পাশাপাশি বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখা হয় এরকম একটা সাইটের সন্ধান ও পেয়ে গেলাম।
আমাদের সাথেও শেয়ার করতে পারেন।
দয়া করে অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটা একটু দেবেন। গুগল সার্চ এখন ভরসা করা যায়না। ওরা এডস গুলো আগে দেখায়। আর স্ক্যাম সাইট গুলোও আগে আসে।
electrum.org
গুগল সার্চে কোন কিছুরই বিশ্বাস নেই আসলে। কিছুদিন আগেও মেসিকে নোয়াখালির স্কুলের ছাত্র বানিয়ে দিয়েছিল।
এই পেপার ওয়ালেট পরে ইম্পোর্ট করার ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেছে। একাধিক বার পড়তে হবে আমার।
ইম্পোর্ট করা সহজ। ইলেকট্রামে নতুন ওয়ালেট খোলার সময় আপনি প্রাইভেট কী থেকে ইম্পোর্ট করার অপশন পাবেন। নিচে স্ক্রিনশট দিলাম। আর বিটকয়েন কোর ওয়ালেটে প্রাইভেট কী ইম্পোর্ট করার জন্য নিচের কোড ব্যবহার করতে পারেন।
importprivkey(space)private key
না, আমার তেমন ধারনা নেই। যেটুকু জানি, তা হলো এটা খুবই ফাস্ট। ট্রানজেকশন ফি অনেক কম। আর সাইট চেইন ব্যাপার টা কি? বিটকয়েনের বাইরের চেইন? তাহলে তো এটা আর বিটকয়েন রইলো না। এটার তো আলাদা সাপ্লাই হয়ে গেলো। এটা কি ২১ মিলিয়নের ভেতরে নাকি বাইরে?
হ্যা, খুবই ফাস্ট বলতে একদম ইন্সট্যান্ট বলতে গেলে। ট্রাঞ্জেকশন ফি ও কম। সাইড চেইন মানে হল এইটা মেইন চেইনের বাইরে লেনদেন হয়। সাপ্লাই আলাদা হবে না। ২১ মিলিয়নই থাকবে। কারণ আপনি লাইটনিং ব্যবহার করতে হলে আগে আপনার বিটকয়েন লাইটনিং ওয়ালেটে নিতে হবে। সেখান থেকে লাইটনিং চেইনের মাধ্যমে সেটেলমেন্ট হয়।