Author

Topic: বাংলা (Bengali) - page 296. (Read 5320249 times)

jr. member
Activity: 41
Merit: 11
September 20, 2022, 12:31:36 AM
সিনিওর ভাই দের কাছ থেকে একটা জিনিস জানার ছিল। 

আমি যদি এই জায়গায় কোন টপিক নিয়ে বাংলায় পোস্ট করি এবং ফোরামের অন্য জায়গায় একই পোস্ট ইংলিশে করি তাহলে কি কোন সমস্যা হবে?
jr. member
Activity: 41
Merit: 11
September 18, 2022, 10:44:34 PM
শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?

 কি কয়েন? আফসোস এখন পর্যন্ত বাংলাদেশের ভালো কোন প্রজেক্ট দেখলাম না। যা দেখেছি সবই scam প্রজেক্ট।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 18, 2022, 11:09:42 AM
<--snip-->

তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।


প্রথমত নিজেদের জায়গা থেকে এক্টিভ থাকলেই যথেষ্ট এবং সিনিয়ররা সবসময় ভালো পোষ্ট লেখতে উৎসাহিত করে থাকে।  Cheesy


আসলে আমিও কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সিনিয়র ভাইয়েরা ফেরামে অ্যাক্টিভ থাকে না। ২,৩ মাস হয়ে চলছে  কিন্তু  ফেরামে তেমন একটা পোস্ট হয় না।  Little Mouse ভাই তো অ্যাক্টিভই থাকে না আর আমরা জারা আছি তারা তো কো পোস্টই করি না। তা হলে কি ভাবে আমরা নিজেদের বোর্ড পাবো।

প্রথমত সিনিয়রদেরকে যে সবসময় এক্টিভ থাকতে হবে, এমন ধারণা পাল্টান, কেননা সিনিয়ররা প্রতিদিনই লোকাল বোর্ডে এসে থাকে (আমি তো পোষ্ট না করলেও প্রতিদিন একবার হলেও লোকাল বোর্ডে এসে দেখি কোনো পোষ্ট হয়েছে কিনা) । তাই নিজের জায়গা থেকে ভালো মানের পোষ্ট করলেই যথেষ্ট বলে আমি মনে করি।   Wink


শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?

আরো বিস্তারিত বলেন, কোন কয়েন কিংবা প্রজেক্টের কথা বলতেছেন? কেননা মার্কেটে নিত্যনতুন প্রজেক্ট চালু হচ্ছে এবং এক্সচেঞ্জে লিস্টও হচ্ছে।
newbie
Activity: 3
Merit: 0
September 18, 2022, 02:21:37 AM
শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 17, 2022, 11:28:19 AM
সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।

ভাইয়া আপনি একদম ঠিক বলছেন । আমি কিছু আগের পোস্ট গুলো দেখলাম ,,অনেকে বিভিন্ন জায়গায় থেকে কপি পোস্ট করেছে এবং তাদের একাউন্ট suspended করে দেওয়া হয়েছে । তাই এই কাজ থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর অনেক ভালো এবং হেল্পফুল পোস্ট করতে হবে।তাহলে আমরা নিজেদের জন্য একটি বোর্ড পেতে পারি । তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।

আসলে আমিও কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সিনিয়র ভাইয়েরা ফেরামে অ্যাক্টিভ থাকে না। ২,৩ মাস হয়ে চলছে  কিন্তু  ফেরামে তেমন একটা পোস্ট হয় না।  Little Mouse ভাই তো অ্যাক্টিভই থাকে না আর আমরা জারা আছি তারা তো কো পোস্টই করি না। তা হলে কি ভাবে আমরা নিজেদের বোর্ড পাবো।
jr. member
Activity: 205
Merit: 2
September 17, 2022, 07:34:51 AM
সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।

ভাইয়া আপনি একদম ঠিক বলছেন । আমি কিছু আগের পোস্ট গুলো দেখলাম ,,অনেকে বিভিন্ন জায়গায় থেকে কপি পোস্ট করেছে এবং তাদের একাউন্ট suspended করে দেওয়া হয়েছে । তাই এই কাজ থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর অনেক ভালো এবং হেল্পফুল পোস্ট করতে হবে।তাহলে আমরা নিজেদের জন্য একটি বোর্ড পেতে পারি । তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 17, 2022, 05:43:57 AM
একটা জিনিস জানার ছিল। কেও জানলে একটু হেল্প করবেন।

অনেক crypto project এ অনেক মানুষ community admin / social media manager / community management এর কাজ পায়। আসলে এসকল job কিভাবে নেওয়া যায়। অনেক চেস্টা করেছি। অনেকের কাছে গিয়েছি কিন্তু কাজ হয়নি। কেও এই বিষয়ে কিছু জানলে বলবেন। আমার অনেক উপকার হবে।

আপনাকে এই বিষয়ে আগে দক্ষ হতে হবে এবং নিজের একটি পোর্টফোলিও তৈরি করতে হবে, নতুন কাজ পাওয়ার জন্য। এছাড়াও আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যবহার করেও কাজ পেতে পারেন। আর লিংকডইনে প্রোফাইল তৈরি করেও ভালো কাজ পাওয়া যায়।


ব্যবহারকারী Bounty_Manager_DM চুরির জন্য নিষিদ্ধ। তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না। সে আপনাকে উত্তর দেবে না।
Guys, Look who replied here. You guys should increase the activity in this thread, and Seniors should care about your small community.

ভাই এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় কথা বলা হয়। দয়া করে এই থ্রেড এ ইংরেজিতে কোনো reply দিবেন না। প্লিজ বাংলা ভাষা ব্যবহার করুন।

সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।
jr. member
Activity: 205
Merit: 2
September 16, 2022, 10:34:40 AM
ব্যবহারকারী Bounty_Manager_DM চুরির জন্য নিষিদ্ধ। তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না। সে আপনাকে উত্তর দেবে না।

Hat's off Xal0lex


Guys, Look who replied here. You guys should increase the activity in this thread, and Seniors should care about your small community.

ভাই এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় কথা বলা হয়। দয়া করে এই থ্রেড এ ইংরেজিতে কোনো reply দিবেন না। প্লিজ বাংলা ভাষা ব্যবহার করুন।
sr. member
Activity: 280
Merit: 259
https://bitcoincleanup.com #EndTheFUD
September 16, 2022, 06:45:34 AM
ব্যবহারকারী Bounty_Manager_DM চুরির জন্য নিষিদ্ধ। তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না। সে আপনাকে উত্তর দেবে না।

Hat's off Xal0lex


Guys, Look who replied here. You guys should increase the activity in this thread, and Seniors should care about your small community.
jr. member
Activity: 41
Merit: 11
September 16, 2022, 01:45:17 AM
একটা জিনিস জানার ছিল। কেও জানলে একটু হেল্প করবেন।


অনেক crypto project এ অনেক মানুষ community admin / social media manager / community management এর কাজ পায়। আসলে এসকল job কিভাবে নেওয়া যায়। অনেক চেস্টা করেছি। অনেকের কাছে গিয়েছি কিন্তু কাজ হয়নি। কেও এই বিষয়ে কিছু জানলে বলবেন। আমার অনেক উপকার হবে।
staff
Activity: 2436
Merit: 2347
September 14, 2022, 01:15:43 PM
ব্যবহারকারী Bounty_Manager_DM চুরির জন্য নিষিদ্ধ। তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না। সে আপনাকে উত্তর দেবে না।
newbie
Activity: 94
Merit: 0
September 14, 2022, 12:56:08 PM
Notice:
It's Not a forum to talk about (hi,hello,how are you,good morning,good night)....I am giving last warning for you guys who are posting this type of shitpost..I am saying this for your safety. You will understand it very badly when you will see you're counted as a spammer and your account will be banned....
এটা বাংলা থ্রেড ভাই।  আপনি চাইলে বাংলা বলবেন ইংরেজি  বলছেন কেনো এখানে।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 14, 2022, 06:30:42 AM
আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।  Smiley

ভাই আমি প্রায় ছয় মাস ধরে Binance এ ট্রেড করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে। আমি এখন কি করবো।
১ হাজার $ দিয়ে শুরু করেছে এখন ২৫০$ আছে। যদি একটু ভালো পরামর্শ দিতেন তা হলে আমার একটু ভালো হতো।

আপনার লোকসানের কথা শুনে খারাপ লাগলো, কি বলবো ভাষা খুজে পাচ্ছি নাহ। তবে একটি কথা বলবো যে, আপনি এখনো হয়তো দক্ষ হয়ে ওঠেন নাই। তাই ট্রেডিং নিয়ে ইউটিউবের ভিডিও দেখেন এবং আপনার দক্ষতা বাড়ান। আর যদি আপনি ক্রিপ্টো নিয়ে নিত্যদিনের আপডেট পেতে চান, তাহলে আমার কমিউনিটিতে যোগদান করতে পারেন: https://t.me/bitbytecrypto

আমার কমিউনিটিতে সাধারণ ক্রিপ্টো বিনিয়োগ নিয়েই বেশি আলোচনা হয় এবং অনেকেই ভালো মুনাফা করেছে এই বুল মার্কেটে।  Cheesy


আপনার পরামর্শর জন্য  ধন্যবাদ। আসলে আমি এখনও  সেরকম ভাবে ট্রেডিং সম্পর্কে ভালো বুঝতে পারি নাই।  দেখি এখন
আপনার পরামর্শ অনুযায়ী  ইউটিউব এ ভিডিও দেখে কিছু শিখতে পারি নাকি।
jr. member
Activity: 41
Merit: 11
September 14, 2022, 04:59:05 AM
Quote
তা হলে  ওনার টেলিগ্রাম লিংক টা দেন।

আর @Little Mouse
@Review Master

ভাই আপনারাও একটু পরামর্শ যদি দিতেন

link= https://t.me/growing_bulls

Review master  ভাই যেমনটা বল্লেন অন্যের ওপর নির্ভর করা ঠিক নয়। নিজের শেখার কোন বিকল্প নেই। নিজে শিখে trade করা বেস্ট। দিন শেষে লাভ লস দুটোই নিজের।  আপনি নিজে শিখেন।  link দিয়ে দিলাম ওনার youtube channel থেকে আশা করি কিছু শিখতে পারবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 14, 2022, 03:52:21 AM
আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।  Smiley

ভাই আমি প্রায় ছয় মাস ধরে Binance এ ট্রেড করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে। আমি এখন কি করবো।
১ হাজার $ দিয়ে শুরু করেছে এখন ২৫০$ আছে। যদি একটু ভালো পরামর্শ দিতেন তা হলে আমার একটু ভালো হতো।

আপনার লোকসানের কথা শুনে খারাপ লাগলো, কি বলবো ভাষা খুজে পাচ্ছি নাহ। তবে একটি কথা বলবো যে, আপনি এখনো হয়তো দক্ষ হয়ে ওঠেন নাই। তাই ট্রেডিং নিয়ে ইউটিউবের ভিডিও দেখেন এবং আপনার দক্ষতা বাড়ান। আর যদি আপনি ক্রিপ্টো নিয়ে নিত্যদিনের আপডেট পেতে চান, তাহলে আমার কমিউনিটিতে যোগদান করতে পারেন: https://t.me/bitbytecrypto

আমার কমিউনিটিতে সাধারণ ক্রিপ্টো বিনিয়োগ নিয়েই বেশি আলোচনা হয় এবং অনেকেই ভালো মুনাফা করেছে এই বুল মার্কেটে।  Cheesy


ভাই আমি একটা suggestion দিতে পারি ভালো একজন crypto expert আছে চাইলে ওনার টেলিগ্রাম এ জয়েন করে দেখতে পারেন। উনি অনেক ভালো analysis করে।

কখনোই অন্য কারো ট্রেডিং বিশ্লেষণ অনুসরণ করা ভালো নাহ, দরকারে আপনারা তাদের বিশ্লেষণ থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে ট্রেডিং কৌশল তৈরি করুন। কেননা যারা ট্রেডিং বিশ্লেষণের চার্ট প্রদান করে, তারা অনেক সময় স্টপ-লসের কারণে ট্রেড থেকে বাহির হয়ে যায়, কিন্তু সেটি পোষ্ট করে নাহ। কিংবা টার্গেট স্পর্শ করার আগেই ট্রেডটি বন্ধ করে দিয়ে লাভ নিয়ে নেয়, সেটিও আপনাদেরকে বলে নাহ। তাই অন্যকে অনুসরণ নাহ করাই ভালো, এমনকি আমারও চ্যানেল আছে এবং আমি নিজের কমিউনিটিকে এটি বলি যে, নিজের মতো করে ট্রেডিং বিশ্লেষণ করে ট্রেড কইরেন। আমি কোনো কিছুকে ভালো বললে যে সবসময় লাভ হবে, তার কোনো ভরসা নেই।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 14, 2022, 03:09:21 AM
আমার ট্রেডটি এক সপ্তাহের জন্য চলেছিলো এবং মূল বিনিয়োগ ছিল $৯০০ এর মতো। বাকিটা তো আগের পোষ্টেই দেখেছেন। আমি অবশ্য এই বিষয়ে ভিডিও বানাবো, কিন্তু সময়ের অভাবে সেট আর করা হচ্ছে নাহ। আশা করি, এই সপ্তাহের মধ্যে ভিডিও পাবলিশ করা হবে।

ভাই আপনারা কোন এক্সচেঞ্জার ব্যবহার করে ট্রেড করেন

আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।  Smiley

ভাই আমি প্রায় ছয় মাস ধরে Binance এ ট্রেড করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে। আমি এখন কি করবো।
১ হাজার $ দিয়ে শুরু করেছে এখন ২৫০$ আছে। যদি একটু ভালো পরামর্শ দিতেন তা হলে আমার একটু ভালো হতো।

ভাই আমি একটা suggestion দিতে পারি ভালো একজন crypto expert আছে চাইলে ওনার টেলিগ্রাম এ জয়েন করে দেখতে পারেন। উনি অনেক ভালো analysis করে।
তা হলে  ওনার টেলিগ্রাম লিংক টা দেন।

আর @Little Mouse
@Review Master

ভাই আপনারাও একটু পরামর্শ যদি দিতেন
jr. member
Activity: 41
Merit: 11
September 14, 2022, 01:41:44 AM
আমার ট্রেডটি এক সপ্তাহের জন্য চলেছিলো এবং মূল বিনিয়োগ ছিল $৯০০ এর মতো। বাকিটা তো আগের পোষ্টেই দেখেছেন। আমি অবশ্য এই বিষয়ে ভিডিও বানাবো, কিন্তু সময়ের অভাবে সেট আর করা হচ্ছে নাহ। আশা করি, এই সপ্তাহের মধ্যে ভিডিও পাবলিশ করা হবে।

ভাই আপনারা কোন এক্সচেঞ্জার ব্যবহার করে ট্রেড করেন

আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।  Smiley

ভাই আমি প্রায় ছয় মাস ধরে Binance এ ট্রেড করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে। আমি এখন কি করবো।
১ হাজার $ দিয়ে শুরু করেছে এখন ২৫০$ আছে। যদি একটু ভালো পরামর্শ দিতেন তা হলে আমার একটু ভালো হতো।

ভাই আমি একটা suggestion দিতে পারি ভালো একজন crypto expert আছে চাইলে ওনার টেলিগ্রাম এ জয়েন করে দেখতে পারেন। উনি অনেক ভালো analysis করে।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 13, 2022, 09:37:52 PM
আমার ট্রেডটি এক সপ্তাহের জন্য চলেছিলো এবং মূল বিনিয়োগ ছিল $৯০০ এর মতো। বাকিটা তো আগের পোষ্টেই দেখেছেন। আমি অবশ্য এই বিষয়ে ভিডিও বানাবো, কিন্তু সময়ের অভাবে সেট আর করা হচ্ছে নাহ। আশা করি, এই সপ্তাহের মধ্যে ভিডিও পাবলিশ করা হবে।

ভাই আপনারা কোন এক্সচেঞ্জার ব্যবহার করে ট্রেড করেন

আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।  Smiley

ভাই আমি প্রায় ছয় মাস ধরে Binance এ ট্রেড করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে। আমি এখন কি করবো।
১ হাজার $ দিয়ে শুরু করেছে এখন ২৫০$ আছে। যদি একটু ভালো পরামর্শ দিতেন তা হলে আমার একটু ভালো হতো।
jr. member
Activity: 41
Merit: 11
September 13, 2022, 03:47:38 PM
Help me

কি হেল্প লাগবে বিস্তারিত বলেন। আপনি এই ভাবে পিকচার এর link না দিয়ে সরাসরি bounty
এর link দিলেই পারতেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 13, 2022, 09:08:46 AM
আমার ট্রেডটি এক সপ্তাহের জন্য চলেছিলো এবং মূল বিনিয়োগ ছিল $৯০০ এর মতো। বাকিটা তো আগের পোষ্টেই দেখেছেন। আমি অবশ্য এই বিষয়ে ভিডিও বানাবো, কিন্তু সময়ের অভাবে সেট আর করা হচ্ছে নাহ। আশা করি, এই সপ্তাহের মধ্যে ভিডিও পাবলিশ করা হবে।

ভাই আপনারা কোন এক্সচেঞ্জার ব্যবহার করে ট্রেড করেন

আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।  Smiley
Jump to: