প্রথমে আমার সালাম গ্রহন করবেন (আসসালামু আলাইকুম) আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাই আছেন। আমি এখানে নতুন একজন মেম্বার। আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে গ্রহন করবেন। আপনাদের মাঝে এবং আপনাদের সাথে যেন সুন্দরভাবে থাকতে পারি। আমার সমস্যা হলে আমি এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ্ আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যেনো সামনে এগিয়ে যেতে পারি। এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেসব জিনিস জানবো সে তুলে ধরে সাহায্য করার চেষ্টা করবো।
আমি কিছু যাবত আমার একজন বন্ধুর মাধ্যমে এটা সম্পর্কে অবগত হই। এবং আমি এখানে জয়েন করি। জয়েন করার পর আমার বন্ধুর থেকে বিগিনার হেল্প এবং বাংলা থ্রেড সম্পর্কে অবহত হই। অবগত হওয়ার পর আমার ভিতরে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয় আসলে এটা সুন্দর একটা ফোরাম যেখানে নতুনরা এসেও শিখতে পারতেছে। শূন্য থেকে শুরু করে অনেকে এখন অনেক ভালো জায়গায় এসে গেছে। সবাই দৈর্য্য এর সাথে কাজ করেতেছে এবং ভালো ক্রিটিভেটি দিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর টপিক সুন্দরভাবে প্রকাশ করে তাদের মতামত দিয়ে একে অপরকে সাহায্য করতেছে। এখানে ফোরামে সবথেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে সবাই উন্মুক্ত ভাবে বন্ধু সুলভ মিলে মিশে এগিয়ে যাচ্ছে।
আমাদের বাংলাদেশি ভাইরা আমরা অন্য দেশের ভাইদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। এবং আগামীর বিশ্ব সম্পর্কে জানতে পারতেছি এবং শুধু তাই নয় বানিজ্যিক অবস্থা এবং মারকেট প্লেস সম্পর্কে সঠিক ধারনা পাচ্ছি এক কথায় বলতে গেলে বিশ্বের সকল তথ্য আমরা এখান থেকেই পাচ্ছি এবং আমরা মত বিনিময় এর মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছি। এই ধারায় এসে আমিও এতটা খুশি যে আমিও এখানে এসেছি এবং আমিও মত বিনিময়ের সুযোগ পেয়েছি। আমার আফসোস হয়েছে যে এটা সাথে আরো আগে পরিচিত হলাম না কেনো?
আমি বিগিনার এন্ড হেল্প থেকে নতুনদের ফলো করার পোস্ট দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে সিস্টেমটা কি আর কিভাবে কি করতে হবে এবং সামনের দিকে আগানোর জন্য সব ধরনের কাইটেরিয়া গুলো পরেছি। পরবর্তীতে এই কয়েক যাবৎ বাংলায় এসে পূর্বের পোস্ট এবং রুলস এবং কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে পড়েছি। আশা করি সামনে এদিকে আস্তে আস্তে আগাতে পারবো বলে মনে হচ্ছে। আমি আমার সর্বচ্চটা দিয়ে চেষ্টা করবো যদি আপনারা যারা নতুন তারা যদি সাহায্য করেন।
আরো একটা বিষয় ফলো করেছি সেটা হচ্ছে মেরিট আর্ন করা যায় কিভাবে আবার কিভাবে একটা একাউন্ট রেডট্রাস্ট খায় আবার কিভাবে ন্যচারাল ট্যাগ খায় আবার কিভাবে পজিটিভ মার্ক পাওয়া যায়। এবং সর্ব পরি যেটা দেখলাম সলিট ওয়েতে থাকলে বা কাজ করলে কোন সমস্যা নেই। কিন্তু এদিক সেদিক হলে তাহলে ফোরামে কিভাবে ধরা খায়। এখানে দুর্নীতি করার কোন সুযোগ নেই। ফোরামের মডারেটর এবং ডিটি আছে এরা সব সময় ফলো করেন এগুলো। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা এখানে দুর্নীতি করার কোন সুযেগ নেই। পজিটিভিটি নিয়ে এগিয়ে গেলে অবশ্যই ভালোর দিকে যাওয়া সম্ভব।
ফোরামের মেম্বার রেংক হচ্ছে (জেয়ার মেম্বার, ফুল মেম্বার, এসআর মেম্বার, হিরো মেম্বার, লিজেন্ডারি মেম্বার) এগুলোর কোনটাই আমি না। আমি ব্যান্ডনিউ একদম। আশা করি আমিও কুয়ালিফাই করে আমিও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ্
ভাইলোক কি অবস্থা? কেমন আছেন?
দাম এতো কম কেন আমি জানিনা। ফেসবুকে প্রায়ই দেখি ৩৫,৪০,৫০ হাজার টাকায় মারাত্মক মারাত্মক কনফিগের ল্যাপটপ। i5, i7, SSD, 16GB RAM, Touched OLED display, Fingerprint, আরো কত কি। কিন্তু সেম মডেল যদি অফিসিয়াল সপ দিয়ে নিতে জান দাম পড়বে দ্বিগুণ। এমন না যে খারাপ ল্যাপটপ। নামিনামি ব্রান্ড আর ভালো ভালো মডেলের ল্যাপটপ।
এখন আমার কি করা উচিত? কাস্টম পিসি (+-১ লাখ), নাকি নিউ ল্যাপটপ (+-১ লাখ), নাকি কম দামে ঐ টাইপ ল্যাপটপ (৫০ হাজার)?
আমার এক ফ্রেন্ড এমন সপ দিয়ে ল্যাপটপ কিনছিলো। ৩৫ হাজার পড়ছিল, i5 (7 gen), 8GB RAM, 128 SSD, Touch Display, Fingerprint কনফিগ। চালায়ে দেখলাম, দেখি ভালোই চলে, কোনো সমস্যা নাই।
এবিষয়ে কারো কোনো আইডিয়া আছে? বাইদাওয়ে আমারে আবার ল্যাপটপ/কম্পিউটারের বিষয়ে নুব ভাইবেননা। আমি কমবেশি সবই পারি/জানি, জাস্ট কোনটা কেনা বেটার হবে।
আলহামদুলিল্লাহ্ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আসলে আপনি কি করবেন এবং কি ধরনের কাজের জন্য নিবেন সেটা উপর ডিপেন্ড করে নিতে হবে ভাই। আপনার মন্তব্য অনুযায়ী বলা যাচ্ছে যে আপনি হয়তো হাই কনফিগারের ডিভাইস চাচ্ছেন মানে আপনি ভালো মানের কাজ গুলো করবেন। যেটার জন্য হাই কনফিগারের কাজ লাগবো। আসলে আপনি যদি পারমানেন্টলি কোথাও স্টে করেন বা বাড়িতেই থাকেন তাহলে পিসি বিল্ড আপ করতে পারেন। পিসি জিনিস টা লং টাইম স্টে করলে সেটাপ করতে পারেন এবং মোটামুটি লেভেলের যাদি একটি ল্যাটপন কিনার টাকা দিয়ে পিসি বিল্ড আাপ করেন তাহলে অবশ্যই ভালো একটা পিসি বিল্ড করতে পারবেন। আর যদি আপনি সর্ট টাইমের জন্য স্টে করেন এবং সাথে মাঝে মধ্যে ক্যারি করতে চান তাহলে ল্যাপটপ কিনতে পারেন। এই সময়ে পিসি এবং ল্যাপটপ কেনার মধ্যে যদি কম্পিয়ার করেন তাহলে আকাশ পাতাল তফাত হবে ভাই। আসলে যে টাকা পিসি কিনবেন ঐ টাকায় ঐ কনফিগের ল্যাপটপ পাওয়া পসিবল না।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি বাসায় সেটআপ করেন তাহলে আপনি পিসি নিয়ে নেন ভাই। ভালো হবে এটা।
আমিও ভাবছিলাম ভাই পিসি নিবো ৬০-৭০এর মধ্যে কিন্তু আমার ভার্সিটিতে ক্যারি করতে হয় তাই আমি Star Tech থেকে ২০২২ এর জানুয়ারিতে MSI Modern 15 AMD Ryzen 5 5500U 512GB SSD 15.6" FHD এটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছি। আমি যাবতীয় কাজের জন্য ভালোই চলছে এটা।
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে।