Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 20. (Read 5650642 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 29, 2024, 02:58:06 PM
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
আমি একবার না এর আগেও কয়েকবার আমার পোস্টে মেনশন করেছি যে যদি নিজের একটা কমিউনিটি না থাকে অথবা যদি নিজে হাজারটা টেলিগ্রাম একাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে এয়ার ড্রপ না করে তাহলে খুব বেশি একটা ইনকাম করা পসিবল না। যেমনটা এর আগে আপনি বলেছেন যে এয়ার ড্রপ করা প্রজেক্ট গুলোর আগে থেকেই একটা এয়ার্ড্রপ রেওয়ার্ড পুল রেডি থাকে তারা অবশ্যই প্রত্যেক এয়ার ড্রপ আন্ডার কে হাজার হাজার ডলার দিয়ে দিবে না কারণ এটি করলে দেখা যাবে যে সেই প্রজেক্ট নিজেই সর্বস্বান্ত হয়ে গিয়েছে।

যাই হোক আমি আবারও বলব নিজের পার্সোনাল কমিউনিটি না থাকলে এয়ার ড্রপ করে হাজার হাজার ডলার কামানো কখনোই পসিবল না যারা বলে তাদের এরকম কমিউনিটি রয়েছে। আর তারাই দেখবেন এই ধরনের রেফারেল বেসড এয়ার ড্রপ বেশি প্রেফার করে এটাও একটা স্ট্রাটেজি আপনি যখন একটা বিষয় সম্পর্কে বেশি পজিটিভ পজেটিভ কথা বলবেন তখন মানুষ সেটার প্রতি এট্রাক্ট হবে এবং দরকার বললে নিজে খুঁজে আপনার এয়ার ড্রপ গ্রুপে জয়েন হবে এবং পরবর্তীতে হয়তো আপনি সেখান থেকেও রেফার পাবেন। 


যাইহোক আজকে আমার ফোরামে ঢুকে কেমন যেন খুবই ভালো লাগলো মনে হচ্ছে আজ থেকে দুই বছর পূর্বে চলে গিয়েছি আমি যখন প্রথম এসেছিলাম। যাইহোক যারা নিজেরা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি আবারো বলতে চাই যার যার নিজের অবস্থান থেকে চেষ্টা করবেন ফোরামের মানুষদের এট্রাক্ট করার জন্য আবার এমন কইরেন না যে যেটাতে আপনার বিপদ হয় প্রাইভেসিকে ফার্স্ট  প্রায়োরিটি দিয়ে কাজটা চালিয়ে যান। কারন আমাদের একটিভ ইউজার দরকার লোকালবোর্ড পাওয়ার জন্য অ্যাক্টিভ ইউজার থাকলে আমাদের activity বেশি হবে। না হলে এভাবে কমতেই থাকবে যেখানে পাকিস্তান এবং নাইজেরিয়া এর সাথে আমাদের কম্পিটিশন হতো সেখানে আমাদের লোকাল থ্রেট এখন তাদের ধারের কাছেও যেতে পারছিনা।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 28, 2024, 11:54:11 PM
By the way, this is my first post here. I don't think I will be regular here. But, Nice to see you guys representing our country on a international forum. Proud of you boys!

ধন্যবাদ ফোরামে একাউন্ট খোলার জন্য। যদিও তোমাকে আমি অনেক আগে থেকেই এই ব্যাপারে বলে আসছি। রেগুলার না হলেও মাঝে মাঝে ফোরামে একটু ঘাটাঘাটি কইরো। ক্রিপ্টো নিয়ে যদি তেমন ইন্টারেস্ট ফিল না-ও করো, এই ফোরামে কিন্তু আরো অনেক কিছু নিয়েই ডিসকাশন করা যায়। আমাদের বাংলাদেশি লোকাল তেমন কোনো ভালো প্রোগ্রামার নাই। যদিও ক্রিপ্টো লাইব্রেরি টুকিটাকি কোড করে মাঝে মাঝে। উনি এক্সটেনশন গুলো নিয়ে মাঝে মাঝে কাজ করে থাকে। যেমন টা তোমাকে বলেছিলাম, ফোরামের এই ভারশন এর স্ক্রিপ্ট টা ডাউনলোড করে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। যদিও রানিং স্ক্রিপ্ট অনেক বেশি মডিফাই করা হইছে। যদি কোনো সিকিউরিটি ফ্লো খুজে পাও, সেটার জন্য ফোরামে বাউন্টি আছে। আর না পাইলেও সমস্যা নাই। যদি ভালো কোনো আইডিয়া থাকে, সেগুলো শেয়ার করতে পারো। শেষ কথা, যদি পারো সময় দিও। সবার উদ্দেশ্যে, এটা আমার ফ্রেন্ড 😊
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 28, 2024, 06:58:46 PM
সারমর্ম: ফ্রী এডারড্রপ আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। পে যে করে না তা না, করে, বাট যা করে তাতে সময়ে পোষায় না।
আমার দেখা নট কয়েন এবং ডগস এয়ারড্রপ ২ টা ভালো ছিলো। এছাড়া আমি আর কোন ফ্রি এয়ারড্রপ ভালো হওয়ার সম্ভাবনা দেখি না। অন্যান্য প্রজেক্ট মুলা ধরাই দেয় কিন্তু Rocky Rabbit সবাইকে বাশ দিয়ে দিছে, কেউ যদি এই Rocky Rabbit করে থাকেন তাহলে বুঝবেন। আমাদের এলাকার এক জনে দেখি এলিজিবল হওয়ার জন্য ৩ ডলারের মতো টন খরচ করে পেমেন্ট পেয়েছে ১ ডলার। নট কয়েন ও ডগস ইউজারদের প্রফিট ভালোই দিয়েছে, এখন বাকী সব এয়ারড্রপ ইউজারদের কাছে থেকে নেওয়ার ধান্দা করতেছে।  

আমরা যে প্রজেক্ট ভালো মনে করি সেইটাই মুলা ধরাই দিবে। আর এয়ারড্রপ ভালো হবে কি করে, পোলাপান থেকে শুরু করে কামলা ভ্যান চালক সবাই এই ট্যাপ ট্যাপ এর উপর লাইগা পড়ছে। আমি বর্তমানে এই ট্যাপ ট্যাপ করা বাদ দিয়ে দিয়েছি, এগুলো করে শুধু সময় নষ্ট, আর ট্যাপ ট্যাপ করতে করতে ফোনের ডিসপ্লে যাইতে পারে, হা হা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 28, 2024, 05:37:34 PM

ফ্রী এয়ারড্রপে কিছুই পাওয়া যায়না ভাই। ৩ মাস কাজ করে ৩০ ডলার? এর থেকে কামলা দিলে দিনে ৮০০ টাকা পাওয়া যেতো! সুদা***ফুয়াদের আর কিছু বইলেন না। এদের মূল টার্গেটই থাকে রেফার করা। রেফারের জন্য এরা গু রেও গোল্ড বলতে রাজি! কনটেন্ট ক্রিয়েটর, বালের ইনফ্লুয়েনজার, প্রতিবন্ধি টিকটকাররা এমন ভাবে প্রজেক্ট গুলো প্রেমোট করবে যে কি না কি। দিনশেষে প্রজেক্ট ইউজারদের মুলা ধরায় দিয়ে চলে যায়।

সারমর্ম: ফ্রী এডারড্রপ আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। পে যে করে না তা না, করে, বাট যা করে তাতে সময়ে পোষায় না।


আপনারা কেউ বিড়াল পালেন?
একটি উদাহরণ দিচ্ছি ভাই , X empire যদি কেউ করে থাকেন তাহলে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে তারা কিছু ইউজারদের এনএফটি দিয়েছে যারা প্রথমে এক টন পর্যন্ত সেল দিতে পেরেছে। ধরে নিলাম ৫ ডলার কিন্তু ওয়ালেট এ এড হয় মাত্র 0.87TON কিন্তু দফায় দফায় Transaction করে দুই টন এর মত শেষ হয়ে যায়। পরে শুনলাম লাস্টে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে 690000× টোকেন কম দেবে। পরে ক্যালকুলেট করে দেখলাম পুরো সময়টাই লস এবং যে পরিমাণ প্রফিট পাওয়া যাবে তাতে তুলনা করলে নিজস্ব একাউন্ট থেকে খুব সম্ভবত ১০ থেকে ১৫ ডলারের মত লস থাকবে।

Cats , এর কথা যদি বলতে চান তাহলে একটু ভেবে দেখুন এরা কি করছে। কিসের যেন বালের অজিপাশ OG Pass করা লাগে এতে এক টন পরিমান কাটে। এটা না করলে নাকি এলিজিবল হবে না। যে পরিমাণ দাম রয়েছে পেমেন্ট দেওয়ার পর সাথে আরো দুটো শূন্য যোগ হবে এর মানে একজন ইউজার সর্বোচ্চ পেলে ১ ডলার পরিমাণ দিতে পারে। কিন্তু তাদের শর্ত পূরণ করতে দশ ডলারের মত খরচ হচ্ছে এর মানে ১০ ডলারের মত একজন ইউজারের এর কাছ থেকে নিচ্ছে। সকল প্রজেক্টেই একই ধরনের ধান্দা।

Memefi business শুরু করে দিয়েছে, বেশ কয়েক মাস তাদের এরকম ধান্দা ছিল না এখন একাধিক ধান্দা শুরু করে দিয়েছে। shop, onchain transaction, ইত্যাদি ইত্যাদি। যদিও প্রজেক্ট ইথেরিয়াম ভিত্তিক কিন্তু অনচেইনে ট্রানজেকশন করতে হবে টন দিয়ে যতসব ফালতু ধান্দা।

সকল প্রজেক্টেই একই প্রতারণার ধরন। এসকল tap tap অবশেষে Billion ডলার জনগণের কাছ থেকে ধান্দা করে লাস্টে ঘোড়ার ডিম ধরিয়ে দিবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 28, 2024, 11:49:01 AM
আপনার বাংলিশ লেখা দেখে আমি বসে আছি মডের রিয়েকশন দেখার জন্য। হয়তোবা আপনার পোস্ট কোট করে বলতে পারে এখানে শুধু বাংলা এলাউ।
এইরকম কোন নিয়ম নেই কিন্তু আমরা যেহেতু এইখানে সেলফ মডারেটেড একটা টপিক ব্যবহার করতেছি যেখানে থ্রেড ক্রিয়েটরের নিয়মই শেষ কথা, সেখানে উনার নিয়ম মেনে চলাই ভালো। বলা যায় না কখন ডিলিট হয়ে যায়।

বাংলা ফন্ট ব্যবহার করলে ভালো। তাছাড়া উনি বলেছেন সমস্যার কারণে ব্যবহার করতে পারছেন না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 28, 2024, 11:34:38 AM
ফ্রী এয়ারড্রপে কিছুই পাওয়া যায়না ভাই। ৩ মাস কাজ করে ৩০ ডলার? এর থেকে কামলা দিলে দিনে ৮০০ টাকা পাওয়া যেতো! সুদা***ফুয়াদের আর কিছু বইলেন না। এদের মূল টার্গেটই থাকে রেফার করা। রেফারের জন্য এরা গু রেও গোল্ড বলতে রাজি! কনটেন্ট ক্রিয়েটর, বালের ইনফ্লুয়েনজার, প্রতিবন্ধি টিকটকাররা এমন ভাবে প্রজেক্ট গুলো প্রেমোট করবে যে কি না কি। দিনশেষে প্রজেক্ট ইউজারদের মুলা ধরায় দিয়ে চলে যায়।

Well said. Excuse me for writing in English font. Asole ami chromebook use kortesi and etay bangla font nai.
Most of these airdrops profitable na. Online e erokom time waste na kore ei time ta te ekta skill development korle valo earn kora jabe. But ei influencers ra manush ke emon bhabe bujacche, mone hoy tap tap korei million dollars income kora jabe. Jokhon ami developers forum theke leave niye nisi, tokhon je baccha gulu amar pechone ghurto kaj sekhar jonno, era ekhon amake ei airdrop link forward kore. How funny!

By the way, this is my first post here. I don't think I will be regular here. But, Nice to see you guys representing our country on a international forum. Proud of you boys!
আপনার বাংলিশ লেখা দেখে আমি বসে আছি মডের রিয়েকশন দেখার জন্য Tongue। হয়তোবা আপনার পোস্ট কোট করে বলতে পারে এখানে শুধু বাংলা এলাউ।

যাই হোক ফোরামে স্বাগতম। Wink

সম্ভব হলে লোকালে টুকটাক হানা দিয়েন। বেশ কিছু ভাই ব্রাদার পাবেন। কেউই কাউকে চিনি না, তারপরেও সবার সাথেই একপ্রকারের কানেকশন ফিল করি। চেস্টা কইরেন আসার।

জাস্ট ইন কেস দিয়ে রাখলাম যদি দরকার হয়:
jr. member
Activity: 45
Merit: 12
September 28, 2024, 11:24:05 AM
ফ্রী এয়ারড্রপে কিছুই পাওয়া যায়না ভাই। ৩ মাস কাজ করে ৩০ ডলার? এর থেকে কামলা দিলে দিনে ৮০০ টাকা পাওয়া যেতো! সুদা***ফুয়াদের আর কিছু বইলেন না। এদের মূল টার্গেটই থাকে রেফার করা। রেফারের জন্য এরা গু রেও গোল্ড বলতে রাজি! কনটেন্ট ক্রিয়েটর, বালের ইনফ্লুয়েনজার, প্রতিবন্ধি টিকটকাররা এমন ভাবে প্রজেক্ট গুলো প্রেমোট করবে যে কি না কি। দিনশেষে প্রজেক্ট ইউজারদের মুলা ধরায় দিয়ে চলে যায়।

Well said. Excuse me for writing in English font. Asole ami chromebook use kortesi and etay bangla font nai.
Most of these airdrops profitable na. Online e erokom time waste na kore ei time ta te ekta skill development korle valo earn kora jabe. But ei influencers ra manush ke emon bhabe bujacche, mone hoy tap tap korei million dollars income kora jabe. Jokhon ami developers forum theke leave niye nisi, tokhon je baccha gulu amar pechone ghurto kaj sekhar jonno, era ekhon amake ei airdrop link forward kore. How funny!

By the way, this is my first post here. I don't think I will be regular here. But, Nice to see you guys representing our country on a international forum. Proud of you boys!
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 28, 2024, 10:23:44 AM
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
ফ্রী এয়ারড্রপে কিছুই পাওয়া যায়না ভাই। ৩ মাস কাজ করে ৩০ ডলার? এর থেকে কামলা দিলে দিনে ৮০০ টাকা পাওয়া যেতো! সুদা***ফুয়াদের আর কিছু বইলেন না। এদের মূল টার্গেটই থাকে রেফার করা। রেফারের জন্য এরা গু রেও গোল্ড বলতে রাজি! কনটেন্ট ক্রিয়েটর, বালের ইনফ্লুয়েনজার, প্রতিবন্ধি টিকটকাররা এমন ভাবে প্রজেক্ট গুলো প্রেমোট করবে যে কি না কি। দিনশেষে প্রজেক্ট ইউজারদের মুলা ধরায় দিয়ে চলে যায়।

দেখে শুনে পেইডগুলো করতে পারলে ভালো। যেমন আমি একটা করছিলাম, ওটায় কিছু টুকটাক খরচ ছিলো, ঐ আরকি ব্রিজ করা, ট্রানজাকশন করা, এইসব রিলেটেড। মানে এললিজেবল হইতে যা লাগে। সেখান থেকে nft দেয়া হইছে, কার কাছে কোন ক্যাটাগরির nft আছে, সেটার উপর ভিত্তি করে টোকেন দেয়া হবে। কপাল ভালো ছিলো, লেজেন্ডারি একটা পাইছি, (টোটাল আছেই ৭০ টার মতো), এখনই চাইলে সেল করা যাবে, বা চাইলে গভারনেন্স টোকেন ড্রিস্টিবিউশনের জন্য আপেক্ষা করা লাগবে। দিনশেষে আমার যা খরচ হইছে, তা তো উঠছেই, ভালো একটা লাভও থাকবে।

সারমর্ম: ফ্রী এডারড্রপ আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। পে যে করে না তা না, করে, বাট যা করে তাতে সময়ে পোষায় না।



আপনারা কেউ বিড়াল পালেন?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 27, 2024, 11:31:52 PM
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।

Quote
আমি আমার জীবনে একটা  এয়ার ড্রপে একটু বেশি সময় দিলাম আর সেটা হলো হট যেহেতু তাদের  ইউনিক কনসেপ্ট এবং মিম  কয়েন না দেখা যাক কি হয়।
আমি বুঝতে পারছি আপনি কোনটার কথা বলছেন। সত্যি বলতে আমিও অনেক বেশি আশাবাদী। যদিও আমি বেশি মাইন করতে পারি নাই এখনো। তবে এটা নিয়েও বেশি আলাপ করতে চাই না। কারন কখন কারা হাতে মুলা ধরিয়ে দিবে বলা মুশকিল।
sr. member
Activity: 546
Merit: 268
September 27, 2024, 06:33:24 PM
কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি



কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।
তাছাড়া এর রাজনৈতিক চরম মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট বিদেশের মাটিতে খেলতে যাওয়া মোটেই উচিত হয়েছে কিনা। বাংলাদেশী ম্যানেজমেন্ট কে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের উপর যদি হামলা হয়ে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে। হামলা হয়ে গেলে কোন কিছুই করার থাকবে না।
গোমূত্র খোররা এর চেয়ে আর কি করতে পারে। ক্রিকেটে একটা বড় ধরনের প্রভাব আছে বলে ছোট ছোট দলের সমর্থকদের তারা সমর্থকই মনে করেনা। এই মুহূর্তে বাংলাদেশের উচিত ছিল খেলা বয়কট করে বাংলাদেশে চলে আসা। যেখানে বাংলাদেশী ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা নেই সেখানে বাংলাদেশের খেলা চলার কোন যুক্তিই নেই।
গোমূত্র খোররা মনে করে আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করি। গোমূত্র খোররা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো আমাদের দেশে যেভাবে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করে তোমাদের দেশেও এরকম নিরাপদে বসবাস করতে পারে না। যখন তোমরা দেখলে বাংলাদেশে তোমাদের রাজনৈতিক অধিকার খর্ব হচ্ছে, যখন দেখলে ইলিশ আর পাবে না ফ্রিতে, যখন দেখলে যে দেশকে হাতের ইশারাতে নাড়াতাম সে দেশ এখন আর আমাদের কন্ট্রোলে নেই। তখন শুরু করলে সংখ্যালঘুদের কাহিনী নিয়ে বিভিন্ন পাঁয়তারা। আর ভারতের আর বাংলা নিউজ তো সব সময় বাংলাদেশের নিউজ প্রচার করে। যত্তসব গোমুত্র খোর।
member
Activity: 106
Merit: 87
September 27, 2024, 05:15:47 PM
অনেকদিন হয়ে গেলো ফোরাম এ আসতে পারি না, পরিক্ষা চলা কালিন। এর মধ্যে সবার বহুল প্রতিক্ষিত প্রজেক্ট হ্যামস্টার কম্ব্যাট লঞ্চ হয়ে গেলো। এই নিয়েই কিছু কথা বলব আপনাদের সাথে এবং কিছু ইনফরমেশন শেয়ার করবো আশা করি সবার কাজে লাগবে।

Hamster Combat এ আমি মাইনিং না করেই ৫২$ ইনকাম করি। জ্বি আমি এই বট ফার্ম করেছিলাম না।

তারপরোও কিভাবে আমি আর্ন করি?

আমি এই পোস্ট ২টা ভাগে ভাগ করবো।
১. ফান্ডামেন্টাল এনালাইসি হ্যামস্টার কম্ব্যাট।
২. প্রিমার্কেট এনালাইসিস।(এখানেই আমরা প্রাইজ প্রেডিকশন টা করে থাকি এন্ট্রি নেয়ার জন্য)

১. ফান্ডামেন্টাল এনালিসিস

হ্যামস্টার কম্ব্যাট এর কিছু পয়েন্ট -

১. কপি প্রজেক্ট কনসেপ্ট ট্যাপ টু আর্ন নটকয়েন এর মতো

২. তারা তাদের চ্যানেল এ র‍্যানডম নিউজ আপডেট দিত, এরা কি কোনো নিউজ চ্যানেল নাকি একটা প্রজেক্ট

৩. তাদের UI ডিজাইন ছিলো খুবই বেসিক।

৪. তাদের কোনো ইউটিলিটি নেই প্রজেক্ট এর সেই হিসেবে যদি Notcoin এর দিকে তাকান,  দেখবেন তারা বিভিন্য প্রজেক্ট এর সাথে Collab করে তাদের টেলিগ্রাম মিনি বট এ টাস্ক/গেইম এর অপশন রাখে কিছু রিওয়ার্ড পুল এর মাধ্যমে।

৫. প্রজেক্ট এর টিম পুরো টাই ছিলো ছব্দবেশি,  তারা তাদের আইডেন্টি রিভিল করে নাই।

৬. আর যারা বলে বেড়ায় ইতিহাস এর বড় এয়ারড্রপ দিয়ে বেড়াবে তারা দিনশেষে ইউজার দের খুশি করতে পারে না।  এখানে আমি নটকয়েন এর সাথে কম্পেয়ার করবো, নটকয়েন কখনো বলে নাই আমরা বড় এয়ারড্রপ দিব। তারপরো তারা ৩০ মিলিয়ন ইউজার নিয়ে এগিয়ে গেছে এবং ভালো এয়ারড্রপ ই দিয়েছে।


এইসব কি ফ্যাকটর ছিলো আমার পরবর্তি স্টেপ প্রিমার্কেট এ বিশ্বাস এর সাথে ইনভেস্ট করা।

চলুন প্রিমার্কেট ব্রেক ডাউন করি এখন।

প্রিমার্কেট কি?
- প্রিমার্কেট হলো এমন মার্কেট যেখানে কোনো প্রজেক্ট বাজারে/ মার্কেট এ অফিশিয়ালি লঞ্চ হওয়ার আগেই কিছু ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে ট্রেড করে সেই প্রজেক্ট এর টোকেন। এখানে ট্রেড টা হয় প্রজেক্ট এর উপরে বিশ্বাস,  ইউটিলিটি দেখে। কারন আসল প্রোডাক্ট এখানে কারো হাতেই থাকে না, তারা শুধু বিশ্বাস করে এই প্রোডাক্ট এর দাম এই পরিমান হতে পারে লিস্ট এর পর সেই ভিত্তিতে ট্রেড করে। যেখানেই অধিকাংশ মানুষ ভুল করে।

প্রিমার্কেট এ কিভাবে ট্রেড করে?
- যেহেতু প্রজেক্ট এর টোকেন এখনো লঞ্চ হয় নি তাই আপনাকে সেই টোকেন টা ধরে নিয়ে সেল দিতে হবে যে এটা আপনার কাছে আছে। কিন্তু তাই হয় নাকি টাকা পয়সার ব্যাপার।  

এই জন্যই প্রিমার্কেট এ সেল করতে গেলে আপনাকে Collateral রাখতে হবে সেই পরিমান যে পরিমান সেল করবেন। ধরুন ১০০$ সেল করতে চান টোকেন তাহলে আপনাকে ১০০$ পরিমান USDT লক রাখতে হবে, এটা করা হয় Scam এড়াতে।

Collateral কি?
- এটি হচ্ছে বন্দক কৃত বস্তু,  টাকা।

কিভাবে বুঝব প্রিমার্কেট এ লাভ হবে নাকি লস।
- আপনার প্রজেক্ট সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে, যাতে করে আপনি যতটুকু সম্ভব পরিষ্কার ধারনা নিতে পারেন, যে এই প্রজেক্ট টি লঞ্চ এর পর এইরকম পার্ফম করতে পারে। সেই অনুযায়ি আপনার এনালাইসি করতে হবে।

এনালাইসিস কে আমরা ফান্ডামেন্টাল এবং মার্কেট ভ্যালুয়েশন দিয়ে দিয়ে করে থাকব।

কি কি লাগবে আমাদের এনালাইসিস করতে?  
- যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন প্রথমে দেখুন এদের ব্যাকগ্রান্ড এ কে কে আছে।
- এদের টোকেনমিক্স
- আনুমানিক মার্কেট ভ্যালুয়েশন
- এইরকম প্রজেক্ট আগে কিরকম পার্ফরম করেছে।

চলুন হাতে কলমে কিছু ক্যালকুলেশন করে বুঝিয়ে দেই একটি প্রজেক্ট এর প্রাইজ প্রেডিকশন কিভাবে করে -

প্রথমেই যে জিনিশ টা লাগবে সেটা হলো
Quote
টোকেনমিক্স(Tokenomics) - টোকেনমিক্স হলো কোনো প্রজেক্ট এর পুরো টোকেন টা তারা কিভাবে কাজে লাগাচ্ছে,  কিভাবে ডিট্রিবিউশন করছে। কত পরিমান টোকেন মার্কেট এ থাকছে।
 

হ্যামস্ট্যার এর কথা যদি বলি -

ওদের ১০০ বিলিয়ন টোকেন টোটাল সাপ্লাই ছিলো - যার ৬৪% এয়ারড্রপ মানে,  TGE (TOKEN GENERATION EVENT) তে তাদের এই পরিমান টোকেন আনলক থাকবে।

Quote
TOTAl SUPPLY - একটি প্রজেক্ট সর্বোচ্চ কত টোকেন বাজারে/মার্কেট এ ছাড়তে পারবে এটাই হচ্ছে TOTAl SUPPLY

Quote
TGE - হচ্ছে একটি প্রজেক্ট তাদের টোকেন যখন সাধারন মানুষের সামনে নিয়ে আসে এবং সেটি মার্কেট এ লঞ্চ করে সেই ঘটনা বা ইনভেন্ট ই


৬৪% ১০০ বিলিয়ন এর মানে ৬৪ বিলিয়ন Circulation Supply এ থাকবে।

Quote
Circulation Supply - এর মানে হচ্ছে একটি প্রজেক্ট এর মোট সাপ্লাই থেকে,  মার্কেট এ কত পরিমান টোকেন এভেইলেইবল আছে বা সারকুলেশন এ আছে ট্রেড করার জন্য।

সিম্পল একটি সুত্র ব্যবহার করলে টোকেন এর দাম বেরিয়ে আসবে -

Market Valuation ÷ Circulation Supply

Quote
Market Valuation - আপনার প্রজেক্ট টি মার্কেট এ লঞ্চ করার পর কি পরিমান টাকা বাজারে নিজের মধ্যে ধরে রাখতে পারবে বা সব মানুষের কাছে কি পরিমান আপনার টোকেন/প্রোডাক্ট টা থাকলে আপনার পুরো প্রজেক্ট এর একটি নির্দিষ্ট পরিমান ভ্যালু থাকবে যে আপনার বিজনেজ বা প্রোডাক্ট টি ১ লাখ টাকার নাকি ১০লাখ টাকার। (সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট এর উপর যে এটি কিরকম সাকসেস হবে।)

ধরলাম Hamster Combat এর মার্কেট ভ্যালুয়েশন ১বিলিয়ন ডলার এবং Circulation এ আছে ৬৪ বিলিয়ন এখন আমরা সহজ ম্যাথ টা ক্যালকুলেটর এ করে ফেলি।  

প্রাইজ হবে - 0.0156$

এই ছিলো সহজ হিসেব, কিন্তু এখানে আরো কিছু ফ্যাক্টর কাজ করে।

ইনভেস্টর রা আপনার মার্কেট এ কি পরিমান প্রোডাক্ট আছে সেটার ভিত্তিতে আপনার ভ্যালুয়েশন করবে না, বরং আপনার মোট কত পরিমান প্রোডাক্ট আছে সেটার ভিত্তিতে করবে। খুব কম প্রজেক্ট ই তাদের ১০০% টোকেন মার্কেট ছেড়ে দেয়। সেইটা অন্য একটি বিষয়, সে বিষয়ে বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে। তাই আমি ট্র‍্যাক এ থাকার চেষ্টা করি।


তাহলে আমার মার্কেট এ তো আছে ৬৪% পাবলিক কিনলে তো এটাই কিনতে পারবে,  তাহলে ভ্যালুয়েশন কেনো টোটাল সাপ্লাই এর ভিত্তিতে করা হবে?
- কারন আপনি আপনার প্রজেক্ট চালাতে হলে আপনার পুরো টোকেন ই একসময় আনলক করতে হবে তাহলেই সেটার ট্রু পটেনশিয়াল থাকবে।

আর সাপ্লাই ডিমান্ড এর একটা সুত্র আছে- সাপ্লাই বাড়লে ডিমান্ড কমবে,  দাম ও কমবে। বিষয় টা এখানেই।


তাই যারা ইনভেস্টর তারা টোটাল সাপ্লাই এর উপর ইনভেস্টমেন্ট করে,  যাতে ফিউচার লস হয় না।

এখন আরো ২টা বিষয় সম্পর্কে জানব আমরা -
Quote
Market Cap - এটা হচ্ছে, আপনার প্রজেক্ট / টোকেন টি বর্তমান এ কি পরিমান এ মার্কেট দখল করে আছে।
উদাহরণ হিসেবে ক্রিপ্টো মার্কেট ৩ট্রিলিয়ন এর - আপনার প্রজেক্ট এখানে ১বিলিয়ন ডলার নিয়ে একটি যায়গা দখল করে আছে।

Quote
FDV (Fully Diluted Valuation) - এর মানে হচ্ছে আপনার প্রজেক্ট এর টোটাল ভ্যালুয়েশন।  
যেটার কথাই বলছিলাম।

আমি কিছু শব্দের বিস্তারিত লিখে দিচ্ছি কারন অনেকে হয়ত এই শব্দ গুলোর সাথে পরিচিত নাও হতে পারেন। যাতে আমি সেই শব্দ টি ব্যবহার করলে বুঝতে পারেন কি নিয়ে কথা বলছি।

এখন আমরা Hamster এর প্রাইজ এ ফিরে আসি, হিসেন করলাম আমরা 0.0156$ হয়। এটা কিন্তু শুধু মাত্র সারকুলেশন এর উপর হিসেব করেছি যেটা ৬৪% এ মার্কেট ক্যাপ আমাদের।

তাহলে একটু ঐকিক নিয়মে অংক করি চলুন।
৬৪% এ যদি ১বিলিয়ন মার্কেটক্যাপ হয়
১০০% এ কত হবে?  মার্কেট ক্যাপ

কি পারলেন? হিসেব কষতে,  কারন এই হিসেব এর মার প্যাচ এই আমরা লস করি৷

১.৫৬ বিলিয়ন মার্কেট ক্যাপ হয় পুরো ১০০% এ মানে এটা হচ্ছে FDV (যেখানে প্রজেক্ট এর পুরো সাপ্লাই হিসেব করা হয় ভ্যালুয়েশন)

এখন শেষ প্রশ্ন, এটার উত্তর সঠিক ভাবে দিতে পারলে আপনি উইনার।

আপনার কি মনে হয়? Hamster প্রথম দিনে ১.৫ বিলিয়ন ভ্যালুয়েশন হিট করতে পারবে?

উত্তর - না,  যদি না অবাস্তব কিছু হয়। কারন ক্রিপ্টো তে সবই সম্ভব।(না এর কারন আমি ফান্ডামেন্টাল এনালাইসি এ দিয়েছি, আপনারা আরো ডিপ এনালাইসিস করতে পারেন)

তাহলে আমার বিশ্বাস এর দিকে আমি বুলিশ নই। আমার বিশ্বাস ছিলো এর ভ্যালুয়েশন সর্বোচ্চ ৯০০মিলিয়ন থেকে ১বিলিয়ন হবে। এর প্রধান কারন হচ্ছে আমি একে নটকয়েন এর সাথে কম্পেয়ার করেছি। নটকয়েন প্রথম দিনে ১বিলিয়ন এর উপরে যেতে পারে নাই যেখানে কিনা সেটা এর থেকেও স্ট্রং প্রজেক্ট ছিলো।

আর সর্বশেষ আমি কিভাবে মাইনিং না করে ৫২$ ইনকাম করি?  
উত্তর - আমি প্রিমার্কেট এ হ্যামস্টার ৩.৭ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন এ সেল দিয়েছি। যেখানে প্রতি টোকেন আমি ০.০৩৭$ এ সেল দিয়েছি। আমি কিন্তু এয়ারড্রপ করিনি। মার্কেট এ লঞ্চ এর পর কম দামে টোকেন কিনা রিলিজ করে দেই। যখন দেখলাম এত ভ্যালুয়েশন এ বাই সেল হচ্ছে আমি সুযোগ টা মিস দিতে চাই নি। বাকি টা এতক্ষন বললাম ই কেনো আমার আত্নবিশ্বাস ছিলো।

চলুন বাকি ম্যাথ টা আপনাদের কে দিয়ে দিলাম।
যদি FDV ৯০০ মিলিয়ন হয় আমাদের হ্যামস্টার এর টোকেন এর প্রাইজ কত হতে পারে বলুন।



সবচাইতে অবাক বিষয় কি জানেন?
আমরা হুজুগে বাঙালি অংক না কষে আন্দাজে কাজ করি। যেখানে প্রিমার্কেট এ ০.০১$ করে চলছিলো সেখানে আমি দেখেছি বাইবিট এর টোকেন কিছু পাবলিক ০.০১৬$ করে কিনেছে ।

আর এটা ক্রিপ্টো,  আপনার নলেজ আছে আপনি প্রফিট করবেন। কেও এখানে কারো দিকে তাকানোর মতো সময় নেই। তাই চেষ্টা করুন নলেজ সংগ্রহ করার যতটা পারুন।


আমার লেখা গুলো সঠিক ভাবে সাজাতে পেরেছি কিনা জানি না,  ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি তে দেখবেন। ধন্যবাদ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 27, 2024, 03:09:08 PM
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এরকমটা হওয়ার দরকার ছিলো। আমরা যারা ক্রিপ্টো স্পেসে আছি, আমরা দুই পয়সা ইনকাম করার জন্য রাজমিস্ত্রি, রিক্সাড্রাইভার, বেকার পোলাপাইন, সরকারি চাকরিজীবী, খেলোয়ার, মেথর, ঝাড়ুদার থেক শুরু করে, সকল পেশার মানুষ কে আমরা রেফার করে টেলিগ্রামে নিয়ে আসছি এসব মাইনিং প্রজেক্ট এ জয়েন করানোর জন্য। একটা সিম্পল জিনিস হলো, এয়ারড্রপের যে প্রাইজপুল, সেটা তারা কখনোই বড় করে। ১ লাখ মানুষ হলে যদি তারা ১০ লাখ টোকেন ডিস্ট্রিবিউট করে, ১০ লাখ মানুষ হলে সেই ১০ লাখ টোকেনই দিবে। মানুষ বেড়ে গেলে আপনার এলোকেশন কমে যাবে। দরকার ছিলো এরকম মুলা দেওয়ার। আশা করি এখন টেলিগ্রাম ফ্রিল্যান্সার কমে আসবে। এরকম দুই চার টা প্রজেক্ট মুলা দিলে, পোলাপাইন এমনি ঠান্ডা হয়ে বসে থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো  না। যাই হোক, ভালো ভালো প্রজেক্ট দেখে জয়েন করবেন, তারপরেও মুলা পাইলে কিছু করার নাই।
হাসাইলেন ভাই যদিও সত্য কথা বলেছেন কারণ ফোনে রিক্সাওয়ালার নাম্বার সেভ করে রেখেছিলাম এদেরও দেখি টেলিগ্রামে একাউন্ট খুলেছে। আজকে যখন আড্ডায় বসে ছিলাম তখন যে বন্ধুরা এই hamster নিয়ে বেশি ফাল পারতো তারা এখন বলতেছে আর টেলিগ্রাম এয়ার ড্রপ করবে না. ভাইরে ভাই একেকজনে চার পাঁচ ঘন্টা করে এই এয়ার ড্রপের উপর সময় দেয় আমি আজকে বলে আসলাম অন্য কোন স্কিল ডেভেলপমেন্ট দিনে এক ঘন্টা করে  সময় দিতে তাহলে হয়তো আজ থেকে ২-৩ মাস পরে একটা ভালো রেজাল্ট পাইতি এই এয়ার ড্রপের কলা খাওয়ার চাইতে. একেকজনের ২০-২৫ হাজার টাকার স্বপ্ন নিয়ে রেখেছিল যেখানে পেয়েছে ২৫০০ টাকা 🤣
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
আমি আমার জীবনে একটা  এয়ার ড্রপে একটু বেশি সময় দিলাম আর সেটা হলো হট যেহেতু তাদের  ইউনিক কনসেপ্ট এবং মিম  কয়েন না দেখা যাক কি হয়।

কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি



কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।
তাছাড়া এর রাজনৈতিক চরম মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট বিদেশের মাটিতে খেলতে যাওয়া মোটেই উচিত হয়েছে কিনা। বাংলাদেশী ম্যানেজমেন্ট কে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের উপর যদি হামলা হয়ে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে। হামলা হয়ে গেলে কোন কিছুই করার থাকবে না।
আমি বলব খুব ভালো একটা ঘটনা ঘটেছে ইন্ডিয়ান বাই***দ ভোলা যে আসলেও গোমূত্র খোর এটা এবার বিশ্বও দেখতে পাবে যদিও বিশ্ব বারবার দেখে তবে ক্রিকেট বিশ্বে একটু শো হবে যে তারা কি পরিমান ভদর জাতি। ক্রিকেটারদের ওপর যে হামলা হবে না এটার আসলে কোন গ্যারান্টি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল এই ম্যাচগুলো কে ক্যানসেল করে দেওয়া।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 27, 2024, 08:03:26 AM
কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি



কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।
তাছাড়া এর রাজনৈতিক চরম মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট বিদেশের মাটিতে খেলতে যাওয়া মোটেই উচিত হয়েছে কিনা। বাংলাদেশী ম্যানেজমেন্ট কে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের উপর যদি হামলা হয়ে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে। হামলা হয়ে গেলে কোন কিছুই করার থাকবে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 27, 2024, 07:39:42 AM
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এরকমটা হওয়ার দরকার ছিলো। আমরা যারা ক্রিপ্টো স্পেসে আছি, আমরা দুই পয়সা ইনকাম করার জন্য রাজমিস্ত্রি, রিক্সাড্রাইভার, বেকার পোলাপাইন, সরকারি চাকরিজীবী, খেলোয়ার, মেথর, ঝাড়ুদার থেক শুরু করে, সকল পেশার মানুষ কে আমরা রেফার করে টেলিগ্রামে নিয়ে আসছি এসব মাইনিং প্রজেক্ট এ জয়েন করানোর জন্য। একটা সিম্পল জিনিস হলো, এয়ারড্রপের যে প্রাইজপুল, সেটা তারা কখনোই বড় করে। ১ লাখ মানুষ হলে যদি তারা ১০ লাখ টোকেন ডিস্ট্রিবিউট করে, ১০ লাখ মানুষ হলে সেই ১০ লাখ টোকেনই দিবে। মানুষ বেড়ে গেলে আপনার এলোকেশন কমে যাবে। দরকার ছিলো এরকম মুলা দেওয়ার। আশা করি এখন টেলিগ্রাম ফ্রিল্যান্সার কমে আসবে। এরকম দুই চার টা প্রজেক্ট মুলা দিলে, পোলাপাইন এমনি ঠান্ডা হয়ে বসে থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো  না। যাই হোক, ভালো ভালো প্রজেক্ট দেখে জয়েন করবেন, তারপরেও মুলা পাইলে কিছু করার নাই।
member
Activity: 9
Merit: 0
September 27, 2024, 06:41:35 AM
বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue

আমার দিকটা একদমই উলটো।  তারা যখন Hamstar নিয়ে গর্ব করে বলতো ২৬ তারিখে অনেক টাকা পাবে। আমি তখন তাদেরকে নানা রকমভাবে হেনস্তা করতাম, তারা আমার কাছে হার মানতে বাধ্য হতো এবং আমাকে বলতো ২৬ তারিখে আপনার সকল কথার জবাব দিবো। শেষ মুহুর্তে চলে আসলো সেই অপেক্ষার ২৬ তারিখ। তারা সকলেই এমন পরিমাণে পেমেন্ট পেয়েছে যা উত্তোলন করার মতো না। কেউ $৩ কেউ $৫ আবার কেউ $৮ যা সকলের মধ্যে সর্বোচ্চ টাকা পেয়েছে। তারা যখন এই টাকা উত্তোলন করতে ব্যার্থ হয় তখন আমাকে এসে বলে কীভাবে এই টাকা উত্তোলন করা যায়। আমি তখন সকলের টাকা একটি account এ একত্রিত করে বিক্রি করে দেই। আমার এলাকায় ছোট ভাই এবং বন্ধুদের মোট ৯ জনের  টাকা একত্রিত করে $২৩-$২৪ হয়েছিল। তারা এমন পরিমাণ অর্থ দেখার পর আফসোস নিয়ে ঘুমাচ্ছে।
sr. member
Activity: 420
Merit: 376
September 27, 2024, 05:32:17 AM
বর্তমান সময়ে এয়ারড্রপ করে সময় নষ্ট হলেও, এমনকি এয়ার্ড্রপ সাকসেসফুল না হওয়াতে কষ্ট হলেও বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়া দেখে সেই হতাশাটা অনুভব হচ্ছে না। বিগত কয়েকদিন ধরেই আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বিশেষ করে বিটকয়েনের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। হয়তো বিটকয়েন হোল্ডারদের এবং বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক সময় অতিবাহিত হচ্ছে। কেননা বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের বিনিয়োগকৃত পোর্টফোলিও বৃদ্ধি পাচ্ছে। আজকে বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়ে ইতিমধ্যেই ৬৫,০০০ হাজার ডলার অতিক্রম করে ফেলেছে হয়তো আমরা আশাবাদী এই সপ্তাহের মধ্যে বিটকয়েনের দাম $70k স্পর্শ করতে পারে।


Binance এর প্রতিষ্ঠাতা এবং Binance এর প্রাক্তন CEO Changpeng Zhao (CZ) ফেডারেল হেফাজতে থেকে তার নির্ধারিত মুক্তির  দুই দিন আগেই আজকে মুক্তি পেতে চলেছে। মূলত CZ অ্যান্টি মানি লন্ডারিং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে এই সাজা দেওয়া হয়। তার এই মুক্তি কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারে?
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 27, 2024, 12:27:20 AM
কাট


বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue
ভাই এত ভাইরাল প্রজেক্ট থেকে খুব বেশি আশা করা বোকামি ছাড়া কিছুই না। ৩০০ মিলিয়ন এর বেশি ইউজার ছিলো, এখান থেকে কি আশা করা যেতে পারে। পুর্বে ২টা ভালো প্রজেক্ট দেখলাম নটকয়েন ও ডগস এখানে ইউজার কম ছিলো ইউজাররা টোকেন বেশি পেয়েছিলো যার কারনে তারা ভালো অর্থ পেয়েছিলো।

Hamster kombat এর ইউজাররা ২ যায়গায় ছেকা খেয়েছে। প্রথমত টোকেন ডিস্ট্রিবিউশন করার আগে একটা অনুমান করেছিলো অনেক টোকেন পাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে  কারো ৫০০ কারো ১৪০০ কারো ২০০০ করে টোকেন দেওয়া হয়েছে এখানে প্রথম ছেকা খেয়েছে। দ্বিতীয়তঃ মার্কেট প্রেডিকশন করেছিল যেহেতু টোকেন কম পেয়েছে তাই আশা করেছিলো দাম ০.০৮-০.১০ হতে পারে কিন্তু লিস্টিং হলো ০.০১ যা এখানেও ছেকা খেলো।

Hamster kombat থেকেও অনেকেই লাখ টাকা পেয়েছে, যাদের টেলিগ্রাম চ্যালেন রয়েছে তারা ব্যাপক পরিমানে রেফার করেছিলো যার ফলে অনেক টোকেন পেয়েছিলো। এই ধরনের এয়ারড্রপ থেকে যারা রেফার করতে পারে তাদের জন্য লাভ কিন্তু যারা সাধারণ ইউজার তাদের এমবি খরচ উঠবে না।

যাইহোক ভালোই হয়েছে একদল লোক দেখবেন এয়ারড্রপে অংশগ্রহণ করা বাদ দিয়ে দিবে। আর blum থেকে ভালো একটা প্রফিট আশা করতেছি দেখবেন এটাই ভাইরাল হয়ে Hamster kombat এর মতো মুলা ধরাই দিবে। যে প্রজেক্ট দীর্ঘদিন চলবে সেইটা থেকেই ভালো কিছু পাওয়া যাবে না।

পরিশেষে হামস্টার নিয়ে একটা ছবি এডিট করলাম। কেউ সিরিয়াসলি নিবেন না, মজা করার উদ্দেশ্যে বানালাম।  Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 26, 2024, 03:59:35 PM
বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue
প্রথম দিক থেকেই এই এয়ার্ড্রপটা এভোয়েড করে চলেছি এবং সবাইকে বলেছিলাম যে এয়ার ড্রপ এটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে, যাই হোক এটি যে স্ক্যাম হয়নি এটিই বেশি।
তবে আপনার মত আমিও আফসোস করার মতন অবস্থানে  পৌঁছেছিলাম। যে এটি লিস্টিং হচ্ছে এবং অনেকে প্রেডিকশন করতেছে এটার দাম  ভালোই হবে, আমার কিছু কিছু ফ্রেন্ড তো অলরেডি ক্যালকুলেশন করে এটাও চিন্তা করে ফেলেছিল একেকজন কি কি কিনবে। কালকে রাতেও আমি এক বন্ধুকে আনঅফিসিয়ালি bybit থেকে ওর কয়েন সেল করে দিয়েছিলাম। পরে আজকে দুপুরে আমাকে বলতেছে এই  হামস্টার টোকেন ০.০৮$ এ উঠবে যদিও আমি তাদেরকে আগে থেকেই সতর্ক করেছিলাম এটি সর্বোচ্চ হলে দুই  সেন্ট পর্যন্ত যেতে পারে। তারপরও ওরা আমাকে বলতেছিল এবং আফসোস করতে ছিল আমি বলছিলাম যে লিস্টিং হোক তারপর  খেলা দেখা যাবে।
তাদের যে সাপ্লাই সে হিসেবে প্রাইজ খারাপ হয়নি কিন্তু অনেকে যে আশা নিয়ে ছিল তাদের জন্য এটা ভালো প্রাইজ না।
যাইহোক সিঙ্গেল এয়ার ড্রপ  হান্টার হয়ে লাখ লাখ টাকা কামানো এটা বলতে গেলে স্বপ্নই  এবং আমি মনে করি এটা কখনো স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত হবে না।

যারাই এয়ারড্রপ থেকে লাখ লাখ টাকা কামায় তাদের অবশ্যই একটা নিজস্ব কমিউনিটি রয়েছে আর নয়ত তারা মাল্টিপল এয়ারড্রপ  হান্টিং করে।
jr. member
Activity: 35
Merit: 3
September 26, 2024, 03:53:21 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০৮১২৪

অর্থাৎ দাম প্রায় ছয়গুণ হইসে।

Hamster Kombat এর দুঃখে যাদের মন ভেঙ্গে গিয়েছে, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রেখেই বলছি, $SEC on PulseChain কে অবজ্ঞা করায় আপনারা already capital ছয়গুণ করা থেকে বঞ্চিত হয়েছেন। দশ হাজার গুণ হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছে $SEC টোকেন। এখনো যদি অবজ্ঞা করেন, পরে অনেক কষ্ট পাইতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 26, 2024, 11:48:07 AM
কোটি মানুষের স্বপ্ন নিমিষে শেষ করে দিল Hamster Kombat  Grin সারা সোশ্যাল মিডিয়ার জুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা আজকে কিছু সময়ের মধ্যেই এটি নিমিষেই শেষ। কি বলবো আর এই দুঃখের কথা এই টেলিগ্রাম বট এয়ারড্রপ থেকে যা আশা করা হয়েছিল তার বিপরীত হয়েছে, সবার হাতে মুলা ধরিয়ে দিয়েছে Hamster Kombat। অনেকদিন আগে থেকেই আমি Hamster Kombat এ কাজ করতে ছিলাম এটা কখনোই ভাবিনি যে এমন ভাবে প্রতারণার শিকার হতে হবে আমাদের আমি মনে করি প্রত্যেকেই এই এয়ার্ডপটি করেছিল তারাই হাতে আজকে মুলা পেয়েছে। ১৯২ দিন এখানে সময় ব্যয় করে মাত্র ১০৪০ টোকেন পেয়েছি যার মূল্য বর্তমানে $৯ সত্যিই হাস্যকর এটি, আমরা যা আশা করি তা পাই না,  Grin যাইহোক আপনারা কে কেমন Hamster Kombat থেকে ইনকাম করলেন গাড়ি বাড়ি করলেন এতদিন তো সকলেই দেখতাম গাড়ি-বাড়ি করে আইফোন কিনে টাকা সব শেষ করে ফেলেছে আজকে তাদের স্বপ্ন কি পুরন হয়েছে  Grin


Such Airdrop time should not be wasted, I will not waste my time from today on this telegram bot.


বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে Hamster kombat করতে দেখে একটু আফসোসই করতেছিলাম প্রথম প্রথম। বার বার ভাবতেছিলাম, আমি কেন যে করলাম না। কোথাও টিকতে পারতেছিলাম না, একজন bmw কিনবে, আরেকজন বাড়ি বানাবে, আহা কত স্বপ্ন, মাথা খারাপ করে দিসিলো hamster hamster চিল্লাইতে চিল্লাইতে। এখন এতটু ভালোই লাগতেছে, না করে ভালো করছি, সময় নষ্ট হয়নি। আর যারা এটা করছে তারা এটা না করে ঘুমালেও হয়তো শরীরের উপকারে আসতো, বিগ লল। Tongue
Pages:
Jump to: