Author

Topic: বাংলা (Bengali) - page 345. (Read 5314632 times)

sr. member
Activity: 476
Merit: 523
November 19, 2021, 08:37:06 AM
newbie
Activity: 19
Merit: 2
November 19, 2021, 08:24:23 AM
আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি
কোন বিষয় সাহায্য জানার দরকার হলে প্রশ্ন করুন। আপনার এই পোষ্টটি অফ টপিক, যা পোষ্ট করা যাবে না( ফোরামের ২ নং নিয়ম)।
ভাই আপনি ফরামের নিয়ম গুলো ভালো করে পরুন।আপনি দুইটা পোষ্ট পরপর করেছেন যেটা নিয়ম মানে না।৩২ নাম্বার নিয়মে এক সাড়িতে একাদিক পোষ্ট করতে নিষেধ বলা হয়েছে। স্পাম এড়িয়ে চলুন। প্রথম পাতা থেকে নিয়ম গুলো ভালো করে পরুন।

আসা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 28
Merit: 0
November 18, 2021, 11:52:28 PM
আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি



I am also from Bangladesh, anyone reply please.

I ame also from Bangladesh. My home district is Tangail


I ame also from Bangladesh. My home district is pabna.


What about u bro?

[moderator's note: consecutive posts merged]
sr. member
Activity: 476
Merit: 523
November 18, 2021, 06:36:33 AM
এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
ভুল। আপনার উচিত এইটা নিয়ে আরো বিস্তারিত জানা।

বাউন্টি মানে হল বিভিন্ন প্রজেক্টের প্রমোশন এর বিনিময়ে রিওয়ার্ড। সে রিওয়ার্ড হতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কিংবা অন্য যে কোন কারেন্সি। এই ফোরামে রিওয়ার্ড হিসেবে দেয় টোকেন/কয়েন। এখন কথা হল বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট কেন BEP20 এড্রেস চায়। এর কারন হচ্ছে বর্তমানে বেশির ভাগ প্রজেক্ট বাইন্যান্স চেইনে লাঞ্চ হচ্ছে যেখানে আগে হত ইথেরিয়াম ব্লকচেইনে। ইথেরিয়াম এর গ্যাস ফি অবশ্যই একটা কারন তবে এখন সব প্রজেক্ট বাইন্যান্স এ টোকেন ক্রিয়েট করে যার কারনে ইথেরিয়াম এড্রেস আর চায় না।

ওনার কথা আংশিক সঠিক ধরে নিতে পারেন। এখন বেশিরভাগ প্রজেক্ট বাইনান্স স্মার্ট চেইনে হচ্ছে। ইথেরিয়াম চেইনে হচ্ছে না। প্রশ্ন হলো কেনো হচ্ছে না? কেনো প্রজেক্ট গুলো ইথেরিয়াম চেইন ব্যাবহার করছে না? কেনো সবাই বাইনান্স চেইনে প্রজেক্ট লঞ্চ করছে?

উত্তর টা এখানেই। বিগত ২ বছর যাবত ইথেরিয়াম এর ট্রাঞ্জেকশন ফি অনেক বেড়ে গেছে। অপর দিকে বাইনান্স চেইনে এটা অনেক বেশি সাশ্রয়ী।

তো গ্যাস ফি বেড়ে যাওয়ার কারনে সবাই এখন বাইনান্স চেইনে মুভ হচ্ছে এটা সঠিক। কিন্তু বাউন্টির সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেই কয়েন যেই চেইনে আছে, তারা সেই চেইনের এড্রেস ই চাইবে।

ধন্যবাদ
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 18, 2021, 06:19:22 AM
এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
ভুল। আপনার উচিত এইটা নিয়ে আরো বিস্তারিত জানা।

বাউন্টি মানে হল বিভিন্ন প্রজেক্টের প্রমোশন এর বিনিময়ে রিওয়ার্ড। সে রিওয়ার্ড হতে পারে বিটকয়েন কিংবা ইথেরিয়াম কিংবা অন্য যে কোন কারেন্সি। এই ফোরামে রিওয়ার্ড হিসেবে দেয় টোকেন/কয়েন। এখন কথা হল বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট কেন BEP20 এড্রেস চায়। এর কারন হচ্ছে বর্তমানে বেশির ভাগ প্রজেক্ট বাইন্যান্স চেইনে লাঞ্চ হচ্ছে যেখানে আগে হত ইথেরিয়াম ব্লকচেইনে। ইথেরিয়াম এর গ্যাস ফি অবশ্যই একটা কারন তবে এখন সব প্রজেক্ট বাইন্যান্স এ টোকেন ক্রিয়েট করে যার কারনে ইথেরিয়াম এড্রেস আর চায় না।
full member
Activity: 1526
Merit: 110
November 17, 2021, 03:24:55 PM
erc20 এর গ্যাস ফি টা কমলে ETH পজিশন অনেক ভালো হবে।
মার্কেটি সব সময় উঠা নামা করে এজন্য সোয়াপ করতে একেক সময় একেক রকম ফি চায়।
বর্তমানে ইথারিয়ামের পজিশন কি খারাপ আছে? অনেক বেশি গ্যাস ফি হলেও এখন পর্যন্ত কোন কয়েন এটিকে তার পজিশন থেকে নড়াতে পারে নাই।
আপনি নিচের লিংক থেকে বিভিন্ন সময় ইথারিয়ামের গ্যাস ফি জানতে পারবেন।
https://etherscan.io/gastracker
jr. member
Activity: 30
Merit: 2
November 17, 2021, 12:20:11 PM
বর্তমান প্রায় বাউন্টিতে Bep-20 address চাই। কিন্তু কিছুদিন আগে বাউন্টিতে ERC-20 address বেশিরভাগ চাইতো। তাহলে কি বর্তমান ইথেরিয়াম এর নেটওয়ার্ক ফ্রি বেশি হওয়ার কারণে বর্তমান বাউন্টিতে ERC-20 address চায়না। না অন্য কোন কারণে ?
এটার কারণ একটাই ভাই।
আগের বাউন্টি গুলোতে erc20 অ্যাড্রেস চাই তো কারণ তখন erc20 এড্রেসে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফি অনেক কম লাগতো। এখন এটা এমন হয়েছে যে অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে যা কল্পনার বাহিরে।
তাই বাউন্টি যারা ছাড়ে তারা এই দিকগুলো দেখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে erc20 পরিবর্তে bep20 কে ব্যবহার করছে।
বাউন্টি ম্যানেজমেন্ট গুলো এখন সব ধরনের বাউন্টি ছাড়ে এই erc20 পরিবর্তে bep20 ব্যবহার করতে বলে।✌️
বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলা যায় যে erc20 এর গ্যাস ফি যদি ভবিষ্যতে না কমে তাহলে erc20 এর সব ধরনের ট্রানজেকশন আস্তে আস্তে বন্ধ করে দিবে সব ধরনের গ্রাহকরা।
ইতিমধ্যেই দেখা যাচ্ছে erc20 গ্যাস ফ্রি জন্য 95% গ্রাহকরা এর ব্যবহার বাদ দিয়ে  bep20 এর ব্যবহার শুরু করে দিয়েছে।
এমন অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে erc20 এর ব্যবহার বন্ধ হয়ে যাবে।
এছাড়া আর কোনো কারণ বর্তমানে দেখা যাচ্ছে না
ধন্যবাদ
ভালো থাকবেন।

ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?
বর্তমান ETH এর গ্যাস ফ্রী অনেক বেশি কিন্তু ইথার এর গ্যাস ফ্রী মার্কেটে অনেকটাই আপ ডাউন এ আছে। আমার কিছু ERC-20 টোকেন আছে আমি যখন সোয়াপ করতে যাই তখন একেক সময় একেক রকম ফ্রী চায়।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ইথিরিয়াম কয়েন ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে। এবং অনোন্য কয়েন এর সাথে তুলনা করলে ইথিরিয়াম কয়েনের ব্যাপক জনপ্রিয়তা বেশি এবং ক্রিপ্টোকারেন্সি জায়গা দখল করে রয়েছে ইথেরিয়াম কয়েন। এবং ইথিরিয়াম কয়েন অনন্য কয়েন এর চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
erc20 এর গ্যাস ফি টা কমলে ETH পজিশন অনেক ভালো হবে।
মার্কেটি সব সময় উঠা নামা করে এজন্য সোয়াপ করতে একেক সময় একেক রকম ফি চায়।
newbie
Activity: 42
Merit: 0
November 17, 2021, 12:17:05 PM
বর্তমান প্রায় বাউন্টিতে Bep-20 address চাই। কিন্তু কিছুদিন আগে বাউন্টিতে ERC-20 address বেশিরভাগ চাইতো। তাহলে কি বর্তমান ইথেরিয়াম এর নেটওয়ার্ক ফ্রি বেশি হওয়ার কারণে বর্তমান বাউন্টিতে ERC-20 address চায়না। না অন্য কোন কারণে ?


আমরা বর্তমানে যে সমস্ত বাউন্টি করি তা থেকে আমরা যা প্রেমেন্ট পাই। তা যদি BEP-20 না হয়ে ERC-20 হয়। তাহলে দেখা যাবে,যে আমরা যে পরিমাণ পেমেন্ট পেয়েছি তার চেয়ে বেশি গ্যাস ফ্রি দিতে হচ্ছে । আমাদের কাজ করে কোন লাভ হচ্ছে না। ERC-20 তে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাস ফ্রি। যে বাউন্টিতে ERC-20 Address চায়।আমরা যদি সেই বাউন্টি থেকে 20$ প্রেমেন্ট পাই। তাহলে দেখা যাচ্ছে যে 20$ এর জন্য আমার গ্যাস ফ্রি দিতে 19$ চলে যাচ্ছে। আমার যা মনে হচ্ছে যে, অতিরিক্ত গ্যাস ফ্রি জন্যেই প্রায় সকল বাউন্টি তে এখন BEP-20 Address চায়। কেননা BEP-20 তে টোকেন গুলো দিলে আমরা খুব স্বল্প খরচেই তা এক্সচেঞ্জ করতে পারি। মোটামুটি ভালো রকম প্রফিট রয়ে যায়। এর জন্যই হয়তো বাউন্টি ম্যানেজাররা এখনকার প্রায় বাউন্টিতেই BEP-20 Address চায়। আবার যখন ERC-20 এর গ্যাস ফ্রি কমে যাবে। তখন হয়তো আবার প্রায় বাউন্টিতে ERC-20 Address দিতে বলবে। আমার যা মনে হয় ERC-20 Address না চাওয়ার প্রধান কারন হচ্ছে গ্যাস ফ্রি।
jr. member
Activity: 30
Merit: 2
November 17, 2021, 12:01:35 PM
ETH এর গ্যাস হ্রাসের সম্ভাবনা আছে কি?
ETH এর গ্যাস ফি কমার সম্ভাবনা এই সময়ে নেই বললেই চলে ।
কারন ETH এর গ্যাস ফি এখন বর্তমান সময়ে আকাশ ছোঁয়া। এই erc20 এর গ্যাস ফি গুলো এত বেশি যে বর্তমানে আর কেউ এই erc20 ব্যবহার করছে না। Erc20 এর জায়গা এখন Bep20 দখল করে নিয়েছে।
jr. member
Activity: 77
Merit: 3
November 17, 2021, 08:36:40 AM
বর্তমান প্রায় বাউন্টিতে Bep-20 address চাই। কিন্তু কিছুদিন আগে বাউন্টিতে ERC-20 address বেশিরভাগ চাইতো। তাহলে কি বর্তমান ইথেরিয়াম এর নেটওয়ার্ক ফ্রি বেশি হওয়ার কারণে বর্তমান বাউন্টিতে ERC-20 address চায়না। না অন্য কোন কারণে ?
sr. member
Activity: 476
Merit: 523
November 17, 2021, 07:21:30 AM
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 17, 2021, 04:50:16 AM
ভাই আপনার লিংক থেকে আমি কি ভাবে কা কে রিপোর্ট করতে পারি যদি একটু বুঝিয়ে দিতেন
ভাই আপনি ঠিক কি রিপোর্ট করতে চাচ্ছেন? আমি আপনার আগের পোস্টটি পড়েছি। যেটা বুঝলাম আপনি আপনার ব্যক্তিগত সমস্যার জন্য প্রতিশোধ টাইপের কিছু করতে চাচ্ছেন। যাই হোক, যদি ওইরকম কিছু হয় আমার মনে হয় আপনার না আগানোই ভালো। আর যদি ওরা সত্যি এমন কিছু করে থাকে যেটা ফোরাম রিলেটেড, তাহলে শেয়ার করেন। আমি একটি গাইডলাইন লিখেছি ফোরামের ট্রাস্ট সিস্টেম নিয়ে যেটা এই টপিকের শুরুতে আছে। ওইটাও দেখে নিতে পারেন।
full member
Activity: 1526
Merit: 110
November 17, 2021, 02:52:47 AM
ভাই আপনার লিংক থেকে আমি কি ভাবে কা কে রিপোর্ট করতে পারি যদি একটু বুঝিয়ে দিতেন
আমি যে লিংকটা আপনাকে দিয়েছি সেখানে গিয়ে নতুন একটা টপিক তৈরি করতে হবে। আর সেখানে আপনার অভিযোগগুলো প্রমাণসহ ব্যাখ্যা করতে হবে। যদি আপনার প্রমাণ যথেষ্ট হয় তবে ফোরামের DT মেম্বাররা অভিযুক্ত আইডিতে রেড ট্রাস্ট দিয়ে দিবেন।
jr. member
Activity: 854
Merit: 6
November 17, 2021, 01:58:56 AM
ভাই রিপোর্ট কোথায় করব আমি তেমন বুঝি না।
আর ফ্রম রুলস লিংক্টা আমাকে দিন।
ফোরাম রুলস সম্পর্কে আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন @tokyohd ভাইয়ের পোস্ট থেকে। আর আপনি যদি কারো সম্পর্কে রিপোর্ট করতে চান তবে নিচের লিঙ্কে গিয়ে রিপোর্ট করতে পারেন https://bitcointalk.org/index.php?board=129.0। তবে মনে রাখবেন ফোরামে একাধিক আইডি ব্যবহার করার অনুমতি আছে কিন্তু এসব আইডি ব্যবহার করে কোন নিয়ম ভঙ্গ করা যাবে না।
ভাই আপনার লিংক থেকে আমি কি ভাবে কা কে রিপোর্ট করতে পারি যদি একটু বুঝিয়ে দিতেন
full member
Activity: 1526
Merit: 110
November 16, 2021, 11:09:41 PM
ভাই রিপোর্ট কোথায় করব আমি তেমন বুঝি না।
আর ফ্রম রুলস লিংক্টা আমাকে দিন।
ফোরাম রুলস সম্পর্কে আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন @tokyohd ভাইয়ের পোস্ট থেকে। আর আপনি যদি কারো সম্পর্কে রিপোর্ট করতে চান তবে নিচের লিঙ্কে গিয়ে রিপোর্ট করতে পারেন https://bitcointalk.org/index.php?board=129.0। তবে মনে রাখবেন ফোরামে একাধিক আইডি ব্যবহার করার অনুমতি আছে কিন্তু এসব আইডি ব্যবহার করে কোন নিয়ম ভঙ্গ করা যাবে না।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
November 16, 2021, 09:17:53 PM
যদি একাধিক একাউন্ট খুলে থাকে তাহলে অবশ্যই তারা ব্যান খাবে, আর একাধিক একাউন্ট একই ব্যাক্তি দ্বারা খোলা হয়েছে এরকম কোনো প্রমান থাকলে বলুন আমি আপনাকে সাহায্য করব ভাইয়া৷

হ্যাঁ ভাই আমি প্রমাণ দিতে পারব কিন্তু আমার সময় লাগবে
আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই।

@Abir13. ভাই, মন চাইলেই যার তার আইডিতে রেড বা নেগেটিভ ট্রাস্ট দেওয়া যায় না। রেড ট্রাস্ট দেওয়ার জন্য DT মেম্বার হওয়া লাগে। আর কোন প্রুফ ছাড়া কারো আইডিতে রেড বা নেগেটিভ ট্রাস্ট দেওয়া উচিত নয়। যদি তারা ফোরামের কোন নিয়ম ভঙ্গ করে তবে আপনি নিজেও তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
ভাই রিপোর্ট কোথায় করব আমি তেমন বুঝি না।
আর ফ্রম রুলস লিংক্টা আমাকে দিন।


ভাই আপনি নিচের লিংকটি ভিজিট করে ফোরামের রুলস সম্পর্কে জানতে পারবেন। ওখানে পর্যায়ক্রমে ফোরামের রুলস সাজানো রয়েছে।   
https://bitcointalksearch.org/topic/m.55551271

কেউ যদি রুলস অমান্য করে অথবা একাধিক আইডি ব্যাবহার করে তাহলে অবশ্যই রিপোর্ট করুন (যদি প্রমান থাকে)।   
jr. member
Activity: 854
Merit: 6
November 16, 2021, 06:59:47 PM


ভাই আশা করি ভালো আছেন।
Bitcoin Id এখন অনেক ভাইরাল।
আমার এলাকায় অনেকে এই গুলা করে ছোট ছোট ছেলে পেলেরা করে,
এতে আমাদের অনেক সমস্যা হয় তারা এই গুলা বুজে না বুজে ভাইরাল করতেছে এদেরকে থামানো দরকার আর তার জন্য অদের id নস্ট করে দেওয়া দরকার আমি আপনার অনেক লেখা পরলাম অনেক ভালো লাগলো তাই আপনকে মেনশন করে মেসেজ দিলাম।
এদেরকে Red Trust মেরে id  নস্ট করে দিয়ে আমাকে একটু সাহায্য করবেন।
এইদের বয়স ১২/১৫ বছর হবে এরা Bitcointalk অনেক বড় ক্ষতি করতেছে নতুন নতুন আইডি খুলে।
যদি আমাকে সাহায্য করতে চান প্লিজ একটু আপনার টেলিগ্রাম ইউজার নেম টা দিবেন।
আমি আপনার উত্তর দিব তারাতাড়ি।
আমার ইউজার নেইমঃ @Abir827
দয়া করে খারাপ দিকে নেবেন না আমার কথা।
ধন্যবাদ ভাই

আগে ভাই জানুন রেডট্রাস্ট কি? কিভাবে কাজ করে৷ যদি তারা ফোরাম এর রুলস ফলো না করে অবশ্যই তারা ব্যান হবে। আর এই ফোরাম টা তৈরিই করা হয়েছে বিটকয়েন সম্পর্কিত সব আলাপ আলোচনার জন্য।

যদি একাধিক একাউন্ট খুলে থাকে তাহলে অবশ্যই তারা ব্যান খাবে, আর একাধিক একাউন্ট একই ব্যাক্তি দ্বারা খোলা হয়েছে এরকম কোনো প্রমান থাকলে বলুন আমি আপনাকে সাহায্য করব ভাইয়া৷

হ্যাঁ ভাই আমি প্রমাণ দিতে পারব কিন্তু আমার সময় লাগবে
আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই।

@Abir13. ভাই, মন চাইলেই যার তার আইডিতে রেড বা নেগেটিভ ট্রাস্ট দেওয়া যায় না। রেড ট্রাস্ট দেওয়ার জন্য DT মেম্বার হওয়া লাগে। আর কোন প্রুফ ছাড়া কারো আইডিতে রেড বা নেগেটিভ ট্রাস্ট দেওয়া উচিত নয়। যদি তারা ফোরামের কোন নিয়ম ভঙ্গ করে তবে আপনি নিজেও তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
ভাই রিপোর্ট কোথায় করব আমি তেমন বুঝি না।
আর ফ্রম রুলস লিংক্টা আমাকে দিন।

full member
Activity: 1526
Merit: 110
November 16, 2021, 03:26:12 PM
@Abir13. ভাই, মন চাইলেই যার তার আইডিতে রেড বা নেগেটিভ ট্রাস্ট দেওয়া যায় না। রেড ট্রাস্ট দেওয়ার জন্য DT মেম্বার হওয়া লাগে। আর কোন প্রুফ ছাড়া কারো আইডিতে রেড বা নেগেটিভ ট্রাস্ট দেওয়া উচিত নয়। যদি তারা ফোরামের কোন নিয়ম ভঙ্গ করে তবে আপনি নিজেও তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
sr. member
Activity: 476
Merit: 523
November 16, 2021, 12:58:06 PM
আপনারা কারা কারা বাইন্যান্স ব্যাবহার করেন? গত 10-11-21 তারিখে বাইনান্সে অনেক বড় এক ঘটনা ঘটে গেছে।
২০২০ সালে যারা ডজ কয়েন উইথড্র করেছিলো, তাদের কারো কারো একাউন্টে সম পরিমান ডজ কয়েন চলে গেছে।
এটা নিয়ে অনেক মানুষ বিপদে পড়ে গেছে। বাইনান্সের ক্ষতি মিলিয়ন মিলিয়ন ডলার।
এতো বড় একটা ঘটনা ঘটলো, কোনো ক্রিপ্টো নিউজ পেইজেও দেখলাম না।

এটা নিয়ে আমি একটা পোষ্ট লিখেছি। আপনারা চাইলে পড়ে আসতে পারেন।

(Scam) Binance Blocks User Withdrawals - You could be the next Victim.
member
Activity: 119
Merit: 46
November 16, 2021, 12:52:18 PM


ভাই আশা করি ভালো আছেন।
Bitcoin Id এখন অনেক ভাইরাল।
আমার এলাকায় অনেকে এই গুলা করে ছোট ছোট ছেলে পেলেরা করে,
এতে আমাদের অনেক সমস্যা হয় তারা এই গুলা বুজে না বুজে ভাইরাল করতেছে এদেরকে থামানো দরকার আর তার জন্য অদের id নস্ট করে দেওয়া দরকার আমি আপনার অনেক লেখা পরলাম অনেক ভালো লাগলো তাই আপনকে মেনশন করে মেসেজ দিলাম।
এদেরকে Red Trust মেরে id  নস্ট করে দিয়ে আমাকে একটু সাহায্য করবেন।
এইদের বয়স ১২/১৫ বছর হবে এরা Bitcointalk অনেক বড় ক্ষতি করতেছে নতুন নতুন আইডি খুলে।
যদি আমাকে সাহায্য করতে চান প্লিজ একটু আপনার টেলিগ্রাম ইউজার নেম টা দিবেন।
আমি আপনার উত্তর দিব তারাতাড়ি।
আমার ইউজার নেইমঃ @Abir827
দয়া করে খারাপ দিকে নেবেন না আমার কথা।
ধন্যবাদ ভাই

আগে ভাই জানুন রেডট্রাস্ট কি? কিভাবে কাজ করে৷ যদি তারা ফোরাম এর রুলস ফলো না করে অবশ্যই তারা ব্যান হবে। আর এই ফোরাম টা তৈরিই করা হয়েছে বিটকয়েন সম্পর্কিত সব আলাপ আলোচনার জন্য।

যদি একাধিক একাউন্ট খুলে থাকে তাহলে অবশ্যই তারা ব্যান খাবে, আর একাধিক একাউন্ট একই ব্যাক্তি দ্বারা খোলা হয়েছে এরকম কোনো প্রমান থাকলে বলুন আমি আপনাকে সাহায্য করব ভাইয়া৷
Jump to: