Author

Topic: বাংলা (Bengali) - page 271. (Read 5717890 times)

jr. member
Activity: 68
Merit: 3
March 14, 2023, 01:41:12 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 14, 2023, 11:48:03 AM
অরিজিনাল থ্রেড: https://bitcointalksearch.org/topic/do-you-know-what-is-hiding-behind-centralized-exchanges-user-agreement-5444565
লেখক: John Abraham

হাই বন্ধুরা,

এই থ্রেডে আলোচনা করা গুরুত্বপূর্ণ কারণগুলির কারণে। আমার মনে হলো "সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ইউজার এগ্রিমেন্টের পিছনে কী লুকিয়ে আছে" তার ব্যাপারে কমিউনিটিকে সচেতন করার জন্য এটি একটি আলাদা থ্রেড প্রয়োজন। সত্তি বলতে, আজকের আগ অবধি তাদের ইউজার এগ্রিমেন্টে কী লেখা ছিল, তা নিয়ে আমার কোন ধারণা ছিল না। আমরা যখন প্রতিটি ওয়েবসাইটে সাইন আপ করি তখন সমস্ত শর্তাবলী পড়া প্রায় অসম্ভব। কিন্তু, এক্সচেঞ্জ, ক্যাসিনো বা যেখানে আমরা আমাদের টাকা পয়সা লেনদেন করব, সেসব সাইটে সাইন আপ করার আগে ইউজার এগ্রিমেন্ট পড়া উচিৎ। আমি মোটামুটি নিশ্চিত যে এইসব এক্সচেঞ্জের 95% ব্যবহারকারী জানেন না যে তাদের ইউজার এগ্রিমেন্টে কী লেখা আছে। কারণ ইউজার এগ্রিমেন্ট কয়েক পৃষ্ঠার হয়ে থাকে।আমরা সেই গুরুত্বপূর্ণ অংশটি মিস করি যেখানে তারা বলেছে, যে তারা কোনও ব্যাখ্যা ছাড়াই যে কোনও কারণে আমাদের ব্যালেন্স বাজেয়াপ্ত করতে পারে৷ আপনি কি এই জাতীয় প্ল্যাটফর্মগুলির সাথে লেনদেন করবেন যখন তারা বলে যে তারা আপনাকে ব্যাখ্যা না দিয়ে যে কোনও কারণে আপনার ব্যালেন্স বাজেয়াপ্ত করতে পারে?

এখানে আমি শীর্ষ পাঁচটি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলির ইউজার এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ অংশ সংগ্রহ করেছি[1]

1. Binance

You agree that Binance shall have the right to immediately suspend your Binance Account (and any accounts beneficially owned by related entities or affiliates), freeze or lock the Digital Assets or funds in all such accounts, and suspend your access to Binance for any reason including if Binance suspects any such accounts to be in violation of these Terms, our Privacy Policy, or any applicable laws and regulations. You agree that Binance shall not be liable to you for any permanent or temporary modification of your Binance Account, or suspension or termination of your access to all or any portion of Binance Services. Binance shall reserve the right to keep and use the transaction data or other information related to such Binance Accounts. The above account controls may also be applied in the following cases:

2. Kraken;

In the event of any Force Majeure Event (as defined in Section 23.5), breach of these Terms, or any other event that would make provision of the Services commercially unreasonable for Payward, we may, in our discretion and without liability to you, with or without prior notice, suspend your access to all or a portion of our Services. We may terminate your access to the Services in our sole discretion, immediately and without prior notice, and delete or deactivate your Kraken Account and all related information and files in such account without liability to you, including, for instance, in the event that you breach any of these Terms. In the event of termination, Payward will attempt to return any Assets stored in your Kraken Account not otherwise owed to Payward, unless Payward believes you have committed fraud, negligence or other misconduct.

3. Coinbase;

6.10. Suspension, Termination, and Cancellation. Coinbase may suspend, restrict, or terminate your access to any or all of the Coinbase Services, and/or deactivate or cancel your Coinbase Account(s), with immediate effect for any reason at its sole discretion and is under no obligation to disclose the details of its decision to take such action with you. You acknowledge that Coinbase's decision to take certain actions, including limiting access to, suspending, or closing your account for any reason in our sole discretion, may be based on confidential criteria that are essential to Coinbase's risk management and security protocols. You agree that Coinbase is under no obligation to disclose the details of its risk management and security procedures to you.

4. KuCoin;

Article 35 Where the Platform deems on its unilateral and independent judgement that any event that undermines the security of trading may arise, the Platform shall have the right to suspend, interrupt or terminate all or part of the User services (including fee-based services) provided to a User under this Agreement, remove or delete registration information of such a User, seize illicit profits that the User may gain, without notifying such User and without assuming any responsibility to such User or any third party. The aforementioned events include other circumstances under which the Platform, based on its sole judgment, needs to suspend, interrupt or terminate all or part of the User services (including fee-based services) provided to Users under this Agreement and remove or delete the registration information on the ground of transaction security and other reasons.

5. BitFinex;

Right to Use the Site: If you (i) have an Account, (ii) are not a Prohibited Person, (iii) do not operate your Account, any subaccount or Digital Tokens Wallet for the benefit of a Prohibited Person and (iv) comply with these Terms of Service, Bitfinex grants you the limited right to use the Services. The right to use the Services is a personal, restricted, non-exclusive, non-transferable, non-sublicensable, revocable, limited license, and it is subject to the limitations and obligations in these Terms of Service. Nothing in these Terms of Service gives you any license (other than as set out in this paragraph), right, title, or ownership of, in, or to the Site, any of the Services, the Copyrights or the Marks. Bitfinex may suspend or terminate the provision of Services to you, your Account or any subaccount or Digital Tokens Wallet, or to any of your Digital Tokens Addresses, or to freeze or terminate your Account or any subaccount or Digital Tokens Wallet, or your Fiat or Digital Tokens, at its sole discretion, as required by applicable Laws, where Bitfinex determines that you have violated, breached, or acted inconsistent with any of these Terms of Service or exposed Bitfinex or its Associates to the possibility of sanctions, restrictions or Losses pursuant to applicable Laws, or in connection with an investigation regarding any of the foregoing.

বিস্তারিত পড়ার জন্য নিচের সোর্স গুলু চেক করতে পারেন।
Sources:
1. https://coinmarketcap.com/rankings/exchanges/
2. https://www.binance.com/en/terms
3. https://www.kraken.com/legal
4. https://www.coinbase.com/legal/user_agreement/united_states
5. https://www.kucoin.com/news/en-terms-of-use
6. https://www.bitfinex.com/legal/exchange/terms

পরামর্শ চাই: ইউজার এগ্রিমেন্ট গুলো কি বাংলায় পড়তে চান? আমি কি ট্রান্সলেট করবো?

full member
Activity: 490
Merit: 119
March 14, 2023, 11:40:16 AM
Quote
মুদ্রাস্ফীতি ও ১০০০ টাকার বর্তমান মূল্য ২৭৯ টাকা!
ইতোমধ্যে সবাই অবগত হয়ে গেছেন আজকের বাজারে স্বর্নের দাম এক ভরি প্রায় ৯৩ হাজার টাকা।

স্বর্ণের দামের সাথে টাকার মূল্যমান নির্ধারনের ম্যাজিক দেখুন।

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)

অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা (প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।

২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷৯৩=২৭৯

আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ২৭৯ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয় না।

আসলে আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ। যে কোন জিনিসের দাম যদি একবার বেড়ে যায়, তা আর কোনদিনও কমে না। আর এইসব সমস্যার মূলে রয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক অসংগতি। আপনার কি মনে হয় বাংলাদেশের অবস্থা কি, "আদৌ কোনদিনও ভালো হবে?"

বাংলাদেশ কি আসলেই সোনার বাংলাদেশ হবে, নাকি সোনার দামের অতলেই তলিয়ে যাবে?
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 14, 2023, 11:28:05 AM
গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি

আপনারা নিজেরা দেখতে চাইলে: ninjastic.space হেল্প নিতে পারেন।

অনেক সুন্দর দিন দিন আমাদের বাংলা বোর্ড এর পোস্ট এর সংখ্যা এগিয়ে যাচ্ছে। প্রতিমাসেই পোষ্টের সংখ্যা বেড়েই চলেছে এইভাবে যদি আমরা সকলে মিলে পোস্ট করতে থাকি তাহলে আমাদের বাংলা লোকাল বোর্ড আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। @LDL আপনি সত্যিই অনেক information শেয়ার করেন এবং এই ইনফরমেশন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের বাংলা বোর্ডে অনেক জ্ঞানী লোক রয়েছে তাদের সাথে আমরা সময় দিয়ে আমাদের এই বাংলা লোকাল বোর্ডকে অধিক শক্তিশালী করব। এবং আমরা সকলে মিলে বেশিরভাগ সময় একটিভ থাকার চেষ্টা করব।
ধন্যবাদ
member
Activity: 168
Merit: 58
March 14, 2023, 11:17:48 AM

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি

আপনারা নিজেরা দেখতে চাইলে: ninjastic.space হেল্প নিতে পারেন।


সত্যিই অনেক ভালো লাগে দেখে আমাদের মাঝে অনেক বাংলাদেশী ভাইরা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে active হয়েছে । আমি নতুন অনেক কিছুই বুঝিনা জানিও‌ না। বড় ভাইয়েরা কি বলে কোন বিষয়ে শেয়ার করে সে বিষয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করি। আমি সবসময়ই active থাকার চেষ্টা করি। যে কখন কোন সিনিয়র ভাইয়ে কোন বিষয় নিয়ে শেয়ার করবে তা থেকে কিছু একটা শিখতে পারবো।



 
বিটকয়েনের সবুজ ছায়া

আলহামদুলিল্লাহ অনেকদিন পর সবুজ ছায়া। বিটকয়েন 26k হয়েছে। বিটকয়েন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।সম্ভবত জুলাই মাসের ১১ তারিখ ২০২২ সালে বিটকয়েনের দাম 26k ছিলো। এর পরে আর বিটকয়েনের দাম 26k আসেনি। কিন্তু আজ ১৪ মার্চ ২০২৩ সালে বিটকয়েনের দাম 26k + হয়েছে। আমি এটি দেখে খুব আনন্দিত।  আমি আশা করি খুব শীঘ্রই বিটকয়েনের বাজার খুব ভালো হবে। বিটকয়েনের দাম অতি শীঘ্রই বৃদ্ধি পাবে।

সত্যিই অবাক করা বিষয় দুদিন আগে বিটকয়েন 19k ছিল হঠাৎ করেই দুদিনের মধ্যে 26k হলো। বলা মুশকিল বিটকয়েন যেভাবে পাম্প করছে কোথায় গিয়ে থামবে। পাশাপাশি ইথেরিয়ামের ও অনেক টোকেন এর দাম বৃদ্ধি পেয়েছে। আপনি ঠিকই বলেছেন আশা করা যায় অতি শীঘ্রই মার্কেট ভালো হতে পারে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 14, 2023, 10:55:57 AM
আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।

নাইস হ্যাস এ ইথেরিয়াম মাইনিং করে বিটকয়েনে পেমেন্ট নিতাম। প্রুফ অফ স্টেক আপডেট আসার পর তো মাইনিং বন্ধ করতে বাধ্য হলাম। অন্যান্য যতগুলা এলগোরিদম আছে (জিপিইউ মাইনেবল), সব গুলাই আপাতত লস প্রজেক্ট। বাংলাদেশে এসিক মাইনার ইম্পোর্ট করা একটা ঝামেলার কাজ। তাই বিটকয়েন মাইনিং করার ইচ্ছে থাকলেও করতে পারছি না। একবার ধরা পরে গেলে জীবন শেষ করে ছেড়ে দিবে। তাছাড়া বিটকয়েন এসিক মাইনার গুলোর দাম অনেক বেশি।

লোকাল থ্রেডে একটিভিটি বাড়ার এবং কমার পেছনে সিগনেচার ক্যাম্পেইনেরও কিছু অবদান আছে। ইচ্ছে থাকলেও সিনিয়র রা সময় দিতে পারে না। কারন সব ক্যাম্পেইনগুলো লোকোল থ্রেড এর পোষ্ট কাউন্ট করে না। তবে এখনকার কিছু ক্যাম্পেইন লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করছে। এটাকে এপ্রিশিয়েট করা উচিৎ।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 14, 2023, 10:28:13 AM
বিটকয়েনের সবুজ ছায়া

আলহামদুলিল্লাহ অনেকদিন পর সবুজ ছায়া। বিটকয়েন 26k হয়েছে। বিটকয়েন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।সম্ভবত জুলাই মাসের ১১ তারিখ ২০২২ সালে বিটকয়েনের দাম 26k ছিলো। এর পরে আর বিটকয়েনের দাম 26k আসেনি। কিন্তু আজ ১৪ মার্চ ২০২৩ সালে বিটকয়েনের দাম 26k + হয়েছে। আমি এটি দেখে খুব আনন্দিত।  আমি আশা করি খুব শীঘ্রই বিটকয়েনের বাজার খুব ভালো হবে। বিটকয়েনের দাম অতি শীঘ্রই বৃদ্ধি পাবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 14, 2023, 09:57:20 AM
××××××
ধন্যবাদ ভাই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আগের চেয়ে পোস্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একটিভ মেম্বারের সংখ্যাও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। মাস শেষ হলে @ Crypto Library ভাই পোষ্টের সংখ্যা ও একটিভ মেম্বার সংখ্যা সহ মেরিট আদান-প্রদান সংখ্যা উল্লেখ করে স্তম্ভ আকারে প্রকাশ করে দেবে। আমি আপাতত পোষ্টের সংখ্যা উল্লেখ করার চেষ্টা করেছি বাকি অংশ আমি আপাতত বুঝিনা। @Crypto Library ভাই পরবর্তীতে আপডেট করে দিলে তখন বিস্তারিত জানতে পারবো।

@Anaul93748 ভাই আপনার Quote করে কমেন্ট করাটা সামান্য ভুল হয়েছে। যদিও আপনি Quote করে পোস্ট করেছেন তবুও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি উপরের পোস্টটি কপি করে পোস্ট করেছেন। কোট করে পোস্ট করার সময় বেশি কাট করা হয়েছে । ফলে আপনি কাকে কোট করলেন সেটা উল্লেখ নাই বিধায় আপনার কমেন্টে কপি করা পোষ্টের মতো দেখাচ্ছে। পরবর্তীতে পোস্ট দিলে আপনি ভালো করে কোট করে পোস্ট দিবেন।
 

যাই হোক, শুধু পোস্ট নাম্বার এর দিকে মনযোগ না দিয়ে আমাদের উচিত বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে জানা, বোঝা এবং আলোচনা করা। নিজেদের মধ্যে জ্ঞান শেয়ার করা। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আবার সেসব বাদ পরে গিয়েছে। আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।
ভাই  @Little Mouse, ভাই আপনাকে একটা কথা বলি, আমাদের দেখে কি মনে হয় , আমরা অনেক কিছু জানি। ভাই আপনার সাথে যদি আমার ফেস টু ফেস দেখা হতো তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারতেন। আমরা আসলে ক্রিপ্টো কারেন্সিতে একদম জিরো। আপনি যদি আমাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নেন তাহলে আমরা আপনার কথায় রাজি আছি। ভাই আমরা এ লাইন সম্পর্কে কিছুই জানিনা। মাইনিং সম্পর্কে যেটাই বলুন না কেন আমাদের কাছে সবকিছু পাহাড় সমান বোঝা মনে হবে। তবে আপনার সাথে আমার কাজ করার অনেক ইচ্ছা আছে। আমরা আসুন একটা টিম গঠন করে কিছু একটা করি। এই কিছু একটা করার জন্য একজন নেতা দরকার যা একমাত্র আপনার দ্বারা সম্ভব। আমরা মাল্লা হিসেবে দায়িত্ব পালন করতে রাজি আছি কিন্তু আপনাকে মাঝি হিসাবে নৌকার হাল ধরে রাখতে হবে। ধন্যবাদ ভাই অনেক কিছু বলে ফেললাম ভুল হলে মাফ করে দিয়েন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 14, 2023, 09:51:28 AM

গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি
বাহ! আমাদের তো অনেক উন্নতি হয়েছে। পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পোস্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইটা জানতাম কিন্তু এত বেশি বৃদ্ধি পেয়েছে জানতাম না। যাই হোক, শুধু পোস্ট নাম্বার এর দিকে মনযোগ না দিয়ে আমাদের উচিত বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে জানা, বোঝা এবং আলোচনা করা। নিজেদের মধ্যে জ্ঞান শেয়ার করা। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আবার সেসব বাদ পরে গিয়েছে। আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।
jr. member
Activity: 68
Merit: 3
March 14, 2023, 08:55:49 AM

@shasan
ভাই দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন তারা রুলস জারি করে দেন যাতে এখানে কেউ এক লাইনে পোস্ট না করে। বাংলাতে ভাই পোস্ট ঘুরিয়ে ফিরিয়ে একটু বড় করে লেখা যায়। আপনারা তো ভাই জানেন আমাদের বাংলা বোর্ড যদি অন্যান্য বোর্ডের মত স্বতন্ত্রভাবে যাত্রা আরম্ভ করতে চায় তাহলে কিন্তু এই এক লাইনের পোস্টগুলো আমাদের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে। আমরা এখানে যারা নতুন আসি তারা ২/৪ লাইনের মধ্যে পোস্টগুলো রাখার চেষ্টা করবো।
তবে একটি বিষয় দেখে খুব আনন্দিত হচ্ছি, আমাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে ইতোমধ্যে অনেকগুলো অ্যাক্টিভ মেম্বার জয়েন হয়েছে এবং তারা প্রতিনিয়ত এই ফোরামে পোস্ট করে যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যতগুলো মোট পোস্ট হয়েছে মার্চ মাসের অর্ধেক এসে সেই সমতুল্য পরিমাণ পোষ্ট ইতোমধ্যে হয়ে গেছে। যারা নতুন এ আসছেন তাদেরকে জানাই অনেক অনেক সাধুবাদ কেননা আপনাদের একান্ত পরিশ্রমই পারে এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে সুউচ্চস্থানে নিয়ে যেতে।

গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি

আপনারা নিজেরা দেখতে চাইলে: ninjastic.space হেল্প নিতে পারেন।

[/quote]

আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই খুব ভালো খবর।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 14, 2023, 03:59:53 AM
আচ্ছা আপনারা ক্রিপ্টো বাই সেল করার জন্য সেন্ট্রালাইজেড এক্সচেন্জ ছাড়া আর কোন মাধ্যম ব্যাবহার করেন?
সেন্ট্রালাইজেড এক্সচেন্জ গুলার ইউজার এগ্রিমেন্ট গুলা পড়লে মাথা খারাপ হয়ে যায়। তারা বলে যে, তারা যে কোনো সময় যে কোনো কারনে আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে কোনো রকম নোটিশ ছাড়া। এবং কেনো বন্ধ করেছে এই ব্যাপারে তারা কোনো ব্যাখ্যাও দিবে না।  Sad Sad

এগুলা আপনার ও আমার মত মানুষের মনগড়া কথা। তারা বলে যে কোন সময় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো উধাও হয়ে যেতে পারে। কিন্তু একটি বিষয় আমার মাথা থেকে এখনো যায় না বাইন্যান্স এক্সচেঞ্জটির মালিক এতটাই বুদ্ধিমান যে পৃথিবীর সকল সেন্টালাইজ এক্সচেঞ্জ দেউলিয়া হলেও একমাত্র বাইনান্স এক্সচেঞ্জ কখনো দেউলিয়া হবে না। কেননা বাইনান্স এক্সচেঞ্জ লিকুইডটি প্রবলেমে পড়লে বেকআপ দেওয়ার মত অনেক রাঘোব বোয়াল রয়েছে। এর আগে বাইন্যান্স এর লিকুইডটি প্রবলেমের কথা উঠলে ইথেরিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক ভুটেরিন তাকে সাহায্য করার জন্য প্রস্তাব দেয়। যদিও এই সংবাদের লিংক আমার কাছে নেই। তাই আমি আপাতত সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর বিশেষ করে বাইনান্স ও কু কয়েনের প্রতি খারাপ মন্তব্য করতে যাচ্ছি না।

মনগড়া কথা হবে কেন ভাই। কারা বলে যে যে কোন সময় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ গুলো উধাও হয়ে যেতে পারে? আর যদি বলেও থাকে তাহলে খারাপ কিছু বলে নাই এরকম অহরহ উদাহরণ আছে এবং ভবিষ্যতেও হবে (FTX এর কথা ভুলে যাবেন না)। তারা উধাও হয়ে যায় না ঠিকই, কিন্তু এক্সচেঞ্জে টাকা রাখা মানেই সেটা আর আপনার না (Not Your Keys, Not Your Coins)। আমি বাইনান্স সহ আরো অন্যান্য এক্সচেঞ্জ গুলোর ইউজার এগ্রিমেন্ট এর কথা বলছিলাম যেখানে তারা নিজেরাই উল্লেখ করে দিয়েছে তারা যেকোনো সময় আপনার একাউন্ট যে কোন কারণে ব্যান করতে পারে। অ্যাকাউন্ট ব্যান করার পর আপনি কারণ জানতে চাইলে সেটার ব্যাখ্যা ও তারা দিতে বাধ্য নয়। আপনি যখন সাইন আপ করেছেন তখন এই ইউজার এগ্রিমেন্ট কে আপনি জানতেন?

বাইনান্স কি বলে সেটা দেখা যাক;

You agree that Binance shall have the right to immediately suspend your Binance Account (and any accounts beneficially owned by related entities or affiliates), freeze or lock the Digital Assets or funds in all such accounts, and suspend your access to Binance for any reason including if Binance suspects any such accounts to be in violation of these Terms, our Privacy Policy, or any applicable laws and regulations. You agree that Binance shall not be liable to you for any permanent or temporary modification of your Binance Account, or suspension or termination of your access to all or any portion of Binance Services. Binance shall reserve the right to keep and use the transaction data or other information related to such Binance Accounts. The above account controls may also be applied in the following cases:

এই ব্যাপারে একটা টপিক আছে , পড়ে নিতে পারেন - https://bitcointalksearch.org/topic/do-you-know-what-is-hiding-behind-centralized-exchanges-user-agreement-5444565
আমি টপিক টা ট্রান্সলেট করে এখানে পোষ্ট করবো শীঘ্রই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 14, 2023, 02:00:32 AM
আসসালামু আলাইকুম

আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়।  এর কারণ কি? কেউ বলতে পারবেন??
পোস্ট বিভিন্ন কারণে ডিলিট হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ গুলো হলোঃ
১। অফ টপিক
২। স্প্যামিং
৩। একই রোতে অনেকগুলো পোস্ট করা অর্থাৎ অন্যের পোস্ট এর আগেই নিজে পোস্ট করা।
৪। যেই ভাষার টপিক সেই ভাষায় না লিখে অন্য ভাষায় লেখা।
@shasan
ভাই দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন তারা রুলস জারি করে দেন যাতে এখানে কেউ এক লাইনে পোস্ট না করে। বাংলাতে ভাই পোস্ট ঘুরিয়ে ফিরিয়ে একটু বড় করে লেখা যায়। আপনারা তো ভাই জানেন আমাদের বাংলা বোর্ড যদি অন্যান্য বোর্ডের মত স্বতন্ত্রভাবে যাত্রা আরম্ভ করতে চায় তাহলে কিন্তু এই এক লাইনের পোস্টগুলো আমাদের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে। আমরা এখানে যারা নতুন আসি তারা ২/৪ লাইনের মধ্যে পোস্টগুলো রাখার চেষ্টা করবো।
তবে একটি বিষয় দেখে খুব আনন্দিত হচ্ছি, আমাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে ইতোমধ্যে অনেকগুলো অ্যাক্টিভ মেম্বার জয়েন হয়েছে এবং তারা প্রতিনিয়ত এই ফোরামে পোস্ট করে যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যতগুলো মোট পোস্ট হয়েছে মার্চ মাসের অর্ধেক এসে সেই সমতুল্য পরিমাণ পোষ্ট ইতোমধ্যে হয়ে গেছে। যারা নতুন এ আসছেন তাদেরকে জানাই অনেক অনেক সাধুবাদ কেননা আপনাদের একান্ত পরিশ্রমই পারে এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে সুউচ্চস্থানে নিয়ে যেতে।

গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি

আপনারা নিজেরা দেখতে চাইলে: ninjastic.space হেল্প নিতে পারেন।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 14, 2023, 12:58:22 AM
আমি বিটকয়েনটকে নতুন। আমি কিভাবে মেরিট উপার্জন করবো? এবং কিভাবে পোস্ট করলে আইডি ব্রান্ড হওয়ার সম্ভবনা নেই। বড় ভাইদের মতামত চাই। সবাই আমাকে সাহায্য করুন।
থ্রেড এসেই যদি আপনি মেরিট এর পিছনে ছুটেন তাহলে আপনি একটাউ মেরিট পাবেন না শুধু সময় নষ্ট হবে। তাই সময় নষ্ট না করে নতুনদের রুলস গুলা পড়ুন তাতে ধারনা পাবেন কিরকম পোষ্ট করতে হবে। আর আপনার তখন মেরিট এর পিছনে ছুটতে হবে না। আপনার পোষ্ট যদি মানসম্মত হয়। অবশ্যই আপনি মেরিট পাবেন। আগে জানেন বুঝেন মেরিট কি। মেরিট হচ্ছে যোগ্যতা। আপনার যদি যোগ্যতা মূলক পোষ্ট হয় বা করতে পারেন আপনা আপনিই মেরিট পেয়ে যাবেন। লেগে থাকুন।

আপনি ঠিক বলেছেন। মেরিট পেতে হলে মানসম্মত পোস্ট করতে হবে।  পোস্ট দেখে যদি কেউ উপকৃত হয় তাহলে সে পোস্টদাতাকে  মেরিট দেবে। এবং পোস্টদাতার পোস্ট দেখে সিনিয়ার ভাইদের ভালো লাগলে পোস্টদাতাকে মেরিট দেবে। তবে এই বিটকয়েনটক ফ্রেমে লেগে থাকলে  অবশ্যই মেরিট পাওয়া সম্ভব।এবং অনেক কিছু শিখতে ও জানতে পারা যায়। আমার মতে দৈর্য্য ধরে লেগে থাকুন। ভবিষ্যৎ মেরিট পাবেন।



member
Activity: 196
Merit: 14
March 14, 2023, 12:03:04 AM
আমি বিটকয়েনটকে নতুন। আমি কিভাবে মেরিট উপার্জন করবো? এবং কিভাবে পোস্ট করলে আইডি ব্রান্ড হওয়ার সম্ভবনা নেই। বড় ভাইদের মতামত চাই। সবাই আমাকে সাহায্য করুন।
থ্রেড এসেই যদি আপনি মেরিট এর পিছনে ছুটেন তাহলে আপনি একটাউ মেরিট পাবেন না শুধু সময় নষ্ট হবে। তাই সময় নষ্ট না করে নতুনদের রুলস গুলা পড়ুন তাতে ধারনা পাবেন কিরকম পোষ্ট করতে হবে। আর আপনার তখন মেরিট এর পিছনে ছুটতে হবে না। আপনার পোষ্ট যদি মানসম্মত হয়। অবশ্যই আপনি মেরিট পাবেন। আগে জানেন বুঝেন মেরিট কি। মেরিট হচ্ছে যোগ্যতা। আপনার যদি যোগ্যতা মূলক পোষ্ট হয় বা করতে পারেন আপনা আপনিই মেরিট পেয়ে যাবেন। লেগে থাকুন।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 13, 2023, 11:36:17 PM
আমি বিটকয়েনটকে নতুন। আমি কিভাবে মেরিট উপার্জন করবো? এবং কিভাবে পোস্ট করলে আইডি ব্রান্ড হওয়ার সম্ভবনা নেই। বড় ভাইদের মতামত চাই। সবাই আমাকে সাহায্য করুন।


মেরিট উপার্জন করতে চাইলে আপনাকে দৈর্য্য ধরতে হবে। তাহলেই আপনি মেরিট উপার্জন করতে পারবেন। আপনি এই লিনক গুলো ফলো করুন অনেক কিছুই জানতে পারবেন। সিনিয়ার ভাইয়েরা খুব ভালোভাবে বুজিয়ে বুজিয়ে বলেছে। 


আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী : https://bitcointalksearch.org/topic/m.54068442

মেরিট সংক্রান্ত ধারণা: https://bitcointalksearch.org/topic/m.53602200


বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন : https://bitcointalksearch.org/topic/m.55551271

newbie
Activity: 193
Merit: 0
March 13, 2023, 11:35:04 PM
আমি বিটকয়েনটকে নতুন। আমি কিভাবে মেরিট উপার্জন করবো? এবং কিভাবে পোস্ট করলে আইডি ব্রান্ড হওয়ার সম্ভবনা নেই। বড় ভাইদের মতামত চাই। সবাই আমাকে সাহায্য করুন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 13, 2023, 11:22:33 PM
আসসালামু আলাইকুম

আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়।  এর কারণ কি? কেউ বলতে পারবেন??
পোস্ট বিভিন্ন কারণে ডিলিট হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ গুলো হলোঃ
১। অফ টপিক
২। স্প্যামিং
৩। একই রোতে অনেকগুলো পোস্ট করা অর্থাৎ অন্যের পোস্ট এর আগেই নিজে পোস্ট করা।
৪। যেই ভাষার টপিক সেই ভাষায় না লিখে অন্য ভাষায় লেখা।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 13, 2023, 11:16:52 PM
আসসালামু আলাইকুম

আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়।  এর কারণ কি? কেউ বলতে পারবেন??
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 13, 2023, 05:27:24 PM
আজকে দেখলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম প্রায় রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় থেকে কি ক্রিপ্টোমার্কেট ঘুরে দাঁড়াবে। ক্রিপটো কারেন্সি মার্কেট এর Eth, BNB, Ltc, XRP সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েন কি ৩০ হাজার ডলার পৌঁছাতে পারবে?

আমার মনে হয় ৩০ যাবো না। হয়তো ২৭ জাইয়া ব্রেক দিবো।তবে বলা যায় না ৩০ যেতেও পারে। কারণ মার্কেটের অবস্থা এখন ভালো হচ্ছে।   ৩০ যেতে খুব বেশিদিন সময় লাগবে না।


LDL
hero member
Activity: 742
Merit: 671
March 13, 2023, 12:55:49 PM
আচ্ছা আপনারা ক্রিপ্টো বাই সেল করার জন্য সেন্ট্রালাইজেড এক্সচেন্জ ছাড়া আর কোন মাধ্যম ব্যাবহার করেন?
সেন্ট্রালাইজেড এক্সচেন্জ গুলার ইউজার এগ্রিমেন্ট গুলা পড়লে মাথা খারাপ হয়ে যায়। তারা বলে যে, তারা যে কোনো সময় যে কোনো কারনে আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে কোনো রকম নোটিশ ছাড়া। এবং কেনো বন্ধ করেছে এই ব্যাপারে তারা কোনো ব্যাখ্যাও দিবে না।  Sad Sad

এগুলা আপনার ও আমার মত মানুষের মনগড়া কথা। তারা বলে যে কোন সময় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো উধাও হয়ে যেতে পারে। কিন্তু একটি বিষয় আমার মাথা থেকে এখনো যায় না বাইন্যান্স এক্সচেঞ্জটির মালিক এতটাই বুদ্ধিমান যে পৃথিবীর সকল সেন্টালাইজ এক্সচেঞ্জ দেউলিয়া হলেও একমাত্র বাইনান্স এক্সচেঞ্জ কখনো দেউলিয়া হবে না। কেননা বাইনান্স এক্সচেঞ্জ লিকুইডটি প্রবলেমে পড়লে বেকআপ দেওয়ার মত অনেক রাঘোব বোয়াল রয়েছে। এর আগে বাইন্যান্স এর লিকুইডটি প্রবলেমের কথা উঠলে ইথেরিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক ভুটেরিন তাকে সাহায্য করার জন্য প্রস্তাব দেয়। যদিও এই সংবাদের লিংক আমার কাছে নেই। তাই আমি আপাতত সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর বিশেষ করে বাইনান্স ও কু কয়েনের প্রতি খারাপ মন্তব্য করতে যাচ্ছি না।
Jump to: