Author

Topic: বাংলা (Bengali) - page 259. (Read 5719925 times)

member
Activity: 168
Merit: 58
March 31, 2023, 10:49:08 PM
আমি প্রথমত যখন এটি দেখি তখন আমার কাছে এটি খুবই সহজ বলে মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ক্যাপচাটি আমি টাই করতে থাকি কোনভাবেই সফল হতে পারিনি আমি চেষ্টা করতে করতে অত্যন্ত ক্লান্তর মুখোমুখি হই। ভাইরে ভাই অনেক চেষ্টা করেছি কিন্তু প্রথম স্টেপ পার করতে পারেনি মাত্র 6 টি কয়েন আর্ন করতে হবে সেটা করতে পারি নাই। এটা সত্যিই খুব কঠিন কাজ আমি অনেক গেমস খেলেছি জীবনে এবং এরকম পর্যায়ের গেম খেলেছি কিন্তু এতটা কঠিন নয় যতটা কঠিন এই গেমটি। অবশেষে আমি করতে না পেরে আর চেষ্টা করতেছি না অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি গেমসটি খেলা বন্ধ করে দিয়েছি। কত বড় একটি April Fool's তৈরি করেছে তবে আমাদের ফোরাম অনেক ছোট ইউজার আছে যারা এই বিষয়ে না বুঝেই অনেক ভয় পেয়ে যাবে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।


অনেক সময় চেষ্টা করেছি কিন্তু চেষ্টা সফলতা আনতে পারিনি।😪🥺

ধৈর্য ধরে খেলতে থাকুন দেখবেন এক সময় সফল হয়ে যাবেন। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। চেষ্টা করলেই সবই পারা সম্ভব। আসলে সত্যিই গেমটি অনেকটাই কঠিন সহজে তাদের শর্ত পূরণ করা যায় না। তবু আমাদের যে গেমটি খেলতে হবে। না হলে পোষ্টের সাথে This user is a suspected spammer! এই লেখাটি অ্যাড করে দিয়ে থাকে।

আর সত্যিই অবাক করার বিষয় হচ্ছে প্রত্যেকবার পোস্ট করতে গেলে প্রত্যেকবারই ক্যাপচার দিতে হয় এই জিনিসটা ভালো লাগলো না। আমরা অনেকেই আছি সারা দিনে একাধিক পোস্ট করে থাকি তাহলে আমাদের করণীয় কি? প্রত্যেক বারই দেখা যায় ক্যাপচা পূরণ করে করে পোস্ট দিতে হবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 31, 2023, 09:58:23 PM
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট হিস্টরি

২০১৪ সালের মে মাসের ৩০ তারিখে@BitcoinDream ভাই বাংলাদেশ নামক এই লোকাল বোর্ড খুলে আমাদের দেশটাকে বিটকয়েন ফোরামের বুকে নামকরণ করে দেয়। কিন্তু ওই বছর তার এই পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট হয়। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি তিন মাসের পোস্ট হিস্ট্রি আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

Q1(January, February, march)
Q2(April,May ,June)
Q3(July, August, September)
Q4(October, November, December)

2014 সালে
মোট পোস্ট=৫

2015 সালে
Q1= 1
Q2= 0
Q3= 0
Q4= 0

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1

2016 সালে
Q1= 0
Q2= 0
Q3= 0
Q4= 0

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=0

2017 সালে
Q1=0
Q2=2
Q3=187
Q4=508

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 697

2018 সালে
Q1=1500
Q2=1008
Q3=583
Q4=148

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 3239

2019 সালে
Q1=23
Q2=113
Q3=104
Q4=190

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=430

2020 সালে

Q1=107
Q2=264
Q3=353
Q4=909

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1633

2021 সালে

Q1=256
Q2=170
Q3=224
Q4=418

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4= 1068

2022 সালে

Q1=275
Q2=373
Q3=237
Q4=189

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=1074

2023 সালে
Q1=804
Q2=*
Q3=*
Q4=*

মোট পোস্ট=Q1+Q2+Q3+Q4=804*


২০১৫, ২০১৬ এই দুই বছর বাংলাদেশ থেকে ইউজার সংখ্যা অনেক কম ছিল ফলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট সংখ্যা ছিল না।

২০১৭ সালের শেষের ৬ মাসে বাংলাদেশ লোকালে ইউজার সংখ্যা বাড়তে থাকে এবং পোস্ট সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকে।

২০১৮ সালে এসে বাংলাদেশ লোকাল এ যে পরিমাণ পোস্ট হয়েছিল তাতে সবগুলো পোস্ট একত্রে করলেও ওই বছরের সমান হবে না। ২০১৮ সালকে বাংলাদেশ লোকালের জন্য স্বর্ণবছর বলা হলেও ভুল বলা হবে না।

২০১৯ সালে এসে ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা প্রথম দিকে কমতে থাকে পরে শেষের দিকে বৃদ্ধি পেতে থাকে।

২০২০ সালে মোটামুটি ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা এভারেজ ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং শেষের দিকে এসে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়।

২০২১,২০২২ বাংলাদেশ লোকালে মোটামুটি ভাবে এগুতে থাকে ।

২০২৩ সালে প্রথম তিন মাসে পোস্ট সংখা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে পরবর্তী মাসগুলোতেও ইউজার সংখ্যা ও পোস্ট সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।


https://ninjastic.space/search?board=11&topic_id=631891 থেকে ইনফরমেশন শেয়ার করা হয়েছে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 31, 2023, 09:52:21 PM
এপ্রিলফুল! এপ্রিলফুল!! এপ্রিলফুল!!!


১লা এপ্রিল আমাদের সাথে মজা করা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে আমি চমকে উঠেছি এবং আমি পোস্ট দিয়েছি সেখানে লেখা উঠেছে
This User is Suspected Spammer





এই সমস্যা সমাধান করতে ক্যাপচা (Capcha) পূরণ করতে হবে এবং নিচে লেখা


Begin শব্দটিতে ক্লিক করলে অবশ্যই গেম চলে আসবে যে গেমটা রূপ হবে এরকম।



Bitcoin BTC ছবিটি স্পর্শ করতে হবে এবং যে কয়টা আপনাকে শর্ত দেওয়া হবে সে কয়টা পূরণ করতে হবে তারপরে সেই লেখাগুলো চলে যাবে।



 শর্ত১: এই ক্যাপচা যে সদস্য পূরণ করতে পারবে না দুই সপ্তাহের মধ্যে একাউন্ট পার্মানেন্ট ব্যান্ড হয়ে যাবে।
তাই অতি দ্রুত আপনারা এই কাপটা পূরণের জন্য প্রস্তুত হয়ে যান তা না হলে পরবর্তীতে ঝামেলা হবে
আমি প্রথমত যখন এটি দেখি তখন আমার কাছে এটি খুবই সহজ বলে মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ক্যাপচাটি আমি টাই করতে থাকি কোনভাবেই সফল হতে পারিনি আমি চেষ্টা করতে করতে অত্যন্ত ক্লান্তর মুখোমুখি হই। ভাইরে ভাই অনেক চেষ্টা করেছি কিন্তু প্রথম স্টেপ পার করতে পারেনি মাত্র 6 টি কয়েন আর্ন করতে হবে সেটা করতে পারি নাই। এটা সত্যিই খুব কঠিন কাজ আমি অনেক গেমস খেলেছি জীবনে এবং এরকম পর্যায়ের গেম খেলেছি কিন্তু এতটা কঠিন নয় যতটা কঠিন এই গেমটি। অবশেষে আমি করতে না পেরে আর চেষ্টা করতেছি না অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি গেমসটি খেলা বন্ধ করে দিয়েছি। কত বড় একটি April Fool's তৈরি করেছে তবে আমাদের ফোরাম অনেক ছোট ইউজার আছে যারা এই বিষয়ে না বুঝেই অনেক ভয় পেয়ে যাবে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।


অনেক সময় চেষ্টা করেছি কিন্তু চেষ্টা সফলতা আনতে পারিনি।😪🥺
member
Activity: 168
Merit: 58
March 31, 2023, 09:33:39 PM
snip
আমি ক্যাপচা দিয়ে গেমটি খেলার চেষ্টা করেছি কিন্তু খেলতে পারে পারলাম না। কিভাবে খেলতে হবে যদি এটা বুঝিয়ে দিতেন তাহলে অত্যন্ত ভালো হতো। গেমটি খেলার সময় যতবার স্কিনে চাপ দেই ততবারই পাখিটি নিচে পড়ে যায় এবং গেম ওভার হয়ে যায়। সত্যিই কি আমাদের পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। গেমটি না খেলতে পারলে। প্লিজ এই গেমটা টিউটোরিয়াল যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন অত্যন্ত খুশি হতাম।

শত ব্যর্থতার পর আমিও সফলভাবে ক্যাপচাটি পূরণ করতে পেরেছি। প্রথমে ভাবছিলাম কি দিয়ে কি হবে। কিছুই বুঝতে পারি নাই। প্রায় ১০০ বার ট্রাই করার পর সফল হইলাম।
sr. member
Activity: 798
Merit: 377
March 31, 2023, 08:51:22 PM
এপ্রিলফুল! এপ্রিলফুল!! এপ্রিলফুল!!!


১লা এপ্রিল আমাদের সাথে মজা করা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে আমি চমকে উঠেছি এবং আমি পোস্ট দিয়েছি সেখানে লেখা উঠেছে
This User is Suspected Spammer





এই সমস্যা সমাধান করতে ক্যাপচা (Capcha) পূরণ করতে হবে এবং নিচে লেখা


Begin শব্দটিতে ক্লিক করলে অবশ্যই গেম চলে আসবে যে গেমটা রূপ হবে এরকম।



Bitcoin BTC ছবিটি স্পর্শ করতে হবে এবং যে কয়টা আপনাকে শর্ত দেওয়া হবে সে কয়টা পূরণ করতে হবে তারপরে সেই লেখাগুলো চলে যাবে।



 শর্ত১: এই ক্যাপচা যে সদস্য পূরণ করতে পারবে না দুই সপ্তাহের মধ্যে একাউন্ট পার্মানেন্ট ব্যান্ড হয়ে যাবে।
তাই অতি দ্রুত আপনারা এই কাপটা পূরণের জন্য প্রস্তুত হয়ে যান তা না হলে পরবর্তীতে ঝামেলা হবে


অবশেষে আমি আমার শর্ত পূরণ করতে পেরেছি।
jr. member
Activity: 122
Merit: 2
March 31, 2023, 06:19:50 PM
~
@Mr.Member এই ভাইটির আইডি মনে হয় অতিরিক্ত স্পাম,মাল্টি একাউন্ট, পোস্ট কপি করার জন্য তার ২টা আইডিই ব্যান করা হয়েছে।


আপনারা যারা পোস্ট কপি করে নিজের বলে চালাতে চান তারা সতর্ক হয়ে যান।হয়তো আইডিটা বড় না কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। আপনাদের আইডি যখন বড় হবে এইভাবে ব্যান খাওয়ার পর মজা বুঝবেন।

তাই যারা নতুন আছেন দয়া করে পোস্ট কপি/multiple account ব্যাবহার থেকে বিরত থাকুন।

New user, please suggest how to improved this site.
আপনি নতুন আপনাকে বাংলাদেশ বোর্ড এ স্বাগতম। আপনি সর্বপ্রথম ভালো করে ফোরামের নিয়ম পড়ুন আর সেই নিয়ম অনুযায়ী চলুন ।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন পড়ুন 👉
এবং আপনি ফোরামে নতুন আপনার করনিয় কি এইটা পড়ে দেখুন।
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 31, 2023, 12:43:02 PM
আমি বিভিন্ন থ্রেট এ অনেক সময় দেখছি  অনেক ইউজাররা snip শব্দ টি ব্যাবহার করছে ।। আমি অনেক দিন থেকে দেখছি এবং বুঝার চেষ্টা করছি যে snip বলতে কি বুঝায়।। আমি গুগল ট্রান্সলেট এ snip ওয়ার্ড টা লিখেছি translate এ snip এর অর্থ স্নিপ ই দেখায় ।। আমি জানতে চাচ্ছি Bitcoin forum এ snip কি অর্থে ব্যাবহার হয়।। ধন্যবাদ সবাইকে ।।


Snip শব্দের অর্থ এখানে কাটা কে বুঝানো হয়েছে। এটার বিভিন্ন সমার্থক শব্দ আছে, যেমন ক্ষুদ্র ছাট, কচির পোচ, কাচি দিয়ে কাটা, কুচি কুচি করে কাটা। যেহেতু এটা ফোরামের পোষ্ট কোট করার সময় পোষ্ট এর অংশ মুছে ফেলে ব্যাবহার করা হচ্ছে, এটার অর্থ আসবে কেটে ফেলা বা মুছে ফেলা।

New user, please suggest how to improved this site.

এই সাইট ইমপ্রুভ করার জন্য আপাতত এডমিন সাহেব আছেন  Grin আপনি আপাতত নিয়ম কানুন গুলো পরে নিজেকে ইমপ্রুভ করেন।
sr. member
Activity: 798
Merit: 377
March 31, 2023, 08:54:23 AM
আমি বিভিন্ন থ্রেট এ অনেক সময় দেখছি  অনেক ইউজাররা snip শব্দ টি ব্যাবহার করছে ।। আমি অনেক দিন থেকে দেখছি এবং বুঝার চেষ্টা করছি যে snip বলতে কি বুঝায়।। আমি গুগল ট্রান্সলেট এ snip ওয়ার্ড টা লিখেছি translate এ snip এর অর্থ স্নিপ ই দেখায় ।। আমি জানতে চাচ্ছি Bitcoin forum এ snip কি অর্থে ব্যাবহার হয়।। ধন্যবাদ সবাইকে ।।


snip


@Suzume ভাই আপনাকে বুঝানোর স্বার্থে আমি আপনার কোডটি ডাবল করেছি। আপনার পোস্ট যেমন আমি কোট quote করেছি এবং আপনার লেখা সম্পূর্ণ বাতিল করে দিয়ে আমি snip শব্দটি ব্যবহার করেছি। এবং কোট quote ফাঁকা করে দিয়ে আমি তথ্য প্রকাশ করা অথবা আপনার প্রশ্নের উত্তর দেওয়া এটাই সাধারণত বুঝায়।
আমি আমার পক্ষ থেকে এটুকুই জানি।

New user, please suggest how to improved this site.
ভাই আপনি যে নতুন তা আমরা আপনার প্রোফাইল দেখেই বুঝতে পেরেছি তাই এখানে বলার কিছু নেই। অবশ্যই কোন কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন এবং বিটকয়েনের আপডেট অথবা ফোরাম সম্পর্কে আপডেট কোন তথ্য নিয়ে এখানে প্রকাশ করতে পারেন।
এটা বাংলা লোকাল বোর্ড তাই এখানে ইংরেজি ভাষা ব্যবহার না করাই উত্তম। ইংরেজি ভাষা গ্লোবালে ব্যবহার করুন
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 31, 2023, 07:20:36 AM
আমি বিভিন্ন থ্রেট এ অনেক সময় দেখছি  অনেক ইউজাররা snip শব্দ টি ব্যাবহার করছে ।। আমি অনেক দিন থেকে দেখছি এবং বুঝার চেষ্টা করছি যে snip বলতে কি বুঝায়।। আমি গুগল ট্রান্সলেট এ snip ওয়ার্ড টা লিখেছি translate এ snip এর অর্থ স্নিপ ই দেখায় ।। আমি জানতে চাচ্ছি Bitcoin forum এ snip কি অর্থে ব্যাবহার হয়।। ধন্যবাদ সবাইকে ।।
member
Activity: 168
Merit: 58
March 31, 2023, 05:14:23 AM
New user, please suggest how to improved this site.
যেহেতু ভাই এটা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড এখানে বাংলা ভাষায় পোস্ট করাই উচিত। যদিও এই পোস্টটি মডারেটর দেখতে পান তাহলে ডিলিট করে দিবে। যদি অন্য কোন দেশের ভাই হয়ে থাকেন তাহলে google translate করে বাংলা ভাষায় পোস্ট দেওয়া উচিত।
আপনি যেহেতু নতুন তাই হয়তো বুঝতে পারেননি। আপনি জানতে চেয়েছেন কিভাবে এই সাইটটি উন্নত করা যায়। আপনি কোন সাইটের কথা বলেছেন বুঝতে পারলাম না। আপনি কি আপনার আইডির উন্নতির কথা বলেছেন যদি বলে থাকেন তাহলে,আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী? এই পোস্টটি দেখতে পারেন।
newbie
Activity: 252
Merit: 0
March 31, 2023, 05:05:10 AM
New user, please suggest how to improved this site.
jr. member
Activity: 44
Merit: 2
Need Campaign Manager? TG ID:@GRTonmoy11
March 30, 2023, 11:32:46 PM
কিছুদিন আগে আমি পোস্ট করার সাথে সাথে অ্যাক্টিভিটি বাড়ছে ,কিন্তু গত কয়েক দিন ধরে আমার কোন অ্যাক্টিভিটি বাড়তেছে না ।এটা কি জন্য হতে পারে এবং কি কি করলে আমার আবার সেই আগের  মতো এক্টিভিটি হবে সিনিয়র ভাইদের পরামর্শ চাই।
খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে অ্যাক্টিভিটি কিছু দিন আগে পোস্ট করার সাথে সাথে বাড়ছে এখন কেনো বাড়ছে না 14 দিন পর পর 14 অ্যাক্টিভিটি করে বাড়ে আপনি ধরেন আপনার এখন 28 অ্যাক্টিভিটি আছে এখন যুদি আপনি পোস্ট করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে 14 দিন পর 14 অ্যাক্টিভিটি বাড়বে এর চেয়ে বেশি বাড়বে না কারণ 14 দিন পরে তো 14 অ্যাক্টিভিটি বাড়বেই তার পর যে আবার 14 দিন ধরে যে পোস্ট করবেন তখন আবার 14 অ্যাক্টিভিটি বাড়বে এটাই Bitcointalk এর নিয়ম আসা করি আপনি বুঝতে পেরেছে।
member
Activity: 168
Merit: 58
March 30, 2023, 11:30:52 PM
কিছুদিন আগে আমি পোস্ট করার সাথে সাথে অ্যাক্টিভিটি বাড়ছে ,কিন্তু গত কয়েক দিন ধরে আমার কোন অ্যাক্টিভিটি বাড়তেছে না ।এটা কি জন্য হতে পারে এবং কি কি করলে আমার আবার সেই আগের  মতো এক্টিভিটি হবে সিনিয়র ভাইদের পরামর্শ চাই।
এই বিষয় নিয়ে সিনিয়র ভাইয়েরা গত কয়েকদিন আগেই আলোচনা করছিলেন। আপনাকে তবুও বুঝিয়ে দিচ্ছি। প্রথম ২৮ এক্টিভিটি ২৮টা পোস্ট দিলেই বেড়ে যায়। কিন্তু ২৮ এক্টিভিটির পরে আর একটিভিটি বাড়ে না। আপনি যতই পোস্ট করবেন না কেন এক্টিভিটি বাড়বে না। ঠিক পরবর্তী নির্দিষ্ট ১৪ দিন পরে একেবারে ৪২ এক্টিভিটি হয়ে যাবে। সাধারণত প্রতি ১৪ দিন পর পর এক্টিভিটি বেড়ে থাকে।
jr. member
Activity: 50
Merit: 1
March 30, 2023, 11:12:13 PM
কিছুদিন আগে আমি পোস্ট করার সাথে সাথে অ্যাক্টিভিটি বাড়ছে ,কিন্তু গত কয়েক দিন ধরে আমার কোন অ্যাক্টিভিটি বাড়তেছে না ।এটা কি জন্য হতে পারে এবং কি কি করলে আমার আবার সেই আগের  মতো এক্টিভিটি হবে সিনিয়র ভাইদের পরামর্শ চাই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 30, 2023, 03:26:04 AM

ভাই হয়তো আপনার একটা বিষয় বাদ পড়ে গেছে, কারণ এইসব লেনদেন গুলোর ট্রানজেকশন হ্যাস পরবর্তীতে কিন্তু দেখা যায় না এবং (১-৩)এক থেকে তিন মিনিট এর মধ্যে ভ্যানিশ(মুছে) হয়ে যায়।
তাই মিক্সার থেকে লেনদেন করলে গোপন থাকে কেউ কোনদিন বিটকয়েন খুঁজে পাবেনা (কোন এড্রেসের মালিক এর কত বিটকয়েন রয়েছে)।
এ ধরনের গোপনীয় কাজগুলোই হল বিটকয়েন মিক্সার এর মূল উৎস।
@Little Mouse কথাগুলা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে যা 100% সঠিক। ব্লকচেইনে লেনদেনের তথ্য মুছে ফেলা সম্ভব নয় কিন্তু মিক্সার এর মাধ্যমে যদি আপনি লেনদেন করতে চান তাহলে আপনার প্রাইভেসি মিক্সচার কর্তৃপক্ষ রক্ষা করবে। কিন্তু ওই মিক্সার থেকে কখনো বিটকয়েন লেনদেনের হ্যাশ ডিলিট হয় না।
বেশ কিছুদিন আগে ইউএস গভারমেন্ট সিল্ক রোড থেকে বাজেয়াপ্ত করা ৫০ হাজার বিটকয়েন বিভিন্ন ওয়ালেটে সম্ভবত তিনটি ওয়ালেটে ট্রান্সফার করে। যদি এটাই সম্ভব হতো তাহলে ইউ এস গভারমেন্ট প্রাইভেসি রক্ষা করে ট্রান্সফার করার পর সাথে সাথে ট্রান্সফার করার হ্যাশ ডিলিট করে দিত। কিন্তু বিভিন্ন ওয়ালেটে বিটকয়েন ট্রান্সফার করার এবং কি পরিমান বিটকয়েন ট্রান্সফার করা হয়েছে সবকিছু কিন্তু পরবর্তীতে রেকর্ড করা হয়।



bc1qmx.......y7wp এই ওয়ালেটটি ইউএস গভারমেন্টের Sezied করা BTC Holding ওয়ালেট ছিল।
কিন্তু উপরের ও নিচেরটি দুটি ভিন্ন হলে কিন্তু ওই ওয়ালেটের উৎস জানা যায়নি কিন্তু মাঝখানের এড্রেসটি কয়েনবেসের এড্রেস সেটা কিন্তু এক্সপার্টরা সনাক্ত করতে পেরেছেন। যদি মিক্সার থেকে ঐ সকল বিটকয়েন পাঠানো হতো তাহলে মিক্সার কর্তৃপক্ষ ওই মাঝখানের ওয়ালেটটি সনাক্ত করতে দিত না।


@popkon6 যদি আপনি এই বিষয়ে আরো ভালোভাবে জানতে চান তাহলে বিটকয়েন মিক্সচার ও সাধারণ লেনদেনের বিষয়বস্তু ও প্রকৃতি সম্পর্কে ভালোভাবে জানবেন।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 30, 2023, 01:49:57 AM
ভাই হয়তো আপনার একটা বিষয় বাদ পড়ে গেছে, কারণ এইসব লেনদেন গুলোর ট্রানজেকশন হ্যাস পরবর্তীতে কিন্তু দেখা যায় না এবং (১-৩)এক থেকে তিন মিনিট এর মধ্যে ভ্যানিশ(মুছে) হয়ে যায়।
তাই মিক্সার থেকে লেনদেন করলে গোপন থাকে কেউ কোনদিন বিটকয়েন খুঁজে পাবেনা (কোন এড্রেসের মালিক এর কত বিটকয়েন রয়েছে)।
এ ধরনের গোপনীয় কাজগুলোই হল বিটকয়েন মিক্সার এর মূল উৎস।
ভুল। বিটকয়েন ব্লকচেইনে লেনদেনের তথ্য মুছে ফেলা অসম্ভব। সব লেনদেনের তথ্য ব্লকচেইনে অবশ্যই থাকবে এবং সেটা সবাই দেখতে পাবে। যে লেনদেনের তথ্য ব্লকচেইন এ থাকবে না সেটা ভ্যালিড না। আপনি হয়ত ভুল পড়েছেন অথবা আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে।
ট্রাঞ্জেকশন এর তথ্য গোপন রাখে শুধু প্রাইভেসি কয়েনগুলো। সবগুলো না কিংবা সবক্ষেত্রে না। যেমন মনেরো বাই ডিফল্ট অনেক তথ্য গোপন রাখে রিং সিগ্নেচার বা এই টাইপ কিছুর মাধ্যমে। আবার zec এ প্রাইভেসি অপশনাল। আপনি চাইলে একদম প্রাইভেট লেনদেন করতে পারবেন, কিংবা পাবলিক লেনদেন। ডিপওনিয়ন এর ক্ষেত্রেও একই। পাবলিক ব্লকচেইনে দেখা যাবে ওইরকম লেনদেন করতে পারবেন। আবার চাইলে ডিপসেন্ড এর মাধ্যমে প্রাইভেট লেনদেনও করা যাবে। তবে, ডিপসেন্ড সম্ভবত অনেকটা কয়েনজয়েন এর মত যেখানে অনেকেই কয়েন স্টেকিং এর মত রাখে, একজন থেকে আরেকজনের কাছে যায়।
sr. member
Activity: 798
Merit: 377
March 30, 2023, 12:55:12 AM
আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
আপনি চাচ্ছেন কেউ আপনাকে ট্রাকিং না করুক। উদাহরন হিসেবে বলছি, ধরে নিলাম আপনি আপনার বিটকয়েন দিয়ে পর্নহাবে পেমেন্ট করবেন (ভাই, সিরিয়াসলি নিবেন না, জাস্ট মজা করেই বলা বোঝার জন্য)। আপনার বিটকয়েন দিয়ে পেমেন্ট করলে তো সবাই দেখবে আপনি পর্নহাবে পেমেন্ট করছেন। এইসব সার্ভিস কিংবা সেন্ট্রালাইজড সার্ভিসের এড্রেস পাবলিক থাকে বেশিরভাগ সময়। তো, আপনি পর্নহাবে পেমেন্ট করলে মানুষ জেনে যাবে যে speedx পর্নহাবে পেমেন্ট করছে। ব্যাপারটা নিশ্চয়ই আপনি গোপন রাখতে চাইবেন। সেক্ষেত্রে, আপনি আপনার বিটকয়েনগুলো আমাকে দিলেন। আর আমাকে নতুন একটা এড্রেস দিলেন। আমি তখন আপনাকে সমপরিমাণ বিটকয়েন পাঠিয়ে দিলাম আপনার নতুন এড্রেসে। তাহলে, speedx কে কিন্তু কেউ আর মনিটরিং করতে পারছে না। আশা করি বুঝতে পেরেছেন মিক্সিং কিভাবে কাজ করে এবং এর কাজ কি।

ভাই হয়তো আপনার একটা বিষয় বাদ পড়ে গেছে, কারণ এইসব লেনদেন গুলোর ট্রানজেকশন হ্যাস পরবর্তীতে কিন্তু দেখা যায় না এবং (১-৩)এক থেকে তিন মিনিট এর মধ্যে ভ্যানিশ(মুছে) হয়ে যায়।
তাই মিক্সার থেকে লেনদেন করলে গোপন থাকে কেউ কোনদিন বিটকয়েন খুঁজে পাবেনা (কোন এড্রেসের মালিক এর কত বিটকয়েন রয়েছে)।
এ ধরনের গোপনীয় কাজগুলোই হল বিটকয়েন মিক্সার এর মূল উৎস।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 30, 2023, 12:37:46 AM
আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
একেবারে সহজ ভাষায় যদি বলি তাহলে হবে এইরকম যে আপনার বিটকয়েন আমাকে দিন, আমার বিটকয়েন আপনি নিন। এতে তাহলে লাভটা কি?
বোঝার সুবিধার্থে আমরা এড্রেস এর নামকরণ করছি। আপনার এড্রেসের নাম "ক" এবং আমার এড্রেসের নাম "খ"। আপনার বিটকয়েনটক এ ইউজারনেম speedx, এটা সবাই জানে এবং ধরে নিন সবাই এটাও জানে যে speedx এর এড্রেস "ক"। এখন আপনার এড্রেসে কত বিটকয়েন আছে, সেটা কোথায় পেয়েছেন কিংবা কোথায় পাঠাচ্ছেন তা সবাই ব্লকচেইনের মাধ্যমে দেখতে পাবে। এটা নিশ্চয়ই জানেন। আপনি চাচ্ছেন কেউ আপনাকে ট্রাকিং না করুক। উদাহরন হিসেবে বলছি, ধরে নিলাম আপনি আপনার বিটকয়েন দিয়ে পর্নহাবে পেমেন্ট করবেন (ভাই, সিরিয়াসলি নিবেন না, জাস্ট মজা করেই বলা বোঝার জন্য)। আপনার বিটকয়েন দিয়ে পেমেন্ট করলে তো সবাই দেখবে আপনি পর্নহাবে পেমেন্ট করছেন। এইসব সার্ভিস কিংবা সেন্ট্রালাইজড সার্ভিসের এড্রেস পাবলিক থাকে বেশিরভাগ সময়। তো, আপনি পর্নহাবে পেমেন্ট করলে মানুষ জেনে যাবে যে speedx পর্নহাবে পেমেন্ট করছে। ব্যাপারটা নিশ্চয়ই আপনি গোপন রাখতে চাইবেন। সেক্ষেত্রে, আপনি আপনার বিটকয়েনগুলো আমাকে দিলেন। আর আমাকে নতুন একটা এড্রেস দিলেন। আমি তখন আপনাকে সমপরিমাণ বিটকয়েন পাঠিয়ে দিলাম আপনার নতুন এড্রেসে। তাহলে, speedx কে কিন্তু কেউ আর মনিটরিং করতে পারছে না। আশা করি বুঝতে পেরেছেন মিক্সিং কিভাবে কাজ করে এবং এর কাজ কি।
member
Activity: 168
Merit: 58
March 29, 2023, 11:14:49 PM
Snip
আপনি এই নিউজটি কয়েন আলাপ থেকে কপি করে পোস্ট করেছেন। এ ধরনের সকল নিউজ যদি শেয়ার করেন তাহলে অবশ্যই সোর্স লিংক যুক্ত করে দিবেন। এই ধরনের পোস্টে কেউ যদি  রিপোর্ট করে আপনার একাউন্ট ব্যান হয়েও যেতে পারে বা নেগেটিভ ট্যাগ দিতে পারে। যদিও এখন আপনি কিছু মনে করতেছেন না দেখা যাবে এক সময় আপনার অ্যাকাউন্ট অনেক বড় হবে। তখন এই ধরনের ছোট ছোট ভুলের কারণে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে।
 উৎস লিংক


আমি এ নিউজটি ইতিপূর্বে শেয়ার করেছিলাম হয়তো বা আপনি দেখতে পাননি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 29, 2023, 03:25:00 PM
অনেকদিন যাবত বিটকয়েন মিক্সিং বিষয়টি আমার চোখের সামনে পড়ছে। 
আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে  আপনার ফান্ডের  নিরাপত্তার আরো জোরদার  এবং আপনার বিটকয়েন লোকেশন অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেস  ট্রানজেকশন ইত্যাদি আরো গোপনীয় রাখার  একটা প্রক্রিয়া।
এখানে আপনি একসাথে মিক্সিং এর মাধ্যমে   অ্যানোনিমাস  এড্রেস থেকে একাধিক ওয়ালেটে  বা একটি ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারবেন।  যেহেতু বিটকয়েন সম্পূর্ণ ব্লক চেঞ্জ নির্ভর একটি প্রযুক্তি   এবং ব্লক চেইনে  ট্রানজেকশন দেখার জন্য সব সময় ওপেন থাকে  তাই এর থেকে  ট্রানজেকশন গোপনীয় করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে।
2023 List Bitcoin Mixers Bitcoin Tumblers Websites
Jump to: