Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 61. (Read 5316152 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 21, 2024, 11:59:40 AM
~snip~
ভাই আপনি একটা কাজের কাজ করছেন, আমিতো এতদিন ভার্চুয়াল ক্রিপ্ত ডেবিট কার্ড ব্যবহার করার জন্য ইচ্ছা পোষণ করতেছিলাম কারণ অনেক সময় ডলারে পেমেন্ট করতে গিয়ে আটকে যাই, তবে কোনটা ভালো হবে এই দ্বিধায় আটকে ছিলাম।
যাইহোক এখন নিজের দেশেই বসে চালাতে পারবো। আমি এই বিষয়ে আরেকটু এক্সপ্লোর করলাম  ইউটিউবে একটি ভিডিও দেখলাম- https://www.youtube.com/watch?v=c3Kuc94o2pA&t=85s
তারপর আমার মনে হল বর্তমানে MFS সার্ভিস গুলোর মধ্যে সবচাইতে লো কষ্ট হবে এইটা ব্যবহার করলে। আজকে আমি প্রথমবার উপায় ট্রায়াল দিলাম  UCB ব্যাংকের এটিএম বুথ থেকে হাজারে আট টাকা কাটে।
কিন্তু দুঃখের বিষয় একটাই আমি বাইনান্সে পিটুপি এ অর্ডার ক্রিয়েট করার সময়  Upay এর কোন অ্যাড দেখতে পেলাম না।

আস্সালামু আলাইকুম।

Review Master ভাই এর পোষ্ট পড়েছি, আপনার পোষ্ট পড়ার পর আমি অনেক অনুপ্রেরনা পেলাম। তবে অনেকেই এই এমাউন্ট বিশ্বাস করতে চাইবে না কারন তারা নিজেরা সেটা আর্ন করতে পারে নাই।

যাই হোক, আমি নিজেই একটা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল খুলেছিলাম, তবে আমাদের কমিউনিটির একটা ওয়েবসাইট কয়েন আলাপের নাম আপনারা শুনে থাকবেন, আমি চাচ্ছিলাম তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে। এডমিনের সাথে আমার কথা হয়েছে এবং ওনারাও চাচ্ছে আমি কাজ করি। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন এয়ারড্রপের ব্যাপারে আপনারা পোষ্ট পাবেন, তবে কোনো এয়ারড্রপের ব্যাপারে বিস্তর জানার প্রয়োজন হলে আমরা সেটা নিয়ে coinalap.com গোইড পোষ্ট করার কথা ভাবছি। তাছাড়া টেলিগ্রামেও একটা ডিসকাশন গ্রুপ থাকবে, চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। বিগিনারদের জন্য একটা এয়ারড্রপ গাইড পোষ্ট করবো। কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে মিলে কাজ করতে পারলেই সবার সাকসেস হওয়া সম্ভব। আমাদের কমিউনিটির আরো একজন আমাদের সাথে কাজ করবেন, আশা করি উনি সময় মতো এই ব্যাপারে পোষ্ট করবেন।

কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/coinalap_airdrop
আমার ব্যাক্তিগত টেলিগ্রাম আইডি: https://t.me/learnbitcoinbd

রামাদান কারিম!
ওয়ালাইকুম আসসালাম,
ভাই আপনাদের আগ্রহ এবং রিভিউ মাস্টার ভাইয়ের পোস্ট দেখে তো আমারও ইচ্ছা জাগছে এই রিলেটেড কাজ শুরু করে দেওয়া, এখন আমি যদি কাজ শুরু করে দেই আবার বইলেন না  শুনে শুনে মুসলমান হইছি  Grin
আর কয়েন আলাপ এর সাথে কোলাবোরেশন এর কথা শুনে আমার ভালো লাগলো, আপনার জন্য এবং কয়েনআলাপ এর ভাইয়ের জন্য রইল 🖤
 কয়েনআলাপ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ওয়েবসাইট যেটাতে অনেক মূল্যবান তথ্য শেয়ারিং করা আছে একজন নতুন ব্যক্তি যে ক্রিপ্ত কারেন্সি সম্পর্কে কিছু জানে না ব্লক কি ট্রানজেকশন ফি কেন বেশি হয় বা কম হয় এরকম  অনেক ধরনের আর্টিকেল রয়েছে- নতুনদের এই ভিজিট ওয়েবসাইটটি করতে বলবো। https://www.coinalap.com/
hero member
Activity: 2156
Merit: 803
Top Crypto Casino
March 21, 2024, 08:17:25 AM
BC.GAME থেকে আয়োজিত আইপিএল খেলা নিয়ে ফ্রি ভবিষ্যতবানী কনটেস্ট আয়োজন করা হয়েছেন। এই কনটেস্ট পরিচালনা করবে @pakhitheboss। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে মিনিমাম মেম্বার সদস্য হতে হবে। এই কনটেস্ট ২২ মার্চ থেকে শুরু হবে। আপনাদের এই কনটেস্টে অংশগ্রহণের করার জন্য কোন ফি দিতে হবে না। আপনারা যারা ভবিষ্যৎবানী কনটেস্টে অংশগ্রহণ করতে ইচ্চুক, প্রথম পর্যায়ের আবেদন করুন। ২২শে মার্চ থেকে প্রতি ম্যাচের ভবিষ্যৎ বানী করুন। আপনারা সঠিক ভবিষ্যৎবাণী করার চেষ্টা করবেন, আপনাদের ভবিষ্যতবাণী ভুল হলে আপনাদের পয়েন্ট কমানো হবে। সকলের জন্য শুভকামনা।
 
কনটেন্ট লিংক: https://bitcointalksearch.org/topic/m.63828086



আপনি ভালোভাবে খেয়াল করে দেখতে পাবেন প্রত্যেকটা ম্যাচের জন্য রান সিস্টেম রয়েছে এবং আপনি সঠিক উত্তর দিলে আপনি রান পাবেন কিন্তু যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে আপনার সঠিক উত্তরের রান পয়েন্ট থেকে আপনাকে মাইনাস করে দেবে অর্থাৎ আপনি যদি সঠিক উত্তর দেন এবং সঠিক উত্তরের পয়েন্ট হিসেবে যা দেওয়া হবে এবং ওই পয়েন্ট থেকে পরবর্তীতে ভুল উত্তর হলে অবশ্যই আপনাকে মাইনাস পয়েন্ট করে দেবে অর্থাৎ আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে বিষয়টি ওইরকম সঠিক উত্তরের জন্য পূর্ণ পয়েন্ট কিন্তু যদি ভুল উত্তর দেন তাহলে ওই সঠিক উত্তরের পয়েন্ট থেকে আপনার মাইনাস পয়েন্ট কাটা যাবে। বিষয়টি হয়ে দাঁড়ালো পরিশেষে অনেক পার্টিসিপেন্ট পাওয়া যাবে যাদের টোটাল স্কোর হবে মাইনাসের। আমিও ওই ক্যাটাগরিতে পড়তে পারি।

SCORED RUNS..

Match Winner (10 runs)
Highest Runs by a batter (5 runs)
Highest Wicket by a bowler (5 runs)
Player of the Match (10 runs)

..LOST RUNS..

Incorrect Match Winner (-5 runs)
Incorrect Player of the Match (-3 runs)
Incorrect Top Scorer (-2 runs)
Incorrect Highest Wicket-Taker (-2 runs)

..BOUNDARIES..

Predict the Final Score of the Winning Team (within +/- 10 runs) (+5 runs)
Predict who will hit Maximum Sixes (+3 runs)
Predict the team that will win the toss (+2 runs)

Hello, I hope I'm not breaking any rules. I don't think you understood the calculation we were discussing, and I don't agree with your reasoning. Could you please perform a simple math calculation? If we have a total of 40 runs and we insert a negative runs, what would be the new total?

I'd like to clarify that negative runs won't result in a negative total score of runs. By cumulative runs, I meant that the total score will determine the winner. Do you think it's possible to get a negative total score? If so, then the user with the higher runs out of every game or with negative runs which should be less than all the participants would end up winning the contest.

Please do DM me if you have any more questions and do understand it iopportunity a lifetime oppertunity to earn Bitcoin worth $70 when the market is green. It is free an do not need any investment from anyone participating in the contest.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 21, 2024, 04:54:02 AM
আস্সালামু আলাইকুম।

Review Master ভাই এর পোষ্ট পড়েছি, আপনার পোষ্ট পড়ার পর আমি অনেক অনুপ্রেরনা পেলাম। তবে অনেকেই এই এমাউন্ট বিশ্বাস করতে চাইবে না কারন তারা নিজেরা সেটা আর্ন করতে পারে নাই।

যাই হোক, আমি নিজেই একটা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল খুলেছিলাম, তবে আমাদের কমিউনিটির একটা ওয়েবসাইট কয়েন আলাপের নাম আপনারা শুনে থাকবেন, আমি চাচ্ছিলাম তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে। এডমিনের সাথে আমার কথা হয়েছে এবং ওনারাও চাচ্ছে আমি কাজ করি। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন এয়ারড্রপের ব্যাপারে আপনারা পোষ্ট পাবেন, তবে কোনো এয়ারড্রপের ব্যাপারে বিস্তর জানার প্রয়োজন হলে আমরা সেটা নিয়ে coinalap.com গোইড পোষ্ট করার কথা ভাবছি। তাছাড়া টেলিগ্রামেও একটা ডিসকাশন গ্রুপ থাকবে, চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। বিগিনারদের জন্য একটা এয়ারড্রপ গাইড পোষ্ট করবো। কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে মিলে কাজ করতে পারলেই সবার সাকসেস হওয়া সম্ভব। আমাদের কমিউনিটির আরো একজন আমাদের সাথে কাজ করবেন, আশা করি উনি সময় মতো এই ব্যাপারে পোষ্ট করবেন।

কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/coinalap_airdrop
আমার ব্যাক্তিগত টেলিগ্রাম আইডি: https://t.me/learnbitcoinbd

রামাদান কারিম!
sr. member
Activity: 518
Merit: 268
March 21, 2024, 04:27:24 AM
BC.GAME থেকে আয়োজিত আইপিএল খেলা নিয়ে ফ্রি ভবিষ্যতবানী কনটেস্ট আয়োজন করা হয়েছেন। এই কনটেস্ট পরিচালনা করবে @pakhitheboss। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে মিনিমাম মেম্বার সদস্য হতে হবে। এই কনটেস্ট ২২ মার্চ থেকে শুরু হবে। আপনাদের এই কনটেস্টে অংশগ্রহণের করার জন্য কোন ফি দিতে হবে না। আপনারা যারা ভবিষ্যৎবানী কনটেস্টে অংশগ্রহণ করতে ইচ্চুক, প্রথম পর্যায়ের আবেদন করুন। ২২শে মার্চ থেকে প্রতি ম্যাচের ভবিষ্যৎ বানী করুন। আপনারা সঠিক ভবিষ্যৎবাণী করার চেষ্টা করবেন, আপনাদের ভবিষ্যতবাণী ভুল হলে আপনাদের পয়েন্ট কমানো হবে। সকলের জন্য শুভকামনা।
 
কনটেন্ট লিংক: https://bitcointalksearch.org/topic/m.63828086



আপনি ভালোভাবে খেয়াল করে দেখতে পাবেন প্রত্যেকটা ম্যাচের জন্য রান সিস্টেম রয়েছে এবং আপনি সঠিক উত্তর দিলে আপনি রান পাবেন কিন্তু যদি ভুল উত্তর হয়ে যায় তাহলে আপনার সঠিক উত্তরের রান পয়েন্ট থেকে আপনাকে মাইনাস করে দেবে অর্থাৎ আপনি যদি সঠিক উত্তর দেন এবং সঠিক উত্তরের পয়েন্ট হিসেবে যা দেওয়া হবে এবং ওই পয়েন্ট থেকে পরবর্তীতে ভুল উত্তর হলে অবশ্যই আপনাকে মাইনাস পয়েন্ট করে দেবে অর্থাৎ আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে বিষয়টি ওইরকম সঠিক উত্তরের জন্য পূর্ণ পয়েন্ট কিন্তু যদি ভুল উত্তর দেন তাহলে ওই সঠিক উত্তরের পয়েন্ট থেকে আপনার মাইনাস পয়েন্ট কাটা যাবে। বিষয়টি হয়ে দাঁড়ালো পরিশেষে অনেক পার্টিসিপেন্ট পাওয়া যাবে যাদের টোটাল স্কোর হবে মাইনাসের। আমিও ওই ক্যাটাগরিতে পড়তে পারি।

SCORED RUNS..

Match Winner (10 runs)
Highest Runs by a batter (5 runs)
Highest Wicket by a bowler (5 runs)
Player of the Match (10 runs)

..LOST RUNS..

Incorrect Match Winner (-5 runs)
Incorrect Player of the Match (-3 runs)
Incorrect Top Scorer (-2 runs)
Incorrect Highest Wicket-Taker (-2 runs)

..BOUNDARIES..

Predict the Final Score of the Winning Team (within +/- 10 runs) (+5 runs)
Predict who will hit Maximum Sixes (+3 runs)
Predict the team that will win the toss (+2 runs)
newbie
Activity: 4
Merit: 0
March 20, 2024, 11:31:35 PM
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।



আসসালামুয়ালাইকুম ভাই এই মাহে রমজান মাসে আপনার Sr. Member হওয়ার কারণে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার জন্য দোয়া রইল ভাই এমনকি আমি সবার জন্য সব সময় দোয়া করি আপনি আরো এগিয়ে যান এমনকি সবাই আরো এগিয়ে যাক এটাই চাই ভাই তবে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি এই গ্রুপে নতুন
https://i.postimg.cc/PqwCMkSS/Picsart-24-03-21-10-12-48-770.jpg

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 20, 2024, 10:11:21 PM
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।

প্রথমে অভিনন্দন জানাই, আপনি দীর্ঘদিন ধৈর্য ধরে এই ফোরামে সময় ব্যয় করেছেন যার ফলে আজকে সিনিয়র মেম্বার হতে পেরেছেন। আপনার জন্য আমি দুয়া করি আপনি যেন আরো এগিয়ে যেতে পারেন। আপনার এর পরের টার্গেট হিরো মেম্বার হওয়া, তার পরের টার্গেট থাকবে লিজেন্ডারি হওয়া। আজকে খুবই ভালো লাগছে আরো একজন সিনিয়র মেম্বার আমাদের থ্রেডে পেলাম। আপনার প্রতি দুয়া ও ভালোবাসা রইলো।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 20, 2024, 08:25:38 PM
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 20, 2024, 08:52:49 AM
BC.GAME থেকে আয়োজিত আইপিএল খেলা নিয়ে ফ্রি ভবিষ্যতবানী কনটেস্ট আয়োজন করা হয়েছেন। এই কনটেস্ট পরিচালনা করবে @pakhitheboss। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে মিনিমাম মেম্বার সদস্য হতে হবে। এই কনটেস্ট ২২ মার্চ থেকে শুরু হবে। আপনাদের এই কনটেস্টে অংশগ্রহণের করার জন্য কোন ফি দিতে হবে না। আপনারা যারা ভবিষ্যৎবানী কনটেস্টে অংশগ্রহণ করতে ইচ্চুক, প্রথম পর্যায়ের আবেদন করুন। ২২শে মার্চ থেকে প্রতি ম্যাচের ভবিষ্যৎ বানী করুন। আপনারা সঠিক ভবিষ্যৎবাণী করার চেষ্টা করবেন, আপনাদের ভবিষ্যতবাণী ভুল হলে আপনাদের পয়েন্ট কমানো হবে। সকলের জন্য শুভকামনা।
 
কনটেন্ট লিংক: https://bitcointalksearch.org/topic/m.63828086


legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
March 20, 2024, 07:31:52 AM
ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র‍্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।

ভাই চেষ্টা করুন সব র‍্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।

আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।
আমি ঠিক এটাই বলতে যাছিলাম । আমি এপ্লাই করিনা কারণ সমস্যার  সম্মুখীন হতে হবে। আমি ২০১৯ সালে একবার ভাবসিলাম Ledger wallet নিয়ে অর্ডার দিব। কয়েকজন কে জিজ্জাসা করলাম খরচ নিয়ে বলসে যে দাম তার থেকে দিগুণ টাকা লাগসে এবং কাস্টমে চেক করে জিজ্জাসাও করতে পারে । এরপর মাথা থেকে Ledger wallet এর চিন্তা বাদ দিয়ে দিছি।
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।
sr. member
Activity: 1064
Merit: 265
Vave.com - Crypto Casino
March 20, 2024, 06:31:05 AM
ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র‍্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।

ভাই চেষ্টা করুন সব র‍্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।

আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।
আমি ঠিক এটাই বলতে যাছিলাম । আমি এপ্লাই করিনা কারণ সমস্যার  সম্মুখীন হতে হবে। আমি ২০১৯ সালে একবার ভাবসিলাম Ledger wallet নিয়ে অর্ডার দিব। কয়েকজন কে জিজ্জাসা করলাম খরচ নিয়ে বলসে যে দাম তার থেকে দিগুণ টাকা লাগসে এবং কাস্টমে চেক করে জিজ্জাসাও করতে পারে । এরপর মাথা থেকে Ledger wallet এর চিন্তা বাদ দিয়ে দিছি।
newbie
Activity: 4
Merit: 0
March 20, 2024, 02:09:08 AM
HamiltonCommunity এই ম্যানেজার কাউকে স্টিক দেয় না এবং তাদের গ্রুপে যদি কেউ এপ্লাই করে তাকে সেই স্টিক তো দেয় না তাকে যদি এমনি ইনবক্সে কেউ নক দেয় তাহলে সে তাকে ব্লক করে দেয় সে সম্পূর্ণ আমাদের বাংলাদেশে ম্যানেজার আপনাদেরে যদি কারো বিশ্বাস না হয় তাকে আপনারা মেসেজ করে দেখতে পারেন সাথে সাথে ব্লক করে দেয় আমি ম্যানেজার সম্পর্কে বলতে চাই তিন চার দিনের মধ্যে যদি সবার স্টেট সবাইকে না দেওয়া হয় তাহলে আপনার সম্পর্কে পদক্ষেপ নেওয়া হবে আপনি হয়তো জানেন না আপনার মত অনেক ম্যানেজার আইডি এরকম করার কারণে বাতিল করে দেওয়া হয়েছে আর আমি জানি আপনি বাংলাদেশ গ্রুপে আছেন পোস্টটা দেখলে স্টেক আপডেট শুরু করে দিয়েন  বাংলাদেশের কোন বিষয়ে এমন এক ম্যানেজারের সাথে কথা বলছি তারা সাথে সাথে রিপ্লাই দেয় আর আপনি দুইটা ম্যারিড নিয়ে এমন ভাব ধইরা থাকেন যে কাউকে রিপ্লাই দেন না   Little Mouse বাইরে আমি যখন তখন মেসেজ পাঠাইছি আমার এখানে সব সময় রিপ্লাই দিয়েছে যে কোন হেল্প চাইলে সে আমাকে হেল্প করছে আর সবাইকে এসে হেল্প করে আর আপনি এমন ম্যানেজার হয়েছেন দুইটা ম্যারেড নিয়ে কেউ যদি আপনার কাছে কিছু বলে আপনি তাকে সাথে সাথে ব্লক করে দেন কেন রে ভাই আমরা কি পরিশ্রম করে কাজ করে না আমাদের যদি কোন ভুল হয় তাহলে বলেন কেন ব্লক করে দেন
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 20, 2024, 01:16:22 AM
আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।

আমি সম্ভবতো ২ বার জিতছিলাম, দুই বারের একবারও নেই নি এই শিপিং এর ঝামেলায়। অন্য এক ফরেনারকে দিয়ে দিসি। তার উপর শিপিং এর খরচ নিজের পকেট দিয়ে বহন করতে হবে। মিনিমাম তো ২০-৩০ ডলার লাগবেই এসবে। তার উপর কার্ডে কোনো টাকা লোড করাও নাই। বেটার হয় অন্য কাউকে দিয়ে দেয়ার যার এসব কালেক্ট করার শখ আছে (আমার মতে)।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 20, 2024, 12:08:24 AM
ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র‍্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।

ভাই চেষ্টা করুন সব র‍্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।

আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 19, 2024, 06:30:05 PM
ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র‍্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।

ভাই চেষ্টা করুন সব র‍্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 19, 2024, 06:12:28 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৫৫ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/--5489259
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!




ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 18, 2024, 07:05:40 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৫৫ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/--5489259
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 17, 2024, 11:53:42 PM
হুম ভাই ভালো মন্ধ সব জায়গাতেই আছে, এখন এই ধরনের কেস গুলো খুব বেশীদিন হাইলাইট থাকেনা একটা মুচলেকা নিলেই বাঁদি পক্ষের কেউ আর মিডিয়ার সামনে কথা বলতে আসবেনা, তবে আমাদের কমুনিটির শক্ত কেউ নাই তাছাড়া এগুলো এতদূর বাড়তে পারতোনা। আসলে বাস্তব সত্য হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষের জন্যে অনলাইন সেক্টর টা এখন পর্ন্ত অবহেলিত।

আসলে আমাদের সিষ্টেমটাই উল্টা। বাংলাদেশ কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ভারতকে ফলো করে থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কিন্তু ভারতকে ফলো করেনি। আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ, এটার সুযোগ নিচ্ছে একটা মহল। আইনি ভাবে আসলে আপনি তাদের বিরুদ্ধে কোনো একশন নিতে পারবেন না। কারন আইনের চোখে কিন্তু আপনি নিজেই একজন অপরাধী। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যাম এর ঘটনা ঘঠছে, তবে কেউ সাহস করে মামলা মোকদ্দমা করে না কারন তারা নিজেরা জানে যে তারা নিজেরাই এখানে আইনের চোখে অপরাধী। খুব বড় কোনো এমাউন্ট স্ক্যাম না হলে সেগুলো সবার চোখের সামনে আসে না। কমিউনিটির শক্ত কে থাকবে বলেন? আপনি অবৈধ কিছুর পক্ষে থেকে তো কিছু করতে পারবেন না। পলক সাহেব দু-চার কথা বলতো, এখন আর বলে না।
আমি নিজেই ২০১৮ সালে স্ক্যাম এর শিকার হয়েছি। ০.১২বিটকয়েন ও এল্ট্যাকয়েন । কিন্তু কিছু করতে পারি নি আইনি ভাবে। সেই থেকে আমি প্রায় অর্থনৈতিক ভাবে খুব বাজে অবস্থানে আছি । এবং সেই সময় আমি একা না প্রায় ২০-৩০ জনের টাকা আত্মসাৎ করেছে। সব মিলিয়ে সেই সময়ের ৫-৭ কোটি টাকা ।

আমার দেখা আরও অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে কিন্তু সামনে আসেনা ঘটনা গুলো, তার প্রধান কারণ হোল বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিশিধ্য। কেউ যদি কোন কারণ বসতো সাময়িক সাহায্য পেয়ে থাকে তাহলে পরে টার গলার কাটা হয়ে যাবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করবে তারাও তো ছেড়ে দিয়ে কথা বলবেনা। তাদেরও তো পরিচিত মানুষ আছে বিভিন্ন্য জায়গাতে তারা আবার এটাক দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।
sr. member
Activity: 1064
Merit: 265
Vave.com - Crypto Casino
March 17, 2024, 02:17:12 PM
হুম ভাই ভালো মন্ধ সব জায়গাতেই আছে, এখন এই ধরনের কেস গুলো খুব বেশীদিন হাইলাইট থাকেনা একটা মুচলেকা নিলেই বাঁদি পক্ষের কেউ আর মিডিয়ার সামনে কথা বলতে আসবেনা, তবে আমাদের কমুনিটির শক্ত কেউ নাই তাছাড়া এগুলো এতদূর বাড়তে পারতোনা। আসলে বাস্তব সত্য হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষের জন্যে অনলাইন সেক্টর টা এখন পর্ন্ত অবহেলিত।

আসলে আমাদের সিষ্টেমটাই উল্টা। বাংলাদেশ কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ভারতকে ফলো করে থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির বেলায় কিন্তু ভারতকে ফলো করেনি। আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অবৈধ, এটার সুযোগ নিচ্ছে একটা মহল। আইনি ভাবে আসলে আপনি তাদের বিরুদ্ধে কোনো একশন নিতে পারবেন না। কারন আইনের চোখে কিন্তু আপনি নিজেই একজন অপরাধী। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কিন্তু বাংলাদেশে প্রচুর স্ক্যাম এর ঘটনা ঘঠছে, তবে কেউ সাহস করে মামলা মোকদ্দমা করে না কারন তারা নিজেরা জানে যে তারা নিজেরাই এখানে আইনের চোখে অপরাধী। খুব বড় কোনো এমাউন্ট স্ক্যাম না হলে সেগুলো সবার চোখের সামনে আসে না। কমিউনিটির শক্ত কে থাকবে বলেন? আপনি অবৈধ কিছুর পক্ষে থেকে তো কিছু করতে পারবেন না। পলক সাহেব দু-চার কথা বলতো, এখন আর বলে না।
আমি নিজেই ২০১৮ সালে স্ক্যাম এর শিকার হয়েছি। ০.১২বিটকয়েন ও এল্ট্যাকয়েন । কিন্তু কিছু করতে পারি নি আইনি ভাবে। সেই থেকে আমি প্রায় অর্থনৈতিক ভাবে খুব বাজে অবস্থানে আছি । এবং সেই সময় আমি একা না প্রায় ২০-৩০ জনের টাকা আত্মসাৎ করেছে। সব মিলিয়ে সেই সময়ের ৫-৭ কোটি টাকা ।
member
Activity: 108
Merit: 46
March 17, 2024, 04:24:09 AM
Quote

প্রথমেই বলে নেই  আমাকে কিন্তু উপায় স্পন্সর করে নিয়ে এই পোস্টটি করার জন্য তবে আমার মনে হল জিনিসটা এখানে শেয়ার করা উচিত অনেকেই হয়তো আমার মতন ব্যাংক একাউন্টে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করা নিয়ে নানান প্রবলেম ফেস করতে ছিলেন।
দেশে এই প্রথম "উপায়" নামের MFS সার্ভিস প্রোভাইডার এই প্রথম এই মারাত্মক পদক্ষেপটি গ্রহণ করেছে। এর মাধ্যমে আপনি ঘরে বসেই ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন।
আমার ভাষায় এর বেনিফিট গুলো-
          -বিভিন্ন অ্যাপস এ পেমেন্ট মেক আউট করতে পারবেন-গুগল প্লে স্টোর,
          -ইউটিউব প্রিমিয়াম কিনতে গিয়ে,
          -কোন গেমসে পেমেন্ট মেক আউট করতে(Steam,Epic etc),
          - তাছাড়া ডুয়েল কারেন্সিতে তারা যেসব কাজ করা যায় আর কি,
          - যেকোনো এটিএম থেকে এই কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন,


Quote from: Upay link=https://www.upaybd.com/Latest-offer/ucb-upay-prepaid-card
মূল সুবিধাসমূহ :
  • সহজলভ্যতা: গ্রাহকরা সহজেই নিজের উপায় অ্যাপ অথবা  নির্দিষ্ট উপায় এজেন্ট থেকে এই কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড পেতে পারেন। এই কার্ডের আবেদন করতে গ্রাহককে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না।
  • সহজে কার্ড লোড সুবিধা: গ্রাহকরা তার নিজের অ্যাপ কিংবা দেশজুড়ে উপায়-এর ১৩০,০০০ এজেন্ট পয়েন্ট থেকে এই কার্ডে টাকা লোড করতে পারবেন।
  • অ্যাপ এ পাবেন কার্ডের বিস্তারিত: এই কার্ডের গ্রাহকগণ নিজের উপায় অ্যাপ থেকেই কার্ডের তথ্য, বর্তমান ব্যালেন্স এবং লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন।
  • ডুয়েল কারেন্সী: ডুয়েল কারেন্সি সুবিধার কারনে গ্রাহকগণ এই কার্ডের মাধ্যমে দেশে কিংবা বিদেশে ভিসা অনুমোদিত POS মার্চেন্টে কেনাকাটা, অনলাইন কেনাকাটা এবং এটিএম থেকে টাকা উত্তোলনের সুবিধা উপভোগ করতে পারবেন।
  • ভ্রমণের স্বাধীনতা: আপনার নিশ্চিন্ত ভ্রমণের অন্যতম বড় সঙ্গী হতে পারে এই প্রিপেইড কার্ডটি। ভ্রমণে থাকাকালীন অবস্থায় আপনি প্রয়োজনে দেশের যেকোন উপায় এজেন্ট থেকে টাকা লোড করে লেনদেন ব্যয়ের যোগান নিশ্চিত করুন।



এক নজরে প্রিপেইড কার্ড:
গ্রহণযোগ্যতা: বিশ্বজুড়ে VISA মার্চেন্টে গ্রহণযোগ্য
কার্ড আবেদন: উপায় থেকে (উপায় এজেন্ট এবং উপায় অ্যাপ এর মাধ্যমে)
কার্ড লোড: উপায় থেকে (উপায় এজেন্ট এবং উপায় অ্যাপ এর মাধ্যমে)
কারেন্সী : ডুয়েল কারেন্সী
মেয়াদ : ৫ বছর
কিভাবে ইউসিবি উপায় প্রিপেইড কার্ড রেজিস্ট্রেশন করবেন অ্যাপ এর মাধ্যমে ?


আরো ডিটেলস জানতে উপায়ে ওয়েবসাইট এর এই অফিসিয়াল পেজটি ভিজিট করুন- https://www.upaybd.com/Latest-offer/ucb-upay-prepaid-card




sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
March 16, 2024, 10:06:00 PM

পাই কনটেস্টে দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছেন। আপনারা যারা ভোট দিতে চান আপনারা ভোট দিতে পারবেন। যাদের ৩০ মেরিট সাথে ৩০ টা এক্টিবিটি রয়েছে তারাই ভোট দিতে পারবেন। আপনি চাইলে এক জনকে ভোট দিতে পারবেন, আপনি সর্বোচ্চ ৪ জন পর্যন্ত ভোট দিতে পারবেন। ভোট সময়সীমা ১৫-২৯শে মার্চ ছিলো কিন্তু পরিবর্তন করা হয়েছেন। আপনারা ১৭- ৩১শে মার্চ পর্যন্ত ভোট দিতে পারবেন। যদি কেউ আপনারা আপনাদের এন্ট্রি ভোট সংস্করণে দেখতে না পান, তাহলে আপনারা হয়তো নিয়ম অনুসরণ করেন নাই। আমাদের লোকাল থেকে বেশ কয়েকজনের এন্টি দেখতে পেলাম, দেখা যাক আমাদের লোকাল থ্রেড থেকে কেউ উইন হয় কী না।

পাই কন্টেস্ট দ্বিতীয় সংস্করণের লিংক:: https://bitcointalksearch.org/topic/m.63815989
Pages:
Jump to: