Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 72. (Read 5683680 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 04, 2024, 10:26:01 AM
চট্টগ্রাম ডিবির বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগ | Chattogram DB | Somoy TV

এটা নিয়ে বর্ত্মানে অনেক বিতর্ক চলছে বিন্যাঞ্চ এ লেন্দেন করা এথেকে সবাই আপাতত বিরত থাকুন।

এর আগেও এই ব্যাপারে পোস্ট করেছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি।  Tongue

ভাই, যেগুলো ধরে, ঘুরে ফিরে দেখবেন এনারা সব বড় বড় রাঘব বোয়াল। যার কাছে সাড়ে তিন কোটি টাকার ক্রিপ্টো আছে, ওনারা আসলেই অনেক বড় ব্যাবসায়ী। তবে আমি বুঝতে পারি নাই এটার সাথে বিনান্সের কি সম্পর্ক। হতে পারে যে বিনান্স থেকে ওনার তথ্য পাচার হয়েছে। উনি হয়তো বাই সেল করার সময় এমন কারো সাথে লেনদেন করেছেন, যিনি তার এড্রেস সহ অন্যান্য তথ্য লিক করে দিয়ে তাকে বিপদে ফেলেছে।

এটাও ঠিক যে বিভিন্ন যায়গায় এরকম ফাদ পাতা আছে। কখন আমরা সেই ফাদে পড়ে যাই কেউ জানে না। একটা জিনিস দেখলাম যে কিছু বাংলাদেশি দুবাইয়ে তাদের ক্রিপ্টো সেল করে ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশে রেমিটেন্স হিসাবে নিয়ে আসছে। দুবাইয়ে সম্ভবত ক্রিপ্টো বৈধ।

ধরে শুধুমাত্র বাচ্চাগুলোরে বাট উপর দিয়ে যে বাপেরা কোটি কোটি টাকা পাচার করে ফেলে সেটা কারো চোখেঁ পড়লেও না পড়ার ভান করে থাকে।

বাইদাওয়ে বাইন্যান্স ব্যবহার না করার কারণ টা একটু নির্দিষ্ট করলে বুঝতে সুবিধা হতো। এটা জাস্ট একটা একচেন্জ, বাইন্যান্স কি বাংলাদেশে ব্যান? এটাই তো জানিনা, ওত্তেরি, মাত্র মাথায় আসলো প্রশ্নটা। হ্যা লেনদেন লিংক করার বিষয়টা বুঝছি আমি, বাট সেটা করাও চাট্টিখানি কথা না।

তবে ব্যবহার করলেও পার্সোনাল ফোনে কোথাও করিনা। লেনদেনের ফোন বাসায় থাকে সবসময়, তাও আবার দরকার পড়লে এপস ইনস্টল করে নতুন করে লগিন করি, এমন সিস্টেম।
hero member
Activity: 840
Merit: 522
March 04, 2024, 08:25:47 AM
চট্টগ্রাম ডিবির বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগ | Chattogram DB | Somoy TV

এটা নিয়ে বর্ত্মানে অনেক বিতর্ক চলছে বিন্যাঞ্চ এ লেন্দেন করা এথেকে সবাই আপাতত বিরত থাকুন।

এর আগেও এই ব্যাপারে পোস্ট করেছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি।  Tongue

ভাই, যেগুলো ধরে, ঘুরে ফিরে দেখবেন এনারা সব বড় বড় রাঘব বোয়াল। যার কাছে সাড়ে তিন কোটি টাকার ক্রিপ্টো আছে, ওনারা আসলেই অনেক বড় ব্যাবসায়ী। তবে আমি বুঝতে পারি নাই এটার সাথে বিনান্সের কি সম্পর্ক। হতে পারে যে বিনান্স থেকে ওনার তথ্য পাচার হয়েছে। উনি হয়তো বাই সেল করার সময় এমন কারো সাথে লেনদেন করেছেন, যিনি তার এড্রেস সহ অন্যান্য তথ্য লিক করে দিয়ে তাকে বিপদে ফেলেছে।

এটাও ঠিক যে বিভিন্ন যায়গায় এরকম ফাদ পাতা আছে। কখন আমরা সেই ফাদে পড়ে যাই কেউ জানে না। একটা জিনিস দেখলাম যে কিছু বাংলাদেশি দুবাইয়ে তাদের ক্রিপ্টো সেল করে ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশে রেমিটেন্স হিসাবে নিয়ে আসছে। দুবাইয়ে সম্ভবত ক্রিপ্টো বৈধ।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 04, 2024, 07:18:21 AM
চট্টগ্রাম ডিবির বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগ | Chattogram DB | Somoy TV

এটা নিয়ে বর্ত্মানে অনেক বিতর্ক চলছে বিন্যাঞ্চ এ লেন্দেন করা এথেকে সবাই আপাতত বিরত থাকুন।

এর আগেও এই ব্যাপারে পোস্ট করেছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি।  Tongue
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 04, 2024, 06:46:01 AM
গত জানুয়ারি মাসে যে কথা বলেছি এই মাসেও প্রাইজ একই বরং এ মাসে কথাই বলতে হবে বরং এ মাসে আমাদের বাংলা থ্রেডের অবস্থা  আরও শোচনীয় হয়েছে। শুধু ম্যারিট একটিভিটি এর দিক থেকে নয় বরং মেরিট এবং পোস্ট একটিভিটি উভয় ক্ষেত্রে প্রায় অর্ধ থেকে নেমে এসেছি আমরা। গত বছর এই মাসে আমাদের পোস্ট অ্যাক্টিভিটি ছিল ২২৬ টি এবং মেরিট ছিল ১৭০ টি। গত বছর আমরা এবং পাকিস্তানি লোকাল থ্রেড প্রায় সমান তালে এগিয়ে ছিলাম কিন্তু এ বছর দেখা যাচ্ছে তাদের থেকে আমরা কয়েকটা পিছিয়ে পড়েছি। যাই হোক পোস্ট একটিভিটি কম হোক সমস্যা নেই তবে আমাদের পোস্ট কোয়ালিটি ভালো করে আগাতে হবে।
নিচে বিস্তারিত চারটে উপস্থাপন করা হলো।  

গত বছর অনেকেই নতুন ছিলেন, সেই সময় অনেকে জানার জন্যও অনেক প্রশ্ন করে পোষ্ট করেছিলো। এই বছর তেমন কোনো নতুন লোকজন দেখা যাচ্ছে না। আর পুরাতন যারা আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজন মানুষ এই থ্রেড এ পোষ্ট করছেন। বাকিরা হয়তো ফোরামের অন্য সাইডে একটিভ আছে। কিন্তু লোকালে ওনাদের তেমন একটা দেখা যাচ্ছে না। অনেক ক্যাম্পেইন আছে যে লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করে না। এজন্য সব সময় লোকাল থ্রেড এ হয়তো পোষ্ট করতে পারেন না। কিন্তু যারা লোকালে একেবারেই পোষ্ট করেন না, এটা আসলে দুঃখ জনক। তবে পোষ্ট একটিভিটি এবং অন্যান্য একটিভিটি কমার কারনে আফসোস করার কিছু নেই বলে আমি মনে করি। ১০০ টা স্প্যাম পোষ্ট এর চাইতে ৫০ টা কোয়ালিটি পোষ্ট ভালো। যদিও বাংলাদেশ থ্রেডে এখন তেমন কোনো টেকনিক্যাল ডিসকাশন হচ্ছে না।
newbie
Activity: 22
Merit: 0
March 04, 2024, 06:44:08 AM
আসসালামালাইকুম সবাইকে আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ! অনেক দিন পর। বাংলা লোকাল বোর্ডে এসে দেখতে পেলাম । আগের মত বাংলা লোকাল বোর্ডের কেউ একটিভ থাকে না । গত ২০২৩  অক্টোবর মাসে আমি দেখেছি যে অনেকেই অ্যাক্টিভ ছিল । কিন্তু তার তুলনায় এখন পোস্ট করা সবাই কমিয়ে দিয়েছে। দেখেন বাংলা লোকাল বোর্ডে যদি অভিজ্ঞ সিনিয়ারেরা এক্টিভ না থাকে । আমরা তাহলে কেমন করে সামনের দিকে এগিয়ে যাব । এবং ভালো কিছুর  দেখা পাব । তাই চাই আগের মতই বাংলা লোকাল বোর্ডে সবাই এক্টিভ থাকবেন । পোস্ট করবেন। হয়তো আমি ভালো ভালো পোস্ট করতে পারি না । কিন্তু সিনিয়রদের পোস্ট এবং দক্ষতা থেকে অনেক কিছু শেখার আছে । তার জন্যই পোস্ট  না করলেও , তাদের পোস্টগুলো প্রতিনিয়তই ফলো করি।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
March 03, 2024, 11:40:26 PM
@shasan ভাই মনে হয় র‍্যাফেল টা দেখে নাই, আমি আবেদন করে ফেলেছি ভাই আবেদন করে ফেলুন। আমাদের বাংলা থেকে বেশি কেউ র‍্যাফেলে অংশগ্রহণ করেন না। যাইহোক যেহেতু shasan ভাই র‍্যাফেল টা শেয়ার করে নাই তাই আমি শেয়ার করে দেই। @krogothmanhattan আবারো ৫৫৩ তম ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যারা আবেদন করতে চান নিয়ম কানুন পড়ে আবেদন করে ফেলুন। 
উৎস : https://bitcointalksearch.org/topic/m.63752861

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 03, 2024, 01:58:47 PM
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
গত জানুয়ারি মাসে যে কথা বলেছি এই মাসেও প্রাইজ একই বরং এ মাসে কথাই বলতে হবে বরং এ মাসে আমাদের বাংলা থ্রেডের অবস্থা  আরও শোচনীয় হয়েছে। শুধু ম্যারিট একটিভিটি এর দিক থেকে নয় বরং মেরিট এবং পোস্ট একটিভিটি উভয় ক্ষেত্রে প্রায় অর্ধ থেকে নেমে এসেছি আমরা। গত বছর এই মাসে আমাদের পোস্ট অ্যাক্টিভিটি ছিল ২২৬ টি এবং মেরিট ছিল ১৭০ টি। গত বছর আমরা এবং পাকিস্তানি লোকাল থ্রেড প্রায় সমান তালে এগিয়ে ছিলাম কিন্তু এ বছর দেখা যাচ্ছে তাদের থেকে আমরা কয়েকটা পিছিয়ে পড়েছি। যাই হোক পোস্ট একটিভিটি কম হোক সমস্যা নেই তবে আমাদের পোস্ট কোয়ালিটি ভালো করে আগাতে হবে।
নিচে বিস্তারিত চারটে উপস্থাপন করা হলো।  

ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 152টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 53টি



জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 234টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 104টি





প্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [22]
2. AirtelBuzz [16]
3. Learn Bitcoin [15]
4. Shishir99 [13]
5. Negotiation [12]
6. DYING_S0UL [11]
7. Crypto Library [10]
8. Elissa~sH [8]
9. shasan [7]
10. BD Technical [6]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪


এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
hero member
Activity: 840
Merit: 522
March 03, 2024, 07:37:41 AM
আচ্ছা ভাই সকলে আমাদের লোকাল থেকে একটা ভবিষ্যৎবানী হয়ে যাক। যদিও বিটকয়েন নিয়ে ভবিষ্যৎ বাণী কারা যুক্তিসঙ্গত নয, তবুও দেখি কার ভবিষ্যৎবাণী সত্যি হয়। বিটকয়েন হালভিং এর পর বুলরানে আপনারা বিটকয়েনের দাম কে কত প্রত্যাশা করেন?

এটা ভাই ডিপেন্ড করবে অনেক গুলো ফ্যাক্ট এর ওপরে। এখন কিন্তু সবাই বসে আছে যে বিটকয়েন কখন ১০০ কে রিচ করবে। সাধারন পাব্লিক সেল দিয়ে যতটা ডাম্প করবে, তার কয়েকগুন ডাম্প হবে যদি একটা বড় কোম্পানি সেল শুরু করে দেয়। মাইক্রো স্ট্রাটেজির মতো কোম্পানি যদি মনে করে যে আমরা ১০০ কে টাচ করতে ৫০ বিটকয়েন সেল করে দেবো, তাহলে বিটকয়েন মারকেটে সেল প্রেশার বেড়ে যাবে। প্যানিক সেল শুরু হয়ে গেলে এটা রিকোভার করতে কিছু টা সময় লাগবে।

এজন্যই দেখবেন মারকেট হুট করে বাড়ে না। যেমন বিটকয়েন এবার ৬৪ হাজারে যাওয়ার পর সেখান থেকে ব্যাক আসা শুরু করছে। ৬৪ হাজারে ভালো কিছু সেল প্রেশার ছিলো। সেজন্য ৬৪ হাজারে বিটকয়েন ষ্ট্যাবল হতে পারে নাই। বুলরান কতদিন স্থায়ী হবে সেটার ওপর ডিপেন্ড করবে যে অলটাইম হাই কতো হবে। যদি ১ বছর থাকে, তাহলে ১৫০ কে হতে পারে। আর যদি ৫-৬ মাস হয়, তবে হয়তো ১০০ কে বা এর আশে পাশে থাকতে পারে। দেখা যাক কি হয়।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
March 03, 2024, 04:46:15 AM
অল্ট কয়েনে ইনভেষ্ট করার প্ল্যান যদি না থাকে, তাহলে বাদ দিতে পারেন। আমরা সবাই জানি যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বস আর এটাই ইনভেষ্ট করার মতো সেইফ একটা কারেন্সি। তবে, আপনাকে এটাও জানতে হবে যে, সবচাইতে বেশি প্রফিট কিন্তু আপনি বিটকয়েন থেকে পাবেন না। ধরেন বিটকয়েন আজকে যে অবস্থানে আছে, সেখান থেকে এই বছর ৩ গুন হওয়া অনেক বড় একটা ব্যাপার। ৩ গুন হতে হলে বিটকয়েন কে ১৮০ ডলারে যেতে হবে। তবে অন্য কয়েনের কথা যদি ধরেন, আজকের পজিশন থেকে ৩ গুন হবে প্রায় বেশিরভাগ অল্ট কয়েন। সেই হিসেবে ছোট আকারের কিছু অল্ট কয়েনে ইনভেষ্টমেন্ট থাকা অনেক গুরুত্বপূর্ন হতে পারে।
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, বিটকয়েনে ২-৩ গুন প্রফিট করা খুবই কঠিন ব্যাপার, এর জন্য অনেক দিন হোল্ড করতে হবে, এখানে অনেক সময়ের ব্যাপার। তবে এক বছরের মধ্যে অনেকেই ৩ গুন প্রফিট করেছেন, যারা ২০২২ সালের শুরুতে বিনিয়োগ করেছিলো তাদের ভাগ্য ভালো ছিলো, তাই তারা ৩ গুন প্রফিটে রয়েছে। এখন বর্তমানে বিটকয়েন ৬০কে মধ্যে রয়েছে, এখন থেকে ৩ গুন প্রফিট আগামী বুল রানে নাও হতে পারে।


আচ্ছা ভাই সকলে আমাদের লোকাল থেকে একটা ভবিষ্যৎবানী হয়ে যাক। যদিও বিটকয়েন নিয়ে ভবিষ্যৎ বাণী কারা যুক্তিসঙ্গত নয, তবুও দেখি কার ভবিষ্যৎবাণী সত্যি হয়। বিটকয়েন হালভিং এর পর বুলরানে আপনারা বিটকয়েনের দাম কে কত প্রত্যাশা করেন?
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 03, 2024, 02:25:47 AM
অল্ট কয়েনে ইনভেষ্ট করার প্ল্যান যদি না থাকে, তাহলে বাদ দিতে পারেন। আমরা সবাই জানি যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বস আর এটাই ইনভেষ্ট করার মতো সেইফ একটা কারেন্সি। তবে, আপনাকে এটাও জানতে হবে যে, সবচাইতে বেশি প্রফিট কিন্তু আপনি বিটকয়েন থেকে পাবেন না। ধরেন বিটকয়েন আজকে যে অবস্থানে আছে, সেখান থেকে এই বছর ৩ গুন হওয়া অনেক বড় একটা ব্যাপার। ৩ গুন হতে হলে বিটকয়েন কে ১৮০ ডলারে যেতে হবে। তবে অন্য কয়েনের কথা যদি ধরেন, আজকের পজিশন থেকে ৩ গুন হবে প্রায় বেশিরভাগ অল্ট কয়েন। সেই হিসেবে ছোট আকারের কিছু অল্ট কয়েনে ইনভেষ্টমেন্ট থাকা অনেক গুরুত্বপূর্ন হতে পারে।

আমি ছোট ছোট করে প্রায় ১০ টার বেশি কয়েনে ইনভেষ্ট করেছি। যেসব কয়েনগুলো মার্কেটে স্ট্যাবল আছে, সেগুলো কিন্তু তেমন প্রফিট দেয় না। নতুন এসেই দেখি কিছু কয়েন ২০ এক্স দিয়ে বসে থাকে। আর বুল রানের টাইমে এয়ার ড্রপের খোজ রাখতে পারেন। বুল রান কিন্তু শুরু হয়ে গেছে ভাইয়া।

আসলে অল্টকয়েন এ সবথেকে বেশি প্রোফিট করা সমভাব কিন্তু বুঝে শুনে করতে হবে, যেগুলো মার্কেটে এসেই অনেক বেশি প্রফিট দেয় সেগুলোর আবার দাম অ অনেক বেশি কমে জায়। তবে আপনার একটা জিনিশ ভালো লাগছে সেটা হচ্ছে , আপনি অনেক গুলো কয়েনে/টোকেনে একসাথে ইনভেস্ট করেছেন। সবাই বেশিরভাগ সময় ১-২টার বেশি কয়েনে/টোকেনে ইনভেস্ট করেনা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 03, 2024, 12:21:37 AM
ঘটনাটা আসলে ভাই হয়েছেটা কি এমন যে আমি যেটাকে টাচ করি সেটাই দুঃখ হয়ে যায়, মানে অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। এতদিন  ভালোয় ভালোয় হোল্ডিং করে আসছিলাম কিসের কারণে যে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে যে সেল দিতে গেলাম এখন নিজেই বুঝতেছিনা।
তবে আমি আশাবাদী যে বিটকয়েন কারেকশন করার জন্য অবশ্যই আমি যে দামে সেল দিয়েছি ৫৬কে তে অবশ্যই আসবে। আর এর জন্যই ওয়েট করতেছি বর্তমানে আপাতত কোন অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার চিন্তা আমার নাই কারণ আমার হিসেবে অল্ট কয়েনের ভরসা নাই আর তাছাড়া আমার এই ফান্ডটা শুধু মাত্রই বিটকয়েনের জন্য রাখা তাই এটাকে অন্য কোন কিছুর সাথে যুক্ত করতে চাচ্ছি না।

অল্ট কয়েনে ইনভেষ্ট করার প্ল্যান যদি না থাকে, তাহলে বাদ দিতে পারেন। আমরা সবাই জানি যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বস আর এটাই ইনভেষ্ট করার মতো সেইফ একটা কারেন্সি। তবে, আপনাকে এটাও জানতে হবে যে, সবচাইতে বেশি প্রফিট কিন্তু আপনি বিটকয়েন থেকে পাবেন না। ধরেন বিটকয়েন আজকে যে অবস্থানে আছে, সেখান থেকে এই বছর ৩ গুন হওয়া অনেক বড় একটা ব্যাপার। ৩ গুন হতে হলে বিটকয়েন কে ১৮০ ডলারে যেতে হবে। তবে অন্য কয়েনের কথা যদি ধরেন, আজকের পজিশন থেকে ৩ গুন হবে প্রায় বেশিরভাগ অল্ট কয়েন। সেই হিসেবে ছোট আকারের কিছু অল্ট কয়েনে ইনভেষ্টমেন্ট থাকা অনেক গুরুত্বপূর্ন হতে পারে।

আমি ছোট ছোট করে প্রায় ১০ টার বেশি কয়েনে ইনভেষ্ট করেছি। যেসব কয়েনগুলো মার্কেটে স্ট্যাবল আছে, সেগুলো কিন্তু তেমন প্রফিট দেয় না। নতুন এসেই দেখি কিছু কয়েন ২০ এক্স দিয়ে বসে থাকে। আর বুল রানের টাইমে এয়ার ড্রপের খোজ রাখতে পারেন। বুল রান কিন্তু শুরু হয়ে গেছে ভাইয়া।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 02, 2024, 11:27:00 PM
তবে আমি আশাবাদী যে বিটকয়েন কারেকশন করার জন্য অবশ্যই আমি যে দামে সেল দিয়েছি ৫৬কে তে অবশ্যই আসবে। আর এর জন্যই ওয়েট করতেছি বর্তমানে আপাতত কোন অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার চিন্তা আমার নাই কারণ আমার হিসেবে অল্ট কয়েনের ভরসা নাই আর তাছাড়া আমার এই ফান্ডটা শুধু মাত্রই বিটকয়েনের জন্য রাখা তাই এটাকে অন্য কোন কিছুর সাথে যুক্ত করতে চাচ্ছি না।

ভাই বিটকয়েন হচ্ছে ৪২ হাজারে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেখে আসছে,  আশা করছি সেখানে যাওয়ার একটা চান্স আছে। এটা অনেক বেশি এখন যদি 42 হাজারে বিটকয়েন নাও যায় তারপরেও মনে করেন ১০%  শতাংশ যদি বাদ দিয়ে দেন।  তারপরেও ৫২ হাজার একটা পয়েন্ট থাকছে তো সেখানে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ৪২ হাজারে যাওয়া সম্ভাবনা সবথেকে বেশি তার কারণ ওখানে বেশ কিছুদিন অবস্থান করছে এবং ওই টা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
member
Activity: 84
Merit: 57
March 02, 2024, 08:02:29 PM

[/Cut]
আসসালামু আলাইকুম🫡
আমি বাংলাদেশ লোকাল বোর্ডের  একজন নতুন সদস্য। যার কারনে এই পোস্টটি আমার জন্য অনেক দরকার ছিল। এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম।
বাংলা লোকাল বোর্ডের সকল মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে @Little Mouse, @Learn Bitcoin, @Bd officer @Crypto Library, @BitCoinDream

এই ফোরামে আপনাকে স্বাগতম। আেনার এই নতুন যাত্রায় শুভকামনা রইলো ভাই। আপনার পোস্ট কোয়ালিটি দেখে মনে হচ্ছে আপনি এই ফোরাম সম্পর্কে ভালো আইডিয়া পেয়েছেন আমাদের লোকাল বোর্ডের বড় একাউন্টের ভাইদের গাইড লাইনের পোস্ট পরে।  ভালো করে শিখবেন ভাই এলোমেলো কিছু কইরেন না ফোরামে ভাই। যাই করবেন সুন্দর করে বুঝে শুনে যেন সামনে কোন সমস্যা না হয়।
newbie
Activity: 4
Merit: 0
March 02, 2024, 01:18:43 PM

[/Cut]
আসসালামু আলাইকুম🫡
আমি বাংলাদেশ লোকাল বোর্ডের  একজন নতুন সদস্য। যার কারনে এই পোস্টটি আমার জন্য অনেক দরকার ছিল। এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম।
বাংলা লোকাল বোর্ডের সকল মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে @Little Mouse, @Learn Bitcoin, @Bd officer @Crypto Library, @BitCoinDream


member
Activity: 84
Merit: 57
March 02, 2024, 11:58:20 AM
আমি এই ফোরামে নতুন একজন মেম্বার। আমাকে একটা সঠিক গাইড লাইন দিয়ে সাহায্য করবেন আমি কিভাবে এই ফোরাম সম্পর্কে আইডিয়া পেতে পারি। নতুন মেম্বার হিসেবে আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই শিখতে চাই।
আরে ভাই আপনি আমাদের বাংলাদেশি ভাই তাহলে? আমি আপনার করা পোস্ট দেখে উওর দিয়েছি এবং নতুনদের জন্য অনেক হেল্প হবে ওটা পড়লে। বিগিনার  এন্ড হেল্প থ্রেডেও সাহায্য চেয়েছিলেন ফোরাম সম্পর্কে জানা শোনার জন্য। আমি যদিও একজন নতুন মানুষ এখানে কিন্তু আমি খুব শিখার চেষ্টা করতেছি ভাই। আমার মতো আপনিও নতুন সদস্য এখানকার। আপনাকে আমি ওখানে তিন নাম্বারে একটা পোস্ট করেছি দেইখেন ভাই। আর আপনার জন্য আমার দিক থেকে বলা থাকবে সর্বচ্চ লেভেলের সময় দেন ফোরামে কোথায় কি হয় সবকিছু দেখেন বুঝেন। সময় নিয়ে আগে সবকিছু নিয়ে রিচার্জ করেন কে কেমনে কি করছে এখানে। সবসময় ভালোদের ফলো করবেন আশা করি সবকিছু বুঝবেন।  

আর যেহেতু বাংলায় হেল্প চেয়েছেন সেহেতু আপনি প্রথম দিকে পোস্ট  গুলো দেখবেন ভাই মনোযোগ দিয়ে এবং আমি আপনাকে জন্য বাংলায় একটা পোস্ট নতুন হিসেবে ফোরাম সম্পর্কে জানতে লিংক খুজে বের করেছি এটা দেখতে পারেন ভাই।

১: BitCoinDream ভাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে পোস্ট এটা পইরেন ভাই। https://bitcointalksearch.org/topic/m.7033740

২: @Crypto Library ভাইয়ের গুছানো একটা পোস্ট যদি সময় নিয়া সবগুলা পড়তে পারেন তাহলে ফোরামে সম্পর্কে জানতে বেশি সময় লাগবে না ভাই। আমি এগুলোই পড়ে পড়ে অনেক কিছু শিখেছি। https://bitcointalksearch.org/topic/m.62916610
বিটকয়েনটকে স্বাগতম ভাই।

@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।
ভাই আমাদের এই বাংলা থ্রেডে খুব কমই পোস্ট করে। একটা পোস্ট করলে দেখা যায় সেই পোস্টের উওর আসে একদিন পর বা অনেক সময় পর। যাদের বড় একাউন্ট তারা সবাই সিগনেচার ক্যাম্পেইনের পোস্ট নিয়ে ব্যাস্ত এবং আরো নানারকম কারন হতে পারে। তবে যাদের বড় একাউন্ট তাদের বলবো ভাইয়েরা আপনাদের একটু একটিভ থেকে আমাদের বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা সবাই যদি চাই এবং অভিজ্ঞ যারা আছেন তাদের সাহায্য সহযোগিতায় যদি চাই তাহলে আমাদের বাংলা থ্রেডটাকে অনেক এগিয়ে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন জানিনা আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন ভাইয়েরা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 02, 2024, 11:26:35 AM
এই ভুল টা মনে হয় সবাই করে ভাই। অনেকেই ভাবে যে বিটকয়েন নিশ্চই আবার কারেকশন করবে আর সেই সুযোগে আমি বায় ব্যাক করবো। অনেক সময় এরকম টা হয়, আবার অনেক সময় এরকম টা আসলে হয় না। তখন দেখা যায় আমরা হিউজ পাম্প মিস করে ফেলি। যেটা হয়ে গেছে, সেটার জন্য আপাতত আর চিন্তা করে লাভ নাই। যদি আপনি হোল্ডিং করতে চান, তাহলে হোল্ডিং করতে থাকেন। বুল রানের এটা প্রথম পর্যায়। যদি বিটকয়েন সেল করে থাকেন, তাহলে আপাতত বিটকয়েনে আর ইনভেষ্ট কইরেন না। বিটকয়েন যখন সাইড ওয়েইজ মুভ করবে, তখন কিন্তু অল্ট কয়েন পাম্প করতে শুরু করবে। সুতরাং, ভালো পোটেনশিয়াল আছে এমন কয়েকটা কয়েন দেখে সেগুলোতে ইনভেষ্ট করতে পারেন। অথবা বিটকয়েন মার্কেট আবার কারেকশনের অপেক্ষায় থাকতে পারেন।
ঘটনাটা আসলে ভাই হয়েছেটা কি এমন যে আমি যেটাকে টাচ করি সেটাই দুঃখ হয়ে যায়, মানে অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। এতদিন  ভালোয় ভালোয় হোল্ডিং করে আসছিলাম কিসের কারণে যে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে যে সেল দিতে গেলাম এখন নিজেই বুঝতেছিনা।
তবে আমি আশাবাদী যে বিটকয়েন কারেকশন করার জন্য অবশ্যই আমি যে দামে সেল দিয়েছি ৫৬কে তে অবশ্যই আসবে। আর এর জন্যই ওয়েট করতেছি বর্তমানে আপাতত কোন অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার চিন্তা আমার নাই কারণ আমার হিসেবে অল্ট কয়েনের ভরসা নাই আর তাছাড়া আমার এই ফান্ডটা শুধু মাত্রই বিটকয়েনের জন্য রাখা তাই এটাকে অন্য কোন কিছুর সাথে যুক্ত করতে চাচ্ছি না।


@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।

আমি গত মাসে দেখি মাত্র ২২ পোস্ট করেই ১ম হয়েছি যা অবাক হইলাম।
না ভাই ভুলে যাই নাই ফেব্রুয়ারি মার্চে ২৯ দিনে শেষ হয়ে গিয়েছে এটা আমার ঠিকই মনে আছে 😂। কিন্তু নিজের নানান ব্যস্ততা এবং কাজের প্রেসার এর জন্য আমি গতকালকে আপডেটটি দিতে পারিনি।
আশা করি আজকের রাতের মধ্যেই আমি আমার আমাদের লোকাল থ্রেডের  এক্টিভিটি রিপোর্ট পাবলিশ করব।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
March 02, 2024, 11:14:50 AM

@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।

আমি গত মাসে দেখি মাত্র ২২ পোস্ট করেই ১ম হয়েছি যা অবাক হইলাম।

ভাই এখানে অবাক হবার কিছুই নাই, কিছু মেম্বার বাংলা তে এসে আগে কিছু পোস্ট করতো মেরিট এর জন্যে র‍্যংক আপ হয়ে গেছে পোস্ট করাও বন্ধ করে দিয়ে অনেকেই। তাদের মধ্যে কিছু মানুষ আছে তারা আসলেও প্রকিত ব্যাস্ত বা সময়ের জন্যে ফোরামেই আসেনা। এছাড়া বাকি সবার কম বা বেশি একি নিয়াত থাকে।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
March 02, 2024, 05:35:54 AM
আমি এই ফোরামে নতুন একজন মেম্বার। আমাকে একটা সঠিক গাইড লাইন দিয়ে সাহায্য করবেন আমি কিভাবে এই ফোরাম সম্পর্কে আইডিয়া পেতে পারি। নতুন মেম্বার হিসেবে আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই শিখতে চাই।

প্রথমে স্বাগতম জানাই বাংলা থ্রেডে। আপনার পোস্ট করার কোয়ালিটি দেখে তো মনে হয় না আপনি এই ফরাম সম্পর্কে একেবারেই নতুন। যাইহোক, এই থ্রেডের প্রথম পেজে নিয়ম কানুন গুলো সুন্দর ভাবে দেওয়া আছে, নিয়ম কানুন গুলো সুন্দর করে পরে মেনে চলবেন। আর এই ফোরাম সম্পর্কে জানতে চাইলে, বেশি বেশি আপনাকে পড়তে হবে।


@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।

আমি গত মাসে দেখি মাত্র ২২ পোস্ট করেই ১ম হয়েছি যা অবাক হইলাম।
ফেব্রুয়ারী মাসের প্রথম ১০ জন পোস্ট দাতা :
1. Bd officer [22]
2. AirtelBuzz [16]
3. Learn Bitcoin [15]
4. Shishir99 [13]
5. Negotiation [12]
6. DYING_S0UL [11]
7. Crypto Library [10]
8. Elissa~sH [8]
9. shasan [7]
10. BD Technical [6]

তথ্য এখান থেকে নেওয়া হয়েছে


পিক উৎস
আমাদের লোকাল বোর্ড নাই যার ফলে আমরা এখানে খেলাদুলা নিয়ে আলোচনা করতে পারি না।যেহেতু BPL ফাউনাল ম্যাচ শেষ হয়েছে, তাই ভাবলাম আমাদের বাংলা থ্রেডে একটা পোস্ট করি। আপনারা ফাইনাল ম্যাচে কেমন ইউজয় করলেন?

বাংলাদেশে প্রিমিয়ার লিগের ১০ম আসরের ফাইনাল ম্যাচ গতকালকে শেষ হয়েছে। গতকালকে হয়তো অনেকেই ভেবেছিলেন কুমিল্লা জিতবে, কারন কুমিল্লা ব্যাটিং বোলিংয়ে বেশ শক্তিশালী ছিলো। অপরদিকে বরিশালের জন্য ফাইনাল খেলার স্বপ্নটা অনেক কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সকল বাধা কাটিয়ে ফাইনেলে উঠে যায়। ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে প্রথমবারের মতো ট্রফি জিতেছে। আমার ফেভারিট দল বরিশাল ছিলো, আমি ভালোই ইনজয় করেছি।
newbie
Activity: 21
Merit: 19
March 01, 2024, 12:33:29 PM
আমি এই ফোরামে নতুন একজন মেম্বার। আমাকে একটা সঠিক গাইড লাইন দিয়ে সাহায্য করবেন আমি কিভাবে এই ফোরাম সম্পর্কে আইডিয়া পেতে পারি। নতুন মেম্বার হিসেবে আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই শিখতে চাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 01, 2024, 06:48:46 AM
হেই ভাই! আমি তো একটা মিসটেক করে ফেলছি গত পরশু বিটকয়েন 56k যখন ছিল তখন আমি আমার হোল্ড করা বিটকয়েন এর মধ্যে ৪০০ ডলার সেল দিয়েছিলাম ভেবেছিলাম আবার তো নিচে নামবেই সেল দিয়ে আবার ৫০কে তে বাই অর্ডার দিয়েছিলাম, এখন দেখি বিটকয়েন গতকালকে ম্যাজিক দেখালো। আমার ওই ৪০০ ডলার ভাঙ্গার কোন ইচ্ছা নাই আবারো বিটকয়েনে ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে। এখন ভাই আমি কি করবো সেটাই বুঝতেছিনা এখনি কিনে রাখবো নাকি আবার কিছুদিন ওয়েট করবো, যদিও আমার মনে হচ্ছে ওয়েট করাই ভালো হবে কারণ এত তাড়াতাড়ি পাম্প দিয়েছে যেহেতু।
আমারও তো তাই মনে হচ্ছে যে বিটকয়েন বুল রানে ঢুকে পড়েছে, তবে হিস্টরি কি চেঞ্জ করে দিল, হাল্ভিং সিজন আসার পূর্বেই অলটাইম হাই প্রাইস টাচ করবে?

এই ভুল টা মনে হয় সবাই করে ভাই। অনেকেই ভাবে যে বিটকয়েন নিশ্চই আবার কারেকশন করবে আর সেই সুযোগে আমি বায় ব্যাক করবো। অনেক সময় এরকম টা হয়, আবার অনেক সময় এরকম টা আসলে হয় না। তখন দেখা যায় আমরা হিউজ পাম্প মিস করে ফেলি। যেটা হয়ে গেছে, সেটার জন্য আপাতত আর চিন্তা করে লাভ নাই। যদি আপনি হোল্ডিং করতে চান, তাহলে হোল্ডিং করতে থাকেন। বুল রানের এটা প্রথম পর্যায়। যদি বিটকয়েন সেল করে থাকেন, তাহলে আপাতত বিটকয়েনে আর ইনভেষ্ট কইরেন না। বিটকয়েন যখন সাইড ওয়েইজ মুভ করবে, তখন কিন্তু অল্ট কয়েন পাম্প করতে শুরু করবে। সুতরাং, ভালো পোটেনশিয়াল আছে এমন কয়েকটা কয়েন দেখে সেগুলোতে ইনভেষ্ট করতে পারেন। অথবা বিটকয়েন মার্কেট আবার কারেকশনের অপেক্ষায় থাকতে পারেন।
Pages:
Jump to: