ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।
আসলে ফ্রিতে আমরা বেশ ভালোই প্রফিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই এয়ারড্রপে কোন কাজ করা লাগে নাই, শুধু প্রতিদিন লগিন করতে হয়েছে। অনেকেই হয়তো আরও বেশি আশা করেছিলেন, ফ্রি তে যা পেয়েছি যা অনেক। যারা হোল্ড করবে তারা হয়তো কিছুটা বেশি দামে সেল করতে পারবেন। তবে ঝুঁকিপুর্ন হবে, যার যার নিজ দায়িত্বে টোকেন হোল্ড করতে পারেন। কে কত প্রফিট করলেন?
অভিনন্দন আপনাকে, তবে আমার জন্য এটা খুব একটা বেশি খুশির না কারণ আমাকে Learn Bitcoin ভাই এটা সোর্স দেওয়ার পরেও আমি খুব একটা বেশি করিনি যার কারণে আমার Dog token অ্যামাউন্ট ছিল মাত্র অ্যারাউন্ড 3.4k এবং যার বর্তমান মূল্য সাড়ে চার ডলার এর আশেপাশে। আপনার জন্য খুশির কারণ না কারণ আমি এটিতে বেশি স্কোর করতে পারিনি।
যাই হোক hamster এয়ার ড্রপ ইউজারদের জন্য মনে হয় খুশির সংবাদ আসতেছে তারা খুব শীঘ্রই লেস্টিং করতে যাচ্ছে তাও ভালো ভালো এক্সচেঞ্জার গুলোতে, আর মজার বিষয় হচ্ছে আমি এই আর ড্রপটিও ভালোভাবে করিনি।
জি ভাই এটা বলেছেন যে ১০০ ডলার বিনিয়োগ করে ভুলে যেতে হবে আমি যে বিনিয়োগ করে ফেলেছি। এই সমস্ত কয়েন গুলোতে কখন কাকে কি করে ফেলবে এটা কেউ বলতে পারে না। বেশ কয়েকদিন আগে পেঁপে কয়েন অলরেডি কয়েকশত গুণ বৃদ্ধি পেয়েছিল। শিবাইনু মানুষকে বেশ কয়েকবার মিলোনিয়ার বানিয়ে ফেলেছিল। Bonk, book of Meme, এগুলো মানুষকে ইতিমধ্যেই মিলোনিয়ার বানিয়ে ফেলেছে। তাই যাদের ডলারের অভাব নেই তারা এ সকল কয়েনগুলোতে বিনিয়োগ করে ভুলে যান কোন একদিন দেখবেন আপনারাও মিলোনিয়র হয়ে গেছেন।
হ্যাঁ ভাই আর এটাই হচ্ছে মিম কয়েন এখানে ইনভেস্টমেন্ট করা মানে আপনি লটারির টিকিট কিনছেন, লটারিতে যেমন অনেক সময় মাত্র একটি লটারি কিনেই কোটিপতি হওয়া যায় ঠিক তেমনি বছরকে পর বছর নিয়মিত লটারির টিকিট কিনেও অনেকে কখনো জয়ের মুখ দেখেনা। এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করবে।
আর আমি মিম কয়েনের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই বলবো।