Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 24. (Read 5659040 times)

full member
Activity: 532
Merit: 229
September 17, 2024, 07:16:04 AM
4. F_a_ti_n_l_ _e (one word, 13 letters)
4. F_a_ti_n_l_ _e (one word, 13 letters)= Fractionalize (ভগ্নাংশীকরণ)=(একটি বড় সম্পত্তি ছোট ছোট অংশে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রি করা)
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 17, 2024, 06:18:30 AM

5. T_ _d_ (one word, 5 letters)
7. _e_a_ds (one word, 7 letters)

5: Trade হলো বিভিন্ন ধরণের পণ্য বা সেবা বিনিময় করার প্রক্রিয়া। ক্রিপ্টোতে টোকেন বাই সলে করা এবং  এটি দুই বা ততোধিক পক্ষের মধ্যে ঘটে এবং সাধারণত অর্থনৈতিক লাভের জন্য করা হয়।


7: Rewards= এমন কিছু যা কেউ ভালো কাজ বা অর্জনের জন্য প্রাপ্ত করে। এটি বিভিন্ন ধরণের হতে পারে, যেমন অর্থ, পুরস্কার, প্রশংসা, বা কিছু বিশেষ সুবিধা। মূলত, rewards প্রেরণা বা উৎসাহ প্রদান করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে।

আমার উত্তর কি হয়েছে কিনা আপনি কুইজের উত্তরটা মিলিয়ে দেখবেন এবং আমাকে শিওর করবেন আসলে আমি সঠিক নাকি ভুল হয়েছে। আমার কাছে এই রাউন্ডের কুইজটার উত্তর দিলাম যেটা এটা একটু কেমন যেন মনে হচ্ছে আসলে কি হয়েছে নাকি হয় নাই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 17, 2024, 05:59:12 AM
1. U_i_ _a_ (one word, 7 letters)

অনুগ্রহ পূর্বক গেম এর নিয়ম গুলো অনুসরন করবেন। অভিনন্দন ১ম, ২য় & ৩য় রাউন্ড এর সব বিজয়ীদের জন্য

1. U_i_ _a_ (one word, 7 letters) = Uniswap (এটা একটা ডিসেন্ট্রালাইজস এক্সচেঞ্জ)
member
Activity: 106
Merit: 87
September 17, 2024, 05:55:11 AM

১ম রাউন্ড

1. GELRDE (LEDGER)
2. NTYONPCRIE (ENCRYPTION)
3. GIMNIN (MINING)
4. D_ _ EN_ R_ _ (Decentral)
5. _H_I_ (CHAIN)
6. S_ _R_ (SCORE)
7. _O_M_ _SI_ _S (COMMISSIONS)
8. H_P_ (HYPE)

১ম রাউন্ড শেষ

২ম রাউন্ড :

1. M_ M_O _ L (MEMEPOOL)
2. _A_I_ _T_R (VALIDATOR)
3. M_ _E_O_N (MEMECOIN)
4. O_A_l_ (ORACLE)
5. _U_P (DUMP)
6. _O_O (FOMO)
7. H_ _V_N_ (HALVING)
8. F_ _t (FIAT)

২য় রাউন্ড শেষ




৩য় রাউন্ড :

1. M_ _A_A_K (Metamask)
2. _O_ _N_ (Solana)
3. C_A_N_I_ _ (Chainlink)
4. O_O_S N_T (Ovols NFT)
5. _A_ _ET (WALLET)
6. S_ _O_HI (Satoshi)
7. I_ce_ _I_E_ (Incentives)
8. _ _L_S_O_A_ _ (ColdStorage)

৩য় রাউন্ড শেষ



৪র্থ রাউন্ড :

1. U_i_ _a_ (one word, 7 letters)
2. _o_er_a_ _e Token (two words, 15 letter)
3. S_ _rd_ _g (one word,  8 letters)
4. F_a_ti_n_l_ _e (one word, 13 letters)
5. T_ _d_ (one word, 5 letters)
6. M_d _a_s N_T (3 words,  10 letters
7. _e_a_ds (one word, 7 letters)
8. _a_k_t _a_ (two words, 9 letters)

অনুগ্রহ পূর্বক গেম এর নিয়ম গুলো অনুসরন করবেন। অভিনন্দন ১ম, ২য় & ৩য় রাউন্ড এর সব বিজয়ীদের জন্য
hero member
Activity: 840
Merit: 522
September 16, 2024, 09:17:03 PM
500 page done Cheesy
আমাদের লোকাল থ্রেডের ৫০০ পেজ হয়েছে।

আর বাকি ৬০ পেইজ কই যাবে ভাই? ৫০০ পেইজ তো অনেক আগেই হয়ে গেছে। বুঝতে পারছি আপনার চশমা কেনা দরকার। চোখের পিছনে কিছু খরচ করেন, নাইলে বউ পাইবেন না। আর বউ থাকলেও চলে যাবে 😆😆😆
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 16, 2024, 07:32:09 PM
অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম

আমরা এখানে যারা আছি সবাই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে থাকি। আপনারা কি জানেন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হওয়া সত্বেও ব্যবহারের দিক দিয়ে কত নম্বর অবস্থানে রয়েছে? আজকের নিউজ ঘাটাঘাটি করতে গিয়ে এই নিউজটা দেখতে পেলাম তাই এখানে শেয়ার করলাম। এক যুগের বেশি সময় ধরেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার প্রচলন দেখা যাচ্ছে। দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ কিন্তু অনেক লোকেই গোপনীয়তা রক্ষা করে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে থাকেন। যেমন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ কিন্তু আমরা অনেকেই বিটকয়েন বা অন্যান্য কয়েনে বিনিয়োগ করেছি।

যাইহোক, প্রতিবেদনে ১৫১টি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। কোন দেশ কতটা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে, সে তালিকাও প্রকাশ করা হয়। চারটি বিভাগে বিভিন্ন দেশকে তালিকাবদ্ধ করা হয়েছে। তালিকার শীর্ষে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। কোন দেশ কেমন ক্রিপ্টো গ্রহণ করছে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫ দেখানো হয়েছে। বাংলাদেশের চেয়ে পেছনে আছে মিয়ানমার, তাদের অবস্থান ৭৮। পাকিস্তানের অবস্থান ৯, শ্রীলঙ্কার অবস্থান ৭২, নেপালের অবস্থান ৭১ নম্বরে। তালিকা অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪, কানাডা ১৮, রাশিয়া ৭, চীন ২০, জাপান ২৩ ও অস্ট্রেলিয়া ৩৯ নম্বরে।

ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ তবুও ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫ নাম্বারে রয়েছে।
সোর্স: প্রথম আলো নিউজ।।

Mahiyammahi ভাই/নাকী আপা, আপনাকে ধন্যবাদ দীর্ঘদিন পর এক্টিব হওয়ার জন্য, একটা বিষয়ে খেয়াল করলাম আপনি পর পর  পোস্ট করেন যা ফোরামের নিয়মে অনুযায়ী করা উচিত নয়। আপনি পোস্ট করার পরে যদি কেউ পোস্ট না করেন তাহলে আপনি ছোট খাটো বিষয়ে পূর্বের পোস্টে এডিট করে দিবেন। দেখতেই তো পাচ্ছেন আমাদের মডারেটর সাহেব আপনার পোস্ট পর পর দুইটা ছিলো দেখে একটা ডিলিট দিয়ে পূর্বের পোস্টে যোগ করে দিয়েছে।


500 page done Cheesy
আমাদের লোকাল থ্রেডের ৫০০ পেজ হয়েছে।
member
Activity: 106
Merit: 87
September 16, 2024, 09:50:17 AM
ধন্যবাদ আপনাকে, ফোরাম এ সময় দেয়ার জন্য৷ আপনি কি জানেন, ফোরাম এ মজার শব্দের খেলা হচ্ছে। আশা করছি সেটায় অংশগ্রহন করবেন।
আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই গেম দেখে আমি অংশগ্রহণ করার কথা ভাবতেই পারছি না। ফোরামে অলরেডি এরকম ভাবে ওয়ার্ড গেম দিয়ে নিজের অল্ট একাউন্টে মেরিট ট্রান্সফার করার ঘটনা ঘটেছে। শেষে সব একাউন্ট সহ নেগেটিভ ট্যাগ খেয়ে বসে আছে। আমি বলবো না যে আপনি একই কাজ করছেন, তবে এটা মাথায় রাখবেন যে আপনি অলরেডি একটা রাডাডের ভেতরে পড়ে গেছেন আর যারা এই গেম খেলেছে তারাও। যেই নতুন একাউন্ট গুলো পোস্ট করে না, তারা এই গেম দেখে হুট করে এক্টিভ হয়ে গেলো। আপনাকেও থ্রেডে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। হুট করে এসেই ওয়ার্ড গেম দিয়ে মেরিট ছড়াচ্ছেন, এগুলো কিন্তু রেড ফ্লাগ! যাই হোক, আমি আপনাকে একিউজ করছি না। পেছনে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি দেখতে চাই না আরকি।

ধন্যবাদ আপনাকে আমাকে সতর্ক করার জন্য। আমি বিশ্বাস করি সৎ ভাবে কিছু করলে ভয়ের কিছু নেই। হ্যা আমি অনেক দিন ইন এক্টিভ ছিলাম।  সম্প্রতি এক্টিভ হয়েছি এবং খেয়াল করলাম আমাদের লোকাল ফোরাম টা কেমন এক ঘেয়েমি হয়ে গেছে। তাই এই প্রচেষ্টা আমার।

আমার একাউন্ট ই খুব ছোট, বেশি এস মেরিট হোল্ড এও নেই আমার। শুধু মাত্র আমার ভাই বোনদের সাথে একটু মজা করার জন্যই এরকম করেছি ভাইয়া।


COLD STORAGE এ হয়তো একটু ভুল ছিলো। মাঝে স্পেস দেন নাই। এটা নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম। ১১ শব্দে আবার কি টার্ম। পরে ঠাস করে মনে পড়লো COLD STORAGE।

ধন্যবাদ আমার ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। আমি পরবর্তিতে সতর্ক থাকবো।
hero member
Activity: 840
Merit: 522
September 16, 2024, 09:32:09 AM
ধন্যবাদ আপনাকে, ফোরাম এ সময় দেয়ার জন্য৷ আপনি কি জানেন, ফোরাম এ মজার শব্দের খেলা হচ্ছে। আশা করছি সেটায় অংশগ্রহন করবেন।
আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই গেম দেখে আমি অংশগ্রহণ করার কথা ভাবতেই পারছি না। ফোরামে অলরেডি এরকম ভাবে ওয়ার্ড গেম দিয়ে নিজের অল্ট একাউন্টে মেরিট ট্রান্সফার করার ঘটনা ঘটেছে। শেষে সব একাউন্ট সহ নেগেটিভ ট্যাগ খেয়ে বসে আছে। আমি বলবো না যে আপনি একই কাজ করছেন, তবে এটা মাথায় রাখবেন যে আপনি অলরেডি একটা রাডাডের ভেতরে পড়ে গেছেন আর যারা এই গেম খেলেছে তারাও। যেই নতুন একাউন্ট গুলো পোস্ট করে না, তারা এই গেম দেখে হুট করে এক্টিভ হয়ে গেলো। আপনাকেও থ্রেডে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। হুট করে এসেই ওয়ার্ড গেম দিয়ে মেরিট ছড়াচ্ছেন, এগুলো কিন্তু রেড ফ্লাগ! যাই হোক, আমি আপনাকে একিউজ করছি না। পেছনে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি দেখতে চাই না আরকি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 16, 2024, 08:28:26 AM
আংশিক সঠিক,  Ovols NFT = ইহা একটি Digital Art যা Ovols টিম দ্বারা বানানো৷  এদের NFT গুলো আমার অন্যতম প্রিয় NFT এর মধ্যে একটি। Solana Blockchain এ তাদের NFT আছে,  Ordinal এর ও কিছু কালেকশন ও তাদের আছে।  Magic Eden, Tensor এ পেয়ে যাবেন তাদের কালেকশন গুলো।
NFT শব্দটা ক্রাক করতে পারছিলাম বাট ovols এটা আর ক্রাক করতে পারি না, যদিও অনেকক্ষণ ধরে NFT'র নাম নিয়ে ঘাটাঘাটি করলাম, জনপ্রিয় সব NFT, এই NFT, ঐ NFT, পাইলাম না। লল, এটা একটু টাফ লাগছে আমার কাছে। বাট ভালো ছিলো। Tongue

COLD STORAGE এ হয়তো একটু ভুল ছিলো। মাঝে স্পেস দেন নাই। এটা নিয়ে আমি অনেকক্ষণ ভাবছিলাম। ১১ শব্দে আবার কি টার্ম। পরে ঠাস করে মনে পড়লো COLD STORAGE।
member
Activity: 106
Merit: 87
September 16, 2024, 08:18:46 AM

8. _ _L_S_O_A_ _


8. COLD STORAGE (কোল্ড স্টোরেজ মূলত অফলাইনে ক্রিপ্টো সংরক্ষণে ব্যবহার হয়। সহজ ভাষায় এটা এক ধরনের ওয়ালেট যেটা ইন্টারনেটের সাথে যুক্ত নাই।

সঠিক উত্তর,  আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই।

4. O_O_S N_T
4."Ovols NFT"=এটি একটি বিশেষ ডিজিটাল সংগ্রহযোগ্য ব্লকচেইন যা প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং পরিচালিত হয়।


আংশিক সঠিক,  Ovols NFT = ইহা একটি Digital Art যা Ovols টিম দ্বারা বানানো৷  এদের NFT গুলো আমার অন্যতম প্রিয় NFT এর মধ্যে একটি। Solana Blockchain এ তাদের NFT আছে,  Ordinal এর ও কিছু কালেকশন ও তাদের আছে।  Magic Eden, Tensor এ পেয়ে যাবেন তাদের কালেকশন গুলো।

চেষ্টা করার জন্য ধন্যবাদ,  আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে
newbie
Activity: 12
Merit: 8
September 16, 2024, 08:12:20 AM
4. O_O_S N_T
4."Ovols NFT"=এটি একটি বিশেষ ডিজিটাল সংগ্রহযোগ্য ব্লকচেইন যা প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং পরিচালিত হয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 16, 2024, 06:55:19 AM

8. _ _L_S_O_A_ _


8. COLD STORAGE (কোল্ড স্টোরেজ মূলত অফলাইনে ক্রিপ্টো সংরক্ষণে ব্যবহার হয়। সহজ ভাষায় এটা এক ধরনের ওয়ালেট যেটা ইন্টারনেটের সাথে যুক্ত নাই।
member
Activity: 106
Merit: 87
September 16, 2024, 06:44:23 AM
1. M_ _A_A_K
2. _O_ _N_

1. METAMASK ( এটা একটা জনপ্রিয় ক্রিপ্টো ওয়ালেট যা MPC ওয়ালেট সাপোর্ট দেন)

2. SOLANA ( এটা একটা কয়েন সাথে একটা জনপ্রিয় চেইন বা ইকোসিস্টেম)

সঠিক উওর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আপনার বন্ধুদের আমন্ত্রন করবেন আশা করছি।


ধন্যবাদ আপনাকে এই ধরনের গেমস আয়োজন করার জন্য। যদিও আমি ইনঅ্যাক্টিভ থাকার কারণে প্রথম দুইটি রাউন্টে অংশগ্রহণ করতে পারেনি তাই তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করলাম।


আশা করছি আপনাকে পরবর্তি রাউন্ড গুলো থেকে পাবো

5. _A_ _ET (WALLET) [ ওয়ালেট কি এটা আমাদের মধ্যে সবাই জানে, যেখানে ক্রিপ্টো কারেন্সি সংরক্ষণ করা হয় তাকেই ওয়ালেট বলে, ওয়ালেট সাধারণত দুই ধরনের হয় একটা হলো হার্ডওয়ার ওয়ালেট এবং সফটওয়্যার ওয়ালেট ক্যাটাগরিতে ওয়ালেট আরো দুই ধরনের হয় সেটা হলো-  সেন্ট্রালাইজ ওয়ালেট এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। ]
6. S_ _O_HI(SATOSHI)[সাতোশি নাকামতই হলো সেই পারসন যিনি এই ক্রিপ্টো কারেন্সি জগতের যাত্রা শুরু বিটকয়েন এর আবিষ্কার এর মাধ্যমে, যে রেভুলেশন ধীরে ধীরে বেড়েই চলছে।]

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে, আপনার বন্ধুদের আমন্ত্রন করতে ভুলবেন না।


3. C_A_N_I_ _
7. I_ce_ _I_E_
3: CHAINLINK= ডিস্ট্রিবিউটর অরাকল নেটওয়ার্ক বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যকে ব্লকচেইনে পৌঁছে দেয়।

7: INCENTIVIES= প্ররোচনা বা পুরস্কার। নির্দিষ্ট কাজ করতে বা আচরণ প্রদর্শন করতে উৎসাহিত করে।

সঠিক উত্তর, আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আপনার বন্ধুদের আমন্ত্রন করতে ভুলবেন না।

Quote
আপনার এবারের রাউন্ড সাজানো ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। এখন কুইজ গেম খেলার একটা ভালো সুন্দর দিক ফুটে উঠেছে। এভাবে ইউনিক একটা দিক নিয়ে চিন্তা করার কথা প্রথমে থেকে হলে আরো ভালো হতো। যাই হোক এরকম ইউনিকভাবে গেম রাউন্ড প্লে করলে দেখতে সুন্দর লাগে এবং অনেকে আকৃষ্ট হবে এটা প্রতি।


ধন্যবাদ আপনাকে,  আমি চেষ্টা করছি যতটা সম্ভব উন্নত করার। আর ফোরাম এর লোকাল ইউজার দের আবার ফোরামে যেন এক্টিভ হয়। তাই একটু মজার ছলে শিক্ষনীয় কিছু আমাদের ফোরামে কমতি ছিলো,  সেটাই চেষ্টা করেছি।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 16, 2024, 05:46:16 AM

3. C_A_N_I_ _
7. I_ce_ _I_E_
3: CHAINLINK= ডিস্ট্রিবিউটর অরাকল নেটওয়ার্ক বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যকে ব্লকচেইনে পৌঁছে দেয়।

7: INCENTIVIES= প্ররোচনা বা পুরস্কার। নির্দিষ্ট কাজ করতে বা আচরণ প্রদর্শন করতে উৎসাহিত করে।

আপনার এবারের রাউন্ড সাজানো ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। এখন কুইজ গেম খেলার একটা ভালো সুন্দর দিক ফুটে উঠেছে। এভাবে ইউনিক একটা দিক নিয়ে চিন্তা করার কথা প্রথমে থেকে হলে আরো ভালো হতো। যাই হোক এরকম ইউনিকভাবে গেম রাউন্ড প্লে করলে দেখতে সুন্দর লাগে এবং অনেকে আকৃষ্ট হবে এটা প্রতি।
member
Activity: 108
Merit: 46
September 16, 2024, 05:08:21 AM
৩য় রাউন্ড :
5. _A_ _ET
6. S_ _O_HI
ধন্যবাদ আপনাকে এই ধরনের গেমস আয়োজন করার জন্য। যদিও আমি ইনঅ্যাক্টিভ থাকার কারণে প্রথম দুইটি রাউন্টে অংশগ্রহণ করতে পারেনি তাই তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করলাম।

5. _A_ _ET (WALLET) [ ওয়ালেট কি এটা আমাদের মধ্যে সবাই জানে, যেখানে ক্রিপ্টো কারেন্সি সংরক্ষণ করা হয় তাকেই ওয়ালেট বলে, ওয়ালেট সাধারণত দুই ধরনের হয় একটা হলো হার্ডওয়ার ওয়ালেট এবং সফটওয়্যার ওয়ালেট ক্যাটাগরিতে ওয়ালেট আরো দুই ধরনের হয় সেটা হলো-  সেন্ট্রালাইজ ওয়ালেট এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। ]
6. S_ _O_HI(SATOSHI)[সাতোশি নাকামতই হলো সেই পারসন যিনি এই ক্রিপ্টো কারেন্সি জগতের যাত্রা শুরু বিটকয়েন এর আবিষ্কার এর মাধ্যমে, যে রেভুলেশন ধীরে ধীরে বেড়েই চলছে।]
sr. member
Activity: 616
Merit: 322
September 16, 2024, 05:02:56 AM
বিগত ২ দিন ধরে পুরাতন পোষ্ট গুলো ঘেটে ঘেটে ইনফরমেটিভ পোষ্ট এর একটা তালিকা করছিলাম। কিন্তু পোষ্ট এর তালিকা করার জন্য আমাকে প্রতিটা পোষ্ট পড়তে হচ্ছে। দুই দিনে মাত্র ৫০ পেইজ পোষ্ট পড়তে পারছি। এই পোষ্ট পড়তে গিয়ে আমি যা ফিল করলাম, তা এখানে পোষ্ট না করলে আমার ভালো লাগবে না। কিছু কিছু পোষ্ট পড়ার পর মনে হচ্ছে এটা রাজনৈকি বড় ভাইদের তেল মারার থ্রেড। এখানে অমুক বড় ভাইকে অভিনন্দন, তমুক ভাইকে শুভেচ্ছা। অমুক বড় ভাই অনেক ভালো, তমুক ভাই অনেক জ্ঞানী, হ্যান ত্যান। মোট কথা মেরিট পাইতে হলে যা করা লাগে সব চেষ্টা করা হয়ে গেছে। অমুক ভাই গু খাইতে বললে সেটাও খাইতে রাজি মনে হয়। কেউ রেংক আপ করলে মনে হয় এখানে উৎসব শুরু হয়। এই পোষ্ট গুলো পড় পড়তে ছাত্রলীগের কথা মনে পড়ে গেছে। প্রিয় অভিভাবক, জী ভাই, সহমত ভাই, পাশে আছি ভাই, আপনাকেও পাশে চাই ভাই। না মানে, What the F bro?
+1 এইসব কারনে বাংলাতে এখন পোস্ট করি না। নিয়মিত পোস্ট পড়ি কিন্তু রিপ্লাই করার মতো কোনো পোস্ট পাই না। এখানে শুধু তেল মারামারি চলে শুধু তাই না গ্রুপিং করে করে মেরিট লেনদেন চলে। এইসব নিয়া কিছুদিন চিল্লাচিল্লি করাতে কয়েকদিন বন্ধ ছিলো কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে। আমরা বাংগালী তো খাইছলত যাবে না কখনই।

1. M_ _A_A_K
2. _O_ _N_

1. METAMASK ( এটা একটা জনপ্রিয় ক্রিপ্টো ওয়ালেট যা MPC ওয়ালেট সাপোর্ট দেন)

2. SOLANA ( এটা একটা কয়েন সাথে একটা জনপ্রিয় চেইন বা ইকোসিস্টেম)

এতো সহজ সহজ প্রশ্ন কেনো দেন ভাই/আপু  Cheesy প্রশ্নগুলো আরো কঠিন করেন  Kiss
member
Activity: 106
Merit: 87
September 16, 2024, 04:49:10 AM
বিগত ২ দিন ধরে পুরাতন পোষ্ট গুলো ঘেটে ঘেটে ইনফরমেটিভ পোষ্ট এর একটা তালিকা করছিলাম। কিন্তু পোষ্ট এর তালিকা করার জন্য আমাকে প্রতিটা পোষ্ট পড়তে হচ্ছে। দুই দিনে মাত্র ৫০ পেইজ পোষ্ট পড়তে পারছি। এই পোষ্ট পড়তে গিয়ে আমি যা ফিল করলাম, তা এখানে পোষ্ট না করলে আমার ভালো লাগবে না। কিছু কিছু পোষ্ট পড়ার পর মনে হচ্ছে এটা রাজনৈকি বড় ভাইদের তেল মারার থ্রেড। এখানে অমুক বড় ভাইকে অভিনন্দন, তমুক ভাইকে শুভেচ্ছা। অমুক বড় ভাই অনেক ভালো, তমুক ভাই অনেক জ্ঞানী, হ্যান ত্যান। মোট কথা মেরিট পাইতে হলে যা করা লাগে সব চেষ্টা করা হয়ে গেছে। অমুক ভাই গু খাইতে বললে সেটাও খাইতে রাজি মনে হয়। কেউ রেংক আপ করলে মনে হয় এখানে উৎসব শুরু হয়। এই পোষ্ট গুলো পড় পড়তে ছাত্রলীগের কথা মনে পড়ে গেছে। প্রিয় অভিভাবক, জী ভাই, সহমত ভাই, পাশে আছি ভাই, আপনাকেও পাশে চাই ভাই। না মানে, What the F bro?

এভাবে রাগান্বিত না হয়ে বিষয়টাকে পজিটিভলি নিবেন আশা করছি। একজন আরেকজন কে অভিনন্দন জানানোতে কোনো ভুল/ত্রুটি বা দোষের কিছু না। শুধু এতটুকু দেখুন তার আমাদের বাংলা ফোরাম এ অবদান কতটুকু। আমরা আমাদের ফোরাম এ এক্টিব কম। যদি কাওকে অভিনন্দন জানানোয় সে এই ফোরাম এ তার অবদান রাখতে পারে আমি মনে করছি দোষ এর কিছু নেই।

ধন্যবাদ আপনাকে, ফোরাম এ সময় দেয়ার জন্য৷ আপনি কি জানেন, ফোরাম এ মজার শব্দের খেলা হচ্ছে। আশা করছি সেটায় অংশগ্রহন করবেন।
member
Activity: 106
Merit: 87
September 16, 2024, 04:42:19 AM

১ম রাউন্ড

1. GELRDE (LEDGER)
2. NTYONPCRIE (ENCRYPTION)
3. GIMNIN (MINING)
4. D_ _ EN_ R_ _ (Decentral)
5. _H_I_ (CHAIN)
6. S_ _R_ (SCORE)
7. _O_M_ _SI_ _S (COMMISSIONS)
8. H_P_ (HYPE)

১ম রাউন্ড শেষ

২ম রাউন্ড :

1. M_ M_O _ L (MEMEPOOL)
2. _A_I_ _T_R (VALIDATOR)
3. M_ _E_O_N (MEMECOIN)
4. O_A_l_ (ORACLE)
5. _U_P (DUMP)
6. _O_O (FOMO)
7. H_ _V_N_ (HALVING)
8. F_ _t (FIAT)

২য় রাউন্ড শেষ




৩য় রাউন্ড :

1. M_ _A_A_K (Metamask)
2. _O_ _N_ (Solana)
3. C_A_N_I_ _ (Chainlink)
4. O_O_S N_T (Ovols NFT)
5. _A_ _ET (WALLET)
6. S_ _O_HI (Satoshi)
7. I_ce_ _I_E_ (Incentives)
8. _ _L_S_O_A_ _ (ColdStorage)

৩য় রাউন্ড শেষ
hero member
Activity: 840
Merit: 522
September 16, 2024, 02:51:57 AM
বিগত ২ দিন ধরে পুরাতন পোষ্ট গুলো ঘেটে ঘেটে ইনফরমেটিভ পোষ্ট এর একটা তালিকা করছিলাম। কিন্তু পোষ্ট এর তালিকা করার জন্য আমাকে প্রতিটা পোষ্ট পড়তে হচ্ছে। দুই দিনে মাত্র ৫০ পেইজ পোষ্ট পড়তে পারছি। এই পোষ্ট পড়তে গিয়ে আমি যা ফিল করলাম, তা এখানে পোষ্ট না করলে আমার ভালো লাগবে না। কিছু কিছু পোষ্ট পড়ার পর মনে হচ্ছে এটা রাজনৈকি বড় ভাইদের তেল মারার থ্রেড। এখানে অমুক বড় ভাইকে অভিনন্দন, তমুক ভাইকে শুভেচ্ছা। অমুক বড় ভাই অনেক ভালো, তমুক ভাই অনেক জ্ঞানী, হ্যান ত্যান। মোট কথা মেরিট পাইতে হলে যা করা লাগে সব চেষ্টা করা হয়ে গেছে। অমুক ভাই গু খাইতে বললে সেটাও খাইতে রাজি মনে হয়। কেউ রেংক আপ করলে মনে হয় এখানে উৎসব শুরু হয়। এই পোষ্ট গুলো পড় পড়তে ছাত্রলীগের কথা মনে পড়ে গেছে। প্রিয় অভিভাবক, জী ভাই, সহমত ভাই, পাশে আছি ভাই, আপনাকেও পাশে চাই ভাই। না মানে, What the F bro?
member
Activity: 106
Merit: 87
September 16, 2024, 12:39:29 AM

ভুল উত্তর... ঐটা MEMPOLL নয় MEMPOOL হইব। পুরা কথাটা হইল Memory Pool. Unconfirmed transaction গুলো Bitcoin Node এর Memory Pool এ থাকে।


ধন্যবাদ আপনাকে, তার এটা স্পেলিং মিস্টেক(যেটা আমি ধরতে পেরেছিলাম), কিন্তু সে কনটেক্সট টা বুঝতে পেরেছে।
তারপরো ছোট ভুল টা ধরিয়ে দেয়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। এবং শব্দের খেলায় জয়েন করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ড দের ইনভাইট করবেন অবশ্যই
Pages:
Jump to: