ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।
ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।
আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।