বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট হিস্টরি২০১৪ সালের মে মাসের ৩০ তারিখে@BitcoinDream ভাই বাংলাদেশ নামক এই লোকাল বোর্ড খুলে আমাদের দেশটাকে বিটকয়েন ফোরামের বুকে নামকরণ করে দেয়। কিন্তু ওই বছর তার এই পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট হয়। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি তিন মাসের পোস্ট হিস্ট্রি আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরা হলো।
Q1(January, February, march)
Q2(April,May ,June)
Q3(July, August, September)
Q4(October, November, December)
2014 সালে
মোট পোস্ট=৫
2015 সালে
Q1= 1
Q2= 0
Q3= 0
Q4= 0
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1
2016 সালে
Q1= 0
Q2= 0
Q3= 0
Q4= 0
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=0
2017 সালে
Q1=0
Q2=2
Q3=187
Q4=508
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 697
2018 সালে
Q1=1500
Q2=1008
Q3=583
Q4=148
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 3239
2019 সালে
Q1=23
Q2=113
Q3=104
Q4=190
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=430
2020 সালে
Q1=107
Q2=264
Q3=353
Q4=909
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1633
2021 সালে
Q1=256
Q2=170
Q3=224
Q4=418
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1068
2022 সালে
Q1=275
Q2=373
Q3=237
Q4=189
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1074
2023 সালে
Q1=804
Q2=*
Q3=*
Q4=*
মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=804*
২০১৫, ২০১৬ এই দুই বছর বাংলাদেশ থেকে ইউজার সংখ্যা অনেক কম ছিল ফলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট সংখ্যা ছিল না।
২০১৭ সালের শেষের ৬ মাসে বাংলাদেশ লোকালে ইউজার সংখ্যা বাড়তে থাকে এবং পোস্ট সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকে।
২০১৮ সালে এসে বাংলাদেশ লোকাল এ যে পরিমাণ পোস্ট হয়েছিল তাতে সবগুলো পোস্ট একত্রে করলেও ওই বছরের সমান হবে না। ২০১৮ সালকে বাংলাদেশ লোকালের জন্য স্বর্ণবছর বলা হলেও ভুল বলা হবে না।
২০১৯ সালে এসে ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা প্রথম দিকে কমতে থাকে পরে শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে।
২০২০ সালে মোটামুটি ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা এভারেজ ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং শেষের দিকে এসে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়।
২০২১,২০২২ বাংলাদেশ লোকালে মোটামুটি ভাবে এগুতে থাকে ।
২০২৩ সালে প্রথম তিন মাসে পোস্ট সংখা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তী মাসগুলোতেও ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
https://ninjastic.space/search?board=11&topic_id=631891 থেকে ইনফরমেশন শেয়ার করা হয়েছে।