Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 23. (Read 5275567 times)

sr. member
Activity: 504
Merit: 266
August 28, 2024, 04:18:00 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮
আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।
জি ভাই এটা বলেছেন যে ১০০ ডলার বিনিয়োগ করে ভুলে যেতে হবে আমি যে বিনিয়োগ করে ফেলেছি। এই সমস্ত কয়েন গুলোতে কখন কাকে কি করে ফেলবে এটা কেউ বলতে পারে না। বেশ কয়েকদিন আগে পেঁপে কয়েন অলরেডি কয়েকশত গুণ বৃদ্ধি পেয়েছিল। শিবাইনু মানুষকে বেশ কয়েকবার মিলোনিয়ার বানিয়ে ফেলেছিল। Bonk, book of Meme, এগুলো মানুষকে ইতিমধ্যেই মিলোনিয়ার বানিয়ে ফেলেছে। তাই যাদের ডলারের অভাব নেই তারা এ সকল কয়েনগুলোতে বিনিয়োগ করে ভুলে যান কোন একদিন দেখবেন আপনারাও মিলোনিয়র হয়ে গেছেন।
jr. member
Activity: 35
Merit: 3
August 28, 2024, 04:12:01 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।
sr. member
Activity: 546
Merit: 309
August 28, 2024, 10:17:12 AM
রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি তার অপরাধ মূলক কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফরাসি পুলিশরা গ্রেপ্তার করার পর উল্লেখ করা হয়েছিল যে তার প্লাটফর্মে শিশুপর্ণো, ড্রাগস তথা মাদক এবং মানিলন্ডারিং এর জন্য অভিযোগ রয়েছে। যার জন্য সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও অবশেষে তাকে ফ্রান্সে থেকে গ্রেপ্তার করা হয়।
পাভেল দুরভক ছারা পেয়েছে এই নিউজটি কিছুক্ষণ আগে আমি পেয়েছি। তিনি নির্দোষ প্রমাণিত হয় এবং ফরাসি পুলিশ তাকে ছেড়ে দেয়। তার জন্য অনেকেই সুপারিশ করেছে এর মধ্যে Elon Musk কেউ দেখেছি। যাইহোক তার ছাড়া পাওয়ার নিউজটি নতুন লিস্ট হওয়া Dogs এর উপর পজেটিভ প্রভাব পড়তে পাড়ে যদিও Meme কয়েন নিয়ে কোনো বিশ্বাস নেই। meme কয়েন হলো আবহাওয়ার মতো কখন কি হয় বলা যায় না। তবে আজকে দেখলাম Dogs এর দাম ৩০%+ পাম্প করেছে।



ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।
হ্যাঁ ডগস লিস্টিং হয়েছে ঠিক কিন্তু আশানুরূপ দাম নেই। তারপরও প্রাথমিক অবস্থায় উত্তেজনার বসে মাত্র 31 ডলার বিক্রি করে দিয়েছি এটা আমার এই বছরের কোন এয়ার্ড্রপ থেকে প্রথম ইনকাম। Grin টন কয়েন এরপর হয়তো ডগস দ্বিতীয় সাকসেসফুল এয়ার ড্রপ। কিছু কয়েন এখনো হোল্ডিং এ রেখেছি দাম বৃদ্ধি পাবে এই আশায় তবে মার্কেট প্রতিনিয়ত লক্ষ্য করছি কিন্তু উঠছে না। বর্তমান এই কয়েনের মার্কেট প্রাইস হল $০.০০১২৫১৩
Dogs নিয়ে অনেক হাইপ ছিলো আর এটার প্রচুর ট্রানজেকশনের কারনে এখন পর্যন্ত TON চেইন স্বাভাবিক হয়নি। এখনো প্রচুর ব্যাস্ত রয়েছে নেটওয়ার্কটি। তবে এটা সবাইকেই ভালো প্রফিট দিয়েছে। পরবর্তী ভালো প্রজেক্ট হতে যাচ্ছে Blum & Major সবাই এটাই বলতেছে। তাই এই দুইটা সবাই করে রাখতে পারেন।
sr. member
Activity: 392
Merit: 350
August 27, 2024, 10:38:42 PM
রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি তার অপরাধ মূলক কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফরাসি পুলিশরা গ্রেপ্তার করার পর উল্লেখ করা হয়েছিল যে তার প্লাটফর্মে শিশুপর্ণো, ড্রাগস তথা মাদক এবং মানিলন্ডারিং এর জন্য অভিযোগ রয়েছে। যার জন্য সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও অবশেষে তাকে ফ্রান্সে থেকে গ্রেপ্তার করা হয়।



ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।
হ্যাঁ ডগস লিস্টিং হয়েছে ঠিক কিন্তু আশানুরূপ দাম নেই। তারপরও প্রাথমিক অবস্থায় উত্তেজনার বসে মাত্র 31 ডলার বিক্রি করে দিয়েছি এটা আমার এই বছরের কোন এয়ার্ড্রপ থেকে প্রথম ইনকাম। Grin টন কয়েন এরপর হয়তো ডগস দ্বিতীয় সাকসেসফুল এয়ার ড্রপ। কিছু কয়েন এখনো হোল্ডিং এ রেখেছি দাম বৃদ্ধি পাবে এই আশায় তবে মার্কেট প্রতিনিয়ত লক্ষ্য করছি কিন্তু উঠছে না। বর্তমান এই কয়েনের মার্কেট প্রাইস হল $০.০০১২৫১৩
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 27, 2024, 12:34:33 AM
আমি আস-সুন্নাহ ফাউন্ডেশন এ আমার সামর্থ্য অনুযায়ী ডোনেট করে যাচ্ছি তবে যদি আমাদের এই btt ফোরামের বাংলা কমিউনিটি থেকে কেউ এমন খবর জেনে থাকে যে কোনো যায়গায় মানুষ ত্রান পাচ্ছে না অনেক কষ্টে দিন পাড় করছেন এবং সেখানে  ত্রান নিয়ে যেতে চায় তাহলে আমি এখানেও ডোনেট করবো সমস্যা নেই।

যদিও আস সুন্নাহ ফাউন্ডেশন অনেক বড় আকারে ত্রান দেয়ার কাজ করছে, তবে যেহেতু ১১ টা জেলা প্লাবিত হয়েছে, এজন্য একটা ফাউন্ডেশনের পক্ষে সব যায়গায় ত্রান বিতরন করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমিও আস সুন্নাহ ফাউন্ডেশনেই ডোনেট করেছি। আমরা যারা সেখানে টিম নিয়ে গিয়ে কাজ করতে পারবো না, তারা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আস সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করাকেই সবচাইতে ভালো মনে করেছি।

তবে বন্যায় ত্রান বিতরন করা ছাড়াও বন্যা পরবর্তী কিছু কাজ আছে। কিছু মানুষ তাদের ঘর, ঘরের আসবাব পত্র, গবাদি পশু সহ সব হারিয়ে ফেলেছে। গবাদি পশু আর আসবাব পত্রর কথা বাদ দিয়ে, কিছু মানুষকে অন্তত ঘর নির্মান করে দেয়াটা জরুরী। লিটল মাউস ভাই অলরেডি ফান্ড কালেকশন করা শুরু করেছেন। যারা ডোনেট করতে চান, ওনার সাথে মেসেজ করে ডোনেট করতে পারেন।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
August 26, 2024, 02:12:36 PM
প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা সময় পার করতেছি যেটা বলার বাহিরে।
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নিরাপদে আছি। কিন্তু আমাদের দেশটা এখনো ঠিক হয়নি ভাই আমরা এখনো অনেক বিপদের মতো দিয়ে যাইতেছি। দেশটাকে স্বৈরাচার মুক্ত করার পর পড়ি আমরা বন্যায় কবলিত হয়েছি এই সময়টা আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে।
আচ্ছা আমাকে কেউ সাহায্য করবেন যদি পারেন একটা বিষয়ে। আমার Telegram একাউন্টটি পারসোনাল নাম্বার দিয়ে খোলা আমার ফোনে ব্যবহার করি। অনেকদিন আগে আমার একটা বন্ধু ফোনে (Log In) করছিলাম কিন্তু পরে (log out) করে দিয়েছিলাম। এখন এমন হইছে তারফোনের ডায়াল কলে যাদের যাদের নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা এবং ব্যবহার করে তাদের সকল টেলিগ্রাম একাউন্ট আমার টায় সো করে। এটা নিয়ে কি কোন সমস্যা হবে কিনা? এবং আমরা ফোন দিয়ে যদি Unknown নাম্বারে যদি কোন সময় কল দেই তখনো দেখি সে নাম্বারের টেলিগ্রাম আসে আমার  Telegram এ। এই বিষয়টা আমার খুবই বিরক্ত লাগে। আজকে এগুলো বন্ধ করা যায় কিভাবে এটা নিয়ে YouTube এ টিউটোরিয়াল খুজলাম প্রোপার গাইড লাইন পেলাম না। আপনারা যদি কেউ জানেন টেলিগ্রামের এটা কিভাবে বন্ধ করা যায় তাহলে জানাবেন বা একটু বলে দিবেন বাঙালি ভাইয়েরা। আশা করি আমার উওর পাবো আপনাদের কাছে।


আপনার টেলিগ্রাম যে আপনার বন্ধুর ফোনের লগইন করেছিলেন সেজন্য যে তার ফোনে ডায়াল নাম্বার গুলো আপনার টেলিগ্রাম শো করে এটা কোন সমস্যা হবে না। টেলিগ্রাম এরকম একটা সিস্টেম যেটা ফোনে থাকলে ফোনের কল নাম্বার থাকে ওগুলোতে যদি কোন টেলিকম আইডি খোলা থাকে এবং নতুন করে যদি টেলিগ্রাম আইডি কেউ খুলে তাহলে এটা নোটিফিকেশন আকারে আসে সেজন্য বুঝা যায় একাউন্ট খুলেছে। তবে এগুলো নিয়ে কোন সমস্যা হয় না আর কি। আপনি যেহেতু বলতেছেন আপনার জন্য এই বিষয়টা বিরক্ত লাগে ডিলিট করে করে পরিষ্কার করতে হয় সেহেতু এটার জন্য সহজ একটা উপায় বলে দিচ্ছি। এটা করলে আপনি আর ওরকম নোটিফিকেশন পাবেন না আপনি বিরক্ত হবেন না।

যেমন:
১: আপনি আপনার Telegram একাউন্টে চলে যাবেন।

২: থ্রি ডট মেনুতে যাবেন সেখানে অনেকগুলো মেনু নিচে নিচে দেখতে পাবেন।

৩: অনেকগুলো মেনু থেকে Settings এ যাবেন।

৪: Settings এ আসার পর (Privacy and Security) এটায় যাবেন।

৫: (Privacy) তে আসার পর অনেকগুলো মেনু পাবেন সেখান থেকে আপনি একবারে নিচের দিকে চলে আসবেন। সেখানে (Contracts) পাবেন।

৬: Contracts এ থেকে (Sync Contracts) এটা বন্ধ করে দিবেন এবং (Suggest Frequent Contract) এটাও বন্ধ করে দিবেন।

(আপনার কাজ শেষ, আশা করি আপনি আমার সহজ ভাষায় বলা কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ)
Wonder Work
newbie
Activity: 8
Merit: 7
August 26, 2024, 01:13:08 PM
প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা সময় পার করতেছি যেটা বলার বাহিরে। এখানে কি বন্যা কবলিত অঞ্চলের কেউ আছেন? ফেনীর কী অবস্থা এখন কেউ জানেন? আজকে নাকি আবার কাপ্তাই বাদ খুলে দিয়েছে এখন উত্তর অঞ্চলে বন্যা দেখা দিবে। আল্লাহ্ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুক।

আচ্ছা আমাকে কেউ সাহায্য করবেন যদি পারেন একটা বিষয়ে। আমার Telegram একাউন্টটি পারসোনাল নাম্বার দিয়ে খোলা আমার ফোনে ব্যবহার করি। অনেকদিন আগে আমার একটা বন্ধু ফোনে (Log In) করছিলাম কিন্তু পরে (log out) করে দিয়েছিলাম। এখন এমন হইছে তারফোনের ডায়াল কলে যাদের যাদের নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা এবং ব্যবহার করে তাদের সকল টেলিগ্রাম একাউন্ট আমার টায় সো করে। এটা নিয়ে কি কোন সমস্যা হবে কিনা? এবং আমরা ফোন দিয়ে যদি Unknown নাম্বারে যদি কোন সময় কল দেই তখনো দেখি সে নাম্বারের টেলিগ্রাম আসে আমার  Telegram এ। এই বিষয়টা আমার খুবই বিরক্ত লাগে। আজকে এগুলো বন্ধ করা যায় কিভাবে এটা নিয়ে YouTube এ টিউটোরিয়াল খুজলাম প্রোপার গাইড লাইন পেলাম না। আপনারা যদি কেউ জানেন টেলিগ্রামের এটা কিভাবে বন্ধ করা যায় তাহলে জানাবেন বা একটু বলে দিবেন বাঙালি ভাইয়েরা। আশা করি আমার উওর পাবো আপনাদের কাছে।
sr. member
Activity: 546
Merit: 309
August 26, 2024, 12:32:19 PM
সবাই কেমন আছেন?

আমি দুই দিন ধরে শুধু মোবাইলে ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে লিটল মাউস ভাই এবং তার পরিবার সেইফ আছে যেটা অলরেডি ক্রিপ্টো লাইব্রেরী ভাই এখানে শেয়ার করেছেন। আমি পুরো রাস্তা যেতে পারিনি। তার আগেই উনি কোনো ভাবে মোবাইল চার্জ করে আমাকে মেসেজ করেছেন। উনি ফোরামেও লগইন করেছিলেন, কিন্তু যেহেতু ওনার ইনটারনেট অনেক দূর্বল এজন্য হয়তো কোনো পোষ্ট করতে পারেনি। যাই হোক, দেশের ১১ টা জেলা বন্যায় আক্রান্ত, কিছু কিছু জেলা তে ত্রান গেলেও, একদম ভেতরের সাইডগুলোতে মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ির ছাদ ডুবে গেছে মানুষের। ৫-৬ দিন ধরে মানুষ না খেয়ে আছে। অনেক মানুষের ঘর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা পরবর্তী একটা ফান্ড কালেক্ট করে অন্তত কয়েকজন মানুষের ঘর করে দিতে পারলে ভালো হতো। আপনারা কি ডোনেট করতে ইচ্ছুক?
যাইহোক শুনে ভালো লাগলো যে LM ভাই এবং তার পরিবার সহ সবাই ভালো আছেন। দেশের বন্যা পরিস্থিতি এখনো অনেক খারাপ অবস্থাতেই আছে এগুলো দেখে বিভিন্ন দেশও সাহায্যের হাত হাড়াচ্ছে আশা করা যায় এই সমস্যা কাটিয়ে উঠতে আর খুব বেশিদিন লাগবে না।

ফেনী, কুমিল্লা এখন রীতিমতো অনেকের পিকনিক স্পট হয়ে গেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যারা কন্টেন্ট এর জন্য সেখানে বেড়াতে যাচ্ছে এদের জন্য সেখানে অনেক মানুষের ঢল থাকায় বাড়তি নৌকা ভারা সহ আরো কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে যারা সত্যিকার অর্থে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাড়াতে গেছেন।

আমি আস-সুন্নাহ ফাউন্ডেশন এ আমার সামর্থ্য অনুযায়ী ডোনেট করে যাচ্ছি তবে যদি আমাদের এই btt ফোরামের বাংলা কমিউনিটি থেকে কেউ এমন খবর জেনে থাকে যে কোনো যায়গায় মানুষ ত্রান পাচ্ছে না অনেক কষ্টে দিন পাড় করছেন এবং সেখানে  ত্রান নিয়ে যেতে চায় তাহলে আমি এখানেও ডোনেট করবো সমস্যা নেই।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 26, 2024, 09:11:18 AM
অনেকেই দেখলাম এয়ারড্রপ থেকে ভালো পরিমাণ ডলার পেয়েছে আজকে Dogs লিস্ট হওয়ার পর বেশিরভাগ লোকেরাই আজকে অনেক আনন্দিত। এর মধ্যে আমিও একজন আমিও এই এয়ার্ডপ করেছিলাম এবং এখান থেকে 31 ডলার সমপরিমাণ সেল করতে পেরেছি যাইহোক ভালোই লাগলো খারাপ না এগুলো থেকে পেমেন্ট পেলাম।
অনেক টেলিগ্রাম গ্রুপগুলোতে দেখলাম সবাই স্ক্রিনশট দিয়ে পোস্ট করতাছে সবাই মাল্টি ব্যবহার করে অনেক ডলার পেয়েছে ৩০০/৪০০ ডলার এর মত পেমেন্ট পেয়েছে এই এয়ার্ডপ করে। তবে বর্তমানে টেলিগ্রাম বট এর ক্যাম্পেইন গুলো হিউজ পরিমান সাক্সেস হচ্ছে এর আগে আমরা দেখেছি NOt coin সকলেই ভালো একটি পেমেন্ট পেয়েছিল আর এখন Dogs থেকে অনেকেই ভালো পরিমান পেমেন্ট পেয়েছি। এই প্রজেক্ট গুলো ভালো এক্সচেঞ্জ গুলোতে নেওয়া হচ্ছে যার কারণে এর বিনিয়োগ কারের সংখ্যা অনেক বেশি, এর আগে নট কয়েন ভালো পাম্পিং করেছিল সেই অনুসারে যদি এই Dogs পাম্পিং করে তাহলে অনেক বিনিয়োগকারীরা বড়লোক হয়ে যাবে।
যাইহোক আমার কিছু পরিমাণ টোকেন রয়েছে Dogs যদি দাম বাড়ে তাহলে ১০-১২ ডলারের মতো বেচতে পারবো সেগুলো সংগ্রহ করে রেখে দিয়েছি হোল্ড করে যদি কোনদিন দাম বাড়ে তাহলে বিক্রি করব।  Grin

এই Dogs এর দাম বৃদ্ধি পেতে পারে যদি টেলিগ্রাম এর CEO মুক্তি পায় আমরা জানি তাকে ফ্রান্স এর এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে যদি মুক্তি দেয় তাহলে এই কয়েন এর মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি।
full member
Activity: 420
Merit: 130
August 26, 2024, 08:56:55 AM


ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।

আসলে ফ্রিতে আমরা বেশ ভালোই প্রফিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই এয়ারড্রপে কোন কাজ করা লাগে নাই, শুধু প্রতিদিন লগিন করতে হয়েছে। অনেকেই হয়তো আরও বেশি আশা করেছিলেন, ফ্রি তে যা পেয়েছি যা অনেক। যারা হোল্ড করবে তারা হয়তো কিছুটা বেশি দামে সেল করতে পারবেন। তবে ঝুঁকিপুর্ন হবে, যার যার নিজ দায়িত্বে টোকেন হোল্ড করতে পারেন। কে কত প্রফিট করলেন?
আপনাকে অভিনন্দন কিন্তু আমার ক্ষেত্রে DOGS কয়েন খুব কম ছিল তাছাড়া প্রথম দিকে আমি Bybit account উত্তোলন করি ফলে আমার যা  টোকেন ছিল ওই পরিমাণ দিয়ে কোন বড় ধরনের অ্যামাউন্ট পেলাম না। অতি নগণ্য কিন্তু তাও আনন্দের মাত্র ৭ ডলার পেয়েছি। বাইনান্সে উত্তোলন করলে হয়তো দশ হাজার অথবা ২০ হাজার টোকেন এক্সট্রা বোনাস পেতাম কিন্তু সেই বোনাস থেকে বঞ্চিত হয়েছে। তবে এই টোকেনটি সামনে বাড়তে পারে কিন্তু আমার ক্ষেত্রে আর কতই বাড়বে তাই যা পেয়েছি সেল দিয়ে দিয়েছি।
newbie
Activity: 18
Merit: 2
August 26, 2024, 08:24:05 AM
সবাই কেমন আছেন?

আমি দুই দিন ধরে শুধু মোবাইলে ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে লিটল মাউস ভাই এবং তার পরিবার সেইফ আছে যেটা অলরেডি ক্রিপ্টো লাইব্রেরী ভাই এখানে শেয়ার করেছেন। আমি পুরো রাস্তা যেতে পারিনি। তার আগেই উনি কোনো ভাবে মোবাইল চার্জ করে আমাকে মেসেজ করেছেন। উনি ফোরামেও লগইন করেছিলেন, কিন্তু যেহেতু ওনার ইনটারনেট অনেক দূর্বল এজন্য হয়তো কোনো পোষ্ট করতে পারেনি। যাই হোক, দেশের ১১ টা জেলা বন্যায় আক্রান্ত, কিছু কিছু জেলা তে ত্রান গেলেও, একদম ভেতরের সাইডগুলোতে মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ির ছাদ ডুবে গেছে মানুষের। ৫-৬ দিন ধরে মানুষ না খেয়ে আছে। অনেক মানুষের ঘর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা পরবর্তী একটা ফান্ড কালেক্ট করে অন্তত কয়েকজন মানুষের ঘর করে দিতে পারলে ভালো হতো। আপনারা কি ডোনেট করতে ইচ্ছুক?
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এটা শুনে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের ফোরামের লিটল মাউস ভাই এবং তার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আশা করছি লিটল মাউস ভাই পরিস্থিতি স্বাভাবিক হলে অতি শীঘ্রই আমাদের মাঝে এসে কোন একটি বার্তা প্রদান করবেন।

দুর্যোগকালীন অবস্থার থেকে  দুর্যোগের পরবর্তী সময় মানুষের সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হতে হয়। কারণ দুর্যোগ পরবর্তী সময়ে খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে নানান রোগ সৃষ্টি হয় এবং অনেকে মৃত্যুবরণ করেন। অবশ্যই আমাদের দুর্যোগ পরবর্তী অবস্থায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। জি ভাই আমি আপনার সাথে একমত আছি বন্যার পরবর্তীতে একটি ফান্ড কালেক্ট করে মানুষের সাহায্য করতে করা উচিত।
ডোনেশন ব্যক্তিগত জোর করে তো ডোনেশন নেওয়া যায় না যেহেতু টাকাটা আপনার একান্তই ব্যক্তিগত এবং আপনি কোথায় খরচ করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের এই বাংলা ফোরামের অনেক সদস্য আছেন যারা সিগনেচার ক্যাম্পেইনে জড়িত। এমনকি অনেক লোক আছেন যারা একাধিক আইডি নিয়েও সিগনেচার ক্যাম্পেইনে জড়িত । আমি তাদের কথাই বলছি তারা যদি সবাই শুধুমাত্র একটি সপ্তাহের অর্থ যদি বন্যার্তদের মাঝে দান করেন এবং তা যদি একত্রিত করেন তাহলে মোটামুটি একটি ভালো কালেকশন হবে। অতীতেও আমরা দেখেছিলাম বাংলা ফোরামের অনেকেই ইউক্রেনবাসীর জন্য অনেক সহায়তা করেছিল। আমরা কি পারিনা নিজের দেশের জনগণের জন্য।
জি ভাই আমি ফোরামে কাউকে ফান্ড কালেকশন করতে দেখে নি তবে আমি ব্যক্তিগতভাবে আস সুন্নাহ ফাউন্ডেশন ডোনেশন করেছি। @Learn Bitcoin আপনার সাথে একমত, যাদের ঘর বাড়ি নাই তাদের পরবর্তীতে থাকার জায়গা যেন পায় সেজন্য আমি ডোনেশন করতে ইচ্ছুক, আপনি ফান্ড খুলেন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 26, 2024, 08:18:24 AM


ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।

আসলে ফ্রিতে আমরা বেশ ভালোই প্রফিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই এয়ারড্রপে কোন কাজ করা লাগে নাই, শুধু প্রতিদিন লগিন করতে হয়েছে। অনেকেই হয়তো আরও বেশি আশা করেছিলেন, ফ্রি তে যা পেয়েছি যা অনেক। যারা হোল্ড করবে তারা হয়তো কিছুটা বেশি দামে সেল করতে পারবেন। তবে ঝুঁকিপুর্ন হবে, যার যার নিজ দায়িত্বে টোকেন হোল্ড করতে পারেন। কে কত প্রফিট করলেন?
newbie
Activity: 18
Merit: 2
August 26, 2024, 02:51:13 AM
Quote
happy dog day
আজকে ইন্টারন্যাশনাল dog day। যারা কুকুর পুষে থাকেন তারা আজকে ডগ ডে পালন করবে। আমাদের বাংলাদেশ এরকম ডক ডে মনে হয় না কেউ পালন করবে।
আমি যদি ভুল না করি আন্তর্জাতিক কুকুর দিবস ২০০৪ থেকে শুরু হয়। আজকের এই দিনে শেল্টি নামের কুকুরকে পশুর আশ্রয় কেন্দ্র থেকে নিয়ে একটি পরিবার দত্তক নিয়েছিল। তাই আজকের ২৬ আগস্ট দিনটিকে ডগ ডে হিসেবে পালন করা হয়। বর্তমান যুগে  মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু কুকুরকে বিশ্বাস করা যায়, আমরা সবাই জানি মালিকের জন্যে জীবনও বিলিয়ে দিতে পারে এই প্রাণীটি। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি অনেক মানুষের ভালোবাসা রয়েছে।  বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে হয়তো ডগ ডে পালন হবে কিন্তু বাংলাদেশে ডগ ডে পালন হবে কিনা আমি জানিনা তবে ডক ডে হিসেবে একটি বার্তা বলতে চাই আমাদের দেশে কুকুরকে রাস্তা ঘাটে  অকারণে অনেকেই অযথা প্রহার করে, আমি চাই এ ধরণের অভ্যাস সবারই প্রতিকার করা উচিত এবং কুকুর সহ সকল  প্রাণীদের প্রতি সকলের ভালোবাসা দেখানো উচিত।


আজকে আমাদের হিন্দুধর্মাবলী ভাইদের আরো একটি উৎসব পালিত হচ্ছে জন্মাষ্টমী। প্রতি বছরই তাদের দেবতা শ্রীকৃষ্ণের সম্মানার্থে অত্যন্ত আনন্দের সাথে জন্মাষ্টমী উৎসব আয়োজন করে থাকেন। হিন্দু ধর্মাবলীর ভাইয়েরা শ্রীকৃষ্ণ জন্মদিনে তারা সারাদিন উপবাস থাকেন এবং মধ্যরাতে জন্মদিন পালন করেন।

আমাদের দেশের সকল হিন্দু ধর্মাবলীর ভাইদের জন্মাষ্টমীর শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 26, 2024, 02:02:47 AM
সবাই কেমন আছেন?

আমি দুই দিন ধরে শুধু মোবাইলে ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে লিটল মাউস ভাই এবং তার পরিবার সেইফ আছে যেটা অলরেডি ক্রিপ্টো লাইব্রেরী ভাই এখানে শেয়ার করেছেন। আমি পুরো রাস্তা যেতে পারিনি। তার আগেই উনি কোনো ভাবে মোবাইল চার্জ করে আমাকে মেসেজ করেছেন। উনি ফোরামেও লগইন করেছিলেন, কিন্তু যেহেতু ওনার ইনটারনেট অনেক দূর্বল এজন্য হয়তো কোনো পোষ্ট করতে পারেনি। যাই হোক, দেশের ১১ টা জেলা বন্যায় আক্রান্ত, কিছু কিছু জেলা তে ত্রান গেলেও, একদম ভেতরের সাইডগুলোতে মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ির ছাদ ডুবে গেছে মানুষের। ৫-৬ দিন ধরে মানুষ না খেয়ে আছে। অনেক মানুষের ঘর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা পরবর্তী একটা ফান্ড কালেক্ট করে অন্তত কয়েকজন মানুষের ঘর করে দিতে পারলে ভালো হতো। আপনারা কি ডোনেট করতে ইচ্ছুক?
member
Activity: 94
Merit: 28
August 26, 2024, 01:53:02 AM


happy dog day
আজকে ইন্টারন্যাশনাল dog day। যারা কুকুর পুষে থাকেন তারা আজকে ডগ ডে পালন করবে। আমাদের বাংলাদেশ এরকম ডক ডে মনে হয় না কেউ পালন করবে।

যাইহোক যারা DOGS এয়ারড্রপে অংশগ্রহণ করেছিলেন তারা আজকে ডগ ডে তে ভালো কিছু উপহার পেতে যাচ্ছেন, আজকে সন্ধ্যা ছয়টার সময় DOGS টোকেন লিস্টিং হবে। তাই সকলে আজকে আমরা DOGS টোকেন সেল করে dog day পালন করব।
sr. member
Activity: 504
Merit: 266
August 25, 2024, 06:35:56 PM
টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে।


আজকাল যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ফেসবুক, টুইটার, instagram, youtube, whatsapp এগুলোর পরে টেলিগ্রাম অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমাদের কেউ হয়তো প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিশেষ করে এয়ার ড্রপ, বাঊনটি করার কাজেও টেলিগ্রাম ব্যবহার করতে হয়। তাছাড়া অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও এই অ্যাপটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি।

টেলিগ্রামের নির্বাহী পরিচালককে ফ্রান্সের বিমানবন্দরে ফরাসি পুলিশরা তার প্রাইভেট জেট লে বার্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সেখান থেকে গ্রেফতার করে। কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনো নির্দিষ্ট নয় তবে সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে পাভেল দুরভ মেসেজিং অ্যাপ এর সাথে সম্পর্কিত অপরাধের জন্য তার নামে ওয়ারেন্ট ছিল যার জন্য তাকে ফরাসি পুলিশরা গ্রেফতার করেছে। prothomalo

অবাক করা বিষয় হচ্ছে কি তার বিষয়ে যে সব  অ্যালিগেশন রয়েছে তার বেশিরভাগই ফেসবুক বা মেটা এর ফাউন্ডার মার্ক জুকারবার্গ এর বিরুদ্ধেও রয়েছে।
কিন্তু ইউরোপ আমেরিকা এর  দ্বিচারিতা আমি বুঝলাম না তারা শুধু পাভেল দুরভ কেই এরেস্ট করল।
বেচারা দুরভ প্রাথমিক দিকে নিজের দেশ রাশিয়া থেকে বিতাড়িত হলো আই মিন পলায়ন করল জীবন বাঁচানোর জন্য কারণ রাশিয়ান সরকার ডাটা চেয়েছিল। পরবর্তীতে মিডিল ইস্ট এ গিয়ে রইল আর এবার  ফ্রান্সে গিয়ে আটক হল। ট্রাজেটিক জীবন।
দুঃখের বিষয় হচ্ছে গিয়ে ক্রিপ্টো মার্কেটে টেলিগ্রাম এর অফিসিয়াল কয়েন টন ১৩% এর বেশি ডাম্প করেছে। এয়ার ড্রপ এর হাইপ গুলো কেমন থাকবে এখন এটা দেখার বিষয়।

রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
NOT, TON এগুলো রীতিমত ডাম্পিং করেছে মনে হচ্ছে এই ডাম্প দীর্ঘস্থায়ী হবে না তবে একটি বিষয় হচ্ছে আজকে ডগস ট্রেডিং শুরু হওয়ার কথা কিন্তু এই নেগেটিভ অ্যানাউন্সমেন্ট দামের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। যদি Pavel Durov বাইরে থাকত তাহলে একটা হাইপ আমরা দেখতে পেতাম। আশা করি এইরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না এবং ফ্রান্সের সরকার ৪৮ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছিল পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে ৯৬ ঘন্টার একটা আল্টিমেটাম দিয়েছে তাকে রিলিজ দেওয়ার জন্য। তবে টাইম বাড়ানোর গরিমসি দেখে মনে হচ্ছে না তাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 25, 2024, 04:24:07 PM
টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে।


আজকাল যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ফেসবুক, টুইটার, instagram, youtube, whatsapp এগুলোর পরে টেলিগ্রাম অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমাদের কেউ হয়তো প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিশেষ করে এয়ার ড্রপ, বাঊনটি করার কাজেও টেলিগ্রাম ব্যবহার করতে হয়। তাছাড়া অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও এই অ্যাপটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি।

টেলিগ্রামের নির্বাহী পরিচালককে ফ্রান্সের বিমানবন্দরে ফরাসি পুলিশরা তার প্রাইভেট জেট লে বার্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সেখান থেকে গ্রেফতার করে। কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনো নির্দিষ্ট নয় তবে সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে পাভেল দুরভ মেসেজিং অ্যাপ এর সাথে সম্পর্কিত অপরাধের জন্য তার নামে ওয়ারেন্ট ছিল যার জন্য তাকে ফরাসি পুলিশরা গ্রেফতার করেছে। prothomalo

অবাক করা বিষয় হচ্ছে কি তার বিষয়ে যে সব  অ্যালিগেশন রয়েছে তার বেশিরভাগই ফেসবুক বা মেটা এর ফাউন্ডার মার্ক জুকারবার্গ এর বিরুদ্ধেও রয়েছে।
কিন্তু ইউরোপ আমেরিকা এর  দ্বিচারিতা আমি বুঝলাম না তারা শুধু পাভেল দুরভ কেই এরেস্ট করল।
বেচারা দুরভ প্রাথমিক দিকে নিজের দেশ রাশিয়া থেকে বিতাড়িত হলো আই মিন পলায়ন করল জীবন বাঁচানোর জন্য কারণ রাশিয়ান সরকার ডাটা চেয়েছিল। পরবর্তীতে মিডিল ইস্ট এ গিয়ে রইল আর এবার  ফ্রান্সে গিয়ে আটক হল। ট্রাজেটিক জীবন।
দুঃখের বিষয় হচ্ছে গিয়ে ক্রিপ্টো মার্কেটে টেলিগ্রাম এর অফিসিয়াল কয়েন টন ১৩% এর বেশি ডাম্প করেছে। এয়ার ড্রপ এর হাইপ গুলো কেমন থাকবে এখন এটা দেখার বিষয়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 25, 2024, 12:59:26 PM
একদিকে বন্যায় মানুষের হাহাকার অন্যদিকে আওয়ামী লীগের কিছু আমরা দের বর্তমান আটক হওয়ার চিত্র দারুন ভাবে অন্যরকম অনুভূতি দেয়। আসলে আমাদের টাকা নেই এজন্য আমরা ঠিক আছি ছোটবেলায় যখন সিক্স সেভেনে পড়তাম তখন একটা ভাব সম্প্রসারণ এর অংশ পড়তে গিয়ে ঠিক এরকম পড়েছিলাম দারিদ্রতা মানুষকে সোনার মানুষ বানায়। কিন্তু যাদের ক্ষমতা ও টাকা রয়েছে তারা কিভাবেই যেন ক্ষমতার অপব্যবহার করে থাকে। কয়েকদিন আগে বিচারপতি মানিক চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সাথে একটি টকশোর অনুষ্ঠানে যেভাবে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন দিল তাতে এই লোকটার সম্পর্কে কি বলবো ওই সময় বলার ভাষা ছিল না কিন্তু আজকে সকালে এই লোকটারেই করুন দশা দেখে সত্যিই অবাক হচ্ছি এবং বলতে বাধ্য হচ্ছি। "সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলায় ফকির"



যে লোকটা কয়েকদিন আগেও বাদশাহী জীবন যাপন করতো আজকে তার কলাপাতার বিছানা হলো। হায়রে নিয়তি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেননা।

কালকে পোস্ট দিয়েছিলাম আজকে একটু যোগ করলাম এটার সাথে।

নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে
এইতো নদীর খেলা
সকাল বেলার ধনী
ফকির সন্ধ্যা বেলা।

আজকে একটা নিউজ এ পড়লাম এই লোকটার 900 কোটি টাকার সম্পত্তি রেখে কিভাবে বৃষ্টি ও কর্দমাক্ত পথে ছদ্মবেশে ভারতে পালিয়ে গিয়েছিল। মুহূর্তের ভিতর ক্ষমতার রদবদল যেন উপরের ছন্দের সাথে পুরোপুরি মিলে যায়। আসলে যারা ও অতীতে ছন্দ লিখতো তাদের লেখার প্রতিফলন বর্তমানে এসে এমনটাই সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে যে দেখে বিস্মিত হতে হয়। সালমান এফ রহমান কিভাবে দাড়ি কামিয়ে ছদ্মবেশে পালিয়ে যেতে চেয়েছিল যা জাতি পুরোটাই সিনেমার মতো উপভোগ করেছে। এদের সকালবেলা অনেক সম্পত্তি ছিল কিন্তু বর্তমানে সন্ধ্যা বেলাতে এসে এরা প্রায় ফকির হয়ে গেছে। অর্থ সম্পদ যাক কোন সমস্যা নেই কিন্তু এদের যে সম্মান ও আত্মমর্যাদা শেষ হয়ে গেল এটা সে কেমনে এই বুড়ো বয়সে অর্জন করতে পারবে। এদের দেখে আমাদের সত্যিই শিক্ষা নেয়া উচিত যে অর্থ ক্ষমতা চিরস্থায়ী নয় বরং এটি আমার কাছে আজ আছে কাল নাও থাকতে পারে।
full member
Activity: 420
Merit: 130
August 25, 2024, 10:25:45 AM
newbie
Activity: 18
Merit: 2
August 25, 2024, 04:56:07 AM
বাংলাদেশে গত দুই মাস ধরে অনেক কিছুই ঘটেছে বিশেষ করে ছাত্র আন্দোলন, বর্তমানে বন্যা পরিস্থিতি চলমান অবস্থায় দেশের মানুষ অনেকটাই অস্বস্তিতে আছে। তবে এই অস্বস্তির মাঝেও একটি আনন্দের সংবাদ, আরো একটি বিজয়ের সংবাদ। বাংলাদেশ বনাম পাকিস্তানের চলমান সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ৪৪৮ রান নেয় ৬ উইকেটের বিনিময়ে এবং তারা ইনিংস ঘোষণা করেন। আমি প্রথমে ভেবেছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের মাঠে এই টেস্ট ম্যাচটি পরাজিত হবে। কিন্তু না বাংলাদেশ প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে করেন বিশেষ করে মুশফিকের ১৯১ রানের ইনিংসটি বাংলাদেশের দলের সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা রেখেছে এছাড়াও অন্যান্য খেলোয়াররা ভালো পারফরম্যান্স করেছে বলেই বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ বিশেষ করে সাকিব এবং মেহেদী মিরাজের বোলিং স্পেলের উইকেট গুলো, যার জন্য পাকিস্তান বাংলাদেশকে মাত্র ৩০ রানের টার্গেট দেয়। বাংলাদেশ খুব সহজেই পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে প্রথম টেস্ট জয়লাভ করে ইতিহাস রচিত করেন।

 অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!  বাংলাদেশ ক্রিকেট দলকে
Pages:
Jump to: