Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 19. (Read 5650642 times)

jr. member
Activity: 33
Merit: 8
October 03, 2024, 01:41:46 AM
ভাই, সবাই টেলিগ্রাম এ বিভিন্ন ধরণের মইনিং করে, আবার অনেক অনেক এয়ারড্রপ করে, এগুলো করে সবাই মোটামুটি ভালো কিছু পায়, কিন্তু আমি কখনো এগুলো করিনি, আমি এগুলো করতে চাই, তবে এগুলো কোথা থেকে পাবো এই জিনিসটি বুজতে পারছি না, এমন কি কোনো জায়গা আছে যেখান থেকে ভালো ভালো কিছু এয়ারড্রপ এর প্রতিনিয়ত আপডেট পাওয়া যায় ? বা আপনাদের মধ্যে কেউ কি এগুলো করেন ? যদি করে থাকেন তবে যদি আমাকে একটু বলতেন তাহলে খুব উপকার হতো.
sr. member
Activity: 546
Merit: 268
October 02, 2024, 04:13:45 PM
ভাই আপনাদের ধন্যবাদ। আমি নিয়ম গুলো দেখছি, আসলে অনেক কিছু লিখা আছে তো, একদিনে এটি কিছু পড়া সম্ভব নয়, তবুও আজকে আমি অনেক কিছু পড়েছি নিয়ম গুলোর মধ্যে, আস্তে আস্তে সব কিছু পড়ে নিবো, এবং সমসময় নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।

এই ফোরামটিও ঘুরে ঘুরে দেখছি, আসলেই ফোরামটি অনেক সুন্দর। আশা করি আপনাদের সাহায্য পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের।
আপনাকে ফোরামে সুস্বাগতম। এখানে প্রতিনিয়ত নতুন নতুন সদস্য আসতে শুরু করেছে এবং কোন এক সময় বাংলায় নতুন নতুন সদস্য আসতে আসতে একসময় ইনশাআল্লাহ আমাদের বাংলা কমিউনিটি জমজমাট হয়ে উঠবে।
এটা ঠিক যে একদিনে সবকিছু আয়ত্ত করা সম্ভব নয় এজন্য নিজেকে সময় দিতে হবে এবং এই ফোরামের বেশ কতগুলো নিয়ম রয়েছে যেগুলো পালন করা অবশ্যই জরুরি। বিশেষ করে আপনারা যারা নতুন তারা কোন পোস্ট কপি করে হুবহু এখানে পোস্ট করবেন না। কোন নতুন তথ্য যদি আপনার কাছে পোস্টযোগ্য বলে মনে হয় এবং সেই পোস্ট যদি কোন সোর্স থেকে আনা হয় তাহলে অবশ্যই আপনি নিজের মতো করে প্রকাশ করার চেষ্টা করবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিশেষ করে এ আই ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবেন। মনে রাখবেন আপনার সামান্য কিছু ভুল এই ফোরামে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে।
আপনি ফোরাম ব্যবহারের ক্রিটিকাল বিষয়গুলো জানার পর তারপর লেখালেখির কাজ করবেন। আপনার বারবার মনে রাখতে হবে এখানে কোন প্রকার ভুল করলে সেই ভুল শোধরানোর কোন উপায় নেই।
jr. member
Activity: 33
Merit: 8
October 02, 2024, 08:30:55 AM
ভাই আপনাদের ধন্যবাদ। আমি নিয়ম গুলো দেখছি, আসলে অনেক কিছু লিখা আছে তো, একদিনে এটি কিছু পড়া সম্ভব নয়, তবুও আজকে আমি অনেক কিছু পড়েছি নিয়ম গুলোর মধ্যে, আস্তে আস্তে সব কিছু পড়ে নিবো, এবং সমসময় নিয়ম অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।

এই ফোরামটিও ঘুরে ঘুরে দেখছি, আসলেই ফোরামটি অনেক সুন্দর। আশা করি আপনাদের সাহায্য পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাদের।
member
Activity: 9
Merit: 0
October 02, 2024, 06:37:02 AM
sr. member
Activity: 420
Merit: 376
October 02, 2024, 02:06:22 AM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন. আশা করি সকলেই ভাল আছেন.
আমি এই ফোরামের একজন নতুন সদস্য, আমি ক্রিপ্টো এবং এই ফোরাম বিষয়ে আগ্রহী, কিন্তু আমি জানিনা আমি কোথা থেকে শুরু করব.
আমি আপনাদের কাছ থেকে একটু গাইডলাইন চাচ্ছি, কিভাবে আমি সুন্দরভাবে আমার যাত্রা শুরু করতে পারি.
আমি আপনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি আশা করি আপনারা আমাকে সব সময় সাহায্য করবেন.
আমি আস্তে আস্তে এগুলো নিয়ে গবেষণা শুরু করতে চাই এবং এগিয়ে যেতে চাই,কিন্তু এরই মাঝে মাঝ পথে একটু আটকে গেলে, আমি যেন আপনাদের থেকে সাহায্যও পাই.  
আমি এখানে আমার সেরাটি দিয়ে চেষ্টা করব. আশা করি আমরা নতুনরা সবসময় আপনাদেরকে আমাদের পাশে পাবো.

প্রথমত এই সুবিস্তৃত বিটকয়েন্টক ফোরাম তথা আমাদের বাংলা লোকাল বোর্ডে আপনাকে স্বাগতম। নতুন অবস্থায় হয়তো কেউ পরিপূর্ণ জ্ঞানী বা অভিজ্ঞ হতে পারে না ধীরে ধীরে নিজের মেধা বা শ্রমের ফলে অভিজ্ঞ হতে হয়। আপনাকেও ঠিক একই কাজ করতে হবে অর্থাৎ এখানে ধৈর্য সহকারে সময় দিতে হবে এবং ফোরামের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করতে হবে। আমাদের এই বাংলা থ্রেডের প্রথম পেজে নতুনরা কিভাবে পোস্ট করবে, কিভাবে তাদের পোস্ট করা উচিত এবং কি কি নিয়ম মেনে চলতে হবে সেই গুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে।

আমি আপনার সামনে সেগুলো উপস্থাপন করছি সময় পেলে সেগুলো যত্ন সহকারে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন আশা করি নতুন অবস্থায় আপনার যে সমস্যা সেগুলোর সমাধান হবে।
তাছাড়া সম্প্রতি বাংলা থ্রেডের কয়েকজন সদস্যদের উদ্যোগে অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্ট আর্কাইভ করে রাখা হয়েছে। এমনকি সেগুলো প্রথম পেজে যুক্ত করেও দেওয়া হয়েছে মূলত নতুনদের জন্য যাতে করে তারা যখন এই থ্রেডে প্রবেশ করবে তখন যেন তারা সেই পোস্টগুলো স্পষ্টভাবে দেখতে পায়।
 
jr. member
Activity: 33
Merit: 8
October 02, 2024, 01:34:03 AM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন. আশা করি সকলেই ভাল আছেন.
আমি এই ফোরামের একজন নতুন সদস্য, আমি ক্রিপ্টো এবং এই ফোরাম বিষয়ে আগ্রহী, কিন্তু আমি জানিনা আমি কোথা থেকে শুরু করব.
আমি আপনাদের কাছ থেকে একটু গাইডলাইন চাচ্ছি, কিভাবে আমি সুন্দরভাবে আমার যাত্রা শুরু করতে পারি.
আমি আপনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি আশা করি আপনারা আমাকে সব সময় সাহায্য করবেন.
আমি আস্তে আস্তে এগুলো নিয়ে গবেষণা শুরু করতে চাই এবং এগিয়ে যেতে চাই,কিন্তু এরই মাঝে মাঝ পথে একটু আটকে গেলে, আমি যেন আপনাদের থেকে সাহায্যও পাই. 
আমি এখানে আমার সেরাটি দিয়ে চেষ্টা করব. আশা করি আমরা নতুনরা সবসময় আপনাদেরকে আমাদের পাশে পাবো.
jr. member
Activity: 45
Merit: 12
October 01, 2024, 01:27:14 PM
বর্তমানে টেলিগ্রাম বটগুলো একটা বিজনেস খুলে বসেছে, একটা বট লাঞ্চ করার পর তাদের প্রথম শর্তই থাকে টন লেনদেন করতে হবে তা না হলে পেমেন্ট পাবেন না। এগুলা আসলে একটা প্রতারণা করার বিভিন্ন রূপ। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন নাম গন্ধ নেই অথচ লেনদেন করতে হবে এটা তাদের প্রথম শর্ত দেওয়া থাকে। তাই এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দেওয়ার আগে যার যা কর্ম ছিল সেটাই করতে থাকেন ওইটাই ভালো হবে।

একদম ঠিক বলেছেন। বর্তমানে এইসবই চলছে। পাবলিক তো বুঝে না কিছু একটা দেখলেই নিজে তো ঝাঁপিয়ে পরেই সাথে আরো যারা আছে তাদের নিয়ে পরে।
এইসব টেলিগ্রাম স্ক্যাম এর আরেকটা ফায়দা হলো তাদের গ্রুপ আর চ্যানেলে মেম্বার, সাবস্ক্রাইবার বাড়ানো। কাউকে এসব ব্যাপারে সাবধান করলে সাবধান তো হয়ই না উল্টা এমন ভাব করে যেনো তার লাভ হবে দেখে হিংসায় তাকে ভুলভাল বুঝাচ্ছি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 01, 2024, 09:51:05 AM
ধন্যবাদ ভাই চেষ্টা করেছি কিন্তু তাও কাজ হচ্ছে না। খুব সম্ভবত আমার দেশ সেখানে এলাও না। এ সকল দেশে বিটকয়েন বৈধতা দেওয়া হয় নাই এই সকল দেশে হয়তো এই সমস্ত ওয়ালেটগুলো বৈধতা দেওয়া হয়নি। এটা বুঝলাম না কি কারনে হচ্ছে। তবে ফুল মেম্বার ও মেম্বার এলাও দেখে একটু অ্যাপ্লিকেশন করার ট্রাই করে দেখতে চেয়েছিলাম। যাহোক যেহেতু ওয়ালেট ডাউনলোড করতে পারিনি সেহেতু এপ্লিকেশন করার কোন দরকার নেই।
মনে হয় আপনি কোথাও কোন ভুল করেছেন। CL ভাই যে পরামর্শটি দিয়েছে সেটি আমার আগে থেকে জানা ছিল। আমি ট্রাই করেছি ওয়ালেট ভালোভাবেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পেরেছি। এখন আমি যেভাবে ইন্সটল করলাম, প্রথমত প্লে স্টোরে যে জিমেইল সেটআপ করা রয়েছে সেটা প্রথমে চেঞ্জ করে অন্য জিমেইল সেটআপ করেছিলাম। এর পরবর্তীতে আমি ভিপিএন কানেক্ট করেছিলাম, ভিপিএন কানেক্ট করার পর সেই সিগনেচার ক্যাম্পেইনে লিংকে ক্লিক করেছিলাম এবং তারপর দেখি ইনস্টল করার অপশন চলে এসেছে। আমি ভিপিএন কানেক্ট করার সময় কান্ট্রি ফ্রান্স সিলেক্ট করে নিয়েছিলাম। তাই আপনি ফ্রান্স সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করে দেখুন আপনিও ইন্সটল করতে পারবেন। তাই আপনি আবার চেষ্টা করুন আশা করি সফল হবেন। আপনি Secure VPN দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা যাচ্ছে না, আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি অনেকক্ষণ সময় নিচ্ছে কিন্তু ওয়ালেট ক্রিয়েট হচ্ছে না।
লল, সম্ভবতো এশিয়ান দেশগুলো রিসট্রিক্ট করা আছে। আমি ৩-৪ টা আলাদা আলাদা মেইল দিয়ে চেক করে দেখলাম, কাজ করে না (ইন্ডিয়া, বিডি....) ইত্যাদি। আর ওয়ালেট নিয়ে যদি কিছু বলি, বাহির থেকে যতটুকু দেখলাম, আহামরি ভালো লাগলো না আমার। রেটিং, ফিডব্যাক কিছুই নাই, একেবারে নতুন। ট্রাই না করলে বোঝা মুসকিল।

আমি বুঝলাম না Elysium Wallet ননকাস্টেডিয়াল ওয়ালেট নাকি কাস্টোডিয়াল ওয়ালেট কারণ  ডি সেন্ট্রালাইজ ওয়ালেট এর ক্ষেত্রে তো ইউজার নেম থাকার কথা না।
এখানে তো লেখা নন কাস্টডিয়াল কোল্ড ওয়ালেট। Roll Eyes



sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 01, 2024, 06:00:35 AM
ধন্যবাদ ভাই চেষ্টা করেছি কিন্তু তাও কাজ হচ্ছে না। খুব সম্ভবত আমার দেশ সেখানে এলাও না। এ সকল দেশে বিটকয়েন বৈধতা দেওয়া হয় নাই এই সকল দেশে হয়তো এই সমস্ত ওয়ালেটগুলো বৈধতা দেওয়া হয়নি। এটা বুঝলাম না কি কারনে হচ্ছে। তবে ফুল মেম্বার ও মেম্বার এলাও দেখে একটু অ্যাপ্লিকেশন করার ট্রাই করে দেখতে চেয়েছিলাম। যাহোক যেহেতু ওয়ালেট ডাউনলোড করতে পারিনি সেহেতু এপ্লিকেশন করার কোন দরকার নেই।
মনে হয় আপনি কোথাও কোন ভুল করেছেন। CL ভাই যে পরামর্শটি দিয়েছে সেটি আমার আগে থেকে জানা ছিল। আমি ট্রাই করেছি ওয়ালেট ভালোভাবেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পেরেছি। এখন আমি যেভাবে ইন্সটল করলাম, প্রথমত প্লে স্টোরে যে জিমেইল সেটআপ করা রয়েছে সেটা প্রথমে চেঞ্জ করে অন্য জিমেইল সেটআপ করেছিলাম। এর পরবর্তীতে আমি ভিপিএন কানেক্ট করেছিলাম, ভিপিএন কানেক্ট করার পর সেই সিগনেচার ক্যাম্পেইনে লিংকে ক্লিক করেছিলাম এবং তারপর দেখি ইনস্টল করার অপশন চলে এসেছে। আমি ভিপিএন কানেক্ট করার সময় কান্ট্রি ফ্রান্স সিলেক্ট করে নিয়েছিলাম। তাই আপনি ফ্রান্স সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করে দেখুন আপনিও ইন্সটল করতে পারবেন। তাই আপনি আবার চেষ্টা করুন আশা করি সফল হবেন। আপনি Secure VPN দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা যাচ্ছে না, আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি অনেকক্ষণ সময় নিচ্ছে কিন্তু ওয়ালেট ক্রিয়েট হচ্ছে না।


[Edit] বাহ একাই দেখি এখন ওয়ালেট ওপেন হয়ে রয়েছে। মনে হয় তখন কোন প্রবলেম হয়েছিল। এই ওয়ালেট আমার মোটেও পছন্দ হলো না।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
October 01, 2024, 05:29:11 AM


Elysium Wallet এর একটা সিগনেচার ক্যাম্পেইন এসেছে যেখানে  Elysium Wallet এর ইউজার নাম লাগবে কিন্তু বাংলাদেশ থেকে এটা ডাউনলোড করা যায় না। ভিপিএন দিয়ে চেষ্টা করলাম তাও হয় না কোন উপায় আছে কিনা সেটাও জানিনা। অনেকে দেখলাম অ্যাপ্লিকেশন করেছে আমিও রিজার্ভ পোস্ট করে রেখেছিলাম কিন্তু পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে এর মানে ইউজার নেম দিয়ে পোস্ট করতে হবে।
বাংলাদেশ থেকে কোন উপায়ে কি এই ওয়ালেট ব্যবহার করা যাবে? কারো জানা থাকলে হেল্প করবেন প্লিজ।
আমি জানিনা আমার ট্রিকটি আপনার ক্ষেত্রে কাজে লাগবে কিনা তবে ট্রাই করতে তো সমস্যা নাই।

এর আগে একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গিয়ে আমার এই ধরনের সমস্যা ফেস করতে হয়েছিল পরে ভিপিএন ব্যবহার করেও সেই অ্যাপস ডাউনলোড দিতে পারেনি কিন্তু এক বন্ধুর সাজেশনে অন্য আরেকটা নতুন জিমেইল এ সুইচ করে তারপর আবার ভিপিএন দিয়ে ট্রাই করেছিলাম এবং তখন সেই এপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম। এখন আপনি এটা ট্রাই করতে পারেন আমি শিওর না হবে কিনা আপনার ক্ষেত্রে। আর নয় তো তাদের ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি অ্যাপস ডাউনলোড করা গেলে সেটা করুন।
আমি বুঝলাম না Elysium Wallet ননকাস্টেডিয়াল ওয়ালেট নাকি কাস্টোডিয়াল ওয়ালেট কারণ  ডি সেন্ট্রালাইজ ওয়ালেট এর ক্ষেত্রে তো ইউজার নেম থাকার কথা না।
ধন্যবাদ ভাই চেষ্টা করেছি কিন্তু তাও কাজ হচ্ছে না। খুব সম্ভবত আমার দেশ সেখানে এলাও না। এ সকল দেশে বিটকয়েন বৈধতা দেওয়া হয় নাই এই সকল দেশে হয়তো এই সমস্ত ওয়ালেটগুলো বৈধতা দেওয়া হয়নি। এটা বুঝলাম না কি কারনে হচ্ছে। তবে ফুল মেম্বার ও মেম্বার এলাও দেখে একটু অ্যাপ্লিকেশন করার ট্রাই করে দেখতে চেয়েছিলাম। যাহোক যেহেতু ওয়ালেট ডাউনলোড করতে পারিনি সেহেতু এপ্লিকেশন করার কোন দরকার নেই।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
October 01, 2024, 04:44:39 AM
টানা তিন দিন বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পরেও বাংলাদেশ ভারতের কাছে শোচনীয় ভাবে পরাজিত হওয়ার পথে। আসলে বাংলাদেশ আমরা যতই সাপোর্ট করি না কেন বাংলাদেশ বাংলাদেশের মতই খেলে। কখনো ক্রিকেট থেকে শিক্ষা নেওয়ার মতো কোন অভিজ্ঞতা অর্জন করতে পারে না। তাই বাংলাদেশের খেলা থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্রিকবাজে বাংলাদেশ স্কোর দেখি। বাংলাদেশের খেলা দেখে মজা পাওয়ার মত কিছুই পাই না।
এই মুহূর্তে ভারতের সাথে সিরিজ পরাজিত হওয়া মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেবে। এমনিই এই টেস্ট ঘিরে দুই দেশের ভিতর রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। আমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করি এজন্য স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সাপোর্টারদের উপর হামলা চালানো হয়েছিল। তারপরে বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজয় হওয়াটা কোনভাবেই শোভনীয় নয়।
বাংলাদেশের খেলা দেখতেও ইচ্ছে করে না আবার না দেখলেও ভালো লাগে না। যেহেতু বাংলাদেশের জন্ম নিয়েছি খেলাধুলার প্রতি আসক্ত তাই বাংলাদেশ দলকে সমর্থন করি। গত কয়েকদিন আগে পাকিস্তানদের বিপক্ষে বাংলাদেশ ভালো পারফরমেন্স করেছিল, সেই সুবাদে ভেবেছিলাম ইন্ডিয়া বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশ হলো।

দ্বিতীয় টেস্টে পরাজিত হবে এমনটা ভেবেছিলাম না, পুরোপুরি দুদিন খেলা‌ স্থগিত ছিল আড়াই দিনের খেলায় বাংলাদেশ পরাজিত হয়ে গেল। আজকে ৫ ওভারের মধ্যেই চারটি উইকেট পড়ে গেল, দেখে মনে হল তারা খেলতে যায়নি ঘোড়ার ঘাস কাটতে গেছে। টেস্ট খেলা বড় পার্টনারশিপ গড়ে তুলতে হবে, বাংলাদেশের ব্যাটসম্যানরা ১০-১২ রানের উপরে পার্টনারশিপ করতে পারেনা। টেস্টে একজন ব্যাটসম্যান ভালো খেললে স্কোর বড় হবে না, কয়েকজন ব্যাটসম্যানের ভালো খেলতে হবে। যদি বাংলাদেশের একজন ব্যাটসম্যান কোনমতে ভালো পারফর্ম করে আর বাকি সবাই ৫-১০-১৫-২০ করে করে আউট হয়ে যায়।

গতকালকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জাকির হাসান যখন আউট হলো তখন হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠানো হলো তিনিও দ্রুতই আউট হয়ে যায়। একজন বোলার কে কেন এক উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে পাঠানো হলো? এই সিদ্ধান্তটা মোটেও যুক্তিসঙ্গত ছিল না। তখন বাংলাদেশের উচিত ছিল একজন ব্যাটসম্যান মাঠে নামানো। বাংলাদেশের কাছ থেকে কখনোই বড় কিছু আশা করা উচিত নয়। বাংলাদেশের সমর্থক হিসেবে শুধু বারবার ছ্যাকা খেয়ে যাচ্ছি।

যাই হোক টেস্টে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলো এখন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কখনোই ইন্ডিয়াকে পরাজিত করতে পারবে না। বাংলাদেশর ব্যাটসম্যানরা টেস্টে টিকে থাকতে পারে না, দেখবেন যখন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তখন টেস্টের মতো ব্যাটিং করবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের হার্ট দুর্বল, আমি মনে করি বাংলাদেশের ব্যাটসম্যানরা মনের মধ্যে ভয় নিয়ে মাঠে নামে। ‌সামনে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে আসবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 01, 2024, 03:55:01 AM


Elysium Wallet এর একটা সিগনেচার ক্যাম্পেইন এসেছে যেখানে  Elysium Wallet এর ইউজার নাম লাগবে কিন্তু বাংলাদেশ থেকে এটা ডাউনলোড করা যায় না। ভিপিএন দিয়ে চেষ্টা করলাম তাও হয় না কোন উপায় আছে কিনা সেটাও জানিনা। অনেকে দেখলাম অ্যাপ্লিকেশন করেছে আমিও রিজার্ভ পোস্ট করে রেখেছিলাম কিন্তু পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে এর মানে ইউজার নেম দিয়ে পোস্ট করতে হবে।
বাংলাদেশ থেকে কোন উপায়ে কি এই ওয়ালেট ব্যবহার করা যাবে? কারো জানা থাকলে হেল্প করবেন প্লিজ।
আমি জানিনা আমার ট্রিকটি আপনার ক্ষেত্রে কাজে লাগবে কিনা তবে ট্রাই করতে তো সমস্যা নাই।

এর আগে একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গিয়ে আমার এই ধরনের সমস্যা ফেস করতে হয়েছিল পরে ভিপিএন ব্যবহার করেও সেই অ্যাপস ডাউনলোড দিতে পারেনি কিন্তু এক বন্ধুর সাজেশনে অন্য আরেকটা নতুন জিমেইল এ সুইচ করে তারপর আবার ভিপিএন দিয়ে ট্রাই করেছিলাম এবং তখন সেই এপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম। এখন আপনি এটা ট্রাই করতে পারেন আমি শিওর না হবে কিনা আপনার ক্ষেত্রে। আর নয় তো তাদের ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি অ্যাপস ডাউনলোড করা গেলে সেটা করুন।
আমি বুঝলাম না Elysium Wallet ননকাস্টেডিয়াল ওয়ালেট নাকি কাস্টোডিয়াল ওয়ালেট কারণ  ডি সেন্ট্রালাইজ ওয়ালেট এর ক্ষেত্রে তো ইউজার নেম থাকার কথা না।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
October 01, 2024, 03:40:27 AM


Elysium Wallet এর একটা সিগনেচার ক্যাম্পেইন এসেছে যেখানে  Elysium Wallet এর ইউজার নাম লাগবে কিন্তু বাংলাদেশ থেকে এটা ডাউনলোড করা যায় না। ভিপিএন দিয়ে চেষ্টা করলাম তাও হয় না কোন উপায় আছে কিনা সেটাও জানিনা। অনেকে দেখলাম অ্যাপ্লিকেশন করেছে আমিও রিজার্ভ পোস্ট করে রেখেছিলাম কিন্তু পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে এর মানে ইউজার নেম দিয়ে পোস্ট করতে হবে।
বাংলাদেশ থেকে কোন উপায়ে কি এই ওয়ালেট ব্যবহার করা যাবে? কারো জানা থাকলে হেল্প করবেন প্লিজ।
sr. member
Activity: 546
Merit: 268
October 01, 2024, 03:29:29 AM
টানা তিন দিন বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পরেও বাংলাদেশ ভারতের কাছে শোচনীয় ভাবে পরাজিত হওয়ার পথে। আসলে বাংলাদেশ আমরা যতই সাপোর্ট করি না কেন বাংলাদেশ বাংলাদেশের মতই খেলে। কখনো ক্রিকেট থেকে শিক্ষা নেওয়ার মতো কোন অভিজ্ঞতা অর্জন করতে পারে না। তাই বাংলাদেশের খেলা থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্রিকবাজে বাংলাদেশ স্কোর দেখি। বাংলাদেশের খেলা দেখে মজা পাওয়ার মত কিছুই পাই না।
এই মুহূর্তে ভারতের সাথে সিরিজ পরাজিত হওয়া মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেবে। এমনিই এই টেস্ট ঘিরে দুই দেশের ভিতর রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। আমরা নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করি এজন্য স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সাপোর্টারদের উপর হামলা চালানো হয়েছিল। তারপরে বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজয় হওয়াটা কোনভাবেই শোভনীয় নয়।


full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
October 01, 2024, 01:39:20 AM
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আমার পরিচিত ম্যাক্সিমাম পাবলিক যাদের টেলিগ্রাম আছে তারা আসলে জানেই না টেলিগ্রাম মূলত কিসের এপ। তারা বিভিন্ন মানুষের মাধ্যমে টাকা ইনকাম করার লোভে পরে টেলিগ্রাম একাউন্ট খুলে। এয়াপড্রপ এর একটা সময় ছিলো , আমি অনেকদিন অফলাইন তাই সঠিক নাম টা মনে করতে পারছিনা আমার বন্ধু আলমগীর যাকে তুমি চেনো সে আমাকে কিছু এয়ারড্রপ এর খোঁজ দিয়েছিলো ২০১৬/১৭ সালের দিকে সম্ভবত। অই এয়ারড্রপগুলা থেকে আমি হিউজ পরিমাণে ইনকাম করছিলাম। প্রতি একাউন্ট এ ৩০ ডলারের উপরে দিতো আবার সাথে সাথেই প্যামেন্ট দিয়ে দিতো। অইসব দিন এখন আর নাই এখন যা দেখি তার ৯৯.৯% ই ভূয়া।
বর্তমানে টেলিগ্রাম বটগুলো একটা বিজনেস খুলে বসেছে, একটা বট লাঞ্চ করার পর তাদের প্রথম শর্তই থাকে টন লেনদেন করতে হবে তা না হলে পেমেন্ট পাবেন না। এগুলা আসলে একটা প্রতারণা করার বিভিন্ন রূপ। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন নাম গন্ধ নেই অথচ লেনদেন করতে হবে এটা তাদের প্রথম শর্ত দেওয়া থাকে। তাই এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দেওয়ার আগে যার যা কর্ম ছিল সেটাই করতে থাকেন ওইটাই ভালো হবে।
jr. member
Activity: 45
Merit: 12
September 30, 2024, 11:58:55 PM
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আমার পরিচিত ম্যাক্সিমাম পাবলিক যাদের টেলিগ্রাম আছে তারা আসলে জানেই না টেলিগ্রাম মূলত কিসের এপ। তারা বিভিন্ন মানুষের মাধ্যমে টাকা ইনকাম করার লোভে পরে টেলিগ্রাম একাউন্ট খুলে। এয়াপড্রপ এর একটা সময় ছিলো , আমি অনেকদিন অফলাইন তাই সঠিক নাম টা মনে করতে পারছিনা আমার বন্ধু আলমগীর যাকে তুমি চেনো সে আমাকে কিছু এয়ারড্রপ এর খোঁজ দিয়েছিলো ২০১৬/১৭ সালের দিকে সম্ভবত। অই এয়ারড্রপগুলা থেকে আমি হিউজ পরিমাণে ইনকাম করছিলাম। প্রতি একাউন্ট এ ৩০ ডলারের উপরে দিতো আবার সাথে সাথেই প্যামেন্ট দিয়ে দিতো। অইসব দিন এখন আর নাই এখন যা দেখি তার ৯৯.৯% ই ভূয়া।
hero member
Activity: 840
Merit: 522
September 30, 2024, 08:25:55 AM
ভাই আমার মনে হয় বাংলার জন্য এরকম একটা নিয়ম থাকা অবশ্যই প্রয়োজন। কারণ বাংলা লেখাটা এই ফোরামের আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ করতে পারে না বললে চলে। আর যখন প্রপার বাংলা আমরা লিখি এই লেখাগুলো তারা পড়ার জন্য ট্রান্সলেট করে ইংরেজি করে নেয়। এভাবেই তারা পড়ে থাকেন কিন্তু যদি দেখেন আমরা বাংলিশ ব্যবহার করতেছি বা আমাদের মত করে আমরা সংক্ষিপ্ত রূপ দিয়ে বাংলিশ বলতেছি এগুলো ট্রান্সলেট করা যায় না এবং এগুলো আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ এগুলো বুঝতেও পারে না।

বাংলা বোর্ড মুলত বাংলা ভাষা যারা জানে তাদের জন্য। অন্য কেউ আপনার কথা ট্রান্সলেট করে বুঝতে পারলো নাকি পারলো না, সেট আসলে জরুরী না। জরুরী হলো আপনি যাদের জন্য লিখছেন, তারা বুঝতে পারছে কি না। যদিও আমিও বাংলা ফন্ট এ লেখার পক্ষে। তবে কারো সাময়ীক সমস্যা হলে তারা চাইলে ইংরেজী ফন্টে লিখতেই পারেন, এটার জন্য আলাদা করে রুলস বানিয়ে সেটা বন্ধ করা জরুরী বলে আমার মনে হয় না। আপনি যতক্ষন বাংলা বলছেন, ততক্ষন আপনি কোনো রুলস ভায়োলেট করছেন না। আর যেরকম টা লিটল মাউস ভাই লিখেছেন, সেলফ মোডারেটেড থ্রেড এ আসলে থ্রেড ক্রিয়েটর চাইলেই কিছু লোকাল রুলস সেট করে দিতে পারেন। আর এখানে ওনার সেই নিয়ম ই চলবে।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 30, 2024, 12:22:16 AM
আপনার বাংলিশ লেখা দেখে আমি বসে আছি মডের রিয়েকশন দেখার জন্য। হয়তোবা আপনার পোস্ট কোট করে বলতে পারে এখানে শুধু বাংলা এলাউ।
এইরকম কোন নিয়ম নেই কিন্তু আমরা যেহেতু এইখানে সেলফ মডারেটেড একটা টপিক ব্যবহার করতেছি যেখানে থ্রেড ক্রিয়েটরের নিয়মই শেষ কথা, সেখানে উনার নিয়ম মেনে চলাই ভালো। বলা যায় না কখন ডিলিট হয়ে যায়।
ভাই আমার মনে হয় বাংলার জন্য এরকম একটা নিয়ম থাকা অবশ্যই প্রয়োজন। কারণ বাংলা লেখাটা এই ফোরামের আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ করতে পারে না বললে চলে। আর যখন প্রপার বাংলা আমরা লিখি এই লেখাগুলো তারা পড়ার জন্য ট্রান্সলেট করে ইংরেজি করে নেয়। এভাবেই তারা পড়ে থাকেন কিন্তু যদি দেখেন আমরা বাংলিশ ব্যবহার করতেছি বা আমাদের মত করে আমরা সংক্ষিপ্ত রূপ দিয়ে বাংলিশ বলতেছি এগুলো ট্রান্সলেট করা যায় না এবং এগুলো আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ এগুলো বুঝতেও পারে না।

আবার আমাদের লোকালের মডারেটররা তারাও বাংলা বলতে পারে না বললেই চলে কারণ আমি পূর্বে লক্ষ্য করেছি আমাদের সম্মানিত মডারেটর Xal0lex উনিও আমাদের ভাষাগুলো ট্রান্সলেট এর মাধ্যমে পড়ে থাকেন।  এবং তিনি যদি কোন সমস্যা পান আমাদের লোকাল বোর্ডে, তাহলে সে ট্রান্সলেট করে বাংলা দিয়ে এবং পাশাপাশি ইংরেজিটাও লিখে আমাদের সমস্যার সমাধান করে দেন। তাই প্রোফাইলে বাংলায় পোস্ট করলে ভালো হয় অন্যরা তারা ট্রান্সলেট করে পড়তে পারবে যদি করতে চায়।

সেজন্য আমার কাছে মনে হয় যদি আমরা এখানে প্রপারলি বাংলায় লিখি তাহলে সেটা সকলের জন্যই ভালো হবে। আর এটা সম্পর্কে প্রথম পৃষ্ঠায় যদি এরকম কোন সংশোধনীয় কোন পোস্ট এড করা যায় তাহলে এটা ভালো হয়।
jr. member
Activity: 35
Merit: 3
September 29, 2024, 04:37:21 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০১৩৩৬

উড়েই গেল দশমিকের পরের একটা শুন্য ...দাম এখন দশগুন... অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে। Smiley

অনেকে DM করছেন PulseChain setup করবেন কিভাবে? আপনারা নিচের link এ দেখতে পারেন...

https://PulseChain.com

jr. member
Activity: 45
Merit: 12
September 29, 2024, 03:29:38 PM
By the way, this is my first post here. I don't think I will be regular here. But, Nice to see you guys representing our country on a international forum. Proud of you boys!

ধন্যবাদ ফোরামে একাউন্ট খোলার জন্য। যদিও তোমাকে আমি অনেক আগে থেকেই এই ব্যাপারে বলে আসছি। রেগুলার না হলেও মাঝে মাঝে ফোরামে একটু ঘাটাঘাটি কইরো। ক্রিপ্টো নিয়ে যদি তেমন ইন্টারেস্ট ফিল না-ও করো, এই ফোরামে কিন্তু আরো অনেক কিছু নিয়েই ডিসকাশন করা যায়। আমাদের বাংলাদেশি লোকাল তেমন কোনো ভালো প্রোগ্রামার নাই। যদিও ক্রিপ্টো লাইব্রেরি টুকিটাকি কোড করে মাঝে মাঝে। উনি এক্সটেনশন গুলো নিয়ে মাঝে মাঝে কাজ করে থাকে। যেমন টা তোমাকে বলেছিলাম, ফোরামের এই ভারশন এর স্ক্রিপ্ট টা ডাউনলোড করে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। যদিও রানিং স্ক্রিপ্ট অনেক বেশি মডিফাই করা হইছে। যদি কোনো সিকিউরিটি ফ্লো খুজে পাও, সেটার জন্য ফোরামে বাউন্টি আছে। আর না পাইলেও সমস্যা নাই। যদি ভালো কোনো আইডিয়া থাকে, সেগুলো শেয়ার করতে পারো। শেষ কথা, যদি পারো সময় দিও। সবার উদ্দেশ্যে, এটা আমার ফ্রেন্ড 😊
ধন্যবাদ প্রিয় বন্ধু Learn Bitcoin এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবো। এখানে নিজের জানা অনেক কিছু সবাইকে জানাতে পারবো। আমি এখন থেকে চেষ্টা করবো ফোরামে যতোটুকু পারি সময় দেওয়ার। এখান থেকে ভালো কিছু জানার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর।
Pages:
Jump to: