Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 17. (Read 5964780 times)

member
Activity: 76
Merit: 44
November 02, 2024, 12:47:00 AM
আসসালামু আলাইকুম সবাইকে,

প্রায় দীর্ঘদিন পরে আবারো এই বাংলা থ্রেডে পোস্ট করছি। পারিবারিক এবং ব্যবসায়িক নানা ব্যস্ততার কারণে এখানে সময় দিতে পারিনি।

আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের এই বাংলা থ্রেডের  দুইজন সদস্য ডিটি নেটওয়ার্ককে যুক্ত হয়েছেন। হয়তো সম্প্রতি নতুন করে @ক্রিপ্ট লাইব্রেরী ডিটি নেটওয়ার্ককে যুক্ত হয়েছেন। তার জন্য তাকে এই বিটকয়েন ফোরাম থেকে বিশেষ করে আমাদের এই বাংলা লোকাল থ্রেড থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
member
Activity: 70
Merit: 31
November 01, 2024, 02:04:43 AM
ফোরামে যখন আমি কিছু বিষয়ে শিখছিলাম তখন আমার জন্য কিছু শব্দ বুঝতে খুবই কষ্ট হচ্ছিল, পরে আমি সেগুলোর বিষয়ে সন্ধান চালিয়ে তা বুঝতে সক্ষম হয়েছি। নতুনদের জন্য সেই শব্দ ও শব্দের অর্থ দেয়া হলো।

পোর্টফোলিও= বিভিন্ন ধরনের সম্পদের সমন্বয়কে পোর্টফোলিও বলে। উদাহরণস্বরূপ: বিটকয়েন,রিয়াল এস্টেট বা শেয়ার ইত্যাদি। 

স্ট্যাশ= স্ট্যাশ (Stash ) ইংরেজি শব্দ।  স্ট্যাশ বলতে কয়েকটি অর্থ বুঝায় কিন্তু এই ফোরামের ভাষায় স্ট্যাশ বলতে লুকানো সম্পদকে বুঝানো হয়।  আপনি যেসব সম্পদ প্রকাশ্যে আনতে চান না বা আপনার মূল্যবান গোপন সম্পদকে স্ট্যাশ বলে। 

ফিয়াট।= কোনো দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও অনুমদিত মুদ্রাকে ফিয়াট বলে।   যেমন: টাকা ,রুপি,ডলার ইত্যাদি। 

PoW = PoW এর পূর্ণরূপ হলো "Proof of Work"  ক্রিপ্টোকারেন্সির বা ডিজিটাল মুদ্রার লেনদেন নিশ্চিত করে এবং নতুন ব্লক তৈরী করে। এই পদ্ধতিতে একজন মাইনার তার কম্পিউটার দ্বারা ব্লকচেইনকে নিরাপদ রাখে এবং লেনদেন নিশ্চিত করে পুরস্কারস্বরূপ নতুন কয়েন পায়।  বিটকয়েন PoW ভিত্তিক একটি ডিজিটাল মুদ্রা। 

PoS =  এর পূর্ণরূপ হলো "Proof of Stake" যা "Proof of Work " এর বিকল্প পদ্ধতি।  এটি লেনদেন নিশ্চিত করতে একটু ভিন্ন পন্থা অবলম্বন করে।  এই পদ্ধতিতে খরচ একদমই কম। এই পদ্ধতিতেও মাইনারদের মতো স্টেকধারকরা পুরস্কার পান। বিভিন্ন শিটকয়েনে  proof of stake ব্যবহত হয়। 
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
October 31, 2024, 04:04:38 AM
Happy Bitcoin Whitepaper Day

আজকে এই দিনে ৩১ শে অক্টোবর ২০০৮ সালে বিটকয়েন হোয়াইট পেপার প্রকাশিত হয়েছিল। আজকে বিটকয়েন হোয়াইট পেপারের ১৬ তম বার্ষিকী। ২০০৮ সালে সাতোশি নামক ছদ্মনামধারী একজন ব্যক্তি তারা এই হোয়াইট পেপার প্রকাশিত হয়েছিল।

Source
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 31, 2024, 12:46:15 AM
কিছুই বুঝতেছিনা সবারই দেখি অসুখে জড়াজড়ি। আজকে দুইজনরে বল্লাম কি খবর! দুইজনই বলে অস্থির জ্বর সরর্দি, খাড়াইতেই নাকি পারেনা। আমি নিজেও আবার এদিকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি কিছুদিন যাবৎ। কিছু খাইতে পারিনা, পেট কামড় দিয়ে ধরে। এদিকে আমার আজ অব্দি গ্যাস্ট্রিক রিলেটেড কোনো সমস্যা হয় নাই, একেবারে হঠাৎই হলো এইবার।

সিজন চেন্জ হচ্ছে। গরম কমছে আর গ্রামে অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। এই সিজন পরিবর্তনের সময়ে অনেক বেশি মানুষ অসুস্থ হয়। ব্যাক্তিগত ভাবে সবাই যার যার ফ্যামিলিতে খেয়াল রাখতে পারেন। যেহেতু দিনের বেলায় শীতের আমেজ বুঝা যায় না, শুধু সন্ধ্যার দিক থেকে কুয়াশা শুরু হয়, তাই সন্ধ্যার পর খোলা বাইক রাইড না করাই ভালো আপাতত। তবে কপালে যদি অসুস্থতা থাকে, ঘরের ভেতরে বসেও অসুস্থ হওয়া লাগবে।

আমি এখনো প্রচুর পরিমানে অসুস্থ! ঠান্ডা সর্দি তো আছেই, সাথে ঘাড় ব্যাথা, শরীর ব্যাথা, অরুচি সহ নানান সমস্যা। প্রতিদিন ব্যাপক পরিমানে মেডিসিন নিচ্ছি। লো প্রেশারের কারনেও সমস্যা হচ্ছে। আপাতত মেডিসিনের ওপরেই আছি।

গতোকাল আমার রুম থেকে ৩ টা ফোন চুরি হয়ে গেছে। ফোনগুলার মধ্যে আমার খুবই গুরুত্বপুর্ন জিনিস রয়েছে। এই ফোনগুলার লোকেশন ট্র্যাকিং এর ব্যাপারে কেউ যদি কোনো প্রকার সহায়তা করতে পারেন কাইন্ডলি আমাকে একটু পার্সোনালি ইনবক্স এ নক দিবেন
যেহেতু ৩ টা ফোন, তাই থানায় গিয়ে জিডি করো আগে। তারপর পুলিশ সুপারকে গিয়ে চাপ দেও। সেই লেসবো মেয়ের মতো বের করে দিতে পারে। বক্স অথবা IMEI নাম্বার নিয়ে যাও সাথে করে।
jr. member
Activity: 45
Merit: 12
October 30, 2024, 12:13:58 PM

কিছুই বুঝতেছিনা সবারই দেখি অসুখে জড়াজড়ি। আজকে দুইজনরে বল্লাম কি খবর! দুইজনই বলে অস্থির জ্বর সরর্দি, খাড়াইতেই নাকি পারেনা। আমি নিজেও আবার এদিকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি কিছুদিন যাবৎ। কিছু খাইতে পারিনা, পেট কামড় দিয়ে ধরে। এদিকে আমার আজ অব্দি গ্যাস্ট্রিক রিলেটেড কোনো সমস্যা হয় নাই, একেবারে হঠাৎই হলো এইবার।

ভাই ওষুধের অনেক দাম। আমার এক ফ্যামিলি মেম্বারের এক অসুখ, তো তাকে পার্মানেন্ট কিছু ওষুধ দিয়ে দিসে ডাক্তার। যতদিন বেচে আছে ওষুধ খেতে হবে। নয়তো শেষ। ওষুধের দাম শুনলে চিক্কুর দিতে মন চায়। ৩০ টাকা ৪০ টাকা ৫০ টাকা অবদি পার পিস।

দূরে যাওয়ার প্রসঙ্গ যখন আসলো, রয়েল এনফিল্ড কিনছেন নাকি? যে হাইপ উঠছে বর্তমানে, এক দিনে সব স্টক আউট। আমি নিজে পার্সোনালি বাইক রিলেটেড কোনো পেইজ ফলো করিনা, বাট রয়েল এনফিল্ড আসার পর সারাদিন খালি বাইক রিলেটেড জিনিস সো করে ফেসবুকে। মানে মনে হবে বাকি সব কম্পিটিটর গনহারে বুষ্টিং মারতেছে পেইজ। দিনে একবার হইলেও FZ-X এর এড সো করবে।




ভাই আমি গরীব মানুষ রয়্যাল এনফিল্ড কিনবো কিভাবে? Learn Bitcoin বড়োলোক, দামি বাইক চালায়। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে যান। আমি নিজেও হার্ট এর রুগী। বাবা মা ও অসুস্থ। আমার বাবা মায়ের জন্য দোয়া রাইখেন যেনো আল্লাহ সুস্থ করে দেন। আমি অধম মইরা গেলেও কষ্ট নাই। দিনে ৭২ টা ট্যাবলেট ও খাইছি ভাই। এতো বাজে সময় ও পার করছি। আল্লাহর দরকবারে শুকরিয়া আল্লাহ অনেক ভালো রাখছেন সবকিছুর পরেও।
আলহামদুলিল্লাহ
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 30, 2024, 12:02:08 PM
গতোকাল থেকে আমি অসুস্থ। কিছুই খাইতে পারিনা শুধু বমি হচ্ছে। শরীল এতো দুর্বল হইছে এখন উঠতেই পারতেছিনা। শরীলে ভেতরে ভয়ানক রকমের যন্ত্রনা। আমি খুব শীগ্রয়ই আসতেছি, তোমারে সাথে নিয়ে অনেক দূরের পথ যেতে হবে। 😁
আমি অলরেডি কালকে ডাক্তার দেখিয়েছি। হাজার খানেক টাকার মেডিসিন দিয়ে আর কিছু পরামর্শ দিয়ে দিলো। আপাতত আমার ফুড পয়জনিং নাই, জর, কাশি, আর প্রেশার লো! ডাক্তারের সাথে আলাপ করে যা বুঝলাম, এটা সিজনাল ভাইরাল ব্যাধিতে পরিনত হয়েছে। যেহেতু গরম গিয়ে শীত চলে আসতেছে, এই মুহূর্তে এটা ভাইরাল। ডাক্তারের চেম্বারে রোগীর চাপ সেটার সাক্ষ দিচ্ছিলো। যেহেতু সারা দেশ ব্যাপী এটা হচ্ছে, আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার আক্রান্ত হতে পারেন।

কিছুই বুঝতেছিনা সবারই দেখি অসুখে জড়াজড়ি। আজকে দুইজনরে বল্লাম কি খবর! দুইজনই বলে অস্থির জ্বর সরর্দি, খাড়াইতেই নাকি পারেনা। আমি নিজেও আবার এদিকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি কিছুদিন যাবৎ। কিছু খাইতে পারিনা, পেট কামড় দিয়ে ধরে। এদিকে আমার আজ অব্দি গ্যাস্ট্রিক রিলেটেড কোনো সমস্যা হয় নাই, একেবারে হঠাৎই হলো এইবার।

ভাই ওষুধের অনেক দাম। আমার এক ফ্যামিলি মেম্বারের এক অসুখ, তো তাকে পার্মানেন্ট কিছু ওষুধ দিয়ে দিসে ডাক্তার। যতদিন বেচে আছে ওষুধ খেতে হবে। নয়তো শেষ। ওষুধের দাম শুনলে চিক্কুর দিতে মন চায়। ৩০ টাকা ৪০ টাকা ৫০ টাকা অবদি পার পিস।

দূরে যাওয়ার প্রসঙ্গ যখন আসলো, রয়েল এনফিল্ড কিনছেন নাকি? যে হাইপ উঠছে বর্তমানে, এক দিনে সব স্টক আউট। আমি নিজে পার্সোনালি বাইক রিলেটেড কোনো পেইজ ফলো করিনা, বাট রয়েল এনফিল্ড আসার পর সারাদিন খালি বাইক রিলেটেড জিনিস সো করে ফেসবুকে। মানে মনে হবে বাকি সব কম্পিটিটর গনহারে বুষ্টিং মারতেছে পেইজ। দিনে একবার হইলেও FZ-X এর এড সো করবে।



গতোকাল আমার রুম থেকে ৩ টা ফোন চুরি হয়ে গেছে। ফোনগুলার মধ্যে আমার খুবই গুরুত্বপুর্ন জিনিস রয়েছে। এই ফোনগুলার লোকেশন ট্র্যাকিং এর ব্যাপারে কেউ যদি কোনো প্রকার সহায়তা করতে পারেন কাইন্ডলি আমাকে একটু পার্সোনালি ইনবক্স এ নক দিবেন
মনে হয়না পসিবল। আপাতত জিডি করেন। আর প্রশাসনের পরিচিত লোক থাকলে বেটার হয়। IMEI ট্রাক করে বের করতে পারে ওরা।
jr. member
Activity: 45
Merit: 12
October 30, 2024, 11:52:31 AM
অফ টপিক
গতোকাল আমার রুম থেকে ৩ টা ফোন চুরি হয়ে গেছে। ফোনগুলার মধ্যে আমার খুবই গুরুত্বপুর্ন জিনিস রয়েছে। এই ফোনগুলার লোকেশন ট্র্যাকিং এর ব্যাপারে কেউ যদি কোনো প্রকার সহায়তা করতে পারেন কাইন্ডলি আমাকে একটু পার্সোনালি ইনবক্স এ নক দিবেন
full member
Activity: 238
Merit: 177
October 28, 2024, 09:37:22 AM
আমি আসলে ভাবতেই পারছি না একটা গ্রুপ কি করে এতো গুলো একাউন্ট অপারেট করতে পারে? আমার তো মনে হচ্ছে এগুলো কোনো ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের কাজ। যেখানে তারা টাকার বিনিময়ে ছাত্রদেরকে বিটকয়েনটক থেকে ইনকাম করা শিখায় এবং তারা যতো গুলো ক্যাম্পেইন আসে, সেখানে দল বেধে জয়েন করে। আমাদের দেশে এমন অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে তারা ইন্টারনেট থেকে ইনকাম করা শেখানোর কথা বলে তাদেরকে নানান ক্যাপচা টাইপিং, পিটিসি টাইপের ওয়েব সাইটে কাজে লাগিয়ে দেয়। আমি অবাক হবো না যদি একাউন্ট গুলো এরকম কোনো সংস্থার হয়ে থাকে। যেখানে তারা বড় একটা গ্রুপ মিলে এসব একাউন্ট অপারেট করে। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি কোনো একজন মানুষ বা দুইজন মানুষের পক্ষে এতোগুলো একাউন্ট অপারেট করা সম্ভব না।
ভাই ট্রেনিং সেন্টারে যদি এগুলা করানো হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয় এগুলা এত সম্ভব না কারণ ২০১২ সালেরও এক একাউন্ট দেখলাম জেগে উঠেছে এরা এগুলো দিয়ে কি করবে এদের আসলে লক্ষ্য কি এটা আসলে বোঝা খুবই কঠিন। দেখা যাচ্ছে যে মোটামুটি রেংকিং এ এগিয়ে আছে এরকম অ্যাকাউন্ট দিয়ে যে তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করার চেষ্টা করবে এটা ঠিক আছে কিন্তু একদম ফ্রেশ অ্যাকাউন্ট নতুন এগুলা জেগে ওঠার কারণ আসলে আমার বোধগম্যতে আসতেছে না এটা কি করতে চাচ্ছে এদের লক্ষ্য কি?
যাই হোক ভাই আপনার এই পোস্টে আমি অলরেডি রেপুটেসেন বোর্ডে দেখে এসেছি পোস্টটা সুন্দর হয়েছে তবে ভাই আপনার চার্ট এর কালার দুইটার মধ্যে অনেকটাই মিল হয়ে গিয়েছে সব সময় কালার গুলোর মধ্যে ভিন্নতা রাখার চেষ্টা করবেন কারণ আমাদের পার্থক্য বুঝতে অসুবিধা হচ্ছে। Woke Up এর জন্য হলুদ দিলেন অথবা Password RESET Via Email এর জন্য আকাশী নীল বা অন্য কিছু দিলেন।
জি ভাই আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আসলে আমি গ্রাফটা তৈরি করে ফেলেছিলাম তো সেজন্য আর এটা চেঞ্জ করা হয়নি নেক্সট টাইম যদি আবার এই গ্ৰাফ নিয়ে কাজ করি তাহলে আপনার এই কথাটা মাথায় রাখবো।
Quote
জেগে উঠা একাউন্টগুলো নিয়ে আমার মন্তব্য:
১: জেগে উঠা একাউন্টগুলো খামার থেকে এসেছে।
সত্যি কথা বলতে ভাই এই খামার শব্দটা দেখে আমি অনেকক্ষণ হাঁসলাম। এইখানে র বাংলা ব্যবহার না করে ফার্মার ব্যবহার করতে পারেন কারণ আমরা অনেক ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করি না কারণ এর বাংলা এর চাইতে ইংরেজি ভালো শোনা যায় বা তার বাংলা শব্দই নেই।
আসলে বাংলায় লিখেছিলাম তো সেজন্যে আর কি রকম হয়েছে তবে আপনি ঠিকই কইছেন কিছু কিছু ইংরেজি আমরা বাংলার সাথে প্রচলিত হয়ে গেছে সেজন্য সেটাই ভালো শোনা যায় কিছু কিছু বাংলা আমাদের কাছে এখন ভালো শোনা যায় না।
Z_MBFM কি মার্কেট সম্পর্কে যদিও কিছু বুঝতাম এবং Mahiyammahi আপু এটা নিয়ে একটু এক্সপ্লেন করেছিল সেখান থেকেই কিছু আইডিয়া পেয়েছিলাম। যাইহোক ভাই আপনাকে ধন্যবাদ পুরোপুরি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার জন্য এটা অনেকের জন্য হেল্প হবে প্রি-মার্কেট সম্পর্কে বুঝার জন্য।
Ricardo11 এবং Shishir99 ভাই আপনাদের দুইজনকেই অভিনন্দন আপনারা রেংক আপ করেছে খুব সুন্দর ভাবে এবং খুব তাড়াতাড়ি রেয়াঙ্কাপ করে ফেলছেন। Shishir99 ভাই কিছুদিন ফোরাম থেকে দূরে ছিলেন অফলাইনে ছিলেন এতটা পোস্ট করতে পারেননি হয়তো তার ব্যক্তিগত সমস্যার কারণে। কিন্তু ভাই হঠাৎ করে এসে অল্প কয়েকদিনের মধ্যেই র‍্যাঙ্ক অফ করে ফেললেন ভাই। যাইহোক আপনার লোকালের সবগুলো পোস্ট এবং সবগুলো পেজ এক্সপ্লোর করে সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোস্ট বানিয়ে অনেক বেশি এগিয়ে গেছেন ভাই। আপনাদের জন্য দোয়া রাখি আপনারা সামনে আরো ভালো কিছু করবেন।
হুট করেই আসলে কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ হয়ে গেছি।
Learn Bitcoin ভাই আপনার এখন কি অবস্থা সুস্থ হয়েছেন? আসলে ভাই যে খাবারটা আমাদের খাওয়ার পরে বা খাওয়ার সময় তৃপ্তি আসে না সেই খাবারটা না খাওয়াই ভালো দেখা যায় জোর করে খেলেও পরবর্তীতে সমস্যা হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 28, 2024, 02:05:39 AM
তুমি ভাই আমার খাবারে নজর লাগাইয়া দিছো। 🥲 গতোকাল থেকে আমি অসুস্থ। কিছুই খাইতে পারিনা শুধু বমি হচ্ছে। শরীল এতো দুর্বল হইছে এখন উঠতেই পারতেছিনা। শরীলে ভেতরে ভয়ানক রকমের যন্ত্রনা। সারাদিন ডাক্তারের কাছে ছিলাম আজকে। যাই হোক তুমি জানো আমার এলাকার সব রেজিষ্টার্ড ডাক্তার আমার ক্লোজ মানুষ আগে আমাকে বললা না কেনো? আজ রাত ১১ টা পর্যন্ত এক ডাক্তার এর সাথে আড্ডা দিলাম। আগে জানাইলে তো উনার সাথে তোমারে কথা বলিয়ে একটা প্রেসক্রিপশন নিতাম। যাই হোক দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠো। আমি খুব শীগ্রয়ই আসতেছি, তোমারে সাথে নিয়ে অনেক দূরের পথ যেতে হবে। 😁

নিজের রান্না করা খাবারের ছবি তুলে এভাবে সবাইকে দিয়ে বেড়ালে তো পেট খারাপ হবেই। আবার বলতেছো নিজের রান্না করার খাবারের মজাই আলাদা। তাইলে তোমার পেট খারাপ হইলো কেন? মাদ্রিসিস্তা? ছাদ বন্ধ করে মাইর দিতে গিয়ে, উলটা মাইর খেয়ে বসে আছো। ইশশ, কতো ইচ্ছা ছিলো ছাদ বন্ধ করে মাইর দিয়ে পার্টি হবে। এখন দলের হারের সাথে সাথে রুগী হয়ে গেলা। যাই হোক, আমি যে অসুস্থ সেটা তো ফোনেই সেদিন বললাম। তুমি পল্লী বিদ্যুতের সেই ভাইকে যে জুস খাওয়াতে চাইলা। আর তুমি যেহেতু নিজেই অসুস্থ, নিজের দিকে আগে খেয়াল রাখো।

আমি অলরেডি কালকে ডাক্তার দেখিয়েছি। হাজার খানেক টাকার মেডিসিন দিয়ে আর কিছু পরামর্শ দিয়ে দিলো। আপাতত আমার ফুড পয়জনিং নাই, জর, কাশি, আর প্রেশার লো! ডাক্তারের সাথে আলাপ করে যা বুঝলাম, এটা সিজনাল ভাইরাল ব্যাধিতে পরিনত হয়েছে। যেহেতু গরম গিয়ে শীত চলে আসতেছে, এই মুহূর্তে এটা ভাইরাল। ডাক্তারের চেম্বারে রোগীর চাপ সেটার সাক্ষ দিচ্ছিলো।

সবাইকে ধন্যবাদ যারা পরামর্শ দিয়েছেন। আর সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যেহেতু সারা দেশ ব্যাপী এটা হচ্ছে, আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার আক্রান্ত হতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 27, 2024, 02:30:17 PM
jr. member
Activity: 45
Merit: 12
October 27, 2024, 12:55:59 PM
অফ টপিক!

হুট করেই আসলে কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ হয়ে গেছি। বাড়িতে মেহমান আসার পর বিরিয়ানী রান্না হয়েছিল। কিন্তু খাওয়ার সময় আমার কাছে যেন কেমন লেগেছিল, তবু এক প্রকার জোর করেই খেয়েছিলাম। এখান থেকেই মূলত ফুড পয়জনিং শুরু হয়। বমি আর ঘনঘন ওয়াশরুম এ আসা যাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। যদিও ফুড পয়জনিং ভালো হয়ে গেছে, কিন্তু আমার শরীর প্রচুর পরিমানে দুর্বল হয়ে গেছে। শরীরের জ্বর আর প্রতিটা হাড় ব্যথা মনে হচ্ছে। এক ঘন্টা ভালো থাকি তো তিন-চার ঘন্টা খারাপ থাকি। ৩০ মিনিট বাইরে হাঁটার পর মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। দ্রুত দুর্বলতা কাটানোর জন্য কি খাওয়া যায়? পরামর্শ দিবেন! গ্রামে আসলে ভালো ডাক্তার নাই। ফার্মাসিষ্টরা যে ওষুধ সাজেস্ট করে সেগুলোই খেয়ে আছি।
তুমি ভাই আমার খাবারে নজর লাগাইয়া দিছো। 🥲 গতোকাল থেকে আমি অসুস্থ। কিছুই খাইতে পারিনা শুধু বমি হচ্ছে। শরীল এতো দুর্বল হইছে এখন উঠতেই পারতেছিনা। শরীলে ভেতরে ভয়ানক রকমের যন্ত্রনা। সারাদিন ডাক্তারের কাছে ছিলাম আজকে। যাই হোক তুমি জানো আমার এলাকার সব রেজিষ্টার্ড ডাক্তার আমার ক্লোজ মানুষ আগে আমাকে বললা না কেনো? আজ রাত ১১ টা পর্যন্ত এক ডাক্তার এর সাথে আড্ডা দিলাম। আগে জানাইলে তো উনার সাথে তোমারে কথা বলিয়ে একটা প্রেসক্রিপশন নিতাম। যাই হোক দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠো। আমি খুব শীগ্রয়ই আসতেছি, তোমারে সাথে নিয়ে অনেক দূরের পথ যেতে হবে। 😁
jr. member
Activity: 4
Merit: 0
October 27, 2024, 12:07:34 PM
অফ টপিক!

হুট করেই আসলে কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ হয়ে গেছি। বাড়িতে মেহমান আসার পর বিরিয়ানী রান্না হয়েছিল। কিন্তু খাওয়ার সময় আমার কাছে যেন কেমন লেগেছিল, তবু এক প্রকার জোর করেই খেয়েছিলাম। এখান থেকেই মূলত ফুড পয়জনিং শুরু হয়। বমি আর ঘনঘন ওয়াশরুম এ আসা যাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। যদিও ফুড পয়জনিং ভালো হয়ে গেছে, কিন্তু আমার শরীর প্রচুর পরিমানে দুর্বল হয়ে গেছে। শরীরের জ্বর আর প্রতিটা হাড় ব্যথা মনে হচ্ছে। এক ঘন্টা ভালো থাকি তো তিন-চার ঘন্টা খারাপ থাকি। ৩০ মিনিট বাইরে হাঁটার পর মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। দ্রুত দুর্বলতা কাটানোর জন্য কি খাওয়া যায়? পরামর্শ দিবেন! গ্রামে আসলে ভালো ডাক্তার নাই। ফার্মাসিষ্টরা যে ওষুধ সাজেস্ট করে সেগুলোই খেয়ে আছি।

@Learn Bitcoin ভাই , আল্লাহ যেন দ্রুতই আপনাকে সুস্থতা দান করেন। আসা করি এখন আগের থাকে একটু ভালো অনুভব করছেন। আসলে কিছুদিন আগে আমার এক রিলেটিভ এরও ফুড পয়জনিং হয়। তো পরবর্তীতে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় , ডাক্তার কিছু খাবার এর কথা বলে। প্রথমেই বলে কোনো প্রকার মসলাযুক্ত খাবার খাবেন না।  বাসায় ও ঝাল বা যে কোনো ধরণের মসলা দেয়া খাবার খেতে নিষেধ করেছে। শুধু জাও ভাত খেতে বলেছিলো (গ্রামের ভাষায় জাও ভাত বলে। শুধু চাল দিয়ে যা রান্না করা হয় ) এ ছাড়া ডালের উপরের পানি ও খুবই অল্প তেলে ও মসলা বিহীন মাছ বা মাংস রান্না করে খেতে বলেছিলো। (ডালের নিচের যে ছাকা খাবেন না )

আর আপনি যতবারই পেটেরনিম্ন-চাপে যাবেন , ততো বার আপনাকে 0.৫ লিটার পানি তে ওরস্যালাইন-এন গুলিয়ে খেতে বলেছিলেন। ফুড পয়জনিং এর একমাত্র ঔষুধই নাকি যায় ওরস্যালাইন-এন। একবারে খেতে না পারলে আপনি সময় নিয়ে খাবেন , কিন্তু ৩০ মিনিট এর বেশি সময় ধরে গুলি রাখা ওরস্যালাইন-এন খাবেন না। এতে আপনার সমস্যা বাড়তে পারে।  আমার জানা মতে, এতটুকুই আপনাকে সুস্থ হতে সাহায্য করবে, ইনশাআল্লাহ। আর অব্যশই অভিজ্ঞ ডাক্তার থেকে পরামর্শ নিবেন। 
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
October 27, 2024, 10:34:41 AM
অফ টপিক!
দ্রুত দুর্বলতা কাটানোর জন্য কি খাওয়া যায়? পরামর্শ দিবেন! গ্রামে আসলে ভালো ডাক্তার নাই। ফার্মাসিষ্টরা যে ওষুধ সাজেস্ট করে সেগুলোই খেয়ে আছি।
ভাই প্রথমে আপনার সুস্থতা কামনা করি। আল্লাহ যেন দ্রুতই আপনার শরীর আগের মতো সুস্থ করে দেন। আসলে ভাই কোন খাবার যদি দেখে ভালো মনে না হলে জোর করে খেলেই অসুবিধায় পড়তে হয়। আপনার মলত ফুড পয়জনিং এর কারনে শরীর দুর্বল হয়ে গেছে। তাই এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরে রক্তের শিরায় একটা স্যালাইন নিতে পারেন। এছাড়া খাবারের মধ্যে, কলা, ডাব ও বিভিন্ন ফলমূল ও শাকসবজি খেতে পারেন। যদি দেখেন ঠিক হচ্ছে না তাহলে আপনি ভালো একজন ডাক্তার দেখাবেন। যেহেতু, ফুড পয়জনিং ভালো হয়ে গেছে তাই রক্তের শিরায় স্যালাইন নিলে সবচেয়ে ভালো হবে, এছাড়া উপরে যেগুলোর কথা বললাম সেগুলো খেলেও ইনশাআল্লাহ শরীরের দুর্বলতা কেটে যাবে।

Shishir99 ভাই ও Ricardo11 ভাইকে অভিনন্দন নতুন র‍্যাংক অর্জন করার জন্য। আপনাদের জন্য শুভকামনা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 27, 2024, 04:44:08 AM
অফ টপিক!

হুট করেই আসলে কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ হয়ে গেছি। বাড়িতে মেহমান আসার পর বিরিয়ানী রান্না হয়েছিল। কিন্তু খাওয়ার সময় আমার কাছে যেন কেমন লেগেছিল, তবু এক প্রকার জোর করেই খেয়েছিলাম। এখান থেকেই মূলত ফুড পয়জনিং শুরু হয়। বমি আর ঘনঘন ওয়াশরুম এ আসা যাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। যদিও ফুড পয়জনিং ভালো হয়ে গেছে, কিন্তু আমার শরীর প্রচুর পরিমানে দুর্বল হয়ে গেছে। শরীরের জ্বর আর প্রতিটা হাড় ব্যথা মনে হচ্ছে। এক ঘন্টা ভালো থাকি তো তিন-চার ঘন্টা খারাপ থাকি। ৩০ মিনিট বাইরে হাঁটার পর মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। দ্রুত দুর্বলতা কাটানোর জন্য কি খাওয়া যায়? পরামর্শ দিবেন! গ্রামে আসলে ভালো ডাক্তার নাই। ফার্মাসিষ্টরা যে ওষুধ সাজেস্ট করে সেগুলোই খেয়ে আছি।
hero member
Activity: 868
Merit: 530
October 26, 2024, 07:32:44 AM
হিরো হইয়া গেলেন মিয়া, আমিও আইতেছি খাড়ান। ভাবছিলাম একলগে হমু বাট আন্নের "লিংক" পোস্টের কারণে এক ধাক্কায় উইড়া গেছেন। সমস্যা নাই, আমি পেছনে আছি, আইয়া পড়মু নি। কংগ্রাচুলেশনস আই গেস।

আপনি আসেন ভাই। আমি সাধারণত ফোরামে তেমন কিছু কন্ট্রিবিউট করতে পারি না। তবে আমার মনে হয় ১৫ দিনের পরিশ্রমের ফল আমি আসলে পেয়েছি। প্রতিদিন ২-৩ ঘন্টা করে স্ক্রল করে করে ৫৬০+ পেইজ পড়া আসলেই কষ্টসাধ্য একটা কাজ। আর এটা রিপোর্ট করার পর ধাপ করেই ৭০+ মেরিট পেয়ে গেছি যেটা আসলে আমাকে বুস্ট আপ করেছে। যদিও বেশিরভাগ মেরিট পেয়েছি গ্লোবাল বোর্ড থেকে, কিন্তু লোকাল মেম্বারদের হেল্প অস্বীকার করার মতো না। যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। একটা জিনিস দেখে ভালো লাগছে যে এখন আর ব্যানার বানিয়ে বানিয়ে মেরিট এর জন্য কংগ্রাচুলেশন জানানো হয় না। যেটা দেখতে কেমন লাগে। তবে আমাদের লোকাল থ্রেড এর এক্টিভিটি কমে গেছে বলে আমার মনে হচ্ছে। সবাইকে একটিভ হওয়ার অনুরোধ করবো।
member
Activity: 70
Merit: 31
October 26, 2024, 06:51:40 AM
edited out
এটি সত্যিই বাংলা কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং খুশির খবর। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই Shishir99 ভাই এবং Ricardo11 ভাইকে ফোরামে তাদের রাঙ্ক আপ এর জন্য।  একই দিনে একই কমিউনিটির ২ জনের পদোন্নতি সত্যিই কমিউনিটির জন্য একটি বিশেষ দিন।  আমি আশা করবো Shishir99 ভাই ও  Ricardo11 ভাই ফোরাম ও  আমাদের কমিনিটির জন্য ভালো কিছু করবে এবং ফোরাম ও কমিনিটির উন্নতিতে অবদান রাখবে।  আপনাদের দুইজনের জন্যই শুভকামনা এবং ভবিষ্যৎ উন্নতির জন্য দোয়া করছি। 
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 26, 2024, 12:21:00 AM
এখন আমার কথা হচ্ছে যেখানে বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ সেখানে কিভাবে Binance এটি সেখানে লিস্ট করতে পারে ? Binance কোন স্কাম বা কোন ছোট এক্সচেঞ্জ প্লাটফর্ম নয়। এটি পুরো বিশ্বের টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্লাটফর্ম। তারা কখনোই একটি দেশের অথরিটির বৈধ পারমিশন ছাড়া তাদের এক্সচেঞ্জে সেই দেশের কারেন্সি কে তালিকাভুক্ত করবে না। আসলে কিভাবে সেখানে BDT লিস্টিং করল তারা? তার মানে কি বাংলাদেশে ক্রিপ্টো বৈধতা পেতে যাচ্ছে নাকি হিডেনভাবে এটি লিস্টিং করানো হয়েছে টাকা পাচারের মতো কার্যকলাপ সংঘটিত করার জন্য ! আপনি এই বিষয়ে কি বলবেন আপনি কি চিন্তা করছেন ? এটি একটি চিন্তার বিষয় নয়?

বাংলাদেশে সরকারি ভাবে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, সরকার কিন্তু বাইনান্স সহ অন্য কোনো ক্রিপ্টো এক্সচেন্জ ব্যান করেনি। তার মানে দাড়াচ্ছে, এসব ব্যাপারে তারা এতো সিরিয়াস না। সিরিয়াস থাকলে তারা বাইনান্স কে অবৈধ ঘোষনা করে ব্যান করে দিতে পারতো। শুধু বাইনান্স না, সকল ক্রিপ্টো এক্সচেন্জ তারা বাংলাদেশ থেকে ব্যান করে রাখতে পারতো। সরকার ইচ্ছা করলে বাইনান্সের নামে মামলা করে দিতে পারে। যে ক্রিপ্টো কারেন্সি বাংলাদেশে অবৈধ হওয়ার পরেও তারা কেনো বাংলাদেশে তাদের বিজনেস অপারেট করছে। কিন্তু আইনি ভাবে এটা অবৈধ হলেও, পলকের সব সময় ক্রিপ্টো কারেন্সির প্রতি একটা সফট কর্ণার ছিলো। যে কারনে তারা এগুলো ব্যান করেনি।

এখন বাইনান্স দেখছে যেহেতু বাংলাদেশের সরকার গত ৮-১০ বছরে কোনো ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা করেনি বা অন্য কোনো লিগ্যাল একশনে যায়নি, তারা তাদের মন ইচ্ছ মতো অপারেট করছে বাংলাদেশে। খেয়াল করে দেখবেন, বাইনান্সের ডজন খানেক ভার্ষন অনলাইনে আছে, টার্কি, ইউকে সহ অন্যান্য দেশের জন্য আলাদা ভার্ষন। কারন সেই দেশের আইন অনুযায়ী এগুলো কাষ্টমাইজ করা হয়েছে। একই ভাবে, বাংলাদেশের সরকার একশন নিলে তারাও আলাদা ভার্ষন বানাবে, নয়তো সকল নিয়ম মেনে নিবে। কিন্তু যেহেতু দেশে ক্রিপ্টো অবৈধ, সরকার তাদেরকে লাইসেন্স ও দিতে পারছে না, আবার ব্যান ও করছে না।
sr. member
Activity: 616
Merit: 322
October 25, 2024, 02:59:03 PM


আজকে আমি একটি বিষয় লক্ষ্য করলাম সেটি হচ্ছে আপনি যদি Binance এর ফান্ডিং অপশনে যান এবং সেখানে ফান্ডিং এসেটের সার্চ অপশনে BDT লিখে সার্চ করেন সেখানে আপনি বাংলাদেশী টাকার অপশন পাবেন। আপনি যদি এর ব্যাখ্যা দিতে চান যে p2p তে BDT তে ডলার কেনাবেচা করা যায় এ কারণে ফান্ডিং এ সেটি দেখাচ্ছে করছে। তাহলে এটি আপনার ভুল চিনতা। কারণ ইন্ডিয়ান রুপি p2p তে রয়েছে কিন্তু ফান্ডিং অ্যাসেট এর জায়গায় আপনি INR লিখে সার্চ করেন তাহলে আপনি খুঁজে পাবেন না। ফান্ডিং অপশনে এটি অ্যাড করা মানে আপনি বাংলাদেশের ব্যাংক কার্ড দিয়ে Binance থেকে সরাসরি ডলার কিনতে পারবেন।

এখন আমার কথা হচ্ছে যেখানে বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ সেখানে কিভাবে Binance এটি সেখানে লিস্ট করতে পারে ? Binance কোন স্কাম বা কোন ছোট এক্সচেঞ্জ প্লাটফর্ম নয়। এটি পুরো বিশ্বের টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্লাটফর্ম। তারা কখনোই একটি দেশের অথরিটির বৈধ পারমিশন ছাড়া তাদের এক্সচেঞ্জে সেই দেশের কারেন্সি কে তালিকাভুক্ত করবে না। আসলে কিভাবে সেখানে BDT লিস্টিং করল তারা? তার মানে কি বাংলাদেশে ক্রিপ্টো বৈধতা পেতে যাচ্ছে নাকি হিডেনভাবে এটি লিস্টিং করানো হয়েছে টাকা পাচারের মতো কার্যকলাপ সংঘটিত করার জন্য ! আপনি এই বিষয়ে কি বলবেন আপনি কি চিন্তা করছেন ? এটি একটি চিন্তার বিষয় নয়?
jr. member
Activity: 33
Merit: 8
October 25, 2024, 09:07:01 AM
কোট
গতকাল দিনটি আমাদের জন্য বিশেষ ছিল, কারণ আমাদের প্রিয় দুই ভাই Ricardo11 এবং Shishir99 ভাই একই দিনে র‍্যাঙ্কআপ করেছেন! 🎉 এই অর্জনের জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি  আপনাদের কঠোর পরিশ্রম, ধৈর্য্য এবং অব্যাহত অবদানের স্বীকৃতি। ফোরামের উন্নতির জন্য আপনাদের অবদান এবং সচেতনতা সত্যিই প্রশংসনীয়। আমি নিশ্চিত, Shishir99 ভাই আগামীতে আরও ভালোভাবে অবদান রাখবে এবং আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে। আপনাদের এই অর্জন আমাদের বাংলা বোর্ডের গর্ব বৃদ্ধি করেছে। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল. আশা করি, ভবিষ্যতে আমরা সবাই মিলে একসাথে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারব।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 25, 2024, 07:37:26 AM
কোট

হিরো হইয়া গেলেন মিয়া, আমিও আইতেছি খাড়ান। ভাবছিলাম একলগে হমু বাট আন্নের "লিংক" পোস্টের কারণে এক ধাক্কায় উইড়া গেছেন। সমস্যা নাই, আমি পেছনে আছি, আইয়া পড়মু নি। কংগ্রাচুলেশনস আই গেস।



LB, তোমার ১কে এর ট্রিট বাকি কিন্তু!  Smiley
Pages:
Jump to: