এগিয়ে যান দোয়া করি, আমরাও আমাদের জীবনে প্রথম ইনকামের অনুভূতিটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি খুব অন্যরকম অনুভূতি যা হয়তো দু এক লাইনে বলে প্রকাশ করা যায় না। আমার জীবনে প্রথম সিগনেচার ক্যাম্পেইন ছিল Royse777 ম্যানেজারের ম্যানেজ করা একটি ক্যাম্পেইন। খুব সম্ভবত আট সপ্তাহ চলে এবং আমি আমার প্রথম ইনকামের যে অনুভূতি ছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি প্রথম পেমেন্ট পেয়ে যান তাহলে আপনি যদি আপনার বাবা-মা বেঁচে থাকে তাহলে তাদের জন্য অন্ততপক্ষে কিছু কিনে উপহার দেবেন। প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের সবকিছুর প্রথম ইনকাম থেকে কিছু আশা করে যা একমাত্র আল্লাহর আরশ থেকে আপনার এ প্রতিদান দেবেন। আপনি আপনার আগামী দিনগুলো সাবলীল ও আনন্দময় কাটুক সেই প্রত্যাশা রইল।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ আমার বাবা মা দুজনেই বাঁচে আছেন। এবং আমি অবস্যই আপনার কথা রাখবো, আসলে আমিও একটু কনফিউশন এর মধ্যে ছিলাম যে আমি আমার সর্ব প্রথম পেমেন্টটি দিয়ে ঠিক কি করবো, এখন যেহেতু আপনি অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, এখন তাহলে আপনার পরামর্শ অনুযায়ী আমার প্রথম পেমেন্টটি দিয়ে আমার বাবা মা কে কিছু একটা উপহার দেব. ধন্যবাদ ভাই.
আপনাকে অভিনন্দন।
কিন্তু আপনি যেভাবে আপনার অনুভূতি প্রকাশ করছেন, এতে করে মনে হবে আপনি লিটল মাউস ভাইইয়ের কাছ থেকে আলাদা কোনো স্পেশাল বেনিফিট নিচ্ছেন। আসলে উনি প্রফেশনাল দিক দিয়ে অনেক বেশি প্রফেশনাল। আপনি যতোই লোকাল বোর্ড এর মেম্বার হোন না কেনো, আপনার যদি কোয়ালিটি না থাকে, তাহলে আপনি তার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন না। উনি আপনাকে এক্সেপ্ট করেছে মানে আপনার সেই কোয়ালিটি আছে এবং এজন্যই তিনি আপনাকে ওনার ক্যাম্পেইনে স্পট দিয়েছে। আমরা কখনোই ওনার কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করবো না। যারা রেংক আপ করেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের লোকাল মেম্বারদের এমনিতে রেপুটেশন ভালো না। মানুষ ভালো চোখে দেখে না। আশা করবো আপনারা সবাই নিজেকে আরো ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করবেন।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আসলে আমি লিটল মাউস ভাইইয়ের কাছ থেকে আলাদা কোনো স্পেশাল বেনিফিট নিচ্ছি না, বরং আমি প্রথম ক্যাম্পাইন এ জয়েন হওয়ার আনন্দ ঠিক কিভাবে উপভোগ করবো ঠিক সেটাই বুজতে পারছিলাম না, তাই বেশি কিছু না ভাবেই পোস্টটা করেছিলাম, যাই হোক যেহেতু আমাদের লোকাল মেম্বারদের রেপুটেশন খুব একটা ভালো না, তাই আমাদের এখন থেকে উচিত নিজেদের আরো ভালোভাবে উপস্থাপন করার। আমি এখন থেকে আমার যথাশাদ্ধ চেষ্টা করে ক্রিয়েটিভিটির সাথে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই আপনাকে, এবং আমার জন্য দুয়া করবেন ভাই.