Author

Topic: বাংলা (Bengali) - page 346. (Read 5698567 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 11, 2021, 06:04:12 AM
আর আমরা যে বাউন্টি ফোরামে কাজ করি সেটা কি কোন অপরাধ? এটা যদি বাংলাদেশের প্রশাসন যানে তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে?
নাহ এটা কোন অপরাধ নয়। আপনি যদি দেশের মধ্যে কেনা বেচা করেন তাইলে অপরাধ। ভাল হবে যদি আপনি এক্সচেঞ্জ করে পারফেক্ট মানি, পেয়নিয়ার, স্ক্রিল বা এধরনের অন্য কোন ডলার বানান তারপর ব্যাংক এ তুলেন। অন্নথায় এটা মানি লন্ডারিং এর মধ্যে পরবে। কিন্তু আপনি যদি আমি যেভাবে বললাম সেভাবে করেন তাহলে বাংলাদেশ বরং রেমিটান্স পাবে এতে দেশের লাভ ই হবে। দেশ লাভবান হল, আপনিও হলেন আর কি চাই?
newbie
Activity: 19
Merit: 2
December 11, 2021, 04:05:46 AM
<>
signing message মূলত একটি এ্যাড্রেস ভেরিফাই করুন পদ্ধতি।
আপনার এ্যাড্রেস যাইকরন কে মূলত সাইন ম্যাসেস ব্যাবহার করা হয়।আপনি যদি সাইন ম্যাসেস করেন তাহলে আপনার এড্রেসটা একান্তই আপনার। সেটা অন্য কেউ দাবি করতে পারবেনা।কোন সময় যদি কেই আপনার এড্রেস নিজের বলে ব্যাবহার করে তাহলে সেটা আপনার প্রমান করতে এই সাইন ম্যাসেস করা এড্রেস ও সিকিউরিটি গুলো দরকার হবে।মূলত এ্যাড্রেস টা ভেরিভিকেশনের জন্য এটা ব্যাবহার করা হয়ে থাকে।

আপনি চাইলে সাইন ম্যাসেস করে মেরিট ও পেতে পারেন-

https://bitcointalksearch.org/topic/merit-hey-newbies-can-you-sign-a-message-5300698
https://bitcointalksearch.org/topic/m.10775516

বাংলাতে দেখে নিতে পাড়েন- https://bitcointalksearch.org/topic/m.57231360
jr. member
Activity: 30
Merit: 2
December 11, 2021, 12:47:12 AM
আসলামুআলাইকুম,
আমরা অনেকেই আছি যারা একাধিক আইডি ব্যবহার করতেছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছি বাউন্টিতে প্রতারণা করতেছি এই মন মানসিকতা থেকে আমরা সবাই বেরিয়ে আসি তাহলে এক সময় কিন্তু বাংলাদেশীদের জন্য একটি বড় বিপদ ডেকে আনবো কখন আমরা নিজেরাই বুঝতেই পারব না।
বিশেষ করে আমরা বাংলাদেশীরা ছাড়া আছি একাধিক আইডি ব্যবহার করে বাউন্টিতে জয়েন করতেছে তাদেরকে চিটার উপাধিতে ভূষিত করা হচ্ছে অনেক বাউন্টিতে দেখতে পাচ্ছি ইদানিং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় টা খুবই লজ্জাজনক যে আমরা বাংলাদেশীরা এরকম চিটারি বাটপারি তে আছি বর্তমানে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।
এর সাথে সাথে আমাদের মন-মানসিকতার কিন্তু পরিবর্তন আনতে হবে তা না হলে কিন্তু আমরা এই ফোরাম কে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না এই ফোরামকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেজন্য আমাদেরকে ভালো এবং মানসম্মত পোস্ট করতে হবে যাতে করে অন্যরা উপকৃত হয় এরকম পোস্ট করতে হবে ।
আপনার যে কথাটা তুলে ধরতে চাচ্ছেন বা তুলে ধরেছেন এটা অবশ্যই ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ এটা যদিও পুরনো কথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছেন। এটা নতুনদের জন্য সাহায্য হবে। এবং যারা এই বিষয়ে অবগত ছিলেন না তারা দেখলে [তারা এই মাল্টটিপল একাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকবে]
এটলিস্ট কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে বিটকয়েনটক এখন এতটাই আপডেট হচ্ছে এখানে মাল্টিপল একাউন্ট অ্যালাউ হবে না। এখানে নিয়ম কানুন না মানলে হবেনা। এখানে এলোমেলো কোন কিছুই অ্যালাউ হবে না।

আর মাল্টিপল একাউন্ট ব্যবহার না করে আপনারা রিয়েল আইডি দিয়ে নিয়ম কানুন জেনে স্টেপ বাই স্টেপ এগিয়ে যান তাহলে মাল্টিপল একাউন্ট লাগবে না আপপনি রিয়েল আইডি নিয়েই ভালো কিছু করতে পারবেন।

আর যারা নতুন তারা এই বিষয় গুলো সম্পর্কে সুন্দর ভাবে ধারণা রেখো এবং জেনে শুনে কাজ করো ককোন সমস্যা হবেনা ।ইনশাআল্লাহ
ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কে কাজ করুন আবার ও বলবো মাল্টিপল একাউন্ট ব্যবহার থেকে দুরে থাকি।
jr. member
Activity: 336
Merit: 1
December 11, 2021, 12:38:23 AM
সবাই এখা‌নে বাংলায় কথা বলব‌নে। কারণ আমরা বাঙ্গা‌লি, বাংলা আমা‌দের মাতৃভাষা। তাই আমরা বাংলাই ভা‌লো বু‌ঝি। এজ‌ন্য সবাই বাংলায় কথা বল‌লে ভা‌লো হয়। আমার অনুরধ সবাই বাংলায় কথা বল‌বেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 10, 2021, 02:00:48 PM
আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম এটা অনেকের কাছে পুরাতন কিন্তু আমার এবং আমার মত নতুন অনেকের কাছেই বিষয়টা একদম নতুন।
ফোরাম টিপস থেকে "Signing a message" দেখলাম কিন্তু এখনো আমার কাছে বিষয়টি ঘোলা লাগতেছে ।
আমি আসলে জানতে চাচ্ছি যে
"Signing a message"  আসলে কি?
• এটা কেন ব্যবহার করা হয় ?

আশা করি এ বিষয়ে আমার অভিজ্ঞ ভাইদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবো এবং আমিসহ আমার মত অনেকে উপকৃত হব।
ধন্যবাদ Smiley
sr. member
Activity: 476
Merit: 523
December 10, 2021, 11:01:22 AM
বিটকয়েন কি বাংলাদেশে বৈধ হতে চলেছে?
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার বলেছেন- ডিজিটাল কারেন্সি বাংলাদেশ লঞ্চ করবে এবং ক্রিপ্টোকারেন্সি বৈধতা নিয়ে তারা কাজ করতে চায়, গবেষণা করতে চায়। পিছিয়ে থাকতে চান না  বৈশ্বিক প্রেক্ষাপটে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে সকলের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

বিস্তারিত সময় টিভিটর প্রতিবেদনে-
https://youtu.be/oZogIfJBz7M

আপনার এই সাধুবাদ জানানো পর্যন্তই শেষ। জুনায়েদ আহমেদ পলক সাহেব এটা নিয়ে ভেবেছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু ওনার একার কথায় কিছুই হবে না। বাংলাদেশ ব্যাংকে কতগুলো গর্ধভ বসে আছে। বাংলাদেশ ব্যাংকে যতক্ষন পরিবর্তন না আসে, কোনো কাজ হবে না। বাংলাদেশে বিটকয়েন বৈধ কবে হবে সেটা কেউ বলতে পারবে না। আমরা বেচে থাকতে হয় কিনা, সেটা সন্দেহ আছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রীও বলেছেন যে আমরা ব্লকচেইন টেকনোলজি নিয়ে কাজ করছি। কই? কোনো খবর পেয়েছেন?

ডিজিটাল কারেন্সি
পেপাল হইহই মোগো জুম হাওাইচে; ডিজিটাল কারেন্সি বলতে নগদ বুঝাইচে!!  Grin Grin Grin Grin

সঠিক ধরেছেন ভাই। ২০১৩ সাল থেকে তারা পেপাল পেপাল বলে চিল্লাচ্ছে। শেষে দিলো জুম। ডিজিটার কারেন্সি হিসেবে বুঝিয়েছে উপায়, িএটা ব্লকচেইন টেকনোলজি দিয়ে বিল্ড করা।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 10, 2021, 10:31:05 AM
ডিজিটাল কারেন্সি
পেপাল হইহই মোগো জুম হাওাইচে; ডিজিটাল কারেন্সি বলতে নগদ বুঝাইচে!!  Grin Grin Grin Grin
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 10, 2021, 08:56:29 AM
আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে ৫৯২ ডলার পেয়েছেন সেটাকে শুধু সোশ্যাল মিডিয়া না সিগনেচার ক্যাম্পেইনেও ?
মানে শুধু ফেসবুক ,টুইটার ,রেড্ডিট, টেলিগ্রাম এগুলো থেকে আদৌ  এত টাকা ক্যাশ করা সম্ভব! ?

আমি দুই সপ্তাহ সিগ্নেচার ক্যাম্পেইন করেছিলাম। তবে সোশ্যাল মিডিয়া কাজ করেও সম্ভব ভালো ইনকাম করা। সে যাই হোক, আমার মতে বাউন্টি থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান অর্জনের দিকেই নজর দেয়া উচিত। তাহলে আরো ভালো কিছু করতে পারবেন।

বিটকয়েন কি বাংলাদেশে বৈধ হতে চলেছে?
মনে হয়না খুব শীঘ্রই কিছু হবে।
sr. member
Activity: 476
Merit: 523
December 09, 2021, 11:12:59 PM
দিন বদলের সাথে সাথে ক্রিপ্টোকারন্সিও থেমে নেই। প্রতিটি সেক্টরে এর প্রভাব এখন লক্ষনীয়। অদুর ভবিষ্যতে যা বলবৎ থাকবে।

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি একটি অন্যন্য আর্থিক সেক্টর। যা সারাবিশ্বে এককভাবে রাজত্ব করছে।ইতমধ্যে আমরা অনেকেই জানি যে ”অ্যামাজান” পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি। বর্তমানে এই  কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সিতে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসার পরিকল্পনা করছে। মাস্টারকার্ড এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পরিকল্পনা করেছে হয়তো এবছরের শেষ দিকে আমরা   প্রতিফলন দেখতে পাব। এছাড়াও শিগরই আমরা দেখতে যাচ্ছি যে এ্যাপেল ক্রিপ্টোকারেন্সিতে তাদের কেনা বেচা নিয়ে নতুন কোন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তাই আমি মনে করি আগামিতে ক্রিপ্টোর কারেন্সির এক নতুন দুয়ার উন্মোচন হবে। আমার মনে হয় বিশ্বটা এখন ক্রিপ্টকারেন্সিকে সব জায়গায় প্রাধান্য দেবে। এখন নতুন উদ্ভাবন গুলো ক্রিপ্টকারেন্সির জগতে কেমন প্রভাব ফেলবে এটা নিয়ে আপনাদের সবার মতামত জানতে চাচ্ছি।

কিন্তু অত্যান্ত কষ্টের বিষয় বাংলাদেশ সরকার এগুলো নিয়ে এখনো ভাবছে না। বাংলাদেশ সরকারের কোনো বিভাগেই এখনো তরুণ নেতা গিয়ে পৌছাতে পারেনি। যারা এসব পরিবর্তন করতে পারে। ক্রিপ্টোর কথা বাদ দিলাম। পেপাল, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটা দাবী। ২০১১ সাল থেকে বাংলাদেশে আসবে আসবে বলে ২০২১ সালেও আসেনি। বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় পেপাল আনার ঘোষনা দিয়েছে। কিন্তু সেটা ঘোষনা পর্যন্ত থেকে গেছে। ২-৩ মাস আগেও নতুন করে আবারো পেপাল আনার ঘোষনা দেয় এবং তাদের জানায় ডিসেম্বর মাসেই পেপাল বাংলাদেশে তাদের অফিশিয়াল কাজ শুরু করবে। বাংলাদেশে ২০৫০ সালেও পেপাল আসে কিনা আমার সন্দেহ আছে। আর ক্রিপ্টো আমরা বেচে থাকতে হয়তো বৈধ হবেনা।

বর্তমান সময়ে কিন্তু কারেন্সি মার্কেটে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
দিনের-পর-দিন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতিমধ্যে বিশ্বের অনেক জনপ্রিয় ও বড় বড় কোম্পানিগুলো তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন শুরু করছে।অনেক বড় বড় কোম্পানির তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন কর তে অনেক আগ্রহ প্রকাশ করছে।

একটা সময় পৃথিবীর সকল দেশ থেকেই এই কাগুজে নোট বা ফিজিক্যাল ক্যাশ ব্যবস্থা উঠে যাবে। এটা আমার কথা না। বড় বড় অর্থনীতিবিদরাই এটা মনে করে। যে দেশ যতো আগে তাদের মানিয়ে নিতে পারবে, দিন বদলে তারাই সবচাইতে এগিয়ে থাকবে। তবে বাংলাদেশ হয়তো সব গুলো দেশের পরেই হবে। কারণ টা সবারই জানা আছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 09, 2021, 04:14:10 PM

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক

যখন ওই ট্রান্সজেকশনটি হয়েছিল, তখন সম্ভবত আমি বাংলা লোকাল সেকশনে পোষ্ট করেছিলাম কিংবা ফোরামের অন্য কোনো একটি টপিকে পোষ্ট করেছিলাম। আজকে অনেক রাত হওয়াতে আর সেটি খুজে বের করলাম নাহ, কালকে হয়তো সেটি বের করে পোষ্ট করবো।  Wink

Quote
এটা দেখার পর স্বয়ং সাতোশিও হয়ত কনফিউজড হয়ে যাবে যে সে আসলে কে  Grin
হাহাহা  Grin Grin
jr. member
Activity: 30
Merit: 2
December 09, 2021, 03:31:15 PM
]
আমার জীবনে আমি একটা বাউন্টি তে ২ সপ্তাহ কাজ করেছিলাম মনে হয়। ওইটা থেকে আমি ৫৯২ ডলার ক্যাশ করেছি। একটা করেছি ওইটাই সফল কারণ আমি চিন্তাভাবনা করেই জয়েন করেছি।
বাউন্টি করে অনেকেই সফল হয়েছে হয়তো আপনিও হয়েছেন। তবে এতো কম সপ্তাহে যে আপনি এতো বড় পেমেন্ট পেয়েছেন সেটা বলা যায় যে আপনি বুঝতে পারছিলেন হয়তো এনালাইসিস করে বাউন্টি টা অনেক ভালো এবং বড় মাপের একটা পেমেন্ট পাবেন।
আপনি যে ভালো একটা পেমেন্ট পাইছিলেন এটা শুনে অনেকের ই বাউন্টি করার প্রতি আস্থা বাড়বে।

আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত প্রশ্ন করতেছি।
আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে ৫৯২ ডলার পেয়েছেন সেটাকে শুধু সোশ্যাল মিডিয়া না সিগনেচার ক্যাম্পেইনেও ?
মানে শুধু ফেসবুক ,টুইটার ,রেড্ডিট, টেলিগ্রাম এগুলো থেকে আদৌ  এত টাকা ক্যাশ করা সম্ভব! ?

উনি যে মাএ দুই সপ্তাহ কাজ করে বাউন্টি থেকে ৫৯২$ আন করেছিলো ওটা এটা যে শুধু বড় আইডি দিয়ে করেতে পারছে এটা তা না । এটা ছোট আইডি দিয়েও পাওয়া সম্ভব কারণ উনি হয়তো টোকেন পেয়েছিলো কিন্তু ঐ টোকেন এর দাম হয়তো ভালো ছিলো অনেক তাই উনি সফল হয়েছিলো।

আপনিও হবেন দেখে শুনে বাউন্টি করেন সতোতো এগিয়ে চলেন সামনের দিকে ?

বুঝে বুঝে কাজ করবেন তাহলে আপনার সফলতা ও খুব নিকটে।

আপনারা বাউনন্টি এর প্রতি সচেতন হন সুন্দর ভাবে এগিয়ে যান‌
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 09, 2021, 02:08:29 PM
]
আমার জীবনে আমি একটা বাউন্টি তে ২ সপ্তাহ কাজ করেছিলাম মনে হয়। ওইটা থেকে আমি ৫৯২ ডলার ক্যাশ করেছি। একটা করেছি ওইটাই সফল কারণ আমি চিন্তাভাবনা করেই জয়েন করেছি।

আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত প্রশ্ন করতেছি।
আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে ৫৯২ ডলার পেয়েছেন সেটাকে শুধু সোশ্যাল মিডিয়া না সিগনেচার ক্যাম্পেইনেও ?
মানে শুধু ফেসবুক ,টুইটার ,রেড্ডিট, টেলিগ্রাম এগুলো থেকে আদৌ  এত টাকা ক্যাশ করা সম্ভব! ?
jr. member
Activity: 30
Merit: 2
December 09, 2021, 09:50:41 AM
দিন বদলের সাথে সাথে ক্রিপ্টোকারন্সিও থেমে নেই। প্রতিটি সেক্টরে এর প্রভাব এখন লক্ষনীয়। অদুর ভবিষ্যতে যা বলবৎ থাকবে।

বর্তমানে ক্রিপ্টোকারেন্সি একটি অন্যন্য আর্থিক সেক্টর। যা সারাবিশ্বে এককভাবে রাজত্ব করছে।ইতমধ্যে আমরা অনেকেই জানি যে ”অ্যামাজান” পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি। বর্তমানে এই  কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সিতে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসার পরিকল্পনা করছে। মাস্টারকার্ড এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পরিকল্পনা করেছে হয়তো এবছরের শেষ দিকে আমরা   প্রতিফলন দেখতে পাব। এছাড়াও শিগরই আমরা দেখতে যাচ্ছি যে এ্যাপেল ক্রিপ্টোকারেন্সিতে তাদের কেনা বেচা নিয়ে নতুন কোন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তাই আমি মনে করি আগামিতে ক্রিপ্টোর কারেন্সির এক নতুন দুয়ার উন্মোচন হবে। আমার মনে হয় বিশ্বটা এখন ক্রিপ্টকারেন্সিকে সব জায়গায় প্রাধান্য দেবে। এখন নতুন উদ্ভাবন গুলো ক্রিপ্টকারেন্সির জগতে কেমন প্রভাব ফেলবে এটা নিয়ে আপনাদের সবার মতামত জানতে চাচ্ছি।
member
Activity: 106
Merit: 87
December 09, 2021, 05:10:56 AM

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক
 
আরেকটি প্রশ্ন হচ্ছে আমার "যে বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা?"
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?

আমার মনে হয় বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া সঠিক সিধান্ত হবে না, কারন মাস শেষে যখন দেখবেন কোনো বাউন্টি থেকে পেমেন্ট পাননি তখন এটা উপলব্ধি করতে পারবেন। বাউন্টি থেকে পাওয়া রিওয়ার্ড গুলো আপনি আপনার অন্য কোনো কাজে লাগাতে পারেন যেমন নিজের স্কিল ডেভেলপ,  ট্রেডিং শেখা অথবা যে এক্সট্রা টাকা টা পাচ্ছেন সেটা ভবিষ্যত এ কিছু করার জন্য একটা পুশ দিবে৷

আমি এভাবেই বাউন্টি কে বিবেচনা করি পার্ট টাইম হিসেবে।


লেগে থাকতে হবে শুধু । আমি এক বাউন্টি থেকে ৩$ এর টোকেন পাইছিলাম অবহেলা করে ফেলে রাখছিলাম এক মাস পর বিএসসি ওয়ালেট চেক করতে গেলাম দেখি অবহেলিত টোকেন এর দাম ১৬৯০$ হয়ে গেছে । তাহলে দেখেন । ক্রিপ্ট হলো এমন । তাই যারা দৈর্য্য ধরতে পারে তারা ভালো কিছুই পায়।।

কংগ্রেচুলেশনস ভাইয়া, আপনার এরকম সাকসেস দেখে আরো অনেকে মোটিভ হবে ধৈর্য ধরে কাজ করার৷ 

অবশ্য ক্রিপ্টো তে যে ধৈর্য ধরতে পারবে না সে সবসময় ই হেরে যাবে। কেও কল্পনা করেছিলো কি? ১$ এর বিটিসি এখন ৫০হাজার ডলার ছাড়িয়ে যাবে। 
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 08, 2021, 11:36:50 PM
এভাবে ৩ টা প্রোজেক্ট দেখতে যে সময় লাগবে ঐ সময় এ কম পক্ষে ১০ টা প্রোজেক্ট এ কাজ করা যায়। তাই যারা এরকম প্রোজেক্ট এ কাজ করে তারা সাধারন্ত এত কিছু দেখে নাহ। যা আছে কপালে বলে চালিয়ে দেয়।
অনেকেই দেখে না তবে দেখা উচিত। না হলে বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার জীবনে আমি একটা বাউন্টি তে ২ সপ্তাহ কাজ করেছিলাম মনে হয়। ওইটা থেকে আমি ৫৯২ ডলার ক্যাশ করেছি। একটা করেছি ওইটাই সফল কারণ আমি চিন্তাভাবনা করেই জয়েন করেছি। অনেকেই আছে যারা ১৫-২০টা বাউন্টি অলরেডি শেষ করে ফেলেছে কিন্তু বলার মত কোন পেমেন্ট পায়নাই। বাউন্টি দেখে শুনে করলে অনেক আয় করা যায় তবে এইগুলা আসলে অনেকটা বিরক্তিকর কাজ।
jr. member
Activity: 30
Merit: 2
December 08, 2021, 11:23:10 PM

ধন্যবাদ। হ্যাঁ দেখলাম অনেক ক্যাম্পেইন আছে যেগুলোতে ইউটিউব ব্লগ রাইটিং আছে কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম বাউন্টি করে পেমেন্ট পেতেও পারি নাও পেতে পারি, এক্ষেত্রে এত কষ্ট করে ইউটিউব ভিডিও এবং ব্লগ রাইটিং করে যদি পেমেন্ট না পাই তাহলে অনেক সময় নষ্ট হবে। ধন্যবাদ আপনার কথাগুলো মাথায় রাখবো  Wink

আপনি সব বাউন্টি জয়েন করলে তো হবে না। আপনাকে ক্যাম্পেইন ম্যানেজার দেখতে হবে, তাদের সাকসেস রেট দেখতে হবে। যে বাউন্টি জয়েন করবেন সেটা কেমন প্রজেক্ট দেখতে হবে। এইসব গুলো বিষয় ঠিক রেখে বাউন্টি করলে পেমেন্ট পাবেন। অনেকেই বলে বাউন্টিতে কোন কিছুই নেই। কিন্তু প্রকৃতপক্ষে বাউন্টি দিয়ে মিলিয়নিয়ার হয়েছে এমন নজির ও আছে। মিলিয়নিয়ার মানে ১০ লক্ষ এটা সবাই জানি তবে যেটা জানি না সেটা হল এক ব্যক্তি ১ মিলিয়ন ডলারের বেশিও আয় করেছে।
বাউন্টির ম্যানেজমেন্ট এবং তাদের আগের প্রুভ দেখে দেখে বাউনন্টি করবেন তবেই আপনি পেমেন্ট পাবেন। এতে আপনি উপকৃত হবেন। অযথা সব বাউন্টি করে লাভ নাই। আর ভালো প্রজেক্ট ভালো হলে বাউন্টি থেকে যে টোকেন টা পাবেন সেটা মার্কেট প্লেসে যদি হিট করে তাহলে তো কপাল ভালো । লেগে থাকতে হবে শুধু । আমি এক বাউন্টি থেকে ৩$ এর টোকেন পাইছিলাম অবহেলা করে ফেলে রাখছিলাম এক মাস পর বিএসসি ওয়ালেট চেক করতে গেলাম দেখি অবহেলিত টোকেন এর দাম ১৬৯০$ হয়ে গেছে । তাহলে দেখেন । ক্রিপ্ট হলো এমন । তাই যারা দৈর্য্য ধরতে পারে তারা ভালো কিছুই পায়।।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 08, 2021, 11:01:12 PM
ক্যাম্পেইন ম্যানেজার দেখতে হবে, তাদের সাকসেস রেট দেখতে হবে। যে বাউন্টি জয়েন করবেন সেটা কেমন প্রজেক্ট দেখতে হবে।
এভাবে ৩ টা প্রোজেক্ট দেখতে যে সময় লাগবে ঐ সময় এ কম পক্ষে ১০ টা প্রোজেক্ট এ কাজ করা যায়। তাই যারা এরকম প্রোজেক্ট এ কাজ করে তারা সাধারন্ত এত কিছু দেখে নাহ। যা আছে কপালে বলে চালিয়ে দেয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 08, 2021, 10:57:48 PM

ধন্যবাদ। হ্যাঁ দেখলাম অনেক ক্যাম্পেইন আছে যেগুলোতে ইউটিউব ব্লগ রাইটিং আছে কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম বাউন্টি করে পেমেন্ট পেতেও পারি নাও পেতে পারি, এক্ষেত্রে এত কষ্ট করে ইউটিউব ভিডিও এবং ব্লগ রাইটিং করে যদি পেমেন্ট না পাই তাহলে অনেক সময় নষ্ট হবে। ধন্যবাদ আপনার কথাগুলো মাথায় রাখবো  Wink

আপনি সব বাউন্টি জয়েন করলে তো হবে না। আপনাকে ক্যাম্পেইন ম্যানেজার দেখতে হবে, তাদের সাকসেস রেট দেখতে হবে। যে বাউন্টি জয়েন করবেন সেটা কেমন প্রজেক্ট দেখতে হবে। এইসব গুলো বিষয় ঠিক রেখে বাউন্টি করলে পেমেন্ট পাবেন। অনেকেই বলে বাউন্টিতে কোন কিছুই নেই। কিন্তু প্রকৃতপক্ষে বাউন্টি দিয়ে মিলিয়নিয়ার হয়েছে এমন নজির ও আছে। মিলিয়নিয়ার মানে ১০ লক্ষ এটা সবাই জানি তবে যেটা জানি না সেটা হল এক ব্যক্তি ১ মিলিয়ন ডলারের বেশিও আয় করেছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 08, 2021, 01:53:33 PM
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?
বাউন্টি অনেক সময় সাপেক্ষ তবে আপনি যদি অনেক বাউন্টি করেন সেটা কিছু স্প্রেডশিটে ডিটেইলস এড করে রাখেন, তাহলে মোটামুটি অটোমেশন আনা যায়। এতে আপনি একসাথে অনেক বাউন্টি করতে পারবেন যে। তবে আমার মনে হয় না বাউন্টি থেকে খুব ভালো কিছু পাবেন। আগে নাকি খুব ভালো ছিল বাউন্টি।
আর যাই হোক এইটা কখনো পেশা হতে পারে না। এইটা যে কোন সময় বন্ধ হতে পারে। এইটা নির্দিষ্ট আয়ের উৎস হতে পারে না। পার্শিয়াল একটা ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন।
ধন্যবাদ । হ্যাঁ এটা আমি চিন্তা করেছি যে পেশা হিসেবে নেওয়া যাবে না বিষয়টা অনেক আজ আছে কাল নেই এরকম, দেখতেছি এখানে অনেক সময় লাগে কিন্তু পারিশ্রমিক কম।


সকল কাজেই সময় লাগে এবং কমবেশি সময়সাপেক্ষ। তাই কঠোর পরিশ্রমি না হয়ে, কৌশলী হয়ে উঠেন। Wink আর আপনি বাউন্টির কাজগুলোকে ৪র্থ বিষয়ের মতো নিতে পারেন। চাইলে আপনি ব্লগ রাইটিং ও ভিডিও ক্যাম্পেইনগুলো করতে পারেন। যেগুলো তেমন সময় লাগবে নাহ, শুধুমাত্র কপিরাইনিং এ দক্ষতা লাগবে। আর যেহেতও ওয়েব ডিজাইনের কাজ শিখতেছেন, সেটা চালিয়ে যান। আশা করি, ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন।  Smiley

ধন্যবাদ। হ্যাঁ দেখলাম অনেক ক্যাম্পেইন আছে যেগুলোতে ইউটিউব ব্লগ রাইটিং আছে কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম বাউন্টি করে পেমেন্ট পেতেও পারি নাও পেতে পারি, এক্ষেত্রে এত কষ্ট করে ইউটিউব ভিডিও এবং ব্লগ রাইটিং করে যদি পেমেন্ট না পাই তাহলে অনেক সময় নষ্ট হবে। ধন্যবাদ আপনার কথাগুলো মাথায় রাখবো  Wink
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 08, 2021, 01:40:57 PM
ক্রেইগ রাইট সম্প্রতি একটি মামলা জিতেছেন যেখানে হারলে তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন দেয়া লাগত। কিন্তু কিছু মানুষ এইটাকে ভিন্ন ভাবে ছড়াচ্ছেন। তারা বলছেন ক্রেইগ রাইট সাতশি নাকামতো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এইটা সম্পুর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। ক্রেইগ রাইট একটা ফ্রড।

শুধুমাত্র আমরা যে এড্রেসগুলো সাতশি নাকামতোর হিসেবে জানি সেই এড্রেসগুলো থেকে মেসেজ সাইন করলেই আসল সাতশিকে পাওয়া যাবে। প্রমান করার অন্য কোন পথ নেই।

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট। কিন্তু এই বুলরানের শুরুতে একটি এড্রেস ১১ বছর পর এক্টিভ হয়েছিল এবং বিটকয়েন ট্রান্সফার করেছিল। তখনই তো প্রমাণ হয়েছিল যে, ক্রেগ মিথ্যাবাদী।  Grin Grin আমি আর বেশি কিছু বলবো নাহ, নইলে অনেকে ভাববে যে আমি সাতোশি ।  Grin


আরেকটি প্রশ্ন হচ্ছে আমার "যে বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা?"
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?

সকল কাজেই সময় লাগে এবং কমবেশি সময়সাপেক্ষ। তাই কঠোর পরিশ্রমি না হয়ে, কৌশলী হয়ে উঠেন। Wink আর আপনি বাউন্টির কাজগুলোকে ৪র্থ বিষয়ের মতো নিতে পারেন। চাইলে আপনি ব্লগ রাইটিং ও ভিডিও ক্যাম্পেইনগুলো করতে পারেন। যেগুলো তেমন সময় লাগবে নাহ, শুধুমাত্র কপিরাইনিং এ দক্ষতা লাগবে। আর যেহেতও ওয়েব ডিজাইনের কাজ শিখতেছেন, সেটা চালিয়ে যান। আশা করি, ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন।  Smiley
Jump to: