Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 73. (Read 5683680 times)

sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 29, 2024, 08:47:39 PM
Themos-এর পক্ষ থেকে, $500 যোগ করা হবে বিটকয়েন পিৎজা প্রতিযোগিতার তহবিলে যা মে মাসে অনুষ্ঠিত হবে (প্রতিযোগিতার স্কেল বিশাল হবে)!

সবাই মে মাসের পিৎজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে যান। আশা রাখবো বাংলাদেশ থেকে কেউ ফাস্ট প্লেস করবেন।
খুবই ভালো খবর যে পিজ্জা কনটেস্টে পুরুস্কার $৫০০ এড করা হয়েছে। পিজ্জা কনটেস্ট এবছর তাহলে খুবই আকর্ষণীয় হতে চলেছে।

তবে, পাই কনটেস্ট এর সকলের খবর কী? অংশগ্রহণকারী খুব একটা বেশি দেখা যাচ্ছা না। বাংগালীরা সবাই ভালো ভালো পাই বানিয়ে ফেলেছেন। আমার কাছে সব সবচেয়ে ভালো লেগেছে @CL ভাইয়ের পাই, খুবই সুন্দর হয়েছে দেখছেন কী আপনারা সকলে? আমাদের লোকাল থেকে যেন বিজয়ী হয়।

@Little Mouse ভাই অভিনন্দন, আপনার প্রথম স্টেপ শেষ হয়েছে। মার্কেটে দাম ০.৪৮ উঠেছিলো। আচ্ছা ভাই তাইলে ২য় স্টেপ শুরু হয়েছে? তাইলে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু কয়েন কিনবো।
member
Activity: 84
Merit: 57
February 29, 2024, 02:39:20 PM
[ফলাফল ২০২৩] Bitcointalk কমিউনিটি অ্যাওয়ার্ডে ফলাফল প্রকাশ করা হয়েছে ওখানে এই Hero of Good, Golden Feather, Bitcointalk Ninja, Bitcoin Geek, Discovery of the Year, SpamBuster, Craft Master, Antihero, Miss Bitcointalk, Even of tje Year, Fail of the Year পদগুলোর পার্থী নির্বাচন করা হয়েছে। ওখানে আমি নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানাতে গিয়ে একটি সুন্দর নিউজ চোখে পড়ে গেলো সেটা আমাদের বাংলা থ্রেডে জানিয়ে দিলাম খুশির খবর।

On behalf of Theymos, $500 will be added to the Bitcoin Pizza competition fund that will take place in May (the scale of the competition will be huge)!
Themos-এর পক্ষ থেকে, $500 যোগ করা হবে বিটকয়েন পিৎজা প্রতিযোগিতার তহবিলে যা মে মাসে অনুষ্ঠিত হবে (প্রতিযোগিতার স্কেল বিশাল হবে)!

সবাই মে মাসের পিৎজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে যান। আশা রাখবো বাংলাদেশ থেকে কেউ ফাস্ট প্লেস করবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 29, 2024, 12:37:06 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৫২ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/free-raffle-552-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5486580
WHAT CRASH?  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?

Please read here first >>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953

Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 29, 2024, 09:16:34 AM
1
আজকে Sr Member র‍্যাংক অতিক্রম করতে পেড়ে আমি সত্যিই অনেক আনন্দিত আমি আশা করেছিলাম না যে এতো তারাতারি Sr member র‍্যাংক এ আসতে পাড়বো। আমাদের বাংলাদেশ বোর্ড এখন অনেকটা এক্টিভ এবং এখানে অনেকেই আছেন যারা যথেষ্ট হেল্পফুল আমি কারো নাম মেনশন করলাম না এটা সবাই জানে যে কে কে হেল্পফুল। যাইহোক সবার সহযোগিতার ফলেই বাংলা বোর্ডে অনেকগুলো একাউন্ট ভালো ভালো র‍্যাংক অর্জন করতে পেড়েছে। সবার একতাবদ্ধতা যেনো সবসময় থাকে এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে

অভিনন্দন @Z_MBFM সিনিউর মেম্বার হবার জন্যে, যাক শেষ পর্যন্ত আমরা আরো একজকে আমরা Sr Member পেলাম আমাদের কমুনিটিতে, আগামীতে হয়তো আমরা আরো বেশ কিছু মানুষকে ভালো অবস্থানে দেখতে পাবো আশা করি।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 29, 2024, 07:57:38 AM
অভিনন্দন জানাই @Z_MBFM ভাইকে। আবারো আমাদের বাংলা থ্রেডের আরো একজন সদস্যর রেংক আপ হলো এবং আমাদের লোকাল থ্রেডের একজন সিনিয়র মেম্বারের সংখা বেড়ে গেলো। ভাই আপনি অনেক পরিশ্রম করেছেন যার ফলে নতুন রেংকে পা দিতে পেরেছেন। যাইহোক, আপনার প্রতি দুয়া রইলো আরো অনেক এগিয়ে যান, এর পরের রেংক হিরো এবং তার পর লিজেন্ডারি র‍্যাঙ্ক যেনো উত্তীর্ণ হতে পারেন। আপনার জন্য শুভকামনা ভাই।
 
sr. member
Activity: 616
Merit: 322
February 29, 2024, 07:44:06 AM
@Z_MBFM ভাই +1 এবং অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহর ইচ্ছা আর আপনাদের সহযোগিতা সব মিলা আমি Sr Member র‍্যাংকে যেতে পেড়েছি।

Z_MBFM কংগ্রাচুলেশন ভাই আপনি ফুল মেম্বার থেকে এসআর মেম্বার হওয়ার জন্য। সামনে দিকে এগিয়ে যান ভাই আপনার এই  পজিশনে আসার পথটা অনেক দিনের সাধনা। আশা করি আমাদের মাঝে আরো ভালো কিছু শেয়ার করে সাহায্য সহযোগিতা করে আমাদের সাথে নিয়ে এগিয়ে যাবেন ভাই।
আপনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ভাই তেমন কিছু জানিনা পাড়িও না। ক্রিপ্টো দুনিয়ায় অনেক কিছু আছে যার ১% আমি জানি কি না জানি না। তবে যতটুকু জানি সবাইকেই জানানোর চেষ্টা করি। চেষ্টা করেন আপনিও একদিন বড় র‍্যাংকে যাবেন।



আজকে Sr Member র‍্যাংক অতিক্রম করতে পেড়ে আমি সত্যিই অনেক আনন্দিত আমি আশা করেছিলাম না যে এতো তারাতারি Sr member র‍্যাংক এ আসতে পাড়বো। আমাদের বাংলাদেশ বোর্ড এখন অনেকটা এক্টিভ এবং এখানে অনেকেই আছেন যারা যথেষ্ট হেল্পফুল আমি কারো নাম মেনশন করলাম না এটা সবাই জানে যে কে কে হেল্পফুল। যাইহোক সবার সহযোগিতার ফলেই বাংলা বোর্ডে অনেকগুলো একাউন্ট ভালো ভালো র‍্যাংক অর্জন করতে পেড়েছে। সবার একতাবদ্ধতা যেনো সবসময় থাকে এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে
member
Activity: 84
Merit: 57
February 29, 2024, 07:27:01 AM
Z_MBFM কংগ্রাচুলেশন ভাই আপনি ফুল মেম্বার থেকে এসআর মেম্বার হওয়ার জন্য। সামনে দিকে এগিয়ে যান ভাই আপনার এই  পজিশনে আসার পথটা অনেক দিনের সাধনা। আশা করি আমাদের মাঝে আরো ভালো কিছু শেয়ার করে সাহায্য সহযোগিতা করে আমাদের সাথে নিয়ে এগিয়ে যাবেন ভাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 29, 2024, 07:24:54 AM
আমি যেমনটা বলেছি, বিটকয়েন কিনে হোল্ড করে যদি লস করেন, সেটার জন্য বিপদে পড়তে হতে পারে। যেহেতু আপনার ফোরাম থেকে বিটকয়েন ইনকাম করার একটা উপায় আছে, আপনি কিন্তু চাইলে সেটার সঠিক ব্যাবহার করতে পারেন। প্রতি সপ্তাহে যেই পেমেন্ট পাচ্ছেন, সেটা খরচ না করে হোল্ড করতে পারেন। যতটুকু দরকার শুধু ততটুকুই খরচ করবেন। বাকিটা সেভ করার চেস্টা করেন। একটা সময় দেখবেন আপনার ভালো একটা হোল্ডিং হয়ে গেছে।

আমি কাউকেই সাজেশন করবো না যে আপনি কোনো কিছু সেল করে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনেন। কারণ, বিটকয়েন কখন কি করবে তা কেউ জানে না। তবে আপাতত বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে আমরা বুল রানে এন্ট্রি নিয়ে ফেলেছি।
হেই ভাই! আমি তো একটা মিসটেক করে ফেলছি গত পরশু বিটকয়েন 56k যখন ছিল তখন আমি আমার হোল্ড করা বিটকয়েন এর মধ্যে ৪০০ ডলার সেল দিয়েছিলাম ভেবেছিলাম আবার তো নিচে নামবেই সেল দিয়ে আবার ৫০কে তে বাই অর্ডার দিয়েছিলাম, এখন দেখি বিটকয়েন গতকালকে ম্যাজিক দেখালো। আমার ওই ৪০০ ডলার ভাঙ্গার কোন ইচ্ছা নাই আবারো বিটকয়েনে ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে। এখন ভাই আমি কি করবো সেটাই বুঝতেছিনা এখনি কিনে রাখবো নাকি আবার কিছুদিন ওয়েট করবো, যদিও আমার মনে হচ্ছে ওয়েট করাই ভালো হবে কারণ এত তাড়াতাড়ি পাম্প দিয়েছে যেহেতু।
আমারও তো তাই মনে হচ্ছে যে বিটকয়েন বুল রানে ঢুকে পড়েছে, তবে হিস্টরি কি চেঞ্জ করে দিল, হাল্ভিং সিজন আসার পূর্বেই অলটাইম হাই প্রাইস টাচ করবে?


@Z_MBFM ভাই +1 এবং অভিনন্দন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 29, 2024, 05:59:04 AM
বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
ভাই যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে গতকালকে দেখলাম ৬৪কে প্লাস হয়েছিলো, আমারও মনে হয় হালভিং হওয়ার আগেই বিটকয়েনের সর্বোচ্চ দাম অতিক্রম করতে পারে। যদি এই বছরে বিটকয়েনের দাম ১০০কে হয়ে যায়, তাহলে আগামীবছর কত হতে পারে ভেবে দেখছেন? আগামী বছর তো তাইলে ১৫০-২০০কে হয়ে যাবে। দেখা যাক মার্কেটের কি অবস্থা হয়।

বিটকয়েন যারা হোল্ড করেছিলো তাদের বর্তমান অবস্থা এমন  Grin
আর ভাই যারা ২০২৩ সালে কম দামে অবহেলা বা আরো দাম কমার আশায় বিনিয়োগ করেন নাই বর্তমানে তাদের অবস্থা  Grin
member
Activity: 84
Merit: 57
February 29, 2024, 05:31:41 AM
বিটকয়েন যারা হোল্ড করেছিলো তাদের বর্তমান অবস্থা এমন  Grin
sr. member
Activity: 420
Merit: 376
February 28, 2024, 09:22:35 PM
প্রাইজ মুভমেন্ট দেখে তো মনে হচ্ছিল আজকেই বিটকয়েন এর বিগত অলটাইম হাই প্রাইস কে ক্রস করে ফেলবে কিন্তু এখন খবর পেলাম যে ক্রিপ্ত জগতের অন্যতম বৃহত্তম একটা একচেঞ্জার কয়েনবেস ক্র্যাশ করতে যাচ্ছে নাকি ক্রাশ করেছে সামথিং লাইক দিস,
ভাই এরকম একটা নিউজ আজকে টুইটারে দেখলাম জানিনা এইডা সত্যি কিনা। সেখানে বলছে কয়েনবেস ক্রাশ বিটকয়েন মার্কেট ক্যাপিলাইজেশন থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার মুছে দেয়। বিটকয়েনের দামও দেখলাম কিছুটা কমছে হয়তো এর প্রভাবের কারণে কমতে পারে। কালকে বিটকয়েন ৬৪০০০ ডলার স্পর্শ করছিল আজকে ৬১ হাজার ডলারে নাইমা আইছে।



>>>https://twitter.com/RadarHits/status/1762901545333498042?t=DQUwn2tph1LEbxXHmBckqg&s=19
member
Activity: 84
Merit: 57
February 28, 2024, 02:49:31 PM
ট্রাফিক পরীক্ষক - ওয়েবসাইট ট্র্যাফিক পরীক্ষক (নতুনদের জন্য)



আমি একটি নতুন ওয়েবসাইটের ট্রাফিক চেকার পরিসেবা উপস্থাপন করছি। ফোরামে এই ধরনের কোন পোস্ট নেই সেজন্য এটা নিয়ে পোস্ট লিখলাম যেন সবাই এখান থেকে শিখতে পারে। ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাইটের ট্রাফিক দেখার একটি সুন্দর মাধ্যম আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের জন্য ওয়েবসাইটের অবস্থা চেক করতে সুবিধা হবে।

 উদ্দেশ্য:  ____________________
Bitcointalk ফোরামে এই পরিষেবা প্রদান করার কারন যা সবার জন্য দরকারী। নতুনদের জন্য খুবই সুন্দর একটা মাধ্যম হবে ওয়েবসাইটের ট্রাফিক চেক করার। একটা সাইট গুগল রেনকিং এ কেমন অবস্থায় আছে বা থাকবে সেটা নির্ভর করে ওয়েব সাইটের ট্রাফিকের উপর। এটা জানার জন্য আমাদের সাইটের বিভিন্ন সময় সাইটের ট্রাফিক চেক করতে হয়। ট্রাফিক দেখার পর আমরা বুঝতে পারি ওয়েবসাইটের কতটুকু উন্নতি হলো নাকি অবনতি হলো।

যারা নতুন অবস্থায় চেক করবেন তারা এইগুলো থেকে দেখে নিতে পারেন এগুলো অনেক ভালো আউটপুট দেয়। আপনার সাইটের সব কিছু দেখার জন্য এগুলো সর্বোচ্চ ভালো আাউটপুট দেয়।


WWW.AHREFS.COM


Ahrefs Traffic Checker এর মাধ্যমে ওয়েবসাইটের ট্রাফিক চেক করার জন্য সুন্দর একটি সাইট। এখান থেকে সাইটের সকল তথ্য খুব সহজে জানা যায়। এটা এসইও এর জন্য বেশি পরিচিত এবং ব্যাকলিংক এবং কীওয়ার্ড রিচার্জের জন্য ব্যাপক জনপ্রিয় এবং অনেক ভালো আউটপুট দিয়ে থাকে এটা।
ট্রাফিক চেক করার জন্য Ahrefs Traffic Checker টুলস সাইটের আনুমানিক ট্রাফিক পায় এবং সাইটের মুল্যবান তথ্যগুলো প্রধান করে। বাজারের প্রবনতা বিশ্লেষণ করতে এবং ডিজিটাল মার্কেটিং এর কৌশলগুলির জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ।



 আহরেফস ট্রাফিক চেকার নিয়ম:  ____________________
 1: Ahrefs ওয়েবসাইট ক্লিক করুন
 2: ট্রাফিক চেকার ক্লিক করুন
 3: ওয়েবসাইট ইউআরএল এন্টার করুন
 4: ট্রাফিক চেক ক্লিক করুন
 5: ট্র্যাফিক রিপোর্ট: আপনি দেখতে পারেন যে কিছু বিকল্প যেমন: অর্গানিক ট্রাফিক, রেফারিং ট্রাফিক, পেইড ট্রাফিক, টপ কীওয়ার্ড, ট্রাফিক ডিস্ট্রিবিউশন।


WWW.SEMRUSH.COM


SEMRUSH দিয়ে ওয়েবসাইটের ট্রাফিক ঠিক করা এবং দৃশ্যমান  মূল্যায়ন যা ওয়েবসাইটের কর্মক্ষমতা দেখানোর একটি অন্যতম একটা টুল। এখান থেকে ওয়োব সাইটের টোটাল ট্রাফিক এবং সাইটের অনেক কিছু দেখা যায়। এটা ওয়েবসাইটের মালিকদের তার নিজের ওয়েবসাইটের সকল কিছু জানতে অনেক সাহায্য করে।



 SEMRUSH ট্রাফিক চেকার নিয়ম:  ____________________
  1: Semrush অ্যাকাউন্ট তৈরি করুন
 2: ডাটাবেস আপনার ওয়েবসাইট যোগ করা হয়েছে
 3: ট্রাফিক বিশ্লেষণ
 আপনি আপনার ওয়েবসাইটের পরিস্থিতি যেমন: মোট ট্রাফিক, অনন্য দর্শক, গড় সময়, ট্র্যাফিক উত্স করতে পারেন।

 অতিরিক্ত ওয়েবসাইট ট্রাফিক চেকার লিস্ট:  ____________________
এগুলো ছাড়াও কিছু ভালো মানের ওয়েবসাইটের কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি এখান থেকে চাইলে দেখতে পারবেন আপনারা।
1: WSC
2: SIMILARWEB

 দীর্ঘমেয়াদি:  ____________________
এগুলোর সাথে আমার অনেক দিনের পরিচয় রয়েছে।  এখানে কোন কিছুর আপডেট হলে আমি এই পোস্ট এডিট করে জানিয়ে দেবো আপনাদের।

 আরো বিশদ বিবরন:  ____________________
এই সাইটগুলো যাদের দ্বারা পরিচালিত হয় তারা সর্বোচ্চ পরিমান ইফোর্ড দিয়ে ব্যবহারকারীদের সবসময় সহায়তা করেন। এই পরিষেবা গুলো তৈরি করা হয়েছে সবার উপকার করার করার জন্য।

 বোর্ড:  ____________________
Beginners & Help

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 28, 2024, 01:06:40 PM

বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
প্রাইজ মুভমেন্ট দেখে তো মনে হচ্ছিল আজকেই বিটকয়েন এর বিগত অলটাইম হাই প্রাইস কে ক্রস করে ফেলবে কিন্তু এখন খবর পেলাম যে ক্রিপ্ত জগতের অন্যতম বৃহত্তম একটা একচেঞ্জার কয়েনবেস ক্র্যাশ করতে যাচ্ছে নাকি ক্রাশ করেছে সামথিং লাইক দিস,
ভাইরে ভাই এইসব নিউজ দেইখা কলিজার ভেতর থেকে পানি উড়ে যায়। সেন্ট্রালাইজ এক্সেঞ্জার গুলো যে বাটপার এবং এদেরকে যে বিশ্বাস করা যাবে না এটা আরেকবার প্রমাণ হয়ে গেল এফ টি এক্স ঘটনার পর।
আমার বর্তমানে এক হাজার ডলারের মতন সেন্ট্রালাইজ একজন যার বাইনান্সে ছিল আমি ভাবতেছি এটাকে ট্রান্সফার করে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে রেখে দিব অতি শীঘ্রই।  যদিও নিউজটি একদম কনফার্ম হয়নি তারপরও সন্দেহজনক।
sr. member
Activity: 420
Merit: 376
February 28, 2024, 10:30:44 AM
ওহহহ ভাইসাপ এ কেয়া হো রাহাহে,,,  Undecided



আইজকা মার্কেটে বিটকয়েনের প্রাইস আপের মুভমেন্ট দেইখা মনে হইতাছে বিটকয়েন হয়তো খুব শীঘ্রই নতুন ATH এর রেকর্ড গড়তে চলেছে। আমার মনে হচ্ছে আমরা ইতিমধ্যেই বুলরান সিজনে প্রবেশ করে ফেলেছি। বিটকয়েন আইজকা একটা নতুন রেকর্ড অতিক্রম করল সেইটা হচ্ছে ৬০ হাজার ডলার অতিক্রম কইরা ইতিমধ্যে ৬১ হাজার ডলারে প্রবেশ করছে হয়তো খুব শীঘ্রই সেইটা ৬২০০০ ডলারে প্রবেশ করবে। আসলে মার্কেট এরকম বৃদ্ধি দেখলে সবারই মন ভালো হইয়া যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 28, 2024, 10:07:38 AM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।

ভাই আমার অনেক ইচ্ছা ছিলো আপনার সাথে এখানে ইনভেস্ট করা এবং অংশ গ্রহন করা। কিন্ত কপালে নাই অনেক কষ্ট করেও কিছুই জমাতে পারিনি এইবার শুধুমাত্র তাকায়ে দেক্ষা ছাড়া আর কিছুই করার নাই। আপ্নে ইনশাল্লাহ সাক্সেস হয়ে যাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 28, 2024, 08:01:06 AM
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।

আমিও অল্প কিছু ইনভেষ্ট করেছিলাম। আর আমার বায়িং প্রাইস ছিলো ০.৩০ সেন্ট এর মতো। এখন দাম ৪০ সেন্ট। বেশ কয়েকবার ৩০ সেন্ট এর নিচে ছিলো প্রাইস, তবুও আর ডিসিএ করি নাই। যাই হোক, আমি কতো তে টার্গেট ঠিক করবো বুঝতে পারছি না। আমি তো ভাবছি মিনিমাম ৫ এক্স না দিলে এটা আপাতত সেল করবো না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েন নিয়ে আমাদের থ্রেড এ তেমন কোনো আলোচনা হচ্ছে না। আমরা কি অলরেডি বুল রানে প্রবেশ করে ফেলেছি?

বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
full member
Activity: 546
Merit: 164
February 28, 2024, 05:19:01 AM
মেইন টপিকঃ 🥧 Bitcointalk Pie Baking Contest - 2nd edition 🥧
লেখকঃ RickDeckard




বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণে সবাইকে স্বাগতম!


আমি আশা করিনি যে পাই বেকিং কনটেস্টের প্রথম সংস্করণ তেমন নজরকারা সাড়া পাবে [1]। আমি একথা আনন্দের সাথে জানাচ্ছি যে আগের বছরের পাই বেকিং কনটেস্টে আমি ব্যাপক ইউজারদের সাড়া পাই যা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি এটাকে অনেক বড় সাফল্য মনে করি, যা শুধুমাত্র সম্ভব হয়েছে কমিউনিটি সাপোর্ট এবং অংশগ্রহণে। এজন্য সবাইকে ধন্যবাদ। এবছর আমি সবার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো কোনো রকম দেরি না করে, আমি ঘোষণা করতে যাচ্ছি যে বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণ শুরু হয়ে গিয়েছে!
এবছরের কনটেস্টের উদ্দেশ্যও সেই একই - বিখ্যাত পাই দিবস উদযাপন করা তবে এখানে পাই সংখ্যাটি পরিবর্তন করে আমাদের বিটকয়েনের প্রতীক ব্যবহৃত হবে।
DYING_S0UL পাই বেকিং কনটেস্টের অংশগ্রহণ করার খবরটা দেওয়ার জন্য  আপনাকে অনেক ধন্যবাদ তার কারণ অনেকেই হয়তোবা পাই বেকিং কনটেস্টের কথা অনেকেই জানে না তাই আপনার এই পোষ্টের মাধ্যমে বাংলা লোকাল বোর্ডে যারা নিয়মিত একটিভ থাকে অবশ্যই তারা জানতে পেরেছে এবং খুব দ্রুত তারাপাই বেকিং কনটেস্টের  অংশগ্রহণ করবে। আমি নিজেও খুব দ্রুত অংশগ্রহণ করার চেষ্টা করব সকলকে বলবো আপনারাও খুব দ্রুত পাই বেকিং কনটেস্টের অংশগ্রহণ করুন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 28, 2024, 01:46:27 AM
....
মিয়া এতদিন পর অনুবাদ করলেন, অনেকেই এন্ট্রি জমা দিয়ে ফেলেছেন। আরো আগে অনুবাদ করা উচিত ছিল মিয়া। যাইহোক, অনেক ধন্যবাদ আপনাকে।।
আর মিয়া! আপনার পাই বানানো কতদূর,?

মিয়া সকলেই সবাই পাই কনটেস্টে অংশগ্রহণ করবেন। আমাদের লোকাল থেকে যেনো কেউ বিজয়ী হতে পারি। [Edit] আমি একটা বিষয়ে বুঝতে পারছি না, বিষয়টি হলো কেউ এই কনটেস্টে অংশগ্রহণ করেও কী সে ভোট দিতে পারবে। যেমন আমি এই কনটেস্টে অংশগ্রহণ করেছি আমি কী ২য় পর্যায়ে গিয়ে ভোট দিতে পারবো?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 28, 2024, 01:14:24 AM
মেইন টপিকঃ 🥧 Bitcointalk Pie Baking Contest - 2nd edition 🥧
লেখকঃ RickDeckard




বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণে সবাইকে স্বাগতম!


আমি আশা করিনি যে পাই বেকিং কনটেস্টের প্রথম সংস্করণ তেমন নজরকারা সাড়া পাবে [1]। আমি একথা আনন্দের সাথে জানাচ্ছি যে আগের বছরের পাই বেকিং কনটেস্টে আমি ব্যাপক ইউজারদের সাড়া পাই যা আমার কল্পনারও বাহিরে ছিল। আমি এটাকে অনেক বড় সাফল্য মনে করি, যা শুধুমাত্র সম্ভব হয়েছে কমিউনিটি সাপোর্ট এবং অংশগ্রহণে। এজন্য সবাইকে ধন্যবাদ। এবছর আমি সবার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো কোনো রকম দেরি না করে, আমি ঘোষণা করতে যাচ্ছি যে বিটকয়েনটক পাই বেকিং কনটেস্টের ২য় সংস্করণ শুরু হয়ে গিয়েছে!
এবছরের কনটেস্টের উদ্দেশ্যও সেই একই - বিখ্যাত পাই দিবস উদযাপন করা তবে এখানে পাই সংখ্যাটি পরিবর্তন করে আমাদের বিটকয়েনের প্রতীক ব্যবহৃত হবে।

প্রাইজ:

এবছর কোনো ১ম, ২য়, ৩য় স্থান থাকবে না। গত বছরের কিছু ফিডব্যাক মাথায় রেখে, এবছর একাধিক এন্ট্রি তে ভোট দেয়ার সুযোগ থাকবে। আমি আরো যোগ করতে চাই, এভাবে ভোট দেয়ার সিস্টেমে ভোট নষ্ট যাওয়ার যে বিষয়টা সেটা আর থাকবে না। রাঙ্কিং এন্ট্রি এবং প্রতিটা ভোটের মধ্যে যেনো ভারসাম্য বজায় থাকে এটা নিশ্চিত করতে, এবছর সিংগেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম[2] এর উপর ভিত্তি করে ভোট নেয়া হবে। আপনি এখানে এই পদ্ধতির একটি প্রাকটিকাল উদাহরণ দেখতে পারেন[3]।

ইভেন্ট থেকে প্রাপ্ত বিটাকয়েন সর্বাধিক ভোটপ্রাপ্ত তিনজনের মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হবে।

গত বছরের মতো এবারও সবাই চাইলে প্রাইজ পুলে কন্ট্রিবিউট করতে পারেন। আপনি যদি কন্ট্রিবিউট করতে চান তাহলে আমাকে জানালেই হবে এবং আমি সে মোতাবেক নিচের টেবিল আপডেট করে দিবো। বর্তমানে প্রাইজ পুলে নিম্নলিখিত ফান্ড আছে:

১০ মার্চ থেকে নতুন একটি পুরষ্কার (কালেক্টটেবল) যুক্ত করা হলো:
1Dq এর পোস্ট করা আর্টওয়ার্ক আমাকে নতুন একটি পুরষ্কারের আইডিয়া দিয়েছে - এই কনটেস্ট থেকে অনুপ্রাণিত একটি ক্যানভাস কালেক্টটেবল যা 1Dq এর সহয়তায় বানানো হয়েছে। এই আর্টওয়ার্কটির ফলাফল শুধুমাত্র আমি এবং 1Dq জানবো এবং এটি ততক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখা হবে যতক্ষণ না বিজয়ী সেটা গ্রহন করে পোস্ট করে।


আরো তথ্য:
  • ক্যানভাস সাইজ: 30x40cm/12x15in (ফ্রেম বাদে)
  • বিজয়ী ৩ জনেন একজনকে এই কালেক্টটেবল টি দেয়া হবে;
  • বিজয়ী  নির্বাচন করা হবে bitmover Bitcointalk Giveaway Manager টুল ব্যবহার করে;
  • যদি বিজয়ী কোনো কারণে পুরষ্কারটি নিতে রাজি না হয়, সেক্ষেত্রে একই টুল ব্যবহার করে বাকি দুইজনের মধ্যে একজনকে নির্বাচন করা হবে;
  • যদি কেউই পুরষ্কারটি নিতে রাজি না হয়, সেক্ষেত্রে কনটেস্টের বাকি অংশগ্রহণকারীদের মাঝে গিভওয়ে করা হবে;
  • এই প্রসেসটি চলতে থাকবে যতক্ষণ না কেউ পুরষ্কারটি নিতে সম্মতি জানায়।

প্রাইজ পুল:
════════════════════
UsernameAmount (BTC)
════════════════════
RickDeckard0.003
════════════════════
PowerGlove0.003
════════════════════
UserU0.001
════════════════════
apogio0.0016
════════════════════
Total0.0086
════════════════════

কনটেস্ট রুলস:

  • পাই অবশ্যই আপনার নিজের হাতে তৈরি করতে হবে এবং পাই এর থিমটি বিটকয়েন সম্পর্কিত হতে হবে। আপনার এন্ট্রি কোয়ালিফাই হবে কিনা এবিষয়ে সন্দেহ থাকলে আগের বছরের এন্ট্রিগুলো[4] চেক করুন।
  • পাই জিনিসটা আসলে কি, Merriam-Webster, থেকে প্রাপ্ত:
Code:
পাই একটি বেকড ডিশ বা ডেজার্ট যা সাধারণত একটি প্যাস্ট্রি ময়দার আবরণ দিয়ে তৈরি হয় (যা বিভিন্ন ধরনের ফল বা মিষ্টি) জাতীয় উপাদানে ভরা থাকে
  • উল্লেখিত বৈশিষ্ট্য ব্যতিত এন্ট্রিগুলো প্রতিযোগিতার জন্য গণ্য করা হবে না।
  • কোয়ালিফাই হওয়ার জন্য আপনাকে আপনার পাই এবং তার পাশে একটি কাগজে আপনার ইউজার নেম + তারিখ লেখা এমন কাগজ প্রর্দশিত করতে হবে। এরই সাথে পাই টি বানানোর সময় আরো ২ টি ছবি দেখাতে হবে, যাতে বোঝায় যে আপনি এটি কোথাও থেকে কেনেন নি;
  • একজন ইউজার সর্বোচ্চ ১ টি এন্ট্রি দিতে পারবে (আপনি আপনার ছবিতে যেকোনো সংখ্যক পাই অন্তর্ভুক্ত করতে পারবেন);
  • প্রতিযোগীতা টি দুইটি পর্যায়ে করা হবে:
    • ১ম পর্যায় - ১৪ ফেব্রুয়ারি (00:00 GMT) থেকে ১৪ মার্চ (23:59:59 GMT) : সকল ইউজার এখানে তাদের এন্ট্রি জমা দিতে পারবে -> লাইভ কাউন্টডাউন
    • ২য় পর্যায় - ভোটিং কার্যক্রম ১৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে (23:59:59 GMT)। ৩১শে মার্চ বিজয়ী ঘোষণা করা হবে।
      • এই পর্যায়ে, ইউজার রা তাদের পছন্দ অনুযায়ী ৪ টি পর্যন্ত এন্ট্রি রাঙ্ক করতে পারবে। ২য় পর্যায় শেষ না হওয়া পর্যন্ত আপনারা চাইলে আপনাদের ভোট এডিট করতে পারবেন।
      • যদি কোনো ইউজার শুধুমাত্র একজনকে সাপোর্ট করে থাকে, তাহলে ঐ একজনকেই চাইলে ভোট দিতে পারবে। তবে আপনি কোনোভাবেই ৪ জনের লিমিট ক্রস করতে পারবেন না (৪র্থ জনের উপরে কারো এন্ট্রি পড়লে সেটি গণ্য করা হবেনা)।
      • নমিনেশন প্রাপ্ত প্রার্থীরা তাদের ভোটারদের মিরিট সেন্ড করতে পারবে না
  • সতন্ত্রভাবে আমাদের যে সাবমিশন গুলো আছে, তা থেকেই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে;

কারা এই কনটেস্টে অংশগ্রহণ এবং ভোট দিতে পারবে?:

  • ৩০ মেরিট আছে (এয়ারড্রপ করা মেরিট কাউন্ট হবে না) এবং ৩০ এক্টিভিটি আছে এমন ইউজার।


কনটেস্ট সিগ্নেচার:

এই সুন্দর সিগ্নেচারটি বানিয়েছে @jayce:


Hero/Legendary:

Code:
[center][table]
[td][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][size=2pt][tt][color=#e28424]          ▄███▄▄▄███▄
      ▄█████████████████▄▄
   ▄▄█████[color=#e7a561]█[color=#ffd064][glow=#fff,1]████▀▀████[/glow][/color][/color]██████▄
  █████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█  ▀▀  █  ████[/glow][/color][/color]█████
 ▄███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█████   ▄▄   ▀████[/glow][/color][/color]████
████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█████   ████   ▐████[/glow][/color][/color]████
 ███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]████▌[color=#dd636e]   ▄▄▄[/color]   ▄█████[/glow][/color][/color]███
████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█▀▀▀   ██[/glow][color=#dd636e]████▀[/color]▀▀▀▀▀█[/color][/color]████
 ▀███[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]▄▄     ▀▀[color=#dd636e]██▀[/color][/glow][/color][/color]
  █████[color=#e7a561]███[color=#ffd064][glow=#fff,1]█  █  ▄▄[color=#dd636e]█▄[/color][/glow][/color][/color]
   ▀▀█████[color=#e7a561]█[color=#ffd064][glow=#fff,1]███▄▄███[color=#dd636e]██[/color][/glow][/color][/color]
      ▀█████████████[color=#dd636e]▀[/color]
          ▀▀███████▀[/td][td][/td][td][/td]
[td][center][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][font=Impact][size=17pt][color=#b24e10]Bitcointalk Pie Baking Contest[/size][/font]
[i][font=arial][size=9pt][color=#000]Start baking and submit your entry until [font=arial black]14/03/2024[/color][/td][td][/td][td][/td]
[td][url=https://bitcointalk.org/index.php?topic=5485091][size=2pt][tt]


[color=#ffd064][color=#fff]              ▄█▄▄[/color]▄[color=#e28424]███▄▄▄[/color]
             ▄[color=#fff]██[/color]▄▀▀███[color=#e28424]████▄[/color]
      ▄▄▄███▄[color=#fff]█[/color]▀[color=#fff]███[/color]▄██████[color=#e28424]█████[/color][color=#b24e10]▄[/color]
▄▄▄████████████████████████[color=#e28424]█[color=#b24e10]██▀
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
[color=#ffb30f]███████████████████████████[/color]██▌
████████████████████████████▀[/td][td][/td][/tr][/table][/center]

বিশেষ ধন্যবাদ:

[1]https://bitcointalksearch.org/topic/bitcointalk-pie-making-contest-gathering-feedback-5438434
[2]https://en.wikipedia.org/wiki/Single_transferable_vote
[3]https://en.wikipedia.org/wiki/Single_transferable_vote#Example_for_a_non-partisan_election
[4]https://bitcointalksearch.org/topic/voting-open-1st-edition-bitcointalk-pie-baking-contest-5444932
[5]CryptoBriefing থেকে ব্যানার ইমেজটি নেয়া হয়েছে
[6]Stalker template থেকে নেয়া টেবিল ডিজাইন টি এখানে পাবেন। ধন্যবাদ!



Translation offered at the initiative of:



sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
February 27, 2024, 10:34:54 PM
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
ভাই স্টেপ কমপ্লিট হতে যেয়ে হচ্ছে না, একটুর জন্য হইলো না। ভাই আপনি ২য় স্টেপে অন্য কোন কয়েন যাবেন না এইটাতে থাকবেন, আচ্ছা ২য় স্টেপে এই কয়েনের প্রাইজ কি $০.৯২ ডলার হওয়ার টার্গেটে রাখবেন? আপনি যখন এই কয়েন কিনেছিলেন মেবি প্রাইজ ০.২৩ ছিলো, আপনার টার্গেট ছিল ০.৪৬ হলে সেল করা। সেই অনুযায়ী দ্বিতীয় স্টেপে টার্গেট থাকবে ০.৯২ হলে সেল করা আমার ধারনা কি সঠিক?
Pages:
Jump to: