আসলে কথা হলো বাঙালি বলতে গেলে অলস একটা জাতি, এরা শুধু অর্থের জন্যেই ফোরামে থাকে। এরা crypto currency নিয়ে এদের গাটাগাটি খুই কম করে থাকে। আমাদের তো crypto currency বিষয়ে অভিজ্ঞতা অনেক কম। মাইনিং সাইট হোক আর ট্রেড এর বিষয় হোক আমরা এগুলা বুজি না, না বুজেই আমরা শুধু অর্থের দিকে চেয়ে থাকি। আমাদের সকালের উচিত দিনে একবার হলেও ফোরামে আসা সিনিয়র ভাইদের পোস্ট গুলা দেখা এবং crypto বিভিন্ন ওয়েব সাইটে থেকে crypto currency সম্পর্কে ধারণা অর্জন করা।
বাঙালি যে অলস এ কথাটা আসলে অসত্য কিছু না আর এটাও অসত্য না যে দিন শেষে সবাই টাকা উপার্জন এর জন্যই ফোরামে ঘাটাঘাটি করে । ফোরামের ঘাটাঘাটি করা এবং থাকা এর মধ্যে আমি মনে করে পার্থক্য আছে যেমন ঘাটাঘাটি করলে এখানে ক্রিপ্টো কারেন্সি নিয়ে সকল ধরনের ইনফরমেশন পাবে তাছাড়া বিভিন্ন ধরনের সার্ভিস সব এখানে পাওয়া যায়। আর থাকা মানে যেমন অনেকেই আছে শুধু বাউন্টি করার জন্য ফোরামে প্রবেশ করেছে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষজন এটি বেশি করে থাকে।
ভাই সকল একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশীরা আছি বলেই বাউন্টি সেকশনটা এখনো চালু আছে। আপনি ধরে নিন বাংলাদেশীদের অংশগ্রহণে যদি বাউনটি প্রজেক্ট গুলো প্রমোশন না হতো তাহলে এই বিটকয়েন ফোরামে গুরুত্ব কমে যেত। ধরে নেই একটি বাউন্টি প্রজেক্টের জন্য পার্টিসিপেন্ট পাঁচশত জন, সেখানে যদি কোন এনালাইজার দ্বারা এনালাইসিস করা যেত তাহলে 400 উপর বাংলাদেশী বাউন্টি পার্টিসিপেন্ট পাওয়া যেত।
তবে ফোরামে সবাই যে বাউন্টির পিছনে ছুটে বেড়াচ্ছে এমনটি নয়। আমাদেরই ফোরামে অনেক বাংলাদেশী ভাইয়েরা আছে যারা এই ফোরামটিকে সময় দেয় শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করার জন্য, বিনোদন দেওয়ার জন্য, সর্বোপরি নিজের সময় কাটানোর জন্য।
বাঙালিরা অলস জাতি ঠিক আছে, তবে অনান্য জাতির চেয়ে বাঙ্গালীদের কিছু কিছু গুণ আছে যেগুলা আপনি অন্যদের সাথে তুলনা করতে পারবেন না। আমাদের কিছু জাতিগত সমস্যা আছে যেগুলো আমরা কক্ষনো অভারটেক করতে পারবো না। কেউ যদি আমাদের অলস জাতি বলে কৌতুক/ কটুক্তি করে, আমরা বাঙালি জাতিরা সেই কটুক্তিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি না। তাছাড়া আমাদের কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, যে সকল প্রতিবন্ধকতার কারণে আমরা বাঙালি জাতিরা জাতিগতভাবে নিজেদের পরিবর্তন করতে পারি না।