Author

Topic: বাংলা (Bengali) - page 345. (Read 5698470 times)

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
December 15, 2021, 08:06:32 AM
তারপর বলেন গতকালের বিলিয়নিয়ার কারা কারা আছেন?
ভাই আমি একজন আছি।আমি যখন ওয়ালেটে ডুকি তখন সুয়ে থাকা থেকে উঠে বশে আগে এক্সচেন্জ এ যাই। আফসোস এক্সচেন্জ এ রেট ঠিক ছিলো।শুধু ওয়ালেটে বেশি দেখাচ্ছিলো।পড়ে নিউজ খুজি ও মেইন বোর্ড এ একটা টপিক ক্রেট করি।পড়ে জানতে পাড়ি সমস্যাটির কথা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 15, 2021, 07:57:20 AM
তারপর বলেন গতকালের বিলিয়নিয়ার কারা কারা আছেন? আমার আফসোস আমি নিজেকে বিলিয়নিয়ার হিসেবে দেখতে পারলাম না কারন যে সময়ে কয়েনমার্কেটক্যাপ এর ত্রুটি হয়েছিল তখন আমি এক্টিভ ছিলাম না।
বাংলাদেশে যারা ক্রিপ্টোকারেন্সি নিউজ কভার করে তাদের কোন লিস্ট কারো জানা আছে?
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
December 15, 2021, 07:18:44 AM

বিটকয়েনের কোন সমস্যা হয় নি।সাম্প্রতি সময়ে(বাংলাদেশ সময় রাত ৩টার দিকে) কয়েন মার্কেট ক্যাপের প্রাইজ সমস্যা দেখা দিয়েছিলো।সকল টোকেনের দাম দেখাচ্ছিলো হাজারো গুন বৃদ্ধিতে।কিন্তু তা বর্তমানে তারা ঠিক করেছে।

আপনি বেশি করে ফোরামে পড়ার প্রতি আগ্রহি হন ও যা জানেন তা অন্যকে জানান।তবে কোন থ্রেড তৈরি করার আগে তা সার্চ করে দেখে নিবেন আগে থেকেই আছে কি না।প্রথম পাতায় সকল নিয়ম দেওয়া আছে,সেখানে কিভাবে মেরিট পাবেন তাও দেওয়া আছে।একটু কষ্ট করে পড়ে বুঝে নিবেন।

এটা বাংলাদেশের থ্রেড। আর এখানে যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি।আপনি এখানে বাংলাতেই কথা বলবেন।
jr. member
Activity: 392
Merit: 1
December 15, 2021, 07:11:35 AM
<>
Quote

*ALPACAFIN.CO... (ALPACA)
*BestAir.io (AIR)
*BNBW.IO (BNBW)
* BSCTOKEN.IO (BSCTOK...)
*GoFlux.io (FLUX)
* Minereum BSC (MNEB)
*ShibaDrop.io (SHIB)
*TheEver.io (EVER)
*AirStack.net (AIR)
*TheVera.io (VERA)


এই টোকেন গুলো থেকে সাবধান


কিছু টোকেন কেউ আগেই উল্লেখ করেছে।আপনি যে টোকেন এর কথা বলেছেন তা এখানে উল্লেখ আছে।আমি মনে করি আগে সার্চ করে দেখাটাই সবথেকে ভালো। আপনি যা পোষ্ট করবেন তা আগে থেকে কেউ করেছে কি না বা তার উত্তর আছে কি না।
newbie
Activity: 406
Merit: 0
December 15, 2021, 01:18:38 AM
বিটকয়েন কি সমস্যা  হইছে ? কি গুজব শুনছি




পিলিজ একটু জানাবেন?



স‍্যার আমি ম‍্যারিট পাবো  কি করলে?




স‍্যার পিলিজ একটু জানাবেন?



আমি বাংলাদেশি

[moderator's note: consecutive posts merged]
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 14, 2021, 02:52:13 PM
যারা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন প্রজেক্টের আপডেট কিংবা আইডিও/টোকেনসেল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান, তারা নিচের চ্যানেলে যোগদান করতে পারেন।
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/bitbytecrypto_ann
Twitter: https://twitter.com/officialbitbyte



Contract address : 0xd22202d23fe7de9e3dbe11a2a88f42f4cb9507cf

হয়তো এই টোকেনের কথা আগেও কেউ বলেছেন এটা ফ্যাক টোকেন।

ইতিমধ্যে অনেকেই এটি নিয়ে এই ফোরামে আলোচনা করেছে। আর একটি বিষয় হলো, টিম কিছুটা স্ক্যামিং সিস্টেম ব্যবহার করে। যেসব টোকেন পেয়েছেন, এগুলো অন্য কাউকে পাঠাতে পারবেন নাহ। আর যদি অন্য এড্রেসে পাঠাতে চান কিংবা বিক্রি করতে  চান, তাহলে আপনাদেরকে আপগ্রেড করতে হবে। আবার অনেকেই আপগ্রেড করার পরও টোকেন বিক্রি কিংবা অন্য এড্রেসে পাঠাতে পারে নাহ। তাই এটি থেকে দূরে থাকেন।
A_L
jr. member
Activity: 55
Merit: 3
December 14, 2021, 12:19:37 PM
Contract address : 0xd22202d23fe7de9e3dbe11a2a88f42f4cb9507cf

হয়তো এই টোকেনের কথা আগেও কেউ বলেছেন এটা ফ্যাক টোকেন।আসলে আপনি ঠিক যে কোন কিছু ফ্রিতে পেলে তার মূল্য থাকে না।তাই ফ্রিতে কোনকিছু পেলে তা বিক্রি করতে গিয়ে ধরা খাবেন না।বিশেষ করে কোন কারন ছাড়া কেউ আপনাকে কেউ এক $ ও দিবে না ফ্রিতে এটা মনে রাখবেন।

আপনি কোন টোকেন যদি ওয়ালেটে পেয়ে থাকেন তা আগে যাচাই করবেন কোন ক্যাম্পেইন বা কিনেছেন কিনা।অন্যথায় আপনি তাদের ওয়েব সাইড ও চেক করে নিতে পারেন।তাদের সোসিয়াল লিংক গুলোকে যাচাই করুন ও পড়ে সিন্ধান্ত নিন।
jr. member
Activity: 560
Merit: 2
December 14, 2021, 11:30:47 AM
Contract address : 0xd22202d23fe7de9e3dbe11a2a88f42f4cb9507cf


সর্তকতা-

ফোরামের অনেকেই হয়তো জানে না এই টোকেনটি একটি ফেইক টোকেন।তাই আবেগের বর্হিভূত হয়ে এটা ট্রান্সজেকশন করতে যাবেন না।এতে আপনার ওয়ালেট হ্যাক হবার সম্ভবনা থাকবে।আপনি আসলে যে টোকেনটি ক্রয় বা কোন ক্যাম্পেইন থেকে না পেয়ে থাকবেন তার দিকে কোন গুরুত্ব দিবেন না।যে টোকেনটা আপনি ফ্রিতে পাবেন বুঝে নিবেন যেটার কোন মূল্য আপনার কাছে নেই।যদি আপনি সেই টোকেনের দাম দেখে তা বিক্রি করতে যাবেন তখন আপনার ওয়ালেট এ থাকা সব টোকেন হারাতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 14, 2021, 07:46:57 AM
অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ AscendEX হ্যাকের শিকার হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি হ্যাকের শিকার হয়েছিল। বলা হচ্ছে সেটার ধারাবাহিকতায় AscendEX এর ঘটনাটি ঘটেছে।
সর্বশেষ আপডেট অনুযায়ী হ্যাকার বিটফাইনেক্স, ওকেক্স এবং বাইন্যান্সে কিছু কয়েন ডিপোজিট করেছে যেগুলোর মাধ্যমে মোটামুটি চেষ্টা করতেছে তথ্যগুলো জেনে নেয়ার। এক্সচেঞ্জগুলো জানিয়েছে তারা এই ব্যাপারে সহায়তা করবে। বিস্তারিত- https://twitter.com/AscendEX_Global/status/1470470188801921037?t=gXC2EjWM5tXivvpkLN0r9Q&s=19
sr. member
Activity: 476
Merit: 523
December 14, 2021, 03:14:40 AM
অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ AscendEX হ্যাকের শিকার হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সি হ্যাকের শিকার হয়েছিল। বলা হচ্ছে সেটার ধারাবাহিকতায় AscendEX এর ঘটনাটি ঘটেছে।



Source: https://www.coinalap.com/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9A%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95/
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 13, 2021, 02:25:19 PM

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক

যখন ওই ট্রান্সজেকশনটি হয়েছিল, তখন সম্ভবত আমি বাংলা লোকাল সেকশনে পোষ্ট করেছিলাম কিংবা ফোরামের অন্য কোনো একটি টপিকে পোষ্ট করেছিলাম। আজকে অনেক রাত হওয়াতে আর সেটি খুজে বের করলাম নাহ, কালকে হয়তো সেটি বের করে পোষ্ট করবো।  Wink

আমি বহুত চেষ্টা করলাম খুজে বের করার পোষ্টটি, কিন্তু খুজে পেলাম নাহ। এর অবশ্য একটি কারণ রয়েছে, এই ঘটনাটি হয়েছিল ২০২০ সালের অক্টোবর/নভেম্বর মাসের দিকে এবং সেইসময় লোকাল বোর্ডে একটু কাহিনী হয়েছিল আমার সাথে অন্য কিছু বাঙালির। আর সেইমাসে প্রায় ১০টিরও বেশি পোষ্ট ডিলিট হয়েছিল একদিনের মধ্য, কেননা কেউ হয়তো ভুয়া রিপোর্ট করে দিয়েছিল। তাই পোষ্ট আর বের করতে পারলাম নাহ।  Undecided তবে আমি চেষ্টা করবো খুজে বের করার এবং যখন খুজে পাবো, তখন মেনশন করবো।  Wink
newbie
Activity: 1
Merit: 0
December 13, 2021, 01:38:28 PM
নিজের রিয়েল নাম দিয়েও একাউন্ট খুলতে পারি নাহ এতো এতো নাম এখন বিটকয়েন টকে, বাধ্যহয়ে এমন নাম দিতে হয়  Tongue ওয়েব ৩ বেস কে কি কয়েন কিনলেন?  কিছু সাজেশন দেন
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 13, 2021, 02:59:36 AM
আর মেরিট ফিরিয়ে দিবেন?এটা কোনভাবেই সম্ভব না।

আপনি যে মেরিট একবার পাবেন সে মেরিট আর কখনো ফেরত দিতে পারবেন নাহ। টাকা পয়সা হলে ফেরত দিতে পারতেন কিন্তু মেরিত কখনই ফেরত দেওয়া সম্ভব নাহ।
সাধারন ভাবে চিন্তা করলে আপনারা দুইজনেই সঠিক। তবে এইটাও জেনে রাখতে পারেন যে মেরিট রিভার্স এর ইতিহাসও আছে। সেটা শুধুমাত্র এডমিন নিজে হস্তক্ষেপ করে রিভার্স করতে পারেন। আমার যতদুর মনে পরে একটা একাউন্ট হ্যাক হয়েছিল এবং হ্যাকার ওই একাউন্ট থেকে অনেকগুলো মেরিট দিয়েছিল। এডমিন থিমস নিজে ওই মেরিট গুলো রিভার্স করেছিলেন।
থিমস রিভার্স করতে পারবেন তার কনফার্মেশন-
Only theymos can return the merit
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
December 13, 2021, 02:24:07 AM
তাই মার্কেট ডাম্পিং করলে অবশ্যই কখনও না কখনও পাম্প কর‌বে।
হ্যা, শুধু এই আশায় প্রহর গুনছি দীর্ঘদিন ধরে। কিছু করার নেই। হা-হুতাশ যারা করে তারা আসল গেইনটা পায় না। ধৈর্য যারা ধরে রাখতে পারবে প্যানিক না হয়ে তারাই মূলত লং রানে ভালো রিটার্ন নিয়ে ফিরতে পারবে। তাই অপেক্ষা করছি সেই মধুর মূহূর্ত উপভোগ করার জন্য।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 12, 2021, 07:42:04 PM
আমার কপি পোস্টটে আপনি যে মেরিট দিয়েছেন তা আপনি চাইলে আপনাকে আমি ফিরিয়ে দেবো।
আপনি যে মেরিট একবার পাবেন সে মেরিট আর কখনো ফেরত দিতে পারবেন নাহ। টাকা পয়সা হলে ফেরত দিতে পারতেন কিন্তু মেরিত কখনই ফেরত দেওয়া সম্ভব নাহ। Alfred, Lord Tennyson তার Tithonus কবিতা লিখেচেনঃ
Quote
'The Gods themselves cannot recall their gifts.'
মানে দেবতারা যে বর/পুরুস্কার একবার দেয় তা আর কখনও ফেরত নিতে পারেন নাহ। মেরিট ও তাই যা একবার দেওয়া হয় তা আর কখনো ফেরত নেওয়া সম্ভব নয়।
newbie
Activity: 19
Merit: 2
December 12, 2021, 02:12:32 PM
<>
খুপ সুন্দর করে প্রথম পাতায় ফোরামের নিয়ম গুলো দেওয়া আছে।সেখানে ৩৩ নং নিয়ম এ বলা হয়েছে কপি পেষ্ট নিষিদ্ধ।আপনি অবশ্যই প্রথম পাতা না দেখে এখানে পোষ্ট করেননি।
আর মেরিট ফিরিয়ে দিবেন?এটা কোনভাবেই সম্ভব না।কাউকে যদি মেরিট দেওয়া হয় সেটা কোনভাবে ফেরত দেওয়া যায় না।হ্যা তবে যদি আপনার কাছে s মেরিট থাকে তাহলে চাইলে মেরিট আপনি কাউকে দিতে পারেন।প্রতি দুটি মেরিট পেলে একটি  sমেরিট হয়।তাহলে কাউকে সেই একটি এস মেরিট আপনি দিতে পারেন।
jr. member
Activity: 336
Merit: 1
December 12, 2021, 10:56:05 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে বিনিয়োগ করে ধৈর্য হারা হলে চলবে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাজার সবসময় ওঠানামা করে। তাই কখন কি হয় বলা যায় না। এজন্য দীর্ঘমেয়াদী সময় ধরে অপেক্ষা করতে হবে। ক্রিপ্টোকারেন্সি বাজারে নিম্নমুখী পরিবর্তন আমাদের মেনে নিতে হবে। তবে আমি মনে করি বিনিয়োগ করে মার্কেট ডাম্পিংয়ের এর কথা মনে করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। তাই মার্কেট ডাম্পিং করলে অবশ্যই কখনও না কখনও পাম্প কর‌বে।
sr. member
Activity: 476
Merit: 523
December 12, 2021, 08:14:56 AM
sr. member
Activity: 476
Merit: 523
December 11, 2021, 10:35:08 AM
Q4.
আমি লোকাল বোর্ডের উপযোগে দৃঢ় বিশ্বাসী।
আমি যথেষ্ট ভাগ্যবান যে অন্তত কয়েকটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পেরেছি, কিন্তু আমি জানি যে এটি সবার ক্ষেত্রে হয় না।
ভাষা বা সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, আগ্রহের অভাব বা অন্য যে কোন কারণে বিভিন্ন কারণে শুধুমাত্র লোকাল বোর্ডে অনেক ব্যবহারকারী পোস্ট করেন।
আমি ব্যক্তিগতভাবে অনেক ভাল মেম্বারদেরকে চিনি (প্রধানত ইতালীয় বোর্ড থেকে, স্পষ্ট কারণে) যারা ইংরেজি পোস্ট করেন না।

আমি মনে করি এই সমস্ত ব্যবহারকারীরা আন্তর্জাতিক (ইংরেজি) বিভাগে বা অন্যান্য বোর্ডে পোস্ট করা অনেক ভাল বিষয়বস্তু মিস করছে।

আপনি যদি মনে করেন আপনি আমাকে সহযোগীতা করবেন, টপিক টি ভিজিট করুন!
sr. member
Activity: 476
Merit: 523
December 11, 2021, 09:01:09 AM
Main Article Link: Stock-to-Flow Model: Modeling Bitcoin's Value with Scarcity
Author: fillippone



কয়েকটা আর্টিকেল বিটকয়েনের জন্য অনেক বেশী ইম্প্যাক্টফুল হয়েছে প্ল্যান বি এর মতো।
তিনি স্টক-টু-ফ্লো পদ্ধতি ব্যবহার করে বিটকয়েন এর দাম মূল্যায়ন মডেল করার চেষ্টা করেছিলেন।
স্টক-টু-ফ্লো পদ্ধতি আর্থিক জগতে নতুন কিছু নয়, এটি দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। সাইফেডিন আমাউস তার বই "দ্য বিটকয়েন স্ট্যান্ডার্ড"-এ এটি প্রথম বিটকয়েনের ক্ষেত্রে ব্যাবহার করেছিলেন। তিনি এই পন্থাটি ব্যবহার করেছেন বর্ণনা করার জন্য কেন পণ্য এবং FIAT অর্থের তুলনায় বিটকয়েন একটি "উচ্চতর, কঠিন মূদ্রা"। প্ল্যান বি-র আর্টি কেলটি সাইফেডিয়ানের বইয়ের পরে প্রকাশিত হয়েছে। কিন্তু এর একটি বড় প্রভাব ছিল: এটা বিটকয়েনের মূল্য নির্ধারণের জন্য বিশেষভাবে ভিত্তি ছিল এবং বিটকয়েনের halving এ অসাধারণ প্রভাব ছিল।

এটা প্রকাশের সময় বিটকয়েনের মূল্য ছিল প্রায় USD 3,400।

এই থ্রেডে আমি এই আর্টিকেল সম্পর্কে কিছু ভুল ধারণার ব্যাখ্যা প্রদান করব, কিছু প্রায়শই উত্থাপিত প্রশ্নের উত্তর দেব, এই মডেলের সমালোচনা করব এবং আরও কিছু উন্নয়ন/এক্সপ্লেইন করব৷

মূল আর্টিকেল লিঙ্ক:

Modeling Bitcoin's Value with Scarcity




Quote
ভূমিকা:
সাতোশি নাকামোতো বিটকয়েন হোয়াইট পেপার ৩১ অক্টোবর ২০০৮ সালে প্রকাশ করেনভ বিটকয়েন জেনিসিস ব্লক ০৩ জানুয়ারি ২০০৯ সালে তৈরি করেন এবং ০৮ জানুয়ারি ২০০৯ বিটকয়েন কোড প্রকাশ করেন। সুতরাং এটার যাত্রা শুরু হয় যা আজকে $70bn বিটকয়েন (BTC) বাজারে নিয়ে আসে।
বিটকয়েন হল প্রথম দুষ্প্রাপ্য ডিজিটাল মুদ্রা যা বিশ্বের প্রথম দেখা গেছে। এটি রুপা এবং সোনার মতো দুষ্প্রাপ্য (লিমিটেড সাপ্লাই), ইন্টারনেট, রেডিও, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে পাঠানো যেতে পারে।
"একটি পরীক্ষা হিসাবে কল্পনা করুন যে সোনার মতো দুষ্প্রাপ্য একটি ধাতু ছিল কিছু বৈশিষ্ট্যগুলির সাথে: বিরক্তিকর ধূসর রঙ, বিদ্যুতের ভাল পরিবাহী নয়, বিশেষত শক্তিশালী নয়। কোনো ব্যবহারিক বা আলংকারিক কাজে উপযোগী নয় .. এবং এটি একটি বিশেষ, যাদুকরী সম্পত্তি: একটি যোগাযোগের মাধ্যমে ট্রানজেকশন করা যেতে পারে" — সাতোশি নাকামতো

অবশ্যই এই ডিজিটাল মূদ্রার মূল্য আছে। কিন্তু কত? এই আর্টি কেলে আমি স্টক-টু-ফ্লো ব্যবহার করে ঘাটতি পরিমাপ করেছি এবং বিটকয়েনের মান মডেল করতে স্টক-টু-ফ্লো ব্যবহার করেছি।

৩১ টি অনুবাদ ইতিমধ্যে তালিকা করেছি, আরও তালিকা করা হবে (পেলে আমি সেগুলি এখানে যোগ করব)।

Arabic
Armenian
Bulgarian
Chinese
Croatian
Czech
Dutch
Finnish
French
Frisian
German
Georgian
Greek
Gujarati
Hebrew
Hindi
Indonesian
Italian
Japanese
Korean
Norwegian
Persian
Polish
Portuguese
Romanian
Russian
Slovenian
Spanish
Swedish
Turkish
Vietnamese

লাইভ স্টক-টু-ফ্লো মূল্য:
Bitcoin Stock-to-Flow model live chart



লাইভ স্টক-টু-ফ্লো ড্যাশবোর্ড:
বিটকয়েনের স্টক ফ্লো টি এনালাইসিস করেছেন by @hansolar21



F.A.Q. ( যে প্রশ্ন গুলো মাঝেমধ্যেই এসে থাকে)

স্টক-টু-ফ্লো মডেল সম্পর্কে অনেক প্রশ্ন আছে। এর মধ্যে অনেকের উত্তর ইতিমধ্যে অনেক পডকাস্টে দেওয়া হয়েছে (উত্তরের পরে রেফারেন্স দেখুন)। আমি এখানে অনেকটা প্লান বি এর পুনরাবিৃত্তি করব, উত্তর বর্ণনা করতে আমি PlanB-এর শব্দ ব্যবহার করব, প্রয়োজন হলে আমার কিছু মতামত যোগ করব।

Q1.
Quote
স্টিফান লিভেরা: আমি মনে করি এখানে চিন্তা করার জন্য অন্যতম কারণটি হল যে, তা হল বিটকয়েনের বাজার সুইং করতে পারে, অথবা এটি ওভারশুট এবং তারপর আন্ডারশুট করতে পারে। আপনি এটা একটু আলোচনা করতে পারেন?

A1.
Quote
PlanB: ঠিক। হতে পারে আমরা যখন মডেলটি সম্পর্কে পরে কথা বলি, আপনি দেখতে পাবেন যে এটার শতভাগ সঠিকতা নেই। কারণ এটি একটি মডেল মাত্র, তাই এই সমস্ত FOMO অ্যাকশন এবং বুল মার্কেট এবং ভয় সহ্য করে, এসব কিন্তু সেখানে নেই এবং আপনি চার্টেও তা দেখতে পাচ্ছেন। সুতরাং, স্টক-টু-ফ্লো-এর উপর ভিত্তি করে মডেলের দাম নির্ধারণ করা খুবই সহজ। কিন্তু প্রকৃত বাজার ভিন্ন, অবশ্যই, যেখানে ভয় এবং লোভ খেলা করছে, তাই এটাকে overshoots এবং undershoots বলা হয়। সাধারণত, মার্কেট মডেলের মানের থেকে 3-10 গুণ বেশি থাকে, কিন্তু সর্বাধিক 50% আন্ডারশুট করে, তাই আমি ভেবেছিলাম, "ঠিক আছে, যদি আমরা 'আজকে একটি মডেল মান $6000-এর একটু উপরে দেই, সেই হিসেবে $3000-এর (50%) বর্তমান বিয়ার মার্কেটের নীচে থাকা উচিত। তবে, হ্যাঁ, আমি এটিকে এভাবেই দেখি।
SLP67

Q2.
Quote
ওহ, halving price কি এখানে আছে? ” এবং আমি মনে করি এটি অন্যান্য বিতর্কে আপনি কোথায় দাঁড়িয়েছেন তা নিয়ে কথা বলে। উদাহরণস্বরূপ, মার্কেট অনুমানের দক্ষতা । এমনকি সাইফেডিয়ান নিজেও এই কথাটির উপর একই রকম মন্তব্য করেছেন একজন অস্ট্রিয়ান হিসেবে, “দেখুন, জ্ঞান সবাইকে সমানভাবে দেওয়া হয় না, তাই আমাদের অনুমান করা উচিত নয় যে EMH এর শক্তিশালী রূপ বলা যেতে পারে, এমনকি সম্ভবত EMH এর দুর্বল রূপ সম্পর্কে চিন্তা করার একটি ভাল উপায় না। "কিন্তু তারপরে শিকাগো স্কুল এবং অন্যান্য স্কুলেন অন্যরা রয়েছে যারা এটিতে বিশ্বাস করতে পারে৷ এটা নিয়ে আপনার অবস্থান কি?

A2.
Quote
PlanB: এটা একটি খুব আকর্ষণীয় পয়েন্ট। প্রকৃতপক্ষে, এটি আমার প্রথম চার্টগুলির মধ্যে একটি, রঙ ওভারলে সহ অর্ধেক চার্ট। এটি পরবর্তী অর্ধেক হওয়া পর্যন্ত মাসের সাথে বিটকয়েনের দাম দেখাবে। এবং আপনি সেই চার্ট থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে অর্ধেক মূল্য নির্ধারণ করা হয়নি। বা অন্তত গত দুইবার মূল্য নির্ধারণ করা হয়নি। সুতরাং, আমার সর্বোত্তম অনুমান হবে এটি এখন মূল্য নির্ধারন করা নয়, পরবর্তী অর্ধেক মে 2020, তবে দক্ষ মার্কেট অনুমান। এটা অদ্ভুত ধরনের। যদিও হাভিং এর মূল্য নির্ধারন করা উচিত। প্রকৃতপক্ষে, আমি দক্ষ মার্কেট অনুমানের একজন বড় বিশ্বাসী, অথবা অন্ততপক্ষে এটি বেশিরভাগ লোকের জন্য একটি প্রথম সূচনা পয়েন্ট হিসাবে ব্যবহার করা উচিত যাদের ভিতরের তথ্য, বা বিশেষ জ্ঞান, বা একটি বড় ট্রেডিং রুম সম্পর্কে জানে না। দক্ষ বাজার মূল্য হল সর্বোত্তম মূল্য, তারা এটির উপর নির্ভর করতে পারে, এবং এটি বিশেষত সত্য যদি বাজারগুলি সত্যিই বড় লিকুইডেটেড হয়, আমি মনে করি এটি এক অর্থে বিটকয়েনের জন্য সত্য। এটি ৮০ বিলিয়ন ডলারের বাজারের মতো (বর্তমানে ১ ট্রিলিয়নের বেশী)।
SLP67


Q3.

Quote
স্টিফান লিভেরা: [...]"ওহ, আপনি কি Altcoins-এ স্টক-টু-ফ্লো বিশ্লেষণ বা মডেলিং ব্যবহার করতে পারেন?” [...]"

A3.
Quote
PlanB: ঠিক, হ্যাঁ. এটি আমার কাছে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন, আপনি কি Litecoin বা বিটকয়েন Cash বা Ethereum-এর জন্য একটি স্টক-টু-ফ্লো মডেল তৈরি করতে পারেন? তো চলুন একটু গভীরে ঢোকা যাক। এই স্টক-টু-ফ্লো বিশ্লেষণের জিনিসটি আসলেই এটি অবিস্মরণীয় ব্যয়বহুলতার উপর ভিত্তি করে। তাই হয়তো আমাদের প্রথমবারের শ্রোতাদের জন্য এক ধাপ পিছিয়ে যান। স্টক-টু-ফ্লো হল স্টক বা রিজার্ভ বা বিটকয়েনের মতো কিছু ১৭ মিলিয়ন, প্রায় ১৮ মিলিয়ন স্টক, এবং এটা প্রবাহ দ্বারা বিভক্ত, তাই স্টক-টু-ফ্লো এবং প্রবাহ হল সুরক্ষা। এবং এটি এই মুহূর্তে প্রতি বছর প্রায় ০.৭ মিলিয়ন বিটকয়েন। এবং যদি আপনি এই দুটিকে ভাগ করেন, আপনি ২৫ নম্বর পাবেন এবং ২৫ হল বিটকয়েনের স্টক-টু-ফ্লো নম্বর।

PlanB: এবং এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, আমি বলতে চাচ্ছি যে আর্টিকেলে আমি এটাকে ঘাটতি হিসেবে বলেছি। কিন্তু প্রকৃতপক্ষে স্টক থেকে প্রবাহের মূল চাবিকাঠি হল স্টককে স্ফীত করতে উত্পাদনের অক্ষমতা। যদি স্টক যথেষ্ট বড় হয় এবং উৎপাদন কোনোভাবে রাখা বা সীমাবদ্ধ থাকে তাহলে উৎপাদন এবং উৎপাদক স্টক স্ফীত করতে সক্ষম হবে। এবং আমরা জানি যখন নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানি বা সরকার স্টক বাড়াতে পারে তখন আপনি কী ধরনের সমস্যা হয়। উদাহরণ স্বরূপ জিম্বাবুয়ের দিকে তাকান, যেখানে মুগাবে যতটা জিম্বাবুয়ে ডলার চেয়েছিলেন প্রিন্ট করতে পারেন, এবং অর্থনীতির জন্য বিপর্যয়কর প্রভাব পড়েছে। তবু তিনি প্রিন্ট করেছেন। আর ভেনেজুয়েলার মাদুরোর ক্ষেত্রেও তাই। এবং আপনি এই মুহূর্তে ডলার এবং ইউরো থেকে পরিমাণগত সহজীকরণের সাথে একই কথা বলতে পারেন। তারা মুদ্রণ করছে... আমাকে প্রিন্টিং বলতে অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু ইলেকট্রনিক ডলার, এবং ইউরো এবং ইয়েন তৈরি করা হচ্ছে ব্যাঙ্কগুলি এবং পুরো অর্থনীতিকে বাঁচাতে।

PlanB: তাই স্টককে স্ফীত করছে উৎপাদনের অক্ষমতা। যা স্টক-টু-ফ্লো জিম্বাবুয়ে এবং ভেনিজুয়েলার ফিয়াট মুদ্রায় এবং বর্তমানে পরিমাণগত সহজীকরণে আমরা যে জিনিসগুলি দেখতে পাই তা প্রতিরোধ করতে পারতো। আমরা যদি এটি ক্রিপ্টোতে প্রয়োগ করি, আপনি যদি চান, তাহলে ডিসেন্ট্রালাইজ করা জরুরী। আর যদি ডিসেন্ট্রালাইজড না করা হয়, তবে যদি একজন ব্যক্তি, একটি কোম্পানি বা একটি দেশ আর্থিক নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, ডিসেন্ট্রালাইজ না করেই। তবে ব্যক্তি বা সরকার, বা কোম্পানি, এটি আরও বেশি মুদ্রা তৈরি করে স্টক স্ফীত করে ফেলবে। যেমনটা জিম্বাবুয়ে করে ফেলেছে।

PlanB: উদাহরণস্বরূপ, Ripple কে ধরুন। রিপলের সিইও যদি তা চান তবে তিনি আরও একশ বিলিয়ন রিপল তৈরি করতে পারেন (কারন এটার কোনো সাপ্লাই নির্ধারন করা নেই) । এবং আপনি যদি ইথেরিয়ামের দিকেও তাকান, তবে ইথেরিয়াম সাপ্লাইয়ের উপর কোনও ক্যাপ ছিল না এবং এখন তারা এটি পরিবর্তন করেছে। তাই তারা অর্থ সাপ্লাই পরিবর্তন করছে। এটি কী ছিল বা কী হবে তা না। অর্থ সাপ্লাই, তবে তারা যে এটি পরিবর্তন করতে পারে। একজন বিনিয়োগকারী হিসাবে এটিই আমি চিন্তিত হব। বিটকয়েনে সম্পূর্ণ ভিন্ন। বিটকয়েন, আপনার কাছে অনেক নোড সহ এই পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক রয়েছে এবং আপনি নিজেই অর্থ সরবরাহ যাচাই করতে পারেন। অর্থ সরবরাহ কতটা তা জানাতে আপনি একটি ব্যাঙ্ক বা কোম্পানি বা ডেটা সেন্টারের মতো তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল নন।

PlanB: আপনি টোটাল সাপ্লাই পরিবর্তন করতে পারবেন না বা সেই ম্যাজিক ২১ মিলিয়ন কয়েন নম্বর পরিবর্তন করতে পারবেন না। এবং আপনি যদি তা করেন তবে আপনি মূলত বিটকয়েন ফোর্কিং করে বিটকয়েন থেকে দূরে থাকবেন। এবং, হ্যাঁ, আমার ধারণা কেউ আপনাকে অনুসরণ করবে না। অনেকটা বিটকয়েন ক্যাশের মতো। হ্যাঁ, তবে আপনি করতে পারেন, তবে অন্যরা আপনাকে অনুসরণ করবে বলে আশা করবেন না। হয়তো একটি শেষ কথা উল্লেখ করতে হবে যে Altcoins-এ স্টক-টু-ফ্লো-এর তাত্ত্বিক দিক থেকে, অর্থ উৎপাদন করা কঠিন, সোনার মতো ব্যয়বহুল।

PlanB: সমুদ্র বা গ্রহাণুতে থাকা সোনার খনি খুব ব্যয়বহুল হবে। এবং বিটকয়েনের ক্ষেত্রেও এটা একই। এটিতে একটি হ্যাশ-ভিত্তিক প্রুফ-অফ-ওয়ার্ক এর মতো একটি খুব উচ্চ হ্যাশ হার রয়েছে। তাই বিটকয়েন মাইনং করতে অনেক বিদ্যুত খরচ হয়, এবং এটি অবশ্যই অনেক Altcoins-এর জন্য সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, Ripple এ কোন কাজের প্রমাণ নেই বা Bitcoin Cash এর কোন হ্যাশ রেট নেই, তাই কোন নিরাপত্তাও নেই। এদিকে এটা আমাকে একজন বিনিয়োগকারী হিসাবে কিছুটা নার্ভাস করে তুলবে। এবং যারা এই সম্পর্কে আরও জানতে চান, তারাই নিক সাজাবোর (যিনি এই শব্দটি উদ্ভাবন করেছিলেন এবং অবিস্মরণীয় ব্যয়বহুলতার বর্ণনা দিয়েছেন) লেখা গুলো পড়ে আসবেন।

PlanB: অবিস্মরণীয় ব্যয়বহুলতার এই তাত্ত্বিক যুক্তির উপরে, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুটা সিদ্ধান্ত নিয়েছি। স্টক-টু-ফ্লো সহ Altcoin-এর মডেল করার জন্য অনেক চাহিদা ছিল। কার্যত এটি করা সম্ভব হবে কিনা তা দেখার জন্য। এবং এটি আসলে গবেষণার একটি স্ট্রেন যা আমি এই মুহূর্তে কোয়ান্টের একটি দলের সাথে কাজ করছি। এবং আমি আপনাকে ইতিমধ্যেই কিছুটা ধারনা দিতে পারি যে ফলাফলটা কী, এবং আমি সেই সম্পর্কেও কিছুটা টুইটও করেছি। সব অল্ট কয়েনের R-স্কোয়ার খুবই কম , তাই মডেলগুলি আসলে খুব ভালভাবে ফিট করে না। উদাহরণস্বরূপ, Litecoin, যা খুব আকর্ষণীয় কারণ সামনেই halving হবে। Litecoin এর R-স্কোয়ার ৩২%। এটি বিটকয়েনের ক্ষেত্রে ৯৫%। সেই তুলনায় ৩২% সত্যিই কম। তো বলা যায় এটার সাথে সেখানে কোন সম্পর্ক নেই। Ethereum এর R-স্কোয়ার  ৫০%। এর সাথে ডিসিআর, ডিক্রেডের মতো কয়েন গুলো আছে। আমি জানি না আপনি কীভাবে এটি সঠিকভাবে উচ্চারণ করেন, তবে ডিসিআর, ডিক্রেডের মতো কয়েন গুলোর 0% R-স্কোয়ার।

PlanB: সুতরাং অবিস্মরণীয় ব্যয়বহুলতার তাত্ত্বিক যুক্তি আপনাকে ইতিমধ্যেই এটা বলে যে অল্ট কয়েনের ক্ষেত্রে এটা সম্ভব নয়, কিন্তু আপনি যদি বাস্তবে কাজটি করেন এবং স্টক-টু-ফ্লো মডেলগুলি তৈরি করেন তবে ফলাফল খুব ভাল হবে না।[...]
SLP86

অল্টকয়েনের-এর জন্য কয়েকটি SF গ্রাফ: এখানে SF এবং মানের মধ্যে পারস্পরিক সম্পর্কের (এবং সমন্বয়) অভাব রয়েছে:

Jump to: