আমার মতে ই আপনি kiwi Bowser এই ওয়ালেট টা না ব্যবহার করলেন। কারণ আমি মনে করি যে kiwi Bowser ওয়ালেট অনেক রিস্ক আছে। অন্যান্য ওয়ালেট এর তুলনায় এই ওয়ালেট এ বেশি রিস্ক হয়ে যায়। আপনি ভালোভাবে বিষয়টি যাচাই করুন তারপর আপনি kiwi Bowser extension ব্যবহার করবেন।
আপনার লেখা দেখে মনে হচ্ছে যে আপনি এখানে নতুন ।
তাই আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
আর আপনি যে বিষয়ে জানবেন না কিংবা ঐ বিষয়ে আপনার কোনো অভিক্ষতা নেই সেই বিষয়ে অন্যের মতামত দেখে পোস্ট করা থেকে বিরত থাকুন।
Review master ভাই আমাদের সিনিয়র সদস্য ।
তিনি kiwi browser নিয়ে যা বলেছেন সেই কথা আপনি না বুঝেই তার কথা মতো আপনিও kiwi browser এর রিস্কির কথা বললেন ।
Review master ভাই বলেছেন আমরা যেন kiwi browser এ
আমাদের আসল ওয়ালেটের কানেক্ট না করি । এতে আমাদের ওয়ালেট থাকা সমস্ত ডলার হারানোর ঝুকি থাকে ।
যদিও ঝুকি আছে, কিন্তু কখনো আমি এই সমস্যায় পড়িনি ।
আর আপনি Review master ভাইয়ের কথা না বুঝেই বললেন "kiwi browser wallet অনেক রিস্কি " ।
আসলে আপনার বুজার ভুল আছে ঐটা অন্যান্য ( crome, firebox, opera mini etc...) browser এর মতোই একটি অ্যাপ আর ঐটা kiwi browser wallet হবে না আমরা সবাই kiwi browser এ আমাদের ট্রাস্ট ওয়ালেট private kay দিয়ে ঐখানে
extension করে wallet connect করি যা অন্যান্য ব্রাউজারের চেয়ে অতি সহজ ও সুবিধার। আশা করি আপনাকে আমি বুজাতে পেরেছি ।