Author

Topic: বাংলা (Bengali) - page 489. (Read 5737535 times)

jr. member
Activity: 448
Merit: 1
October 18, 2018, 10:21:39 AM
হাই আমি এই এই সাইডে একদম নিউ যদি আমায় কেও বলতেন আমি কি করে বাউনিট করব।তা হলে একটু ভালো  হত আমার জন্য। @cryptofarid10  থাকলে আমায় একটু সারা দিবেন plzzzz...
বাউন্টি তে দেখেন তারা তাদের কাজের রুলস দিয়ে রাখছে। সপ্তাহে কয়টা টুইটার টুইট, রিটুইট করতে হবে ফেসবুকে কয়টা পোস্ট শেয়ার করতে হবে। আপনি রুলসগুলা ভালোভাবে পড়েন নিজে নিজেই বুঝবেন। আর ইংলিশ না বুঝলে গুগল টান্সলেট ব্যবহার করে ইংলিশ টু বাংলা করে দেখে নেন।
হ্যা বুঝলাম তা আমি কি নিউ বাই হইয়েই বউনটি করতে পারব এবং আমি কি সব দরনের বাউনটি করতে পারব।।।।।। r আমি কিভাবে মেরিট পেতে পারি।। কি দরনের পোস্ট করলে মেরিট পাব।।।।।

 আপনি নিউ হয়ে বাউন্টি করতে পারবেন কিন্তু সব ধরনের বাউন্টি করতে পারবেন না। কারন সব বাউন্টিতে নিউবি একসেপ্ট করে না বাউন্টি করার আগে আপনি  বাউন্টির রুলসগুলা ভাল ভাবে পরে তারপরে বাউন্টিতে জয়েন করেন। মেরিট পেতে হলে আপনাকে ভালো মানের ও হেল্পফুল পোস্ট করতে হবে।
newbie
Activity: 20
Merit: 0
October 18, 2018, 09:50:50 AM
গুলা যত বেশি থাকবে তত আপনি স্টেক বেশি পাবেন।
এখান থেকে আপনার পছন্দমতো বাউন্টি খুজে নিন: Bounty আশা করি সবাই বুঝতে পারছেন।

★ আমার পোষ্ট ডিলিট করে দেওয়া হয় কেনো
আপনার পোস্ট কোয়ালিটি ভালো হয়না। হয় স্পামিং হয়, হয়তো সেক্সচুয়ালিটি হয়, হয়তবা একেবারে লো কোয়ালিটি হয় এর কারনে মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দেয়। ভালো মানের পোষ্ট করুন ডিলিট করবে না।

★ আমি প্রতিদিন কয়টা পোষ্ট করতে পাড়বো
বিটকয়েন টক এর নিয়ম অনুযায়ী প্রতি ৩৬০ সেকেন্ড মানে ৬ মিনিট পড় পড় একটি করে পোষ্ট করা যায় তবে প্রতিদিন কাজের রিপোর্ট জমা পোস্ট বাদ দিয়ে ৪-৫ টা পোষ্ট করাই বেটার। তার অধিক না করাই ভালো।

★ আমি মেরিট পাবো কিভাবে
মেরিট পেতে হলে আপনাকে ভালো মানের পোষ্ট করতে হবে। আপনার পোষ্ট হেল্পফুল হতে হবে। নতুন আপডেট কিছু পোষ্ট করতে হবে যেন আপনার পোষ্ট দেখে অন্যরা কিছু শিখতে পাড়ে। কপি পেস্ট করবেন না। নিজ থেকে ভালো কিছু পোস্ট করবেন। এবং অন্যরা যে কোয়ালিটির পোস্টে করে মেরিট পেয়েছে তাদের নিয়ম অনুসরণ করবেন। ভূলেও কপি করতে যাবেন না। কারন কপি করে পোষ্ট করলে ব্যান্ট  করে দিতে পারে।
ধন্যবাদ.....
jr. member
Activity: 533
Merit: 1
October 18, 2018, 01:44:58 AM
সবার উদ্দেশ্যে বলছি এখন স্পামিং এর পরিমাণ কমলেও এখনও স্পামিং সম্পূর্ণ ভাবে বন্ধ হয় নি। আপনারা সবাই স্পামিং থেকে দূরে থাকুন না হলে ব্যানন অভধারিত কারন স্পামিং করলে কেও ছাড়া পাবে না। লাওডা ছিলেন একজন ক্ষমতাশালী একজন মেম্বার তিনি মটামটি এডমিনের মতই ছিলো। কিন্তু তার কিছু ভূলের জন্য তাকে ডি,টু পজিশন থেকে বের করে দিয়েছে। তার মত মেম্বারকে যদি ভূলের জন্য তার ক্ষমতা কেড়ে নেয় তাহলে আমরা তো কথাকার কি? তাই বলছি সবাই সতর্ক থাকুন। হতে পাড়ে ব্যান খাওয়ার পড় ভবিষ্যৎ এ আর নতুন অ্যাকাউন্টও করতে পাড়বেন না। so everybody Be careful.
Moderator er kachakachi mane ki? Lauda apnar amar moto sadharon member chilo, DT 2 dukse karon taare DT 1 2 jon trust kore. DT 1 duijon trust korle soyong theymos o taake DT 2 theke sorabe na, logically sorate parbe na. akhon Lauda ke DT 1 akjon tar trust area theke badh dise bolei se r DT 2 te nai. That's it. Anyway, sobai amra bitcoin niya alochona kori, forum niya alochona kori, tailei hobe. Amader r jamela hobena, ban o khabona. Spam na korlei holo.
vaya ki vabe bounty join hobo
kono from fillup kora lagbe??

প্রথমে আপনি বাউন্টিতে   ডুকবেন তার পর আপনি  Twitter,  Facebook,  Youtube  আপনি যে বাউন্টিতে join করতে চাইলে দেখবেন
How to Apply :- https://[Suspicious link removed]/forms/IQb5CGdwzhMmkfaB2
 অথবা Registration: HERE  অথবা The registration Form:  লেখা থাকবে  তারপর  এই link এ click করতে হবে click করার পর  একটা From আসবে সেখানে লেখা থাকবে


*
Twitter username *
Twitter Profile URL *
How many followers ? *
Bitcointalk Username
Bitcointalk Profile URL
ETH Address ( NEED TO BE ERC-20
Proof of Authentication Post Link *
আপনার  Gmail id
এই সব আপনাকে ভরাট করতে হবে ভরাট করার পর নিচে দেখবেন  Submit  লেখা সেখানে click করলে bountyতে join হয়ে যাবে।
কিন্তু সব বাউন্টির  google from এর নিয়ম  এক না।
ji vaya .........tnq.....vaya ami parci but ora bolse page a like ...share korte hobe korar pore,,,,, ama k ki vabe kaj dibe
বাউন্টিতে জয়েন করার পর  আপনি  Facebook Camping এ যান তারপর সেখানে দেখেন . Must follow, like and share  at: http://www.facebook.com এই linkএ click করে তাদের Facebook পেইজে যান। তারপর নিচের দিকে যান দেখবেন তাদের at দেওয়া আছে। সেগুলো share করবেন। তারপর আপনি  Facebook home page এ ডুকবেন তরপর নিচের দিকে যাবেন। দেখবেন আপনার share  করা link তরপর like দিবেন। like দেওয়ার পর আপনার আইডির নাম উঠবে  like যে করলেন তার উপরে সেখানে ক্লিক করবেন। তারপর link  copy করে note করবেন। week শেষে জমা দিয়ে দিবেন।কিন্ত  আপনি কয়টা like করবেন share করবেন।সে নিয়ম  বাউন্টিতে দেওয়া থাকবে।  আবার Twitter Camping এ যেয়ে  দেখবেন  follow, like and retweet,  tweets linkথাকবে সেখানে click করবেন তারপর তাদের Twitter official page আসবে। page এ তাদের   at  দেওয়া থাকবে। সেগুলো retweet korban তারপর  like করবেন। উপরে দেখবেন ^ এই রকম চিন্হ আছে। সেখানে click করবেন। তারপর copy link tweet এ  click করবেন। তারপর note করবেন।
 বাউন্টিতে জয়েন করলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন।কিন্ত  আপনার friend,follower  বানাতে হবে। আপনার friend,follower বেশি হলে stake পাবেন বেশি।
jr. member
Activity: 533
Merit: 1
October 17, 2018, 03:45:29 AM
সবার উদ্দেশ্যে বলছি এখন স্পামিং এর পরিমাণ কমলেও এখনও স্পামিং সম্পূর্ণ ভাবে বন্ধ হয় নি। আপনারা সবাই স্পামিং থেকে দূরে থাকুন না হলে ব্যানন অভধারিত কারন স্পামিং করলে কেও ছাড়া পাবে না। লাওডা ছিলেন একজন ক্ষমতাশালী একজন মেম্বার তিনি মটামটি এডমিনের মতই ছিলো। কিন্তু তার কিছু ভূলের জন্য তাকে ডি,টু পজিশন থেকে বের করে দিয়েছে। তার মত মেম্বারকে যদি ভূলের জন্য তার ক্ষমতা কেড়ে নেয় তাহলে আমরা তো কথাকার কি? তাই বলছি সবাই সতর্ক থাকুন। হতে পাড়ে ব্যান খাওয়ার পড় ভবিষ্যৎ এ আর নতুন অ্যাকাউন্টও করতে পাড়বেন না। so everybody Be careful.
Moderator er kachakachi mane ki? Lauda apnar amar moto sadharon member chilo, DT 2 dukse karon taare DT 1 2 jon trust kore. DT 1 duijon trust korle soyong theymos o taake DT 2 theke sorabe na, logically sorate parbe na. akhon Lauda ke DT 1 akjon tar trust area theke badh dise bolei se r DT 2 te nai. That's it. Anyway, sobai amra bitcoin niya alochona kori, forum niya alochona kori, tailei hobe. Amader r jamela hobena, ban o khabona. Spam na korlei holo.
vaya ki vabe bounty join hobo
kono from fillup kora lagbe??

প্রথমে আপনি বাউন্টিতে   ডুকবেন তার পর আপনি  Twitter,  Facebook,  Youtube  আপনি যে বাউন্টিতে join করতে চাইলে দেখবেন
How to Apply :- https://[Suspicious link removed]/forms/IQb5CGdwzhMmkfaB2
 অথবা Registration: HERE  অথবা The registration Form:  লেখা থাকবে  তারপর  এই link এ click করতে হবে click করার পর  একটা From আসবে সেখানে লেখা থাকবে
*
Twitter username *
Twitter Profile URL *
How many followers ? *
Bitcointalk Username
Bitcointalk Profile URL
ETH Address ( NEED TO BE ERC-20
Proof of Authentication Post Link *
আপনার  Gmail id
এই সব আপনাকে ভরাট করতে হবে ভরাট করার পর নিচে দেখবেন  Submit  লেখা সেখানে click করলে bountyতে join হয়ে যাবে।
কিন্তু সব বাউন্টির  google from এর নিয়ম  এক না।
member
Activity: 252
Merit: 10
October 16, 2018, 01:26:30 PM
সবার উদ্দেশ্যে বলছি এখন স্পামিং এর পরিমাণ কমলেও এখনও স্পামিং সম্পূর্ণ ভাবে বন্ধ হয় নি। আপনারা সবাই স্পামিং থেকে দূরে থাকুন না হলে ব্যানন অভধারিত কারন স্পামিং করলে কেও ছাড়া পাবে না। লাওডা ছিলেন একজন ক্ষমতাশালী একজন মেম্বার তিনি মটামটি এডমিনের মতই ছিলো। কিন্তু তার কিছু ভূলের জন্য তাকে ডি,টু পজিশন থেকে বের করে দিয়েছে। তার মত মেম্বারকে যদি ভূলের জন্য তার ক্ষমতা কেড়ে নেয় তাহলে আমরা তো কথাকার কি? তাই বলছি সবাই সতর্ক থাকুন। হতে পাড়ে ব্যান খাওয়ার পড় ভবিষ্যৎ এ আর নতুন অ্যাকাউন্টও করতে পাড়বেন না। so everybody Be careful.
Moderator er kachakachi mane ki? Lauda apnar amar moto sadharon member chilo, DT 2 dukse karon taare DT 1 2 jon trust kore. DT 1 duijon trust korle soyong theymos o taake DT 2 theke sorabe na, logically sorate parbe na. akhon Lauda ke DT 1 akjon tar trust area theke badh dise bolei se r DT 2 te nai. That's it. Anyway, sobai amra bitcoin niya alochona kori, forum niya alochona kori, tailei hobe. Amader r jamela hobena, ban o khabona. Spam na korlei holo.
jr. member
Activity: 187
Merit: 1
October 15, 2018, 10:31:02 PM
কেননা এখন স্কাম বাউন্টি করলেও ব্যান দিচ্ছে। ETHXETH Telegram campaign। বাউন্টি করে প্রায় ৫০০০ আচ্চউন্ট ব্যান খেয়েছে। যারা অই বাউন্টিতে জয়েন করেছিলো সবাই ব্যানন খেয়েছে  তাই বাউন্টি করতেও দেখে করবেন।
কে করছে আর কোথায় করছে ? স্ক্যাম বাউন্টিতে অংশগ্রহণ করলে কিছুই হবেনা। শুধু কেউ যদি একবার ওই বাউন্টি স্ক্যাম  বলে ওইটা থেকে সরে যান। নাহলে একাউন্ট রেড ট্যাগ দেবে। এইটাই। ব্যান তারাই খাবে যারা ফোরামের নিয়ম মানবে না। যারা লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে তাদের ও ব্যান দেয়না ফোরাম।

@সবাই
মাঝে একটু ভালো ছিল আমাদের এই থ্রেড। এখন আবার স্পাম হচ্ছে। দয়া করে সবাই একটু কমন সেন্স ইউজ করেন।
স্কাম বাউন্টিতে জয়েন করলে রেট ট্রাস্ট দেয়। তবে এটা সত্য যে ETHXETH Telegram campaign এটার মদ্ধে যারা যারা জয়েন করেছিলো তারা সবাই ৭ দিনের জন্য ব্যান হয়ছে। তাই সবাই স্কাম বাউন্টি থেকে দূরে থাকুন।
member
Activity: 252
Merit: 10
October 15, 2018, 12:03:05 PM
কেননা এখন স্কাম বাউন্টি করলেও ব্যান দিচ্ছে। ETHXETH Telegram campaign। বাউন্টি করে প্রায় ৫০০০ আচ্চউন্ট ব্যান খেয়েছে। যারা অই বাউন্টিতে জয়েন করেছিলো সবাই ব্যানন খেয়েছে  তাই বাউন্টি করতেও দেখে করবেন।
কে করছে আর কোথায় করছে ? স্ক্যাম বাউন্টিতে অংশগ্রহণ করলে কিছুই হবেনা। শুধু কেউ যদি একবার ওই বাউন্টি স্ক্যাম  বলে ওইটা থেকে সরে যান। নাহলে একাউন্ট রেড ট্যাগ দেবে। এইটাই। ব্যান তারাই খাবে যারা ফোরামের নিয়ম মানবে না। যারা লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে তাদের ও ব্যান দেয়না ফোরাম।

@সবাই
মাঝে একটু ভালো ছিল আমাদের এই থ্রেড। এখন আবার স্পাম হচ্ছে। দয়া করে সবাই একটু কমন সেন্স ইউজ করেন।
jr. member
Activity: 364
Merit: 1
crypto Lover🤓
October 15, 2018, 06:56:33 AM
হাই আমি এই এই সাইডে একদম নিউ যদি আমায় কেও বলতেন আমি কি করে বাউনিট করব।তা হলে একটু ভালো  হত আমার জন্য। @cryptofarid10  থাকলে আমায় একটু সারা দিবেন plzzzz...
বাউন্টি তে দেখেন তারা তাদের কাজের রুলস দিয়ে রাখছে। সপ্তাহে কয়টা টুইটার টুইট, রিটুইট করতে হবে ফেসবুকে কয়টা পোস্ট শেয়ার করতে হবে। আপনি রুলসগুলা ভালোভাবে পড়েন নিজে নিজেই বুঝবেন। আর ইংলিশ না বুঝলে গুগল টান্সলেট ব্যবহার করে ইংলিশ টু বাংলা করে দেখে নেন।
হ্যা বুঝলাম তা আমি কি নিউ বাই হইয়েই বউনটি করতে পারব এবং আমি কি সব দরনের বাউনটি করতে পারব।।।।।। r আমি কিভাবে মেরিট পেতে পারি।। কি দরনের পোস্ট করলে মেরিট পাব।।।।।
newbie
Activity: 5
Merit: 0
October 15, 2018, 04:26:50 AM
বিটকয়েনে লেনদেনের প্রাথমিক সুবিধা কম খরচে বিশ্বের কোথাও পাঠানো এবং অর্থ গ্রহণ করা , এক্ষত্রে মধ্যবর্তী চার্জ দিতে হয় না। বিটকয়েনের অর্থ প্রদানে ব্যক্তির ব্যক্তিগত তথ্য লেনদেনের সাথে সংযুক্ত করতে হয় না।

অপরদিকে, প্রচলিত মুদ্রার সাথে তার নামহীনতার কারনে অপরাধীরা ইন্টারনেটে বিটকয়েনে লেনদেন করতে পছন্দ করে এবং বিটকয়েনের এই নামহীনতার কারণে এটি কালো বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে।

USA এর মতো জি 7 দেশ ইতিবাচকভাবে তার এই লেনদেন গ্রহণ করেছে। Dish Network (DISH), Overstock.com (OSTK) এবং ডেলের মতো প্রভাবশালী সংস্থাগুলি বিটিসি-র সাথে লেনদেনে কোনও সমস্যা করছে না। অস্ট্রেলিয়া, বেলজিয়াম সহ কিছু দেশ যেখানে এই ক্রিপ্টো মুদ্রার বিরুদ্ধে কোনও নিয়ম ও বিধিনিষেধ নেই। বিভিন্ন দেশে বিটকয়েনের স্বীকৃতি সত্ত্বেও, এটি এখনও চীন, ভিয়েতনাম, বলিভিয়া, ইকুয়েডর, রাশিয়া,মরক্কো এমনকি আমাদের দেশ বাংলাদেশে নিষিদ্ধ।

উপরে বর্ণিত দেশগুলির দ্বারা বিটকয়েন নিষিদ্ধ করার কিছু কারণ রয়েছে। প্রথমত, বিটকয়েন ব্যবহারকারীরা নিজ নিজ দেশের সরকার কর্তৃক জারিকৃত আইডি কার্ড ব্যবহার না করে লেনদেন করতে পারে ফলে লেনদেনগুলির নিরীক্ষা ও যেকোনো প্রতারণা, অর্থ লন্ডারিং বা অসাংবিধানিক ক্রিয়াকলাপ সনাক্ত করা এবং প্রতিরোধ সেইদেশের সরকারের জন্য খুব কঠিন হয়ে পড়েছে।

দ্বিতীয়ত, সম্ভাব্য মুদ্রা বিনিময় একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম, ফলে সরকার বিটকয়েনের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা বা কোন আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এখনও আইনি কাঠামো চুড়ান্ত করতে সক্ষম হয়নি।

এছাড়াও, বাংলাদেশে এই মুদ্রাগুলি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, সন্ত্রাসবিরোধী আইন 2009 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাই, কোনও নামহীন বা ছদ্ম নামক ব্যাক্তি বা প্রতিঠানের সাথে অনলাইন ভার্চুয়াল মুদ্রার লেনদেন আর্থিক এবং আইনি ঝুঁকি রয়েছে । এই পরিস্থিতিতে, নাগরিকদের আর্থিক এবং আইনি ক্ষতি এড়ানোর জন্য বিটকয়েন মত ​​ভার্চুয়াল মুদ্রা মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পাদন, সহায়তা এবং বিজ্ঞাপন থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে বাংলাদেশে বিটকয়েন চালু করার জন্য একটি কমিটি কাজ করবে। সরকার বিটকয়েন লেনদেনের সাথে যুক্ত ঝুঁকিটি কমিয়ে আনতে চায় এবং ইলেকট্রনিক পেমেন্টের জন্য সহজ সমাধান দিয়ে যাত্রা করতে চায়।

আমরা বাংলাদেশ ব্যাংকের অধীনে দেশের বিটকয়েন পরীক্ষা শুরু করার একটি সম্ভাব্য পদ্ধতি প্রস্তাব করছি। স্থানীয় ব্যাংকের সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেন পরীক্ষা করতে পারে। লেনদেনের ট্রেস রাখার জন্য, বাংলাদেশ ব্যাংক তাদের অংশগ্রহণকারী স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টধারীদের অ্যাক্সেস এবং বিটকয়েনগুলি তাদের বিদ্যমান ট্রেসযোগ্য মাধ্যম যেমন স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ বা রকেট সনাক্তকরণ ব্যবহার করে বিনিময় করতে নির্দেশনা দিতে পারে। 6 মাসের একটি সফল পরীক্ষানিরীক্ষার পর,বাংলাদেশ ব্যাংক,মাধ্যমিক স্তরে, স্থানীয় ব্যাংকগুলিতে প্রক্রিয়াটিকে ফ্র্যাঞ্চাইজ করতে পারে। আরও 6 মাসের বেশি সময় সফল পরীক্ষানিরীক্ষার পর, বাংলাদেশ ব্যাংক Bkash/iPay ইত্যাদি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ফ্রাঞ্চাইজিংয়ের মাধ্যমে জনসাধারণকে সুবিধাটি প্রদান করতে পারে।

ক্রিপ্টো মুদ্রার জনপ্রিয়তা একটি বিশ্বব্যাপী প্রবণতা হয়ে উঠছে এবং এটি বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আইন প্রণেতাদের জন্য সাময়িকভাবে এই নতুন প্ল্যাটফর্মটি পরীক্ষানিরীক্ষার জন্য উপযুক্ত সময়, কমপক্ষে 1 বছরের মধ্যে কীভাবে হুমকিগুলি কমিয়ে আনা এবং তার সুবিধাগুলি অর্থনীতি ও সমাজের কল্যাণে ব্যবহার করা।

তথ্য : https://www.daily-sun.com/printversion/details/340275/2018/10/03/To-Start-Bitcoin-in-Bangladesh-Legally
newbie
Activity: 57
Merit: 0
October 15, 2018, 04:17:58 AM
জুনিয়র হলে নাকি অনেক বাউন্টি করা যায়, কিভাবে হবো জুনিয়র মেম্বার?
জুনিয়র নয় আপনি নিউবায় থেকেই বাউন্ট করতে পাড়বেন। কারন সোসিয়াল মিডিয়া ক্যাম্পিংগুলায় পজিশন  দেখে না দেখে কাজ। সিগনেচারের ক্ষেত্রে শুধু পজিশনের দরকার হয়।

 Bounty এখান থেকে আপনার ইচ্ছেমত বাউন্টি বেছে করতে পাড়েন।

আপনি অনেক ভাল বলেছেন কিন্তু সিগনেচার বাদে এখানে অনেক বাউন্টি আছে যেগুলা পজিশন  কাজ দুই টা দেখে। সেজন্য আপনার জুনিয়র মেম্বার হয়ে কাজ করাটাই ভাল হবে। জুনিয়র মেম্বার হতে হলে আপনাকে ১ টা মেরিট পেতে হবে। আর মেরিট পাওয়ার জন্য আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে।
সিগনেচার ক্যাম্পিং বাদে অন্য ক্যাম্পিং এর জন্য পজিশন উল্লেখ থাকে অনেক কম এরকম তা হাজারে ৪-৫ টা দেখা যায়। তার অধিক না। তবে জুনিয়র হতে পাড়লে ভালো কারন জুনিয়র হলে সিগনেচারেও অ্যাড হওয়া যাবে।

শর্তাবলী: ফেইসবুক সম্প্রদায়ের সাথে

যোগদান করুন ।

1. আপনার অ্যাকাউন্ট অন্তত 2 মাস বয়সী হতে হবে।
2. ফেসবুক অ্যাকাউন্ট সর্বজনীন হওয়া উচিত, সবার জন্য উন্মুক্ত। স্ক্রোল, মৃত, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বিবেচনা করা হবে না।
3. সর্বনিম্ন 5 reposts এবং প্রতি সপ্তাহে 2 পোস্ট।
4. কমপক্ষে 3 টি হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতি সপ্তাহেব্লিঙ্কেডপ্রকল্পের কমপক্ষে 2 টি অনন্য পোস্ট তৈরি করুন #লিঙ্কযুক্ত#আইআইসিও#বাজারস্থান
#cryptocurrency # টোকেনসেল # ক্রিপ্টো # ব্লকচেনেন # সামাজিক নেটওয়ার্ক # স্যামবল বিজনেস # উদ্যোক্তা # ব্যবসায়
5. ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে কালো তালিকাভুক্ত হবে।
6. আপনার অ্যাকাউন্ট এবং পোস্ট সকল ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হওয়া উচিত।

vai ki bujhaice??
4 no ta ki bujhai ce??

jr. member
Activity: 187
Merit: 1
October 15, 2018, 02:35:34 AM
হাই আমি এই এই সাইডে একদম নিউ যদি আমায় কেও বলতেন আমি কি করে বাউনিট করব।তা হলে একটু ভালো  হত আমার জন্য। @cryptofarid10  থাকলে আমায় একটু সারা দিবেন plzzzz...
বাউন্টি তে দেখেন তারা তাদের কাজের রুলস দিয়ে রাখছে। সপ্তাহে কয়টা টুইটার টুইট, রিটুইট করতে হবে ফেসবুকে কয়টা পোস্ট শেয়ার করতে হবে। আপনি রুলসগুলা ভালোভাবে পড়েন নিজে নিজেই বুঝবেন। আর ইংলিশ না বুঝলে গুগল টান্সলেট ব্যবহার করে ইংলিশ টু বাংলা করে দেখে নেন।
jr. member
Activity: 233
Merit: 1
October 15, 2018, 12:03:44 AM
শুনলাম এখন এই সাইটে বাউন্টি করে আর আগের মত ইনকাম করা যায় না। কিন্তু কেনো। সাইটে এতো কড়া সিকিউরিটি থাকা সত্তেও ৯৫% বাউন্টি স্কাম হচ্ছে এটা কেমন ব্যাপার বুঝতেছি না
 মেনেজাররা শুধু নতুন নতুন বাউন্টি ছাড়তেছে আর পাবলিক ইনভেস্ট করতেছে। সব কয়েনের ico প্রাইজ দেখি অনেক কিন্তু বাউন্টি করলে নাকি কয়েন দিলে তা এক্সচেঞ্জারে আসে না আবার অনেক বাউন্টি থেকে টোকেনি দেয়না। এরকম করলে তো যারা কষ্ট করে কাজ করে তাদের কষ্ট শুধু বিফলে যাবে আর যারা ইনভেস্ট করে তাদের বাশ যাবে। যত তাড়াতাড়ি সম্ভব স্কাম বন্ধ করা দরকার।
আপনি ঠিকই বলেছেন। এইজন্যে আমাদের কে কোন বাউন্টিতে জয়েন করার পূর্বে প্রজেক্টটা নিয়ে অনেক কিছু জানতে হবে।
যেমন: তাদের আইসিও রেটিং, সোসাল মিডিয়া একটিভিটি ইত্যাদি পর্যবক্ষেন করতে হবে।
jr. member
Activity: 458
Merit: 1
October 14, 2018, 09:21:44 PM
jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 08:59:52 PM
শুনলাম এখন এই সাইটে বাউন্টি করে আর আগের মত ইনকাম করা যায় না। কিন্তু কেনো। সাইটে এতো কড়া সিকিউরিটি থাকা সত্তেও ৯৫% বাউন্টি স্কাম হচ্ছে এটা কেমন ব্যাপার বুঝতেছি না
 মেনেজাররা শুধু নতুন নতুন বাউন্টি ছাড়তেছে আর পাবলিক ইনভেস্ট করতেছে। সব কয়েনের ico প্রাইজ দেখি অনেক কিন্তু বাউন্টি করলে নাকি কয়েন দিলে তা এক্সচেঞ্জারে আসে না আবার অনেক বাউন্টি থেকে টোকেনি দেয়না। এরকম করলে তো যারা কষ্ট করে কাজ করে তাদের কষ্ট শুধু বিফলে যাবে আর যারা ইনভেস্ট করে তাদের বাশ যাবে। যত তাড়াতাড়ি সম্ভব স্কাম বন্ধ করা দরকার।
হ্যা এখন অধিকাংশ বাউন্টি স্কাম হচ্ছে কিন্তু আর বেশি দিন হবে না কারন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। দেখেন অনেক full member, sr member পজিশনের মেনেজারদের রেট ট্রাস্ট দিছে। একে একে সবাই ধড়া খাবে। আর কিছুদিন ওয়েট করেন।
jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 09:04:53 AM
জুনিয়র হলে নাকি অনেক বাউন্টি করা যায়, কিভাবে হবো জুনিয়র মেম্বার?
জুনিয়র নয় আপনি নিউবায় থেকেই বাউন্ট করতে পাড়বেন। কারন সোসিয়াল মিডিয়া ক্যাম্পিংগুলায় পজিশন  দেখে না দেখে কাজ। সিগনেচারের ক্ষেত্রে শুধু পজিশনের দরকার হয়।

 Bounty এখান থেকে আপনার ইচ্ছেমত বাউন্টি বেছে করতে পাড়েন।

আপনি অনেক ভাল বলেছেন কিন্তু সিগনেচার বাদে এখানে অনেক বাউন্টি আছে যেগুলা পজিশন  কাজ দুই টা দেখে। সেজন্য আপনার জুনিয়র মেম্বার হয়ে কাজ করাটাই ভাল হবে। জুনিয়র মেম্বার হতে হলে আপনাকে ১ টা মেরিট পেতে হবে। আর মেরিট পাওয়ার জন্য আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে।
সিগনেচার ক্যাম্পিং বাদে অন্য ক্যাম্পিং এর জন্য পজিশন উল্লেখ থাকে অনেক কম এরকম তা হাজারে ৪-৫ টা দেখা যায়। তার অধিক না। তবে জুনিয়র হতে পাড়লে ভালো কারন জুনিয়র হলে সিগনেচারেও অ্যাড হওয়া যাবে।
jr. member
Activity: 448
Merit: 1
October 14, 2018, 08:51:00 AM
জুনিয়র হলে নাকি অনেক বাউন্টি করা যায়, কিভাবে হবো জুনিয়র মেম্বার?
জুনিয়র নয় আপনি নিউবায় থেকেই বাউন্ট করতে পাড়বেন। কারন সোসিয়াল মিডিয়া ক্যাম্পিংগুলায় পজিশন  দেখে না দেখে কাজ। সিগনেচারের ক্ষেত্রে শুধু পজিশনের দরকার হয়।

 Bounty এখান থেকে আপনার ইচ্ছেমত বাউন্টি বেছে করতে পাড়েন।

আপনি অনেক ভাল বলেছেন কিন্তু সিগনেচার বাদে এখানে অনেক বাউন্টি আছে যেগুলা পজিশন  কাজ দুই টা দেখে। সেজন্য আপনার জুনিয়র মেম্বার হয়ে কাজ করাটাই ভাল হবে। জুনিয়র মেম্বার হতে হলে আপনাকে ১ টা মেরিট পেতে হবে। আর মেরিট পাওয়ার জন্য আপনাকে হেল্পফুল পোস্ট করতে হবে।
jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 05:31:16 AM
জুনিয়র হলে নাকি অনেক বাউন্টি করা যায়, কিভাবে হবো জুনিয়র মেম্বার?
জুনিয়র নয় আপনি নিউবায় থেকেই বাউন্ট করতে পাড়বেন। কারন সোসিয়াল মিডিয়া ক্যাম্পিংগুলায় পজিশন  দেখে না দেখে কাজ। সিগনেচারের ক্ষেত্রে শুধু পজিশনের দরকার হয়।

 Bounty এখান থেকে আপনার ইচ্ছেমত বাউন্টি বেছে করতে পাড়েন।
jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 05:23:41 AM
ভাই আমি নতুন আমাকে সাহায্য করেন?
কি সাহায্য লাগবে বলেন।
vai kaj khujbo ki kore ??
নিচের লিনক এ দেখেন অনেক বাউন্টি আছে আর নতুন বাউন্টি আসলেও সেখানে পাবেন। ওইখান থেকে আপনার ইচ্ছে মত বাউন্টি বেছে কাজ করেন
https://bitcointalk.org/index.php?board=238.0
member
Activity: 252
Merit: 10
October 14, 2018, 04:18:57 AM
vai kaj khujbo ki kore ??
ei forum er uddessho kaj deya na. eita bitcoin niye discussion korar forum.
newbie der ei akta somossa. ashei chinta kore kaj korbe.forum ta valo moto dekhun.onek kisu janar ache.ai forum onek history er sakkhi.oigula porun.bitcoin somporke janun.eigular jonnei ei forum.r eigular pashapashi apni jodi earn korte chan tokhn korben.ashei jodi earn er chinta koren taile kemne hobe.
jr. member
Activity: 187
Merit: 1
October 14, 2018, 03:15:18 AM
Jump to: