It was the Bitcointalk forum that inspired us to create Bitcointalksearch.org - Bitcointalk is an excellent site that should be the default page for anybody dealing in cryptocurrency, since it is a virtual gold-mine of data. However, our experience and user feedback led us create our site; Bitcointalk's search is slow, and difficult to get the results you need, because you need to log in first to find anything useful - furthermore, there are rate limiters for their search functionality.
The aim of our project is to create a faster website that yields more results and faster without having to create an account and eliminate the need to log in - your personal data, therefore, will never be in jeopardy since we are not asking for any of your data and you don't need to provide them to use our site with all of its capabilities.
We created this website with the sole purpose of users being able to search quickly and efficiently in the field of cryptocurrency so they will have access to the latest and most accurate information and thereby assisting the crypto-community at large.
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
সবাইকে ইংরেজি নতুন বর্ষ ২০২৩ এর শুভেচ্ছা। যাই হোক আমার মনে হয় না ২০২২ সাল ক্রিপ্টোকারেন্সি জগতের সাথে লেগে থাকা লোকজনদের জন্য শুভকর ছিল। আমি নিজেও অনেক টাকা ধরা খেয়ে বসে আছি জানিনা এটা উদ্ধার হবে কিনা ২০২৩ এ । তারপরেও আশা করছি ২০২৩ সাল আমাদের জন্য ভালো হোক আমাদের ফোরাম আরো এগিয়ে যাক. গত তিন বছরের পোস্ট তালিকায় সবগুলোতেই আমার নাম!! আমি এতটা এক্টিভ ছিলাম তা তো জানতাম না লল। এজন্য আপনাকে আমি অভিনন্দন কম ধন্যবাদ বেশি জানাতে চাই। বাংলাদেশ ফোরামের জন্য আপনি অনেক ডেডিকেট পারসন। এই বছরও আপনার নামটা যেন এই লিস্টের উপরেই থাকে এই আশা রইল । আর পুরাতন মেম্বারদের অ্যাক্টিভিটি যদি আবার ফেরানো যেত তাহলে ২০২৩ এই আমাদের ফোরাম একটা ভালো পর্যায়ে যেতে পারত।বুঝতেই পারিনি ২০২২ সালে এই থ্রিডে আমি এতগুলো পোস্ট করেছি যা সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত পোস্ট কারীর মধ্যে একজন। আপনাকেউ নতুন বর্ষের শুভেচ্ছা আর আশা করবো এ বছরও আপনি টপ ফাইভে থাকবেন এবার হয়তো আরো বেশি পোস্ট নিয়ে আমাদের এই বাংলাদেশ থ্রেট কে এগিয়ে নিয়ে যেতে আপনাদের নতুন সিনিয়র মেম্বারদের অনেক প্রয়োজন।সম্প্রতি হুবি গ্লোবাল এবং এক্স.টি এক্সচেঞ্জ পাই নেটওয়ার্ক তাদের এক্সচেঞ্জে লিস্ট করেছে। আমি প্রথম যখন পাই নেটওয়ার্ক নিয়ে ফাইভ শুরু হল তখন এটা মোবাইলে ইন্সটল করেছিলাম এবং মাইনিং শুরু করেছিলাম কিন্তু পরে আর কেন যেন মনে হয়েছে এটি আসলে কোন ভবিষ্যৎ নেই এবং হয়তো এরা আমাদের ডাটা থেকে লাভবান হচ্ছে। সেইযে আনইন্সটল করেছি আর আনইন্সটল করিনি ১০০ টার মতন পাই হয়েছিল। এমন নিউজ যদি পেতাম যে আমাদের মিন্ট করা কয়েন গুলো লিস্টিং হয়েছে তাহলে বেশি খুশি হতাম যদিও এখন আমি মনে করি এটা শুধু সময় এবং আপনার ডাটা নষ্ট হওয়ার একটি যন্ত্র।
ফোরামের সকল সদস্যকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং দোয়া করি, সকলে এই বছরে আরো ভালো কিছু কাজের মাধ্যমে সাফল্য অর্জন করুন। আর যারা নতুন এই ফোরামে তাদেরকে বলবো, তাদের এই যাত্রায় স্বাগতম জানাই। আপনারাও নিত্যনতুন বিষয়গুলো জানার মাধ্যমে সফলতা অর্জন করুন।
আমি বিগত কিছু প্রজেক্টের টেষ্টনেট নিয়ে পোষ্ট করেছিলাম এবং আবারও এটিতে চলমান কিছু প্রজেক্টের লিংকগুলো সংযুক্ত করে দিলাম। যারা এখনো অংশগ্রহণ করেন নাই, অংশগ্রহণ করুন। আশা করি, বছর শেষ হওয়ার আগে অনেক ভালো কিছু করতে পারবেন। GSUCoin: https://twitter.com/officialbitbyte/status/1600607111842451456 Bebop: https://twitter.com/officialbitbyte/status/1587895299934068736 Bebop DEXmas: https://twitter.com/officialbitbyte/status/1605996239132037120 Scroll: https://twitter.com/officialbitbyte/status/1585641479204065283 ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752 অনেকেই Low Market Cap প্রজেক্টে বিনিয়োগ করে থাকেন, তাদের জন্যও একটি প্রজেক্টের বিস্তারিত বিশ্লেষণ তৈরি করেছিলাম। সেটিও দেখতে পারেন এবং নিজেদের বিশ্লেষণ শেষে বিনিয়োগ করুন। El Dorado Exchange: https://twitter.com/officialbitbyte/status/1608634593623830530 5. shasan [43] বুঝতেই পারিনি ২০২২ সালে এই থ্রিডে আমি এতগুলো পোস্ট করেছি যা সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত পোস্ট কারীর মধ্যে একজন। আমি তো ভাবছিলাম যে আমি এই থ্রেড এ তেমন পোস্টই করি না। আসলে আমার এখনো মনে হচ্ছে আমি থ্রেড এ তেমন কোন পোস্ট করি নাই। আসলে অন্যরা তেমন একটিভ না তাই আমি সর্বোচ্চ পাঁচজন পোস্টকারীর মধ্যে একজন হতে পেরেছি। যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
সবাইকে বতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে সবাইকে একটা জিনিস সাজেস্ট করব। আপনি যদি কোন কাজ করতে চান তাহলে কাজটি আপনি আগে না করে থাকলে সে কাজটা আপনি সহজে করতে পারবেন না। তাই অভিজ্ঞতা জিনিসটা আমাদের মধ্যে থাকা খুবই প্রয়োজন। অভিজ্ঞতাহীন মানুষের চারআনা মূল্য নাই। তাই আমরা কোন কাজকে ছোট করে দেখবো না। ছোট ছোট কাজগুলো আমরা শিখে রাখব। দেখবেন সে কাজটা অন্য সবার কঠিন লাগবে আর আপনি শিখে রাখলে আপনার কত সহজ লাগে। আমরা বেশি বেশি স্কিল অর্জন করব। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে আটকে যাবেন না। তাই নতুন বছরে সবাই শপথ নেই নিজের স্কিল নিজে বাড়াবো সুন্দর ভবিষ্যৎ গড়বো।
সম্প্রতি হুবি গ্লোবাল এবং এক্স.টি এক্সচেঞ্জ পাই নেটওয়ার্ক তাদের এক্সচেঞ্জে লিস্ট করেছে। তবে, এইখানে অনেক কিছুই আমাদের জানার বাহিরে আছে। কেউ ভাবছি ডিপোজিট বন্ধ কিংবা কেউ অনেক বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন। বিস্তারিত জানতে আমাদের কয়েনআলাপ এর আর্টিকেলটি পড়তে পারেন- পাই নেটওয়ার্ক
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
২০২২ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা: গত তিন বছরের পোস্ট তালিকায় সবগুলোতেই আমার নাম!! আমি এতটা এক্টিভ ছিলাম তা তো জানতাম না লল। যাই হোক, আমাদের অনেকগুলো ফোরাম ইউজার ইনেকটিভ। যেমন- pffrt, pankowri, fatemablabla, laredo7mm এবং আরো অনেকেই।1. Little Mouse [89] 2. Crypto Library [85] 3. Review Master [54] ২০২১ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা: 1. Little Mouse [134] 2. Review Master [72] 3. naim027 [44] ২০২০ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা: 1. Review Master [100] 2. Little Mouse [88] 3. Fatemablabla [62] উনারা আগে মোটামুটি এক্টিভ ছিল কিন্তু বর্তমানে কেউই এক্টিভ নেই। সবাই যদি এক্টিভ থাকতো তাহলে এতদিনে হয়ত আমরা নিজেদের বোর্ড পেতাম আলাদা করে। যাই হোক, ২০২২ তো শেষ। ২০২৩ এর জন্য আমরা সবাই যদি প্রস্তুতি নেই এবং সকলের সম্মিলিত চেষ্টায় এই টপিককে ভালো অবস্থানে নিতে পারি, তাহলে আশা করি আমাদের লোকাল বোর্ড পাওয়া যাবে। সবাইকে অনুরোধ করব ভালো মানের পোস্ট করার জন্য এবং সবসময় এক্টিভ থাকার জন্য। El Dorado Exchange - BNB চেইনের একটি সোশ্যাল ট্রেডিং & Perpetual ট্রেডিং প্লাটফর্ম এর আগে Bebop প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং যারা অংশগ্রহণ করেছেন, তাদের অগ্রিম সাধুবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে এয়ারড্রপ থেকে ভালো টোকেন রিওয়ার্ড পাওয়া যাবে। আজকে আর একটি প্রজেক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো। প্রজেক্টির না হচ্ছে El Dorado Exchange এবং এটি একটি ডিসেন্ট্রালাইজ সোশ্যাল ট্রেডিং ও Perpetual/Future ট্রেডিং প্লাটফর্ম। আর এটি BNB Chain এর প্রজেক্ট। যদি আপনারা Defilama এর তথ্য দেখেন, তাহলে BNB Chain রয়েছে ২ নং অবস্থানে । এছাড়াও El Dorado Exchange প্রজেক্টির টোকেন সাপ্লাই খুবই কম এবং এটির মূল্য আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই প্লাটফর্মটি নিজের বিচার-বিশ্লেষণ শেষে ব্যবহার করতে পারেন এবং আশা করি, ভালো ধরনের লাভ করা যাবে। শুধু এটিই নয়, যারা Perpetual ট্রেডিং করেন এবং খুবই দক্ষ, তারা El Dorado Trading Competition এ অংশগ্রহণ করতে পারেন। কেননা $২০,০০০ এর রিওয়ার্ড রয়েছে এবং সেরা ৫ নং এ আসা খুবই সহজ, যেহেতু অনেকেই এই প্রতিযোগিতা সম্পর্কে জানে নাহ। এছাড়াও মাত্র $১০০ লাভ করতে পারলেই সেরা ৫ জনের মধ্যে আসা যাবে। তাই নিচরে লিংকটিতে ক্লিক করার মাধ্যমে El Dorado Exchange সম্পর্কে বিস্তারিত জানুন। যারা কোনো সমস্যায় পড়বেন, তারা আমাকে মেনশন করে পোষ্ট করিয়েন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আবার দেখা হবে নতুন কোনো পোষ্ট কিংবা নতুন কোনো তথ্য নিয়ে। পোস্ট অ্যাকটিভিটি দেখে বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশ থ্রেডের অবনতি হচ্ছে আসুন সবাই মিলে বাংলাদেশ থ্রেডের অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করি এবং একে লোকাল থ্রেড থেকে লোকাল বোর্ডে পরিণত করতে এগিয়ে আসি. বেয়ার মার্কেট আসলেই সকলে গা ঢাকা দেয়, এটাই স্বাভাবিক। তবে আশা করি, সামনের বছর মানে ২০২৩ সালের অর্ধেকের পর থেকে আবার সকলে ফোরামে চলে আসবে। কেননা মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, সকলের নিজেদের সার্কেলের মধ্যে মত বিনিময় করেতেছেন। আশা করি, সকলে এটি বর্জন করবে। অগ্রিম নতুন বছরের শুভকামনা। hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
২০২২ সালের বাংলাদেশ থ্রেডের মেরিট এবং পোস্ট অ্যাক্টিভিটি এই পোস্টে ২০২২ সালের আমাদের বাংলাদেশের লোকাল থ্রেডের অ্যাক্টিভিটি তুলে ধরার চেষ্টা করলাম . গত বছর এবং এবছর এরমধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই গতবছর এর তুলনায় এবছর মাত্র ৯টা পোস্ট এবং ৩২টা মেরিট বেশি অর্জন হয়েছে। দেখা যাচ্ছে যে ২০২২ এবং ২০২১ এর তুলনায় ২০২০ ছিল বাংলাদেশিদের জন্য সোনালী যুগ তা আপনারা নিচের তথ্য গুলো দেখলেই বুঝতে পারবেন। নিচে গ্রাফ চার্ট সহ বিস্তারিত তুলে ধরা হলোঃবিগত তিন বছরের মোট মেরিট:
২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ৩০ তারিখ পর্যন্ত মেরিট চার্ট ২০২২ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ৩০ তারিখ পর্যন্ত পোস্ট চার্ট 1. Little Mouse [89] 2. Crypto Library [85] 3. Review Master [54] 4. wtsimis [50] 5. shasan [43] 6. Cryptoworldman [41] 7. musafar37 [38] 8. naim027 [34] 9. Teletalk.org [24] 10. sakil200 [21] ২০২১ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা: 1. Little Mouse [134] 2. Review Master [72] 3. naim027 [44] 4. israt1@ [29] 5. tokyohd [27] 6. Jontokhan65 [25] 7. Cornia [23] 8. Saniati [22] 9. EYC_ONE [21] 10. pankowri [18] ২০২০ সালের প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা: 1. Review Master [100] 2. Little Mouse [88] 3. Fatemablabla [62] 4. Pffrt [46] 5. Istiaque [37] 6. pankowri [37] 7. Sparrow96 [33] 8. kakamrul [33] 9. laredo7mm [33] 10. Rafiqul123 [32] পোস্ট অ্যাকটিভিটি দেখে বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশ থ্রেডের অবনতি হচ্ছে আসুন সবাই মিলে বাংলাদেশ থ্রেডের অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করি এবং একে লোকাল থ্রেড থেকে লোকাল বোর্ডে পরিণত করতে এগিয়ে আসি. legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স নিয়ে বিভিন্ন স্টক মার্কেটপ্লেস কাজ করেছি। কিন্তু স্টক সাইটে সফল হতে অনেক সময় লাগে। তাই এক বন্ধু bitcointalk কথা আমাকে বলল এখানে বাউন্টি মাধ্যমে কিছু টাকা ইনকাম করা যায়। তাই আমি এখানে অ্যাকাউন্ট করি। এখানকার রুল গুলো পড়তে গিয়ে দেখলাম গ্রাফিক্সর ডিজাইনার চাহিদা রয়েছে। আমাকে কেউ একটু সাহায্য করেন এখানে কি রকম পৌর্টফলিও লাগে। আর কোন কোন ব্যানারের চাহিদা রয়েছে। আর এখানে গ্রাফিক্স নিয়ে কাজ করলে সফল হতে পারব কি না? পোর্টফলিও নিয়ে একটা এনাউন্সমেন্ট টপিক রেডি করে সার্ভিস অপশনে পোস্ট করতে পারেন। যেমন আমার সার্ভিস থ্রেড/টপিক- https://bitcointalksearch.org/topic/available-signature-bounty-campaign-manager-lm-management-5180747এইরকম ডিজাইনসহ এনাউন্সমেন্ট টপিক পোস্ট করেন, যদি আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, তাহলে কাজ পাবেন। আমার নিজেরও মাঝে মধ্যে লাগে। পাশাপাশি কয়েকজন ক্যাম্পেইন ম্যানেজার আছে যাদের গ্রাফিক্স ডিজাইনার লাগে, কাজ ভালো হলে আমি আপনাকে রেফার করবো অবশ্যই। আপনি আগে এনাউন্সমেন্ট টপিক রেডি করেন। প্রয়োজনে নক দিতে পারেন টেলিগ্রামে- @LT_Mouse <-- snip --> এই প্রজেক্ট গুলাই কিভাবে কাজ করবো যদি একটু বুঝিয়ে দিতেন খুব উপক্রিত হতো। ধন্যবাদ বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স নিয়ে বিভিন্ন স্টক মার্কেটপ্লেস কাজ করেছি। কিন্তু স্টক সাইটে সফল হতে অনেক সময় লাগে। বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি https://bitcointalk.org/index.php?board=52.0 Buy copper member- https://bitcointalk.org/index.php?action=credit;promote 🔸( ২৭ জুলাই ২০২১ )দেশের ১ম সারির সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলোর এক নিউজে হেডলাইন হলো: "ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়, সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি" 🔸আবার (২৯ জুলাই ২০২১) তার ঠিক ২দিন পর একই সংবাদ মাধ্যমের হেডলাইন: "ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের ‘না’ " [ লিংক অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় দিতে পারলাম না,,, একটু কষ্ট করে গুগল সার্চ করে দেখতে পারেন ] বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বলে: "" ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে" 😕 বিশ্বের উন্নত অধিকাংশ দেশ ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেওয়ার পরও আর্থিক ও আইনগত ঝুঁকির চাইতে তাদের সফলতা পার্সেন্টটেন্স বেশি যা সারা বিশ্বের মানুষ উপলব্ধি করছে।। ✴️এমতাবস্থায় আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে ‘না’ বলা টা ছিল হটকারী সিদ্ধান্ত।। কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো। মার্কেটে কাজের অভাব নাই, আপনাকে শুধুমাত্র খুজে নিতে হবে। আপনি চাইলে টেস্টনেট প্রোগ্রামগুলো করতে পারেন। আমি নিয়মিত BitByte Crypto কমিউনিটিতে সেটি শেয়ার করে থাকি। নিচে কিছু চলমান প্রজেক্টের টেস্টনেট প্রোগ্রামের বিবরণের লিংক দিয়ে দিলাম। সময় নিয়ে কাজ করেন, পরবর্তী বছরে ভালো কিছু পাবেন।01) GSUCoin: https://twitter.com/officialbitbyte/status/1600607111842451456 02) Bebop: https://twitter.com/officialbitbyte/status/1587895299934068736 03) Bebop DEXmas: https://twitter.com/officialbitbyte/status/1605996239132037120 04) Scroll: https://twitter.com/officialbitbyte/status/1585641479204065283 05) ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752 06) Suiet: https://twitter.com/officialbitbyte/status/1606947175963193344 বলে রাখা ভালো আমি ইতিমধ্যে কিছু প্রজেক্টে কাজ করেছি এবং ভালোই লাভ হয়েছে। বাউন্টি কিংবা সাধারণ এয়ারড্রপের থেকে অনেক ভালো। এই বিয়ার মার্কেটে সবারই প্রায় একই অবস্থা, বিয়ার মার্কেটে আপাতত ইনভেস্টমেন্ট অফ রাখাই ভালো তারপরও চাইলে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে লং টাইম এর জন্য বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন . আপাতত আমি আর অন্য কোন কয়েন সাজেস্ট করবো না কারণ FTX এর ঘটনার পর আর কোন কয়েন কে বিশ্বাস করা যাচ্ছে না . বাইনান্স নিয়ে অনেক ভয়-ভীতি অলরেডি ছড়িয়ে পড়ছে . আমার বিশ্বাস বেয়ার মার্কেট হলো সবচেয়ে ভালো সময় ট্রেডিং করে পোর্টফোলিও বৃদ্ধি করার। আমি কয়েক সপ্তাহ স্ক্যাল্পিং করে ভালোই লাভ করেছে। আর আমার নজরে কিছু অল্টকয়েন আছে, যেগুলো প্রতিদিনই উঠা-নামা করে এবং স্ক্যাল্পিং করে ভালোই লাভ হয়। আমার টেলিগ্রাম কমিউনিটিতে অনেকে ভালোই লাভ করেছে। hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই। আমিও মনে করেছি যে বিয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এর জন্য উত্তম এবং সঠিক সময় যখন সেই ইনভেস্টমেন্টটি লং টার্ম এর জন্য হয়। কারণ আমি এখন পর্যন্ত বিয়ার মার্কেটে যতটুকু ইনভেস্ট করেছি তার বেশিরভাগই আমাকে এখন পর্যন্ত হোল্ড করতে হচ্ছে। তবে বেয়ার মার্কেটের প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি ভাল স্ট্রং করেন ইনভেস্টমেন্ট করেন যেটা ধসে পড়ার সম্ভাবনা নেই তাহলে আমি মনে করি অন্তত লং টাইম হোল্ড করার পর লসটা কভার করা যায়। তবে আমি মনে করি যে বর্তমানে আল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করা অনেক রিস্কি হওয়ার কারণে এটা এড়িয়ে চলাই ভালো আর এখন যা ইনভেস্টমেন্ট করবেন সব লং টার্মের কথা মাথায় রেখে তারপর করবেন কেননা মার্কেটে এখনও কোন গ্রিন সিগন্যাল নেই। Jump to:
|