আপনি চাইলে অনলাইনে আপনার কারেন্সি নির্ভয়ে রেখে দিতে পারেন। তবে আপনার কারেন্সি সেখানেই রাখা সেভ হবে যেখান থেকে আপনি প্রাইভেট কি বা সিড বা ফ্রেজ পাবেন। যেমন ডগি ওয়ালেট এর জন্য dogechain.info/ ইথারিয়ামের জন্য myetherwallet.com বিটকয়েনের জন্য blockchain.info অথবা electrum ব্যবহার করতে পারেন।
নির্ভয়ে রেখে দিতে বলছেন ভাই। অনলাইনে/ওয়েব ওয়ালেটে,কিংবা যে কোন হট ওয়ালেটে বিটকয়েন কিংবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি রাখা কতটা ঝুকিপুর্ন সেটা আপনি এর ফাদে না পরলে বুঝবেন না। এইটা খুবই রিস্কি। গতকাল ক্যাম্পেইন ম্যানেজার julerz12 প্রায় ০.৩১ বিটকয়েন যা ডলার ভ্যালুতে প্রায় ৫০০০ ডলার হারায়। সে তার পিসিতে ইলেকট্রাম হট ওয়ালেট ব্যবহার করে তবু সে হ্যাকের শিকার হয় যদিও কিছু লোক এইটাকে হ্যাক মানতে নারাজ। তাদের ভাষ্যমতে, এইটা স্ক্যাম যদিও আমি তাদের সাথে একমত নই। যতদুর julerz12 কে আমি চিনি সে এতটা খারাপ লোক হতে পারে না। যাই হোক, অর্থ লেনদেনে আসলে কাউকে বিশ্বাস করাটাও মুশকিল।
কোল্ড ওয়ালেট ছাড়া কোন হট ওয়ালেট কিংবা ওয়েবওয়ালেট কখনোই বিশ্বস্ত নয়। এইখানে আমি একটা আর্টিকেল শেয়ার করতে চাই যেটা আমি অনেক আগে পড়েছিলাম-
বিটকয়েন ওয়ালেটযদিও এই আর্টিকেল শুধু বিটকয়েন এর দিক খেয়াল রেখে লেখা হয়েছে, এইটা যেকোন অল্টকয়েন এর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।
@Little Mouse
ভাই আপনার কথা একদম সত্য, কেননা একজন বাউন্টি ম্যানেজার/সিগনেচার ম্যানেজার বিশেষ করে @julerz12 সামান্য পাঁচ হাজার ডলারের জন্য তার এত বড় রেপিটেশন নষ্ট করবে এমনটি আমরা বিশ্বাস করতে পারি না। তার ওয়ালেটের সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে। এমনটিও তো হতে পারে যে তার পিসি কেউ অ্যাক্সেস নিয়ে নিয়েছে অথবা তার অনুপস্থিতিতে কেউ তার পিসি হতে ডলার সরিয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি না যে তার মত escrow করা ম্যানেজার সামান্য ৫০০০ ডলার মেরে দিয়ে অবিশ্বাসের স্থানে এসে দাঁড়াবে। তবে যদি তার ওয়ালেট(Electrum) সত্যি সত্যি হ্যাক হয়ে থাকে তাহলে আরেকবার মানুষ কিছু সিকিউরিটি সম্পূর্ণ ওয়ালেটের প্রতি বিশ্বাস হারাবে।
কিছুদিন আগে একজন বিটকয়েন ডেভলপারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তার ওয়ালেট থেকে ২০০ টিরও বেশি বিটিসি হ্যাক করে নেয়া হয়েছে। এটা ভাবতে খুবই বিস্ময়কর লাগে যে একজন বিটকয়েন ডেভলপারের একাউন্ট কিভাবে হ্যাক হয়। তাছাড়া সে তো অফলাইন ওয়ালেটে তার বিটকয়েন সঞ্চয় করে রেখেছিল। দুঃখের বিষয় হচ্ছে হ্যাকার তার অফলাইন ওয়ালেট সরাসরি হ্যাক করতে পারিনি। আগে তার সার্ভার হ্যাক করেছে পরে সার্ভার থেকে তার বাড়ির পিসি লাইনে এক্সেস নিয়ে নিয়েছে। তার পিসি লাইনে অফলাইন ওয়ালেটের সকল প্রকার মেইনটেনেন্স নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে রেখেছিল ফলে হ্যাকার সহজে তার অফলাইন ওয়ালেটের অ্যাক্সেস নিয়ে নিয়েছিল।
আপনার ইচ্ছা করলে এই লিংকে প্রবেশ করে পুরো ঘটনা পড়ে নিতে পারেন ।
পড়ে দেখুনউপরের ঘটনার মতো এমনটিও ঘটতে পারে @julerz12 ম্যানেজারের সাথে। হয়তো তার বাড়ির পিসি লাইনের সার্ভারের এক্সেস কেউ নিয়ে নিয়েছে অথবা তার পিসি তার অনুপস্থিতিতে কেউ এক্সেস নিয়ে নিয়েছে, অথবা তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা পাসফেস কী কেউ চুরি করে নিয়ে এক্সেস নিয়ে নিয়েছে।
এক্ষেত্রে অফলাইন অথবা সিকিউরিটি সম্পন্ন কিছু সফটওয়্যার ওয়ালেট এর ক্ষেত্রে দায়ী হতে পারে না অথবা হ্যাক হওয়ার জন্য এদের সিকিউরিটি ব্যবস্থাকে অবশ্যই দায়ী করা ঠিক হবে না।
যাহোক এটা আমাদের সবার মনগড়া ধারণা মাত্র। বাস্তবে আসলে কি ঘটেছে আমরা কেউ জানিনা। আমাদের সাথে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই সকল বিষয়ে সকলের প্রতি সজাগ থাকতে দৃষ্টি আকর্ষণ করছি।