Author

Topic: বাংলা (Bengali) - page 490. (Read 5737692 times)

jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 03:07:42 AM
jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 03:02:53 AM
reply ডিলেট করলে কি কোন সমস্যা আছে
হ্যা অতিরিক্ত ডিলিট করলে সমস্যা আছে। আপনার পোস্টের মান খারাপ হলে, স্পামিং করলে পোস্ট ডিলিট করে দেবে মোডারেটর আর কয়েকবার ডিলিট করার পড় আবার এরকম পোস্ট করলে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পাড়ে।
member
Activity: 532
Merit: 15
Trader
October 13, 2018, 09:31:39 PM
এই পোষ্টটি নতুনদের জন্য করা
ফোরামে কিছুদিন যাবত দেখতেছি কিছু নতুন মেম্বাররা সাধারণ বিষয় গুলোও বুঝে না। নিজ থেকে কোনো রকম বোঝার চেষ্টা না করে ফোরামে পোষ্ট করে (আমাকে হেল্প করুন) (আমি নতুন আমাকে সাহায্য করুন) (আমি কি কাজ করতে পাড়বো)  ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু মেম্বার তাদেরর সমস্যা উল্লেখ করেছে আমি তাদের সমাধান দিচ্ছি।
আমি কি এখন কাজ করতে পাড়বো / কাজ করতে কত অ্যাক্টিভিটি বা পোষ্ট লাগবে।
=> হ্যা আপনি কাজ করতে পাড়বেন।
আপনার কাজ করার জন্য কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন নেই শুধু ১ টা অ্যাক্টিভিটি হয়ে নিউবায় হলেই আপনি বাউন্টি তে জয়েন করতে পাড়বেন। আপনি বাউন্টির সিগনেচার ক্যাম্পিং বাদ দিয়ে অন্য সবগুলো ক্যাম্পিং এ জয়েন করতে পাড়বেন। কেননা শুধু সিগনেচারের ক্ষেত্রেই তারা পজিশন দেখে আর পজিশন অনুযায়ী সিগনেচার কোডগুলো বানায়। সিগনেচার ক্যাম্পিং বাদ দিয়ে আপনি নিউবায় হয়ে যে পরিমান প্যমেন্ট পাবেন একজন লেজেন্ডারি মেম্বারও সমানই প্যমেন্ট পাবে কেননা সোসিয়াল ক্যাম্পিং গুলা নির্ভর করবে আপনার। ফেসবুক ফ্রেন্ড, টুইটার ফলো, ইউটিউব সাবস্ক্রাইবের/ভিও , রিডিট কারমা, লিনকডিন কানেকশন,  মিডিয়াম ফলো। এগুলার ওপর আপনার এগুলা যত বেশি থাকবে তত আপনি স্টেক বেশি পাবেন।
এখান থেকে আপনার পছন্দমতো বাউন্টি খুজে নিন: Bounty

আমার পোষ্ট ডিলিট করে দেওয়া হয় কেনো
আপনার পোস্ট কোয়ালিটি ভালো হয়না। হয় স্পামিং হয়, হয়তো সেক্সচুয়ালিটি হয়, হয়তবা একেবারে লো কোয়ালিটি হয় এর কারনে মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দেয়। ভালো মানের পোষ্ট করুন ডিলিট করবে না।

আমি প্রতিদিন কয়টা পোষ্ট করতে পাড়বো
বিটকয়েন টক এর নিয়ম অনুযায়ী প্রতি ৩৬০ সেকেন্ড মানে ৬ মিনিট পড় পড় একটি করে পোষ্ট করা যায় তবে প্রতিদিন কাজের রিপোর্ট জমা পোস্ট বাদ দিয়ে ৪-৫ টা পোষ্ট করাই বেটার। তার অধিক না করাই ভালো।

আমি মেরিট পাবো কিভাবে
মেরিট পেতে হলে আপনাকে ভালো মানের পোষ্ট করতে হবে। আপনার পোষ্ট হেল্পফুল হতে হবে। নতুন আপডেট কিছু পোষ্ট করতে হবে যেন আপনার পোষ্ট দেখে অন্যরা কিছু শিখতে পাড়ে। কপি পেস্ট করবেন না। নিজ থেকে ভালো কিছু পোস্ট করবেন। এবং অন্যরা যে কোয়ালিটির পোস্টে করে মেরিট পেয়েছে তাদের নিয়ম অনুসরণ করবেন। ভূলেও কপি করতে যাবেন না।
newbie
Activity: 57
Merit: 0
October 13, 2018, 01:29:12 PM
@Tanveer201109 আপনার কি হেল্প লাগবে আপনি কি সম্পর্কে জানতে চান সেইটা লেখে পোষ্ট করুন যতসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আমি না পাড়লে সিনিয়র ভাইয়েরা আপনাকে হেল্প করবে। কিন্তু অযথা পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এভাবে পোষ্ট করবেন না।
উনি আসলে এইখানের কিছুই জানেনা। আর আমরা এতটাই অলস যে ধৈর্য ধরতে পারিনা। বাই দ্যা ওয়ে , তানবীর ভাই আপনার যদি কোনো কিছু জানার হয় তাহলে প্রশ্ন করুন ,আমাকে সাহায্য করুন বললে কেমনে হবে।

vai ami ekta campain a jog dite hole kotota activity lagbe??
Campaign এ যোগ দিতে কোনো এক্টিভিটি লাগেনা।

vai kaj kobe theke suru korbo??
apni altcoin section e giye kaj ekhoni shuru korte paren.
vaya ekta scree short dite parbe  na hole kono tutorial vedio ase you tube a
newbie
Activity: 57
Merit: 0
October 13, 2018, 01:23:45 PM
@Tanveer201109 আপনার কি হেল্প লাগবে আপনি কি সম্পর্কে জানতে চান সেইটা লেখে পোষ্ট করুন যতসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আমি না পাড়লে সিনিয়র ভাইয়েরা আপনাকে হেল্প করবে। কিন্তু অযথা পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এভাবে পোষ্ট করবেন না।
উনি আসলে এইখানের কিছুই জানেনা। আর আমরা এতটাই অলস যে ধৈর্য ধরতে পারিনা। বাই দ্যা ওয়ে , তানবীর ভাই আপনার যদি কোনো কিছু জানার হয় তাহলে প্রশ্ন করুন ,আমাকে সাহায্য করুন বললে কেমনে হবে।

vai ami ekta campain a jog dite hole kotota activity lagbe??
Campaign এ যোগ দিতে কোনো এক্টিভিটি লাগেনা।

vai kaj kobe theke suru korbo??
apni altcoin section e giye kaj ekhoni shuru korte paren.
tnq
newbi diye ki kaj suru korte pabo
altcoin a giye vaya ki likha ase ??
newbie
Activity: 57
Merit: 0
October 13, 2018, 01:15:18 PM
@Tanveer201109 আপনার কি হেল্প লাগবে আপনি কি সম্পর্কে জানতে চান সেইটা লেখে পোষ্ট করুন যতসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আমি না পাড়লে সিনিয়র ভাইয়েরা আপনাকে হেল্প করবে। কিন্তু অযথা পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এভাবে পোষ্ট করবেন না।
উনি আসলে এইখানের কিছুই জানেনা। আর আমরা এতটাই অলস যে ধৈর্য ধরতে পারিনা। বাই দ্যা ওয়ে , তানবীর ভাই আপনার যদি কোনো কিছু জানার হয় তাহলে প্রশ্ন করুন ,আমাকে সাহায্য করুন বললে কেমনে হবে।

vai ami ekta campain a jog dite hole kotota activity lagbe??
Campaign এ যোগ দিতে কোনো এক্টিভিটি লাগেনা।
kaj suru korbo kivabe vaya ??
asole kisu mone korben na plz
member
Activity: 252
Merit: 10
October 13, 2018, 01:10:24 PM
@Tanveer201109 আপনার কি হেল্প লাগবে আপনি কি সম্পর্কে জানতে চান সেইটা লেখে পোষ্ট করুন যতসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আমি না পাড়লে সিনিয়র ভাইয়েরা আপনাকে হেল্প করবে। কিন্তু অযথা পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এভাবে পোষ্ট করবেন না।
উনি আসলে এইখানের কিছুই জানেনা। আর আমরা এতটাই অলস যে ধৈর্য ধরতে পারিনা। বাই দ্যা ওয়ে , তানবীর ভাই আপনার যদি কোনো কিছু জানার হয় তাহলে প্রশ্ন করুন ,আমাকে সাহায্য করুন বললে কেমনে হবে।

vai ami ekta campain a jog dite hole kotota activity lagbe??
Campaign এ যোগ দিতে কোনো এক্টিভিটি লাগেনা।

vai kaj kobe theke suru korbo??
apni altcoin section e giye kaj ekhoni shuru korte paren.
member
Activity: 532
Merit: 15
Trader
October 13, 2018, 09:53:47 AM
newbie
Activity: 11
Merit: 0
October 13, 2018, 09:05:24 AM
I am also from Bangladesh, anyone reply please.
vai help me plz plz !!!

@Tanveer201109 আপনার কি হেল্প লাগবে আপনি কি সম্পর্কে জানতে চান সেইটা লেখে পোষ্ট করুন যতসম্ভব হেল্প করার চেষ্টা করবো। আমি না পাড়লে সিনিয়র ভাইয়েরা আপনাকে হেল্প করবে। কিন্তু অযথা পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এভাবে পোষ্ট করবেন না।
newbie
Activity: 11
Merit: 0
October 13, 2018, 08:53:39 AM
newbie
Activity: 11
Merit: 0
October 13, 2018, 05:36:38 AM
সবাই কেমন আছেন।অনেক দিন পরে আসলাম,আচ্ছা ম্যারিট পাবো কিভাবে কেউ বলতে পারেন।
মেরিট পেতে হলে আপনাকে সর্বপ্রথম পোস্টের কোয়ালিটি ভালো করতে হবে। ২য় আপনার ভালো স্ক্রিল থাকতে হবে। আপনাকে এমন পোস্ট করতে হবে যা দেখে অন্যকেও উপক্রিত হয়। তাহলে আপনি মেরিট পেতে পাড়েন।
newbie
Activity: 11
Merit: 0
October 13, 2018, 05:14:56 AM
ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
আপনি কি জানতে চান ডিরেকলি সেটা লিখে পোষ্ট করুন অযথা এইসব লেখার কোনো মানে নেই। যা জানতে চান সেটা উল্লেখ করে পোষ্ট করুন তাহলে বেটার হবে। আর যারা জানে তারা বুঝিয়ে দিতে পাড়বে।
newbie
Activity: 57
Merit: 0
October 13, 2018, 03:23:31 AM
BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।
আমিও কি পার?? 
member
Activity: 252
Merit: 10
October 12, 2018, 09:36:11 AM
Fahim Touhid এবং Andrew Nil ।  আপনারা দুজন কি শুরু করেছেন??
কমপ্লেইন করা ছাড়া আর কোনো রাস্তা দেখছি না। উনারা একটানা কপি করেই চলছেন। কপি পেস্ট এই ফোরামের জঘন্যতম কাজ, সব ফোরামেই কিংবা সব স্থানে হওয়া উচিত। কপি পেস্ট পেলেই রিপোর্ট করুন এইখানে- https://bitcointalksearch.org/topic/report-plagiarism-copypaste-here-mods-please-give-temp-or-permban-as-needed-1926895

ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
যেহেতু আপনি নতুন, আপনাকে আগে ভালোভাবে ফোরামের নিয়মকানুন জানতে হবে এবং সব মেনে চলতে হবে। ফোরামের নিয়ম গুলো জানতে ভিজিট করুন - https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727
jr. member
Activity: 756
Merit: 1
October 12, 2018, 06:56:11 AM
বিটকয়েন ফর্মে যারা কাজ করে তাদের সকলের মঙ্গলকামনা করি।
সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ সবাইকে,
আসসালামু আলাইকুম..😃😃😃
jr. member
Activity: 181
Merit: 5
A Blockchain Mobile Operator With Token Rewards
October 12, 2018, 04:37:31 AM
Fahim Touhid এবং Andrew Nil ।  আপনারা দুজন কি শুরু করেছেন??
একের পর এক কপি পোস্ট করতাছেন। এগুলা কইরা কোনো লাভ নাই। আরো ব্যান হউয়ার সম্ভাবনাটা শুধু বাড়াইতেছেন। যদি কারো জন্যে সাহায্যপ্রত্যাশী পোস্ট করতে চান। তাহলে যে টপিক্স নিয়া সাহায্য করবেন সেই টপিক্স এর উপর একটা থ্রেড খুলেন। এভাবে অযথা বারবার শুধু বড় বড় কপি পোস্ট করে আপনারা থ্রেডটা পোস্ট এ ভইরা ফালাইতেছেন। থ্রেড ক্লিন রাখুন, আর নিজে ব্যান হউয়ার সম্ভাবনাকে কমান।  Be serious!!
newbie
Activity: 210
Merit: 0
October 11, 2018, 12:36:56 PM
ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
কি হেল্প লাগবে বলতে পারেন যথা সাধ্য চেষ্টা করবো। আর এই বাংলা থ্রেডে অনেকেই আছে যারা সবাইকে হেল্প করে। আর নতুনরা যাতে অনেক কিছু জানতে ও শিখতে পারে সে জন্যই বাংলা থ্রেডে সবাই অংশগ্রহণ করে.......
newbie
Activity: 280
Merit: 0
October 10, 2018, 01:10:03 PM
ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি। এই কারেন্সি কোন সরকার বা রাষ্ট্র উৎপাদন বা জোগান দেয় না। এসব বিভিন্ন হার্ডওয়্যারের এর মাধ্যমে ইন্টারনেট এ যুক্ত থেকে মাইনিং করতে হয়। আর এই মাইনিং প্রক্রিয়ায় বিভিন্ন জটিল সব এলগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি সম্পন্ন করেই একেকটি কয়েন বানাতে হয়। ব্লকচেইন এলগোরিদম এর বিভিন্ন প্রক্রিয়ায় একটি কয়েন জেনারেট হতে প্রথম দিকে টাইম খুব কম ( মনে করুন ৫ মিনিট) লাগলেও সময়ের সাথে সাথে এর ডিফিকাল্টি বাড়তে থাকে। এতে করে এক সময় দেখা যায় একটি কয়েন জেনারেট হতে টাইম নেয় ১৫ দিনের বা ৩০ দিনেরও বেশি সময়। আর এই ডিফিকাল্টি এর সাথেই পাল্লা দিয়ে বাড়ে কয়েন রেট।
উদাহরনঃ Bitcoin, OneCoin, Litecoin, Ripple, Dogecoin ইত্যাদি।

সাধারন কারেন্সির সাথে আমরা সবাই পরিচিত। এই যেমন টাকা, রুপি, ইউরো, ডলার, পাউন্ড ইত্যাদি। এই সব মুদ্রা দেশ ভেদে একেক রকম হয়। এদের উৎপাদন এবং নিয়ন্ত্রন ও সরকার বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই মুদ্রার সরবরাহ ইচ্ছেমত বাড়াতে কমাতে পারে। কিন্তু প্রতিটি ক্রিপ্টোকারেন্সি একটি নির্দিস্ট পরিমান কয়েন এর বেশি জেনারেট করতে পারবে না। উদাহরন স্বরূপ Onecoin সর্বোচ্চ ২.১ বিলিয়ন কয়েন জেনারেট করতে পারবে।

একটি মজার ঘটনা এবং একই সাথে দুঃখের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছিঃ

মে, ২০১০ সালে লাজলো হেইঞ্জ নামের এক জন তার কাছে থাকা ১০,০০০ বিট কয়েন দিয়ে ২ টি পিঁজা কিনেছিল। বিট কয়েনের সর্ব প্রথম কোন পণ্য ক্রয় ছিল এটাই প্রথম। বিট কয়েনের ভবিষ্যৎ তিনি বুঝতে পারেন নাই। এর মাত্র ৩ বছরের মধ্যেই প্রতিটি বিট কয়েন এর দাম দাড়ায় প্রায় ১২০০ USD।
যদি ১ btc= 500$ ধরি তাহলে ২ টি পিঁজার মুল্য দাড়ায় 50,00,0,00 $ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আফসোস সেই লাজলোর জন্যে যিনি মিলিওনিয়ার হতে পারতেন কিন্তু তিনি দুর্ভাগ্যের শিকার হয়ে কিছুই হতে পারলেন না।
member
Activity: 86
Merit: 27
October 10, 2018, 11:25:21 AM
ফোরামে নতুন মোডারেটর করার জন্য ভোট চলতেছে আপনারা চাইলে আপনাদের মূল্যবান ভোট দিতে পাড়েন যাকে ইচ্ছে।
LoyceV, theyoungmillionaire, marlboroza, suchmoon, The Pharmacist, Jet Cash, TMAN,DdmrDdmr, Lutpin, Vod, pugman, Piggy, actmyname  এদের মদ্ধে ভোট চলছে
এই পর্যন্ত ভোট হয়েছে ১১০ টা তার মদ্ধে ১ম এ আছেন LoyceV
ভোট থ্রেড

ভোট তালিকা।

মোডারেটর বিবেচনা      ভোট/ উইন %

LoyceV      -                             52 (19.1%)
theyoungmillionaire   -        19 (7%)
marlboroza   -                        14 (5.1%)
suchmoon   -                        32 (11.8%)
The Pharmacist   -                31 (11.4%)
Jet Cash   -                        26 (9.6%)
TMAN   -                                13 (4.8%)
DdmrDdmr   -                         5 (1.8%)
Lutpin    -                               17 (6.3%)
Vod   -                                        41 (15.1%)
pugman   -                                10 (3.7%)
Piggy   -                                  2 (0.7%)
actmyname   -                        10 (3.7%)

এইসব ঢপের post দ্যান ক্যান? এই ভোট কি theymos করাইতাসে? কোথাকার কে খুশিমতো একখান post দিসে, আর আপনিও কইয়া দিলেন "ফোরামে নতুন মোডারেটর করার জন্য ভোট চলতেছে"। আমাগো কি সব গরু-শুয়ার মনে করেন?
jr. member
Activity: 54
Merit: 2
October 10, 2018, 04:55:38 AM
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়
#mohidul Vai eitaa BanglaThret r ekhanee Shovaii Bangalii So Apnii ekhanee Banglaii Boltee paren...R apnar Profilie Dheke monee holo apnii Ei Forum a Onk..Brilliant ekjon Manush...So Amader K Ektu Aktu Help koiren. . Thanks   
Jump to: