এতদিন তো টেলিগ্রাম চলতেছিল আজকে টেলিগ্রামে ব্যবহার করতে পারছি না ব্যবহার করার জন্য ভিপিএন ইউজ করতে হচ্ছে।
টেলিগ্রাম শুধু কানেক্টিং লেখা থাকে। আমার মনে হয় সরকার আমাদের সাথে প্রতিশোধের নেশায় তামাশা করছে। প্রথমে নেট বন্ধ করে দিল তারপর নেট দিল কিন্তু এই রকম গতি দেওয়ার কি প্রয়োজন ছিল। শুধুমাত্র বিটকয়েন ফোরামে কাজ করা যায় তাছাড়া টেলিগ্রামে মেসেজ আসে ঠিকই কিন্তু কাজ করা যায় না। Pixelverse একটা Airdrop করেছিলাম কিন্তু নেট অফ থাকায় আপডেট সম্পর্কে জানতে পারিনি ফলে আমার একাউন্ট চেক করে দেখে শূন্য দিয়ে রেখেছে। তাহলে বুঝলাম মাঝে মাঝে ইন্টারনেট থাকবে না তখন Airdrop গুলোর ব্যালেন্স চেক করে মাঝে মধ্যে শূন্য দেখতে পারবো। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর ওই সমস্ত ট্যাপ ট্যাপ করবো না। করে কি লাভ শেখ হাসিনা নেট দেবে না ফলে আপডেট সম্পর্কে জানতে পারবো না আপডেট না জানলে শূন্য তো পাবই। এই শেখের বেটি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এটা শেখ ও শেখের বেটির স্বপ্ন। আমরা শেখের বেটির স্বপ্ন দেখা বন্ধ করতে চাচ্ছি কেন? এইজন্যই তো ইন্টারনেট অফ করে রেখেছিল, হাইলাইটস আপডেট ওবায়দুল কাদের ওরফে ব্যাটারি কাদের কালকে দেখলাম বকবক করতেছে যে আর্মিরা আমাদের ছাত্রদের উপর একটি গুলিও ছোড়েনি। আল্লাহতালা মিথ্যাবাদীর শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে শালার বিধবা কাদের।