Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 17. (Read 3886356 times)

newbie
Activity: 64
Merit: 0
March 26, 2024, 12:45:01 PM
সিনিয়রদের কাছে জানতে চাই গেম বিলিং সাইটে পোস্ট করে মেরিট আর্ন করা সম্ভব...?
member
Activity: 83
Merit: 57
March 26, 2024, 10:50:37 AM
If you don't want to get banned for plagiarism, be so kind as to provide a link to the source.
আপনি যদি চুরির জন্য নিষিদ্ধ হতে না চান, তাহলে উৎসের একটি লিঙ্ক প্রদান করার জন্য সদয় হন।
সরি লিংক এড করতে মনে ছিলো না আমার। আমি লিংক এড করে দিচ্ছি এখনি। ধন্যবাদ আপনাকে বিষয়টা অবগত করার জন্য।

Sorry I forgot to edit the link. am adding the link now. Thank you for letting us know.
staff
Activity: 2436
Merit: 2347
March 26, 2024, 10:06:42 AM
member
Activity: 83
Merit: 57
March 26, 2024, 07:58:31 AM
২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
হ্যাঁ, আজকে মহান স্বাধীনতা দিবস। আজকে এই দিনে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি আজকে থেকে নয় মাস যুদ্ধ করার পর ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আজকে এই বাংলাদেশ। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন তারা কখনো মরবে না, বাংলাদেশ যতদিন মানচিত্রে থাকবে ততদিন তাদের কথা স্মরণ করা হবে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস (বাংলা: স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস) বাংলাদেশে জাতীয় ছুটির দিন হিসেবে ২৬ মার্চ পালিত হয়। এটি 26 শে মার্চ, 1971 সালের প্রথম দিকে পাকিস্তান থেকে দেশটির স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করে। বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬শে মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম. এ. হান্নান চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন মেজর জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।
বিস্তারিত জানতে ভিজিটি করুন এই লিংকে: ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বাঙ্গালী জাতির জীবনে এক গৌরবময় দিন।

অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি, আমরা বুক ভরা আশা নিয়ে গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন দেশে বসবাস করি
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
March 26, 2024, 02:57:14 AM

২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
হ্যাঁ, আজকে মহান স্বাধীনতা দিবস। আজকে এই দিনে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি আজকে থেকে নয় মাস যুদ্ধ করার পর ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আজকে এই বাংলাদেশ। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন তারা কখনো মরবে না, বাংলাদেশ যতদিন মানচিত্রে থাকবে ততদিন তাদের কথা স্মরণ করা হবে। আজকে এই বিটকয়েনটক ফোরামে বাংলা নামক থ্রেড পেয়েছি কাদের জন্য? যারা এই বাংলার জন্য জীবন দিয়েছেন শুধু তাদের জন্যই। যারা এই বাংলার জন্য জীবন দিয়েছিল তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
jr. member
Activity: 56
Merit: 8
HODL Bitcoin
March 25, 2024, 09:57:36 PM

২৬ শে মার্চ বাঙালি জাতির একটি বিশেষ দিন, আজকে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে এই বাংলাদেশ পৃথিবীর বুকে মানচিত্রে লেখা হয়েছে, তাদের সকল শহীদ ও গাজী ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
March 24, 2024, 11:10:56 PM
@paid2 আবারো Custom eXch Cryptosteel Capsule রাউন্ড 4 ফ্রি রাফেল নিয়ে এসেছেন। ৫০০ মেরিট বা তার চেয়ে বেশি সংখ্যক সদস্যরা দুটি করে স্লট নিতে পারবেন। অনেকেই দুটি স্লট নেওয়ার কারণে, স্লট খুবই সীমিত রয়েছে। তাই যারা এই ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা তাড়াতাড়ি আবেদন করতে পারেন।
র‍্যাফেল উৎস : https://bitcointalksearch.org/topic/m.63850741


গতকালকে আমি @krogothmanhattan এর ৫৫৫ তম ফ্রি র‍্যাফেলে বিজয়ী হয়েছি। এবার দিয়ে আমার দ্বিতীয়বার র‍্যাফেল বিজয়ী হলাম। আপনারাও চেষ্টা করুন ভাগ্যে থাকলে আপনারাও বিজয়ী হতে পারবেন।
hero member
Activity: 882
Merit: 773
Find your Digital Services at- cryptolibrary.pro
March 24, 2024, 12:42:53 PM
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।
আর বইলেন না ভাই, এই সমস্যায় এড়ানোর জন্যই এখনো পর্যন্ত অনেক কালেক্টিভেলস পছন্দ হওয়া সত্ত্বেও ওগুলোর দরকষাকষি করতে পারিনি। যদিও মাঝেমধ্যে বিভিন্ন ফ্রি কালেক্টিভেলস রেফেল ড্র হলে সেখানে অংশগ্রহণ করি।
এখানে আমিও দুটো কথা চিন্তা করছি হয় ফোরামের কোন পছন্দের সেগুলো গিফট করে দেব।
আর নয়তো আমার কয়েকটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া এবং ইউরোপ কান্ট্রি রয়েছে তাদেরকে  পার্সেল হিসেবে পাঠিয়ে দিব। পরবর্তীতে দেশে আসার সময় ওরা সেগুলো নিয়ে আসলে আসলো আর না দিলে না দিক। কিন্তু আমার একটা প্রশ্ন এখানেই যে সেগুলো তো বিমানবন্দরের কাস্টমস পার  করিয়েই আনতে হবে, তখন কি ধরা খাওয়ার পসিবিলিটি নেই?
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley
মজার বিষয়টা কি জানবেন? যখন বিটকয়েন ১৫ কে বা  ১৬ কে তে নেমেছিল তখন আমি আশা করতেছিলাম যে এটি 10 এর নিচেও নামবে আর তখনই আমি হাফ বিটকয়েন কিনে রাখবো এবং হোল্ডিং করব। কিন্তু সেটির উল্টো টি হল, দাম বাড়তে শুরু করল।
আমি মনে করি বিটকয়েনে হোল্ডিং করতে বা ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্টটা খুবই ছোট আকারে রাখা উচিত, এই ধরেন আমরা যখন সিগনেচার স্টার্ট করি তখন কিন্তু বিটকয়েনের দাম বিশ কে এর আশেপাশে ছিল , আর অবশ্যই যারা তখন তাদের ফুল  সিগনেচার পেমেন্ট হোল্ডিং করতে চেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে হয়তো প্রয়োজনের কারণে সেল করতে হয়েছে এক্ষেত্রে হয়তো সে তার গোল টাচ করতে পারেনি।
আমি বিটকয়েন ইনভেস্টমেন্ট টাকে অনেকটা ব্যাংকের ফিক্স ডিপোজিট নাকি বলে ওইটার সাথে মিলিয়ে করি যেমন ধরেন অনেকে মাসে 5000 টাকা করে ফিক্স ডিপোজিট করে পাঁচ বছর বা ১০ বছরের নামে। একই কাজটা বিটকয়েনে করলেও মন্দ হয় না আমার নিজেরই বর্তমানে যা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটি ডাবল হয়েছে। তার মধ্যে কিছু ৫৬কে তে সেল দিয়ে রিগ্রেট ফিল করতেছি।
sr. member
Activity: 1036
Merit: 258
★Bitvest.io★ Play Plinko or Invest!
March 23, 2024, 10:47:04 PM

আমার মত যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে এক বিটকয়েন সমান বা সমপরিমাণ বিটকয়েন জমানো আর আকাশের চাঁদ হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো একই কথা। কারণ এখন যদি আমরা স্বপ্ন দেখি বাস্তব হওয়া খুব কঠিন হবে না বললেই চলে।
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley

ভাই এখানে আমার কাছে যেটা সবথেকে বড় সমস্যা মনে হয়, সেটা হচ্ছে যে বাইরের দেশের মুদ্রা থেকে আমাদের বাংলাদেশের মুদ্রা এর ব্যবধান অনেক বেশি। যে কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না।  আর আমাদের দেশে আরও একটা সমস্যা হচ্ছে আঞ্চলিকভাবে বলেন আর দেশীয়ভাবে বলেন, যে কোন একটা বিষয়ে কেউ  জানে সে অন্যকে সেটা বলতে চায় না সেটা কেন জানিনা। তবে যারা একটু বুদ্ধিমান তারা মনে করে তাদের বুদ্ধি নিজেদের কাছে রাখবে অন্য কারো কাছে শেয়ার করতে চায় না। তাছাড়া ভালো পরামর্শ পেলে অনেকেই হয়তোবা আরো অনেক ডলার জমা রাখতে পারতো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
March 23, 2024, 01:06:52 PM

আমার মত যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে এক বিটকয়েন সমান বা সমপরিমাণ বিটকয়েন জমানো আর আকাশের চাঁদ হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো একই কথা। কারণ এখন যদি আমরা স্বপ্ন দেখি বাস্তব হওয়া খুব কঠিন হবে না বললেই চলে।
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley
full member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
March 23, 2024, 12:08:53 AM
শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।

ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।

কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।

সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার

আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার

গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।
দিন যত যাচ্ছে বিটকয়েনের বাজার তত উর্ধ্বগতি হচ্ছে তাই যারা আগে বিটকয়েন কিনে রেখেছিল অবশ্যই বর্তমানে তারা ব্যাপক লাভবান হয়েছে। তবে সত্যিই আফসোস লাগে যদি আমরা 2023 সালের শেষের দিকে বিটকয়েন কিনে রাখতাম বর্তমান বাজারে আমরা বিটকয়েন ব্যাপকভাবে লাভ করতে পারতাম। তো যাই হোক এখনো বিটকয়েন যদি কেউ কিনে রাখতে চায় এখনও কিনে রাখতে পারবে কারণ দিন যত যাচ্ছে বিটকয়েনের বাজার কত উর্দু গতি হচ্ছে।তাই আশা করা যাচ্ছে হয়তো বা বিটকয়েনের বাজার 2024 সালের শেষের দিকে  বিটকয়েনের বাজার 100K কে পৌঁছাতে পারে।
sr. member
Activity: 1036
Merit: 258
★Bitvest.io★ Play Plinko or Invest!
March 22, 2024, 10:18:58 PM
ভাই সেই সময় যদি জানতে পারতাম যে বিটকয়েন বলে কিছু আছে তাহলে অনেক ভালো কিছু করতাম হয়তো জীবনে। কারণ সেই সময় বিটকয়েনের দাম অনেক কম ছিল এবং সেখানে জমা রাখার সুযোগ অনেক বেশি ছিল। একটু কষ্ট করলেই হয়তো অনেকটা বিটকয়েন জমা রাখা সম্ভব হতো কিন্তু এটা এখন আর হয়তো সম্ভব না। কারণ এখন দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে যারা সাধারন তাদের কাছে এখন এক বিটকয়েন মানে অনেক কিছু।  কারণ এক বিটকয়েন আর কখনোই রাখা সম্ভব না হয়তো আর যাদের ইনকাম বেশি তাদের কথা আলাদা তারা হয়তো রাখতে পারলেও পারতে পারে।
ভাই এই রকম আফসোস আমিও করি, আমার আপনার মতো অনেকেই এমনটা ভাবছেন। ২০১০ সালে আরো কম ছিলো ১ ডলার দিয়ে কয়েকটা বিটকয়েন কিনতে পারতাম। তবে আমি সে সময়ে বিটকিয়েন বলে কোন কিছু আছে কীনা সে সম্পর্কে কোন ধারণা ছিল না। হয়তো ধারণা থাকলে বিশ্বাস করতাম না যে এই জিনিসটার দাম ভবিষ্যতে এত হবে। আমি বিটকয়েনের সর্বনিম্ন মূল্য ১৬০০০ ডলারে দেখেছিলাম, তখন আমার পক্ষে ১ বিটকয়েন কেনা সম্ভব ছিল না।

যাইহোক, এখনো আমাদের বিটকয়েনের অতীতের দাম দেখে আফসোস করে লাভ নাই, ভবিষ্যতের দাম কত হবে সে বিষয় নজর করা দরকার। ১ বিটকয়েন কেনা অধিকাংশ লোকের সামর্থ্য নাই, তাই DCA পদ্ধতিতে বিনিয়োগ করলে আস্তে আস্তে বিনিয়োগের পরিমান বাড়ানো সম্বব হবে। ভবিষ্যতে যখন বিটকয়েনের দাম ১০০-১৫০কে হবে তখন আবার আজকের বিটকয়েনের দাম ৬৪ হাজার ডলার কে মিস করতে পারেন।

দুঃখজনক হলেও সত্য যে ভাই বিটকয়েন ২০২৪ সাল শেষ না হতেই ২০০কে এর কাছাকাছি চলে যাবে এমনকি ৩০০কে এর কাছাকাছি চলে যেতে পারে। কারণ বিটকয়েন বর্তমানে যে হারে বাড়ছে তার সীমা দেখে মনে হচ্ছে ১০০কে অতিক্রম করতে আর খুব বেশি সময় নিবে না হয়তোবা। এক থেকে দুই মাসের মধ্যেই ১০০কে ক্রস করে ফেলবে। এখন অল্প কিছু বিটকয়েন জমানো হয়তো সম্ভব ডলার হিসেবে যদি আপনি যে পদ্ধতিতে জমানো কথা বলছেন সেটা অনুসরণ করা হয়। তাহলে কিছু বিটকয়েন জমা রাখা যাবে কিন্তু বিটকয়েনের পুরোপুরি যে ফিউচার সেটা কখনোই আর ব্যবহার করা যাবে না তার কারণ আমরা সেই সুযোগ সুবিধা আর পাবো না।

আমার মত যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে এক বিটকয়েন সমান বা সমপরিমাণ বিটকয়েন জমানো আর আকাশের চাঁদ হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো একই কথা। কারণ এখন যদি আমরা স্বপ্ন দেখি বাস্তব হওয়া খুব কঠিন হবে না বললেই চলে।
full member
Activity: 350
Merit: 218
Cashback 15%
March 22, 2024, 10:04:02 PM
ভাই সেই সময় যদি জানতে পারতাম যে বিটকয়েন বলে কিছু আছে তাহলে অনেক ভালো কিছু করতাম হয়তো জীবনে। কারণ সেই সময় বিটকয়েনের দাম অনেক কম ছিল এবং সেখানে জমা রাখার সুযোগ অনেক বেশি ছিল। একটু কষ্ট করলেই হয়তো অনেকটা বিটকয়েন জমা রাখা সম্ভব হতো কিন্তু এটা এখন আর হয়তো সম্ভব না। কারণ এখন দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে যারা সাধারন তাদের কাছে এখন এক বিটকয়েন মানে অনেক কিছু।  কারণ এক বিটকয়েন আর কখনোই রাখা সম্ভব না হয়তো আর যাদের ইনকাম বেশি তাদের কথা আলাদা তারা হয়তো রাখতে পারলেও পারতে পারে।
ভাই এই রকম আফসোস আমিও করি, আমার আপনার মতো অনেকেই এমনটা ভাবছেন। ২০১০ সালে আরো কম ছিলো ১ ডলার দিয়ে কয়েকটা বিটকয়েন কিনতে পারতাম। তবে আমি সে সময়ে বিটকিয়েন বলে কোন কিছু আছে কীনা সে সম্পর্কে কোন ধারণা ছিল না। হয়তো ধারণা থাকলে বিশ্বাস করতাম না যে এই জিনিসটার দাম ভবিষ্যতে এত হবে। আমি বিটকয়েনের সর্বনিম্ন মূল্য ১৬০০০ ডলারে দেখেছিলাম, তখন আমার পক্ষে ১ বিটকয়েন কেনা সম্ভব ছিল না।

যাইহোক, এখনো আমাদের বিটকয়েনের অতীতের দাম দেখে আফসোস করে লাভ নাই, ভবিষ্যতের দাম কত হবে সে বিষয় নজর করা দরকার। ১ বিটকয়েন কেনা অধিকাংশ লোকের সামর্থ্য নাই, তাই DCA পদ্ধতিতে বিনিয়োগ করলে আস্তে আস্তে বিনিয়োগের পরিমান বাড়ানো সম্বব হবে। ভবিষ্যতে যখন বিটকয়েনের দাম ১০০-১৫০কে হবে তখন আবার আজকের বিটকয়েনের দাম ৬৪ হাজার ডলার কে মিস করতে পারেন।
sr. member
Activity: 1036
Merit: 258
★Bitvest.io★ Play Plinko or Invest!
March 22, 2024, 09:42:34 PM
শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।

ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।

কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।

সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার

আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার

গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।

ভাই সেই সময় যদি জানতে পারতাম যে বিটকয়েন বলে কিছু আছে তাহলে অনেক ভালো কিছু করতাম হয়তো জীবনে। কারণ সেই সময় বিটকয়েনের দাম অনেক কম ছিল এবং সেখানে জমা রাখার সুযোগ অনেক বেশি ছিল। একটু কষ্ট করলেই হয়তো অনেকটা বিটকয়েন জমা রাখা সম্ভব হতো কিন্তু এটা এখন আর হয়তো সম্ভব না। কারণ এখন দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে যারা সাধারন তাদের কাছে এখন এক বিটকয়েন মানে অনেক কিছু।  কারণ এক বিটকয়েন আর কখনোই রাখা সম্ভব না হয়তো আর যাদের ইনকাম বেশি তাদের কথা আলাদা তারা হয়তো রাখতে পারলেও পারতে পারে।
newbie
Activity: 28
Merit: 2
March 22, 2024, 09:36:04 AM
শুভ সকাল। সবাই কেমন আছেন।আসেন সবাই বিটকয়ন নিয়ে আলোচনা করি।।

ধন্যবাদ বিষয়ভিত্তিক পোস্ট দেয়ার জন্য। এখন বিটকয়েনের মূল্, ১ বিটকয়েন = ৯৬৬৫.৯৬ ডলার।

কিছু পুরান পোস্ট ঘাঁটতে গিয়ে এইটা চোখে পড়লো।

সেদিন, ১ বিটকয়েন = ৯৬৬৫ ডলার

আজ, ১ বিটকয়েন = ৬৪১১৫ ডলার

গত ছয় বছরে ছয়গুণের বেশি হইছে বিটকয়েন।
member
Activity: 83
Merit: 57
March 22, 2024, 04:00:48 AM
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।

অলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জ্বি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ্। আশা করি আপনিও ভালো আছেন। আপনি এই সুন্দর মাসে সিনিয়র মেম্বার হতে পেরেছেন সেজন্য আপনাকে অভিনন্দন। ভাই আমিও ছোট আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মত পজিশনে যেন আসতে পারি। আপনারা অনেক দিন যাবত ফার্মে আছেন আপনারা অনেক ভালো জানেন শুনে। আপনাদের সাথে আমাদের তুলে নিয়ে যাবেন ভাই। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমরা সামনের দিকে আসতে পারবো ভাই। আর ভাই সৎ এবং নিস্টার সাথে সামনের দিকে এগিয়ে যান আশা করি ভালো কিছু করবেন আরো।
newbie
Activity: 4
Merit: 0
March 22, 2024, 02:19:10 AM
.... 人
...( ◎ )._______人
..║ ∩║____.-:'''"''";-.
..║ ∩║___(*(*(*|*)*)*)
..║ ∩║_. ║∩∩ ∩ ∩║
█ █ █ █ ██ █ █ █ █ █ █🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
🕋🕌Assalamualaikum🕌🕋
 🗼
                   🕋🕌🕋
🗼🗼━━━ ﷽━━━🗼🗼
꧁𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤꧂
🗼━━━━ ﷽━━━━🗼
ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ🕋ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ🕋ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ🕌ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ🕌ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ🕋ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ🕋ꕹؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖؖ
🕋🕌Jumma Mubarak 🕌🕋🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼
🕋🕌💥💥💥💥💥💥💥🕌🕋
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
☘️🍀🌿🌸🏵️💮🌹🥀🥀🌺🌻🌼🌷🌱💮🌸🌹🌺
🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋
😘𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌹😍
 ❥᭄★★★★★★★★★★★❥᭄ꦿꕥ⑅⃝»̶̶͓͓̽̽̽
আসসালামু আলাইকুম-!!🥰🍀 : ~!!-🥀আজ শুক্রবার😘পবিত্র জুম্মারদিন,,, হেআাল্লাহ্,,এই জুম্মার উছিলায়,,,সকল মুসলিম কে মাফ করে দেন,,,, আমিন💗💗💗


full member
Activity: 322
Merit: 85
★Bitvest.io★ Play Plinko or Invest!
March 22, 2024, 12:58:16 AM
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আজকে আমি সিনিউর মেম্বার হতে পেরেছি যেটা আসলে আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম আমি যদি সিনিউর মেম্বার হতে পারতাম, আল্লাহ্‌ তাহালা শ্বেই স্বপ্ন টা আজকে পুরন করেছেন এই রামাজান মাসে। সবাইকে ধন্যবাদ অনেকেই অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন , তাদের কাছে আমি কৃতজ্ঞ।

দোয়া করবেন সবাই আমার জন্যে সামনে আরও অনেক পথ বাকি ।

প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আপনি সিনিউর মেম্বার  র‍্যাঙ্ক অর্জন করেছেন পবিত্র মাহে রমজান আমাদের জন্য পবিত্রময় ইবাদত বন্দেগীর মাস সেই মাসে আপনার আরেকটি ভালো নিউজ আপনি সিনিয়র মেম্বার র‍্যাঙ্ক অর্জন করেছেন অবশ্যই আপনার এই জার্নিটা সহ ছিল না। আবারো আপনাকে অভিনন্দন আমরা আশা রাখব আপনি বেশি বেশি বাংলায় লোকাল বোর্ডে এক্টিভ থাকবেন যাতে করে আমরা আপনার মূল্যবান পোষ্ট গুলো পাই।
sr. member
Activity: 1036
Merit: 258
★Bitvest.io★ Play Plinko or Invest!
March 21, 2024, 08:28:28 PM
ভাই এইসব র‍্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র‍্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।

ভাই চেষ্টা করুন সব র‍্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।

আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।
আমি ঠিক এটাই বলতে যাছিলাম । আমি এপ্লাই করিনা কারণ সমস্যার  সম্মুখীন হতে হবে। আমি ২০১৯ সালে একবার ভাবসিলাম Ledger wallet নিয়ে অর্ডার দিব। কয়েকজন কে জিজ্জাসা করলাম খরচ নিয়ে বলসে যে দাম তার থেকে দিগুণ টাকা লাগসে এবং কাস্টমে চেক করে জিজ্জাসাও করতে পারে । এরপর মাথা থেকে Ledger wallet এর চিন্তা বাদ দিয়ে দিছি।
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।

ভাই আসলে আমার পরিচিত বেশ অনেক জনের সাথে এই ঘটনা ঘটেছে ও্যালেট অর্ডার দেয়ার পরে আর হাতে পর্যন্ত আসেনাই, আর যেহেতু ক্রিপ্ট রিলেটেড তাই ওগুলা ছারাইতে যায়নায় কেউ। কখনো যদি  বৈধতা দেয় তাহলে হয়তো সবকিছু সহজ হবে, কিন্তু বৈধতা পেয়ে কাজ শুরু করতে এখনো অনেক দেরি আছে।


কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/coinalap_airdrop
আমার ব্যাক্তিগত টেলিগ্রাম আইডি: https://t.me/learnbitcoinbd

রামাদান কারিম!

ভাই আপনার টেলিগ্রাম চ্যানেল এ বেশ কয়েকদিন আগেই জয়েন হয়ে আছি দেখি, যাইহোক ভালো কিছু হবে ইনশাআল্লাহ সবাই মিলে একে অপরের সহযোগী হলে খারাপ হবেনা আমরা সবাই কিছুটা হোলেও লাভবান হবো ইনশাআল্লাহ।
hero member
Activity: 882
Merit: 773
Find your Digital Services at- cryptolibrary.pro
March 21, 2024, 12:59:40 PM
~snip~
ভাই আপনি একটা কাজের কাজ করছেন, আমিতো এতদিন ভার্চুয়াল ক্রিপ্ত ডেবিট কার্ড ব্যবহার করার জন্য ইচ্ছা পোষণ করতেছিলাম কারণ অনেক সময় ডলারে পেমেন্ট করতে গিয়ে আটকে যাই, তবে কোনটা ভালো হবে এই দ্বিধায় আটকে ছিলাম।
যাইহোক এখন নিজের দেশেই বসে চালাতে পারবো। আমি এই বিষয়ে আরেকটু এক্সপ্লোর করলাম  ইউটিউবে একটি ভিডিও দেখলাম- https://www.youtube.com/watch?v=c3Kuc94o2pA&t=85s
তারপর আমার মনে হল বর্তমানে MFS সার্ভিস গুলোর মধ্যে সবচাইতে লো কষ্ট হবে এইটা ব্যবহার করলে। আজকে আমি প্রথমবার উপায় ট্রায়াল দিলাম  UCB ব্যাংকের এটিএম বুথ থেকে হাজারে আট টাকা কাটে।
কিন্তু দুঃখের বিষয় একটাই আমি বাইনান্সে পিটুপি এ অর্ডার ক্রিয়েট করার সময়  Upay এর কোন অ্যাড দেখতে পেলাম না।

আস্সালামু আলাইকুম।

Review Master ভাই এর পোষ্ট পড়েছি, আপনার পোষ্ট পড়ার পর আমি অনেক অনুপ্রেরনা পেলাম। তবে অনেকেই এই এমাউন্ট বিশ্বাস করতে চাইবে না কারন তারা নিজেরা সেটা আর্ন করতে পারে নাই।

যাই হোক, আমি নিজেই একটা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল খুলেছিলাম, তবে আমাদের কমিউনিটির একটা ওয়েবসাইট কয়েন আলাপের নাম আপনারা শুনে থাকবেন, আমি চাচ্ছিলাম তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে। এডমিনের সাথে আমার কথা হয়েছে এবং ওনারাও চাচ্ছে আমি কাজ করি। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন এয়ারড্রপের ব্যাপারে আপনারা পোষ্ট পাবেন, তবে কোনো এয়ারড্রপের ব্যাপারে বিস্তর জানার প্রয়োজন হলে আমরা সেটা নিয়ে coinalap.com গোইড পোষ্ট করার কথা ভাবছি। তাছাড়া টেলিগ্রামেও একটা ডিসকাশন গ্রুপ থাকবে, চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। বিগিনারদের জন্য একটা এয়ারড্রপ গাইড পোষ্ট করবো। কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে মিলে কাজ করতে পারলেই সবার সাকসেস হওয়া সম্ভব। আমাদের কমিউনিটির আরো একজন আমাদের সাথে কাজ করবেন, আশা করি উনি সময় মতো এই ব্যাপারে পোষ্ট করবেন।

কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/coinalap_airdrop
আমার ব্যাক্তিগত টেলিগ্রাম আইডি: https://t.me/learnbitcoinbd

রামাদান কারিম!
ওয়ালাইকুম আসসালাম,
ভাই আপনাদের আগ্রহ এবং রিভিউ মাস্টার ভাইয়ের পোস্ট দেখে তো আমারও ইচ্ছা জাগছে এই রিলেটেড কাজ শুরু করে দেওয়া, এখন আমি যদি কাজ শুরু করে দেই আবার বইলেন না  শুনে শুনে মুসলমান হইছি  Grin
আর কয়েন আলাপ এর সাথে কোলাবোরেশন এর কথা শুনে আমার ভালো লাগলো, আপনার জন্য এবং কয়েনআলাপ এর ভাইয়ের জন্য রইল 🖤
 কয়েনআলাপ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ওয়েবসাইট যেটাতে অনেক মূল্যবান তথ্য শেয়ারিং করা আছে একজন নতুন ব্যক্তি যে ক্রিপ্ত কারেন্সি সম্পর্কে কিছু জানে না ব্লক কি ট্রানজেকশন ফি কেন বেশি হয় বা কম হয় এরকম  অনেক ধরনের আর্টিকেল রয়েছে- নতুনদের এই ভিজিট ওয়েবসাইটটি করতে বলবো। https://www.coinalap.com/
Pages:
Jump to: