Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 27. (Read 5666041 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 11, 2024, 12:31:14 PM
আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম,...
পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!

hero member
Activity: 840
Merit: 522
September 11, 2024, 08:40:35 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 11, 2024, 01:03:37 AM
ভাই কি অবস্থা ভালো আছো? নতুন করে টেলিগ্রাম খুলছো? আগের চ্যানেলেরই বা কি হলো নাকি বিটকয়েনটকে শুধু আপডেট দিচ্ছো? (আমি অনেকদিন এক্টিভ ছিলাম না, ল্যাপটপের ডিসপ্লে গেছে)।
-----
আমি জানি তোমার অলরেডি একটা এটা নিয়ে থেড আছে বাট সেটা রেগুলার আপডেট করো কিনা বুঝতেছিনা! টেলিগ্রাম গ্রুপে দেখলাম, সেটাও সেম, লাস্ট পোস্ট জুলাইয়ে, সম্ভবতো এক্সেস নাই।

নতুন করে করার কোনো চিন্তা ভাবনা আছে? নাকি লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছো? Wink

আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম, কিন্তু রিয়েল লাইফে অনেক বেশি ব্যাস্ত। বিজনেস থেকে তেমন কোনো প্রফিট জেনারেট হচ্ছে না, উল্টো লসে হচ্ছে প্রতি মাসে। দোকানের লোকেশন গ্রাম থেকে চেন্জ করে শহরে নিবো ভাবছি। এজন্য কিছুদিন একটা ব্যাস্ত সময় পার করতে হবে।

আর ছয় মাসের কথাটা বন্ধুদের বলতে ভুলে যাইনি, যে কোন জিনিস যখন প্রচুর হাইপে থাকে তখন স্ক্যামাররা একটিভ হয়ে যায় ওই বিষয়টা নিয়ে এবং ধীরে ধীরে স্ক্যামার এর ভিড়ে লেজিট হাইপে আনা প্রজেক্টগুলো হারিয়ে যায় এবং এভাবেই হাইপ শেষ হয়ে যায়। খুব বেশি না আর তিন থেকে চার মাস পরেই আমরা এই ইফেক্ট গুলো দেখতে পাবো। তাই যারা এখন ভালো ভালো লেজিট এয়ার ড্রপগুলো তে কোপাচ্ছেন সময় থাকতে থাকতে আরও বেশি বেশি নিজের আখের গুছিয়ে নেন।

যেমনটা বল্লাম, প্রজেক্টগুলো জলদি মার্কেটে আসতে চাইলে তারা পারে। কিন্তু এরা ইনভেষ্ট করতে চায় না। এরা চায় মাছের তেল দিয়ে মাছ ভেজে নিতে। অর্থাৎ কমিউনিটি থেকে যা ফান্ড আসবে, সেটা দিয়েই থার্ড ক্লাস কোনো এক্সচেন্জ এ লিষ্ট হতে চায় এরা। বেশিরভাগ প্রজেক্টগুলো স্ক্যাম করবে। তাই সবার উচিৎ শুধুমাত্র প্রি মার্কেটে লিষ্ট আছে, বা লিষ্টিং ডেট প্রকাশ করেছে এমন প্রজেক্টে কাজ করা।
sr. member
Activity: 546
Merit: 268
September 10, 2024, 06:57:26 PM

আর ছয় মাসের কথাটা বন্ধুদের বলতে ভুলে যাইনি, যে কোন জিনিস যখন প্রচুর হাইপে থাকে তখন স্ক্যামাররা একটিভ হয়ে যায় ওই বিষয়টা নিয়ে এবং ধীরে ধীরে স্ক্যামার এর ভিড়ে লেজিট হাইপে আনা প্রজেক্টগুলো হারিয়ে যায় এবং এভাবেই হাইপ শেষ হয়ে যায়। খুব বেশি না আর তিন থেকে চার মাস পরেই আমরা এই ইফেক্ট গুলো দেখতে পাবো। তাই যারা এখন ভালো ভালো লেজিট এয়ার ড্রপগুলো তে কোপাচ্ছেন সময় থাকতে থাকতে আরও বেশি বেশি নিজের আখের গুছিয়ে নেন।
হ্যাঁ এটা ঠিক যে বাজারে যদি আসল জিনিস থাকে তার বিপরীতে নকল জিনিস অবশ্যই বাজারে ছেড়ে দেবে। আসল ও নকল মিলেই তো দুনিয়া। এখন যে সকল প্লে ড্রপ বটের সমারহ দেখা যাচ্ছে আপনি ভালোভাবে খেয়াল করুন একটা যদি পেমেন্ট করে তাহলে হাজারটা পেমেন্ট করবে না অর্থাৎ ওই একটি পেমেন্টের আড়ালে অন্যগুলো ফায়দা লুটবে। অনেকেই খেয়াল করে থাকবেন NOT কয়েন এরপর অনেকগুলো কিন্তু ড্রপ এসেছিল কিন্তু বেশিরভাগ গুলো স্কামিং করেছে। আসলে বাজারে আসল নকল চেনার মত কায়দা নেই। তবে যে সকল জেনুইন প্রজেক্ট থাকবে সেগুলো অবশ্যই পেমেন্ট করে দেবে। Genuine project কখনো ইউজারদের সাথে তালবাহানা শুরু করে না বড় কোন কঠিন পদক্ষেপ ছাড়াই এরা ইউজারদের পেমেন্ট করে থাকে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 10, 2024, 03:19:07 PM
একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের কমিউনিটি আস্তে আস্তে এয়ারড্রপ থেকে যে ইনকাম হয়, এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং এগুলো নিয়ে আমাদের লোকাল থ্রেড এ আলাপ আলোচনা বাড়ছে। এয়ারড্রপ থেকে যে আসলেই পেমেন্ট পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি নটকয়েন এয়ারড্রপ থেকে। তারপর পেমেন্ট দিলো ডগস! এই অব্দি হাজারো টেলিগ্রাম বট চলে আসছে, যেগুলোর একটাও এখন অব্দি পেমেন্ট করে নাই। যদি সব বটেই আপনারা সময় দিতে থাকেন, তাহলে এক সময় মনে হবে যে আপনারা সময় নষ্ট করেছেন। একই সময় যদি ফোরামে দিতেন, তাহলে হয়তো আরো বেটার হতো।
এয়ার ড্রপ অপছন্দ করা পাবলিকদের মধ্যে অন্যতম একজন ব্যক্তির নাম বললে সেখানে আমি  রয়েছি।
কিন্তু মজার বিষয় শুনবেন কি আমি নিজেও এখন বিশ্বাস করি যে এয়ার ড্রপ থেকে রেওয়ার্ড পাওয়া যায় শুধু রেওয়ার্ড না আমি বলব অবিশ্বাস্য পরিমাণ পাওয়া যায়। নরমাল এস ইউজুয়াল আমাদের মতন পাবলিকরা বেশিরভাগ সময় শুধু রেওয়ার্ডটাই পাই, আর অবিশ্বাস্য দেওয়ার তারা পায় যাদের মাথায় একটু আলাদা রকমের বুদ্ধি আছে, একটু টেকনিক্যাল দিকগুলো খাটিয়ে  এয়ার ড্রপ থেকে অবিশ্বাস্য পরিমাণের রেওয়ার্ড নিয়ে নিচ্ছে।

Quote
সবাইকে এটাই বলবো, লেজিট যেসব বট গুলো আছে, সেগুলোতে সময় দিন। একটা প্রজেক্ট চালু করার পর, যদি তাদের পেমেন্ট দেয়ার ইচ্ছা থাকে এবং মার্কেটে আসার ইচ্ছা থাকে, তারা কখনোই ৬ মাস সময় নিবে না। ৬ মাস পরে যেসব প্রজেক্ট আসবে, তারা আপনাকে ভালো প্রফিট দিবে না। অন্তত টেলিগ্রাম প্রজেক্ট এর ক্ষেত্রে। যেই প্রজেক্ট গুলো প্রি মার্কেটে আসছে, সেগুলোতে জয়েন করতে পারেন। আর কিছু লেজিট প্রজেক্ট আছে, যেগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো লেজিট।
যে কথাটা আমি বলতেছিলাম সুন্দর করে আপনি সেই কথাটা আগেই বলে রেখেছেন দেখি, আমি আমার বন্ধু সার্কেলে অনেক বন্ধুকে দেখি এয়ার ড্রপ করতে কিন্তু ওরা যেসব এয়ার ড্র করে এবং যেভাবে করে সেভাবে ওদের প্রফিট হবে না তাই আমি নিজে  দুই একটা এয়ার ড্রপে ওদেরকে নিজের পক্ষ থেকে কিছু  ইনভেসমেন্ট করে হলেও করতে উদ্বুদ্ধ করেছি। তার মধ্যে অন্যতম রয়েছে হট এয়ার ড্রপটি। বলতে গেলে আমার নিকট আন ইথিক লাগে তবে মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে এয়ার ড্রপ করে খুব বেশি একটা ফায়দা করে নেওয়া পসিবল না যদি না নিজের একটা পার্সোনাল বড় কমিউনিটি থাকে।

আর ছয় মাসের কথাটা বন্ধুদের বলতে ভুলে যাইনি, যে কোন জিনিস যখন প্রচুর হাইপে থাকে তখন স্ক্যামাররা একটিভ হয়ে যায় ওই বিষয়টা নিয়ে এবং ধীরে ধীরে স্ক্যামার এর ভিড়ে লেজিট হাইপে আনা প্রজেক্টগুলো হারিয়ে যায় এবং এভাবেই হাইপ শেষ হয়ে যায়। খুব বেশি না আর তিন থেকে চার মাস পরেই আমরা এই ইফেক্ট গুলো দেখতে পাবো। তাই যারা এখন ভালো ভালো লেজিট এয়ার ড্রপগুলো তে কোপাচ্ছেন সময় থাকতে থাকতে আরও বেশি বেশি নিজের আখের গুছিয়ে নেন।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 10, 2024, 03:15:44 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০২৫৯১

অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে... আজ দাম প্রায় দ্বিগুন হয়েছে দেখছি। Smiley
যে সকল জনপ্রিয় MemeCoin মার্কেটে প্রায় দাম অর্ধেক পরিমান হ্রাস পেয়েছে ওই সমস্ত মিমিকোয়েন্ যদি বর্তমানে বিনিয়োগ করে রাখা যায় তাহলে দুই চার বছর পরে সেগুলো থেকে কয়েকশো গুণ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। অতীতে এরকম বেশ কিছু কয়েন কয়েক লক্ষ গুণ পাম্প করে দেখানো রেকর্ড রয়েছে। হয়তো আপনার দেওয়া Pulsecoin ঐরকমটি হতে পারে।
jr. member
Activity: 35
Merit: 3
September 10, 2024, 03:12:21 PM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০২৫৯১

অভিনন্দন সমস্ত বিনিয়োগকারীকে... আজ দাম প্রায় দ্বিগুন হয়েছে দেখছি। Smiley
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 10, 2024, 02:36:19 PM
একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের কমিউনিটি আস্তে আস্তে এয়ারড্রপ থেকে যে ইনকাম হয়, এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং এগুলো নিয়ে আমাদের লোকাল থ্রেড এ আলাপ আলোচনা বাড়ছে। এয়ারড্রপ থেকে যে আসলেই পেমেন্ট পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি নটকয়েন এয়ারড্রপ থেকে। তারপর পেমেন্ট দিলো ডগস! এই অব্দি হাজারো টেলিগ্রাম বট চলে আসছে, যেগুলোর একটাও এখন অব্দি পেমেন্ট করে নাই। যদি সব বটেই আপনারা সময় দিতে থাকেন, তাহলে এক সময় মনে হবে যে আপনারা সময় নষ্ট করেছেন। একই সময় যদি ফোরামে দিতেন, তাহলে হয়তো আরো বেটার হতো।

সবাইকে এটাই বলবো, লেজিট যেসব বট গুলো আছে, সেগুলোতে সময় দিন। একটা প্রজেক্ট চালু করার পর, যদি তাদের পেমেন্ট দেয়ার ইচ্ছা থাকে এবং মার্কেটে আসার ইচ্ছা থাকে, তারা কখনোই ৬ মাস সময় নিবে না। ৬ মাস পরে যেসব প্রজেক্ট আসবে, তারা আপনাকে ভালো প্রফিট দিবে না। অন্তত টেলিগ্রাম প্রজেক্ট এর ক্ষেত্রে। যেই প্রজেক্ট গুলো প্রি মার্কেটে আসছে, সেগুলোতে জয়েন করতে পারেন। আর কিছু লেজিট প্রজেক্ট আছে, যেগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো লেজিট।
ভাই কি অবস্থা ভালো আছো? নতুন করে টেলিগ্রাম খুলছো? আগের চ্যানেলেরই বা কি হলো নাকি বিটকয়েনটকে শুধু আপডেট দিচ্ছো? (আমি অনেকদিন এক্টিভ ছিলাম না, ল্যাপটপের ডিসপ্লে গেছে)।

মূল কথায় আসি। হঠাৎ করেই মানুষ এয়ারড্রপের দিকে ঝুকে পড়ছে, কিছুদিন আগেও মানুষ এগুলোকে পাত্তা দিতো না। বাট এখন অনেকেই অনেকগুলো প্রজেক্টে কাজ করতেছে। আমি নিজেও করতেছি। যদিও বেশির ভাগই ফেক। কোনটা ছেড়ে কোনটা করা উচিত এটা নিয়েও অনেকেই কনফিউজড, যারা নতুন এ লাইনে। আমি বলতে চাচ্ছি আর কি, যারা এসব ভালো বোঝে, যেমন তুমি, তাদের নিয়ে বা তারা একটা থ্রেড/গ্রুপ/চ্যানেল খুললে কেমন হয়? হ্যাঁ লোকালে সবাই কম বেশি কথা বলতেছি। বাট এখানে কোনো কিছু গোছানো না। এমন কোনো এক জায়গা যদি থাকতো সেখানো পটেনশিয়াল লিজিট হতে পারে এমন এয়ারড্রপ, লিস্টিং সব গুছানো আকারে পাওয়া যেতো। যেমন Blum, এটা দিয়ে পাবো আমরা বেশিরভাগই কনফার্ম, ১০ টাকা হলেও পাবো। যেই ২০-৩০ জন আমরা লোকালে এক্টিভ তারা সকলেই বেনিফিট হতো। বলদের মতো ১০০ টা না করে ১০ টা করাই বেটার। 

আমি জানি তোমার অলরেডি একটা এটা নিয়ে থেড আছে বাট সেটা রেগুলার আপডেট করো কিনা বুঝতেছিনা! টেলিগ্রাম গ্রুপে দেখলাম, সেটাও সেম, লাস্ট পোস্ট জুলাইয়ে, সম্ভবতো এক্সেস নাই।

নতুন করে করার কোনো চিন্তা ভাবনা আছে? নাকি লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছো? Wink
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 10, 2024, 09:13:06 AM
আসসালামু আলাইকুম , সবাই কেমন আসেন ? আশা করি ভালোই আসেন।  আমি আমার এক বন্ধুর থাকে এই বিটকয়েন ফোরাম এর কথা শুনেছি। কিন্তু আমার বন্ধু আমাকে পুরোটা ভালোভাবে বোঝাতে পারে নি।  আমাকে বললো যে এই ফোরামের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ তোমাকে সাহায্য করবে, তোমার কাজ তারা বুঝিয়ে দিবে। তো এখন আমার এই ফোরামে কাজ কি ?
সর্বপ্রথম আপনার বন্ধুকে জানাই অনেক অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা কেননা আপনার বন্ধুর মাধ্যমে আপনার এই ফোরামে আবির্ভাব তাই আপনি আপনার বন্ধুর কৃতজ্ঞতা কখনো ভুলবেন না। আপনি যেহেতু এখানে এসে পড়েছেন তো আপনার কাজ হচ্ছে এখানে নিয়মিত একটিভ থেকে সিনিয়র বড় ভাইয়েরা যা করে তা আপনি ফলো করেন এবং যা থেকে নিষেধ করে তা আপনি বর্জন করুন। আশা করছি সময় দিতে দিতে আপনি একসময় অভিজ্ঞ হয়ে যাবেন।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 10, 2024, 12:31:46 AM
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 10, 2024, 12:22:31 AM
আসসালামু আলাইকুম , সবাই কেমন আসেন ? আশা করি ভালোই আসেন।  আমি আমার এক বন্ধুর থাকে এই বিটকয়েন ফোরাম এর কথা শুনেছি। কিন্তু আমার বন্ধু আমাকে পুরোটা ভালোভাবে বোঝাতে পারে নি।  আমাকে বললো যে এই ফোরামের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ তোমাকে সাহায্য করবে, তোমার কাজ তারা বুঝিয়ে দিবে। তো এখন আমার এই ফোরামে কাজ কি ?
আপনাকে বিটকয়েনটক ফোরাম ও বাংলা লোকাল কমিনিউটিতে স্বাগতম। আপনি যেহেতু লোকাল থ্রেড খুজে পেয়েছেন, আশা করি প্রথম পেজে যেসকল নিয়ম নির্দেশনা দেওয়া আছে সেগুলো মনোযোগ সহকারে পড়েছেন। এখানে বর্তমানে আপনার কাজ হলো আপনি এই ফোরামের বেশি বেশি সময় ব্যয় করুন এবং বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আপনি যত বেশি পড়বেন, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। কোন রকমের চিটিং করবেন না, কোন কপি করে বা চুরি করে কোন পোস্ট করবেন না। আমি এই ফোরামের নিয়ম কানুন গুলো কোট করে দিচ্ছি, নিচে দেওয়া লিংক গুলো আপনার জন্য হেল্পফুল হবে।
jr. member
Activity: 4
Merit: 0
September 09, 2024, 11:59:17 PM
আসসালামু আলাইকুম , সবাই কেমন আসেন ? আশা করি ভালোই আসেন।  আমি আমার এক বন্ধুর থাকে এই বিটকয়েন ফোরাম এর কথা শুনেছি। কিন্তু আমার বন্ধু আমাকে পুরোটা ভালোভাবে বোঝাতে পারে নি।  আমাকে বললো যে এই ফোরামের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ তোমাকে সাহায্য করবে, তোমার কাজ তারা বুঝিয়ে দিবে। তো এখন আমার এই ফোরামে কাজ কি ?
member
Activity: 106
Merit: 87
September 09, 2024, 11:35:49 PM
Cheesy
তাছাড়া আর একটা মজার ব্যাপার হল সেই ইতিমধ্যে ৫৭টি এয়ারড্রপে সংযুক্ত রয়েছে। ভাবা যায় রক্ত মাংসের গড়া সে হয়তো আরেকটি রোবট।

আপনার কি মনে হয় না, আমরা যে ৯টা থেকে ৫টা জব করি আমাদের দেশে এইটা রক্ত মাংসের গড়া একটি রোবট এর মতো নয়?
এক্সপেরিয়েন্স থাকলে সেটার সাথে তার ৫৭টি এয়ারড্রপ এর তুলনা করে দেখুন একবার সে কত ভালো আছে।

নিজের পজিশন এ হয়ত আপনি ভালো আছেন। কিন্তু আমাদের দেশের বাকি ৭০% মানুষের অবস্থা কেমন সেটার সাথে একটু রিলেট করার চেষ্টা করবেন৷

আপনি ভুল কিছু বলেন নি। কিন্তু আপনার এমন কথা শুনে অনেক লোক ডিমোটিভেট হয়ে যেতে পারে। অনেকে হয়ত ভাগ্য কে দোষ দিবে কিন্তু আমি বিশ্বাস করি Hardwork সবসময় ই আপনাকে উপযুক্ত রিওয়ার্ড দিবে। সেটা আপনি যে সেক্টর এই করেন না কেনো।

আপনার হয়ত ধারনা নেই একজন মানুষ এয়ারড্রপ থেকে কি পরিমান আর্ন করতে পারে। আমার পরিচিত এক ভাইয়ের টিম নিয়ে কাজ করে,  $DOGS এ তাদের ১৭জন এর টিমের ১৫হাজার একাউন্ট ছিলো। এখন তারা কামাবে? নাকি আমরা কামাব যারা ঘুমিয়ে ঘুমিয়ে রোবট দের কাজ দেখব আর বলব আমরা ভালোই আছি।

ধন্যবাদ আশা করছি বুঝতে পেরেছেন।
sr. member
Activity: 420
Merit: 376
September 09, 2024, 08:10:13 PM
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা....
আর হাসায়েন না ভাই, আপনি ১ লাখ দশ নিয়ে হাউমাউ করেন আর এদিকে আমি জাস্ট ১০ হাজার নিয়ে পড়ে আছি। ১ লাখও কম না, আশা করা যায় ভালোই পাবেন। আমার এক বড়ভাই Blum করতেছে, হেতির লাখ লাখ পয়েন্ট, সকালে দেখালো ৩০০+ টিকিট, খালি নাকি দিতেই থাকে দিতেই থাকে। ট্যাপ করতে করতে হাত আধা পঙ্গু। তার উপর ১৫-২০ টা রেফার। চাচা চাচি নানা নানি যারেই পারছে তারে দিয়েই রেফার করায় নিসে, লল।


আজকাল টেলিগ্রাম বট (ট্যাপ টু আর্ন) প্রজেক্ট গুলো মানুষের মধ্যে প্রবল উদ্দীপনার তৈরি করে ফেলেছে। এই প্রজেক্ট গুলো মানুষের মধ্যে এমনভাবে প্রভাব ফেলেছে যে তারা কোন বাছ বিচার ছাড়াই সবগুলোতেই যুক্ত হচ্ছে। মনে করে সবগুলো প্রজেক্ট তাদেরকে পেমেন্ট করার জন্য বসে রয়েছে। হয়তো আপনার উল্লেখিত ব্যক্তির রেফার কমই আছে। আমার এলাকায় এমন একজন ব্যক্তি আছে যার ধ্যান-জ্ঞান হল এয়ারড্রপ করা ইতিমধ্যেই ৪০ প্লাস রেফার করে ফেলেছে এমনকী Dogs এয়ারড্রপেও একই কাজ করেছিল। তার আত্মীয়-স্বজন সবাইকে ধরে ধরে রেফার নিচ্ছে। হ্যামস্টার কমবাট যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন সে তার ফোনে এলার্ম দিয়ে ফ্রি টোকেন গুলো সংগ্রহ করত যেগুলো কয়েক ঘন্টা পর পর দেওয়া হত। Cheesy
তাছাড়া আর একটা মজার ব্যাপার হল সেই ইতিমধ্যে ৫৭টি এয়ারড্রপে সংযুক্ত রয়েছে। ভাবা যায় রক্ত মাংসের গড়া সে হয়তো আরেকটি রোবট।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 09, 2024, 04:14:30 PM
Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা।
শুনলাম বাইনান্স এক্সচেঞ্জে লিস্ট হবে এবং অনেকেই দেখলাম এর কিছু সত্যতা তুলে ধরেছে। বাইনান্স এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে কিছু ধাধা টাইপের পোস্ট করেছে যা দেখে মনে হচ্ছে BlumCrypto নিয়েই পোস্ট করেছে। আমি বিষয়টি শেয়ার করলাম আপনার একটু বিস্তারিত জেনে শেয়ার করবেন।
Blum এর সুযোগ কিছুটা মিস করলেও আমি বেশি লেট করিনি। ২২৩k পয়েন্ট হইছে আমার। এটা ভালো হবে আগে থেকেই জানতাম কারন এটার টিমগুলো অনেক স্ট্রং তবে এটার যে গেম পাস সেগুলো  দিয়ে পয়েন্ট কালেক্ট করা অনেক সময় ও ধৈর্যের ব্যাপার তাই খেলিনাই তেমন। তবে এখন এটিতে অনেক সময় দিচ্ছি। এয়ারড্রপ থেকে ভালো পেমেন্ট কখনো বিশ্বাস করতাম না তাই এরকম ভালো এয়ারড্রপগুলো  মিস করে যাচ্ছি তবে মনে করি আমি blum  মিস করিনি।
আপনি তো তাহলে ভাই Blum থেকে বড়সড়ো একটা কোপ দিবেন আশা করা যাচ্ছে। আমার 113k পয়েন্ট হইছে। আমি ঐরকম মনোযোগ দিয়ে করিনি আপনার মতো। আপনি মনে হয় সারাদিনি এই গেম খেলছেন ভাই। আমার কয়েকটা একাউন্ট দিয়ে করেছি দেখি কত কেমনে কি পাওয়া যায়

আচ্ছা Catizen কে কে করেন? এইটা নিয়া সঠিক কোন তথ্য পাচ্ছি না। কেউ বলে কমপক্ষে ১ টা ডেইলি চেকিং করতে হবে যা ০.০০৮ TON ফ্রি যাবে, বিড়ালের লেভেল ২১ থাকতে হবে, লীগে সিলবারে থাকতে হবে। আসলে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে? Catizen কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং হবে কনফার্ম হয়েছে। কেউ কী সঠিক তথ্য জানেন?
আমি প্রায় ৬ মাস আগে এটা স্টার্ট করলেও কাজ করিনি তবে ৪ দিন আগে Auto bot কিনেছি এবং একটা cloud phone কিনে catizen শুরু করছি। ৪০ লেভেন হয়ে গেছে আমার। এখনো ৫ দিন সময় আছে তাই এই ৫ দিনে আরো অন্তত ২০ লেভেল বাড়ার আশা করছি। টোটাল ৬০ লেভেলের মতো হতে পারে। তবে ৫$ বেশি খরচ করে Fish Consumption করে ফেলছি ২৬০০০। আশা করছি অল্প কিছু পাবো এখান থেকে।
৬মাস আগেই CATIZEN এ জয়েন করেছি কিন্তু অবহেলায় করিনি ভাই। আমার কয়েকটা বন্ধু এগুলো প্রচুর করেছে তারা ভালোই পেমেন্ট পাবে এটা দেখে এখন আফসোস লাগতেছে ভাই। Airdrop আমি কখনোই সিরিয়াস হয়ে করতে পারিনা। এতো কেমনে করে সবাই এটাই বুঝি না। তবে একদম মিস করলাম এই CATIZEN টা।
sr. member
Activity: 616
Merit: 322
September 09, 2024, 03:11:01 PM
Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা।
শুনলাম বাইনান্স এক্সচেঞ্জে লিস্ট হবে এবং অনেকেই দেখলাম এর কিছু সত্যতা তুলে ধরেছে। বাইনান্স এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে কিছু ধাধা টাইপের পোস্ট করেছে যা দেখে মনে হচ্ছে BlumCrypto নিয়েই পোস্ট করেছে। আমি বিষয়টি শেয়ার করলাম আপনার একটু বিস্তারিত জেনে শেয়ার করবেন।
Blum এর সুযোগ কিছুটা মিস করলেও আমি বেশি লেট করিনি। ২২৩k পয়েন্ট হইছে আমার। এটা ভালো হবে আগে থেকেই জানতাম কারন এটার টিমগুলো অনেক স্ট্রং তবে এটার যে গেম পাস সেগুলো  দিয়ে পয়েন্ট কালেক্ট করা অনেক সময় ও ধৈর্যের ব্যাপার তাই খেলিনাই তেমন। তবে এখন এটিতে অনেক সময় দিচ্ছি। এয়ারড্রপ থেকে ভালো পেমেন্ট কখনো বিশ্বাস করতাম না তাই এরকম ভালো এয়ারড্রপগুলো  মিস করে যাচ্ছি তবে মনে করি আমি blum  মিস করিনি।


আচ্ছা Catizen কে কে করেন? এইটা নিয়া সঠিক কোন তথ্য পাচ্ছি না। কেউ বলে কমপক্ষে ১ টা ডেইলি চেকিং করতে হবে যা ০.০০৮ TON ফ্রি যাবে, বিড়ালের লেভেল ২১ থাকতে হবে, লীগে সিলবারে থাকতে হবে। আসলে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে? Catizen কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং হবে কনফার্ম হয়েছে। কেউ কী সঠিক তথ্য জানেন?
আমি প্রায় ৬ মাস আগে এটা স্টার্ট করলেও কাজ করিনি তবে ৪ দিন আগে Auto bot কিনেছি এবং একটা cloud phone কিনে catizen শুরু করছি। ৪০ লেভেন হয়ে গেছে আমার। এখনো ৫ দিন সময় আছে তাই এই ৫ দিনে আরো অন্তত ২০ লেভেল বাড়ার আশা করছি। টোটাল ৬০ লেভেলের মতো হতে পারে। তবে ৫$ বেশি খরচ করে Fish Consumption করে ফেলছি ২৬০০০। আশা করছি অল্প কিছু পাবো এখান থেকে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 09, 2024, 11:03:19 AM
একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের কমিউনিটি আস্তে আস্তে এয়ারড্রপ থেকে যে ইনকাম হয়, এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং এগুলো নিয়ে আমাদের লোকাল থ্রেড এ আলাপ আলোচনা বাড়ছে। এয়ারড্রপ থেকে যে আসলেই পেমেন্ট পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি নটকয়েন এয়ারড্রপ থেকে। তারপর পেমেন্ট দিলো ডগস! এই অব্দি হাজারো টেলিগ্রাম বট চলে আসছে, যেগুলোর একটাও এখন অব্দি পেমেন্ট করে নাই। যদি সব বটেই আপনারা সময় দিতে থাকেন, তাহলে এক সময় মনে হবে যে আপনারা সময় নষ্ট করেছেন। একই সময় যদি ফোরামে দিতেন, তাহলে হয়তো আরো বেটার হতো।

সবাইকে এটাই বলবো, লেজিট যেসব বট গুলো আছে, সেগুলোতে সময় দিন। একটা প্রজেক্ট চালু করার পর, যদি তাদের পেমেন্ট দেয়ার ইচ্ছা থাকে এবং মার্কেটে আসার ইচ্ছা থাকে, তারা কখনোই ৬ মাস সময় নিবে না। ৬ মাস পরে যেসব প্রজেক্ট আসবে, তারা আপনাকে ভালো প্রফিট দিবে না। অন্তত টেলিগ্রাম প্রজেক্ট এর ক্ষেত্রে। যেই প্রজেক্ট গুলো প্রি মার্কেটে আসছে, সেগুলোতে জয়েন করতে পারেন। আর কিছু লেজিট প্রজেক্ট আছে, যেগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো লেজিট।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 09, 2024, 06:34:53 AM
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা....
আর হাসায়েন না ভাই, আপনি ১ লাখ দশ নিয়ে হাউমাউ করেন আর এদিকে আমি জাস্ট ১০ হাজার নিয়ে পড়ে আছি। ১ লাখও কম না, আশা করা যায় ভালোই পাবেন। আমার এক বড়ভাই Blum করতেছে, হেতির লাখ লাখ পয়েন্ট, সকালে দেখালো ৩০০+ টিকিট, খালি নাকি দিতেই থাকে দিতেই থাকে। ট্যাপ করতে করতে হাত আধা পঙ্গু। তার উপর ১৫-২০ টা রেফার। চাচা চাচি নানা নানি যারেই পারছে তারে দিয়েই রেফার করায় নিসে, লল।





কোট....
যাইহোক শুনলাম ২০ তারিখে নাকি Blum এর কিছু একটা হতে যাচ্ছে বা হবে?

আমার কপাল খারাপ যেগুলো করি সেগুলোতে পেমেন্ট দেয় না। আর যেগুলেতে করিনা সেগুলোতে দিয়ে দেয়। Tapswap এর কথা মনে আছে? ঐটাতে আমার মিলিয়ন মিলিয়ন পয়েন্ট আছে। বাট শালারা কোনো ডেটই দিচ্ছে না। একে তো ডেট দেয়না তার উপর আবার বিভিন্ন পেইড ইভেন্ট দিয়ে লাখ লাখ TON হাতিয়ে নিচ্ছে। ডেইলি টাস্কও আছে। সেখানে আবার ইউটিউব ভিডিও দেখা লাগে। মিলিয়ন মিলিয়ন ভিউ এক এক টা ভিডিওতে। বাংলাদেশের মতো দেশে আবার সেটা রেসট্রিক্ট করা, USA টাইপ দেশগুলো থেকে মেইবি দেখা যায়। ইভেন্ট থেকে টন, ইউটিউব থেকে এড রেভিনিউ, টেলিগ্রাম থেকে এড রেভিনিউ, আর কি লাগে!!!



(যখনই লেখা শেষ হয়, পোস্ট বাটনে ক্লিক করবো তখনই কারেন্ট যায় -__-)
member
Activity: 106
Merit: 87
September 09, 2024, 03:55:58 AM


আচ্ছা Catizen কে কে করেন? এইটা নিয়া সঠিক কোন তথ্য পাচ্ছি না। কেউ বলে কমপক্ষে ১ টা ডেইলি চেকিং করতে হবে যা ০.০০৮ TON ফ্রি যাবে, বিড়ালের লেভেল ২১ থাকতে হবে, লীগে সিলবারে থাকতে হবে। আসলে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে? Catizen কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং হবে কনফার্ম হয়েছে। কেউ কী সঠিক তথ্য জানেন?



এই হচ্ছে আপনার ইলিজিবল কাইটেরিয়া। এইটা মেইনটেইন করার চেষ্টা করবেন।



আর এয়ারড্রপ দিবে এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে।
Vcitty Profit Speed - প্রতি সেকেন্ড এ কত $Vcitty কয়েন আপনার আর্ন হচ্ছে এইটার উপরে দিবে। ক্যাট লেভেল যত বাড়বে এইটা তত বাড়বে
$WCati -  এপ্রিল মাসে একটি লঞ্চপ্যাড এনেছিলো তারা যেখানে Cat অথবা ফিশ স্টেক করে আর্ন করা গিয়েছে।
Fish Consumption - কত Fish ব্যবহার করেছেন সেইটার উপর ডিপেন্ড করে৷  
xZen - শপ এর মধ্যে দেখবেন ২৫টা বক্স + xZen আছে যেটা অল্প কিছু Ton এর ফী দিয়ে ক্লেইম করা যায়।


sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 09, 2024, 03:17:14 AM
Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
ভাই আমি Dogs এয়ারড্রপে অংশগ্রহণ করার অনেক আগে থেকেই Blum এ অংশগ্রহণ করেছি। আমি প্রায় ২ লাখের মতো পয়েন্ট আর্ন করেছি। এখনো ১৫০ টির মতো কার্ড রয়েছে, এখান থেকেও প্রায় ২০ হাজার পয়েন্ট আর্ন করা যাবে। আমি যতদুর শুনেছি Blum নাকী অনেক ভালো হবে, এখান থেকে বেশ ভালো প্রফিট করা যাবে। Roadmap অনুযায়ী তাদের সর্বশেষ ধাপ Q4 অর্থাৎ এই বছরের শেষের ৩ মাসের মধ্যে হয়তো এয়ারড্রপ দিয়ে দিতে পারে। তবে তারা ডেট হয়তো পাল্টাতে পারে। কিছু কিছু টেলিগ্রাম চ্যালেন থেকে পোস্ট করে দেখি ২০২৫ সালে এয়ারড্রপ দিবো। তবে আমরা এখান থেকে ভালো প্রফিট পাবো ইনশাআল্লাহ। আপনি যদি এটিও না করে থাকেন তাহলে এখনো করতে পারেন, প্রথম Tasks গুলো কমপ্লিট করলেই ৮-১০ হাজারের মতো পয়েন্ট আর্ন করা যায়।

জাস্ট ৫০ টা স্পট আছে, কিছু করা লাগবে না। জাস্ট ১-৫০ এর মধ্যে একটা স্পট চুজ করে পোস্ট করুন। মিনিমাম ফুল মেম্বার হতে হবে, কপাল ভালো থাকলে ফাও ফাও ৫০$ জিতবেন। যারা রাফেলে অংশ নেননি, চাইলে নিতে পারেন, তাড়াতাড়ি।
আমি অলরেডি আপনার পোস্টটা দেখে আবেদন করেছি। এইটা জিততে পারলে তাও লাভ হবে, পেরা নাই জিতলে ৫০ ডলার। আমাদের লোকাল থেকে দেখলাম বেশ কয়েকজনে স্লট নিয়েছেন। আসলে এটা ভাগ্যের ব্যাপার আরকী, লাক ভালো থাকলে জিততে পারবো। তবে আমাদের লোকাল থেকে LM ভাই সহ ৩-৪ জন এর মতো দেখলাম আবেদন করেছে। আমাদের লোকাল থেকে যেনো কেউ জিতে যায় এই কামনা করি। এখন হয়তো ৩-৪ টা স্লট বাকী রয়েছে যাদের ইচ্ছা আছে স্লট বাছাই করে পোস্ট করুন।

আচ্ছা Catizen কে কে করেন? এইটা নিয়া সঠিক কোন তথ্য পাচ্ছি না। কেউ বলে কমপক্ষে ১ টা ডেইলি চেকিং করতে হবে যা ০.০০৮ TON ফ্রি যাবে, বিড়ালের লেভেল ২১ থাকতে হবে, লীগে সিলবারে থাকতে হবে। আসলে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে? Catizen কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং হবে কনফার্ম হয়েছে। কেউ কী সঠিক তথ্য জানেন?
Pages:
Jump to: