Author

Topic: বাংলা (Bengali) - page 289. (Read 5701745 times)

member
Activity: 1456
Merit: 10
January 26, 2023, 05:36:50 AM

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা

আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।


ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।।
আইন অন্ধ বলে একটা কথা আছে। আর যাদের হাতে ক্ষমতা আছে তারা কখনও দেখবেনা আপনার কাজ এর পিছনে আপনি দায়ী কি না। আজকাল তো কথার ভিত্তিতে জেল এ ঢুকানো হয়। এই জন্য সবসময় সাবধান থাকা ভাল। সেটা যে ক্ষেত্রেই হোক, সবসময় সাবধান থাকবেন। আর পি টু পি তে তো যে সব কাহিনি হচ্ছে তাতে ক্রিপ্ট ইউজার দের উপর হুট হাট আক্রমন হতে পারে।

ক্রিপ্টেকারেন্সির মালিকানা, সংরক্ষন বা লেনদেন করা অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যংক।  সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যংকের  বৈদেশিক মুদ্রানিতি বিভাগ এ মতামত দিয়েছে। এতে কিছুটা হলেও ক্রেপ্ট উজার দের সস্তিরতা ফিল হয়। তুবুও আমাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশ বলতে কথা।
sr. member
Activity: 1008
Merit: 366
January 26, 2023, 03:53:46 AM

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা

আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।


ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।।
আইন অন্ধ বলে একটা কথা আছে। আর যাদের হাতে ক্ষমতা আছে তারা কখনও দেখবেনা আপনার কাজ এর পিছনে আপনি দায়ী কি না। আজকাল তো কথার ভিত্তিতে জেল এ ঢুকানো হয়। এই জন্য সবসময় সাবধান থাকা ভাল। সেটা যে ক্ষেত্রেই হোক, সবসময় সাবধান থাকবেন। আর পি টু পি তে তো যে সব কাহিনি হচ্ছে তাতে ক্রিপ্ট ইউজার দের উপর হুট হাট আক্রমন হতে পারে।
jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
January 25, 2023, 05:48:47 AM

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা

আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।


ভাই আমি আপনার কথার সাথে কিছুটা একমত ।। কিন্তু সম্পূর্ণ না । আমার মনে হয় যে bitcoin কেনা বেচার মধ্যে যদি অর্থ পাচার হয় তাহলে আমরা অর্থ পাচার এর সাথে জড়িত।। কিন্তু আমরা তো ইচ্ছা করে অর্থ পাচার এর সাথে যুক্ত হচ্ছি না । কেবল মাত্র Bitcoin কেনার জন্য একমাত্র বাধ্য হয়ে । আমাদের কে এর সঙ্গে যুক্ত হতে হচ্ছে।।।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 24, 2023, 09:29:51 PM

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা
এইটা ভুল আমি মনে করি। বিটকয়েন এর বাংলাদেশে চাহিদা আছে বলেই আমি আপনি বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ভালো দামেও বিক্রয় করতে পারছি। ঘুরে ফিরে আমাদের বিটকয়েনগুলোই কিন্তু মানি লন্ডারিং এ ব্যবহার হচ্ছে। যে কোন সময় এইসব নিয়ে খুব ভালো ঝামেলা পোহানো লাগতে পারে যদি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। আমার ঠিক নাম মনে পরছে না, সম্ভবত ইন্ডিয়ান লোকাল মডারেটর ছিল যিনি আগে বেনসন স্যামুয়েল, উনি রেগুলার একটা পার্টির কাছে বিটকয়েন বিক্রয় করতেন। ওই পার্টি বিটকয়েন দিয়ে কি করে সেটা বেনসন স্যামুয়েল কখনো জানার চেষ্টা করে নি। পরে দেখা গেলো ওই পার্টি মুলত হ্যাকার গ্রুপ। তারা মানুষের ক্রেডিট ডেবিট কার্ড থেকে টাকা নিয়ে সেটা বেনসন স্যামুয়েলকে দিয়ে বিনিময়ে বিটকয়েন নিত। সম্ভবত বেনসন স্যামুয়েল জেলেও গিয়েছেন। কোন অজানা কারনে এখন সেই কাহিনীটা ফোরামে খুব পাচ্ছি না।
আমরা সরাসরি অর্থপাচার না করলেও, যদি বিটকয়েন দিয়ে অর্থপাচার হয় তাহলে আমরাও জড়িত।
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 24, 2023, 08:50:42 PM
আসলে কথা হলো বাঙালি বলতে গেলে অলস একটা জাতি, এরা শুধু অর্থের জন্যেই ফোরামে থাকে। এরা crypto currency নিয়ে এদের গাটাগাটি খুই কম করে থাকে। আমাদের তো crypto currency বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। মাইনিং সাইট হোক আর ট্রেড এর বিষয় হোক আমরা এগুলা বুজি না,  না বুজেই আমরা শুধু অর্থের দিকে চেয়ে থাকি। আমাদের সকালের উচিত দিনে একবার হলেও ফোরামে আসা সিনিয়র ভাইদের পোস্ট গুলা দেখা এবং crypto বিভিন্ন ওয়েব সাইটে থেকে crypto currency সম্পর্কে ধারণা অর্জন করা।
বাঙালি যে অলস এ কথাটা আসলে অসত্য কিছু না আর এটাও অসত্য না যে দিন শেষে সবাই টাকা উপার্জন এর জন্যই ফোরামে ঘাটাঘাটি করে । ফোরামের ঘাটাঘাটি করা এবং থাকা এর মধ্যে আমি মনে করে পার্থক্য আছে যেমন ঘাটাঘাটি করলে এখানে ক্রিপ্টো কারেন্সি নিয়ে সকল ধরনের ইনফরমেশন পাবে তাছাড়া বিভিন্ন ধরনের সার্ভিস সব এখানে পাওয়া যায়। আর থাকা মানে যেমন অনেকেই আছে শুধু বাউন্টি করার জন্য ফোরামে প্রবেশ করেছে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষজন এটি বেশি করে থাকে।

ভাই সকল একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশীরা আছি বলেই বাউন্টি সেকশনটা এখনো চালু আছে। আপনি ধরে নিন বাংলাদেশীদের অংশগ্রহণে যদি বাউনটি প্রজেক্ট গুলো প্রমোশন না হতো তাহলে এই বিটকয়েন ফোরামে গুরুত্ব কমে যেত। ধরে নেই একটি বাউন্টি প্রজেক্টের জন্য পার্টিসিপেন্ট পাঁচশত জন, সেখানে যদি কোন এনালাইজার দ্বারা এনালাইসিস করা যেত তাহলে 400 উপর বাংলাদেশী বাউন্টি পার্টিসিপেন্ট পাওয়া যেত।
তবে ফোরামে সবাই যে বাউন্টির পিছনে ছুটে বেড়াচ্ছে এমনটি নয়। আমাদেরই ফোরামে অনেক বাংলাদেশী ভাইয়েরা আছে যারা এই ফোরামটিকে সময় দেয় শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করার জন্য, বিনোদন দেওয়ার জন্য, সর্বোপরি নিজের সময় কাটানোর জন্য।
বাঙালিরা অলস জাতি ঠিক আছে, তবে অনান্য জাতির চেয়ে বাঙ্গালীদের কিছু কিছু গুণ আছে যেগুলা আপনি অন্যদের সাথে তুলনা করতে পারবেন না। আমাদের কিছু জাতিগত সমস্যা আছে যেগুলো আমরা কক্ষনো অভারটেক করতে পারবো না। কেউ যদি আমাদের অলস জাতি বলে কৌতুক/ কটুক্তি করে, আমরা বাঙালি জাতিরা সেই কটুক্তিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি না। তাছাড়া আমাদের কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, যে সকল প্রতিবন্ধকতার কারণে আমরা বাঙালি জাতিরা জাতিগতভাবে নিজেদের পরিবর্তন করতে পারি না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 24, 2023, 02:42:49 PM
আসলে কথা হলো বাঙালি বলতে গেলে অলস একটা জাতি, এরা শুধু অর্থের জন্যেই ফোরামে থাকে। এরা crypto currency নিয়ে এদের গাটাগাটি খুই কম করে থাকে। আমাদের তো crypto currency বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। মাইনিং সাইট হোক আর ট্রেড এর বিষয় হোক আমরা এগুলা বুজি না,  না বুজেই আমরা শুধু অর্থের দিকে চেয়ে থাকি। আমাদের সকালের উচিত দিনে একবার হলেও ফোরামে আসা সিনিয়র ভাইদের পোস্ট গুলা দেখা এবং crypto বিভিন্ন ওয়েব সাইটে থেকে crypto currency সম্পর্কে ধারণা অর্জন করা।
বাঙালি যে অলস এ কথাটা আসলে অসত্য কিছু না আর এটাও অসত্য না যে দিন শেষে সবাই টাকা উপার্জন এর জন্যই ফোরামে ঘাটাঘাটি করে । ফোরামের ঘাটাঘাটি করা এবং থাকা এর মধ্যে আমি মনে করে পার্থক্য আছে যেমন ঘাটাঘাটি করলে এখানে ক্রিপ্টো কারেন্সি নিয়ে সকল ধরনের ইনফরমেশন পাবে তাছাড়া বিভিন্ন ধরনের সার্ভিস সব এখানে পাওয়া যায়। আর থাকা মানে যেমন অনেকেই আছে শুধু বাউন্টি করার জন্য ফোরামে প্রবেশ করেছে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষজন এটি বেশি করে থাকে।
newbie
Activity: 94
Merit: 0
January 23, 2023, 11:37:35 PM
যাই হোক, যা বলছি এই পোস্ট এ হয়ত আমারেও গুম কইরা দিতে পারে। যদি পোস্ট না করি তাইলে দোয়া কইরেন যেন মরার পর জান্নাত পাই।
ভাই আপনার মনে অনেক দুঃখ সেটা আপনার পোস্ট পড়ে ইতিমধ্যে বুঝতে পেরেছি। আপনি ও আমি ভাই ডাল দিয়ে ভাত খাবো সোজা পথে হেটে যাবো এই নীতির উপর থাকতে হবে। আমরা ভাই খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ হিসেবে দুমুঠো ডাল ভাত পেলেই চলবে। এই ফোরামে দু'চারটে আবেগী কথা বলে কোন লাভ হবে না ভাই। আসুন আমরা সবাই মিলে আত্ম সংযমী হয়ে মিলেমিশে কাজ করি ও বাংলাদেশ থ্রেডকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর হই।
জি ভাই আছি তো ট্রেড এ। ফোন ব্যবহার করতেও এখন ভয় করে। বাংলাদেশ সরকার তো সবার ফোন এর ডাটা এক্সেস করতে পারে। মেসেঞ্জার এ কিছু বল্লেও তার এক্সেস সরকার এর কাছে আছে। হয়ত অনেকেই জানে না বিষয় টা, তবে এইটাই সত্যি।
বেট ৩৬৫ এর মধ্যে যে বেটিং চলত তার এডমিন বাংলাদেশ এর। উত্তরবঙ্গ থেকে তিন জন কে আটক করা হইছিল যারা এর সাথে যুক্ত ছিল। বেটিং আলাদা জিনিশ জানি বাট এই গুলা চলতে চলতে কবে যে ক্রিপ্ট ব্যবহারকারী দের উপর হামলা করে কে জানে।
সতর্ক থাকা ভাল।


কে জানে আমরা সকলে crypto তে আসছি একটা সুন্দর ভবিষ্যৎ এর জন্য । কিন্তু বাংলাদেশ এ crypto যে অবস্থা crypto ইউজার দের ভবিষ্যৎ বাংলাদেশ থেকে কি আসে একমাত্র সৃতিকর্ত ছাড়া কেউ কিছু বলতে পারবে না । বলতে গেলে crypto ইউজার দের একটি অন্ধ গুহার মধ্যে থেকে কাজ করা লাগে । এর মধ্যে দিয়ে বাংলাদেশ crypto তে অনেক যুক্ত আসে । যদি কোনো ভাবে বাংলাদেশ এ ভবিষৎ এ crypto এর বৈধতা আসে তাইলে বাংলাদেশ অর্থনীতিক দিক দিয়া অনেক এগিয়ে যাবে ।।।



আসলে কথা হলো বাঙালি বলতে গেলে অলস একটা জাতি, এরা শুধু অর্থের জন্যেই ফোরামে থাকে। এরা crypto currency নিয়ে এদের গাটাগাটি খুই কম করে থাকে। আমাদের তো crypto currency বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। মাইনিং সাইট হোক আর ট্রেড এর বিষয় হোক আমরা এগুলা বুজি না,  না বুজেই আমরা শুধু অর্থের দিকে চেয়ে থাকি। আমাদের সকালের উচিত দিনে একবার হলেও ফোরামে আসা সিনিয়র ভাইদের পোস্ট গুলা দেখা এবং crypto বিভিন্ন ওয়েব সাইটে থেকে crypto currency সম্পর্কে ধারণা অর্জন করা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 23, 2023, 01:44:55 PM
ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট গুলা কোথায় পাবো? কেউ হেল্প করবেন পিলিজ??

আমি ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট প্রোমোট করতে চাই। কিন্তু কোথায় কোথায় খুজলে ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট পাওয়া যাবো। কেও হেল্প করবেন পিলিজ।

আপনি বিভিন্ন  সার্ভিস  বোর্ড  এবং সার্ভিস এনাউন্সমেন্ট (Services, Service Announcements, Announcements (Altcoins), Service Announcements (Altcoins))  থেকে নতুন প্রজেক্ট গুলোকে আপনি সরাসরি আপনার সার্ভিস থ্রেড এর মাধ্যমে  আপনার প্রমোশন সার্ভিস অফার করতে পারেন।

তবে প্রজেক্ট প্রমোশন করার কাজ পাওয়া এখন অত্যন্ত কঠিন এবং এখানে প্রচুর প্রতিদ্বন্দ্বী রয়েছে.  তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনি অলরেডি একটি নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন তাই আমি মনে করি আপনার জন্য কাজ পাওয়ার  সম্ভব না অনেকটাই কম।
একাউন্ট এ activists না বারার কারন কি।
আশা করছি নিচের টেবিলটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন কেন অ্যাক্টিভিটি বাড়ছে না
Here is a table of the activity periods and time it will take you to achieve each rank:
Code:
1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 546
40 X 14 = 560
41 X 14 = 574
42 X 14 = 588
43 X 14 = 602
44 X 14 = 616
45 X 14 = 630
46 X 14 = 644
47 X 14 = 658
48 X 14 = 672
49 X 14 = 686
50 X 14 = 700
51 X 14 = 714
52 X 14 = 728
53 X 14 = 742
54 X 14 = 756
55 X 14 = 770
56 X 14 = 784  --- Legendary rank (2 years)

sr. member
Activity: 1008
Merit: 366
January 23, 2023, 01:38:51 PM
একাউন্ট এ activists না বারার কারন কি।
আমার জানামতে আপনার পোস্ট এর সাথে কি রকম রেপ্লাই আসতেছে তার উপর ভিত্তি করে আপনার অ্যাকটিভিটি বারবে। আর কিছু সময় আছে যার পর আপনার পোস্ট গুলো অ্যাকটিভিটি তে পরিনত হয়। এই বিষয় টা আমিও ঠিক ভাবে জানি না। তবে ফোরাম এ এক্টিভ থাকেন এবং নিয়মিত পোস্ট করেন,ধীরে ধীরে অ্যাকটিভিটি বারবে। দ্রুত কিছু করতে যেয়ে আবার স্প্যাম করবেন না। সময় নিন, আস্তে ধীরে এগোতে থাকুন।

সিনিয়র ভাইদের পোস্ট করলে ভালোভাবে খেয়াল রাখতে হবে।
আর ভাই আপনার জন্য বলতেছি। পর পর ২ টা পোস্ট করবেন না। দুইটা পোস্ট এক সাথে সংযুক্ত করে একটা পোস্ট করবেন। মডারেটর দেখলে আপনার অ্যাকাউন্ট এর সমস্যা হতে পারে।
jr. member
Activity: 122
Merit: 2
January 23, 2023, 01:25:00 PM
একাউন্ট এ activists না বারার কারন কি।
newbie
Activity: 104
Merit: 0
January 23, 2023, 09:52:49 AM
Ami Forum e notun. Forum thke naki onekei taka ay korse Ami jante cai kivabe earn krbo ? Keu ki explain krben?
আপনি যদি এই ফরামে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম।

প্রথমে আসি আপনার কথা।
এই ফোরাম থেকে আপনি বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।
যেমন কিছু উদাহরণ বলি:-
১. বাউনটি করে আপনি টাকা উপার্জন করতে পারেন । বাউন্ডারি সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এই লিংকে https://bitcointalksearch.org/topic/m.58295730 আপনি এখান থেকে সম্পূর্ণভাবে শিখতে পারবেন কিভাবে বাউন্ডারি করতে হয়। ইতিমধ্যে আমাদের সিনিয়র ভাই গুলো এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন আশা করি পূর্বের পোস্টগুলো পড়ে আসবেন।
২. এএনএন থ্রেড বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তবে এর জন্য জানা থাকতে হবে আপনাকে বিভিন্ন প্রোগ্রামিং।
৩. এই ফোরামে অনেক রকম বেটিং সাইট রয়েছে যেখানে আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারেন। তবে এটা সবার জন্য প্রযোজ্য নয় যারা রিক্স নিতে ভালোবাসে তাদের জন্য।
৪. আপনি এয়ার্ডপ মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আরো এরকম অনেক কিছু রয়েছে আপনি একজন ডিজাইনার হলেও এই সাইটের অনেক ব্যানার ডিজাইন করে টাকা ইনকাম করতে পারবেন।
এসব বিষয় সম্পর্কে জানতে হলে আপনাকে একটু সব ধারণা রাখতে হবে। সিনিয়র ভাইদের পোস্ট করলে ভালোভাবে খেয়াল রাখতে হবে।
newbie
Activity: 104
Merit: 0
January 23, 2023, 09:14:42 AM
                        বিটকয়েন মাইনিং
 

বিটকয়েন মাইনিং করে অনেক লাভবান হওয়া সম্ভব।
বিটকয়েন লেনদেন যাচাই-বাছাই ও লিপিবদ্ধ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন মাইনাররা। বিটকয়েন মাইনিং করতে বিভিন্ন ধরনের সরঞ্জমের প্রয়োজন হয়। বিটকয়েন মাইনিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে “মেটাল কেসিং এবং অ্যালুমিনিয়াম হিট-সিংকগুলো” পুনঃব্যবহারযোগ্য।


বাংলাদেশ থেকে কি Bitcoin mining করা সম্ভব ?? যদিও সম্ভব হয় তা সত্বেও বাংলাদেশ এ বিদ্যুৎ এর দাম বেশি । Bitcoin mining করে তো মনে হয় না যে বাংলাদেশ থেকে লাভবান হওয়া সম্ভব । আমার mining সম্পর্কে তেমন একটা ধরনা নেই কিন্তু । আমার যা মনে হয় Bitcoin mining এর জন্য কম তাপমাত্রা এর কম সল্প মূল্যের বিদ্যুৎ লাগে। না হলে খুব একটা লাভ জনক হবে না ।।।।
প্রথমে আসি মাইনিং সম্পর্কে আপনি কি বোঝেন? যদি কিছু না বুঝেন তাহলে বিটকয়েন মাইনিং সম্পর্কে জেনে তারপরে মাইনিং এর ধান্দা করবেন।মাইনিং সম্পর্কে আগে জানুন।

"সহজ ভাষায় বলতে গেলে বিটকয়েন মাইনিং হল নতুন ব্লকের মাধ্যমে বিটকয়েন কে খুঁজে বের করা এবং লেনদেন যাচাই করা এবং ব্লক চেনে বিটকয়েন কে যুক্ত করা।
যারা বিটকয়েন লেনদেনের তথ্যগুলো ভেরিফাই করে এবং বিটকয়েন নেটওয়ার্কে আরো সিকিউর করে তোলে তাদেরকে বিটকয়েন মাইনার বলে।"

বাংলাদেশ থেকে না আপনি আপনার রুমে থেকে বিটকয়েন মাইনিং করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের কোন একটা গ্রামে বসবাস করেন তারপরও আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে। প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। ২৪ ঘন্টা বিদ্যুৎ এর ব্যবহার লাগবে। বিটকয়েন মাইনিং করতে হলে আপনাকে মাইনিং কিছু গ্রাফিক্স কার্ড কিনতে হবে (CGMiner,BFGminer,MultiMiner) এগুলো দিয়ে মাইনিং করে খুব বেশি প্রকৃত হবে না এখন বিটকয়েন মাইনিং করার জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়। যার একেকটা কার্ডের মূল্য ৫০ হাজার থেকে পঞ্চাশ লাখ টাকা। আপনি ১ লাখ টাকা একটি গ্রাফিক্স কার্ড কিনলে প্রতিদিন তিন ডলারের মত মাইনিং করতে পারবে। বিটকয়েন মাইনিং এর জন্য অনেক সাইট হয়েছে। আপনি শুধু বিটকয়েন না আরও অনেক কয়নি মাইনিং করতে পারবেন। এজন্য আপনাকে সব বিষয়ে সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বাংলাদেশের যেহেতু ক্রিপ্টো কারেন্সি অবৈধ মাইনিং না করাই ভালো।

আমার থেকে অনেক ভাল বুঝে   অনেক সহৃদয়বান সিনিয়র বড় ভাই রয়েছে। তাদেরকে অনুরোধ করব বিটকয়েন মাইনিং সম্পর্কে সম্পূর্ণ একটি আর্টিকেল লেখার জন্য। যাতে করে ফোরামে নতুন কেউ আসলে খুব সহজেই বিটকয়েন মাইনিং সম্পর্কে জানতে পারবে।
jr. member
Activity: 48
Merit: 2
January 23, 2023, 08:57:12 AM
ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট গুলা কোথায় পাবো? কেউ হেল্প করবেন পিলিজ??

আমি ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট প্রোমোট করতে চাই। কিন্তু কোথায় কোথায় খুজলে ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট পাওয়া যাবো। কেও হেল্প করবেন পিলিজ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 23, 2023, 07:44:33 AM
                        বিটকয়েন মাইনিং
 

বিটকয়েন মাইনিং করে অনেক লাভবান হওয়া সম্ভব।
বিটকয়েন লেনদেন যাচাই-বাছাই ও লিপিবদ্ধ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন মাইনাররা। বিটকয়েন মাইনিং করতে বিভিন্ন ধরনের সরঞ্জমের প্রয়োজন হয়। বিটকয়েন মাইনিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে “মেটাল কেসিং এবং অ্যালুমিনিয়াম হিট-সিংকগুলো” পুনঃব্যবহারযোগ্য।
আমরা বাংলাদেশীরা যত সহজে মাইনিং নিয়ে কথা বলি , যতই বলি না কেন মাইনিং লাভজনক। কিন্তু বাস্তবে মাইনিং করাটা অত সহজ নয়‌। মাইনিং এর ক্ষেত্রে শুধুমাত্র বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ী হলেই মাইনিং লাভজনক হয়না। মাইনিং রিগস গুলো পুনরায় ব্যবহার করতে পারবে এটা মূল বিষয় নয়। মাইনিং লাভজনক হলে তাহলে বিশ্বের সবচেয়ে নামিদামি প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত/দেউলিয়া হওয়ার পথে রয়েছে। Core Scientific mining company ইতিমধ্যে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করেছে।
আমরা বাংলাদেশিরা মাইনিং শব্দটা শুধুমাত্র রুপক অর্থে ব্যবহার করতে পারব। কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশীরা মাইনিং করতে গেলে ১৪ শিকের/রডের ভেতরে জামাই আদর খেতে হবে।

বাংলাদেশ থেকে কি Bitcoin mining করা সম্ভব ?? যদিও সম্ভব হয় তা সত্বেও বাংলাদেশ এ বিদ্যুৎ এর দাম বেশি । Bitcoin mining করে তো মনে হয় না যে বাংলাদেশ থেকে লাভবান হওয়া সম্ভব । আমার mining সম্পর্কে তেমন একটা ধরনা নেই কিন্তু । আমার যা মনে হয় Bitcoin mining এর জন্য কম তাপমাত্রা এর কম সল্প মূল্যের বিদ্যুৎ লাগে। না হলে খুব একটা লাভ জনক হবে না ।।।।
ভাই মাইনিং করতে গেলে শুধু সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ বা কম তাপমাত্রা হলে শুধু হয় না, মাইনিং এর জন্য হ্যাশ রেট, mining rigs সিলেকশন ইত্যাদি সঠিকভাবে নির্বাচন করতে হয়। আপনাদের মাইনিং সম্পর্কে যদি ভালো ধারণা নিতে আগ্রহ থাকে তাহলে বিটকয়েন ফোরামে মাইনিং সেকশনে গিয়ে পোস্টগুলো পড়ে ধারণা নিতে পারেন।

মাইনিং
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 23, 2023, 06:32:35 AM
বাংলাদেশ থেকে কি Bitcoin mining করা সম্ভব ?? যদিও সম্ভব হয় তা সত্বেও বাংলাদেশ এ বিদ্যুৎ এর দাম বেশি । Bitcoin mining করে তো মনে হয় না যে বাংলাদেশ থেকে লাভবান হওয়া সম্ভব । আমার mining সম্পর্কে তেমন একটা ধরনা নেই কিন্তু । আমার যা মনে হয় Bitcoin mining এর জন্য কম তাপমাত্রা এর কম সল্প মূল্যের বিদ্যুৎ লাগে। না হলে খুব একটা লাভ জনক হবে না ।।।।
যেকোনো জায়গা থেকে মাইনিং করা সম্ভব। আর বিদ্যুৎ এর ঝামেলা অর্থাৎ লোডশেডিং বা বিদ্যুতের দাম বেশি হলেও আপনি মাইনিং করতে পারবেন। কিন্তু সমস্যা বিদ্যুৎ নয়; সমস্যা হল যেহেতু বাংলাদেশে মাইনিং করা বৈধতা পায়নি, তাই এর জন্য যে জিনিস গুলো লাগবে তা বাইরে থেকে আনতে হয়; সেটা আপনি পারবেন না। আর যদিও পারেন, অর্থাৎ কাস্টম বাধা না দেয়; সেক্ষেত্রেও যে কেউ যদি আপনার নামে কমপ্লেইন করে। তাহলে আপনি থাকবেন ভিতরে আর মাইনিং এর যন্ত্রপাতি আপনার জন্য বাইরে থেকে হাততালি দেবে।  Tongue Tongue Tongue Tongue Tongue
jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
January 23, 2023, 05:00:07 AM
                        বিটকয়েন মাইনিং
 

বিটকয়েন মাইনিং করে অনেক লাভবান হওয়া সম্ভব।
বিটকয়েন লেনদেন যাচাই-বাছাই ও লিপিবদ্ধ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন মাইনাররা। বিটকয়েন মাইনিং করতে বিভিন্ন ধরনের সরঞ্জমের প্রয়োজন হয়। বিটকয়েন মাইনিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে “মেটাল কেসিং এবং অ্যালুমিনিয়াম হিট-সিংকগুলো” পুনঃব্যবহারযোগ্য।


বাংলাদেশ থেকে কি Bitcoin mining করা সম্ভব ?? যদিও সম্ভব হয় তা সত্বেও বাংলাদেশ এ বিদ্যুৎ এর দাম বেশি । Bitcoin mining করে তো মনে হয় না যে বাংলাদেশ থেকে লাভবান হওয়া সম্ভব । আমার mining সম্পর্কে তেমন একটা ধরনা নেই কিন্তু । আমার যা মনে হয় Bitcoin mining এর জন্য কম তাপমাত্রা এর কম সল্প মূল্যের বিদ্যুৎ লাগে। না হলে খুব একটা লাভ জনক হবে না ।।।।
jr. member
Activity: 39
Merit: 2
I am Bounty Manager..Contract Telegram: @samil507
January 23, 2023, 04:24:30 AM
                         বিটকয়েন মাইনিং
 

বিটকয়েন মাইনিং করে অনেক লাভবান হওয়া সম্ভব।
বিটকয়েন লেনদেন যাচাই-বাছাই ও লিপিবদ্ধ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন মাইনাররা। বিটকয়েন মাইনিং করতে বিভিন্ন ধরনের সরঞ্জমের প্রয়োজন হয়। বিটকয়েন মাইনিংয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে “মেটাল কেসিং এবং অ্যালুমিনিয়াম হিট-সিংকগুলো” পুনঃব্যবহারযোগ্য।
jr. member
Activity: 150
Merit: 1
January 23, 2023, 03:46:13 AM
Ami Forum e notun. Forum thke naki onekei taka ay korse Ami jante cai kivabe earn krbo ? Keu ki explain krben?
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটা বাংলা থ্রেড। এখানে সবাই বাঙালি তাই আপনি বাংলায় লিখলে ভাল হবে। এভাবে বাংলা ইংলিশ লিখবেন না। আর ফোরামে অনেকেই আয় করে এটা সত্য বাট তার জন্য আপনাকে বাউন্টি/ সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে হবে। আপনি নিউবি একাউন্ট দিয়ে বাউন্টি জয়েন করতে পারবেন বাট সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে আপনাকে Rank আপ করতে হবে।

কিভাবে বাউন্টি জয়েন করবেন?
আপনার সোশ্যাল অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ফলোয়ার থাকে তবে আপনি বাউন্টি তে কাজ করতে পারেন। আপনাকে প্রতিটা প্রজেক্টের ফেসবুক টুইটার ও টেলিগ্রামে ফলো করে তাদের পোস্ট এ লাইক দিয়ে বা নতুন পোস্ট করে কাজ জমা দিতে হবে।
এই বোর্ডে বাউন্টি পাবেন। https://bitcointalk.org/index.php?board=238.0

কিভাবে সিগনেচার জয়েন করবেন?
এর জন্য আপনাকে আগে মেরিট আর্ন করে নিজের rank বৃদ্ধি করতে হবে। ফোরামে উপকারী পোস্ট করে মেরিট পেতে পারেন। তারপর আপনার সিগনেচার এ কোন প্রজেক্ট প্রমোট করে আয় করতে পারবেন। এজন্য আপনাকে ফোরামে সময় দিতে হবে তাহলে অনেক কিছুই জানতে পারবেন।
ধন্যবাদ
newbie
Activity: 1
Merit: 0
January 23, 2023, 03:34:28 AM
Ami Forum e notun. Forum thke naki onekei taka ay korse Ami jante cai kivabe earn krbo ? Keu ki explain krben?
newbie
Activity: 7
Merit: 0
January 23, 2023, 03:03:30 AM
ডিজিটাল বাংলাদেশ বলে কথা। এদেশে যত ভালো মানুষ আছে তার চেয়ে দ্বিগুণ খারাপ মানুষ রয়েছে। তারা দেশের কথা না ভেবে নিজের স্বার্থের কথা ভাবে। আর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অর্থপাচার করে। যাকে আমরা কালো টাকা বলে জেনে থাকি। বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা দেয় তাহলে দেশে আরো দুর্নীতি বেড়ে যাবে। দেশ থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাবে।
সাধারণ মানুষ কখনোই অর্থ প্রচার করে না। আর যারা অর্থ পাচার করে তারা আগেও করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। পেপালের অনুমোদন না দিয়ে বা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন না দিয়ে সেই অর্থ পাচার বন্ধ করা যাবে না। যারা অর্থ পাচার করে এবং অর্থ পাচারের সাথে জড়িত, তারা বিভিন্ন উপায়ে অর্থপেচার করে থাকে। যেমন, একজন দুবাই থেকে অর্থ উপার্জন করে সে সেটা যারা অর্থ পাচার করে তাদের কাছে বিক্রি করে দেয়। এবং বাংলাদেশ থেকে তার পরিবারের কাছে হুন্ডির মাধ্যমে টাকা প্রদান করা হয়। এটা আপনি বন্ধ করবেন কিভাবে? কিছু লোক আছে যারা শুরুতেই ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, তারা অনেক টাকা ইনকাম করেছে। কিন্তু সেটা দেশে দেখাতে পারছে না। কাজেই তাদেরকে সেটা অবৈধ ব্যবহার করতে হ। যদি অনুমোদন থাকতো তাহলে দেশেই সেটা ব্যবহার করত।

জি ভাই সাধারন মানুষ কখোন অর্থ পাচার এর সাথে জড়িত থাকেনা, আর যারা অর্থ পাচার করে তারা সবসময় করতে থাকে, কিছুদিন আগে একটা নিউজ হয়েছিলো যে বাংলাদেশি অনেকেই আছেন বিটকয়েন এর শুরুর দিক থেকে অনেক বিটকয়েন তাদের কাছে মজুত আছে কিন্তু তারা সেগুলো প্রকাশ করতে পারেনা, আবার এমন অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যাবসার নামে লেনদেন করে কিন্তু তাদের প্রধান ইনকাম বিটকয়েন এমন একটি আইটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলো, রাজধানির একটা হোটেলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার জন্যে সেটিও বন্ধ করে দেয়া হয়েছিলো।
Jump to: