Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 28. (Read 5666041 times)

sr. member
Activity: 546
Merit: 268
September 08, 2024, 05:57:38 PM
Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা।
শুনলাম বাইনান্স এক্সচেঞ্জে লিস্ট হবে এবং অনেকেই দেখলাম এর কিছু সত্যতা তুলে ধরেছে। বাইনান্স এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে কিছু ধাধা টাইপের পোস্ট করেছে যা দেখে মনে হচ্ছে BlumCrypto নিয়েই পোস্ট করেছে। আমি বিষয়টি শেয়ার করলাম আপনার একটু বিস্তারিত জেনে শেয়ার করবেন।


sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 08, 2024, 12:39:32 PM
স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি.....
প্রথমেই বলে রাখি আমি কিন্তু আপনাকে হেয় করা বা আপনার মজা নেয়া এমন কিছুই করতেছিনা। জাস্ট উপরের কথাটা দেখে আমার মারাত্মক লেভেলের হাসি পাইছিলো। সারাজীবন হেলমেটরে হেলমেট বলে আসলাম আর আপনি মাথারক্ষক বললেন। শুনতেই কেমন জানি লাগে না? স্বাক্ষর প্রচার অভিযান না বলে সিগ্নেচার ক্যাম্পেইন বইলেন।

অভিনন্দন ভাই! Smiley

On 08-Sept-2013, I first earned some satoshis from a faucet to my blockchain.com web wallet. I noticed that recently and since then I have been planning for something different and then all of sudden, we are all here on this topic

জাস্ট ৫০ টা স্পট আছে, কিছু করা লাগবে না। জাস্ট ১-৫০ এর মধ্যে একটা স্পট চুজ করে পোস্ট করুন। মিনিমাম ফুল মেম্বার হতে হবে, কপাল ভালো থাকলে ফাও ফাও ৫০$ জিতবেন। যারা রাফেলে অংশ নেননি, চাইলে নিতে পারেন, তাড়াতাড়ি।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 08, 2024, 10:54:44 AM
আজকে একটা নিউজ দেখতে পেলাম বাংলাদেশের ১০ টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে। বাংলাদেশের দশটি ব্যাংক খারাপ অবস্থায় চলে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হয়ে যাক, সরকার সেই ব্যাংক গুলিকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি জানাই নাই কোন কোন ব্যাংক খারাপ অবস্থায় চলে গেছে। যারা ব্যাংকে টাকা রেখেছেন যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বর্তমান সময়ে ব্যাংকে টাকা রাখা সুবিধা হবে না। ব্যাংকে টাকা রাখলে কত টাকাই মুনাফা পাওয়া যায়, তার চেয়ে বেশি মুদ্রাস্ফীতির কারনে টাকার মান বেশি কমে যায়। ব্যাংকে টাকা রাখার চেয়ে জমি কিনে রাখা অনেক ভালো এছাড়া বিটকয়েনে বিনিয়োগ করাও ভালো হবে তবে কিছুটা ঝুকিপূর্ণ হবে কিন্তু বিটকয়েনে দীর্ঘদিন হোল্ড করা পারলে অনেক প্রফিট করা যাবে। তবে আমার চিন্তা নাই আমি কোন অর্থ ব্যাংকে রাখি নাই। আমার বাবার কিছু অর্থ সঞ্চয় হলে তিনি জায়গা জমি কিনে থাকেন।
নিউজ লিংক


আপনারা কী এই বিষয়টি দেখেছেন Polygon MATIC টোকেনের নাম চেঞ্জ করা হয়েছে। আমি একটি নিউজে দেখেছিলাম, তাই আমি কুকয়েন এক্সচেঞ্জে চেক করে দেখলাম MATIC টোকেন এর নাম চেঞ্জ করে দেখি নতুন নামকরন করে POL করা হয়েছে।
newbie
Activity: 12
Merit: 8
September 08, 2024, 07:48:54 AM
https://www.talkimg.com/images/2024/09/07/BA0JH.png

আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
আলহামদুলিল্লাহ বাংলা কমিউনিটির সবাই অনেক ভালো করতেছে। আপনাকে অভিনন্দন জানাই আপনার এই যাত্রা অনেক ভালো হোক। আপনার জন্য দোয়া করি আপনি ক্যাম্পে কিনা ভালোভাবে কাজ করেন। আপনার জন্য খুবই সুখবর এটা যে আপনি একটা কাজে সিলেক্টেড হয়েছেন। প্রথম সপ্তাহে যদি ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারেন তাহলে সেটা দিয়ে আপনার ফ্যামিলিতে খুশি ভাগ করে নেবেন আশেপাশে যদি কোন অসহায় মানুষ থাকে একটু তাদের সাহায্য করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ইনকামের পিছনে আমাদের আশেপাশে থাকা গরীবরাও কিছু আশা পেয়ে থাকে। আপনি সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন যদিও অল্প তবুও যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়ে চেষ্টা করবেন। আপনার খুশিটা সব সময় অটুট থাকুক এই দোয়া করি সব সময়।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
September 08, 2024, 06:29:51 AM


আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
অনেক অনেক শুভকামনা রইল। আপনার প্রথম উপার্জন দিয়ে উপরে LDL বড় ভাই যে পরামর্শ দিল এই পরামর্শের বাইরে অন্য কোন পরামর্শ দেওয়ার মত কোন রাস্তা নেই। তাই আপনার প্রথম পেমেন্ট দিয়ে আপনার বাবা-মার সেবা করুন এটাই আমাদের প্রত্যাশা। তবে যদি বিয়ে করে থাকে তাহলে আপনার বউর জন্য আপাতত একটা ২০ টাকা দিয়ে গোলাপ ফুল কিনে গিফট করবেন। এটা আমাদের ফোরামের সবার পক্ষ থেকে ভাবির জন্য উপহার দেওয়ার পরামর্শ রইলো।
full member
Activity: 532
Merit: 229
September 08, 2024, 05:32:43 AM
এগিয়ে যান দোয়া করি, আমরাও আমাদের জীবনে প্রথম ইনকামের অনুভূতিটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি খুব অন্যরকম অনুভূতি যা হয়তো দু এক লাইনে বলে প্রকাশ করা যায় না। আমার জীবনে প্রথম সিগনেচার ক্যাম্পেইন ছিল Royse777 ম্যানেজারের ম্যানেজ করা একটি ক্যাম্পেইন। খুব সম্ভবত আট সপ্তাহ চলে এবং আমি আমার প্রথম ইনকামের যে অনুভূতি ছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি প্রথম পেমেন্ট পেয়ে যান তাহলে আপনি যদি আপনার বাবা-মা বেঁচে থাকে তাহলে তাদের জন্য অন্ততপক্ষে কিছু কিনে উপহার দেবেন। প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের সবকিছুর প্রথম ইনকাম থেকে কিছু আশা করে যা একমাত্র আল্লাহর আরশ থেকে আপনার এ প্রতিদান দেবেন। আপনি আপনার আগামী দিনগুলো সাবলীল ও আনন্দময় কাটুক সেই প্রত্যাশা রইল।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ আমার বাবা মা দুজনেই বাঁচে আছেন। এবং আমি অবস্যই আপনার কথা রাখবো, আসলে আমিও একটু কনফিউশন এর মধ্যে ছিলাম যে আমি আমার সর্ব প্রথম পেমেন্টটি দিয়ে ঠিক কি করবো, এখন যেহেতু আপনি অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, এখন তাহলে আপনার পরামর্শ অনুযায়ী আমার প্রথম পেমেন্টটি দিয়ে আমার বাবা মা কে কিছু একটা উপহার দেব. ধন্যবাদ ভাই.
আপনাকে অভিনন্দন।
কিন্তু আপনি যেভাবে আপনার অনুভূতি প্রকাশ করছেন, এতে করে মনে হবে আপনি লিটল মাউস ভাইইয়ের কাছ থেকে আলাদা কোনো স্পেশাল বেনিফিট নিচ্ছেন। আসলে উনি প্রফেশনাল দিক দিয়ে অনেক বেশি প্রফেশনাল। আপনি যতোই লোকাল বোর্ড এর মেম্বার হোন না কেনো, আপনার যদি কোয়ালিটি না থাকে, তাহলে আপনি তার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন না। উনি আপনাকে এক্সেপ্ট করেছে মানে আপনার সেই কোয়ালিটি আছে এবং এজন্যই তিনি আপনাকে ওনার ক্যাম্পেইনে স্পট দিয়েছে। আমরা কখনোই ওনার কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করবো না। যারা রেংক আপ করেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের লোকাল মেম্বারদের এমনিতে রেপুটেশন ভালো না। মানুষ ভালো চোখে দেখে না। আশা করবো আপনারা সবাই নিজেকে আরো ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করবেন।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আসলে আমি লিটল মাউস ভাইইয়ের কাছ থেকে আলাদা কোনো স্পেশাল বেনিফিট নিচ্ছি না, বরং আমি প্রথম ক্যাম্পাইন এ জয়েন হওয়ার আনন্দ ঠিক কিভাবে উপভোগ করবো ঠিক সেটাই বুজতে পারছিলাম না, তাই বেশি কিছু না ভাবেই পোস্টটা করেছিলাম, যাই হোক যেহেতু আমাদের লোকাল মেম্বারদের রেপুটেশন খুব একটা ভালো না, তাই আমাদের এখন থেকে উচিত নিজেদের আরো ভালোভাবে উপস্থাপন করার। আমি এখন থেকে আমার যথাশাদ্ধ চেষ্টা করে ক্রিয়েটিভিটির সাথে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই আপনাকে, এবং আমার জন্য দুয়া করবেন ভাই.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 08, 2024, 04:02:52 AM
আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।

আপনাকে অভিনন্দন।
কিন্তু আপনি যেভাবে আপনার অনুভূতি প্রকাশ করছেন, এতে করে মনে হবে আপনি লিটল মাউস ভাইইয়ের কাছ থেকে আলাদা কোনো স্পেশাল বেনিফিট নিচ্ছেন। আসলে উনি প্রফেশনাল দিক দিয়ে অনেক বেশি প্রফেশনাল। আপনি যতোই লোকাল বোর্ড এর মেম্বার হোন না কেনো, আপনার যদি কোয়ালিটি না থাকে, তাহলে আপনি তার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন না। উনি আপনাকে এক্সেপ্ট করেছে মানে আপনার সেই কোয়ালিটি আছে এবং এজন্যই তিনি আপনাকে ওনার ক্যাম্পেইনে স্পট দিয়েছে। আমরা কখনোই ওনার কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করবো না। যারা রেংক আপ করেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের লোকাল মেম্বারদের এমনিতে রেপুটেশন ভালো না। মানুষ ভালো চোখে দেখে না। আশা করবো আপনারা সবাই নিজেকে আরো ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 08, 2024, 01:17:00 AM


আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
এগিয়ে যান দোয়া করি, আমরাও আমাদের জীবনে প্রথম ইনকামের অনুভূতিটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি খুব অন্যরকম অনুভূতি যা হয়তো দু এক লাইনে বলে প্রকাশ করা যায় না। আমার জীবনে প্রথম সিগনেচার ক্যাম্পেইন ছিল Royse777 ম্যানেজারের ম্যানেজ করা একটি ক্যাম্পেইন। খুব সম্ভবত আট সপ্তাহ চলে এবং আমি আমার প্রথম ইনকামের যে অনুভূতি ছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি প্রথম পেমেন্ট পেয়ে যান তাহলে আপনি যদি আপনার বাবা-মা বেঁচে থাকে তাহলে তাদের জন্য অন্ততপক্ষে কিছু কিনে উপহার দেবেন। প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের সবকিছুর প্রথম ইনকাম থেকে কিছু আশা করে যা একমাত্র আল্লাহর আরশ থেকে আপনার এ প্রতিদান দেবেন। আপনি আপনার আগামী দিনগুলো সাবলীল ও আনন্দময় কাটুক সেই প্রত্যাশা রইল।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 07, 2024, 03:04:25 PM
আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
শুভকামনা রইলো ভাই আপনার জন্য। আপনার জন্য সত্যি এটা খুবই ভালো একটা খবর। তাহলে আমাদের ট্রিট দিয়েন ভাই হা,হা, হা মজা করলাম ভাই। আপনি ফোরামে সময় দিয়েছেন এবং ভালোভাবে এগিয়ে এসেছেন সেজন্য ক্যাম্সুপেইনে যোগদান করার সুযোগ পেয়েছেন। আপনি যেহেতু ক্যাম্পেই নিয়ে কাজ করার জন্য সুযোগ পেয়েছেন সেজন্য আমি বলবো LM ভাইয়ের এই ক্যাম্পেইনে যে রুলসগুলো দিয়েছে সেগুলো খুব মনোযোগ দিয়ে ফলো করবেন। খুব সতর্কতার সাথে সবকিছু করবেন। আর পোস্টের বিষয়ে বলবো যে কযটা পোস্ট করতে বলছে সে রিকয়ারমেন্ট পুরন করে বসে থাকবেন না ভাই। রিকয়ারমেন্ট পুরন করার পরেও তিন চারটা পোস্ট বেশি করার চেষ্টা করবেন সবসময় সময়। পোস্ট করার কোয়ালিটি সব সময় ভালো রাখবেন। এভাবে এগিয়ে যান ভাই শুভকামনা রইলো আপনার জন্য।
full member
Activity: 532
Merit: 229
September 07, 2024, 02:19:48 PM


আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
member
Activity: 106
Merit: 87
September 07, 2024, 02:44:39 AM
কখনো মনে এইসব প্রশ্ন কি জেগেছে? আমি স্ক্রল করার সময় বিষয়গুলো খেয়াল করি আর কিছু ইনফরমেশন কালেক্ট করি

1.Theymos এর কাছে যদি এডমিনিস্ট্রেটর রোল থাকেই তাহলে কি সে সাতোশি নাকামতোর সাথে পরিচত?কারন নাকামতো এই ফোরাম এর ফাউন্ডার

- একনজরে Theymos এর প্রোফাইল ফোরামে

- এটা ভালো হয় যদি আপনারা নিজেরাই তার বক্তব্য দেখে নেন। আমি তারপরো তার লিখা গুলো ট্রান্সলেট করে দিচ্ছি কোট করার সাথে সাথে।

এটা খুবই অবাক করা বিষয় যে কিভাবে নিপুণ ভাবে লেখা সব ইতিহাস সবাই ভুলে যাচ্ছে... সাতশি এই ফোরাম বানিয়েছিলো  Nov 22, 2009, এবং এই ফোরাম এর এডমিনিস্ট্রেটর এর প্রধান ছিলো  2011 নাগাদ. তারপর Sirius ছিলো প্রধান 2012নাগাদ, তারপরেই আমি দায়িত্ব নেই.


2. তাহলে এই sirius লোকটি কে? সে কি আসলেই সাতশি কে চিনে?

- একনজরে Sirius এর প্রোফাইল ফোরাম এ.

আজকের এই দিন পর্যন্ত Sirius ফোরাম এ এক্টিভ হচ্ছে যদিও সে কোনো পোস্ট করে নাই August  2014 নাগাদ।

আসলে সে হচ্ছে ফোরাম এর ডেভেলপার। তার সাথে সাতশির কিছু ইমেইল এখানে দিয়ে দিলাম  2009-2011 নাগাদ যা সে পরবর্তি তে পাবলিশ করেছিলো. তারা ক্রিপ্টোগ্রাফি ইমেইল ব্যবহার করতো
সোর্স -
https://mmalmi.github.io/satoshi/

3.কোন প্লাটফর্ম এ তাহলে সাতশির Sirius কে পেয়েছিলো যেখান থেকে সে তার সাথে যোগাযোগ করে?

ইমেই থেকে কিছু অংশ কোট করে দিচ্ছি আমি
আমি মাত্রই ফোরাম নিয়ে সার্চ করলাম  উইকিপিডায়. যেটি দেখাচ্ছিলো ফোরামটি পাবলিশ হয়েছে ২০১১ সালে।



আপনার কাছে যদি আরো কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর খুজে থ্রেড আপডেট করার জন্য
sr. member
Activity: 546
Merit: 268
September 06, 2024, 06:57:22 PM


এই পোস্টটা করলাম শুধুমাত্র একটা বিষয় জানার জন্য এখানে অনেকেই রয়েছে যারা কম বেশি এগুলোর ব্যাপারে জানেন। আচ্ছা উপরে স্ক্রিনশট এর মধ্যে প্যাসিভ ইনকাম লেখা বিষয়টি বুঝতে পারলাম না। কয়েকটা গ্রুপে এটা নিয়ে জানতে চাইলে তারা মূল ব্যালেন্সের কথা বলে আবার কেউ কেউ প্রফিট পার আওয়ারের কথা বলে। কেউ যদি বিষয়টি জানতে পারেন তাহলে একটু লিখে জানাবেন। সেপ্টেম্বরের ২৬ তারিখে লিস্ট করার কথা রয়েছে যদিও একাধিকবার এরা তারিখ গুলিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তাই এর প্রতি খুব একটা বেশি গুরুত্ব নেই। তবুও কেউ যদি বিষয়টি জানেন তাহলে শেয়ার করলে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হতাম। এখন পর্যন্ত আমার মূল ব্যালেন্স ে অনেক রয়েছে কেউ কেউ বলে মূল ব্যালেন্সের কোন উপকারিতা নেই অর্থাৎ টোকেন বরাদ্দ করবে চাবি ও প্রফিট পার আওয়ার এর উপর। তাই এখনো সুযোগ রয়েছে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য। তাই কেউ যদি আমাকে আপাতত এইটুকু উপকার করেন তবে অনেক ভালো হতো।
আপনি সরাসরি হামস্টার কমিউনিটি বাংলাদেশ এরকম একটি টেলিগ্রাম গ্রুপে এড হয়ে আপনার বিষয়গুলো জানতে চেষ্টা করুন এবং তারা আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবে।
আমি যতটুক জানি ততটুকু এখানে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাকে মূলত প্যাসিভ ইনকাম, ফ্রেন্ড, আর্ন, অ্যাসিভমেন্ট, চাবি, আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছেন কিনা, আপনি ঠিকভাবে প্রতিদিন ক্লেম করেছেন কিনা, চিপার নিয়েছেন কিনা, কম্বো ঠিকমতো নিয়েছেন কিনা, ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে তারা মূলত আপনাকে টোকেন বরাদ্দ করবে। শুধুমাত্র profit per Hour (PPH) /Passive income এর উপর ভিত্তি করে টোকেন বরাদ্দ করবে না। অনেকেই হয়তো টেলিগ্রাম বটের মাধ্যমে চাবি সংগ্রহ করছেন তাতে কোন ফায়দা আসবে না। আপনারা সবকিছুই কিছু কিছু আপডেট করে রাখুন দেখবেন পরিশেষে সবকিছুর উপর ভিত্তি করে টোকেন আলাদা আলাদা বরাদ্দ করবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 06, 2024, 06:19:25 PM


এই পোস্টটা করলাম শুধুমাত্র একটা বিষয় জানার জন্য এখানে অনেকেই রয়েছে যারা কম বেশি এগুলোর ব্যাপারে জানেন। আচ্ছা উপরে স্ক্রিনশট এর মধ্যে প্যাসিভ ইনকাম লেখা বিষয়টি বুঝতে পারলাম না। কয়েকটা গ্রুপে এটা নিয়ে জানতে চাইলে তারা মূল ব্যালেন্সের কথা বলে আবার কেউ কেউ প্রফিট পার আওয়ারের কথা বলে। কেউ যদি বিষয়টি জানতে পারেন তাহলে একটু লিখে জানাবেন। সেপ্টেম্বরের ২৬ তারিখে লিস্ট করার কথা রয়েছে যদিও একাধিকবার এরা তারিখ গুলিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তাই এর প্রতি খুব একটা বেশি গুরুত্ব নেই। তবুও কেউ যদি বিষয়টি জানেন তাহলে শেয়ার করলে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হতাম। এখন পর্যন্ত আমার মূল ব্যালেন্স ে অনেক রয়েছে কেউ কেউ বলে মূল ব্যালেন্সের কোন উপকারিতা নেই অর্থাৎ টোকেন বরাদ্দ করবে চাবি ও প্রফিট পার আওয়ার এর উপর। তাই এখনো সুযোগ রয়েছে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য। তাই কেউ যদি আমাকে আপাতত এইটুকু উপকার করেন তবে অনেক ভালো হতো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 05, 2024, 11:02:07 PM


আজকে আমার ফুল মেম্বার পদমর্যাদা থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে এজন্য আমার কাছে এই দিনটা খুবই আনন্দের। এই আনন্দটা আমি এই কমিউনিটিতে সকলের মাঝে শেয়ার করছি। আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুক এবং দীর্ঘায়ু দান করুন। এখানে যে সকল বড় ভাইয়েরা রয়েছেন তারা সকলেই অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এজন্যই হয়তো আমাদের ছোট ছোট অর্জন গুলো পূরণ হয়। এই বড় ভাইদের অবদান কখনো ভোলার মতো না। উপরের একজন ভাই আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছি তাকেও জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এই ভাই যে সকল বড় ভাইদের নাম উল্লেখ করেছেন তাদের অবদান অনস্বীকার্য এবং তাদের অবদানের জন্যই আমাদের প্রত্যাশিত পদমর্যাদা অর্জন করা সম্ভব হয়েছে। Xal0lex ভদ্রলোক আমাদের মোডারেটর হিসেবে যথেষ্ট সহযোগিতা করে এবং তার এই সহযোগিতা পূর্ণ মনোভাব আমাদেরকে অনেক অনেক প্রেরণা যোগায়। আমি তার প্রতি কৃতজ্ঞ।

আপনাকে অভিনন্দন আপনি আমাদের বাংলা বোর্ড থেকে সিরিয়ার সদস্য পদ অর্জন করেছেন এবং আপনার জন্য এটি খুবই আনন্দের বিষয় দীর্ঘদিন পরিশ্রম করার পর আপনি আরও একটি পদ উন্নতি করতে পেরেছেন। যাই হোক এটা আরও বেশি আনন্দের বিষয়কে ৫ সেপ্টেম্বর আপনি সিনিয়র মেম্বার হয়েছেন এবং আগামীকাল ছিল আমাদের স্বাধীনতার একমাস পূর্তি, যেখানে স্বৈরাচার পালিয়েছিল এবং আজকে একমাস পূর্ণ হয়েছে স্বাধীনতার। নতুন স্বাধীনতার বাংলায় প্রতিটি মানুষ আগামীকাল অনেক আনন্দের সাথে কাটিয়েছে এবং শহীদদের স্মরণে সকলেই তাদের জন্য দোয়া করেছে, এবং কি আমি মনে করি আপনিও অনেক আনন্দে ছিলেন, একটি স্বাধীনতার আনন্দ এবং অন্যটি আপনি নতুন একটি পদমর্যাদা অর্জন করেছেন সেই আনন্দ।
আমি সবাইকে অভিনন্দন জানাবো এই ফোরামে প্রত্যেকটি ব্যক্তি তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে পরিশ্রম করে যাচ্ছে ও প্রতিনিয়ত তারা এগিয়ে যাচ্ছে আমরা চাই আমাদের বাংলাদেশ এখন যেহেতু স্বৈরাচারমুক্ত হয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এভাবে আমরা এই ফোরাম কেউ এগিয়ে নিয়ে যাব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 05, 2024, 06:53:56 PM
অভিনন্দনHelliumZ , Wonder Work

আপনারা দুজন কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করেছেন এজন্য আপনাদের দুজনকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। বাংলা কমিউনিটিতে কোন ভাই-বোনদের RankUp হলে সত্যিই অনেক ভালো লাগে। সময়ের ব্যস্ততায় অনেক জ্ঞানী জ্ঞানী ভাইয়েরা এখানে একটু কম সময় দিচ্ছে কিন্তু নতুন হিসেবে যে ভাইয়েরা এখানে একটিভ তাদের মধ্যে Wonder Work, HelliumZ এদের অবদান অনেক। যাহোক আমাদের মত আপনারা রেংক আপের পর নিষ্ক্রিয় হয়ে যাবেন না বরং এখানে আপনারা আগের মতোই সময় দেওয়ার চেষ্টা করুন এবং বাংলা কমিউনিটিকে আপনারা ভালো একটা পজিশনে নেওয়া চেষ্টা করুন। অবশেষে আমি আপনাদের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করে শেষ করেছি।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
September 05, 2024, 06:23:17 PM
Congratulations @HelliumZ


আজকে দুপুরের পরে অনলাইনে এসে দেখলাম @Wonder Work ভাই ফুল মেম্বার হয়েছেন। আবার দেখি @HelliumZ ভাই আস্তে আস্তে এগিয়ে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছেন। আবারো HelliumZ ভাইকে অভিনন্দন। এটা খুবই গুড নিউজ যে আমাদের লোকাল থ্রেডের সদস্যদের রেংক আপ হচ্ছে। বাংলা লোকাল থ্রেডের একজন ফুল মেম্বার ও একজন সিনিয়র মেম্বারের সংখ্যা বেড়ে গেলো। আপনারা দুজনে আমাদের ট্রিট দিয়েন কিন্তু  Cheesy

আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনারা আপনাদের পরবর্তী র‍্যাংক অর্জন করার জন্য যাত্রা করুন।



মনে হচ্ছে টেলিগ্রামে এয়ারড্রপ হান্টারদের জন্য গুড নিউজ আসতে চলেছে, অনেক ভাইরাল একটি প্রকল্প ছিলো Hamster Kombat আগামী ২৬ সেপ্টেম্বর লিস্টিং হতে যাচ্ছে। কয়েকটি এক্সচেঞ্জ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া Catizen এটাও শিগ্রই লিস্টিং হবে, আরও বেশ কয়েকটি রয়েছে। যারা এখনো এগুলতে জয়েন হন নাই তারা জয়েন হতে পারেন। আমি টেলিগ্রাম মাইনিং এয়ারড্রপ করা প্রায় বাদ দিয়েছিলাম, কিন্তু DOGS থেকে পেমেন্ট পাওয়ার পর আবারো মাইনিং এয়ারড্রপ অংশগ্রহণ করতেছি।
newbie
Activity: 12
Merit: 8
September 05, 2024, 02:41:19 PM
ওয়াও আজকের দিনটা তো অনেক সুন্দর। আমাদের বাংলাদেশ কমিউনিটিতে দেখতে পাচ্ছি দুইজন মেম্বার রেংক আপ করেছে। আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা অনেক ভালো এগিয়ে গেছেন সামনে আরো ভালো করবে।

Wonder Work ভাই আপনি যে ফুল মেম্বার হয়েছেন এটাতে আমি খুব খুশি হয়েছি কারণ আপনার অ্যাক্টিভিটি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আপনার সামনের দিকে আরো ভালো কিছু করবে খুব তাড়াতাড়ি। আপনার একটিভিটি ধরে রাখবেন তাহলে সামনে ভালো কিছু করতে পারবো। তবে ভাই যাই বলেন আপনি পুরানো একজনের হেল্পলাইন। অন্যান্য ভাইয়েরাও হেল্পফুল কিন্তু আপনি ছোট হয়েও অনেক ভালো সেট করতে পারেন। এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার জন্য শুভকামনা ভাই।

HelliumZ ভাই আপনি সিনিয়র মেম্বার রেংক অর্জন করেছেন এর জন্য আপনাকে অভিনন্দন ভাই আপনার পরবর্তী সময়গুলো আশা করি আরো ভালোভাবে সামনের দিকে আরো ভালোভাবে অগ্রসর হতে পারবেন। আপনাদের দেখাতে কি আমরাও কিছু শিখব এবং এখন একটিভ হলাম আপনাদের সাথে সাথে এগিয়ে যেতে চাই।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
September 05, 2024, 02:34:30 PM


HelliumZ ভাই আপনাকে অভিনন্দন জানাই। দেখতে দেখতে আপনি সিনিয়র মেম্বার হয়ে গেলেন যদিও এই যাত্রাটা এত সহজ ছিল না অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আপনি অনেকদিন যাবত নিউ রেংকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু আপনার পর্যাপ্ত মেরিট না থাকার কারণে পরবর্তী ব্যাংকে যেতে পারেননি। আজকে দেখতে দেখতে আপনার মেরিট হয়ে গেছে আপনি পরবর্তী ব্যাংকে পদার্পণ করেছেন। আপনার জন্য এটা অনেক খুশির খবর।

আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগছে আজকে আপনিও সিনিয়র মেম্বার হয়ে গেলেন এবং আমি ফুল মেম্বার হয়ে গেছে দুইটার নিউজ একসাথে একদিনের পেয়ে আমার খুবই ভালো লাগতেছে। এটা আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য খুবই একটি সুখবর।

আপনি অনেক জ্ঞানী এবং অনেক ভালো জানেন ফোরাম সম্পর্কে আপনার এই তার ওপর এত রাখবেন আশা করি আপনি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্যাংকে পৌঁছে যেতে পারবেন আপনার জন্য সব সময় দোয়া থাকবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 05, 2024, 01:01:45 PM
sr. member
Activity: 546
Merit: 268
September 05, 2024, 12:48:49 PM


আজকে আমার ফুল মেম্বার পদমর্যাদা থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে এজন্য আমার কাছে এই দিনটা খুবই আনন্দের। এই আনন্দটা আমি এই কমিউনিটিতে সকলের মাঝে শেয়ার করছি। আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুক এবং দীর্ঘায়ু দান করুন। এখানে যে সকল বড় ভাইয়েরা রয়েছেন তারা সকলেই অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এজন্যই হয়তো আমাদের ছোট ছোট অর্জন গুলো পূরণ হয়। এই বড় ভাইদের অবদান কখনো ভোলার মতো না। উপরের একজন ভাই আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছি তাকেও জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এই ভাই যে সকল বড় ভাইদের নাম উল্লেখ করেছেন তাদের অবদান অনস্বীকার্য এবং তাদের অবদানের জন্যই আমাদের প্রত্যাশিত পদমর্যাদা অর্জন করা সম্ভব হয়েছে। Xal0lex ভদ্রলোক আমাদের মোডারেটর হিসেবে যথেষ্ট সহযোগিতা করে এবং তার এই সহযোগিতা পূর্ণ মনোভাব আমাদেরকে অনেক অনেক প্রেরণা যোগায়। আমি তার প্রতি কৃতজ্ঞ।
Pages:
Jump to: