মেরিট এর আশায় যদি পোস্ট টা করে থাকেন তাহলে বলব যে ভাই মেরিট এর পিছনে না যেয়ে নিজের স্কিল বারান সাথে নিজে লিখেন।
পরবর্তী তে এই ভুল করবেন না এইটাই বলব।
বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে। মেরিট, মেরিট, মেরিট। মানে মেরিট লাগবেই। কিন্তু তারা যদি ক্রিপ্টো নিয়ে তাদের জ্ঞান সমৃদ্ধ করত কিংবা ফোরামের সব রুলস বুঝে তারপর শুরু করত, মেরিট পাওয়া তাদের জন্য কতই না সহজ হত। আমি নিজে কখনো কোন গাইডলাইন কিংবা ইনফরমেটিভ টপিক ক্রিয়েট করিনি গ্লোবাল বোর্ডে। লোকাল বোর্ডে যাই করেছি শুধু নিজেদের উপকারের জন্যই করেছি। তবু আমি ১১০০+ মেরিট আর্ন করতে সক্ষম হয়েছি।
আমি নিজে একটু ভাবলাম যে আমাদের কিছু টাকা হলে আমরা সেই টাকা ব্যাংকে রেখে আসি। যাতে টাকাটা নিরাপদে থাকে। সামান্য কিছু লাভে টাকাটা ব্যাংকে রেখে আসি। ঐ টাকা আর কোন জায়গায় বিনিয়োগ করি না। কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থা টাকার মান একদম কমে যাচ্ছে। কিছু কিছু ব্যাংক থেকে টাকা দিতে পারতেছে না। এমন অবস্থায় বিটকয়েন দামও অনেক কমে গেছে। তাই কিছু বিটকয়েন আমারা কিনে রাখতে। কারন আমি বিটকয়েন আগের অবস্থা জানি। বিটকয়েন পূর্বে কি ছিল এখন কি হয়েছে। আমি মনে করি কিছু দিন পরেই বিটকয়েন তার আগের রেকর্ড ভেঙ্গে আরো উপরে যাবে।
ব্যাংকে টাকা রাখা কোন আমলেই বুদ্ধিমানের কাজ ছিল না। প্রথমত, আপনার টাকা দিয়ে ব্যাংক ব্যবসা করবে কিন্তু টাকা রেখে আপনি নিজেই প্যারায় থাকবেন। এছাড়া মুদ্রাস্ফীতি তো থাকছেই। আর বর্তমান সংকটের দিকও রয়েছে। টাকা অলস ফেলে রাখা মানেই লস। বিনিয়োগের মধ্যে রাখলেই ভালো। হতে পারে স্বর্ন কিংবা বিটকয়েন কিংবা অন্য কোথাও। কিন্তু বর্তমান মার্কেটে স্বর্ন কিংবা বিটকয়েনই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে খুব ভালো হেজ হিসেবে কাজ করছে।
আপনার এই চিন্তা দেখে ভালো লাগল। কিছুটা অবাকও হয়েছি। আমার বড় বোনও গত ১৫-২০ দিন আগে থেকে এইসব নিয়ে অনেক চিন্তিত। ব্যাংকে টাকা ছিল, সব তুলে নিয়েছে। এখন জমি ক্রয় করতে চাচ্ছে আর পাশাপাশি বিটকয়েনে বিনিয়োগের চিন্তা ভাবনা করছে ঠিক একই কারনে যেটা আপনি বলেছেন।
ফান ফ্যাক্ট: আমার এখনো কোন ব্যাংক একাউন্ট নেই। ভবিষ্যতেও দরকার হবে বলে মনে হচ্ছে না। এইভাবেই কাটিয়ে দিতে পারবো মনে হয়।