Thanks for the warning. For a long time, I thought that this local board was a small group of 5-10 people with several alt accounts.
I still think that way. See what local users are saying about the influx of new accounts. Google Translate does a good job of making it clear that they're all probably here for the upcoming pumpkin contest that a bunch of accounts were so successful at last year and where they were actively passing merits on to each other.
আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।
আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না। আমরা শুধু চেক করি অই লোক টা মেরিট পেলো কোন পোস্ট থেকে? কিভাবে পেলো? কি করে পেলো? এই ফলো করার রেজাল্ট অনেক ভয়াবহ। একজন একটা কাজ করে মেরিট পেয়েছে বলে যে আপনি করলে আপনি পাবেন, ব্যাপার টা সেরকম না। প্রায় অনেকদিন আগে একটা থ্রেড দেখলাম পোস্ট করলেই সেই থ্রেড এর ক্রিয়েটর ১০ টা করে মেরিট দিচ্ছে। তো বাংলাদেশের অনেক মানুষ সেখানে পোস্ট করেছে এবং অনেকে মেরিট ও পেয়েছে। কয়েক সপ্তাহ আগে দেখলাম সেটা নিয়ে গ্লোবালে থ্রেড ওপেন করে একজন বলছে যে এই একাউন্ট গুলো এক জনের। নইলে সবাই মিলে এই থ্রেড এ পোস্ট করলো কেনো আর সবাইকে থ্রেড ক্রিয়েটর মেরিট দিলো কেনো? সব সময় ফলো করা ভালো রেজাল্ট নিয়ে আসে না। মাঝে মাঝে খারাপ রেজাল্ট ও নিয়ে আসে। সুতরাং, মেরিট দেখলেই ঝাপিয়ে পড়ার দরকার নাই।
In addition, they create low-quality themes, adding only a link and a picture. A newcomer who knows about forum image hosting from the very first days brings a smile.
To stop this chaos, I have tagged a few enterprising people who post news simply by copying and pasting, and as soon as they stop doing this, I will remove the neutral tag from them.
The forum is not against alternative accounts, but when it looks very defiant and shameless, you need to respond somehow.
I've gathered some who signed up in October. You can find a lot of similarities in their posts and design posts. Also, check their stories; not a single account will make you feel like this is the person’s first time on the forum.
https://bitcointalksearch.org/user/synonyms-3578442 Synonyms September 16, 2023, 07:00:07 PM
https://bitcointalksearch.org/user/cryptowodl-3581193 cryptoWODL October 01, 2023, 05:49:44 PM
https://bitcointalksearch.org/user/btcpokaop-3581291 BTC_pokaop October 02, 2023, 10:48:36 AM
https://bitcointalksearch.org/user/glaxe-3582693 Glaxe October 09, 2023, 08:29:26 AM
https://bitcointalksearch.org/user/learn-crypto-3583714 Learn Crypto October 13, 2023, 04:27:08 PM
https://bitcointalksearch.org/user/theorys-3584075 theorys October 15, 2023, 09:37:48 AM
https://bitcointalksearch.org/user/dtmember-3584158 DT_MEMBER October 15, 2023, 08:50:51 PM
https://bitcointalksearch.org/user/sportbitcoin-3585154 sportbitcoin October 20, 2023, 02:51:11 PM