Author

Topic: বাংলা (Bengali) - page 299. (Read 5699887 times)

member
Activity: 111
Merit: 11
November 06, 2022, 11:01:46 PM

আমার মতে ই আপনি kiwi Bowser এই  ওয়ালেট টা না ব্যবহার করলেন। কারণ আমি মনে করি যে kiwi Bowser ওয়ালেট অনেক রিস্ক আছে। অন্যান্য ওয়ালেট এর তুলনায় এই ওয়ালেট এ বেশি রিস্ক হয়ে যায়। আপনি ভালোভাবে বিষয়টি যাচাই করুন তারপর আপনি kiwi Bowser extension ব্যবহার করবেন।
আপনার লেখা দেখে মনে হচ্ছে যে আপনি এখানে নতুন ।
তাই আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে  সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
 আর আপনি যে বিষয়ে জানবেন না কিংবা ঐ বিষয়ে আপনার কোনো অভিক্ষতা নেই সেই বিষয়ে অন্যের মতামত দেখে পোস্ট করা থেকে বিরত থাকুন।
  
Review master ভাই আমাদের সিনিয়র সদস্য ।
 তিনি kiwi browser নিয়ে যা বলেছেন সেই কথা আপনি না বুঝেই তার কথা মতো আপনিও kiwi browser এর রিস্কির কথা বললেন ।
Review master ভাই বলেছেন আমরা যেন  kiwi browser এ
 আমাদের আসল ওয়ালেটের কানেক্ট না করি । এতে আমাদের ওয়ালেট থাকা সমস্ত ডলার হারানোর ঝুকি থাকে ।
যদিও ঝুকি আছে, কিন্তু কখনো আমি এই সমস্যায় পড়িনি ।

আর আপনি Review master ভাইয়ের কথা না বুঝেই বললেন "kiwi browser wallet অনেক রিস্কি " ।
আসলে আপনার বুজার ভুল আছে ঐটা অন্যান্য ( crome, firebox, opera mini etc...) browser এর মতোই একটি অ্যাপ আর ঐটা kiwi browser wallet হবে না আমরা সবাই kiwi browser এ আমাদের ট্রাস্ট ওয়ালেট private kay দিয়ে ঐখানে
extension করে wallet connect করি যা অন্যান্য ব্রাউজারের চেয়ে অতি সহজ ও সুবিধার। আশা করি আপনাকে আমি বুজাতে পেরেছি ।
newbie
Activity: 115
Merit: 0
November 05, 2022, 09:32:02 AM
বিটকয়েন, কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্থ UTXO-এর কাছে এখনও আগের বাজারের বটমগুলি মেলানোর উপায় রয়েছে।


বিটকয়েন বিক্রেতার ক্লান্তি 'সাধারণ' ভালুকের বাজারে 4 বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কেটস খবর
বিটকয়েন
বিটিসি

বর্তমানে
$21,274  এত ডলার

 বিক্রেতারা যথেষ্ট আত্মসমর্পণ নাও করতে পারে, কিন্তু বর্তমান প্রবণতা ভালুকের বাজারের শেষের "সাধারণ"।

অন-চেইন অ্যানালিটিক্স ফার্ম গ্লাসনোডের তথ্য অনুসারে, বিক্রেতার আচরণ থেকে বোঝা যায় যে একটি ম্যাক্রো মূল্যের নীচের অংশ তৈরি হচ্ছে।

বিশ্লেষক: বিক্রেতার ক্লান্তি "কাছে" বাজারের নিম্নমুখী
বিটকয়েনের সর্বশেষ ভালুকের বাজার শেষের কাছাকাছি আসার সাম্প্রতিক ইঙ্গিতটিতে, গ্লাসনোড প্রকাশ করেছে যে নেটওয়ার্কটি বর্তমানে কম অস্থিরতা এবং উচ্চ অন-চেইন ক্ষতির একটি "নিখুঁত ঝড়" আবহাওয়া করছে।

বিক্রেতা ক্লান্তি ধ্রুবক, এক মাসের রোলিং অস্থিরতা এবং অন-চেইন লেনদেন লাভজনকতা থেকে গণনা করা হয়, এইভাবে তার নিজস্ব দীর্ঘমেয়াদী নিম্নে রয়েছে।

একটি টুইটার পোস্ট ব্যাখ্যা করে, এই ধরনের লো বিরল, এর আগে মাত্র সাতবার দেখা গেছে। এর মধ্যে ছয়টি সময়ে উল্টো অস্থিরতা দেখা দেয়, যা বোঝায় যে বিটকয়েন শীঘ্রই তার বিয়ারিশ প্রবণতাকে শেষ করে দিতে পারে।

"বিটকয়েন বিক্রেতার ক্লান্তি ধ্রুবক নভেম্বর 2018 থেকে সর্বনিম্ন মান রেকর্ড করেছে," গ্লাসনোড মন্তব্য করেছে।

পরবর্তী আলোচনায়, লিড অন-চেইন বিশ্লেষক চেকমেট ডেটাটিকে বিয়ার মার্কেটের "সাধারণ" হিসাবে বর্ণনা করেছেন, যোগ করেছেন যে এই ধরনের স্তরগুলি "নিম্নটির কাছাকাছি" ঘটে।

The Seller Exhaustion Constant মূলত ARK Invest এবং David Puell দ্বারা তৈরি করা হয়েছিল, যারা জনপ্রিয় Puell Multiple indicator এর জন্য দায়ী।

"নিচে দেখানো বিক্রেতার ক্লান্তি ধ্রুবক হল বিটকয়েনের মোট সঞ্চালন সরবরাহের শতাংশ যা গত 30 দিনে তার অস্থিরতার দ্বারা গুণিত হয়েছে," ARK বিশ্লেষক ইয়াসিন এলমান্ডজরা গত বছরের একটি নিবন্ধে ব্যাখ্যা করেছেন৷

"এই মেট্রিক পরিমাপ করে যে দুটি কারণ সারিবদ্ধ কিনা। বিশেষত, কম অস্থিরতা এবং উচ্চ লোকসানের সংমিশ্রণ আত্মসমর্পণ, আত্মতৃপ্তি এবং বিটকয়েনের দামের নীচে নেমে যাওয়ার সাথে যুক্ত।"

বিটকয়েন বিক্রেতার ক্লান্তি ধ্রুবক টীকাযুক্ত চার্ট। সূত্র: গ্লাসনোড/টুইটার
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 05, 2022, 08:54:34 AM
আসসালামুয়ালাইকুম সবার কি অবস্থা অনেকদিন অসুস্থতার কারণে ফোরামের অনেক কিছু আপডেট মিস করেছি আর অনেক এসিভিটি করার ইচ্চা ছিল সেগুলো করার থেকে পিছিয়ে রয়েছি। তার উপর পিসি তে হ্যাকাররা ব্রোকার সেট করে নিয়েছে আমার সব এক্সচেঞ্জের এর পাসওয়ার্ড নিয়ে নিচ্ছে। আমার এই একাউন্ট নিয়েও টেনশনে আছি । এই পোস্টটা করে রাখলাম পরবর্তী তে যদি একাউন্ট হ্যাক হয় তাহলে ফেরানোর জন্যে সুবিধা হবে। আর সবার কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করছি।



বিঃদ্রঃ সবচেয়ে সুবিধা kiwi Bowser e extension add করা


আমার মতে ই আপনি kiwi Bowser এই  ওয়ালেট টা না ব্যবহার করলেন। কারণ আমি মনে করি যে kiwi Bowser ওয়ালেট অনেক রিস্ক আছে। অন্যান্য ওয়ালেট এর তুলনায় এই ওয়ালেট এ বেশি রিস্ক হয়ে যায়। আপনি ভালোভাবে বিষয়টি যাচাই করুন তারপর আপনি kiwi Bowser extension ব্যবহার করবেন।
আমার মনে হয় না আপনি যেভাবে বলতেছেন ঠিক ততটা রিক্স রয়েছে । আর কিউই ব্রাউজার মোবাইল ইউজারদের জন্যে একটি অন্যতম সমাধান নানান ওয়েবসাইটে ওয়ালেট কানেক্ট করার জন্য সব সময় কম্পিউটার ব্রাউজার ব্যাবহার করার সুযোগ থাকে না ।  আর গুগল প্লে স্টোর এ এটার ১০মিলিয়ন এর উপরে ডাউনলোড আমি তেমন রিস্ক দেখিনা এটা ব্যবহারে।
newbie
Activity: 350
Merit: 0
November 05, 2022, 06:42:44 AM
আমি এখানে নতুন আমি কি শিখতে পারি,,,?
আপনি এখানে অনেক কিছুই শিখতে পারেন। আপনাকে ধরতে হবে ধৈর্য।  হাই কেমন আছো কি করো এসব প্রশ্ন করা যাবে না। শিখতে পারবে সিনিয়ররা দেখো অনেক শিক্ষামূলক পোস্ট করেছে এবং সেগুলো পড়ে  নিজেই নিজের জ্ঞান অনুযায়ী শিখতে পারবে। আর পরিচিত কেউ থাকলে তার কাছে হেল্প নাউ। ধন্যবাদ।
newbie
Activity: 8
Merit: 0
November 02, 2022, 08:09:33 AM
আমি এখানে নতুন আমি কি শিখতে পারি,,,?
newbie
Activity: 97
Merit: 0
November 01, 2022, 05:14:58 AM
মেটামাস্ক এক্সটেনশন নিয়ে নতুন অনেকেই চিন্তায় পরে যাই।আশা করছি তাদের উপকার হবে।
মেটামাস্ক ওপেন করার জন্য প্রথমেই এই লিঙ্কে গিয়ে এক্সটেনশন যোগ করতে হবে।
https://chrome.google.com/webstore/detail/metamask/nkbihfbeogaeaoehlefnkodbefgpgknn?hl=en

https://i.ibb.co/Nr4xsv6/IMG-20221031-125532.jpg

তবে খেয়াল রাখতে হবে যেন হ্যাকারদের ক্লোন করা এপস যাতে ডাউনলোড না করে ফেলা হয়।সেজন্য ডাউনলোড সংখ্যা নজর রাখতে হবে.
যারা মেটামাস্কে বিভিন্ন নেটওয়ার্ক সেট-আপ করতে পারেন না তাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা।আজকে Polygon-Mainnet এর সেটআপ নিচে দিলাম

Network Name: Polygon Mainnet
New RPC URL: https://polygon-rpc.com/
Chain ID: 137
Currency Symbol: MATIC
Block Explorer URL: https://polygonscan.com/


বিঃদ্রঃ সবচেয়ে সুবিধা kiwi Bowser e extension add করা


আমার মতে ই আপনি kiwi Bowser এই  ওয়ালেট টা না ব্যবহার করলেন। কারণ আমি মনে করি যে kiwi Bowser ওয়ালেট অনেক রিস্ক আছে। অন্যান্য ওয়ালেট এর তুলনায় এই ওয়ালেট এ বেশি রিস্ক হয়ে যায়। আপনি ভালোভাবে বিষয়টি যাচাই করুন তারপর আপনি kiwi Bowser extension ব্যবহার করবেন।
newbie
Activity: 97
Merit: 0
November 01, 2022, 05:08:28 AM
আমি ক্রিপ্টকারিন্সিতে তথ্য বহুল পোস্ট করতে পারি। সকলের মতামতের উপর ভিত্তি করে আমি ক্রিপ্ট কারেন্সি ফোরামে পোস্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
newbie
Activity: 1
Merit: 0
November 01, 2022, 03:26:36 AM
are u from bangladesh?
[/quo
হে আমি বাংলাদেশি এবং আমি একদম নতুন ইউজার।
newbie
Activity: 97
Merit: 0
November 01, 2022, 03:00:37 AM
আমি কিছুদিন আগে দেখেছি BNB এর দাম অনেক কমে গেছে। বিটকয়েনেরও দাম কমে গেছে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারতেছি না যে BTC. এখনো পাম্পিং হয় নি কিন্তু BNB মার্কেটে এখন দু-তিন দিন ধরে পাম্পিং হচ্ছে।আথচো বিটকয়েন পাম্পিং হচ্ছে না। আমি কালকের আগের দিন BNB এর Price -312 $  দেখেছি। আজকে আমি দেখতে পেলাম 327$ Price  । অথচ বিটকয়েন 20,582$ Price এ রয়েছে, বিটকয়েন পাম্পিং হয়নি। এখন আমি সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে চাই কেন এমন হয়েছে? আমি আশা রাখবো যে সিনিয়র ভাইয়েরা আমার পোস্ট একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এবং কথাটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 31, 2022, 12:38:00 PM
বিঃদ্রঃ সবচেয়ে সুবিধা kiwi Bowser e extension add করা

মোবাইলের জন্য Kiwi Browser ব্যবহার করতে পারেন, কিন্তু এটি অনেকটা রিস্কি। তাই মূল ওয়ালেট ব্যবহার না করলে ভালো হয়।
kiwi Browser এ কেমন রিস্কি?কি কি সমস্যা হয়?আগেতো জানতাম না।

কেননা হ্যাক করা সবচেয়ে সহজ, যেহেতু গুগল ক্রোম মোবাইলের জন্য এখনো অফিসিয়ালি এক্সটেনশনের কোনো সুবিধা প্রদান করে নাহ, আর Kiwi সেটিকে বাইপাস করে সুবিধা প্রদান করতেছে। তাই আপনার ওয়ালেট অথবা Kiwi ব্রাউজারে ব্যবহার করা তথ্য সবসময় রিস্কে থাকে।
member
Activity: 184
Merit: 65
October 31, 2022, 09:14:35 AM
বিঃদ্রঃ সবচেয়ে সুবিধা kiwi Bowser e extension add করা

মোবাইলের জন্য Kiwi Browser ব্যবহার করতে পারেন, কিন্তু এটি অনেকটা রিস্কি। তাই মূল ওয়ালেট ব্যবহার না করলে ভালো হয়।
kiwi Browser এ কেমন রিস্কি?কি কি সমস্যা হয়?আগেতো জানতাম না।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 31, 2022, 08:30:05 AM
বিঃদ্রঃ সবচেয়ে সুবিধা kiwi Bowser e extension add করা

মোবাইলের জন্য Kiwi Browser ব্যবহার করতে পারেন, কিন্তু এটি অনেকটা রিস্কি। তাই মূল ওয়ালেট ব্যবহার না করলে ভালো হয়।
member
Activity: 184
Merit: 65
October 31, 2022, 02:00:34 AM
মেটামাস্ক এক্সটেনশন নিয়ে নতুন অনেকেই চিন্তায় পরে যাই।আশা করছি তাদের উপকার হবে।
মেটামাস্ক ওপেন করার জন্য প্রথমেই এই লিঙ্কে গিয়ে এক্সটেনশন যোগ করতে হবে।
https://chrome.google.com/webstore/detail/metamask/nkbihfbeogaeaoehlefnkodbefgpgknn?hl=en



তবে খেয়াল রাখতে হবে যেন হ্যাকারদের ক্লোন করা এপস যাতে ডাউনলোড না করে ফেলা হয়।সেজন্য ডাউনলোড সংখ্যা নজর রাখতে হবে.
যারা মেটামাস্কে বিভিন্ন নেটওয়ার্ক সেট-আপ করতে পারেন না তাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা।আজকে Polygon-Mainnet এর সেটআপ নিচে দিলাম

Network Name: Polygon Mainnet
New RPC URL: https://polygon-rpc.com/
Chain ID: 137
Currency Symbol: MATIC
Block Explorer URL: https://polygonscan.com/


বিঃদ্রঃ সবচেয়ে সুবিধা kiwi Bowser e extension add করা
jr. member
Activity: 210
Merit: 4
October 30, 2022, 02:49:33 AM
আমি আজকে আপনাদের সাথে বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক একটি গল্প তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।🥰


অনার্স পাশ করা এক যুবক দীর্ঘদিন যাবত বসে আছে কোন চাকরি পাচ্ছে না, হঠাৎ করে তার চিড়িয়াখানা থেকে একটি চাকরির অফার আসে তবে চাকরিটা ছিল একটু ভিন্নধর্মী। ভিন্ন ধর্মী বলতে চিড়িয়াখানায় যে বাঘটি ছিল হঠাৎ করে কোন কারণে সেটি মারা যায় ফলে বাঘের খাচাটি শূন্য হয়ে যায় আর হঠাৎ করে বাঘটি মারা যাওয়ার কারণে কর্তৃপক্ষ কোন ভাগের ব্যবস্থা করতে পারছিল না যার কারণে চিড়িয়াখানার দর্শনার্থী আস্তে আস্তে কমতে থাকে ফলে কর্তৃপক্ষ লোকসানের মাঝে পড়ে যায়। তাই  চিড়িয়াখানা কর্তৃপক্ষ যুবকটিকে বললো তুমি যদি একটি বাঘের পোশাক পড়ে বাঘের খাঁচার ভিতর বাঘের  মতো গর্জন দিতে পারো তাহলে মাস শেষে ৮ হাজার করে টাকা পাবে।

বেকার ছেলেটা তাতেই রাজি, রোজ চিড়িয়াখানা খোলার আগে বাঘের পোশাক পড়ে সে বাঘের খাঁচার ভিতর ঢুকে যায় দর্শক এলে গর্জন টর্জন আরো নানান কায়দা কৌশল করে  তাদেরকে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাগের খাঁচার সামনে দর্শকদের বিরাট ভিড় কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল।
ভালোই চলছিল দিন🙈
কিন্তু হঠাৎ একদিন এক বিপদ ঘটলো বাঘের খাঁচার সামনেই ছিল সিংহের খাঁচা, দুই খাচার মাঝখানে ছিল পুরাতন লোহার জালের এক বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে মজা দেখাতে গিয়ে পুরাতন বেড়াটি ভেঙে সে গিয়ে পড়লো সিংহের খাঁচায় 🥺
এখন কি হবে প্রাণটা হয়তো আর সিংহ আস্ত রাখবে না। ভয়ে সে ঘামতে শুরু করল 😢
তাৎক্ষণাৎ সেই সিংহটি বলে উঠলো আরে ভাই ভয় পাওয়ার কিছু নেই আমি মাস্টার্স পাশ আমি আপনার আরো আগে থেকে সিংহের পোশাক পড়ে এভাবেই খেলা দেখিয়ে আসছি।😁


বর্তমানে বাংলাদেশের বেকারত্বের সমস্যা আমার মতে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেননা বাংলাদেশে বেকারত্বের সংখ্যা দিন দিন কমার চাইতে বরং দিন দিন বেড়েই চলেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত চাকরির ওপর নির্ভর না করে নিজে নিজেই কর্মসংস্থান তৈরির চেষ্টা করা। বাংলাদেশে এখন অসংখ্য যুবক ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এটা আমাদের জন্য গর্বের বিষয়।

আমি ছোট মানুষ হয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি।
আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ❤️🥰❤️


newbie
Activity: 97
Merit: 0
October 27, 2022, 12:22:37 PM
আমি এখানে কোন কোন বিষয় নিয়ে সিনিয়র ভাইদের সাথে সমালোচনা করতে পারব?

আপনি ক্রিপ্টকারেন্সি এর যেকোন বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারবেন। কিন্তু ক্রিপ্টকারেন্সি এর বাইরে এখানে আলোচনা করতে পারবেন না।

আচ্ছা ধন্যবাদ ভাইয়া
member
Activity: 171
Merit: 32
October 27, 2022, 07:55:03 AM
বিটগেট সমস্ত ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে সামগ্রিক রিয়েল বিটকয়েন ভলিউমের মধ্যে ৫ম স্থানে রয়েছে,
26 আগস্ট প্রকাশিত ফোর্বসের একটি নিবন্ধ অনুসারে।

member
Activity: 171
Merit: 32
October 27, 2022, 07:43:16 AM
আমি এখানে কোন কোন বিষয় নিয়ে সিনিয়র ভাইদের সাথে সমালোচনা করতে পারব?

আপনি ক্রিপ্টকারেন্সি এর যেকোন বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারবেন। কিন্তু ক্রিপ্টকারেন্সি এর বাইরে এখানে আলোচনা করতে পারবেন না।
newbie
Activity: 97
Merit: 0
October 27, 2022, 12:01:50 AM
আমি এখানে কোন কোন বিষয় নিয়ে সিনিয়র ভাইদের সাথে সমালোচনা করতে পারব?
jr. member
Activity: 41
Merit: 11
October 26, 2022, 03:37:05 PM

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি


এইগুলো কি। এগুলো কি অটোমেটিক্যালি Support & Resistance  খুঁজে বের করে? এর সম্পর্কে বিস্তারিত বলেন। অথবা এগুলো কোথাথেকে জানতে পারব বিস্তারিত বল্লে ভালো হয়।

সিনিওর ভাইয়েরা একটু বলবেন এই বিষয় সম্পর্কে বিস্তারিত। এগুলো কি আসলেই  অটোমেটিক্যালি Support & Resistance  খুঁজে বের করে কিনা। newbie লোকেদের একটা পোস্ট এর পর আর খুজে পাওয়া যায়না।
newbie
Activity: 429
Merit: 0
October 22, 2022, 03:50:43 PM
https://i.imgur.com/CblvrPK.jpg

আপনাদের সবাইকে হালকা বিনোদন দেওয়ার চেষ্টা করছি।  আশা করি আপনি মেম পছন্দ করেন.। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর, সবারই কিছু বিনোদন পাওয়ার ইচ্ছে হয় । আপনারা চাইলে আমি মাঝে মাঝে আপনাদের জন্য কিছু বিনোদন নিয়ে আসবো । আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে । আর কারো কাছে ভালো না লাগলে বলতে পারবেন। যে আপনার বিনোদন গুলা ভালো হয় না আপনার বিনোদন সম্পর্ক নিয়ে কোন পোস্ট quote করবেন না । তাহলে তারপরে থেকে আর , আপনাদের জন্য বিনোদনের পোস্ট করব না। সবাই ভালো থাকবেন ।

আমাদের জীবনের সকলের বিনোদনের প্রয়োজন আছে। সেটা ঘরে কিনবা বাইরে গিয়ে বাইরে গিয়ে উপভোগ করি । কেননা ‌‌‌‌cryptcurrency  সবাই সময় দিতে পারে না । তবে মাঝে মাঝে বিনোদনে জন্য খুবই প্রয়োজন। মানুষ বিনোদনে থাকলে তাদের জীবনের কিছুটা কষ্ট হলে ভুলে থাকতে পারে । তাই আমি বলি সব জায়গায়তে বিনোদনের প্রয়োজন রয়েছে। আশা করি মাঝে মাঝে বিনোদন নিয়ে পোস্ট করবেন ।  যাতে যারা ডিপ্রেশনে আসক্ত তারা কিছুটা হলে Drepretoin থেকে বেরিয়ে আসতে পারবে। ডিপ্রেশন মানুষের জীবনকে  ধ্বংসের মুখে ফেলে দেন।  মাঝে মাঝে সব জায়গায় বিনোদনের প্রয়োজন ।

TOXIC_XY আপনাকে ধন্যবাদ জানাই।
Jump to: