হাসিনা একজন স্বৈরাচার এটা আমরা সবাই মানি। কিন্তু তার বাবা স্বৈরাচার ছিলো এটা কি আপনি শিওর? নিজের চোখে না দেখে থাকলে এতোটা ঘৃণা ভরে কোনো নিরপেক্ষ মানুষ বলতে পারে না। সকল শাসন আমলেই দেখেছি এবং শুনে আসছি এই লোকটা মুক্তিযুদ্ধে লিড দিয়েছে এবং দেশ স্বাধীন করার জন্য অগ্রনী ভূমিকা পালন করেছে। ওনার অবর্তমানে জিয়া ও দায়িত্য পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন করার পেছনে ওনার যে ভূমিকা, সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন নাকি?
হাসিনা স্বৈরাচার চোর বাটপার খুনি সবকিছুই করেছে এবং এটা তার প্রাপ্য ছিল যার কারণে সে পালিয়ে গিয়েছে নিজের জন্মভূমি থেকে। তবে আমরা যদিও বাঙালি জাতিরা অনেক আনন্দ উপভোগ করছি এই দৃশ্যগুলো দেখে তাছাড়া প্রত্যেকেই শেখ হাসিনার এই পদতাকে অনেক খুশি হইছে এবং সারা বাংলাদেশের সব জায়গা থেকে মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছে।
তবে আমি বলতে চাই এখানে অনেক অশিক্ষিত মূর্খরা রয়েছে যারা শেখ মুজিবরের ছবিগুলোতে এবং যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিল তাদের যে ভাস্কার্য গুলো ছিল সেগুলো যেভাবে ভেঙে ফেলেছে এটা মোটেও ঠিক করেনি। আমরা জানি শেখ মুজিবর এর অনেক অবদান রয়েছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে এবং তিনি বাঙালি জাতিকে স্বাধীন একটি দেশ এনে দিতে পেরেছিল। যদিও বেশিরভাগ লোকেরাই শেখ মুজিবর কে অনেক শ্রদ্ধা করে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বাবার সাথে যে ঘটনাগুলো ঘটিয়েছে লোকেরা এটা মোটেও ঠিক হয়নি যদিও এটি সবচেয়ে ভুল কাজ ছিল। তবে এখানে শেখ মুজিবরের কোন দোষ ছিল না বরং তার মেয়ের দোষের কারণে বাবার এত বড় রিপোর্টেশন নষ্ট হয়ে গেল বাঙালি জাতির কাছে। যেহেতু বর্তমানে শেখ মুজিবরের সকল কিছু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে এবং সব জায়গায়ই প্রায় তার ভাস্কার্য গুলো ভেঙে ফেলা হয়েছে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম, শেখ মুজিবর এর ইতিহাস গুলো হয়তো ভুলে যাবে। তাই আমি মনে করি এই কাজটি করা মোটেও ঠিক হয়নি মেয়ের ভুলের কারণে বাবার উপর মানুষ রাগ খাটিয়েছে।