Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 72. (Read 5287677 times)

full member
Activity: 504
Merit: 163
February 03, 2024, 07:25:41 AM
9. synchronym [10]
আমি জানুয়ারি মাসে তেমন একটা বাংলা লোকাল বোর্ডের একটিভ ছিলাম না হয়তো আমি ভেবেছিলাম সেরা ১০ জন পোস্টদাতা এর মধ্যে একজন থাকতে পারবো না । আমার খুব ভালো লাগছে সেরা ১০ জন পোস্ট দাতার মধ্যে আমার নাম রয়েছে। এই মাসে সত্যি আমি আশা করিনি যে আমি দশজনের মধ্যে একজন থাকতে পারবো।অবশ্যই ফেব্রুয়ারি মাসে আরো বেশি বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকার চেষ্টা করব এবং ভালো মানের পোস্ট দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।@Crypto Library ভাইকে অনেক ধন্যবাদ সে অনেক পরিশ্রম করে প্রত্যেক মাসে সেরা ১০ জন পোস্টদাতা খুঁজে বের করে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 03, 2024, 05:53:34 AM
বাউন্টি.....
এখন আপনি যদি ধরে ধরে পৃথিবীর যত বাউন্টি আছে সবগুলো করতে যান তাহলে তো ২-৪ জন টাকা মেরে দিবেই। করলে যদি করতেই চান তাহলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।

১. বাউন্টি ম্যানেজ কে করতেছে তা দেখবেন। যদি রেপুউটেড কেউ বাউন্টি ম্যানেজ করে তাহলে তেমন সমস্যা হবার কথা না।
২. যে প্রডাক্ট/কয়েন/কোম্পানির জন্য কাজ করতেছেন সেটার আদেও কোনো মার্কেট ভ্যালু আছে কিনা বা সম্ভবনা আছে কিনা তা চেক করে নিবেন। সিটকয়েনেন অভাব নাই।
৩. বাউন্টির জন্য নির্ধারিত টোকেন/কয়েন/অর্থ এসক্র করা আছে কিনা।

ভাই আপনাকে যদি বাউন্টির রিয়ালিটি সম্পর্কে বলি তাহলে, বেশিরভাগ পার্টিসিপেন্ট (৫০%) বাউন্টিতে চিট করে। এখন বলতে পারেন আমি একথা কিভাবে জানি!!! কারণ আমি নিজে বাউন্টির সাবমিশনগুলো চেক করি/করছি। বিস্বাস করেন ভাই একজন ইউজার ৪-৫ টা আইডি দিয়ে বাউন্টিতে জয়েন করে, যা সম্পূর্ণ রুলস এর বাহিরে। পেমেন্ট এড্রেসগুলো চেক দিলেই এসব মাল্টি ইউজারগুলো ধরা পড়ে। এখন এসব চিটারদের একজন ম্যানেজার/ভ্যালিডেটর কি জন্য স্টেক/পেমেন্ট দিবে আপনি নিজেই বলেন?

শুধু তাই না। আপনি যে বল্লেন অনেক পরিশ্রম করে বাট পেমেন্ট দেয়না। কোথায় পরিশ্রম ভাই? সামান্য একটা সিম্পল ট্যাস্কও ঠিকমতো করেনা, না দেয় প্রজেক্ট এর ছবি, না দেয় নাম, না দেয় হ্যাশট্যাগ। মানে একেবারে যাচ্ছেতাই একটা অবস্থা। এমনকি রুলসগুলোও ঠিকমতো পড়ে না, না পড়েই কমপ্লেইন্ট করে যে স্টেক নাই কেন, দেন নাই কেন, হাবিজাবি।

আমি হাজার হাজার পোস্ট (Twitter, telegram, discord, article etc) চেক করি/করছি, আমার কাছে মনে হয়নাই আহামরি পরিশ্রমের কাজ এগুলো। বেশিরভাগই কোনো রকমে পিলগারিজম, কপি-পেস্ট, প্যারাফেস করে কাজ সাবমিট করে।

নোট: যদি সৎ ভাবে ভালো কোনো প্রজেক্ট বেছে কাজ করেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন।  Smiley
member
Activity: 84
Merit: 57
February 03, 2024, 12:42:52 AM
হেই আমার প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের কাছ থেকে আরো একটা জিনিসের তথ্য মতামত শোনার জন্য আসলাম। আসলে আমি বাউন্টি দেখলাম এবং এটা নিয়ে একটু রিচার্জ করার চেষ্টা করলাম সেখান থেকে কিছু কথা জনার জন্য আপনাদের মাঝে আসা।
বাউন্টি অনেকে চালাচ্ছে কিন্তু এদের কাইটেরিয়া অনুযায়ী যেটা দেখতে পেলাম সেটা হলো যারা বাউন্টি করে তাদের কোন গ্যারান্টি নাই যে তারা তাদের কষ্টের ফল পাবে কিনা। কয়েকজনের বাউন্টি দেখলাম এরা মোটামুটি ভালোই হান্টার্সদের পারিশ্রমিক দেয় কিন্তু আমি যারা হান্টার্সদের পারিশ্রমিক দেয় না তারা কিন্তু কাজটা ঠিক করে না। হান্টার্স ভাই মাসের পর মাস কষ্ট করে কাজ করে দেখলাম কিন্তু কোন সিওর নাই পেমেন্ট পাবে কিনা। আমার জানতে চাওয়া মন বলে এখানে যারা বাউন্টি চালায় তারা যে কাজ গুলো এগুলার জন্য কি কোন পদক্ষেপ নেওয়া যায় না বা যাবে না? আবার আনেকে পেমেন্ট মেরে দেয় এগুলো খুব খারাপ কাজ করে। আমি একজন নতুন হয়ে এই প্রশ্নগুলো ঘুরপাক খেলো তাই বললাম আর কি। আপনাদের ওপিনিওয়নটা বলবেন ভাইয়েরা।
hero member
Activity: 770
Merit: 482
February 02, 2024, 11:37:40 AM
হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।

আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।

ভাই, যতোই ভাইরাল হোক না কেনো, কেউ তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে যাবে না। এড দেখিয়ে টাকা দেওয়া হচ্ছে দুনিয়ার সফল ব্যাবসা গুলোর মধ্যে অন্যতম। গুগলের তো একই ব্যাবসা। তারা কখনো দেয় নাকি এক্তা ব্যানার এড দেখার জন্য ১০০ টাকা ৫০ টাকা? বাংলাদেশের সিপিসি রেট মনে হয় দুনিয়ার সবচাইতে খারাপ রেট। এখানে কন্টেন্ট ভেদাভেদ এ ১ টাকা ২ টাকা দেয়। যেখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পারে না এর বেশি দিতে, সেখানে কোথাকার কোন রিং আইডি এতো টাকা দিবে। আজকে গুগল যদি এরকম স্কিম খোলে, যেনে রাখেন যে আগামী ৬ মাস পর গুগল নিজেরাও পালিয়ে যাবে। তবে গুগলের এগুলো করার কোনো দরকার নাই। এরা করবেও না।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 02, 2024, 08:06:10 AM
ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না,  কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
এদের নিয়ে কিছু বলে লাভ নাই ভাই। বাদদেন। যদি পারেন কারা ছিলো কারা ছিলোনা তাদের নামগুলো মনে রাইখেন, ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে। দিনশেষে ঘরের মানুষ ঘরেই ফিরবে। ফুল মেম্বার হয়ে নিজেকে অনেক বড় ভাবা বিদ্যাসাগর যখন আকাম করে ধরা খাইবে, তখন ঠিকই সাহায্য চাইতে লোকালে আসবে।

ভাই কোন জায়গা কখনো শূন্য থাকে না একজন জায়গায় অন্য কেউ এসে পূরণ করে নিবে এটাই স্বাভাবিক, এখন দেখার বিষয় সামনে আমরা কাদের পেতে চলেছি। সামনে যারা পোস্ট করতে আসবে এটা যদি ভালো হয় তাহলে মনে করেন পুরো পরিবেশটা অনেক ভালো হবে আশা করা যাচ্ছে। এখন মনে করেন কোনোভাবে যদি পরিবেশ আবার এরকম হয়ে যায় যে, তারা গরু ছাড়া দড়ির মতো তাহলে দেখা যাবে যে ওই ছাড়া গরু যেভাবে আচরণ করে এগুলো আবার সেভাবে আচরণ করতে শুরু করবে। তবে আমার মনে হয় সে ধরনের প্রবলেম আর হবার সম্ভাবনা নাই তার কারণে এখানে @Learn Bitcoin ভাই অনেক চেষ্টা করতেছে পরিবেশ গুলা ভালো রাখার জন্য। আসলে সত্যি কথা বলতে আমরা যেখানেই থাকি না কেন, প্রতিটা জায়গাতে একটা মেন্টর বা ভালো একটা পরিবেশ শান্ত রাখার জন্য বা স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়, যারা দায়িত্ব নিয়ে কাজগুলো করে এখানে হয়তো বেশ কিছু মানুষ হয়ে গেছেন যারা দায়িত্ব সহকারে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে।
member
Activity: 196
Merit: 14
February 02, 2024, 05:34:02 AM
প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]
আমি এতগুলো পোস্ট করলাম তাও আবার প্রথম দশজন পোস্টদাতার মধ্যে এক নাম্বারে উইঠা আইয়া পরছি।
আমি চ্যাম্পিয়ন হইয়া গেছি  Grin Grin
আমার মনে হইতাছে যদি @LB ভাই একটিভ থাকতো তাইলে সে এক নাম্বার পজিশনে থাকতে পারতো সে বিগত কয়েকদিন ধইরা আমাদের বাংলা ফোরামে একটিভ নাই তার জন্যই হয়তো আমার নাম এক নাম্বারে উইঠা আইছে।

ধন্যবাদ @CL ভাই প্রত্যেক মাসের অভারভিউ আমাদের সবার সামনে তুলে ধরবার জন্য। আমাদের লোকাল বোর্ড আরো বেশি কইরা আগাইয়া যাক সেই কামনা করি।
ভাই তোমাকে অভিনন্দন প্রথম হওয়ার জন্য। আর তুমি তোমার কঠোর পরিশ্রমে এর ফল ও পেয়ে গেছো। খুব শিগ্রই তুমি ফুল মেম্বার হয়ে যাবা আশা করি। তোমাকে দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি দিন দিন কেনোনা কিছুদিন আগেও তুমি আমাদের মতই ছোট ইউজার ছিলা এখনো মেম্বার হয়েই আছো তবে ফুল মেম্বার এর যোগ্যতা অর্জন করতাছো খুব শিগ্রই। তোমার সফলতা কামনা করছি এগিয়ে যাও আরো।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 02, 2024, 03:35:55 AM
জানুয়ারি মাসের একটিভিটি এর জন্য আলাদা করে কোন কিছু বলার নেই কারণ বিগত মাসের পারফরমেন্স বিবেচনা করলে এ মাসে পোস্ট এক্টিভিটি এবং মেরিট আর্নিং অনেকটাই কম, তবে গত ডিসেম্বর মাসের থেকে চারটা পোস্ট এক্টিভিটি কম হলেও মেরিট এই জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
যদিও গত বছরের তুলনায় এ বছরের স্টারটিংটা ভালো কারণ গত বছর জানুয়ারি মাসে পোস্ট একটিভিটি হয়েছিল মাত্র  ১৩৭ টি এবং মেরিট ট্রানজেকশন হয়েছিল মাত্র ৩০ টি। সে হিসেবে ধরতে গেলে গত বছরের স্টারটিং এর তুলনায় এ বছরের স্টারটিংটা তুলনামূলক ভালো। তবে রিসেন্ট মাসগুলোর এক্টিভিটি তুলনায় পারফরম্যান্স কিন্তু ডাউনফলে চলে যাচ্ছে।
আশা করি আমরা খুব শীঘ্রই আবার সামনের মাসগুলোতে পোস্ট একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন এর অ্যামাউন্ট গুলো আবার উপরের দিকে নিয়ে যেতে পারবো।

আমাদের বিগত মাস গুলোর তুলনায় একটিভিটি কমেছে, কিন্তু আমি মনে করি না আপনারা কেউ এই ব্যাপারে হতাশ হবেন। দুষ্ট গরুর চাইতে শুন্য গোয়াল ভালো। আমাদের থ্রেড এর কয়েকজন নিয়মিত মুখ এখন আর বাংলাদেশ থ্রেড এ দেখা যায় না। এখন আমি যদি তাদেরকে সুবিধাবাদি বলি, আপনারা কেউ কি রাগ করবেন নাকি? আমার তো খালি চুলকায়, উচিৎ কথা না বলে থাকতে পারি না। ওনারা এক প্রকার আমার অত্যাচারে এই থ্রেড থেকে বের হয়ে গেছে। অনেকে দেখলাম আবার গ্লোবাল বোর্ড এর পোস্ট এ গিয়ে মেরিট লেনদেন করছে। বেশ কয়েকটা ম্যাগা থ্রেড ইউজ করে মেরিট এদিক সেদিক করছে। কয়েকদিন আগে একজন আমাকে মেসেজ দিলো মেরিট দিয়ে হেল্প করার জন্য। ৮ টা মেরিট দিয়ে পরের রেংক এ যেতে হেল্প করলাম, ওনাকে মেসেজে বললাম যে ভাই আমাদের লোকাল থ্রেড এ একটিভ হোন। কিন্তু এর পর থেকে আর একটা পোস্ট ও দেখলাম না ওনার। সবাই ব্যাস্ত থাকতেই পারে। কিন্তু এভাবে পারলেন আপনারা?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
February 02, 2024, 12:14:00 AM
বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো...... কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।
আহা, রিং আইডি। কি যে মনে করায় দিলেন। বেস্ট সময় ছিলো তখন। কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই প্রতিদিন গড়ে ৫০০-৬০০৳ টাকা কামাই করছি। আবারো বলতেছি, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, এক টাকাও খরচ করি নাই। ঐসময় একটা পুরানো ল্যাপটপ ছিল। তো সেটায় ইমুলেটর (MEMU, NOX এসব কি সেটা তো বোঝেন সবাই!?) ব্যবহার করে একসাথে ৪-৫ টা এনড্রয়েড ফোন ওপেন করতাম। সবগুলো ইমুলেটরে রিং আইডি লগিন থাকতো, আর ইমুলেটরগুলোর একটা সিস্টেম ছিল। কিস্ট্রক/মাউস অটোমেশন। সেটা ইউজ করে, কোথায় চাপ দিয়ে এড ওপেন হবে, আবার স্কিপ করা, কনফার্ম করা, ক্লোজ করা সব সেট করে রাখতাম। সারাটা দিন এভাবে চলতো আর কয়েন জমা হতো (অটোমেটিক)। আহা, দিনগুলো। Smiley



ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না,  কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
এদের নিয়ে কিছু বলে লাভ নাই ভাই। বাদদেন। যদি পারেন কারা ছিলো কারা ছিলোনা তাদের নামগুলো মনে রাইখেন, ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে। দিনশেষে ঘরের মানুষ ঘরেই ফিরবে। ফুল মেম্বার হয়ে নিজেকে অনেক বড় ভাবা বিদ্যাসাগর যখন আকাম করে ধরা খাইবে, তখন ঠিকই সাহায্য চাইতে লোকালে আসবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 01, 2024, 11:18:16 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]

ভাই এখানে সবার নামগুলো উল্লেখ করে মনে হচ্ছে যে সবার সাথে একটা ধাক্কা তৈরি করে দিছেন, সবার মনের মধ্যে একটা এমন ধরনের ধাক্কা তৈরি হয়েছে সবাই এখন একটিভ হচ্ছে এটা আসলে মজার একটা বিষয়। আসলে এখানে মজার বিষয়টা হচ্ছে কিছু মানুষ বাংলা বোর্ড থেকে মেরিট পেয়ে র‍্যাংক আপ আপ করছে এরপরে বাংলা বোর্ডে আর তারা পোস্ট করতে আসেনি এটা অনেক খারাপ একটা বিষয়,  অনেক ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না,  কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
February 01, 2024, 06:29:44 PM
বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।

আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।


প্রথম দশজন পোস্টদাতা
3. Bd officer [19]
খুবই ভালো ৩ নাম্বার হইলাম। আর একটিভ হয়ে যান মিয়া সকলেই।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
February 01, 2024, 06:12:15 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]
আমি এতগুলো পোস্ট করলাম তাও আবার প্রথম দশজন পোস্টদাতার মধ্যে এক নাম্বারে উইঠা আইয়া পরছি।
আমি চ্যাম্পিয়ন হইয়া গেছি  Grin Grin
আমার মনে হইতাছে যদি @LB ভাই একটিভ থাকতো তাইলে সে এক নাম্বার পজিশনে থাকতে পারতো সে বিগত কয়েকদিন ধইরা আমাদের বাংলা ফোরামে একটিভ নাই তার জন্যই হয়তো আমার নাম এক নাম্বারে উইঠা আইছে।

ধন্যবাদ @CL ভাই প্রত্যেক মাসের অভারভিউ আমাদের সবার সামনে তুলে ধরবার জন্য। আমাদের লোকাল বোর্ড আরো বেশি কইরা আগাইয়া যাক সেই কামনা করি।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আপনি আবারও চেষ্টা করুন নিয়মিত একটিভ থেকে আরও বেশি পোস্ট করে পরবর্তী মাসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেই সাথে আমরাও চেষ্টা করব পরবর্তী মাসে ভালো একটিভ থেকে নিয়মিত পোস্ট করে আপনাকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই @Crypto Library ভাইকে যিনি অনেক পরিশ্রম করে সেরা ১০ জন পোস্টদাতা খুঁজে বের করেছেন।
sr. member
Activity: 392
Merit: 350
February 01, 2024, 12:44:55 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]
আমি এতগুলো পোস্ট করলাম তাও আবার প্রথম দশজন পোস্টদাতার মধ্যে এক নাম্বারে উইঠা আইয়া পরছি।
আমি চ্যাম্পিয়ন হইয়া গেছি  Grin Grin
আমার মনে হইতাছে যদি @LB ভাই একটিভ থাকতো তাইলে সে এক নাম্বার পজিশনে থাকতে পারতো সে বিগত কয়েকদিন ধইরা আমাদের বাংলা ফোরামে একটিভ নাই তার জন্যই হয়তো আমার নাম এক নাম্বারে উইঠা আইছে।

ধন্যবাদ @CL ভাই প্রত্যেক মাসের অভারভিউ আমাদের সবার সামনে তুলে ধরবার জন্য। আমাদের লোকাল বোর্ড আরো বেশি কইরা আগাইয়া যাক সেই কামনা করি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 01, 2024, 12:02:26 PM
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জানুয়ারি মাসের একটিভিটি এর জন্য আলাদা করে কোন কিছু বলার নেই কারণ বিগত মাসের পারফরমেন্স বিবেচনা করলে এ মাসে পোস্ট এক্টিভিটি এবং মেরিট আর্নিং অনেকটাই কম, তবে গত ডিসেম্বর মাসের থেকে চারটা পোস্ট এক্টিভিটি কম হলেও মেরিট এই জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
যদিও গত বছরের তুলনায় এ বছরের স্টারটিংটা ভালো কারণ গত বছর জানুয়ারি মাসে পোস্ট একটিভিটি হয়েছিল মাত্র  ১৩৭ টি এবং মেরিট ট্রানজেকশন হয়েছিল মাত্র ৩০ টি। সে হিসেবে ধরতে গেলে গত বছরের স্টারটিং এর তুলনায় এ বছরের স্টারটিংটা তুলনামূলক ভালো। তবে রিসেন্ট মাসগুলোর এক্টিভিটি তুলনায় পারফরম্যান্স কিন্তু ডাউনফলে চলে যাচ্ছে।
আশা করি আমরা খুব শীঘ্রই আবার সামনের মাসগুলোতে পোস্ট একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন এর অ্যামাউন্ট গুলো আবার উপরের দিকে নিয়ে যেতে পারবো।

জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 234টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 100টি



ডিসেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 238টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 58টি





প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]

২০২৩ সালের অ্যাক্টিভিটি
জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৪
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৪
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৪
আগস্ট মাসের একটিভিটি ২০২৪
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৪

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
hero member
Activity: 770
Merit: 482
February 01, 2024, 09:51:24 AM
হ্যাঁ ভাই সেটাই। এরা চায় "২৫ দিনে পয়সা ডাবল" করতে। এই টাকা দিয়ে যদি কোনো ছোটখাটো ব্যবসাও করতো, দোকান দিতো, তাও মাসশেষে ভালো ইনকাম হতো। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন রাতারাতি রাস্তার ফকির হয়ে বসে আছে। পার্সোনালি আমার এদের অবস্থা দেখে একটু খারাপই লাগতেছে, কিন্তু আবার উল্টাদিকে মেজাজও খারাপ হচ্ছে। বেটা তুই করলি টা কি!!

বাংলাদেশে অনেক নামি একটা কোম্পানি ছিলো ডেসটিনি ২০০০ লিমিটেড। এদের ধোকার পর থেকে একই মডেলে বাংলাদেশে আরো হাজারো কোম্পানি এসেছে। যারা হাজার কোটি টাকা ছিনিয়ে না নিলেও শত কোটি টাকা নিয়ে গেছে সাধারন মানুষের। আর সাধারন মানুষ এই ব্যাপারগুলোতে কখনোই সাবধান হওয়ার প্রয়োজন মনে করে নাই। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকেও তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারনত, একটা জিনিস বার বার ঘটতে থাকলে মানুষ সতর্ক হয়ে যায়, সরকার সেটা নিয়ে প্রচার প্রচারনা করে, কিন্তু এই ব্যাপারে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। ছোট বেলায় টিভিতে দেখতাম এসিড মারার শাস্তি নিয়ে বিজ্ঞাপন দিতো, সেই এওকই রকম বিজ্ঞাপন এখন দেয়াটা জরুরী হয়ে পরেছে। বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
February 01, 2024, 03:48:03 AM
এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা। এগুলা কোন ধরনের বলদ যে বারবার যেখানে এরকম ঘটনা ঘটতেছে সেখানে কিভাবে কত টাকা বিনিয়োগ করতে পারে। আপনার লিংক থেকে ভিডিও দেখলাম একজন কেদে কেদে বলতেছে যে তার সারা জীবনের যত সঞ্চয় ছিল সব নিয়ে গেছে ভাই সত্য বলতে ওই জায়গার সাংবাদিক যদি আমি হতাম তাহলে আমি তারে জিগাইতাম যে ভাই আপনার বিচি রেখে গেলো কেনো।

ভাই আপনার মত আসলে আমি চিন্তা করে দেখিনি কখনো, কিন্তু আপনার পয়েন্ট গুলো অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে ভাই টাকা নিয়ে গেলে তো টাকা পরবর্তীতে পাওয়া যায় বা যেকোন ভাবে উপার্জন করা যায়।  কিন্তু যদি ভাই বিচি নিয়ে যায় তাহলে তো ভাই বিচি লাগানো যায় না কিনতেও পাওয়া যায় না এখানে মনে হয় সব থেকে বড় মুশকিলটা।  Grin Grin Grin এজন্য এটা রেখে মনে হয় বাদবাকি সব ইনভেস্ট করছে। আর যারা আসলে প্রকৃতপক্ষে শুধরাবে না টারা ভাই বিচি নিয়ে গেলেও শুধরাবে না তারা ওই ভাবেই থাকবে।
 Grin
full member
Activity: 504
Merit: 163
February 01, 2024, 12:16:27 AM
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।

ভাই যখন আপনারা বলেন বাঙ্গালিরা শুধরাবে না বা বাঙালিরা ভালো হবে না তখন যেন কেমন লাগে  Roll Eyes তখন মনে পইড়া যায় আরে আমরা নিজেরাও তো বাঙালি।
সত্যি বলতে এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে বাঙালিরা আর ভালো হবে না বা বাঙালিরা কোনদিন শোধরাবে না । মূলত সব বাঙালি তো খারাপ হয় না হয়তোবা এক দুজনের জন্য সমস্ত বাঙালির নাম খারাপ হচ্ছে ।এতে করে বাঙালি জাতির নাম খারাপ হচ্ছে অবশ্যই তাদেরকে শুধরানো উচিত ।যে সমস্ত বাঙালিরা তাদের লোভ  সামলাতে না পেরে লোভের বর্ষ ভর্তি হয়ে এ সমস্ত স্কাম কাজগুলো করে তাদের উদ্দেশ্য বলব আপনাদের জন্য বাঙালি জাতির নাম খারাপ করবেন না।
member
Activity: 84
Merit: 57
January 31, 2024, 03:13:49 PM
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
ভাই আপনার কথার সাথে আমি একমত পোষণ করলাম কারন ভাই বাঙালিরা আসলেই নিচু মানের কাজ করে যা বলার বাহিরে ভাই। এরা ৫-২০হাজার টাকাকে খুব বেশি টাকা মনে করে। মনে করে এই ৫-১০হাজার মেরে খেয়ে খুব বড় হয়ে যাবে এদের চিন্তা ভাবনা এমন ছোট মানের।

আমার জানা মতে আমি কখনো কারো টাকা পয়সা মেরে খাইনি ভাই কিন্তু আপনার মতো আমিও ২০২৩ সালের আগস্ট মাসে ৬০$ লস খাই। মানে হচ্ছে আমি লিনোডি পোরটাল বাই করে RDP বানিয়ে বানিয়ে সেল করতাম। আমার একটা ক্লায়েন্ট ছিলো বাংলাদেশি সে আমার কাছ থেকে RDP নিতো। কিন্তু একদিন সে আমার কাছ থেকে ২১টা RDP নিয়ে আর পে করে নি। আমি $ চাইছি বলে আমাকেই উল্টো ব্লক মেরে দিয়েছিলো। এই রকম অনেক আছে ভাই। SEO টুলস Semrush বিক্রি করতে গিয়েও অনেক ধোকা খেয়েছি ভাই। যেসব ধোকা খেয়েছি সেগুলো বেশির ভাগ বাঙালি ছিলো। বাঙালিদের মাইন্ড সেটাপটাই একদম নিম্ন মানের ভাই যা বলে শেষ করা যাবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
January 31, 2024, 12:56:12 PM
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
আমার সাথেও এমন ঘটছে। ১০০ ডলারের একটা কাজ করছিলাম একজনের। এডভান্স ৫০ ডলার পেমেন্ট করছিল, বাকিটা কাজ জমা দেয়ার পর। কাজ জমা দেয়ার পর থেকে গায়েব, চ্যাট সব উধাও, লল 😂



এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা.....
উচিৎ শিক্ষা হইছে ভাই। এই সুদানির ফুয়া গুলা জীবনেও ঠিক হবে না। পাবলিক এটা কেনো বুঝে না দুনিয়ায় কেউ কাউকে মাগনা কিছুই দিয়ে দেয় না.....
হ্যাঁ ভাই সেটাই। এরা চায় "২৫ দিনে পয়সা ডাবল" করতে। এই টাকা দিয়ে যদি কোনো ছোটখাটো ব্যবসাও করতো, দোকান দিতো, তাও মাসশেষে ভালো ইনকাম হতো। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন রাতারাতি রাস্তার ফকির হয়ে বসে আছে। পার্সোনালি আমার এদের অবস্থা দেখে একটু খারাপই লাগতেছে, কিন্তু আবার উল্টাদিকে মেজাজও খারাপ হচ্ছে। বেটা তুই করলি টা কি!!
hero member
Activity: 770
Merit: 482
January 31, 2024, 09:16:48 AM
বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A

উচিৎ শিক্ষা হইছে ভাই। এই সুদানির ফুয়া গুলা জীবনেও ঠিক হবে না। পাবলিক এটা কেনো বুঝে না দুনিয়ায় কেউ কাউকে মাগনা কিছুই দিয়ে দেয় না। যখন কেউ অফার করে যে আপনাকে তারা ১ লাখ টাকার বিপরীতে মাসে ১১ হাজার টাকা দিবে, তখন আপনাকে দেখতে হবে সেই টাকাটা আসবে কোথা থেকে। দুনিয়ায় এমন কোনো লিগ্যাল হালাল যায়গা নাই যারা শুধুমাত্র টাকার বিপরীতে আপনাকে মাসে এতো টাকা প্রফিট দিবে। বিভিন্ন ব্যাংক গুলো আমানতের ওপর সুদ দিয়ে থাকে এবং সেটার হার ৭ শতাংশ এর বেশি না এবং সেটাও বাৎসরিক। মানে আপনি ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে ৭ হাজার টাকা প্রফিট আসবে। সেখানে অনলাইন প্ল্যাটফর্ম তাদের গ্রাহকদের মাসে ১১ পারসেন্ট প্রফিট দিবে, তাদের টাকা আসবে কই থেকে? ব্যাংক নাহয় গ্রাহকদের লোন দিয়ে টাকা ইনকাম করে, কিন্তু যেসব কোম্পানি এই অফার করে, তাদের মেইন ইনকাম কি? এই সুদানীর ফুয়ারা আরো হেডা মারা খাক। মাঝে মাঝে নিজেকে ধরে রাখা যায় না। খারাপ ভাষা ব্যাবহার করার জন্য সরি!
sr. member
Activity: 546
Merit: 309
January 31, 2024, 08:20:16 AM
বাঙালি কি কখনো শুধরাবে না? এত এত নিউজ করা হয়, রিপোর্ট করা হয়, পোস্ট করা হয়, তবুও এদের চোঁখ খোলে না। এতো লোভ বাঙালির! একটা জিনিস বুঝবেনা তো বুঝবেইনা। MTFE এর কথাতো সবার মনে আছে। এখন US agreement নামে নতুন প্রতারণা শুরু। এক রাতে ৩০০ কোটি গায়েব। জাস্ট ওয়াও।  Sad

https://www.facebook.com/100064517327464/posts/775808891246348/?mibextid=rbpapJttc6LNEC7A

এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা। এগুলা কোন ধরনের বলদ যে বারবার যেখানে এরকম ঘটনা ঘটতেছে সেখানে কিভাবে কত টাকা বিনিয়োগ করতে পারে। আপনার লিংক থেকে ভিডিও দেখলাম একজন কেদে কেদে বলতেছে যে তার সারা জীবনের যত সঞ্চয় ছিল সব নিয়ে গেছে ভাই সত্য বলতে ওই জায়গার সাংবাদিক যদি আমি হতাম তাহলে আমি তারে জিগাইতাম যে ভাই আপনার বিচি রেখে গেলো কেনো। বাংগালী লোভে পইড়া বারবার একই ভূল করবো আর টাকা হারানোর পর ক্যামেরার সামনে যাইয়া কাদবো নয়লে সোসিয়াল মিডিয়াতে নানান কাহিনি পোস্ট করবো। আমার কথা হলো আমি যদি কাজ করি তাহলে বিনিয়োগ করবো কেনো আর যদি কাজ না করেই কোনো এপস থিকা এতো টাকা দেয় ইনভেস্ট করলেই তাহলে তারা এতো টাকা কেমনে ম্যানেজ করবো। যেখানে ব্যাংক দেয় ৫ থেকে সর্বোচ্চ ১২% পর্যন্ত মুনাফা সেখানে তাদের অফার হিসেবে আসবে ১০০%+ মুনাফা বছরে। আরে ভাই তাগো কাছে কি টাকা ছাপার মেশিন আছে যে আপনারা অল্প কিছু বিনিয়োগ করলে শুধু টাকা আসতেই থাকবে৷ বাংগালী এইটা বোঝে না।

বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
সেইটা কি তার নিজের প্রজেক্ট ছিলো নাকি ৩র্ড পার্টি হিসেবে কাজ করছে আপনার সাথে কমিশনের জন্য। যদি তার প্রজেক্ট হয় তাহলে বাংগালী কোনো প্রজেক্ট নেওয়াই আপনার ভূল হইছে আর আপনি স্কাম হিসেবে রিপোর্ট করেন সেই প্রজেক্টের বিরুদ্ধে।  আর যদি ৩র্ড পার্টি হিসেবে কাজ করে থাকে তাহলে এই ভুল থিকা মনে করেন আপনার একটা শিক্ষা হলো। ৮০ ডলার কোনো ব্যাপার না। একটা নতুন কিছু শিখলেন যে বাংগালী কারো সাথে কিছু করলে নগদ টাকা বুইঝা পাইয়া তারপর করবেন৷ আর বিশেষ করে ফোরামে যদি ভালো পজিশনে কোনো একাউন্ট না থাকে এমন লোকদের সাথে এমন বাকি লেনদেন করবেন না।
Pages:
Jump to: