Author

Topic: বাংলা (Bengali) - page 300. (Read 5699739 times)

member
Activity: 80
Merit: 17
October 22, 2022, 02:07:55 PM


আপনাদের সবাইকে হালকা বিনোদন দেওয়ার চেষ্টা করছি।  আশা করি আপনি মেম পছন্দ করেন.। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর, সবারই কিছু বিনোদন পাওয়ার ইচ্ছে হয় । আপনারা চাইলে আমি মাঝে মাঝে আপনাদের জন্য কিছু বিনোদন নিয়ে আসবো । আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে । আর কারো কাছে ভালো না লাগলে বলতে পারবেন। যে আপনার বিনোদন গুলা ভালো হয় না আপনার বিনোদন সম্পর্ক নিয়ে কোন পোস্ট quote করবেন না । তাহলে তারপরে থেকে আর , আপনাদের জন্য বিনোদনের পোস্ট করব না। সবাই ভালো থাকবেন ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 22, 2022, 03:06:13 AM
আমাদের বাংলাদেশ থ্রেড এর অনেকেই হয়তো ব্রডব্যান্ড/ওয়াই-ফাই ইউজার। আপনারা কি খেয়াল করেছেন, যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, তখন নেট স্পিড অনেক থাকে। বা কোনো বিডি আই এক্স সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড দিলে অনেক বেশী স্পিড পাওয়া যায়? যারা বিডি আই এক্স সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড দেন নি, তারা কি খেয়াল করেছেন যখন আপনি প্লে ষ্টোর থেকে কিছু ইনস্টল করেন, তা অনেক স্পিডে ডাউনলোড হয়? এটা মূলত আপনার আই এস পি এর কারিশমা। আজকে একটা এ্যাপ এর নাম বলবো, যেটার ব্যাপারে অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। কোনো মুভি বা দরকারি সফটওয়্যার ডাউনলোড করার সময় অনেক টাইম লাগে। কেমন হয় যদি বিডি আই এক্স সার্ভার থেকে ডাউনলোড করতে পারেন? এবার প্রশ্ন হলো জানবেন কিভাবে যে কোন ওয়েবসাইট বিডি আই এক্স সার্ভার এর আওতাধীন? সেটা জানার জন্যই মূলত এই এ্যাপ। গুগল প্লে ষ্টোর এ গিয়ে ইনস্টল করে নিন BDIX Tester এ্যাপ টি। এ্যাপ এর ইন্টারফেস একদম সহজ, ওপেন করে Start Test বাটনে ক্লিক করে রেজাল্ট এর জন্য অপেক্ষা করুন। কিছু সময়ের মধ্যেই আপনার আই এস পি সাপোর্ট করে, এরকম কয়েকটি সারভার এর লিংক পেয়ে যাবেন। তারপর ডাউনলোড করুন আরামসে।
member
Activity: 80
Merit: 17
October 19, 2022, 01:27:42 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 19, 2022, 09:56:57 AM
member
Activity: 80
Merit: 17
October 19, 2022, 05:33:07 AM
বিটকয়েন ফোরামে বাংলাদেশের ভাইয়েরা যারা কাজ করেন আমার মতে তারা রেমিটেন্স যোদ্ধা।

আমি আজকে বাংলাদেশের কিছু ভাইদেরকে নিয়ে কথা বলি । যারা এই ফোরামে অনেক আগে থেকে শুয়ে রয়েছে। তাদের জন্য আজকে বাংলাদেশ ফোরাম উন্নতির দিকে যাচ্ছে । বাংলাদেশের বিটকয়েন বৈধতা না থাকার কারণে তারা যে হারে পরিশ্রম করে বাংলাদেশের ফোরাম জাতির কাছে তুলে ধরেছে তাদের ভূমিকা অপরিসীম। বাউন্টি ম্যানেজার প্রায় ১০০ শতাংশের পঞ্চাশ শতাংশ বাংলাদেশের । এটা বাংলাদেশের গর্বের বিষয় । তবে আফসোস করি তাদের জন্য তাদের বাংলাদেশে এখনো বিটকয়েন বৈধতা দেয় নাই । বাংলাদেশের যদি বিটকয়েন বৈধতা দেয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশে তেমন দরিদ্র মানুষ থাকবে না । সবার মাঝে বিটকয়েন এবং কিপ্টো কারেন্সি সম্পর্কে সাধারণ জ্ঞান থাকবে । তারা এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন । আর যারা এখন থেকেই এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করেন তাদের আমি রেমিটেন্স যোদ্ধা । বাংলাদেশি মানুষ বিভিন্ন রাষ্ট্রে গিয়ে যেভাবে মাস শেষ টাকা ইনকাম করে ‌। ঠিক একই রকম ভাবে লাইফের রিস্ক নিয়ে বাংলাদেশের কিছু ভাই-ব্রাদার বিটকয়েনের সাথে লেগে রয়েছে । আমার মতে বাংলাদেশের যে সকল ভাই-ব্রাদার এই ক্রিপ্টো কারেন্সির সাথে লেগে রয়েছেন । তারাও বাংলাদেশের অর্থনৈতিক প্রভাবের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতেছেন। বাংলাদেশের সরকার যদি বিটকয়েন বৈধতা দিয়ে দেয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্র হিসেবে গঠিত হবে। আমার পক্ষ থেকে তাদের জানাই অবিরাম ভালোবাসা ।
jr. member
Activity: 210
Merit: 4
October 18, 2022, 02:53:11 PM
প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কেননা নতুন হিসাবে আমার মনেও নানারকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিশেষ করে মেরিট সংক্রান্ত বিষয়টি নিয়ে। মেরিট পাবো কিভাবে? মেরিটের জন্য কি করতে হয়? কি করলে আমার অনান্যদের মতো আইডির র‍্যাঙ্কও বাড়বে?
সত্যি বলতে আপনার মেরিট সংক্রান্ত বিষয়টি পড়ে মনের মাঝে বিন্দুমাত্র আর কোন প্রশ্ন নেই ❣️
এখান থেকে গুরুত্বপূর্ণ ও কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করব🥰 এবং মেরিটের জন্য অপেক্ষমান থাকবো ।

member
Activity: 184
Merit: 65
October 18, 2022, 07:34:55 AM
আমরা যেমন ১০০ পয়সা হলে ১ টাকা বলি,তেমনি বিটকয়েনের ক্ষুদ্রতম একক হচ্ছে সাতোশি।একটি বিটকয়েনকে একশো মিলিয়ন (১০০,০০০,০০০) সাতোশিতে ভাগ করা যায়।অর্থাৎ আমাদের কারো কাছে ১০০,০০০,০০০ মিলিয়ন সাতোশি এক সাথে থাকলে তাকে,১বিটকয়েনের মালিক বলতে পারি।
সাতোশি নামকরণ করা হয়েছে বিটকয়েনের ছদ্মনাম নির্মাতা, সাতোশি নাকামোটোর নামে । যদিও তিনি নিজে সাতোশির নাম দেননি, কিন্তু তিনি এর মূল্য নির্ধারণ করেছিলেন। এই ইউনিটটি তৈরি করার পিছনে ধারণাটি হল ট্রেড করার জন্য আরও ইউনিট তৈরি করা।সাতোশি ছোট লেনদেন এবং ফি প্রদানের জন্য খুবই উপযোগী।



ছবিসূত্রঃhttps://www.investopedia.com/terms/s/satoshi.asp
newbie
Activity: 3
Merit: 0
October 17, 2022, 11:38:02 AM
আমি এই ফোরামে নতুন। আমি আসলে জানতে চাচ্ছি ট্রেডিং নিয়ে।  আমি শুনেছি ট্রেডিং করা খুব ঝুকিপূর্ণ।  তাই আমি জানতে চাই কি কি কাজ করলে আমি এটা ভালো ভাবে শিখতে পারবো।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আসলে খুব ঝুকিপূর্ণ।  কারন বতর্মান যে মার্কেট।  আপনাকে ট্রেডিং শিখলে হলে আপনাকে যা যা শিখতে হবে

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি
* টেকনিক্যাল এনালাইসিস
* ফান্ডামেন্টাল এনালাইসিস
* ইভেন্ট এনালাইসিস
* মার্কেট এনালাইসিস কয়েন এবং টোকেন
* Binance Trading

আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারন আপনি যে কয়েন বা টোকেন নিয়ে ট্রেডিং করবেন তার মার্কেট এনালাইসিস করতে না পারেন তাহলে আপনি লস খাবেন। তাছাড়া এই ফোরামে লিটল মাউস ভাই খুব অভিজ্ঞ আপনি তাকে বলতে পারেন। তিনি নতুনদের খুব সাহায্য করে থাকে।



এগুলো কোথায় থেকে শিখতে পারবো ভাইয়া। যদি আপনার জানা মতো কোন লিংক থাকে তাহলে একটু শেয়ার করবেন। আর সিনিয়র ভাইদের অনুরোধ করবো এ বিষয়ে কিছু টপিক আলোচনা করলে নতুনদের জানার সুযোগ হবে ও উপকৃত হবে
jr. member
Activity: 41
Merit: 11
October 17, 2022, 10:40:11 AM

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি


এইগুলো কি। এগুলো কি অটোমেটিক্যালি Support & Resistance  খুঁজে বের করে? এর সম্পর্কে বিস্তারিত বলেন। অথবা এগুলো কোথাথেকে জানতে পারব বিস্তারিত বল্লে ভালো হয়।
member
Activity: 184
Merit: 65
October 17, 2022, 07:26:58 AM


Btc Segwit  অ্যাড্রেস কি? বা কোথা থেকে নেয়া যাবে।
SegWit হল এমন একটি প্রক্রিয়া যা ডেটা সংরক্ষণের উপায় পরিবর্তন করে, তাই বিটকয়েন নেটওয়ার্ককে দ্রুত চলতে সাহায্য করে।এটি লেনদেন সঞ্চয়ের জন্য প্রয়োজনীয় আকার হ্রাস করে। বিটকয়েনের ব্লক সাইজের সীমা ছিল 1 MB, কিন্তু SegWit নেটওয়ার্কের মাধ্যমে গৃহীত হওয়ার ফলে এটি পরিবর্তিত হয়।SegWit বিটকয়েনের ব্লকচেইনের নিরাপত্তা বাড়ায় লেনদেনের অসঙ্গতি রোধ করে.

কোথা থেকে নেওয়া যাবে?

binance,kucoin এ পেয়ে যাবেন

member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
October 17, 2022, 05:44:57 AM


Btc Segwit  অ্যাড্রেস কি? বা কোথা থেকে নেয়া যাবে।
member
Activity: 184
Merit: 65
October 17, 2022, 04:59:10 AM
MultiSig ওয়ালেট:
মাল্টিসিগ ওয়ালেট হলো একটি ডিজিটাল ওয়ালেট যা মাল্টিসিগনেচার অ্যাড্রেস দিয়ে কাজ করতে পারে। এর অর্থ হল একটি ক্রিপ্টো লেনদেন স্বাক্ষর এবং অনুমোদন করার জন্য একাধিক ব্যক্তিগত কী(key) প্রয়োজন,বা কিছু ক্ষেত্রে, একটি স্বাক্ষর তৈরি করতে বিভিন্ন কী(key) ব্যবহার করা যেতে পারে। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, কয়েন এবং টোকেনকে এমনভাবে সংরক্ষণ করা অত্যাবশ্যক যে একটি একক দুর্বল পয়েন্টের সাথে সম্পর্কিত ঝুঁকি দূর করে যা সম্পূর্ণ ওয়ালেটকে রক্ষণাবেক্ষণ করতে পারে। একটি লেনদেন স্বাক্ষর করার জন্য শুধুমাত্র একটি ব্যক্তিগত কী(key) দরকার  হলে, এটি চুরি বা ক্ষতির ক্ষেত্রে সম্পদের জন্য একটি বড় ঝুঁকি বহন করে।
এই সমস্যাটি দূর করার জন্য, লেনদেনের অনুমতির জন্য একাধিক ব্যক্তিগত কী(key) প্রয়োজন এমন ওয়ালেট ব্যবহার করা ভাল৷ একটি লেনদেনের স্বাক্ষর তৈরি করতে কখনও কখনও বিভিন্ন উৎস থেকে দুটি, তিনটি বা আরও বেশি ব্যক্তিগত কী(key)প্রয়োজন হয়৷ অনেক ব্লকচেইন মাল্টিসিগনেচার অ্যাড্রেস তৈরি করতে সক্ষম করে এবং ওয়ালেট প্রদানকারী এবং এক্সচেঞ্জ তাদের ক্লায়েন্টদের তহবিল রক্ষা করার জন্য মাল্টিসিগ ওয়ালেটের কিছু সংস্করণ নিয়োগ করে।

সহজভাবে বলতে গেলে আমাদের ব্যাংকিং কার্যক্রমে জয়েন্ট একাউন্টের মত মাল্টিসিগ একাউন্ট।যেমন একজন লোক তার প্রিয় মানুষের সাথে একটি জয়েন (যৌথ)অ্যাকাউন্ট তৈরি করতে চায় যেখানে টাকা তোলার জন্য উভয় পক্ষের স্বাক্ষর প্রয়োজন হবে।

online upload pictures

সিস্টেমটি আরও ভালভাবে বোঝার জন্য পড়তে :https://www.reddit.com/r/personalfinance/comments/12hr45/is_it_possible_to_have_a_joint_savings_account/

সূত্র :https://bitcointalksearch.org/topic/m.49700678
newbie
Activity: 4
Merit: 0
October 17, 2022, 03:50:50 AM
আমি এই ফোরামে নতুন। আমি আসলে জানতে চাচ্ছি ট্রেডিং নিয়ে।  আমি শুনেছি ট্রেডিং করা খুব ঝুকিপূর্ণ।  তাই আমি জানতে চাই কি কি কাজ করলে আমি এটা ভালো ভাবে শিখতে পারবো।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আসলে খুব ঝুকিপূর্ণ।  কারন বতর্মান যে মার্কেট।  আপনাকে ট্রেডিং শিখলে হলে আপনাকে যা যা শিখতে হবে

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি
* টেকনিক্যাল এনালাইসিস
* ফান্ডামেন্টাল এনালাইসিস
* ইভেন্ট এনালাইসিস
* মার্কেট এনালাইসিস কয়েন এবং টোকেন
* Binance Trading

আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারন আপনি যে কয়েন বা টোকেন নিয়ে ট্রেডিং করবেন তার মার্কেট এনালাইসিস করতে না পারেন তাহলে আপনি লস খাবেন। তাছাড়া এই ফোরামে লিটল মাউস ভাই খুব অভিজ্ঞ আপনি তাকে বলতে পারেন। তিনি নতুনদের খুব সাহায্য করে থাকে।



ক্রিপ্টো ট্রেডিং কোথায় করতে হবে কেউ একটু বলবেন

ক্রিপ্টো ট্রেডিং করার জন্য অনেকগুলো মার্কেট রয়েছে। যেমন Binance, Kucoin, Bittrex, Poloniex ইত্যাদি।
এদের মধ্যে আমি আপনাকে বলব Binance দিয়েই ট্রেডিং শুরু করতে। কেননা বিনান্স পৃথীবির সবথেকে বড় এবং জনপ্রিয় ক্রিপ্টো মার্কেট গুলোর একটি। এদের রয়েছে অনেকগুলো কয়েন ট্রেডিং এর সুবিধা। এর ইন্টারফেস, ডিজাইন, সাপোর্ট এককথাই অসাধারন। তাছাড়া এর মার্কেট গ্রাফ অন্যান্য মার্কেট এর তুলনাই অনেক সহজ তাই নতুনদের মার্কেট গ্রাফ বুঝতে কোন অসুবিধাই হবেনা। এছারা বিনান্সে রয়েছে Basic এবং Advance ইউজারদের জন্য আলাদা আলাদা মার্কেট পীয়ার আর তারসাথে বিনান্স এর লো ফিস তো আছেই। সুতরাং ক্রিপ্টো ট্রেডিং শুরু করার জন্য বিনান্স একেবারে আদর্শ।

বিনান্সে কিভাবে ট্রেডিং করবেন তার আগে বলে নেওয়া ভালো ট্রেডিং মার্কেট থেকে ইনকাম মোটেও ফ্রি নয়। এখানে ইনকাম করতে হলে
প্রথমত আপনাকে কমপক্ষে ১০০$ দিয়ে ট্রেডিং শুরু করতে হবে আপনি চাইলে এর থেকে বেশিও ইনভেস্ট করতে পারেন তবে আপনি যদি ১০০$ এর কম ইনভেস্ট করেন তাহলে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয়না। অনেকে আছেন যারা Hyip এবং অন্যান্য ইনভেস্টমেন্ট এর পেছনে টাকা মোটেও নিরাপদ নয়। ব্যক্তিগতভাবে আমি মোটেও এ ধরনের ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মোটেও পছন্দ করিনা কেননা এতে আপনার টাকাগুলো শুধু নষ্ট হয় তাইনা আপনার ইনকাম টাও হারাম হয়। কিন্তু ট্রেডিং এ আপনার টাকা নষ্ট হওয়ার কোন চান্স নেই সেইসাথে আপনার উপার্জনটা বৈধ যেটা এর একটা ভালো দিক।

দ্বিতীয়ত বিনান্সে ট্রেডিং এর জন্য আপনার একটা কম্পিউটার প্রয়োজন পরবে কারন বিনান্স এর ওয়েব পেজ মোবাইল ফ্রেন্ডলি না। তবে আপনি বিনান্স এপ এর মাধ্যমে ট্রেডিং করতে পারেন কিন্তু নতুন হিসেবে মোবাইল এপ এ মার্কেট গ্রাফ বুঝতে অসুবিধা হতে পারে। আর ট্রেডিং এর জন্য মার্কেট গ্রাফ বোঝাটা অত্যান্ত জরুরী।
newbie
Activity: 1
Merit: 0
October 17, 2022, 03:45:53 AM
আমি এই ফোরামে নতুন। আমি আসলে জানতে চাচ্ছি ট্রেডিং নিয়ে।  আমি শুনেছি ট্রেডিং করা খুব ঝুকিপূর্ণ।  তাই আমি জানতে চাই কি কি কাজ করলে আমি এটা ভালো ভাবে শিখতে পারবো।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আসলে খুব ঝুকিপূর্ণ।  কারন বতর্মান যে মার্কেট।  আপনাকে ট্রেডিং শিখলে হলে আপনাকে যা যা শিখতে হবে

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি
* টেকনিক্যাল এনালাইসিস
* ফান্ডামেন্টাল এনালাইসিস
* ইভেন্ট এনালাইসিস
* মার্কেট এনালাইসিস কয়েন এবং টোকেন
* Binance Trading

আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারন আপনি যে কয়েন বা টোকেন নিয়ে ট্রেডিং করবেন তার মার্কেট এনালাইসিস করতে না পারেন তাহলে আপনি লস খাবেন। তাছাড়া এই ফোরামে লিটল মাউস ভাই খুব অভিজ্ঞ আপনি তাকে বলতে পারেন। তিনি নতুনদের খুব সাহায্য করে থাকে।



ক্রিপ্টো ট্রেডিং কোথায় করতে হবে কেউ একটু বলবেন
newbie
Activity: 4
Merit: 0
October 17, 2022, 03:38:51 AM
আমি এই ফোরামে নতুন। আমি আসলে জানতে চাচ্ছি ট্রেডিং নিয়ে।  আমি শুনেছি ট্রেডিং করা খুব ঝুকিপূর্ণ।  তাই আমি জানতে চাই কি কি কাজ করলে আমি এটা ভালো ভাবে শিখতে পারবো।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আসলে খুব ঝুকিপূর্ণ।  কারন বতর্মান যে মার্কেট।  আপনাকে ট্রেডিং শিখলে হলে আপনাকে যা যা শিখতে হবে

* অটোমেটিক্যালি Signal পদ্ধতি
* অটোমেটিক্যালি Coin Buy/Sell পদ্ধতি
* অটোমেটিক্যালি Triangle & Trend পদ্ধতি
* অটোমেটিক্যালি Support & Resistance পদ্ধতি
* টেকনিক্যাল এনালাইসিস
* ফান্ডামেন্টাল এনালাইসিস
* ইভেন্ট এনালাইসিস
* মার্কেট এনালাইসিস কয়েন এবং টোকেন
* Binance Trading

আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারন আপনি যে কয়েন বা টোকেন নিয়ে ট্রেডিং করবেন তার মার্কেট এনালাইসিস করতে না পারেন তাহলে আপনি লস খাবেন। তাছাড়া এই ফোরামে লিটল মাউস ভাই খুব অভিজ্ঞ আপনি তাকে বলতে পারেন। তিনি নতুনদের খুব সাহায্য করে থাকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 17, 2022, 03:23:13 AM
নতুন কিছু জানতে পারলাম। এই রজার ভারের নাম নতুন শোনলাম।
রজার ভার এই ফোরামে আগে এক্টিভ ছিল।
তার আইডির নাম MemoryDealers- https://bitcointalksearch.org/user/memorydealers-10310
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 17, 2022, 02:56:38 AM
বিটকয়েন ক্যাশকে রজার ভার আসল বিটকয়েন বলে চালিয়ে আসছিলেন অনেকদিন, উনি bitcoin.com এর মালিক হওয়ায় এই কাজটা অনেক সইহজ ছিল কিন্তু এখন আর করছেন না, সম্ভবত লিগ্যাল কোন ইস্যু ফেস করেছেন।
যাই হক, আসল বিটকয়েন হল BTC, অন্যসব হল অল্টকয়েন।

নতুন কিছু জানতে পারলাম। এই রজার ভারের নাম নতুন শোনলাম। গোপাল ভার এতো চালাক লোক ছিলো, তবুও তার আমলে সে টিকতে পারেনি। রাজা তাকে ফাশী দিয়েছিলো। রজার ভারও এই আমলে এসে পারার কথা নয়। যাই হোক, লিগ্যাল ইস্যু ফেস না করলেও ফেস করার ভয় ছিলো হয়তো।

কালকে সময় টিভির ১৭ মিলিয়ন সাব্সক্রাইবার সহ ইউটিউব চ্যানেল টা হ্যাক হয়ে গেলো। হ্যাকার সেটার নাম দিলো Etherium 2.0
ভাগ্যিস তাপশ সাহেবের নাম দেয় নাই। নইলে আমরা আবারো শোনতাম, আর মানুষ পান নাই? বার বার শুধু আমার উপরেই?

member
Activity: 80
Merit: 17
October 17, 2022, 12:08:43 AM
বিটকয়েনের দামের পূর্বাভাস: BTC কি 2022 সালে US$30K বা US$10K-তে যাবে?
সাম্প্রতিক বিটকয়েনের মূল্য পূর্বাভাস প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্রিপ্টো বিনিয়োগকারীদের প্রত্যাশা ধরে রাখতে ব্যর্থ হবে।
বিটকয়েন এই বছর ৬০%-এর বেশি কমেছে এবং এখন এটি US$18,000 থেকে US$19,000 মার্কের মধ্যে আটকে আছে।  সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হওয়া সহজ নয়, আসলে, যখন থেকে বিটকয়েন তার মূল্য কমাতে শুরু করেছে, তখন থেকে অন্য সব ক্রিপ্টোকারেন্সি কমে গেছে।  এই পতন বিনিয়োগকারীদের বাজার থেকে দূরে সরিয়ে দিয়েছে।  গত বছর, বিটকয়েন ক্রিপ্টো বাজারকে তার শীর্ষে নিয়ে গিয়ে US$69,000-এর স্তরে পৌঁছেছে।  কিন্তু বাজার পতনের সাথে সাথে এটি ডিজিটাল সম্পদের শক্তিশালী প্রতিরোধকে টেনে এনেছে এবং বাজারকে অত্যন্ত অস্থির করে তুলেছে।  সাম্প্রতিক বিটকয়েনের মূল্য পূর্বাভাস রিপোর্টে দাবি করা হয়েছে যে ক্রিপ্টো আরও নিচে নেমে যাবে বলে অনুমান করা হয়েছে।  যদিও অন্যান্য সমস্ত সম্পদ ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, ফোকাস বেশিরভাগ বিটকয়েনের দামের উপর।  এমন বিশেষজ্ঞরা আছেন যারা বিশ্বাস করেন যে 2022 সালের শেষ নাগাদ বিটকয়েন নিশ্চিতভাবে US$30,000-এ পৌঁছাবে, যেখানে কেউ কেউ বিশ্বাস করেন যে BTC US$10,000-এ নেমে আসবে৷  এদিকে, ক্রিপ্টো ধর্মান্ধ এবং বিশ্লেষকদের আরেকটি অংশ আছে যারা বিশ্বাস করে যে বিটকয়েন প্রথমে US$10,000-এ নেমে আসবে এবং তারপর উপরে উঠবে।  কোনো নির্দিষ্ট বিটকয়েনের মূল্য পূর্বাভাস প্রতিবেদনে বিশ্বাস করা বিনিয়োগের দিক থেকে অবিশ্বস্ত হতে পারে, তবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্রিপ্টো ব্যবহারকারীরা সমস্ত ক্রিপ্টোকারেন্সির দামের গতিবিধি বিশ্লেষণ করে এবং তাদের ক্ষতি সহ্য করার ক্ষমতার ভিত্তিতে সেগুলিতে বিনিয়োগ করে।

লিংক:  https://www.analyticsinsight.net/bitcoin-price-prediction-will-btc-head-to-us30k-or-us10k-in-2022/
newbie
Activity: 3
Merit: 0
October 16, 2022, 12:58:10 PM
আমি এটা পড়েছি। টপিকটা পুরোটাই বিটকয়েনের ওয়ালেট নিয়ে। আমি অলরেডি কিছু এক্সচেন্জ ব্যাবহার করি ওয়ালেট হিসেবে।
এক্সচেঞ্জ হল কাস্টোডিয়াল ওয়ালেট। এই ওয়ালেটের উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই। যে ওয়ালেট আপনাকে প্রাইভেট কী দেবে না, সেইটা ওয়ালেট হিসেবে ব্যবহার না করাই শ্রেয়।
ওয়ালেটের বিস্তারিত এই আর্টিকেল থেকেও জানতে পারেন- বিটকয়েন ওয়ালেট

Quote
আমি শুধু এনড্রয়েড এবং ল্যাপটপ ব্যাবহার করি। তাই বাকি ওয়ালেট গুলো স্কিপ করেছি।
এন্ড্রয়েড কিংবা ল্যাপটপ ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। দুইটাতেই আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারবেন। অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন।

Quote
পেপার ওয়ালেট অফলাইনে কিভাবে বানায়? কোন ওয়ালেট বা কোন ওয়েবসাইট থেকে বানানো যায়?
পেপার ওয়ালেট যদি কোন ওয়েবসাইট থেকে বানান তাহলে প্রাইভেট কী চুরি হয়ে যাবে। অফলাইনে জেনারেট করা যায়। আমি টিউটোরিয়াল বিকেলে এইখানে এড করে দিব। এখন খোজার মত সময় নেই। আমি একটু ব্যস্ত আছি ভাই।
ইডিট- https://bitcointalksearch.org/topic/howto-give-bitcoin-as-a-gift-5190702
এইটা দেখুন।
Quote
আরেকটা জিনিস হলো, লাইটনিং নেটওয়ার্ক ওয়ালেট কোনগুলো?
লাইটনিং নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারনা আছে নিশ্চয়ই। এইটা সাইডচেইন। অনচেইন না। ইলেকট্রাম এ বর্তমানে লাইটনিং আছে। এছাড়া আরো অনেক ওয়ালেট আছে। ব্লুওয়ালেট, ওয়ালেট অব সাতোশি। আরো অনেকগুলো, নাম আপাতত মাথায় আসছে না।



অনেক ধন্যবাদ সকল সিনিয়র ভাইদের। আমি আসলে ফোরামে নতুন। আমার কোনো বিষয়ে এতটা ধারণা নেই। সবাই দোয়া করবেন যাতে নিয়মিত থাকতে পারি। এবং আপনার মূল্যবান মত প্রকাশ থেকে শিখতে পারি। লিংকটি দেখলাম অনেক গুলো গুরুত্বপূর্ণ ওয়ালেট নিয়ে কথা, আফসোস আমার বিটকয়েন বা ওয়ালেট কোন টাই ভালো ধারনা নেই তবে চেষ্টা করবো আজ থেকে সিনিয়রদের পোস্ট ও বিভিন্ন  সাইটে থেকে নিয়মিত কিছু কিছু করে ধারনা নেওয়ার।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 15, 2022, 11:18:13 AM
বিটকয়েনের দাম বাড়তে পারে, কারণ হচ্ছে ইলন মাস্ক টুইট করছে 20000 | এখন বিটকয়েন এর দিকে ইংগিত করছে নাকি অন্যকিছু বলছে ওইটাই দেখার বিষয়,  Sir কে দিয়া কোন বিশ্বাস নাই

Source : https://twitter.com/elonmusk/status/1580390454130266112?t=25JAIUvNoH9-VFFPpKanBg&s=19
যাদের দেখতে মন চায় দেখে নিয়েন

আসল কাহিনী ওটা নাহ। মূল বিষয় হলো ১৩ তারিখে আমেরিকার CPI রেট প্রকাশ করা হয়েছিল, যা একটু বেশিই ছিল। আর যখন প্রত্যাশার থেকে একটু বেশি হয়, তখন মার্কেট ডাম্প হয় এবং কিছু সময় পর মার্কেট আবার পাম্প করে। এটি গত সেপ্টেম্বরেও হয়েছিল আর ইলন মাস্ক এই বিষয়টি জানে। তাই ওমন টুইট করেছে। কারণ মার্কেট পাম্প করুন কিংবা ডাম্প করুন, এরপর আবার পাম্প করবে। আর সকলে মনে করবে, ইলন মাস্ক লেঝেন্ড  Grin

আশা করি, সকলে আসল কাহিনীটি বুঝতে পেরেছেন। এমন নিত্যনতুন তথ্য BitByte Crypto কমিউনিটিতে প্রকাশ করা হয়। এমনকি ডাম্পে সকলকে ক্রয় করার কথা বলা হয়েছিল, যারা ক্রয় করেছিল তারা অনেক লাভে ছিল।  Wink
Jump to: