বিটকয়েনের মূল্যে ৩০% কারেকশন আসতে পারে অর্থ্যাৎ মূল্য কমতে পারে
প্রথমেই S_Therapist কে ধন্যবাদ। আর যারা বিটকয়েন বা অলটকয়েন ট্রেডিং করেন, তাদের জন্য এই পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ।
২০১৭ থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে অনেকটা হাইপ বা জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।যদিও ২০১৩ ও ২০১৫ সালে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু ২০১৭ সালে জনগণের মধ্যে উত্তেজনা ছিল অন্যরকম এবং বিটকয়েনের মূল্য কল্পনাতীত বৃদ্ধি পায়। যারা বিটকয়েন ট্রেডিং করেন, তারা হয়ত অনেকে জানেন আবার অনেকেই জানেন না যে, যখনই বিগত সময়ে বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে হাইপের/উত্তেজনার সৃষ্টি হয়।তখনই বিটকয়েনের মূল্যে কারেকশন আসে বা বিটকয়েনের মূল্য কমা কিছুটা শুরু করে। এরপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করে। নিচের ছবিটি ভালো করে দেখুন।
ছবিটি হলো বিটকয়েনের মূল্যের চার্ট/গ্রাফ, যেখানে ২০১৭ সালে শুরু হওয়া বুল মার্কেট এবং ২০১৮ সালের বেয়ার মার্কেটে বিটকয়েনের মূল্যের কারেকশন চিহ্নিত করা হয়েছে।
বুল মার্কেটে ( বিটকয়েনের মূল্য যখন বৃদ্ধি পায়,তখনকার মার্কেট ) ১নং এর ক্ষেত্রে, ২০১৭ সালে যখনই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে তখনই মূল্য কমেছে ২৭%-৩০%। এরপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করে। ২নং এ গিয়ে আবার বিটকয়েনের মূল্য কমেছে এবং ২৫% এর মতো কমার ওর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু করেছিল।এরপর বিটকয়েনের মূল্য $২০,০০০ পর্যন্ত বৃদ্ধি পায়।বিটকয়েনের এই কারেকশন বা মূল্য কমা শুধু যে বুল মার্কেটে চলেছে এমন না। এই কারেকশন বা মূল্য কমা বেয়ার মার্কেটে ( বিটকয়েনের মূল্য যখন হ্রাস পায়,তখনকার মার্কেট) বেশি দেখা গিয়েছিল।
বেয়ার মার্কেটে অর্থ্যাৎ ২০১৮ সালে বিটকয়েনের মূল্য যখন অস্বাভাবিকভাবে হ্রাস পেতে থাকে। তখনও বিটকয়েনের মূল্যে কারেকশন হয়। যেমন: ১নং এ বিটকয়েনের মূল্য অস্বাভাবিকভাবে কমার পর আবার কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এরপরই আবার বিটকয়েনের মূল্য অধিকহারে হ্রাস পায় অর্থ্যাৎ বিটকয়েনের মূল্যে আবার কারেকশন হয়। ঠিক এমনভাবেই ২নং, ৩নং, ৪নং ও ৫নং এ বিটকয়েনের মূল্য কারেকশন হয়েছে এবং বিটকয়েনের মূল্য ক্রমাগত হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে এবারও বিটকয়েনের মূল্যে কারেকশন হতে পারে। নিচের ছবিটির মতো বিটকয়েনের মূল্য কমার পর আবার বৃদ্ধি পেতে পারে।
তাই যারা বিটকয়েনের মার্জিন ট্রেডিং করেন, তারা সতর্কতার সাথে ট্রেড করবেন। কিন্তু একটা বিষয় সকলকে মাথায় রাখতে হবে যে, সকল প্রকার ইনডিকেটর বিটকয়েনের মূল্যকে বুলিশ দেখাচ্ছে।কারণ গত ৩ মাসে বিটকয়েনের মূল্য কল্পনাতীত হারে বৃদ্ধি পেয়েছে। আর বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে খারাপ খবর কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি।যেমন: বাইন্যান্স/বিন্যান্স এর ৭০০০ বিটকয়েন হ্যাক/চুরির বিষয়টি।