Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 23. (Read 5777797 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 27, 2024, 03:09:08 PM
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এরকমটা হওয়ার দরকার ছিলো। আমরা যারা ক্রিপ্টো স্পেসে আছি, আমরা দুই পয়সা ইনকাম করার জন্য রাজমিস্ত্রি, রিক্সাড্রাইভার, বেকার পোলাপাইন, সরকারি চাকরিজীবী, খেলোয়ার, মেথর, ঝাড়ুদার থেক শুরু করে, সকল পেশার মানুষ কে আমরা রেফার করে টেলিগ্রামে নিয়ে আসছি এসব মাইনিং প্রজেক্ট এ জয়েন করানোর জন্য। একটা সিম্পল জিনিস হলো, এয়ারড্রপের যে প্রাইজপুল, সেটা তারা কখনোই বড় করে। ১ লাখ মানুষ হলে যদি তারা ১০ লাখ টোকেন ডিস্ট্রিবিউট করে, ১০ লাখ মানুষ হলে সেই ১০ লাখ টোকেনই দিবে। মানুষ বেড়ে গেলে আপনার এলোকেশন কমে যাবে। দরকার ছিলো এরকম মুলা দেওয়ার। আশা করি এখন টেলিগ্রাম ফ্রিল্যান্সার কমে আসবে। এরকম দুই চার টা প্রজেক্ট মুলা দিলে, পোলাপাইন এমনি ঠান্ডা হয়ে বসে থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো  না। যাই হোক, ভালো ভালো প্রজেক্ট দেখে জয়েন করবেন, তারপরেও মুলা পাইলে কিছু করার নাই।
হাসাইলেন ভাই যদিও সত্য কথা বলেছেন কারণ ফোনে রিক্সাওয়ালার নাম্বার সেভ করে রেখেছিলাম এদেরও দেখি টেলিগ্রামে একাউন্ট খুলেছে। আজকে যখন আড্ডায় বসে ছিলাম তখন যে বন্ধুরা এই hamster নিয়ে বেশি ফাল পারতো তারা এখন বলতেছে আর টেলিগ্রাম এয়ার ড্রপ করবে না. ভাইরে ভাই একেকজনে চার পাঁচ ঘন্টা করে এই এয়ার ড্রপের উপর সময় দেয় আমি আজকে বলে আসলাম অন্য কোন স্কিল ডেভেলপমেন্ট দিনে এক ঘন্টা করে  সময় দিতে তাহলে হয়তো আজ থেকে ২-৩ মাস পরে একটা ভালো রেজাল্ট পাইতি এই এয়ার ড্রপের কলা খাওয়ার চাইতে. একেকজনের ২০-২৫ হাজার টাকার স্বপ্ন নিয়ে রেখেছিল যেখানে পেয়েছে ২৫০০ টাকা 🤣
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
আমি আমার জীবনে একটা  এয়ার ড্রপে একটু বেশি সময় দিলাম আর সেটা হলো হট যেহেতু তাদের  ইউনিক কনসেপ্ট এবং মিম  কয়েন না দেখা যাক কি হয়।

কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি



কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।
তাছাড়া এর রাজনৈতিক চরম মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট বিদেশের মাটিতে খেলতে যাওয়া মোটেই উচিত হয়েছে কিনা। বাংলাদেশী ম্যানেজমেন্ট কে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের উপর যদি হামলা হয়ে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে। হামলা হয়ে গেলে কোন কিছুই করার থাকবে না।
আমি বলব খুব ভালো একটা ঘটনা ঘটেছে ইন্ডিয়ান বাই***দ ভোলা যে আসলেও গোমূত্র খোর এটা এবার বিশ্বও দেখতে পাবে যদিও বিশ্ব বারবার দেখে তবে ক্রিকেট বিশ্বে একটু শো হবে যে তারা কি পরিমান ভদর জাতি। ক্রিকেটারদের ওপর যে হামলা হবে না এটার আসলে কোন গ্যারান্টি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল এই ম্যাচগুলো কে ক্যানসেল করে দেওয়া।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 27, 2024, 08:03:26 AM
কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি



কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।
তাছাড়া এর রাজনৈতিক চরম মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট বিদেশের মাটিতে খেলতে যাওয়া মোটেই উচিত হয়েছে কিনা। বাংলাদেশী ম্যানেজমেন্ট কে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের উপর যদি হামলা হয়ে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে। হামলা হয়ে গেলে কোন কিছুই করার থাকবে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 27, 2024, 07:39:42 AM
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এরকমটা হওয়ার দরকার ছিলো। আমরা যারা ক্রিপ্টো স্পেসে আছি, আমরা দুই পয়সা ইনকাম করার জন্য রাজমিস্ত্রি, রিক্সাড্রাইভার, বেকার পোলাপাইন, সরকারি চাকরিজীবী, খেলোয়ার, মেথর, ঝাড়ুদার থেক শুরু করে, সকল পেশার মানুষ কে আমরা রেফার করে টেলিগ্রামে নিয়ে আসছি এসব মাইনিং প্রজেক্ট এ জয়েন করানোর জন্য। একটা সিম্পল জিনিস হলো, এয়ারড্রপের যে প্রাইজপুল, সেটা তারা কখনোই বড় করে। ১ লাখ মানুষ হলে যদি তারা ১০ লাখ টোকেন ডিস্ট্রিবিউট করে, ১০ লাখ মানুষ হলে সেই ১০ লাখ টোকেনই দিবে। মানুষ বেড়ে গেলে আপনার এলোকেশন কমে যাবে। দরকার ছিলো এরকম মুলা দেওয়ার। আশা করি এখন টেলিগ্রাম ফ্রিল্যান্সার কমে আসবে। এরকম দুই চার টা প্রজেক্ট মুলা দিলে, পোলাপাইন এমনি ঠান্ডা হয়ে বসে থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো  না। যাই হোক, ভালো ভালো প্রজেক্ট দেখে জয়েন করবেন, তারপরেও মুলা পাইলে কিছু করার নাই।
member
Activity: 70
Merit: 31
September 27, 2024, 06:41:35 AM
বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue

আমার দিকটা একদমই উলটো।  তারা যখন Hamstar নিয়ে গর্ব করে বলতো ২৬ তারিখে অনেক টাকা পাবে। আমি তখন তাদেরকে নানা রকমভাবে হেনস্তা করতাম, তারা আমার কাছে হার মানতে বাধ্য হতো এবং আমাকে বলতো ২৬ তারিখে আপনার সকল কথার জবাব দিবো। শেষ মুহুর্তে চলে আসলো সেই অপেক্ষার ২৬ তারিখ। তারা সকলেই এমন পরিমাণে পেমেন্ট পেয়েছে যা উত্তোলন করার মতো না। কেউ $৩ কেউ $৫ আবার কেউ $৮ যা সকলের মধ্যে সর্বোচ্চ টাকা পেয়েছে। তারা যখন এই টাকা উত্তোলন করতে ব্যার্থ হয় তখন আমাকে এসে বলে কীভাবে এই টাকা উত্তোলন করা যায়। আমি তখন সকলের টাকা একটি account এ একত্রিত করে বিক্রি করে দেই। আমার এলাকায় ছোট ভাই এবং বন্ধুদের মোট ৯ জনের  টাকা একত্রিত করে $২৩-$২৪ হয়েছিল। তারা এমন পরিমাণ অর্থ দেখার পর আফসোস নিয়ে ঘুমাচ্ছে।
sr. member
Activity: 420
Merit: 376
September 27, 2024, 05:32:17 AM
বর্তমান সময়ে এয়ারড্রপ করে সময় নষ্ট হলেও, এমনকি এয়ার্ড্রপ সাকসেসফুল না হওয়াতে কষ্ট হলেও বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়া দেখে সেই হতাশাটা অনুভব হচ্ছে না। বিগত কয়েকদিন ধরেই আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বিশেষ করে বিটকয়েনের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। হয়তো বিটকয়েন হোল্ডারদের এবং বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক সময় অতিবাহিত হচ্ছে। কেননা বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের বিনিয়োগকৃত পোর্টফোলিও বৃদ্ধি পাচ্ছে। আজকে বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়ে ইতিমধ্যেই ৬৫,০০০ হাজার ডলার অতিক্রম করে ফেলেছে হয়তো আমরা আশাবাদী এই সপ্তাহের মধ্যে বিটকয়েনের দাম $70k স্পর্শ করতে পারে।


Binance এর প্রতিষ্ঠাতা এবং Binance এর প্রাক্তন CEO Changpeng Zhao (CZ) ফেডারেল হেফাজতে থেকে তার নির্ধারিত মুক্তির  দুই দিন আগেই আজকে মুক্তি পেতে চলেছে। মূলত CZ অ্যান্টি মানি লন্ডারিং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে এই সাজা দেওয়া হয়। তার এই মুক্তি কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারে?
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 27, 2024, 12:27:20 AM
কাট


বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue
ভাই এত ভাইরাল প্রজেক্ট থেকে খুব বেশি আশা করা বোকামি ছাড়া কিছুই না। ৩০০ মিলিয়ন এর বেশি ইউজার ছিলো, এখান থেকে কি আশা করা যেতে পারে। পুর্বে ২টা ভালো প্রজেক্ট দেখলাম নটকয়েন ও ডগস এখানে ইউজার কম ছিলো ইউজাররা টোকেন বেশি পেয়েছিলো যার কারনে তারা ভালো অর্থ পেয়েছিলো।

Hamster kombat এর ইউজাররা ২ যায়গায় ছেকা খেয়েছে। প্রথমত টোকেন ডিস্ট্রিবিউশন করার আগে একটা অনুমান করেছিলো অনেক টোকেন পাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে  কারো ৫০০ কারো ১৪০০ কারো ২০০০ করে টোকেন দেওয়া হয়েছে এখানে প্রথম ছেকা খেয়েছে। দ্বিতীয়তঃ মার্কেট প্রেডিকশন করেছিল যেহেতু টোকেন কম পেয়েছে তাই আশা করেছিলো দাম ০.০৮-০.১০ হতে পারে কিন্তু লিস্টিং হলো ০.০১ যা এখানেও ছেকা খেলো।

Hamster kombat থেকেও অনেকেই লাখ টাকা পেয়েছে, যাদের টেলিগ্রাম চ্যালেন রয়েছে তারা ব্যাপক পরিমানে রেফার করেছিলো যার ফলে অনেক টোকেন পেয়েছিলো। এই ধরনের এয়ারড্রপ থেকে যারা রেফার করতে পারে তাদের জন্য লাভ কিন্তু যারা সাধারণ ইউজার তাদের এমবি খরচ উঠবে না।

যাইহোক ভালোই হয়েছে একদল লোক দেখবেন এয়ারড্রপে অংশগ্রহণ করা বাদ দিয়ে দিবে। আর blum থেকে ভালো একটা প্রফিট আশা করতেছি দেখবেন এটাই ভাইরাল হয়ে Hamster kombat এর মতো মুলা ধরাই দিবে। যে প্রজেক্ট দীর্ঘদিন চলবে সেইটা থেকেই ভালো কিছু পাওয়া যাবে না।

পরিশেষে হামস্টার নিয়ে একটা ছবি এডিট করলাম। কেউ সিরিয়াসলি নিবেন না, মজা করার উদ্দেশ্যে বানালাম।  Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 26, 2024, 03:59:35 PM
বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue
প্রথম দিক থেকেই এই এয়ার্ড্রপটা এভোয়েড করে চলেছি এবং সবাইকে বলেছিলাম যে এয়ার ড্রপ এটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে, যাই হোক এটি যে স্ক্যাম হয়নি এটিই বেশি।
তবে আপনার মত আমিও আফসোস করার মতন অবস্থানে  পৌঁছেছিলাম। যে এটি লিস্টিং হচ্ছে এবং অনেকে প্রেডিকশন করতেছে এটার দাম  ভালোই হবে, আমার কিছু কিছু ফ্রেন্ড তো অলরেডি ক্যালকুলেশন করে এটাও চিন্তা করে ফেলেছিল একেকজন কি কি কিনবে। কালকে রাতেও আমি এক বন্ধুকে আনঅফিসিয়ালি bybit থেকে ওর কয়েন সেল করে দিয়েছিলাম। পরে আজকে দুপুরে আমাকে বলতেছে এই  হামস্টার টোকেন ০.০৮$ এ উঠবে যদিও আমি তাদেরকে আগে থেকেই সতর্ক করেছিলাম এটি সর্বোচ্চ হলে দুই  সেন্ট পর্যন্ত যেতে পারে। তারপরও ওরা আমাকে বলতেছিল এবং আফসোস করতে ছিল আমি বলছিলাম যে লিস্টিং হোক তারপর  খেলা দেখা যাবে।
তাদের যে সাপ্লাই সে হিসেবে প্রাইজ খারাপ হয়নি কিন্তু অনেকে যে আশা নিয়ে ছিল তাদের জন্য এটা ভালো প্রাইজ না।
যাইহোক সিঙ্গেল এয়ার ড্রপ  হান্টার হয়ে লাখ লাখ টাকা কামানো এটা বলতে গেলে স্বপ্নই  এবং আমি মনে করি এটা কখনো স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত হবে না।

যারাই এয়ারড্রপ থেকে লাখ লাখ টাকা কামায় তাদের অবশ্যই একটা নিজস্ব কমিউনিটি রয়েছে আর নয়ত তারা মাল্টিপল এয়ারড্রপ  হান্টিং করে।
jr. member
Activity: 35
Merit: 3
September 26, 2024, 03:53:21 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০৮১২৪

অর্থাৎ দাম প্রায় ছয়গুণ হইসে।

Hamster Kombat এর দুঃখে যাদের মন ভেঙ্গে গিয়েছে, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রেখেই বলছি, $SEC on PulseChain কে অবজ্ঞা করায় আপনারা already capital ছয়গুণ করা থেকে বঞ্চিত হয়েছেন। দশ হাজার গুণ হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে $SEC টোকেন। এখনো যদি অবজ্ঞা করেন, পরে অনেক কষ্ট পাইতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 26, 2024, 11:48:07 AM
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat  Grin সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না,  Grin যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে  Grin


Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot.


বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 26, 2024, 10:09:20 AM
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat  Grin সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না,  Grin যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে  Grin


Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot.

আপনি হামস্টার কমবাটের দোষ দিয়ে কি লাভ করবেন বলেন , এরা তো আপনাকে বাধ্য করে নাই কাজ করার জন্য বরং আপনি স্বেচ্ছায় কাজ করেছেন। একদম খারাপ কিছু পায়নি যা কিছু করেছিলাম তারমধ্যে চালান ঘরে উঠেছে।
মনে করেন প্রতিদিন কমপক্ষে ১০ বার Hamster Kombat টেলিগ্রাম বটে প্রবেশ করেছিলাম।
১ বার প্রবেশ করলে অবশ্যই ১০ MB ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।
তাহলে ১০×১০ = ১০০ MB

April থেকে প্রায় অক্টোবর পর্যন্ত ৭ মাস =২০০-২১০ দিন ধরে নিলাম।

মোট ইন্টারনেট ব্যবহার=১০০×২০০= ২০০০০ MB = 20000÷1024= 20GB

পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আজকে খুব সম্ভবত ৬০০ টাকার মত পেয়েছি তাতে ইন্টারনেট খরচ বাদ দিলে দু একশ টাকা লাভ হয়েছে।

খারাপ না হ

চালিয়ে যান।।।
দারুন, আপনার খরচটা আপনি কোন রকমে ঘরে তুলেছেন কিন্তু ভাই আমি আমার খরচটা কিভাবে কি করব বুঝতে পারছি না। অনেকেই বলছে হিউজ কমিউনিটি নিয়ে যে সকল প্রজেক্ট লাঞ্চ হচ্ছে সেগুলো একবার প্রাইস ফল করলে কারেকশন হতে দীর্ঘদিন লাগে। তাই হোল্ড করার চিন্তাভাবনা না করাই আমার মনে হয় ভালো। আমি খারাপ পাইনি বরং প্রথম দিকে লিস্ট হওয়ার পর ৩৫ ডলার পরিমান সো করেছিল কিন্তু বর্তমানে কমতে কমতে এখন ২৪ ডলার দেখাচ্ছে। কালকে মনে হয় ২০ ডলারের নিচে দেখা যাবে।

যেটা আলোচনা করার জন্য লেখা আর কি, হামস্টার দেওয়াতে আমার ভালোই সুবিধা হয় কেননা আশেপাশে যেরকম বলাবলি করছে আমি এবার কোটিপতি হয়ে যাব। যারা এরকম বলেছে তাদের মুখটা কোনরকমে বন্ধ হওয়ার দারুন একটি সুযোগ এসেছে। বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা বলতে পাড়ার মহিলাদের কথা বলছি যারা সব সময় বলে বেড়াতো আমরা নাকি কোটি কোটি টাকা আয় করি। মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করি তাদের কিছুটা হলেও মুখ বন্ধ হবে। বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যারা এগুলা বলতো তাদের ছেলে মেয়েরা আজকে পেমেন্ট পেয়েছে। একজনের ছেলের মোবাইল থেকে ৪ ডলার পরিমাণ যদিও বাইনান্সে সেল দেওয়া যায় না কিন্তু বিএনবিতে কনভার্ট করে ৪ ডলার পরিমাণ বিক্রি করে দিয়েছি। যে ছেলেটার হামস্টার বিক্রি করে দিয়েছি সে সন্ধ্যা ছয়টার আগেও লাখপতি হওয়ার স্বপ্ন দেখেছিল।
এজন্যই বললাম হামস্টার কমবাটের এরকম করার কারণে আমার অনেক অনেক সুবিধা হয়েছে।
sr. member
Activity: 546
Merit: 268
September 26, 2024, 08:49:48 AM
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat  Grin সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না,  Grin যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে  Grin


Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot.

আপনি হামস্টার কমবাটের দোষ দিয়ে কি লাভ করবেন বলেন , এরা তো আপনাকে বাধ্য করে নাই কাজ করার জন্য বরং আপনি স্বেচ্ছায় কাজ করেছেন। একদম খারাপ কিছু পায়নি যা কিছু করেছিলাম তারমধ্যে চালান ঘরে উঠেছে।
মনে করেন প্রতিদিন কমপক্ষে ১০ বার Hamster Kombat টেলিগ্রাম বটে প্রবেশ করেছিলাম।
১ বার প্রবেশ করলে অবশ্যই ১০ MB ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।
তাহলে ১০×১০ = ১০০ MB

April থেকে প্রায় অক্টোবর পর্যন্ত ৭ মাস =২০০-২১০ দিন ধরে নিলাম।

মোট ইন্টারনেট ব্যবহার=১০০×২০০= ২০০০০ MB = 20000÷1024= 20GB

পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আজকে খুব সম্ভবত ৬০০ টাকার মত পেয়েছি তাতে ইন্টারনেট খরচ বাদ দিলে দু একশ টাকা লাভ হয়েছে।

খারাপ না হ

চালিয়ে যান।।।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 26, 2024, 07:26:56 AM
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat  Grin সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না,  Grin যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে  Grin


Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot.
hero member
Activity: 868
Merit: 530
September 26, 2024, 06:12:50 AM
লেদা বাচ্চার মতো পিরামিড কোট করছেন কেনো ভাই? আপনারা তো সবাই অনেকদিন ধরেই ফোরামে আছেন। পিরামিড কোট কিন্তু নিরুৎসাহিত করা হয়। পিরামিড কোট এর আরেকটা খারাপ দিক হলো যে, কোট করা সবার কাছে নোটিফিকেশন যায়। যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তাছাড়া পেইজ হুদাই ভরে যায়। স্ক্রল করতে করতে হাত ব্যাথা হয়ে যাক কিন্তু পেইজ শেষ হয় না। রিকোয়েস্ট থাকবে পিরামিড কোট না করার জন্য। আর আমাদের লোকাল থ্রেড এ নতুন কিছু আলাপ হচ্ছে না। ফোরামের সিগ্নেচার ডিজাইন করার কোনো টিউটোরিয়াল দিতে পারেন কেউ? ফোরামে আগে কোথাও কিছু টিউটোরিয়াল দেখেছিলাম, এখন আর খুজে পাচ্ছি না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 26, 2024, 03:23:23 AM
Quote from: Navigation Menu

 What to do?
This is a monthly raffle, FREE to join. For Bitcointalk members, all you need is to let me know your bech32 address and you are a part of this FREE raffle.
 Post on R7 X 

Royse একটা ফ্রী রাফেল নিয়ে আসছে, কিছু করা লাগবে না, শুধু আপনার bech32 এড্রেসটা দিয়ে রাখবেন। দেরি না করে তাড়াতাড়ি জয়েন হন। প্রাইজ ম্যানি ৫০$  Grin
full member
Activity: 238
Merit: 177
September 26, 2024, 02:54:05 AM
sr. member
Activity: 546
Merit: 268
September 25, 2024, 04:04:02 PM
sr. member
Activity: 630
Merit: 388
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 24, 2024, 07:39:52 PM
ami bhia faridpur theke.. apni ki amr moto new akhane?
বুঝলাম না ভাই ২ পোস্ট উপরে Wonder Work ভাই আপনাকে পরামর্শ দিলো বাংলিশ লিখবেন না, আমিও বলেছিলাম বাংলায় পোস্ট করবেন। এইটা আমাদের বাংলা লোকাল থ্রেড এখানে বাংলা ভাষায় লেখা উচিত।

আচ্ছা আপনাকে কি কেউ জিজ্ঞেস করেছে আপনি কোথায় থেকে বলছেন? নিজে থেকেই পরিচয় দিতাছেন, এভাবে নিজের পরিচয় দেওয়া উচিত নয় গোপনীয়তা বজায় রেখে চলুন কারন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। প্রথম পেজে দেখা যায় সেই ২০১৪ সালে এই লোকাল থ্রেডে অনেকেই বাংলিশ লিখে পোস্ট করতো। আপনি সেগুলো ফলো করে পোস্ট করা শুরু করেছেন। ভাই প্রথম পেজ ফলো করা বাদ দিয়ে দেন, দেখেন বর্তমানে সবাই কিভাবে পোস্ট করে।

আপনি যেভাবে পোস্ট লেখেন এইভাবে সবাই মেসেঞ্জারে কথা বলে, এইটা কিন্তু ফেসবুক মেসেঞ্জার নয় এখানে যেভাবে ইচ্ছা কথা বলবেন এইটা বিটকয়েন ফোরাম। ইংরেজি অক্ষর দিয়ে বাংলাতে কথা বলা এইটা বাংলিশ। তাই বাংলিশ বাদ দিয়ে দেন আপনি এখানে পোস্ট করলে অবশ্যই বাংলা ভাষায় পোস্ট করবেন।

আমাদের লোকাল থ্রেড যিনি খুলেছেন তিনিও কিন্তু প্রথম পেজে সবাই কে সতর্ক করেছেন যে এখানে বাংলাতে কথা বললে ভালো হয়। আশা করি এরপর থেকে বাংলা ভাষায় লিখে পোস্ট করবেন।

এখানে বাংলায় কথা বললেই ভালো হয়  Smiley

sr. member
Activity: 616
Merit: 322
September 24, 2024, 01:50:40 PM
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে।

নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ।

ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়।
মানুষ জানার ইচ্ছার চেয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারটা জানার ক্ষেত্রে বেশি। কিন্তু মানুষ এটা বোঝার চেষ্টা করে না আগে আপনি ভালোভাবে জানো তারপর ইনকাম কিভাবে করা যায় সেটা আপনাকে নিজে নিজেই পথ দেখিয়ে দিবে। বেশ কিছু লোক আছে যারা আমার পরিচিত একই সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের দরকার নেই কিন্তু তারা সব সময় জিজ্ঞেস করতে থাকে তোমরা অনেক টাকা ইনকাম করো অথচ আমাদেরকে পথ দেখাও না। তাদেরকে কিভাবে বলি যে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। আগে হয়তো বাউন্টি সেকশনটা ভালো ছিল কিছু টাকা ইনকাম করা যেত এখন ভাই খুবই খারাপ অবস্থা কিন্তু তারা কখনো বুঝতে চায় না তারা জানে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। একবার ভাবি তাদের এই পথে এনে দেখিয়ে দিতে হবে আমরা কি পরিমান টাকা উপার্জন করি।
এই ফোরামে একটা সময় বাউন্টি ক্যাম্পেন থেকে অনেক ভালো পেমেন্ট পাওয়া যেত বলে জানি। আপনার কথাগুলো পড়ে আমি কিছু কথা না বললে থাকতে পারলাম না। আমি প্রায় 2017 সাল থেকে ক্রিপ্টো কারেন্সি সহ আরো কিছু সেক্টর নিয়ে কাজ করছি এবং মোটামুটি কিছু আর্ন করছি যা দিয়ে নিজের খরচ এবং শখ মেটানো যায় ভালোভাবে। এগুলো দেখে অনেকে হিংসে করে আবার অনেকে এসে বলে কি করো আমাকে শেখাও, কিভাবে টাকা ইনকাম করবো পথ দেখাও, আমাকে কিছু দেখিয়ে দাও ইত্যাদি ইত্যাদি। তবে তারা এটি চিন্তা করে না যে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সাত বছর যাবত আমি অনলাইনে বিভিন্ন কিছু করছি তাই আমার সাথে অনেকের সাথে ভালো লিংক রয়েছে আমার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘ সময় এই সেক্টরে থাকায় একটি ব্যর্থ হলে চেষ্টা করে আরেকটিতে সফল হতে পারি। কিন্তু তারা কিভাবে তাৎক্ষণিক কোন কিছু শিখতে পারে এবং ইনকাম করতে পারবে। আমি কয়েকজনকে কিছু দেখিয়েও দিয়েছি যারা বেশি বেশি এরকম করতো। তবে আমি তাদের বোঝাতে বোঝাতে প্রায় পাগল হওয়ার অবস্থা অথচ তারা ভালোভাবে কোন কিছু করতে না পারায় এবং নিজে থেকে কোনো প্রকার ওয়ে বের করার চেষ্টা না করায় কোন ইনকাম করতে পারেনা। তখন আমার এমন কথা বলে যে কি শিখাইলা তুমি ইনকাম করো আমরা কেন পারি না। তাহলে বলেন কোন দিকে যাবো? এই হলো বাংগালীর অবস্থা।
newbie
Activity: 5
Merit: 0
September 24, 2024, 01:25:58 PM
ami bhia faridpur theke.. apni ki amr moto new akhane?
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 24, 2024, 09:58:13 AM
আমার কিছু বন্ধুদের সাথে এটা সম্পর্কে আলোচনা করেছি এবং তারা এখানে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমি যদিও নতুন যদি আমার থেকেও প্রেসার কেউ এই ফোরামে আসে তাহলে আমি যতটুকু জানি সেটা তাদের মাঝে ওপেনলি দেওয়ার চেষ্টা করব। আর ফোরামের বড় মেম্বার ভাইয়েরা তো আসেনি তারা তো দেখবে সমস্যা নেই আমার মনে হয় নতুন কেউ যদি শেখার জন্য আসে তাহলে শিখতে বেশি দেরি হবে না যদি রেগুলার লেগে থাকে।

নিজের পরিচিত লোকজনদের মধ্যে খুব ক্লোজ না হলে, কাউকে ফোরামে নিয়ে আসা অনেক রিস্কি। এটা যেমন প্রাইভেসির দিক দিয়ে, অন্যান্য ভাবেও। যারা খুব ক্লোজ, তারা আপনাকে কখনো বিপদে ফেলতে চাইবে না। কিন্তু যদি এমন হয় যে একজন আপনাকে চনে, সে যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন যে বিটকয়েন বাংলাদেশে অবৈধ। ফোরামে কাউকে নিয়ে আসার সময় কখনোই টাকার লোভ দেখানো যাবে না। এখান থেকে টাকা ইনকাম খুবই কঠিন ব্যাপার। আবার যারা পারে, তাদের জন্য অনেক সহজ।

ফোরামে কাউকে নিয়ে আসার আগে, তাদেরকে অবশ্যই ফোরাম সম্পর্কে একটা ধারনা দিতে হবে। ফোরামে কি কি করা যাবে, সেটার চাইতে বেশি জানা জরুরী যে ফোরামে কি কি করা যাবে না। আমরা কপি পেষ্ট এর কাজ এতো বেশি জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন সবাই চায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিতে। নতুন রা এসব ব্যাপার গুলো বুঝতে অনেক সময় নেয়। কিন্তু যখন বুঝতে পারে, তখন অনেক বেশি দেরী হয়ে যায়।
মানুষ জানার ইচ্ছার চেয়ে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারটা জানার ক্ষেত্রে বেশি। কিন্তু মানুষ এটা বোঝার চেষ্টা করে না আগে আপনি ভালোভাবে জানো তারপর ইনকাম কিভাবে করা যায় সেটা আপনাকে নিজে নিজেই পথ দেখিয়ে দিবে। বেশ কিছু লোক আছে যারা আমার পরিচিত একই সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের দরকার নেই কিন্তু তারা সব সময় জিজ্ঞেস করতে থাকে তোমরা অনেক টাকা ইনকাম করো অথচ আমাদেরকে পথ দেখাও না। তাদেরকে কিভাবে বলি যে আমরা কি পরিমান টাকা উপার্জন করি। আগে হয়তো বাউন্টি সেকশনটা ভালো ছিল কিছু টাকা ইনকাম করা যেত এখন ভাই খুবই খারাপ অবস্থা কিন্তু তারা কখনো বুঝতে চায় না তারা জানে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। একবার ভাবি তাদের এই পথে এনে দেখিয়ে দিতে হবে আমরা কি পরিমান টাকা উপার্জন করি।
Pages:
Jump to: