Author

Topic: বাংলা (Bengali) - page 259. (Read 5321291 times)

member
Activity: 168
Merit: 58
March 18, 2023, 04:52:38 AM
আসসালামু আলাইকুম

আমি একটি সমস্যায় পড়েছি। আমি ৩০ টি Activity বানাতে পারছি না। এবং আমার আইডি jr member হচ্ছে না। কেউ কি বলতে পারবেন? Jr member আইডি বানাতে কতো দিন সময় লাগে? সবার কাছে সাহায্য চাই।

ধন্যবাদ
অ্যাকাউন্ট খোলার প্রথম ২৮ অ্যাক্টিভিটি ২৮ টা পোস্ট করলে বেড়ে যায়। কিন্তু পরে আবার ঠিকই ১৪ দিন পর ৪২ অ্যাক্টিভিটি হবে যদি আপনার পোস্ট ৪২ টা দেওয়া থাকে। ধরে নিন আপনার যদি ১৪ দিন পর ৩৫ টা পোস্ট দেওয়া হয়েছে, আপনার ৩৫ এক্টিভিটি হবে। আপনি যদি শুধু পোস্ট করতে থাকেন অ্যাক্টিভিটি বাড়বে না। নির্দিষ্ট ১৪ দিন পর পর অ্যাক্টিভিটি বেড়ে থাকে। তাই ভাই চিন্তার কারন নাই আপনি মানসম্মত পোস্ট করতে থাকেন। নির্দিষ্ট সময় হলে আপনা আপনি অ্যাক্টিভিটি বেড়ে যাবে।
full member
Activity: 490
Merit: 119
March 18, 2023, 04:25:47 AM
আসসালামু আলাইকুম

আমি একটি সমস্যায় পড়েছি। আমি ৩০ টি Activity বানাতে পারছি না। এবং আমার আইডি jr member হচ্ছে না। কেউ কি বলতে পারবেন? Jr member আইডি বানাতে কতো দিন সময় লাগে? সবার কাছে সাহায্য চাই।

ধন্যবাদ



আপনার তো এক্টিভিটি বানানোর প্রয়োজন নাই। আপনি পোস্ট করে যান, সময় হইলে অ্যাক্টিভিটি বেড়ে যাবে। আগামী ২২ তারিখে আপনার এক্টিভিটি বেড়ে যাবে। নিচের লিংক থেকে আপনি দেখতে পাবেন।

এক্টিভিটি লিংক: https://docs.google.com/spreadsheets/d/12saLhlUoqIdairxzuSPu6EYGrt7FN2lOstO1yDjCEbA/edit#gid=1012758442




jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 18, 2023, 03:42:18 AM
আসসালামু আলাইকুম

আমি একটি সমস্যায় পড়েছি। আমি ৩০ টি Activity বানাতে পারছি না। এবং আমার আইডি jr member হচ্ছে না। কেউ কি বলতে পারবেন? Jr member আইডি বানাতে কতো দিন সময় লাগে? সবার কাছে সাহায্য চাই।

ধন্যবাদ

full member
Activity: 490
Merit: 119
March 18, 2023, 02:22:50 AM
সবাই শুধু কিভাবে র‍্যাংক বাড়ানো যায় কিংবা কিভাবে আর্ন করা যায় সেই চিন্তায় আছেন।বিটকয়েনটকে যে আমাদের কোন নিজস্ব বোর্ড নাই সে চিন্তা কি একবার ও করেছেন? আমাদের কোন অবস্থান নাই, এর কারন কি?
কারন আমাদের মধ্যে বন্ডিং নাই, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।আসুন সবাই মিলে এইখানে বাংলাদেশের একটা লোকাল আলাদা সেকশন এর চেষ্টা করি।তাহলে সেটা কাজে লাগবে সবার।

কে কে আমার সাথে আছেন, যারা প্রতিদিন বিটকয়েনটকে আসেন?
এইখানে কমেন্ট করুন।

বাক স্বাধীনতার অধিকার সবারই আছে, কিন্তু বাক স্বাধীনতা মানে এই না যে সীমার বাইরে যেয়ে কোন কিছু বলা বা অপ্রাসঙ্গিক কোন বিষয়ে নিয়ে আলোচনা করা। আসলে এখানে বাক স্বাধীনতাকে সীমিত করার বিষয়ে বলা হয়েছে, এটি এমন একটি সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে বলা হয়েছে যে, মানুষ অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক বিষয় নিয়ে কথা বলে অর্থপূর্ণ আলোচনা থেকে দূরে সরে না যায়।

বাংলাদেশ নামক এই থ্রেডটি মূলত এমন একটা জায়গা যা বিনোদনমূলক জায়গা নয়, বরং এমন একটা জায়গা যেখানে সমস্যার উত্তর খুঁজে পাওয়া যায়। প্রতিটি পোস্ট ও থ্রেড এখানে ভ্যালু বৃদ্ধি করে, প্রতিটি মানসম্মত পোষ্টের জন্য এখানে পুরস্কার দেয়া হয়। এই থ্রেডটিকে সামনের দিকে এগিয়ে নিতে, কিছু নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করা আবশ্যক। একটি উন্নয়নশীল সম্প্রদায় গড়ে তুলতে চাইলে, আসুন আমরা সবাই মিলে অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক পোস্ট না করে, মানসম্মত পোস্ট করে, এই সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

কিছু নির্দেশিকা:

1. বাক স্বাধীনতা- আপনি এখানে যেকোন কিছু বলতে পারেন যতক্ষণ না এটি অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় হয় এবং ভদ্রভাবে উপস্থাপন করুন। যদি আপনার পোস্ট হয়, কাউকে কমিটমেন্ট করা আর চিৎকার করা, তাহলে এই ধরনের পোস্টগুলা হয়তো খুব তাড়াতাড়ি মডারেটরের মাধ্যমে রিমুভ করা হবে।

2. শূন্য মূল্যের কোন পোস্ট- যেমন কোন কিছু বিক্রয় করা।

3. কোন অর্থহীন বা  অমজাদার পোস্ট না করা।

4. কোন স্প্যাম রেফারেল কোড পোস্ট না করা।

5. কাজের জন্য নিরাপদ না এমন বিষয়বস্তু পোস্ট না করা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 18, 2023, 01:40:47 AM
~
আপনি এ সামান্য কথাগুলো অন্যের পোস্ট থেকে হুবহু কপি করে এনেছেন যেটা ফোরামের একটি মারাত্মক অপরাধ। আপনাকে কেউ যদি রিপোর্ট করে দেয় তাহলে সরাসরি ব্যান্ করে দেবে। তাছাড়া আপনার পোস্ট গুলো দেখলাম আপনি একটা মারাত্মক ভুল করেছেন যার কারণে আপনার ক্ষতি হবে এবং অন্যে জনের ক্ষতি হবে। আপনি যদি কোন কিছু নিজ জ্ঞানে নাই লিখতে পারেন তাহলে অন্যের কোন কিছু কপি করে এনে আপাতত অন্যের ক্ষতি করবেন না। যখন ফোরামে এই সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট করবে তখন আপনারও ক্ষতি হবে ওনারও ক্ষতি হবে।

আপনার একাউন্ট সম্ভবত Alt আছে, আমি আপাতত আপনাকে হুঁশিয়ারি করার জন্য সামান্য নমুনা উপস্থাপন করলাম। আপনি নিজেকে সংশোধন করে নিন। আপনার সতর্কতার জন্য এখানে সেটা উপস্থাপন করলাম।

https://bitcointalksearch.org/topic/m.61897429
https://bitcointalksearch.org/topic/m.61897553





72k
Tara1122

Mostly Alt each other
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 18, 2023, 01:03:40 AM
সবাই শুধু কিভাবে র‍্যাংক বাড়ানো যায় কিংবা কিভাবে আর্ন করা যায় সেই চিন্তায় আছেন।বিটকয়েনটকে যে আমাদের কোন নিজস্ব বোর্ড নাই সে চিন্তা কি একবার ও করেছেন? আমাদের কোন অবস্থান নাই, এর কারন কি?
কারন আমাদের মধ্যে বন্ডিং নাই, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।আসুন সবাই মিলে এইখানে বাংলাদেশের একটা লোকাল আলাদা সেকশন এর চেষ্টা করি।তাহলে সেটা কাজে লাগবে সবার।

কে কে আমার সাথে আছেন, যারা প্রতিদিন বিটকয়েনটকে আসেন?
এইখানে কমেন্ট করুন।
ফোরামে পোস্ট করার আগে ফোরামের নিয়ম গুলো ভালোমতো পড়ে নিবেন। যদি আপনি ফোরামের নিয়ম গুলো না মানেন তাহলে যেকোনো সময় আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনি তো নতুন আপনি হয়তো ব্যান্ড হলে আপনার কিছু যায় আসে না। কিন্তু এমন এক সময় আসতে পারে যখন আপনি অনেক উপরে রেঙ্কে যাবেন। কিন্তু আপনার এই ভুলের জন্য হয়তো সারা জীবনের জন্য ফোরাম থেকে ব্যান হয়ে যেতে পারেন।
jr. member
Activity: 50
Merit: 1
March 18, 2023, 12:27:37 AM
সবাই শুধু কিভাবে র‍্যাংক বাড়ানো যায় কিংবা কিভাবে আর্ন করা যায় সেই চিন্তায় আছেন।বিটকয়েনটকে যে আমাদের কোন নিজস্ব বোর্ড নাই সে চিন্তা কি একবার ও করেছেন? আমাদের কোন অবস্থান নাই, এর কারন কি?
কারন আমাদের মধ্যে বন্ডিং নাই, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত।আসুন সবাই মিলে এইখানে বাংলাদেশের একটা লোকাল আলাদা সেকশন এর চেষ্টা করি।তাহলে সেটা কাজে লাগবে সবার।

কে কে আমার সাথে আছেন, যারা প্রতিদিন বিটকয়েনটকে আসেন?
এইখানে কমেন্ট করুন।
ভাই এটা আপনার পুরাই কপি পোস্ট এমন ধরনের কোন পোস্ট করবেন না যাতে আপনার নিজেরই ক্ষতি হয় এই পোস্টটা সিনিয়র ভাইয়েরা দেখার আগেই আপনি ডিলিট করে দেন আর এমন কিছু পোস্ট করুন যাদের সবার উপকার হয় এবং নিজের জ্ঞানে যা আসে তাই পোস্ট করুন এটা আপনার পুরোপুরি কপি পোস্ট
 অরজিনাল পোস্ট লিংক ,
https://bitcointalksearch.org/topic/m.51180836
member
Activity: 196
Merit: 14
March 17, 2023, 11:25:25 PM
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 17, 2023, 09:01:12 PM
বাংলাতেই ভরপুর



আমরা যারা বাংলাদেশি বিটকয়েন ফোরাম ইউজারকারি আছি তাদের সকলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই। আমরা বাংলাদেশীরা শতকরা ১০-১৫ জন ব্যতীত সকলেই কিন্তু ইংরেজির প্রতি দুর্বল। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশের গ্রাম অঞ্চলে শতকরা ১০০% মানুষই ইংরেজি দেখে ভয় পায়। আমরা যখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন সংবাদ ইংরেজি কোন পত্রিকায় পড়তে চাই বিশেষ করে দু চারটি শব্দ ছাড়া বাকি কোন শব্দই ভালোভাবে বুঝতে পারিনা। আমরা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য Coinalap বিশেষ সুবিধা করে দিয়েছে। আমরা যারা ইংরেজিতে নিউজ পড়তে পারি না তাদের জন্য কয়নালাপ বাংলায় রূপান্তরিত করে খুব সহজ ও সাবলীল ভাষায় সাজিয়ে আমাদের সকলের জন্য সংবাদ উপস্থাপন করে থাকেন। আমরা তাদের লেখা সংবাদ পড়ে খুব সহজেই ক্রিপ্টোকারেন্সিতে আপডেট সংবাদ জানতে পারব। তাই আমাদের সকলের উচিত তাদের সাইটগুলোতে যোগ করে তাদের কাজের গতি বাড়িয়ে দেওয়া। আমি বেশ কয়েকদিন আগে তাদের ওয়েবসাইটে ঘুরে এসেছি এবং এতটাই বিস্মিত হয়েছি যে আমরা এখন বাংলাদেশিরা বাংলাতেই বিটকয়েনের সকল আপডেট জানতে পারবো। তাই আমরা যারা এখনো Coinalap সম্পর্কে জানিনা তারা আজই তাদের অফিসিয়াল সাইটগুলোতে জয়েন করুন।
নিচে তাদের অফিসিয়াল সাইটগুলো তুলে ধরা হলো।

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.coinalap.com/
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল: https://t.me/coinalapnews
অফিসিয়াল টুইটার: https://twitter.com/coinalap
অফিসিয়াল ফেসবুক: https://www.facebook.com/coinalap
অফিসিয়াল Contact: [email protected]
অ্যাডমিনের সাথে যোগাযোগ: @coinalap_admin
member
Activity: 168
Merit: 58
March 17, 2023, 08:29:20 PM
ভাই আমার কাছে কোনো পোস্ট ভালো লাগলে আমি অবশ্যই মেরিট দেই যদি এসমেরিট থাকে তাহলে। বাইরের বোর্ড গুলা তে মেরিট দেইনা বললেই চলে। আমর হেল্প হচ্ছে এমন পোস্ট গুলা তে আমি মেরিট দিয়ে থাকি অথবা মানসম্মত পোস্ট যেগুলা। আপনাদের পাশেই আছি ভাই। সুন্দর সুন্দর পোস্ট করবেন, অবশ্যই সাপোর্ট করব।
কথাটি শুনে অত্যন্ত ভালো লাগলো। দোয়া করি আপনি অতি শীঘ্রই সিনিয়র মেম্বার হয়ে উঠবেন। আপনারাই আমাদের পাশে থাকবেন, আপনাদের কেই পাশে থাকা লাগবে। কেননা অন্য দেশের ভাইয়েরা আমাদের কে সাপোর্ট খুব একটা করবে না। আমরা যারা নতুন আছি আমরা এখনো সকল বিষয়ে জানা শোনা না। কোন দিকে চললে আমাদের উন্নতি হবে সে বিষয়ে শিক্ষা দিবেন। আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে সেভাবে চলবো ও উন্নত করার চেষ্টা করব।
sr. member
Activity: 1008
Merit: 366
March 17, 2023, 12:01:05 PM
ওয়ালেট ভেদে এইখানে দুইটা কাজ করা যায়।আমি ধরে নিলাম আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করছেন। সেক্ষেত্রে, আপনি যদি RBF (Replace by fee) মেথড ব্যবহার করে ফি বৃদ্ধি করে দেন, তাহলেও হয়। এর পাশাপাশি যদি আপনি যাকে বিটকয়েন পাঠিয়েছেন সে এমন ওয়ালেট ব্যবহার করে যেখানে আনকনফার্মড ইনপুট ব্যবহার করা যায়, তাহলে উনি সেখানে CPFP(Child Pays for Parent) মেথড ব্যভার করতে পারে। মানে আনকনফার্মড ইনপুট নিয়ে সে একটা ট্রাঞ্জেকশন করবেন যেখানে ফি বেশি দেয়া হবে। যখন মাইনার উক্ত ট্রাঞ্জেকশন ব্লকে যোগ করতে চাইবে, তখন তাকে অবশ্যই আগের আনকনফার্মড ইনপুট বা আপনার পাঠানো আনকনফার্মড ট্রাঞ্জেকশনটাও ব্লকে যোগ করতে হবে। এই দুইটা মেথড ব্যবহার করে যে কেউ চাইলেই একটা ট্রাঞ্জেকশন কনফার্ম করতে পারে তবে এক্ষেত্রে, এগুলো সাপোর্ট করে এমন ওয়ালেট ব্যবহার করতে হবে।

ধন্যবাদ ভাই, এই বিষয়টাও জানা ছিলো না। আবার অনেকের পি সি নাই। মেজোরিটি আমরা সবাই ফোন ব্যাবহার করি আর হয়ত ট্রাস্ট ওয়ালেট অথবা সেফপ্যাল । ফোনে এরকম ওয়ালেট আছে কি না জানা নাই। আপানর জানা থাকলে জানাবেন আশা করি।
তবে রিকমেন্ডেড ফি যেটা ওয়ালেট থেকে দেওয়া থাকে তাতে অনেক দ্রুত ট্রঞ্জেকশন কমপ্লিট হয়। সর্বোচ্চ ঘন্টা খানেক লাগে।


পাকিস্তান বোর্ডের চেয়ে বাংলা বোর্ড এগিয়ে রয়েছে কিন্তু আমাদের বোর্ডে পাকিস্তান বোর্ডের মত সাপোর্ট করলে আমরা তাদের মত এগিয়ে যেতে পারবো।
ভাই আমার কাছে কোনো পোস্ট ভালো লাগলে আমি অবশ্যই মেরিট দেই যদি এসমেরিট থাকে তাহলে। বাইরের বোর্ড গুলা তে মেরিট দেইনা বললেই চলে। আমর হেল্প হচ্ছে এমন পোস্ট গুলা তে আমি মেরিট দিয়ে থাকি অথবা মানসম্মত পোস্ট যেগুলা। আপনাদের পাশেই আছি ভাই। সুন্দর সুন্দর পোস্ট করবেন, অবশ্যই সাপোর্ট করব।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 17, 2023, 11:11:45 AM
আর একটা বিষয় বলতে চাই, আপনাদের ট্রাঞ্জেকশন কনফার্ম না হইলে প্যানিক হবেন না। আনকনফার্মড ট্রাঞ্জেকশন গুলো মিমপুল থেকে সরে গেলে আপনার বিটকয়েন আপনার ওয়ালেট এ ফেরৎ দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনার ফান্ড লস হবে না। সময় অতিবাহিত হয়ে গেলে আপনার ফান্ড আপনি ফিরে পাবেন।
ওয়ালেট ভেদে এইখানে দুইটা কাজ করা যায়।আমি ধরে নিলাম আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করছেন। সেক্ষেত্রে, আপনি যদি RBF (Replace by fee) মেথড ব্যবহার করে ফি বৃদ্ধি করে দেন, তাহলেও হয়। এর পাশাপাশি যদি আপনি যাকে বিটকয়েন পাঠিয়েছেন সে এমন ওয়ালেট ব্যবহার করে যেখানে আনকনফার্মড ইনপুট ব্যবহার করা যায়, তাহলে উনি সেখানে CPFP(Child Pays for Parent) মেথড ব্যভার করতে পারে। মানে আনকনফার্মড ইনপুট নিয়ে সে একটা ট্রাঞ্জেকশন করবেন যেখানে ফি বেশি দেয়া হবে। যখন মাইনার উক্ত ট্রাঞ্জেকশন ব্লকে যোগ করতে চাইবে, তখন তাকে অবশ্যই আগের আনকনফার্মড ইনপুট বা আপনার পাঠানো আনকনফার্মড ট্রাঞ্জেকশনটাও ব্লকে যোগ করতে হবে। এই দুইটা মেথড ব্যবহার করে যে কেউ চাইলেই একটা ট্রাঞ্জেকশন কনফার্ম করতে পারে তবে এক্ষেত্রে, এগুলো সাপোর্ট করে এমন ওয়ালেট ব্যবহার করতে হবে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 17, 2023, 10:23:56 AM
আজকে চতুর্থ সপ্তাহের মত joeperry,  "Utopia - P2P Ecosystem | Free Bitcoin Raffle Weekly 💎 Round 4" এর পক্ষে একটি ফ্রি রাফেল ছেড়েছেন। যারা মেম্বার র‍্যাঙ্ক বা তার উপরে আছেন তারা এই রাফেল এ আবেদন করতে পারবেন। তাই যারা আগ্রহী তারা দেরি না করে আবেদন করে ফেলুন, ধন্যবাদ।



sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 17, 2023, 10:15:29 AM
আমাদের বাংলা ফরমের সকল সিনিয়র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে বর্তমানে যারা নিয়মিত একটিভ রয়েছেন। বিশেষ করে বর্তমানে সবচেয়ে বেশি এক্টিভ ,  Little Mouse, shasan,
malekbaba,Crypto Library, LDL , Review Master, tjtonmoy , আপনারা ফরমের অনেক জ্ঞানী এবং অনেক ধারণা রয়েছে বিটকয়েনটল্ক সম্পর্কে। আর আমরা আপনাদের মত বড় ভাই পেয়ে অনেক খুশি বিশেষ করে আমাদের সিনিয়র ভাইয়েরা এই ফোরামের অনেক ভালো পর্যায়ে রয়েছেন। এবং আপনারা আমাদের পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা করেন এবং আমরা আপনাদের কাছে আশা করি।
তবে আমি লক্ষ্য করেছি আমাদের বাংলা লোকাল বোর্ডের বেশিরভাগ সদস্যরা নিয়মিত একটিভ থাকে এবং তারা পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করে কিন্তু বিনিময়ে তারা সিনিয়রদের কাছে থেকে ভালো সাপোর্ট পায় না আইডিতে। যার জন্য আমাদের বাংলা লোকাল বোর্ডের সদস্যরা এখনো পর্যন্ত অনেক পিছিয়ে রয়েছে রেঙ্ক এর দিক দিয়ে।
আমি আরো লক্ষ্য করেছি যে আরও বিভিন্ন লোকাল ভোট হয়েছে যেমন:- পাকিস্তান বোর্ড, নাইজেরিয়া বোর্ড, এবং ইন্দোনেশিয়ান বোর্ড ইত্যাদি। এই সকল বোর্ডের অন্তর্ভুক্ত সদস্য যারা রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পায়। যার কারনে এই সকল বোর্ডগুলোর অ্যাকাউন্ট অনেক তাড়াতাড়ি রেঙ্ক আপ হয়ে যায়। আমাদের বাংলা লোকাল বোর্ডেও যদি সিনিয়র ভাইয়েরা যারা রয়েছে বর্তমানে আমাদের ঠিক ঐরকম ভাবে সাপোর্ট দিতেন আইডিতে তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো আপনাদের সাথে। আমাদের বাংলা বোর্ডে ও বর্তমানে ভালোই সাপোর্ট দেওয়া হচ্ছে কিন্তু যদি আমরা পাকিস্তান বোর্ডকে লক্ষ্য করি তাহলে আমরা অনেক পিছিয়ে রয়েছি। পাকিস্তান বোর্ডের চেয়ে বাংলা বোর্ড এগিয়ে রয়েছে কিন্তু আমাদের বোর্ডে পাকিস্তান বোর্ডের মত সাপোর্ট করলে আমরা তাদের মত এগিয়ে যেতে পারবো।
তাই আমি আমার বাংলাদেশের সকল ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলেই সকলকে সাহায্য সহযোগিতা করব হোলি আমরা আমাদের বাংলা বোর্ডকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবো।


member
Activity: 110
Merit: 11
March 17, 2023, 10:12:29 AM
" এই অনলাইন কেলেঙ্কারি কি কোনদিন শেষ হবে না?
না , ক্রিপ্টো কারেন্সি থাকলে এইসব কেলেঙ্কারিও থাকবে । কেউ চাইলেও এই ক্রিপ্টো কারেন্সি থেকে স্ক্যামার,প্রতারক এইসব শেষ করতে পারবে না।  আপনি যেখানেই যান সেখানেই এরা থাকবে । আপনি যেমন কখনো বাংলাদেশ থেকে চোর, ডাকাত শেষ করতে পারবেন না ঠিক তেমনই ক্রিপ্টো কারেন্সি থেকে স্কামার শেষ করতে পারবেন না । কারণ তাদের সংখ্যা বিশাল । তার জন্যে এত গুলা স্কামার শেষ করার চেয়ে আমি মনে করি  নিজেকে(নিজের সব গোপন ও প্রয়োজনীয় তথ্য) সুরক্ষাই রাখা সহজতর ।
full member
Activity: 490
Merit: 119
March 17, 2023, 09:44:45 AM
"ঝুঁকিতে ইথার ওয়ালেট", সার্কেল অদলবদল কেলেঙ্কারিতে পড়বেন না: আপনার ইথার ওয়ালেটকে ডিপেগ ভয় থেকে রক্ষা করুন। স্ক্যামাররা 'সার্কেল সোয়াপ' স্কিমের সাথে ইউএসডিসি ডিপেগ উদ্বেগকে শোষণ করে, ইথার চুরি করে। এই অনলাইন কেলেঙ্কারি কি কোনদিন শেষ হবে না?

উৎস লিঙ্ক: https://protos.com/circle-swap-scam-exploits-usdc-depeg-fears-drains-ether-from-wallets/
member
Activity: 110
Merit: 11
March 17, 2023, 09:40:54 AM
সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic

আলহামদুলিল্লাহ

আজকে চলে গেলো আরেকটি গুনাহ মাফের গরীবদের হজ্বের দিন। আল্লাহ আমাদের সবটি রোজার রাখার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাই রোমজান মাসের অগ্রীম শুভেচ্ছা দেওয়ার জন্য। 

বড় ভাই এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করা হয়। এইখানে এই পোস্ট দেওয়া সাজে না।  রোজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এটা ভালো কাজ তবে এইখানে এইরকম পোস্ট না দেওয়াই ভালো। আমরা সবসময় চেষ্টা করবো যে জায়গায় যে পোস্ট প্রজয্য সেখানে সেই পোস্ট দেওয়ার।  আমার মতে আপনি আমাদের সবাইকে রোজার দাওয়াত দিয়েছেন এতে আমি খুশি।  কিন্তু সিনিয়ার ভাইয়ারা বিটকয়েন ব্যতীত অন্য কোনো পোস্ট এইখানে দিতে নিষেধ করেছেন।তাই আমরা চেষ্টা করবো এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করার।
আমার কোথায় কষ্ট পেলে দয়া করে মাফ করে দেবেন।
আপনি হয়তো একটু ভুল বলেছেন।  এখানে কোনো সিনিয়র বা আমি এই বিষয়ে পোস্ট করতে নিষেধ করতে পারবো না।  আমি শুধু তাকে বোঝাতে চেয়েছিলাম যে , সব কথা সব জায়গায় না বলাই ভালো । সে যে এখানে জুম্মার কথা ও রোজার দাওয়াত দিলো। এইটা কিন্তু অনেকেই দেখেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মত কি সবাই কমেন্ট কিংবা তার কথাকে এগিয়ে নেওয়ার জন্যে কেউ তার কথার উত্তর দিছে? অবশ্যই না । আর  দিবেও না । কারণ তারা জানে এইখানে সবাই বিটকয়েনের সম্পর্কে কথা বলার জন্যে এসেছে  এইসব অফ টপিক পোস্ট কেউ গুরুত্ত দিবে না।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 17, 2023, 08:44:29 AM
সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic

আলহামদুলিল্লাহ

আজকে চলে গেলো আরেকটি গুনাহ মাফের গরীবদের হজ্বের দিন। আল্লাহ আমাদের সবটি রোজার রাখার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাই রোমজান মাসের অগ্রীম শুভেচ্ছা দেওয়ার জন্য। 

বড় ভাই এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করা হয়। এইখানে এই পোস্ট দেওয়া সাজে না।  রোজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন এটা ভালো কাজ তবে এইখানে এইরকম পোস্ট না দেওয়াই ভালো। আমরা সবসময় চেষ্টা করবো যে জায়গায় যে পোস্ট প্রজয্য সেখানে সেই পোস্ট দেওয়ার।  আমার মতে আপনি আমাদের সবাইকে রোজার দাওয়াত দিয়েছেন এতে আমি খুশি।  কিন্তু সিনিয়ার ভাইয়ারা বিটকয়েন ব্যতীত অন্য কোনো পোস্ট এইখানে দিতে নিষেধ করেছেন।তাই আমরা চেষ্টা করবো এইখানে বিটকয়েন সম্পর্কে আলোচনা করার।
আমার কোথায় কষ্ট পেলে দয়া করে মাফ করে দেবেন।
member
Activity: 110
Merit: 11
March 17, 2023, 08:02:38 AM
সবাইকে জুম্মা মোবারক।
আজকে গুনাহ মাফের গরীবের হজ্জ এর দিন।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।
সামনের ৩০ টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক।
আমিন

#Off Topic

আমি মানলাম আজ মুসলিমদের গুনাহ মাফ করার শ্রেষ্ট দিন । কিন্তু দেখেন ভাই এইটা বিটকয়েনের ফরম এইখানে আপনি ফেসবুকের মত স্ট্যাটাস দিয়ে কিছু লিখতে পারেন না । যাই লেখেন না কেন সেইটা যেনো বিটকয়েনকে কেন্দ্র করে হয়। হয় এখানে আপনি কাউকে বিটকয়েন সম্পর্কে কিছু সেখান বা আপনি নিজে বিটকয়েন সম্পর্কে নতুন কিছু শেখেন। অবশ্যই আপনি রোজা দাওয়াত সবাইকে দিতে পারেন কিন্তু এইসব জায়গায় কি আর দেওয়া ঠিক হবে ? যেখানে যে টপিক নিয়ে আলোচনা করা হয় সেখানে সেই টপিক নিয়েই আলোচলা করা ভালো । আপনি এইসব যেকোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন ।
আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন ।
আমি নিজেও একজন মুসলিম   
sr. member
Activity: 1008
Merit: 366
March 17, 2023, 06:33:34 AM

ধন্যবাদ আপনাকে এইটা তুলে ধরার জন্য। এখন কাজে না লাগলেও যখন বিটকয়েন অনচেইন লেনদেন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ট্রাঞ্জেকশন এক্সিলেটারের প্রয়োজন হয় হরহামেশাই। আগে কিছু ফোরাম মেম্বার এই কাজটা ফ্রিতে করে দিত।
মাঝখানে আমার কিছু ট্রাঞ্জেকশন কনফার্ম হইতে অনেক সময় নিচ্ছিলো। পরে অনলাইন ঘাটাঘাটী করে বিষয় টা জানতে পারি। ভাবলাম অন্যদের ও যদি সেম প্রবলেম ফেস করতে হয়, তাহলে এটি থেকে তারা কিছু সাহায্য পাবে।
এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
আগে ভাই নিজের অ্যাকাউন্ট টি কে গড়ে তুলুন। পরিচিতি বৃদ্ধি পেলে আর আপনার পূর্ববর্তী পোস্ট এর ধরণ দেখেও অনেকে মেরিট প্রদান করে। আপনার নতুন আইডি, এতে এখনও ৯ টা অ্যাাক্টিভিটি শো করতেছে। মেরিট পেয়েও আপনার লাভ কি এখন? আর হ্যা, পোস্ট মানসম্মত হইলে আপনাকে কখনও এইখানে এসে মেরিট চেয়ে নিতে হইত না। নিজ যোগ্যতায় অটোমেটিক পেয়ে যেতেন।
আগে অ্যাাকাউন্টটিকে গড়ে তুলুন, দেখেবেন এমনেই মেরিট পেয়ে যাবেন। মেরিট এর পিছনে দৌড়াইতে গেলে কখনোই আপনার উন্নতি হবে না।
Jump to: