Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 26. (Read 5665882 times)

sr. member
Activity: 616
Merit: 322
September 14, 2024, 02:34:59 PM

1. GELRDE
2. NTYONPCRIE
1. LEDGER (এটি আকটা  জনপ্রিয় হার্ডওয়্যার ওয়ালেট)

2. ENCRYPTION ( এটা ইউজার ডেটা সুরক্ষার একটা বিশেষ প্রক্রিয়া। এটার মাধ্যমে হ্যাকারের হাত থেকে ইউজারের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ধরনে পাসওয়ার্ড, পার্সোনাল ডকুমেন্টস ইত্যাদি এগুলোকে সুরক্ষিত রাখা হয়)
member
Activity: 106
Merit: 87
September 14, 2024, 01:59:42 PM
এই ফোরামে কয়েকটি শব্দের খেলা (Word Game) দেখেছি, যেগুলো Pmalek, cygan ও  deadsea33 দ্বারা বানানো। আমি চাইতেছি আমাদের বাংলা লোকাল ফোরাম এর জন্য একটি শব্দের খেলা আয়োজন করার জন্য। যেখানে মজার ছলে খেলার সাথে সাথে আমরা নতুন কিছু শব্দ সম্পর্কে শুনব আর জানব সে সম্পর্কে। এটা শুধু মাত্র আমাদের লোকাল ইউজার দের জন্য

•এখানে আমি প্রতি রাউন্ড এ ৮ টি শব্দ এড করবো, যেখানে সব অক্ষরগুলো উল্টোপাল্টা অথবা শুন্যস্থান আকারে অসম্পূর্ণ থাকবে।
•এখানে সব গুলো শব্দই থাকবে ক্রিপ্টোকারেন্সি বিষয় নিয়ে।তাই  যত পারুন ফোরাম সার্চ করুন অথবা গুগল এর সাহায্য নিন
•শব্দের খেলাকে শিক্ষনীয় বানানোর জন্য সেই শব্দের পাশে বাংলা নোট এ লিখে দিব সংক্ষেপ এ সেই শব্দটি দ্বারা কি বুঝিয়েছে বা এর মানে কি।

খেলার কিছু নিয়ম -

১.সেপ্টেম্বর ১ এর পরে খোলা কোনো একাউন্ট এই গেম এ অংশগ্রহন করতে পারবে না।
২. পোস্ট এডিট করা বা ডিলিট করা চলবে না।
৩. আপনি যতখুশি অনুমান করে শব্দ লিখতে পারবেন,  কিন্তু একবারে দুইটির বেশি শব্দ পোস্ট করতে পারবেন না।
৪. যতক্ষন না অন্য কেও রিপ্লাই দিচ্ছে আপনি পোস্ট করার পর,  আপনি ২য় বার পোস্ট করতে পারবেন না।
৫. প্রত্যেক রাউন্ড এর ৮টি শব্দ সম্পূর্ন ভাবে অনুমান করা শেষ হয়ে গেলে ২য় রাউন্ড শুরু করবো আমি
৬. যদি কেও সঠিক উত্তর দিতে না পারে তাহলে আমি আরো কিছু শব্দ বা অক্ষর যোগ করবো
৭. যদি কেও সেই শব্দের মানে কি ছোট করে ব্যাখ্যা না করে তাহলে তার শব্দটি গননা করা হবে না।
৮. একজনের সঠিক উত্তরকৃত শব্দ ২য় বার পোস্ট করা যাবে না।
৯. প্রত্যেকবার সঠিক উত্তর এর জন্য ১টি করে মেরিট উপহার দিব আমি।
১০. যতক্ষন পর্যন্ত আমার এস মেরিট আছে রাউন্ড চলতে থাকবে।

১ম রাউন্ড

1. GELRDE (LEDGER)
2. NTYONPCRIE (ENCRYPTION)
3. GIMNIN (MINING)
4. D_ _ EN_ R_ _ (Decentral)
5. _H_I_ (CHAIN)
6. S_ _R_ (SCORE)
7. _O_M_ _SI_ _S (COMMISSIONS)
8. H_P_ (HYPE)

১ম রাউন্ড শেষ
sr. member
Activity: 546
Merit: 268
September 14, 2024, 08:49:44 AM
ভাইরে ভাই এই Hamster নিয়া এতো মাতামাতি শুরু হইছে যে বলার বাইরে। Binance এর এনাউন্সমেন্টের উপর থেকে শুরু হয়ে গেছে যত মাতামাতি। ফেসবুকে ঢোকা যায় যায় খালি এগুলা নিয়ে পোস্ট কি একটা অবস্থা রে ভাই। আবার এলাকার পোলাপানরাও কয় দেখা হইবো ২৬তারিখে। এয়াড্রপ করি বহু দিন হইছে এমন অবস্থা কখনো আমি দেখি নাই। মাথা নষ্ট হইয়া গেলো এগুলা দেখতে দেখতে। আজকে সকালে ক্লাসে গেছি স্যার বলতাছে আচ্ছা তোমরা কি জানো কিছু Hamster কি? এটা নিয়ে সে রাতে ফেসবুকে পোস্ট দেখেছে বললো। অপর পাশ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে মানে আমারই একটা বান্ধবী সে বলতাছে স্যার এটা থেকে টাকা দিবো এটা একটা গেম ছিলো। সে করছে তার নাকি খুশি খুশি লাগতাছে ২৬তারিখে টাকা পাইবো, এগুলো শুনে স্যার পর্যন্ত অবাক হয়ে গেছে পরে হাসতে হাসতে বললো মিষ্টি এটা কি আসলেই তখন মেয়ে বললো এই যে স্যার সত্যি।  এটা শুনে রীতিমতো অবাক হয়ে গেছি আমি আর মনে মনে হাসতাছি কোন লেভেলে গেছে তাইলে এটা। আমিও করছি কিন্তু ওরা কেউ জানেনা। একটা জিনিস ভাইরাল হওয়ার একটা লিমিট থাকে কিন্তু আমার মনে হয় এটা তার থেকেও বেশি হইছে। এবার আসি আপনাদের কাছে কে কয়টা করছেন এই Hamster?
Catizen আজকে Airdrop snapshot দিছে তাতে করে মনে হয়েছে হামস্টার কমবাটের Catizen এর মতো করে কিনা। cat 33 level পর্যন্ত নিয়ে মাত্র 3 Cati টোকেন পাইছি। এতো পরিশ্রম করে মাত্র 3 টোকেন পাইলাম । ওদের ভিক্ষা দেওয়ার সিস্টেম থাকলে অবশ্যই দিয়ে দিতাম।
Hamster Kombat এর প্রতি এখন আর মনোসংযোগ নেই এদের যে কমিউনিটি তাতে করে মনে হয় এরাও ঢালাও ভাবে কিছু কিছু টোকেন দিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়ে দেবে।
Blum নিয়ে বাড়াবাড়ি করছি অর্থাৎ এত ভবিষ্যৎবাণী করে রাখছি এরাও লাস্ট পর্যন্ত দেখবেন দু চার ডলারের সমপরিমাণ টোকেন দিয়ে সান্তনা পুরস্কার দিয়ে রাখবে। এটা আমার Catizen টোকেন কম পাওয়ার ক্ষোভে এ সকল কিছু বলে রাখলাম। অবশ্য একটি এয়ার্ডপের বদৌলতে অন্যটি তুলনা করা উচিত নয়। অন্যগুলা খুব ভালো হতে পারে।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 14, 2024, 04:19:30 AM
ভাইরে ভাই এই Hamster নিয়া এতো মাতামাতি শুরু হইছে যে বলার বাইরে। Binance এর এনাউন্সমেন্টের উপর থেকে শুরু হয়ে গেছে যত মাতামাতি। ফেসবুকে ঢোকা যায় যায় খালি এগুলা নিয়ে পোস্ট কি একটা অবস্থা রে ভাই। আবার এলাকার পোলাপানরাও কয় দেখা হইবো ২৬তারিখে। এয়াড্রপ করি বহু দিন হইছে এমন অবস্থা কখনো আমি দেখি নাই। মাথা নষ্ট হইয়া গেলো এগুলা দেখতে দেখতে। আজকে সকালে ক্লাসে গেছি স্যার বলতাছে আচ্ছা তোমরা কি জানো কিছু Hamster কি? এটা নিয়ে সে রাতে ফেসবুকে পোস্ট দেখেছে বললো। অপর পাশ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে মানে আমারই একটা বান্ধবী সে বলতাছে স্যার এটা থেকে টাকা দিবো এটা একটা গেম ছিলো। সে করছে তার নাকি খুশি খুশি লাগতাছে ২৬তারিখে টাকা পাইবো, এগুলো শুনে স্যার পর্যন্ত অবাক হয়ে গেছে পরে হাসতে হাসতে বললো মিষ্টি এটা কি আসলেই তখন মেয়ে বললো এই যে স্যার সত্যি।  এটা শুনে রীতিমতো অবাক হয়ে গেছি আমি আর মনে মনে হাসতাছি কোন লেভেলে গেছে তাইলে এটা। আমিও করছি কিন্তু ওরা কেউ জানেনা। একটা জিনিস ভাইরাল হওয়ার একটা লিমিট থাকে কিন্তু আমার মনে হয় এটা তার থেকেও বেশি হইছে। এবার আসি আপনাদের কাছে কে কয়টা করছেন এই Hamster?
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 13, 2024, 06:37:30 PM
আমরা অনেকে hamster এর সাথে যুক্ত আছি আমার হামস্টার এ কিছু সমস্যা হইছে আমি এর সমাধান খুঁজে পাচ্ছি না যদি কারো কাছে সমাধান থাকে তাইলে একটু যদি বলেন তাইলে উপকার হতো।।

Unable to get acount information.

বলছে এর সমাধান কি।।
ভাই কোন কিছুই হয় নাই অস্থির হওয়ার কোন কিছু নাই তারা একটু আপডেটের বিষয় নিয়ে কাজ করতেছে তো সেজন্য এরকম হয়েছে টেনশন করিয়েন না একটু পরে চেষ্টা করেন ঠিক হয়ে যাবে। আমি তো ঠিক থাকলে ভয় করতেছি ভাই আপনি একটু দেখেন ঠিক হয়ে গেছে। তারা পেমেন্ট করবে তো এই বিষয়টা নিয়ে তারা কিভাবে কি করা যায় এটার আপডেট করতেছে। আর ভাই এই কয়েকদিনে মানে ২৬ তারিখের আগ পর্যন্ত একটু সমস্যা হতে পারে কারণ তারা আপডেট করবে এই বিষয়টা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না।

-একটা জেনারেশনের অর্ধেক পোলাপান বইসা আছে ২৬ তারিখের অপেক্ষায়-
এমন পোস্ট দেখতে পাচ্ছি প্রচুর পরিমানে ফেসবুকে ডুকলেই। তাই এগুলো দেখে মনে হইতেছে যে Hamster থেকে অনেক বড় কিছু আশা করছে সবাই। তবে এটা থেকে কত বড় কিছু পাওয়া সম্ভব তা নিয়ে আমি কনফিউশনে আছি কারন যেহেতু তারা এখনো ফাইনাল এলোকেশ সিস্টেমটি এনাউন্সমেন্ট করেনি তাই এখনো এটা অনুমান করা যাচ্ছে না যে কে কত পরিমানে টোকেন পাবে। বিভিন্ন গ্রুপে দেখলাম যেগুলো 3M+ per hour একাউন্ট সেগুলো  ১৫-২৫$ এর মধ্যে বেচাকেনা হচ্ছে। বিনান্সে লান্সপুলের এনাউন্সমেন্ট পেয়ে এটার হাইপ শুরু হয়ে গেছে। প্রচুর পরিমানে বাংলাদেশের পোলাপান এটা করছে আর পেমেন্ট পাবে। Dogs লিস্টিং হওয়ার পর যেমন USDT এর রেট অনেক কমেছিলো তেমনই এবারো সেরকম কিছু ঘটবে তাই আমি সেই সময় কিছু USDT কিনে হোল্ড করার অপেক্ষায় আছি।


 টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপে অ্যালোকেশন নিয়ে দেখলাম পোস্ট করেছে সেখান থেকে এই স্ক্রিনশটটা আমি এনে এখানে শেয়ার করলাম। তবে আমার মনে হয় অনেকগুলো অ্যাকাউন্ট বিশেষ শর্ত না মানায় বাদ পড়ে যাবে। যারা একাধিক একাউন্ট করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই সমস্যা হতে পারে। তাছাড়া তারা ২৬ তারিখের আগে সকল কাজ কমপ্লিট করে রাখার ব্যবস্থা করেছে। এড্রেস বসানোর শেষ তারিখ নির্ধারণ করে দিয়েছে চব্বিশ তারিখ অর্থাৎ ২৬ তারিখের আগে সকল কিছু কমপ্লিট করে রাখতে বলা হয়েছে। তাছাড়া সকল এক্সচেঞ্জের কেওয়াইসি মোড করতে বলা হয় অর্থাৎ কেওয়াইসি বাধ্যতামূলক।
তবে যারা পূর্ব থেকেই একাউন্ট কেনাবেচা করছে আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আফসোসের কারণ হবে। যেহেতু কয়েক মাস অপেক্ষা করা হলো অর্থাৎ এক্সচেঞ্জ লিস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করা আমার মনে হয় উচিত। কে জানে ভালো হলেও তো হতে পারে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 13, 2024, 05:10:25 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#17)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5508778
sr. member
Activity: 616
Merit: 322
September 13, 2024, 01:16:15 PM
আমরা অনেকে hamster এর সাথে যুক্ত আছি আমার হামস্টার এ কিছু সমস্যা হইছে আমি এর সমাধান খুঁজে পাচ্ছি না যদি কারো কাছে সমাধান থাকে তাইলে একটু যদি বলেন তাইলে উপকার হতো।।

Unable to get acount information.

বলছে এর সমাধান কি।।
ভাই কোন কিছুই হয় নাই অস্থির হওয়ার কোন কিছু নাই তারা একটু আপডেটের বিষয় নিয়ে কাজ করতেছে তো সেজন্য এরকম হয়েছে টেনশন করিয়েন না একটু পরে চেষ্টা করেন ঠিক হয়ে যাবে। আমি তো ঠিক থাকলে ভয় করতেছি ভাই আপনি একটু দেখেন ঠিক হয়ে গেছে। তারা পেমেন্ট করবে তো এই বিষয়টা নিয়ে তারা কিভাবে কি করা যায় এটার আপডেট করতেছে। আর ভাই এই কয়েকদিনে মানে ২৬ তারিখের আগ পর্যন্ত একটু সমস্যা হতে পারে কারণ তারা আপডেট করবে এই বিষয়টা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না।

-একটা জেনারেশনের অর্ধেক পোলাপান বইসা আছে ২৬ তারিখের অপেক্ষায়-
এমন পোস্ট দেখতে পাচ্ছি প্রচুর পরিমানে ফেসবুকে ডুকলেই। তাই এগুলো দেখে মনে হইতেছে যে Hamster থেকে অনেক বড় কিছু আশা করছে সবাই। তবে এটা থেকে কত বড় কিছু পাওয়া সম্ভব তা নিয়ে আমি কনফিউশনে আছি কারন যেহেতু তারা এখনো ফাইনাল এলোকেশ সিস্টেমটি এনাউন্সমেন্ট করেনি তাই এখনো এটা অনুমান করা যাচ্ছে না যে কে কত পরিমানে টোকেন পাবে। বিভিন্ন গ্রুপে দেখলাম যেগুলো 3M+ per hour একাউন্ট সেগুলো  ১৫-২৫$ এর মধ্যে বেচাকেনা হচ্ছে। বিনান্সে লান্সপুলের এনাউন্সমেন্ট পেয়ে এটার হাইপ শুরু হয়ে গেছে। প্রচুর পরিমানে বাংলাদেশের পোলাপান এটা করছে আর পেমেন্ট পাবে। Dogs লিস্টিং হওয়ার পর যেমন USDT এর রেট অনেক কমেছিলো তেমনই এবারো সেরকম কিছু ঘটবে তাই আমি সেই সময় কিছু USDT কিনে হোল্ড করার অপেক্ষায় আছি।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 13, 2024, 11:06:24 AM
আমরা অনেকে hamster এর সাথে যুক্ত আছি আমার হামস্টার এ কিছু সমস্যা হইছে আমি এর সমাধান খুঁজে পাচ্ছি না যদি কারো কাছে সমাধান থাকে তাইলে একটু যদি বলেন তাইলে উপকার হতো।।

Unable to get acount information.

বলছে এর সমাধান কি।।
ভাই কোন কিছুই হয় নাই অস্থির হওয়ার কোন কিছু নাই তারা একটু আপডেটের বিষয় নিয়ে কাজ করতেছে তো সেজন্য এরকম হয়েছে টেনশন করিয়েন না একটু পরে চেষ্টা করেন ঠিক হয়ে যাবে। আমি তো ঠিক থাকলে ভয় করতেছি ভাই আপনি একটু দেখেন ঠিক হয়ে গেছে। তারা পেমেন্ট করবে তো এই বিষয়টা নিয়ে তারা কিভাবে কি করা যায় এটার আপডেট করতেছে। আর ভাই এই কয়েকদিনে মানে ২৬ তারিখের আগ পর্যন্ত একটু সমস্যা হতে পারে কারণ তারা আপডেট করবে এই বিষয়টা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
September 13, 2024, 10:45:48 AM
আমরা অনেকে hamster এর সাথে যুক্ত আছি আমার হামস্টার এ কিছু সমস্যা হইছে আমি এর সমাধান খুঁজে পাচ্ছি না যদি কারো কাছে সমাধান থাকে তাইলে একটু যদি বলেন তাইলে উপকার হতো।।

Unable to get acount information.

বলছে এর সমাধান কি।।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 13, 2024, 03:11:47 AM
আপনাকে ধন্যবাদ।
আপনার ৩ টা ট্রান্সলেশন বাদ পড়েছিলো। আসলে আমি নিন্জাষ্টিক ব্যাবহার করে সেখানে কিছু কিওয়্যার্ড ব্যাবহার করে অনুবাদ গুলু বের করার চেষ্টা করছিলাম। লিষ্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। যেমনটা বলেছিলাম, কিছু থ্রেড ইচ্ছে করেই এড করা হয়নি। যেমন, পাই বেকিং কন্টেষ্ট এবং কমিউনিটি এওয়্যার্ড থ্রেড। যেহেতু এগুলো সিজনাল, প্রতি বছরেই এই থ্রেড আসবে। এবং বছর শেষে এগুলো তেমন কাজে দেবে না। আর যেমনটা লিখেছি, কাজ এখনো চলমান। রিভিউ মাষ্টার ভাইকে অনেকে চিনে থাকবেন, ওনার বেশ কিছু পোষ্ট আছে। এগুলো এক দিনে করা যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। সবাই যদি ওনাদের নিজেদের বাংলা পোষ্টগুলোর একটা তালিকা করতে পারতো, তাহলে কাজটা সহজ হয়ে যেতো।

সবাই কমবেশি তাদের অনুবাদগুলো লিস্ট করে রাখে। নিনজাস্টিক ব্যবহার না করে ডাইরেক্ট এপ্রোচ করে দেখেন। আর অনুবাদক তো ১৫-২০ জন না। হাতে গোনা যে কজন আছি আর কি। সবাইকে একটু ইনবক্সে ঘুতা মারেন দেখবেন ঘরঘর করে সব বের হয়ে আসবে। আর যারা এক্টিভ না, বা লোকালে রেয়ারলি দেখা মিলে, তাদের টায় নিনজাস্টিক মারেন।

সিজনাল গুলো চাইলে একটা "Other" ক্যাটাগরিতে রাখতে পারেন। আমাদের হয়তো কাজে আসবে না ঠিক, বাট নতুন যারা ফোরামে জয়েন করবে, লোকালে আসবে, তাদের অবশ্যই কাজে আসবে। এই কনটেস্টগুলোর ইতিহাস জানতে পারবে। জাস্ট একটা সাজেশন দিলাম, বাকিটা আপনার আর বাংলা কমিউনিটির ইচ্ছা!  Wink
hero member
Activity: 840
Merit: 522
September 13, 2024, 12:18:04 AM
অনেকগুলো টপিকই মিসিং মনে হচ্ছিলো এখানে। আবার কিছু কিছু টপিক একাধিক পার্টে করা। দুই-একটা কনটেস্টের অনুবাদও ছিলো। আবার কিছু টিউটোরিয়ালও ছিলো। আবার বল্লেন কিছু সার্ভিস বোর্ড ইগনোর করছেন। তো সব মিলিয়ে, কম্পাইল করার সুবিধার্থে আমার আমি অনুবাদ করা সব অনুবাদগুলো একত্রে দিয়ে রাখলাম। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে যেমন ভালো মনে হয় কইরেন।

আপনাকে ধন্যবাদ।
আপনার ৩ টা ট্রান্সলেশন বাদ পড়েছিলো। আসলে আমি নিন্জাষ্টিক ব্যাবহার করে সেখানে কিছু কিওয়্যার্ড ব্যাবহার করে অনুবাদ গুলু বের করার চেষ্টা করছিলাম। লিষ্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। যেমনটা বলেছিলাম, কিছু থ্রেড ইচ্ছে করেই এড করা হয়নি। যেমন, পাই বেকিং কন্টেষ্ট এবং কমিউনিটি এওয়্যার্ড থ্রেড। যেহেতু এগুলো সিজনাল, প্রতি বছরেই এই থ্রেড আসবে। এবং বছর শেষে এগুলো তেমন কাজে দেবে না। আর যেমনটা লিখেছি, কাজ এখনো চলমান। রিভিউ মাষ্টার ভাইকে অনেকে চিনে থাকবেন, ওনার বেশ কিছু পোষ্ট আছে। এগুলো এক দিনে করা যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। সবাই যদি ওনাদের নিজেদের বাংলা পোষ্টগুলোর একটা তালিকা করতে পারতো, তাহলে কাজটা সহজ হয়ে যেতো।

তবে এই বিষয়ে আমি নিউজ খুঁজলাম কিন্তু কোন নিউজ পেলাম না। যাইহোক, CL ভাইয় আপনি ওয়েট করুন দেখুন কি হয়। আমার মনে হয় আপনকে অবশ্যই কনভার্ট করে নতুন টোকেন দিয়ে দিবে।

যেমনটা আমি আমার আগের পোষ্টে লিখেছি, এক্সচেন্জ গুলো অটোমেটিক সোয়াপ করে ব্যালেন্সে এড করে দিবে। বাইনান্স ছাড়াও সবগুলো এক্সচেন্জ এটা নিয়ে এনাউন্সমেন্ট দিয়েছে। বাইনান্সের এনাউন্সমেন্ট লিংক https://www.binance.com/en/support/announcement/binance-will-support-the-polygon-matic-token-swap-to-polygon-pol-6a6de383727f4659a3050f7982e1620f
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 12, 2024, 08:12:37 PM
ভাইজানেরা আপনাদের কারো কি বাইনান্স এক্সেঞ্জারে মেটিক কয়েন ছিল ?
আমি তো বড় একটা বাঁশ খেয়ে গেলাম। কিছুদিন আগে আমি ৪০০ ডলারের উপরে এমাউন্ট matic কয়েন এ ইনভেস্টমেন্ট করেছিলাম । যদিও ইনভেস্টমেন্ট করেছিলাম লং টার্ম হোল্ডিং করার জন্য কিন্তু সেটা আর হলো কই তার আগে বাইনান্স এই কয়েন কে ডিলিস্টেড করে দিল ডিলিস্টেড করেছে এটা সমস্যা না সমস্যা হলো গিয়ে আমি ডিলিস্টেড হওয়ার পূর্বে কয়েন গুলোকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ট্রান্সফার করতে পারিনি। যদিও মনে হচ্ছে ফান্ড আর ব্যাক পাবনা তারপরও জিজ্ঞাসা  করতেসি কোনো কি চান্সেস আছে ব্যাক পাওয়ার ?
আপনার এরকম একটা কাজ হবে আপনি একটু আপডেট রাখবেন না। Ticker পরিবর্তন অথবা টোকেন ডি লিস্টেড করার আগে অবশ্যই যেকোনো একজন এডভান্স এনাউন্সমেন্ট করে থাকে আপনি সেটা খেয়াল রাখবেন না। তাছাড়া একটা বিষয় বুঝলাম না এত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হঠাৎ করে নাম পরিবর্তন টিকার পরিবর্তন করবে কেন? আপনি যেমন একজন সচেতন মানুষ হয়েও খেয়াল রাখতে পারেননি ঠিক আপনার মত আরও শত শত মানুষ রয়েছে যারা খেয়াল করতে পারিনি। তবে এরকম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম পরিবর্তন হবে এবং ব্যবহারকারীকে কোন কিছু করবে না এরকম ভাবা ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না আপনার সমপরিমাণ টোকেন ঠিক নতুন টিকারে পরিবর্তন করে দেয়া হবে।
আমি কিন্তু মেটিক কয়েনের নাম পরিবর্তন নিয়ে দুই তিন দিন আগে একটা পোষ্টের উল্লেখ করেছিলাম যে মেটিক MATIC নাম চেঞ্জ করেছে। তখনো যদি CL ভাই বিষয়টি খেয়াল করে দেখতো তাহলে Swap করে নিতে পারতেন চাইলে উইথড্র দিতে পারতেন। কু কয়েন এক্সচেঞ্জে বাইন্যান্স এর আগেই উইথড্র সাসপেন্ড করে দিয়েছিলো, গতকালকে দেখলাম বাইন্যান্স উইথড্র সাসপেন্ড করে দিয়েছে। আমি কোন একটি টেলিগ্রাম গ্রুপ থেকে কয়েকজনে আলোচনা করলো সেটি দেখেছিলাম যে আপনার মেটিক কয়েনের সমপরিমাণ POL টোকেনে কনভার্ট করে দেওয়া হবে। তবে এই বিষয়ে আমি নিউজ খুঁজলাম কিন্তু কোন নিউজ পেলাম না। যাইহোক, CL ভাইয় আপনি ওয়েট করুন দেখুন কি হয়। আমার মনে হয় আপনকে অবশ্যই কনভার্ট করে নতুন টোকেন দিয়ে দিবে।

আপনারা কী এই বিষয়টি দেখেছেন Polygon MATIC টোকেনের নাম চেঞ্জ করা হয়েছে। আমি একটি নিউজে দেখেছিলাম, তাই আমি কুকয়েন এক্সচেঞ্জে চেক করে দেখলাম MATIC টোকেন এর নাম চেঞ্জ করে দেখি নতুন নামকরন করে POL করা হয়েছে।
sr. member
Activity: 546
Merit: 268
September 12, 2024, 05:57:38 PM
ভাইজানেরা আপনাদের কারো কি বাইনান্স এক্সেঞ্জারে মেটিক কয়েন ছিল ?
আমি তো বড় একটা বাঁশ খেয়ে গেলাম। কিছুদিন আগে আমি ৪০০ ডলারের উপরে এমাউন্ট matic কয়েন এ ইনভেস্টমেন্ট করেছিলাম । যদিও ইনভেস্টমেন্ট করেছিলাম লং টার্ম হোল্ডিং করার জন্য কিন্তু সেটা আর হলো কই তার আগে বাইনান্স এই কয়েন কে ডিলিস্টেড করে দিল ডিলিস্টেড করেছে এটা সমস্যা না সমস্যা হলো গিয়ে আমি ডিলিস্টেড হওয়ার পূর্বে কয়েন গুলোকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ট্রান্সফার করতে পারিনি। যদিও মনে হচ্ছে ফান্ড আর ব্যাক পাবনা তারপরও জিজ্ঞাসা  করতেসি কোনো কি চান্সেস আছে ব্যাক পাওয়ার ?
আপনার এরকম একটা কাজ হবে আপনি একটু আপডেট রাখবেন না। Ticker পরিবর্তন অথবা টোকেন ডি লিস্টেড করার আগে অবশ্যই যেকোনো একজন এডভান্স এনাউন্সমেন্ট করে থাকে আপনি সেটা খেয়াল রাখবেন না। তাছাড়া একটা বিষয় বুঝলাম না এত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হঠাৎ করে নাম পরিবর্তন টিকার পরিবর্তন করবে কেন? আপনি যেমন একজন সচেতন মানুষ হয়েও খেয়াল রাখতে পারেননি ঠিক আপনার মত আরও শত শত মানুষ রয়েছে যারা খেয়াল করতে পারিনি। তবে এরকম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম পরিবর্তন হবে এবং ব্যবহারকারীকে কোন কিছু করবে না এরকম ভাবা ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না আপনার সমপরিমাণ টোকেন ঠিক নতুন টিকারে পরিবর্তন করে দেয়া হবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 12, 2024, 10:42:54 AM
বাংলাদেশ থ্রেড এ অনুবাদ হওয়া কিছু গুরুত্বপূর্ণ টপিক। কিছু কিছু সার্ভিস থ্রেড ইচ্ছে করে ইগনোর করা হয়েছে।
অনুবাদ গুলো লেখকওয়াইজ সাজানো হচ্ছে। কাজ চলমান....

অনেকগুলো টপিকই মিসিং মনে হচ্ছিলো এখানে। আবার কিছু কিছু টপিক একাধিক পার্টে করা। দুই-একটা কনটেস্টের অনুবাদও ছিলো। আবার কিছু টিউটোরিয়ালও ছিলো। আবার বল্লেন কিছু সার্ভিস বোর্ড ইগনোর করছেন। তো সব মিলিয়ে, কম্পাইল করার সুবিধার্থে আমার আমি অনুবাদ করা সব অনুবাদগুলো একত্রে দিয়ে রাখলাম। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে যেমন ভালো মনে হয় কইরেন।

hero member
Activity: 840
Merit: 522
September 12, 2024, 10:25:10 AM
বাংলাদেশ থ্রেড এ অনুবাদ হওয়া কিছু গুরুত্বপূর্ণ টপিক। কিছু কিছু সার্ভিস থ্রেড ইচ্ছে করে ইগনোর করা হয়েছে।


অনুবাদ গুলো লেখকওয়াইজ সাজানো হচ্ছে। কাজ চলমান....

ভাইজানেরা আপনাদের কারো কি বাইনান্স এক্সেঞ্জারে মেটিক কয়েন ছিল ?
আমি তো বড় একটা বাঁশ খেয়ে গেলাম। কিছুদিন আগে আমি ৪০০ ডলারের উপরে এমাউন্ট matic কয়েন এ ইনভেস্টমেন্ট করেছিলাম । যদিও ইনভেস্টমেন্ট করেছিলাম লং টার্ম হোল্ডিং করার জন্য কিন্তু সেটা আর হলো কই তার আগে বাইনান্স এই কয়েন কে ডিলিস্টেড করে দিল ডিলিস্টেড করেছে এটা সমস্যা না সমস্যা হলো গিয়ে আমি ডিলিস্টেড হওয়ার পূর্বে কয়েন গুলোকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ট্রান্সফার করতে পারিনি। যদিও মনে হচ্ছে ফান্ড আর ব্যাক পাবনা তারপরও জিজ্ঞাসা  করতেসি কোনো কি চান্সেস আছে ব্যাক পাওয়ার ?

অবশ্যই ফেরত পাবেন। এটা নিয়ে আসলে চিন্তুা করার কিছুই নাই। ম্যাটিক এর টিকার নেম চেন্জ হয়ে POL হবে এবং বাইনান্সে যাদের যে পরিমানে ম্যাটিক ছিলো, তারা সেই পরিমানে POL টোকেন পাবে। আগামীকাল থেকে POL এর ট্রেডিং পেয়ার শুরু হবে এবং আমা করা যায় বাইনান্স টোকেন সোয়াপ এর কাজ কমপ্লিট করে আপনার একাউন্টে ক্রেডিট করে দিবে। বাইনান্স অলরেডি এটা নিয়ে এনাউন্সমেন্ট করেছে যেটার গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে দিলাম

  • From 2024-09-04 12:00 (UTC) to 2024-09-10 03:30 (UTC), deposits and withdrawals of Polygon PoS native tokens (POL) will retain the MATIC ticker within Binance.
  • MATIC tokens will assume the ticker of POL tokens on Binance.
  • All MATIC tokens will be swapped to POL at a ratio of 1 MATIC = 1 POL.
  • Binance will open trading for the POL/BNB, POL/BRL, POL/BTC, POL/ETH, POL/EUR, POL/FDUSD, POL/JPY, POL/TRY, POL/USDC, and POL/USDT trading pairs at 2024-09-13 10:00 (UTC).

Source: Binance Will Support the Polygon (MATIC) Token Swap to Polygon (POL)
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 12, 2024, 10:22:34 AM
ভাইজানেরা আপনাদের কারো কি বাইনান্স এক্সেঞ্জারে মেটিক কয়েন ছিল ?
আমি তো বড় একটা বাঁশ খেয়ে গেলাম। কিছুদিন আগে আমি ৪০০ ডলারের উপরে এমাউন্ট matic কয়েন এ ইনভেস্টমেন্ট করেছিলাম । যদিও ইনভেস্টমেন্ট করেছিলাম লং টার্ম হোল্ডিং করার জন্য কিন্তু সেটা আর হলো কই তার আগে বাইনান্স এই কয়েন কে ডিলিস্টেড করে দিল ডিলিস্টেড করেছে এটা সমস্যা না সমস্যা হলো গিয়ে আমি ডিলিস্টেড হওয়ার পূর্বে কয়েন গুলোকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ট্রান্সফার করতে পারিনি। যদিও মনে হচ্ছে ফান্ড আর ব্যাক পাবনা তারপরও জিজ্ঞাসা  করতেসি কোনো কি চান্সেস আছে ব্যাক পাওয়ার ?
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 11, 2024, 11:16:40 PM
আমি মনে করি আমাদের অ্যাক্টিভিটি শুধু এই মাসে বাড়ালে চলবে না সামনের কয়েক মাস ভালো করে তারপরে নতুন করে বোর্ড এপ্লিকেশনের জন্য টপিক খুলতে হবে। এবং আমাদের নিজেদের উচিত হবে এনোনিমাস থেকে ফোরামে বাংলাদেশীদের আকর্ষণ করা যেন আমাদের কমিউনিটি আরো বড় হয়।
হ্যাঁ, আমিও মনে করি কয়েক মাস এক্টিভিটি বাড়িয়ে নেওয়া উচিত। গতমাসে পোস্ট সংখ্য কম ছিলো। আমাদের লোকাল থ্রেডের অনেক ইউজার বর্তমানে এই থ্রেডে পোস্ট করা প্রায় বাদ দিয়ে দিয়েছে, একা কারো পক্ষে সম্ভব নয়। সকলকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে সকলেই এক্টিব থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের কয়েক মাস চেষ্টা চালিয়ে যেতে হবে ভালো করার, তারপর আমাদের বোর্ড এপ্লিকেশন করা উচিত। আগামী ২০২৫ সালে নতুন বছর শুরুতে বোর্ড এপ্লিকেশনের জন্য টপিক খুললে কেমন হয় ভাই?  

পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!
রাইট ভাই, এলাকার কিছু পোলাপান আছে যারা রেফারেন্স কমিশন পাওয়ার জন্য এমন এমন প্রজেক্টের লিংক শেয়ার করে যেগুলোতে আজ পর্যন্ত কোন পেমেন্ট তো দূরের কথা আপডেট পর্যন্ত পেলাম না। আমি বেশ বিরক্ত হয়ে ঐসকল মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপ থেকে নিজেকে সরিয়ে এনেছি।

শুনছি Blum নাকি অনেক অনেক ভালো হবে?
কয়েকটা রেফার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঐ সকল রেফার করা ইউজার মনে হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পোলাপান, টাকা পয়সা যা পাচার করছে তাতে করে জিন্দেগীতে কোন অভাব পড়বে না। আমার রেফার করা ইউজার শুধুমাত্র জয়েন হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা পয়েন্টও কালেক্ট করেনি।
আমিও শুনেছলাম blum অনেক ভালো হবে। যখন blum এ জয়েন করেছিলাম তখন LB ভাই বলেছিলেম Blum অনেক ভালো হবে, তার পর থেকেই LB ভাইয়ের কথা মতো মনোযোগ দিয়ে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করেছি। Blum ভালো হবে দেখে এলাকায় কিছু পোলাপান কে রেফার করেছিলাম, সেম আপনার মতো অবস্থা তবুও আমি প্রতিদিন রেফার থেকে ১০০-১৫০ মতো পয়েন্ট পাই। দেখা যাক দিনশেষে আমাদের কেমন প্রফিট দেয়।

Catizen অলরেডি লিস্টিং কনফার্ম হয়েছে। অনেক টেলিগ্রাম চ্যানেল থেকে শুনেছিলাম, ডেইলি চেকিং করা ছাড়া নাকী পেমেন্ট দিবে না। তাই ৩ দিন TON ফি দিয়ে চেকিং করলাম। দেখা যাক এখান থেকে কেমন প্রফিট দেয়।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 11, 2024, 09:50:57 PM
আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম,...
পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!
রাইট ভাই, এলাকার কিছু পোলাপান আছে যারা রেফারেন্স কমিশন পাওয়ার জন্য এমন এমন প্রজেক্টের লিংক শেয়ার করে যেগুলোতে আজ পর্যন্ত কোন পেমেন্ট তো দূরের কথা আপডেট পর্যন্ত পেলাম না। আমি বেশ বিরক্ত হয়ে ঐসকল মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপ থেকে নিজেকে সরিয়ে এনেছি।

শুনছি Blum নাকি অনেক অনেক ভালো হবে?
কয়েকটা রেফার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঐ সকল রেফার করা ইউজার মনে হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পোলাপান, টাকা পয়সা যা পাচার করছে তাতে করে জিন্দেগীতে কোন অভাব পড়বে না। আমার রেফার করা ইউজার শুধুমাত্র জয়েন হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা পয়েন্টও কালেক্ট করেনি।
টেলিগ্রাম খুললেই দেখা যায় একদিনে চার-পাঁচটা গ্রুপে এড হয়ে গিয়েছে অটোমেটিক এটা খুবই বিরক্তিকর ব্যাপারটা হল টেলিগ্রাম বট এ প্রজেক্ট গুলো থেকে লোকেরা কয়েকটি পেমেন্ট পেয়ে এখন আরো উত্তেজিত সাথে রেফার করার উদ্দেশ্যে তারা সকল প্রজেক্ট শেয়ার করে। এটা খুবই হাস্যকর যে লোকেরা এই ট্যাপ প্রজেক্টে কাজ করার জন্য অনেক লোকেরা কিছু বুঝে না তারাও মোবাইল কিনে টেলিগ্রাম খুলে কাজ করা শুরু করে দিয়েছে। Grin

আমিও এরকমটাই শুনেছি এবং এটি করেছি যদিও নিয়মিত করা হয় না তবে এই প্রজেক্টটি ভালো হবে মনে হচ্ছে এবং এখান থেকে অনেকেই ভালো কিছু পেমেন্ট পাবে আশা রাখা যায় আমিও এর মধ্যে রয়েছি। তবে আমি গতকালকে একটি গেঞ্জি প্রিন্টিং এর দোকানে গিয়েছিলাম সেখানে দেখলাম দুজন ব্যক্তি টি-শার্ট এর মধ্যে ব্লুমের লোগো এবং নাম লিখাইতাছে আমি তো দেখে হতভাগা হয়ে গিয়েছি। Grin
তাদের কতটা আবেগ ব্লুম থেকে তারা বড় কিছু আশা করতেছে আমি তাদেরকে জিগিয়েছিলাম যে এই প্রজেক্ট কি ভালো হবে তারা আমাকে যেভাবে বলল এতে মনে হয় আমরা কিছু জানি না তারাই সবকিছু জানে প্রোজেক্টের মালিক তারা বলছে ব্লুমের মূল্য নাকি $০.৫০ এর ওপরে থাকবে আমিতো শুনে হতভঙ্গ হয়ে গিয়েছিলাম। যাই হোক তাদের কথাই তো আর এগুলো মানা সম্ভব নয় আমরা জানি তো যে কোন প্রজেক্ট কেমন হবে এবং কতটা দাম নিয়ে মার্কেটে প্রবেশ করবে, তাছাড়া এই প্রজেক্টটি ভালো হতে পারে কিন্তু লোকেদেরকে খুব একটা বেশি প্রফিট দেবে না সামান্য কিছু পাওয়া যেতে পারে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 11, 2024, 05:48:28 PM
আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম,...
পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!
রাইট ভাই, এলাকার কিছু পোলাপান আছে যারা রেফারেন্স কমিশন পাওয়ার জন্য এমন এমন প্রজেক্টের লিংক শেয়ার করে যেগুলোতে আজ পর্যন্ত কোন পেমেন্ট তো দূরের কথা আপডেট পর্যন্ত পেলাম না। আমি বেশ বিরক্ত হয়ে ঐসকল মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপ থেকে নিজেকে সরিয়ে এনেছি।

শুনছি Blum নাকি অনেক অনেক ভালো হবে?
কয়েকটা রেফার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঐ সকল রেফার করা ইউজার মনে হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পোলাপান, টাকা পয়সা যা পাচার করছে তাতে করে জিন্দেগীতে কোন অভাব পড়বে না। আমার রেফার করা ইউজার শুধুমাত্র জয়েন হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা পয়েন্টও কালেক্ট করেনি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 11, 2024, 02:42:33 PM
পুরো পোষ্ট টি কোট করছি এজন্য সরি। কিন্তু পুরো কোট না করলে আসলে বুঝা যাবে না। এই পোষ্ট দেখার পর মনে হলো যে আমাদের লোকাল থ্রেড এ পোষ্ট আর্কাইভ করার কথা ছিলো এবং একজন ব্যাক্তি সেটার দ্বায়িত্য নিয়েছিলো। কিন্তু যাক এই কাজ দেয়া হয়েছিলো, সে নিজেই একজন স্প্যামার। বেশি চালাকি করতে গিয়ে একাউন্ট নষ্ট করে বসে আছে। যাই হোক, আমি চাচ্ছিলাম ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের আইডিয়া মতো সব গুলো পোষ্ট গুছাতে। আপনারা অনুগ্রহ করে আমাকে ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে সাহায্য করুন। আমি চাচ্ছি ৫ টা পোষ্ট এর মাধ্যমে ৫ টা ক্যাটাগরি বানাতে।

১। সকল প্রকার অনুবাদ গুলো। এই পোষ্ট এ আমাদের থ্রেড এ করা সকল দরকারি অনুবাদ গুলো কম্পাইল করা থাকবে।
২। টিউটোরিয়াল গুলো। এই পোষ্ট এ সকল প্রকার টিউটোরিয়াল থ্রেড গুলো থাকবে।
৩। ফোরামের রিলেটেড ইনফরমেটিভ পোষ্টগুলো। এই পোষ্ট এ ফোরাম রিলেটেড যেসব গুরুত্বপূর্ণ পোষ্ট আছে, সেগুলো লিষ্ট করা হবে।
৪। বাংলাদেশ থ্রেড রিলেটেড ইনফরমেশন। এই পোষ্ট এ বাংলাদেশ থ্রেড এর মাসিক রিপোর্ট গুলো যেটা ক্রিপ্টো লাইব্রেরী ভাই করে আসছে, সেগুলো কম্পাইল করা হবে।
৫। অন্যান্য প্রয়োজনীয় পোষ্ট যেটা আদারস ক্যাটাগরিতে পড়তে পারে।  
এই পোষ্টের কথা অনেকে ভুলেই গিয়েছে এবং অলরেডি তো আরেকজনের কথা আপনি বলেই ফেলেছেন মানুষজনই উধাও হয়ে গিয়েছে।
যাই হোক আপনি যদি দায়িত্ব নিতে চান তাহলে নিতে পারেন এবং আমি চাই আমাদের এই বাংলাদেশ থ্রেড এর অওনার ওই পোস্টটিকে op এর মধ্যে লিঙ্ক মেনশন করে দেয়, একটি পোস্ট যদি আমাদের মতন কোন অ্যাক্টিভ ইউজার এর op এর মধ্যে থাকে তাহলে আমরা সেই পোস্টকে আমাদের thread এর মধ্যেই অনেকটা চাইল্ডবোর্ড হিসেবে ব্যবহার করতে পারব।
যাই হোক আপাতত এই পাঁচটি আমার কাছে এনাফ মনে হয়েছে যদি কখনো আরো কোন ক্যাটাগরি এর কথা মনে পড়ে আমি আবার দিক থেকে আপনাকে পার্সোনালি মেসেজ করে জানাবো।

Quote
অনেকদিন হয়ে গেছে আমাদের লোকাল বোর্ড এর জন্য এপ্লিকেশনেও কেউ বাম্প করেনি। আমার মনে হচ্ছে চলতি মাসের একটিভিটি বাড়িয়ে, সামনের মাসেই নতুন করে এপ্লিকেশন থ্রেড ওপেন করা উচিৎ। এই ব্যাপারে সকলের মতামত আশা করছি।
আমার মনে হয় সামনের মাসেই এটা করে ভালো কোন ফিডব্যাক পাওয়া যাবে না, কারণ আমরা এবছর খুব একটা ভালো একটিভিটি করতে পারিনি অপরদিকে আমাদের একটিভিটি তুলনামূলকভাবে নিচের দিকে নেমেছে। আপনি যদি দেখেন আগে Rikafip যখন মান্থলি একটা রিপোর্ট প্রকাশ করত সেখানে পাকিস্তান এবং বাংলাদেশ এর জন্য আলাদা করে মেনশন করত যে এই দুইটি থ্রেড বোর্ড পাওয়ার যোগ্যতা রাখে। কিন্তু বর্তমানে সেখানে সে বলেছে দুইটির মধ্যে অন্তত একটি হলেও ভোট পাওয়ার  যোগ্যতা রাখে।
আমি মনে করি আমাদের অ্যাক্টিভিটি শুধু এই মাসে বাড়ালে চলবে না সামনের কয়েক মাস ভালো করে তারপরে নতুন করে বোর্ড এপ্লিকেশনের জন্য টপিক খুলতে হবে। এবং আমাদের নিজেদের উচিত হবে এনোনিমাস থেকে ফোরামে বাংলাদেশীদের আকর্ষণ করা যেন আমাদের কমিউনিটি আরো বড় হয়।
Pages:
Jump to: