিতে আমি একটা কয়েন এর দাম $৫ ছিল দেখে $১০ এ সেল অর্ডার বসাইছিলাম।পরদিন সকালে দেখলাম আমার অর্ডার সেল হয়ে দাম $১৭, এইজন্যই রেগুলার খেয়াল রাখতে হয়।
full member
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
May 30, 2019, 12:20:53 PM
বাংলাদেশ থেকে ইউসার ও কম। তারপর ইন্টারনেট এক্সেস আর বিটকয়েন সম্পর্কে ধারনা তো এক কথায় জিরো ই ধরা যায়। আর নিউবি রা সব বুজতেই অনেক টাইম লেগে যায়, নিজে না বুজলে অন্যকে বুজাবে কেমনে। Grin
আপনারা যারা আগে থেকে আছেন, তারা প্রতিদিন কিছুনা কিছু ইনফরমেশন দেন, তাইলেই তো একটিবিটি বাড়বে, আর নিউবি রা ও সহজেই সব বিষয় স্পামিং, মাইনিং আর নতুন নতুন আপডেট পেয়ে আগাই যাইতে পারবে।
ওয়েটিং ফর নিউ ইনফরমেশন পোস্ট ফর্ম অল অফ ইউ এস এ নিউবি।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কিন্তু বিষয়টা কিছুটা  হাস্যকর।অনেকে আছে একসাথে ২-৩ টা একাউন্ট চালায়। এই যুক্তিতে কেউ নিউবি হইলে যে, ক্রিপটোকারেন্সি সম্পর্কে জানে না এমন সবসময় হয় না। সে এই সম্পর্কে কিছুটা জানে বিধায় একাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন করছে।
ওসব কথা নিয়ে আর তর্ক না করি। আমার কাছে বিটকয়েনের প্রাইজ/মূল্য নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে। আমি শীঘ্রই এই বিষয়ে পোষ্ট দিব ( মোবাইলে লেখতে সময় লাগে)।

উনি ঠিকই বলছে, যদিও এইখানে শেয়ার করে আসলে খুব একটা লাভ নাই কারন কয়দিন পর এই পোস্টগুলো আমাদের পোস্টের অন্তরালে হারিয়ে যাবে।আর সেইজন্য আমাদের আলাদা বোর্ড দরকার।
বিটকয়েন এর মূল্য নিয়ে শেয়ার করতে পারেন।এতে সবাই ডিসকাস করতে পারবে।তবে মূল্যের চাইতে বিটকয়েন এর টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়, কারন আমরা বেশিরভাগ মানুষ এখনো টেকনিক্যাল ব্যাপারগুলোতে অজ্ঞ।আর ওই ব্যাপারগুলো বুঝতে পারলেই মানুষ বিটকয়েন এর সুবিধা অসুবিধা বুঝতে পারবে।
আপনাদের ইন্টারেস্ট থাকলে আমি এইখানেই কিছু ব্যাপার নিয়ে পোস্ট করতে পারি।একেবারে সাধারণ বিষয়গুলো থেকে শুরু করব।আপনাদের ইন্টারেস্ট পেলেই কেবল শুরু করতে পারি।
আপনারা বলেন যে বিটকয়েন এর কোন টেকনিক্যাল ব্যাপার নিয়ে পোস্ট পেতে চান?

K kemon earn krtesen?
আপনি কেমন আর্ন করতেছেন? আপনি তো অনেকগুলো ক্যাম্পেইন করতেছেন মনে হয়।
এই ফোরামটাকে যারা জ্ঞান অর্জন করার জন্য ব্যবহার করবে তাদের জন্য আর্ন করা সহজ।কারন আপনি যত জ্ঞান অর্জন করতে পারবেন মেরিট পাওয়ার চান্স ও বাড়বে।আর র‍্যাংক ও বাড়বে।
র‍্যাংক বাড়লে সহজেই বিটকয়েন পেমেন্ট ক্যাম্পেইন করে সপ্তাহে $২৫+ মেম্বার আইডি দিয়ে আর্ন করা যায়।ফুল মেম্বার হলে মোটামুটি $৪০+ করা যায়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 30, 2019, 02:46:16 AM
বাংলাদেশ থেকে ইউসার ও কম। তারপর ইন্টারনেট এক্সেস আর বিটকয়েন সম্পর্কে ধারনা তো এক কথায় জিরো ই ধরা যায়। আর নিউবি রা সব বুজতেই অনেক টাইম লেগে যায়, নিজে না বুজলে অন্যকে বুজাবে কেমনে। Grin
আপনারা যারা আগে থেকে আছেন, তারা প্রতিদিন কিছুনা কিছু ইনফরমেশন দেন, তাইলেই তো একটিবিটি বাড়বে, আর নিউবি রা ও সহজেই সব বিষয় স্পামিং, মাইনিং আর নতুন নতুন আপডেট পেয়ে আগাই যাইতে পারবে।
ওয়েটিং ফর নিউ ইনফরমেশন পোস্ট ফর্ম অল অফ ইউ এস এ নিউবি।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কিন্তু বিষয়টা কিছুটা  হাস্যকর।অনেকে আছে একসাথে ২-৩ টা একাউন্ট চালায়। এই যুক্তিতে কেউ নিউবি হইলে যে, ক্রিপটোকারেন্সি সম্পর্কে জানে না এমন সবসময় হয় না। সে এই সম্পর্কে কিছুটা জানে বিধায় একাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন করছে।
ওসব কথা নিয়ে আর তর্ক না করি। আমার কাছে বিটকয়েনের প্রাইজ/মূল্য নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আছে। আমি শীঘ্রই এই বিষয়ে পোষ্ট দিব ( মোবাইলে লেখতে সময় লাগে)।
newbie
Activity: 21
Merit: 0
May 29, 2019, 02:32:42 PM
বাংলাদেশ থেকে ইউসার ও কম। তারপর ইন্টারনেট এক্সেস আর বিটকয়েন সম্পর্কে ধারনা তো এক কথায় জিরো ই ধরা যায়। আর নিউবি রা সব বুজতেই অনেক টাইম লেগে যায়, নিজে না বুজলে অন্যকে বুজাবে কেমনে। Grin
আপনারা যারা আগে থেকে আছেন, তারা প্রতিদিন কিছুনা কিছু ইনফরমেশন দেন, তাইলেই তো একটিবিটি বাড়বে, আর নিউবি রা ও সহজেই সব বিষয় স্পামিং, মাইনিং আর নতুন নতুন আপডেট পেয়ে আগাই যাইতে পারবে।
ওয়েটিং ফর নিউ ইনফরমেশন পোস্ট ফর্ম অল অফ ইউ এস এ নিউবি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 28, 2019, 10:08:29 AM
আপনার কিরকম সহযোগীতা লাগবে তা আমাদের জানান  কেও না কেও এখানে আপনাকে সহযোগীতা করতে পারবে আশা করি 
ভাই, সহযোগিতা বলতে উনি বুঝাইতে চাইছেন যে, আমরা এইখানে আরো বেশি একটিভ/নিয়মিত হয়ে বিটকয়েন ও অলটকয়েন নিয়ে আলোচনা করার মাধ্যমে অন্যকে নুতুন বিষয়গুলো জানানোর মাধ্যমে বাংলায় নিজস্ব একটা সাবফোরাম/লোকাল সেকশন পাই।
এজন্য আপনি যদি কোনো নুতুন তথ্য জানেন যা এখানে এখনো পোষ্ট করা হয়নি। সেই বিষয়টি পোষ্ট করে অন্যকে জানান। এতে সবাই উপকৃত হবে।
newbie
Activity: 58
Merit: 0
May 28, 2019, 05:58:26 AM
আপনার কিরকম সহযোগীতা লাগবে তা আমাদের জানান  কেও না কেও এখানে আপনাকে সহযোগীতা করতে পারবে আশা করি 
Jump to: