১ম রাউন্ড শেষ করে দিতে হবে, যেহেতু আর একটি মাত্র উত্তর আছে। অবশ্যই ২টি করে উত্তর দিবেন। ১টি না দিয়ে, খেলার নিয়ম গিলো অনুগ্রহপূর্বক খেয়াল করবেন।
ধন্যবাদ
হুম এই রুলস আমি আগেই দেখেছি এবং আপনি আমাকে মেনশন করে পোস্ট করে ফেলেছেন সে জন্য নতুন করে পোস্ট করেছি। যাই হোক আপনার গেম এই পর্বে আমি শে করে দিচ্ছি দেখে নিন।
1. GELRDE
1. LEDGER (এটি আকটা জনপ্রিয় হার্ডওয়্যার ওয়ালেট)
2. NTYONPCRIE
2. ENCRYPTION ( এটা ইউজার ডেটা সুরক্ষার একটা বিশেষ প্রক্রিয়া। এটার মাধ্যমে হ্যাকারের হাত থেকে ইউজারের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ধরনে পাসওয়ার্ড, পার্সোনাল ডকুমেন্টস ইত্যাদি এগুলোকে সুরক্ষিত রাখা হয়)
3. GIMNIN
Ans ... MINING ( বিটকয়েন তৈরি করার একটি পদ্ধতি বা প্রক্রিয়া বলতে পারেন)
4. D_ _ EN_ R_ _
4. "D_ _ EN_ R_ _"="Decentral" বা "Decentralized" কেন্দ্রীয় নিয়ন্ত্রণের পরিবর্তে দায়িত্ব বা ক্ষমতা একাধিক স্থান বা ইউনিটের মধ্যে ভাগ করাকে বোঝায়।
5. _H_I_
Ans. CHAIN ( একটি ডাটাবেজ এর সাথে সুশৃঙ্খলভাবে একাধিক ডাটাবেজ আবদ্ধ থাকা)
6. S_ _R_
6.SCORE= এটা একটি পরিসংখ্যান বা পয়েন্ট বিভিন্ন ধরনের গননায় ব্যবহৃত হয়।
7. _O_M_ _SI_ _S
7: COMMISSIONS= এটা কোন একটা নির্দিষ্ট কাজ, পরিষেবা, বা বিক্রির জন্য প্রদত্ত অর্থকে বোঝায়। যেমন: কোন কিছু বিক্রির উপর নির্দিষ্ট শতাংশের কমিশন দেওয়া।
8. H_P_
8. H_P_= HYPE মানে ব্যাপকভাবে প্রচারিত হওয়াকে বোঝায়।
আশা করি আপনার প্রথম রাউন্ড গেমের সকল উত্তর পেয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা গেম রাউন্ড চালানোর জন্য।