আমার মতে ই আপনি kiwi Bowser এই ওয়ালেট টা না ব্যবহার করলেন। কারণ আমি মনে করি যে kiwi Bowser ওয়ালেট অনেক রিস্ক আছে। অন্যান্য ওয়ালেট এর তুলনায় এই ওয়ালেট এ বেশি রিস্ক হয়ে যায়। আপনি ভালোভাবে বিষয়টি যাচাই করুন তারপর আপনি kiwi Bowser extension ব্যবহার করবেন।
তাই আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয় সম্পর্কে আপনাকে সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
আর আপনি যে বিষয়ে জানবেন না কিংবা ঐ বিষয়ে আপনার কোনো অভিক্ষতা নেই সেই বিষয়ে অন্যের মতামত দেখে পোস্ট করা থেকে বিরত থাকুন।
Review master ভাই আমাদের সিনিয়র সদস্য ।
তিনি kiwi browser নিয়ে যা বলেছেন সেই কথা আপনি না বুঝেই তার কথা মতো আপনিও kiwi browser এর রিস্কির কথা বললেন ।
Review master ভাই বলেছেন আমরা যেন kiwi browser এ
আমাদের আসল ওয়ালেটের কানেক্ট না করি । এতে আমাদের ওয়ালেট থাকা সমস্ত ডলার হারানোর ঝুকি থাকে ।
যদিও ঝুকি আছে, কিন্তু কখনো আমি এই সমস্যায় পড়িনি ।
আর আপনি Review master ভাইয়ের কথা না বুঝেই বললেন "kiwi browser wallet অনেক রিস্কি " ।
আসলে আপনার বুজার ভুল আছে ঐটা অন্যান্য ( crome, firebox, opera mini etc...) browser এর মতোই একটি অ্যাপ আর ঐটা kiwi browser wallet হবে না আমরা সবাই kiwi browser এ আমাদের ট্রাস্ট ওয়ালেট private kay দিয়ে ঐখানে
extension করে wallet connect করি যা অন্যান্য ব্রাউজারের চেয়ে অতি সহজ ও সুবিধার। আশা করি আপনাকে আমি বুজাতে পেরেছি ।