Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 16. (Read 5635595 times)

sr. member
Activity: 546
Merit: 268
October 08, 2024, 11:22:36 PM
হ্যালোইন ডে কী- কেনো কুমড়া খোদাই করা হয়?

বিটকয়েনটক ফোরামে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি আমি আমাদের এই লোকাল কমিনিটিতে শেয়ার করেছিলাম। অনেকেই দেখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করার পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো জানতে পেরেছেন এই প্রতিযোগিতার টপিক Games and rounds বোর্ডে ছিলো কিন্তু মুভ করে Meta বোর্ডে নেওয়া হয়েছে৷ তাই আপনারা Meta বোর্ডে গিয়ে খুজে দেখবেন অথবা এখানে ক্লিক করুন

মুল কথায় আসা যাক। এখন হ্যালোউইন ডে কী? হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব। যেটা প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে এমনকী আমাদের বাংলাদেশেও এই উৎসব পালন করা হয়ে থাকে। কেনো কুমড়া খোদাই করা হয়। আসলে কুমড়া খোদাই হ্যালোউইন ডে এর একটা অংশ।


খ্রিস্টানদের হ্যালোউইন ডে পালন করার মূল উদ্দেশ্য হলো মৃত আত্মাদের স্মরণ করা। তারা ঐদিন বিভিন্নভাবে, কেউ ভুতুড়ে পোশাক পরে, ভূতের গল্প বলা, কুমড়া খোদাই করে মৃত আত্মাদের স্মরণ করেন।
সোর্স
তাহলে কি আমরা কোন না কোনভাবে তাদের কালচার দ্বারা আকৃষ্ট হচ্ছি । আপনি যেভাবে উল্লেখ করেছেন ঘটনাটা আমি এখন পর্যন্ত পড়িনি তবে যদি সত্য হয় তাহলে আমরা নিজের ইচ্ছাতে বিদেশি কালচারের প্ররোচনায় আমরা আমাদের ইসলাম ধর্মের কিছুটা বিচ্যুতি হয়ে যাচ্ছি। যদি মিষ্টি কুমড়া খোদাই করে তাদের আত্মাদের অথবা ভূত পেতের উপাসনা করা হয় তাহলে আমরা হয়তো খোদাই কম্পিটিশনে নিজের ইচ্ছাতেই অংশগ্রহণ করে তাদের উপাসনায় অংশগ্রহণ করছি। তবে একটা জিনিস লক্ষ্য করবেন কিছু কিছু মিষ্টি কুমড়াতে মানুষের লোগো অথবা মাথা খোদাই করা হচ্ছে যা দেখি একটু ভয়ের সৃষ্টি হয় খুব সম্ভবত ওইগুলো ওই আত্মাদের উদ্দেশ্যে বানানো হয়। আমরা যার অংশগ্রহণ করব তারা মূলত বিটকয়েন লোগো দিয়েই খোদাই করব যা আমাদের বিটকয়েন উদযাপনের উদ্দেশ্যে বানানো হলো। আমরা কোনভাবেই কোন ছবি বা প্রাণীদের অবয়ব খোদাই করব না।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 08, 2024, 11:15:16 PM
হ্যালোইন ডে কী- কেনো কুমড়া খোদাই করা হয়?

বিটকয়েনটক ফোরামে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি আমি আমাদের এই লোকাল কমিনিটিতে শেয়ার করেছিলাম। অনেকেই দেখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করার পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো জানতে পেরেছেন এই প্রতিযোগিতার টপিক Games and rounds বোর্ডে ছিলো কিন্তু মুভ করে Meta বোর্ডে নেওয়া হয়েছে৷ তাই আপনারা Meta বোর্ডে গিয়ে খুজে দেখবেন অথবা এখানে ক্লিক করুন

মুল কথায় আসা যাক। এখন হ্যালোউইন ডে কী? হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব। যেটা প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে এমনকী আমাদের বাংলাদেশেও এই উৎসব পালন করা হয়ে থাকে। কেনো কুমড়া খোদাই করা হয়। আসলে কুমড়া খোদাই হ্যালোউইন ডে এর একটা অংশ।


খ্রিস্টানদের হ্যালোউইন ডে পালন করার মূল উদ্দেশ্য হলো মৃত আত্মাদের স্মরণ করা। তারা ঐদিন বিভিন্নভাবে, কেউ ভুতুড়ে পোশাক পরে, ভূতের গল্প বলা, কুমড়া খোদাই করে মৃত আত্মাদের স্মরণ করেন।
সোর্স
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
October 08, 2024, 01:52:13 PM
পামকিন কনটেস্ট বা কুমড়া খোদাই প্রতিযোগিতা বাংলা বোর্ডে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ২০২২ সালের এই অক্টোবর মাসেই প্রথমবারের মতো কুমড়া খোদায় প্রতিযোগিতা শুরু হয়েছিল আমরা হয়তো সেই প্রথম কুমড়া খোদায় প্রতিযোগিতায় ছিলাম না এবং অংশগ্রহণ করতে পারিনি। দ্বিতীয় কুমড়া খোদাই প্রতিযোগিতা আবার শুরু হয়েছে সকলেই অংশগ্রহণ করবেন এবং ভালো খোদাই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীতে থাকার চেষ্টা করবো এবং সবাই করবেন।
জি ভাই আমিও জয়েন করেছি দেখি কি করা যায়। এইদিকে চিন্তায় আছি এত বড় একটা কুমড়া কিনে নিয়ে আইসা কিভাবে এটা করব। তার মধ্যে আবার থাকি মেসে এখানে এগুলা করলে বাড়িওয়ালা আঙ্কেল আন্টি এবং মেসের অন্যান্য সদস্যরা আমাকে পাগল মনে করবে তাছাড়া কিছুই না। এর আগে আমি পিজ্জা কনটেস্ট এপ্লাই করছিলাম মোটামুটি ভালোই হয়েছিল পরে ওটা যখন ম্যাচে নিয়ে আসি সবাই কাড়াকাড়ি করে খেয়ে শেষ করে ফেলেছে। এখন দেখা যাক এই পামকিন নিয় একটু পাগলামি করবো। অনেক ধরনের ভিডিও দেখলাম কিভাবে কি বানানো যায় দেখি ভাই সামনে বানাবো। আজকে আমি একটা কুমড়া কিনতে গিয়েছিলাম কিন্তু কুমড়ার দাম ৬০ টাকা কেজি হয়ে গেছে এর জন্য আর কিনি নাই। ভাবলাম অনেক দিন সময় আছে আস্তে ধীরেই করি.

একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
ভাই আপনার Bybit ভেরিফাই করতে পারছেন যদি ভেরিফাই করতে না পারেন তাহলে বইলেন আর যদি হয়ে থাকে তাহলে তো হইছেই। ভেরিফাই না হলে জানায়েন আপনার সমস্যার সমাধান করে দিব নি ভাই.
hero member
Activity: 840
Merit: 522
October 08, 2024, 07:48:38 AM
আমি গতকাল বিটকয়েনড্রিম ভাই কে প্রাইভেট মেসেজ করেছি আমাদের বাংলা থ্রেড এর ওপি আপডেট করার জন্য। বর্তমানে যে ওপি টি আছে, সেটা একটু মডিফাই করে আমরা যে ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভ বানিয়েছি, সেটা মেইন ওপি তে এড করার জন্য অনুরোধ করেছি। বর্তমানে ওপি তে থ্রেড গুলোর লিংক আছে, সেগুলো সব গুলোই আমার দেয়া লিংক গুলোর পোষ্ট এর ভেতরে আছে। আমার অনুরোধ ছিলো নিম্নরুপ;

BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলা হরফে লিখতে Google Transliteration tool টি ব্যবহার করতে পারেন। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে। নবাগতদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু লেখা নিচে সংকলিত করা হলো...


┏━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┓
 ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো|Meta
 বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ|Local Meta
 টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো|Beginners and Help
 বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট|Technical Discussion
 গুরুত্বপূর্ণ অনুবাদ গুলো|Translations
 অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো|Others
┗━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┛




বাংলার নিজস্ব sub-forum এর আবেদন - https://bitcointalksearch.org/topic/local-board-request-for-bengali-4455886

বাংলার নিজস্ব Merit Source এর আবেদন - https://bitcointalksearch.org/topic/application-to-be-a-merit-source-for-bangladesh-thread-5277099

আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে জানাবেন।
jr. member
Activity: 45
Merit: 12
October 08, 2024, 03:03:09 AM
আজকে যেই টপিক নিয়ে আমি আলাপ করবো তা হয়তো অনেকে জানেন আবার অনেকে  জানেন না। যারা জানেন না তাদের জন্যই আমার আজকের লেখা।

আজকে আমি সলিডিটি (Solidity) নামের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। সলিডিটি(Solidity) মুলত ইথেরিয়াম ব্লকচেইনের জন্য ডিজাইন করা একটি স্মার্ট কন্ট্র্যাক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইথেরিয়াম নেটওয়ার্কে চালানো ডেসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন (DApps) যা ব্লকচেইন ব্যবহার করে কাজ করে তা সাধারণত সলিডিটি(Solidity) ব্যাবহার করে তৈরি করা হয়।

সলিডিটির(Solidity) কিছু মূল বৈশিষ্ট্য:
  • স্ট্যাটিক টাইপিং: সলিডিটি স্ট্যাটিকভাবে টাইপ করা একটি ভাষা, যেখানে প্রতিটি ভ্যারিয়েবল বা ডেটার একটি নির্দিষ্ট ধরন থাকে।
  • ইনহেরিটেন্স: এই ভাষাতে ইনহেরিটেন্স (Inheritance) ফিচার আছে, যার মাধ্যমে একাধিক চুক্তি বা কন্ট্র্যাক্ট একে অপরের বৈশিষ্ট্য ও ফাংশনালিটি শেয়ার করতে পারে।
  • ইভেন্ট এবং লগিং: সলিডিটি স্মার্ট কন্ট্র্যাক্ট থেকে ইভেন্ট জেনারেট করতে পারে, যা বিভিন্ন লগিং সিস্টেমের মাধ্যমে সহজে ট্র্যাক করা যায়।

নিচে "Hello Sojib" লেখা একটি স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে সলিডিটি (Solidity) এর মাধ্যমে।
Code:
// SPDX-License-Identifier: MIT
pragma solidity ^0.8.0;

contract HelloSojib {
    string public message;

    constructor() {
        message = "Hello, Sojib!";
    }

    function setMessage(string memory newMessage) public {
        message = newMessage;
    }

    function getMessage() public view returns (string memory) {
        return message;
    }
}

সলিডিটি (Solidity) মূলত ইথেরিয়াম (Ethereum) ব্লকচেইনের জন্য তৈরি করা হয়েছে, তবে অন্যান্য ব্লকচেইন প্ল্যাটফর্মেও এটি ব্যবহৃত হয়।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
October 07, 2024, 11:36:00 AM
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট।
আমাদের এই বাংলা কমিউনিটি থেকে দুই একজন যদিও ভোটের প্রতিযোগিতায় সিলেক্ট হয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের কমিউনিটি থেকে কেউ টিকে থাকতে পারেনা। তবে আমার কাছে কৌতুহল লাগছে পিজ্জা, পাই এই সমস্ত খাবার কন্ট্রিবিউশনে অংশগ্রহণ করা যায় কিন্তু মিষ্টি কুমড়া প্রতিযোগিতা আমার কাছে সম্পূর্ণ নতুন। আপাতত কয়েকজন যদি জমা দেয় তাহলে তাদের দেখাদেখি কি টাইপের প্রতিযোগিতার নমুনা বানাতে হবে সেটা কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে। পুরাতন কম্পিটিশনে আমাদের বাংলা কমিউনিটির কেউ অংশগ্রহণ করেছিল কিনা একটু এখানে জানালে কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুধু একটু আমাদের ধারণা দেবে কিভাবে আমরা মিষ্টি কুমড়া দিয়ে বিটকয়েন চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমাদের রাজশাহীতে অনেক ধরনের মিষ্টি কুমড়া পাওয়া যায়। আমি সহজেই কাঁচামাল জোগাড় করতে পারবো। শুধু একটু ধারণার অভাব কিভাবে কি করতে হবে কেউ যদি একটু গাইড দিতেন তাহলে অনেক উপকার হত।
কুমড়া খোদাই প্রতিযোগিতায় কিভাবে কুমড়া খোদাই করতে হয় সেই সম্পর্কে আপনি খুব সহজেই জানতে পারবেন আমি তীর চিহ্ন আকারে দেখিয়ে দিয়েছি। ২০২২ সালে অনেকেই কুমড়া খোদাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তারা কিভাবে কুমড়া খোদাই করেছে এবং কারা কুমড়া খোদাই প্রতিযোগিতায় জয়ী হয়েছে আপনি https://bitcointalksearch.org/topic/m.64608316 এই লিংকে ঢুকে দেখতে পারেন। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি সেখানে চাপ দিবেন আশা করি আপনি দেখতে পারবেন এবং ধারণা নিতে পারবেন কিভাবে কুমড়া খোদাই করতে হয়।



আমরা যারা নতুনে কুমড়া খোদাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আমাদের যদি বুঝতে অসুবিধা হয় তবে সকলেই এখান থেকে আইডিয়া নিতে পারি কিভাবে কুমড়া খোদাই করতে হয়। তাতে আমি মনে করি সকলের জন্য অনেক সুবিধা হবে কনটেস্টে অংশগ্রহণ করতে।
sr. member
Activity: 546
Merit: 268
October 07, 2024, 09:47:17 AM
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট।
আমাদের এই বাংলা কমিউনিটি থেকে দুই একজন যদিও ভোটের প্রতিযোগিতায় সিলেক্ট হয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের কমিউনিটি থেকে কেউ টিকে থাকতে পারেনা। তবে আমার কাছে কৌতুহল লাগছে পিজ্জা, পাই এই সমস্ত খাবার কন্ট্রিবিউশনে অংশগ্রহণ করা যায় কিন্তু মিষ্টি কুমড়া প্রতিযোগিতা আমার কাছে সম্পূর্ণ নতুন। আপাতত কয়েকজন যদি জমা দেয় তাহলে তাদের দেখাদেখি কি টাইপের প্রতিযোগিতার নমুনা বানাতে হবে সেটা কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে। পুরাতন কম্পিটিশনে আমাদের বাংলা কমিউনিটির কেউ অংশগ্রহণ করেছিল কিনা একটু এখানে জানালে কৃতজ্ঞতা প্রকাশ করবো, শুধু একটু আমাদের ধারণা দেবে কিভাবে আমরা মিষ্টি কুমড়া দিয়ে বিটকয়েন চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমাদের রাজশাহীতে অনেক ধরনের মিষ্টি কুমড়া পাওয়া যায়। আমি সহজেই কাঁচামাল জোগাড় করতে পারবো। শুধু একটু ধারণার অভাব কিভাবে কি করতে হবে কেউ যদি একটু গাইড দিতেন তাহলে অনেক উপকার হত।
hero member
Activity: 840
Merit: 522
October 07, 2024, 01:39:28 AM
অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো


এই পোষ্ট টি অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।

jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 11:43:45 PM
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।
না আলাদা ফাইলের কোনো প্রয়োজন নেই। লিনাক্সভিত্তিক ওএসগুলো লাইভ বুট করা যায়। ইন্সটল না করেও ব্যাবহার করা যায়। ইন্সটল করার সময় অপশন সিলেক্ট করা যায় এইখান থেকেই অফলাইন ইন্সটল করার অপশন পাওয়া যায় আর আরেকটা উপায় হলো ইন্টারনেট কানেকশন না দিয়ে ইন্সটল করা। ইন্টারনেট কানেকশন না থাকলে অটো বেসিক ডেবিয়ান সেটাপ হয়ে যায়।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।
বিগিনার লিনাক্স ইউজার বা উইন্ডোজ থেকে যারা আসতে চায় তাদের জন্য অনেক ডিস্ট্রো আছে যেগুলা নতুন ইউজারদের খুব ভালো অভিজ্ঞতা দিতে পারে। যে কেউ চাইলে লিনাক্স এ মুভ করতে পারবে কারণ উইন্ডোজ এর প্রত্যেকটা সফটওয়্যার এর অল্টারনেটিভ লিনাক্স এ আছে কিছু ক্ষেত্রে তো উইন্ডোজ এপস এর চাইতে আরো ভালো এপস লিনাক্স এ পাওয়া যায় একই কাজের। চাইলে উইন্ডোজ এর সকল এপস লিনাক্স এ চালানো যায় Wine প্যাকেজ ইন্সটল করে নিয়ে।
আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
জানা ছিলো না। ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। এখন থেকে এসব ব্যাপারে খেয়াল রাখবো।
sr. member
Activity: 420
Merit: 376
October 06, 2024, 11:22:33 PM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
এমনটা হওয়ার কথা নয় Bybit এক্সচেঞ্জৈ একাউন্ট করার পর কিছু সময়ের মধ্যে সেটা ভেরিফাই করা যায় যেটা এর আগে আমি কয়েকবার করেছি। আপনি যে আইডি কার্ড ব্যবহার করে ভেরিফাই করার চেষ্টা করেছিলেন দেখুন সেখানে কিছু ভুল দিয়েছেন কিনা। হয়তো আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নামের সাথে পার্থক্য রয়েছে অথবা ফেস মিলছে না যার ফলে আপনি চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছেন। আবার কেউ যদি এই আইডি কার্ড ব্যবহার করে আগে ভেরিফাই করে থাকে তাহলে সেটা দিয়ে আর হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই ভেরিফাই হয়ে যাওয়ার কথা।
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
দ্বিতীয় বার পামকিন কনটেস্ট যেটা আমার প্রথম বিটকয়েনটক ফোরামে পামকিন কনটেস্ট হতে যাচ্ছে। কয়েকদিন আগে পাই বেকিং কনটেস্টে আমাদের এই লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিল, পাই কনটেস্টে প্রাথমিক পর্যায়ে কয়েকজন বেশ ভালো ভোট পেয়েছিল তবে শেষ মুহূর্তে তারা গন্য হয়নি। এখন পর্যন্ত যে কতগুলো কনটেস্ট হয়েছে যেমন পামকিন, পাই এবং পিজ্জা এগুলোতে কি আমাদের বাংলা থ্রেডের কোন একজন সদস্য ভাই চ্যাম্পিয়ন হয়েছে নাকি আমরা শুধু অংশগ্রহণ করেই সন্তুষ্ট। Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 06, 2024, 11:18:14 PM
ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।
কিন্তু সেটার জন্য যখন আই এস ও ফাইল ডাউনলোড করা হয়, তখনই সেটা স্পেসিফাই করে ডাউনলোড করতে হয় সম্ভবত। এই ক্ষেত্রে ফাইলের সাইজ একটু বড় হয়। আমি যখন ডাউনলোড করেছিলাম, তখন মনে হয় খেয়াল করেছিলাম। আমি আমার স্লো ইন্টারনেট কানেকশন দিয়ে সেটাপ করতে গিয়ে পুরো রাত নষ্ট করেছি, আর সাথে তোমারো ঘুমের ১২ টা বাজাইছিলাম। আমি এগুলো আগে কখনো সেটাপ করিনি, যে কারনে এগুলো তেমন একটা বুঝিনা।

ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।
আর এতো সব প্যাকেজ থাকার কারনেই আমি এখন ম্যাক চালানোর ফিল নিতে পারতেছি। তবে সত্যি কথা যেটা, যারা উইন্ডোজ ব্যাবহার করে অভ্যস্ত, বিশেষ করে উইন্ডোজের যে সফটওয়্যার গুলো আছে, সেগুলো যারা ব্যাবহার করে অভ্যস্ত, তারা সহজে লিন্যাক্সে মুভ করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র ইনটারনেট রিলেটেড কাজ করে, অন্যান্য সফটওয়্যার তেমন দরকার হয় না, তারা সহজেই লিন্যাক্সে মুভ করতে পারে। যেহেতু আমি এখন দোকানে বসি, এখানে চাইলেও আমি লিন্যাক্স ব্যাবহার করতে পারতেছি না। অনেক বেশি প্যাড়া মনে হয়। এজন্যই ডুয়েল বুট করা। যখন যেটা দরকার সেটা ব্যাবহার করি।

আরেকটা কথা হলো, তুমি এক পোষ্ট করার পরে একই থ্রেড এ আবারো পোষ্ট করতে পারবা না। মানে এক সাথে দুই পোষ্ট করতে পারবা না। এক পোষ্ট করার পর অপেক্ষা করবা অন্য কেউ পোষ্ট করার জন্য। অথবা আগের পোষ্ট এডিট করে নতুন করে এড করবা।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
October 06, 2024, 10:04:38 PM
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


দ্বিতীয় বার্ষিকী বিটকয়েনটক কুমড়া খোদাই প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটি কোন অফিসিয়াল ইভেন্ট নায়। স্পনসর করেছে BC.Game। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রয়েছে $১৫০০ ডলার।

এই প্রতিযোগিতায় বিজয়ী হবে মোট ৮ জন।
১ম পুরস্কার =$১০০০ ডলার।
২য় ও ৩য় পুরস্কার =$২৫০ ডলার।
৪র্থ-৮ম পুরস্কার =$৫০ ডলার।

এই প্রতিযোগিতাটি আজকে থেকে ১লা নভেম্বর পর্যন্ত আপনার আপনাদের খোদাই করা কুমড়া জমা দিতে পারবেন। অবশ্যই আপনাকে কমপক্ষে ২ টি ছবি দিয়ে পোস্ট করতে হবে। খোদাই কাজ শেষ হলে ভিতরে মোমবাতী জ্বালানোর ব্যবস্থা করবেন। আপনার নাম ও তারিখ সহ উল্লেখ করে ছবি পোস্ট করবেন।নিয়ম কানুন গুলো লিংকে ক্লিক করে আরও ভালো করে পড়ে নিবেন।

যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
পামকিন কনটেস্ট বা কুমড়া খোদাই প্রতিযোগিতা বাংলা বোর্ডে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ২০২২ সালের এই অক্টোবর মাসেই প্রথমবারের মতো কুমড়া খোদায় প্রতিযোগিতা শুরু হয়েছিল আমরা হয়তো সেই প্রথম কুমড়া খোদায় প্রতিযোগিতায় ছিলাম না এবং অংশগ্রহণ করতে পারিনি। দ্বিতীয় কুমড়া খোদাই প্রতিযোগিতা আবার শুরু হয়েছে সকলেই অংশগ্রহণ করবেন এবং ভালো খোদাই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীতে থাকার চেষ্টা করবো এবং সবাই করবেন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 06, 2024, 09:44:59 PM
Quote from: Vote for Bitcoin Pumpkin [Soon]Past Contests [2022]Bitcointalk Party [Discord] Pumpkin Ideas [Here] 🎃


দ্বিতীয় বার্ষিকী বিটকয়েনটক কুমড়া খোদাই প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটি কোন অফিসিয়াল ইভেন্ট নায়। স্পনসর করেছে BC.Game। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রয়েছে $১৫০০ ডলার।

এই প্রতিযোগিতায় বিজয়ী হবে মোট ৮ জন।
১ম পুরস্কার =$১০০০ ডলার।
২য় ও ৩য় পুরস্কার =$২৫০ ডলার।
৪র্থ-৮ম পুরস্কার =$৫০ ডলার।

এই প্রতিযোগিতাটি আজকে থেকে ১লা নভেম্বর পর্যন্ত আপনার আপনাদের খোদাই করা কুমড়া জমা দিতে পারবেন। অবশ্যই আপনাকে কমপক্ষে ২ টি ছবি দিয়ে পোস্ট করতে হবে। খোদাই কাজ শেষ হলে ভিতরে মোমবাতী জ্বালানোর ব্যবস্থা করবেন। আপনার নাম ও তারিখ সহ উল্লেখ করে ছবি পোস্ট করবেন।নিয়ম কানুন গুলো লিংকে ক্লিক করে আরও ভালো করে পড়ে নিবেন।

যাইহোক, আমাদের লোকাল মেম্বারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। প্রাইজ বেশ ভালোই রয়েছে। সকলের জন্য শুভকামনা রইলো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 06, 2024, 03:42:26 PM
Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0


এর আগে যে Hemi Network এর টেস্টনেটের কথা বলেছিলাম, আজকে Open Season নামক একটি ইভেন্ট চলতেছে। আর এটিতে অংশগ্রহণ করে আপনারা ২৫,০০০ পয়েন্ট সহজেই পেতে পারেন। কিন্তু হাস্যকর বিষয় হইলো যে, Sepolia টেস্টনেটে গ্যাস ফি প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।


তারপরও যারা এটির সুযোগ হাতছাড়া করতে চান নাহ, তারা বাংলাদেশ সময় ভোর/সকাল ৬টার আগে (৭ই অক্টোবর ২০২৪) Ethereum Sepolia Testnet থেকে যেকোনো পরিমাণ ETH কিংবা Stablecoin যেমন USDT, USDC, DAI ইত্যাদি Hemi Sepolia Testnet এ স্থানান্তর করেন এবং সর্বমোট ২৫ টি ট্রান্সজেকশন করলেই হবে। কারণ প্রত্যেকটি ট্রান্সজেকশনের জন্য ১০০০ করে পয়েন্ট পাবেন।  Wink

আর এই প্রজেক্টটি তাদের টেস্টনেট তাদের নিজস্ব টেস্টনেটেই চালু রাখবে, মানে Ethereum Sepolia Testnet থেকে ট্রান্সজেকশন করতে লাগবে নাহ। কেননা Hemi Testnet এর কারণেই Sepolia Testnet এর গ্যাস ফি ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছিলো। পরবর্তী অন্যান্য আপডেট আসলে , আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোষ্ট করবো। তাই সেখানে যোগদান করে রাখতে পারেন: https://t.me/bitbytecrypto_ann
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 06, 2024, 03:23:36 PM

আমি মূলত ২০২২ সাল এর জুন মাস থেকে মাসে রিপোর্ট করার চেষ্টা করেছি যদিও ২০২২ সালে জুন মাসের পর আবার ডিসেম্বরে পুরো ২০২২ সালের অ্যাক্টিভিটি তুলে ধরেছিলাম।

যাইহোক আজকে এই পোস্টে মূলত আমি এ পর্যন্ত  আমাদের বাংলা থ্রেডের তৈরি হওয়ার পর মানে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সকল মাসিক একটিভিটি এর রিপোর্ট লিপিবদ্ধ করব যদিও আপাতত শুধুমাত্র ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত থাকবে। কিন্তু ধীরে ধীরে এর আগে প্রতিটি মাসিক রিপোর্ট আমি এখানে লিপিবদ্ধ করব।

২০২৫ সাল এর অ্যাক্টিভিটি
jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 03:14:44 PM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry

ভেরিফাই না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এমনি এমনি কেউ তো বলতে পারবেনা ঠিক কি কারণে আপনার একাউন্ট ভেরিফাই হচ্ছেনা। ভালো করে আবার সাবমিট করেন। ডকুমেন্ট বা ফেইস এর ছবি রিজেক্ট করলে অবশ্যই কোন কারণে রিজেক্ট করা হয়েছে সেটা আপনি দেখতে পাবার কথা। ডকুমেন্ট সাবমিট করার নিয়মগুলো ভালো করে দেখে সাবমিট করেন। আশা করি এপ্রুভ হয়ে যাবে।
jr. member
Activity: 45
Merit: 12
October 06, 2024, 06:02:53 AM
মিয়া, তুমি আমার পুরাতন উইন্ডোজ একদম দফারফা করে দিছো ডুয়েলবুট করতে গিয়া। পরে আরো দুইবার উইন্ডোজ আর দুইবার ডেবিয়ান দেয়া লাগছে। যাদের ইন্টারনেট কানেকশন স্লো, ডেবিয়ান সেটাপ দেয়া তাদের জন্য বড়সড় একটা পাপের কাজ। কিছু এডিশনাল ফাইল অনলাইন থেকে ডাউনলোড হয়, যে কারনে নেট স্পিড খারাপ হলে সেখানেই মাঠে মারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও সব ক্রেডিট তোমার। টাকা দিয়ে তো আর ম্যাক কিনতে যাবো না। তাই লিনাক্স এই ম্যাক এ ফিল নেই মাঝে মাঝে। আর সবাইকে বলি, এই সজিব ব্রাদার কিন্তু আমার রিয়েল লাইফ ফ্রেন্ড!

ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।

ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।
full member
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 06, 2024, 04:19:23 AM
একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
আমার মত আপনিও একই সমস্যায় ভুগছেন বিশেষ করে অনেকদিন আগে আমি বাইনান্স এক্সচেঞ্জে আমার বাবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে গিয়েছিলাম কিন্তু ডজন খানেক বার চেষ্টা করার পরও আমার বাবার আইডি কার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করতে পারিনি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার বাবার মুখে খুব সম্ভবত দাঁড়ি থাকার কারণে হয়তো ভেরিফিকেশন হয়নি পরে আমার বড় বোনের স্বামীর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়েছিল। কে বলতে পারে আপনার মায়ের ক্ষেত্রে কোন সমস্যা হয়েছে?
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 06, 2024, 01:41:48 AM
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ৭ দেশের তালিকায় বাংলাদেশ


আসলে এই নিউজটি দেখলাম বাংলাদেশ নাকী দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। দেউলিয়া হবেই না কেন, আমাদের সম্মানিত হাসিনা সরকার যে ঋণ  করে গেছে যার হিসেবের বাহিরে। আসলে একটি দেশ দেউলিয়া হয় না বরং ঋণ খেলাপি হয়। বাংলাদেশের সামনে এই রকম ঘটনা ঘটে যেতে পারে। বিদেশি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবে। যখন বিদেশি ঋণ পরিশোধ করার চেষ্টা করবে তখন কর বা ভ্যাট বাড়াবে যার ফলে খাদ্য দ্রব্য দাম বেড়ে যাবে। বাংলাদেশের সামনে কঠিন ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। বিশেষ করে সাধারণ জনগণের কষ্ট হয়ে যাবে।

যাইহোক, নিউজে বলা হয়েছে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ২ বছর আগে জানিয়েছিলেন 50 টি এর বেশি দেশ দেউলিয়া হর পথে রয়েছে। কিন্তু আবার ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের নাম রয়েছে। গত কয়েক বছরে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ ধরনের পদক্ষেপে এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। খাদ্যমূল্য বাড়ার কারণে ২০২৫ সালে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ১ শতাংশ হতে পারে বলে ধারণা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের বর্তমান ঋণ ১৫৬ বিলিয়ন ডলার, বাংলাদেশের রিজার্ভ রয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার। এই ঋন কি দিয়ে পরিশোধ করবে? আমাদের সাধারণ জনগনের টাকা দিয়ে ঋণ গুলো পরিশোধ করবে।

অনেকেই বলে হাসিনা সরকার দেশের উন্নয়ন করেছে। হ্যাঁ, ঠিকই উন্নয়ন করেছে কিন্তু মাইষের টাকা দিয়ে। উন্নয়ন হয়েছে, জিনিস পত্রের দামের উন্নয়ন হয়েছে। সামনে আরও খারাপ দিন আসতে চলেছে।

যারা টাকা পয়সা ব্যাংকে রাখছেন আমার মতে বর্তমানে ব্যাংকে টাকা পয়সা রাখা বোকামি ছাড়া কিছুই না। তাই ব্যাংকে টাকার রাখার পরিবর্তে ভালো দেখে জমি কিনে রাখা ভালো হবে, এছাড়া স্বর্ণ কিনে রাখাও ভালো হবে, যারা ঝুকি নিতে চান তারা বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশের টাকার মান আরও অনেক কমে যাবে।
>বিস্তারিত নিউজ লিংক‌:


একটি বিষয়ে আমার জানার ছিল। আমি bybit এক্সেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করেছি কিন্তু ভেরিফাইড করতে পারতেছি না। আমি টানা তিন দিন যাবত চেষ্টা করে যাচ্ছি তবুও ভেরিফাই সফল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন ভেরিফাই হচ্ছে না? আমি সঠিক আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি? যদিও এখন পর্যন্ত আমি ভোটার হইনি আমার মায়ের আইডি কার্ড দিয়ে চেষ্টা করেছি। সঠিকভাবে আইডি কার্ডের ছবি প্রদর্শন করছি, ফেস এর ছবি সঠিকভাবেই দিয়েছি। তবুও জানিনা কেন ভেরিফাই হচ্ছে না? এ বিষয়ে যদি কেউ ধারণা দিতে পারতেন তাহলে উপকার হত। সত্যিই এই এক্সেঞ্জারে একাউন্ট ভেরিফাই করতে গিয়ে হাপিয়ে গিয়েছি। Cry
এটা আপনাকে কিভাবে ধারনা দিবো? এখানে কেউ তো জানবে না কেন আপনার একাউন্ট বেরিফাই হচ্ছে না। যখন আপনি আপনার তথ্য গুলো সাবমিট করবেন, তার পর যদি বেরিফাই হয় তাহলে বেরিফাই লেখা আসবে। যদি বেরিফাই ব্যর্থ হয় তাহলে কোন কারনে  বেরিফাই হলো সেটা সেখানে অবশ্যই দেখতে পাবেন। আপনি ভালোভাবে আবার ট্রাই করুন, দেখেন তার কি চায় সেভাবে তথ্য গুলো দিয়ে চেষ্টা করুন।
hero member
Activity: 840
Merit: 522
October 06, 2024, 01:26:40 AM
বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট


এই পোষ্ট বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট গুলো কালেক্ট করে রাখার জন্য ব্যাবহার করা হবে। এই পোষ্ট টি ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভের অংশ যা নিয়মিত আপডেট হবে।

Pages:
Jump to:
© 2020, Bitcointalksearch.org