Author

Topic: বাংলা (Bengali) - page 341. (Read 5315032 times)

member
Activity: 184
Merit: 65
December 02, 2021, 01:10:44 PM
ভারত সরকার ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ নয় বরং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।সম্প্রতি ক্রিপ্টো বিলের উপর জারি করা বিলে এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং ক্রিপ্টোকে সম্পদ উল্লেখ করা হয়েছে।তবে ক্রিপ্টোকে সরকারি মুদ্রার স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে ক্যাবিনেট নোট।ভারতের ক্রিপ্টোর প্রতি এমন আচরণের কারণে হয়তোবা বাংলাদেশ সরকার ও ক্রিপ্টোকারেন্সিকে নতুনভাবে ভাবতে শুরু করবে।যা বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সির জগতে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 02, 2021, 12:42:22 PM
আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
Astar Network যেটির পূর্ববর্তী নাম ছিল Plasm, এই প্রজেক্টি পল্কাডটের ৩য় অকশনটির বিজয়ী এবং ১৮ই ডিসেম্বর নাগাত প্যারাচেইনে সংযুক্ত হবে। তাই যারা এই প্রজেক্টটিকে অনেকদিন থেকে নজরে রাখছেন, তাদেরকে অভিনন্দন।
টুইট: https://twitter.com/Polkadot/status/1466431277410754562

Badger Dao প্রজেক্টি আজকে হ্যাকিং এর শিকার হয় এবং হ্যাকাররা $১২০ এর বেশি ক্রিপ্টো নিয়ে নেয়। মূলত তাদের স্মার্ট কন্ট্রাকে তেমন সমস্যা ছিল নাহ, বরং ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসকে কাজে লাগিয়ে অতিরিক্ত Permission এর ট্রান্সজেকশন জন্য ব্যবহারকারীদেরকে অনুরোধ করিয়েছিল। এভাবে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার চেষ্টা করে । যখন অনেক ব্যবহারকারী বিষয়টি ডিস্কর্ডে টিমকে জানায়, তারা সকল প্রকার উইথড্র বন্ধ করে দেয়।
টুইট: https://twitter.com/BadgerDAO/status/1466263899498377218
খবর:https://www.coindesk.com/business/2021/12/02/badger-dao-protocol-suffers-10m-exploit/


আপনি ঠিক বলেছেন, ঝুকি এড়াতে মেমোকয়েনে বিনিয়োগ করা থেকে দূরে থাকাই উচিত। কিন্তু আমরা যারা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি বর্তমান প্রাইসে কি সেল করেই দেওয়া উচিত। যেহেতু প্রাইসের তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। 

যেমনটা প্রথমেই বলেছি যে, যদি বিনিয়োগের অর্থ পুরোটাই ক্ষতি হয় এবং আপনার কোনো সমস্যা না হয়, তাহলে হোল্ড করতে পারেন। আর যদি ক্ষতির সম্মুখীন হতে না চান, সেইক্ষেত্রে যখনই লাভে থাকবেন। বিনিয়োগের পুরো মূল অর্থটি বের করে নিবেন কিংবা অল্প অল্প করে বের করে নিবেন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 02, 2021, 11:10:08 AM
হাই বন্ধুরা কেমন আছো,,,,
Hi, hello, kmon acen, good morning, good evening, good night, good afternoon, thank you, welcome bad dia gothonmulok kicu likhun. Onnothay spamming er daye ban hoben.
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
December 02, 2021, 12:21:36 AM
আজ  মেইনটেইন্স এর কাজ চলবে বাইন্যাস স্মার্ট চেইন।কিছু সময়ের জন্য সার্ভার সমস্যা হতে পাড়ে।এতে চিন্তার কিছু নেই।মেইনটেইন্স সময় বাংলাদেশ দুপুর১২টা থেকে ৩ ঘন্টা কাজ চলবে।তাই এই সময়ে কোন সমস্যা থেকে গেলে কারও চিন্তা করার কারন নেই।

member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
December 01, 2021, 03:44:11 PM
আমি আবেদন করছি @ BitCoinDream কে(আমি আপনাকে pm)করেছিলাম একটি টপিক(বাংলাতে ট্রানসুলেসন করা)(#৫০০০,#৫০০১) প্রথম পাতায় যোগ করতে।যাতে নতুনদের অনেক সাহায্য হতে পাড়ে।আপনাকে উদ্দেশ্য করে বলছি যদি সম্বব হয় একটু বিবেচনা করে দেখবেন প্রিয় বড়ো ভাই

লিংক-  https://bitcointalksearch.org/topic/m.57889174
jr. member
Activity: 602
Merit: 1
December 01, 2021, 01:07:49 PM
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
December 01, 2021, 09:25:45 AM
বর্তমানে SHIBA INU টোকেন এর বড় বড় নিউজ মার্কেটে চলছে তারপরেও SHIBA INU টোকেন এর প্রাইস এর তেমন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আপনি কি বলবেন এই বিষয়ে? এখন SHIBA INU বাই করা কতটা যুক্তিসঙ্গত? 

Kraken এক্সচেঞ্জটি কিছুদিন আগে Shiba Inu লিস্ট করেছিল। তাই টোকেনটির মূল্য বৃদ্ধি পেয়েছে, এর থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় তেমন দেখলাম নাহ। আমি memecoin থেকে দূরে থাকি, তাই সবাইকে এটি বলবো যে, memecoin এ শুধুমাত্র সেই পরিমাণই বিনিয়োগ করবেন, যেটির ক্ষতি হলে কোনো সমস্যা নাই।

আপনি ঠিক বলেছেন, ঝুকি এড়াতে মেমোকয়েনে বিনিয়োগ করা থেকে দূরে থাকাই উচিত। কিন্তু আমরা যারা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি বর্তমান প্রাইসে কি সেল করেই দেওয়া উচিত। যেহেতু প্রাইসের তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 01, 2021, 09:07:23 AM
বর্তমানে SHIBA INU টোকেন এর বড় বড় নিউজ মার্কেটে চলছে তারপরেও SHIBA INU টোকেন এর প্রাইস এর তেমন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আপনি কি বলবেন এই বিষয়ে? এখন SHIBA INU বাই করা কতটা যুক্তিসঙ্গত? 

Kraken এক্সচেঞ্জটি কিছুদিন আগে Shiba Inu লিস্ট করেছিল। তাই টোকেনটির মূল্য বৃদ্ধি পেয়েছে, এর থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় তেমন দেখলাম নাহ। আমি memecoin থেকে দূরে থাকি, তাই সবাইকে এটি বলবো যে, memecoin এ শুধুমাত্র সেই পরিমাণই বিনিয়োগ করবেন, যেটির ক্ষতি হলে কোনো সমস্যা নাই।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
December 01, 2021, 08:41:13 AM
বর্তমানে SHIBA INU টোকেন এর বড় বড় নিউজ মার্কেটে চলছে তারপরেও SHIBA INU টোকেন এর প্রাইস এর তেমন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আপনি কি বলবেন এই বিষয়ে? এখন SHIBA INU বাই করা কতটা যুক্তিসঙ্গত?   
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 01, 2021, 08:07:58 AM
Gaia Everworld  টোকেন্টি কত টার্গেট সেল করতে চাচ্ছেন ভাই টার্গেট কত আমি Invest করব তা হলে কত মাস লাগবে এক্টু বলুন,,

বিনিয়োগ কখনোই মাস দেখে হয় নাহ, বিটকয়েনের বিষয়টাই দেখেন। তবে মেটাভার্স ভিত্তিক প্রজেক্টগুলোর হাইপ এখনো সেইভাবে শুরু হয়নি বলা যায়, তাই ভালোই লাভ আশা করা যায়। তবে বিটকয়েন ডাম্প করলে, বিপরীতটা ঘটবে। তাই আপনি এখন ক্রয় না করে, অপেক্ষা করতে পারেন কিংবা DCA (Dollar Cost Average) করতে পারেন।
sr. member
Activity: 476
Merit: 523
December 01, 2021, 07:31:48 AM
যেহেতু আমাদের কোনো ডেডিকেটেড বোর্ড নেই, তাই আমরা এখানে কোনো মেরিট সোর্স পাচ্ছিনা। মেরিট সোর্স এর এপ্লিকেশন পড়ে আছে Application to be a Merit source for Bangladesh Thread
এইটার কারন বললে চাকরি থাকবে না  Cheesy

Quote
অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ
তবুও ফোরামের কিছু মহৎ ব্যক্তিবর্গ বলবে আমি লোকালে এক্টিভ না। নাম বললে চাকরি থাকবে না   Grin
সে যাই হোক, এইটা আসলে অতি দুঃখের বিষয় যে আমাদের লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাপ আলোচনা হয়না বললেই চলে। সবাই শুধু ইনকাম আর ইনকাম এর পিছনে দৌড়াচ্ছে এবং সেগুলো নিয়েই কথাবার্তা বলছে। আর যে ব্যাপারগুলো নিয়ে সবাই আলোচনা করে না সেটা নিয়ে একজন যতই চেষ্টা করুক লাভের বেলায় শুন্য। কিছুই হবে না।

আমার মনে হয় এইসব ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। কে কি বলে বা বলবে, তা নিয়ে পড়ে থাকলে চলবে না।  এসব বিষয় নিয়ে কথা বলে বিতর্ক তৈরী হবে। আমি চাই না আমার কারনে নতুন করে কোনো বিতর্ক তৈরী হোক। আমি বুঝতে পেরেছি আপনি থ্রেড ক্রিয়েটরকে মিন করেছেন। উনি যেহেতু একটিভ না, বা এখান থেকে ওনার কোনো বেনিফিট হচ্ছে না। সুতরাং উনাকে আমরা জোর করতে পারি না। ইভেন কাউকেই একটিভ থাকার জন্য বলতে পারি না। আমি জানি না মেরিট সোর্স হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। যদি আপনার সেই রিকোয়ারমেন্ট মিট করতে পারেন, তাহলে আপনিও এপ্লাই করতে পারেন। তবে আমার মনে হচ্ছে যেহেতু আমাদের কোনো বোর্ড নেই, আমরা থ্রেড এর মধ্যেই সীমাবদ্ধ, আমার মনে হয় না এই মূহুর্তে মেরিট সোর্স পাবো।

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 01, 2021, 07:14:06 AM
যেহেতু আমাদের কোনো ডেডিকেটেড বোর্ড নেই, তাই আমরা এখানে কোনো মেরিট সোর্স পাচ্ছিনা। মেরিট সোর্স এর এপ্লিকেশন পড়ে আছে Application to be a Merit source for Bangladesh Thread
এইটার কারন বললে চাকরি থাকবে না  Cheesy

Quote
অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ
তবুও ফোরামের কিছু মহৎ ব্যক্তিবর্গ বলবে আমি লোকালে এক্টিভ না। নাম বললে চাকরি থাকবে না   Grin
সে যাই হোক, এইটা আসলে অতি দুঃখের বিষয় যে আমাদের লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাপ আলোচনা হয়না বললেই চলে। সবাই শুধু ইনকাম আর ইনকাম এর পিছনে দৌড়াচ্ছে এবং সেগুলো নিয়েই কথাবার্তা বলছে। আর যে ব্যাপারগুলো নিয়ে সবাই আলোচনা করে না সেটা নিয়ে একজন যতই চেষ্টা করুক লাভের বেলায় শুন্য। কিছুই হবে না।
jr. member
Activity: 854
Merit: 6
December 01, 2021, 06:58:21 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 01, 2021, 06:49:11 AM
আমি নতুন আপনাদের কাছেই শিখব আমাকে বলুন মেতাভেরসে প্রজেক্ট কেমন এটা কিসের ভিত্তি এর আওতায় কোন কোন টোকেন রয়েছে  সেগুলো কত টুক প্রফিট দিবে ভবিষ্যৎ এ এই খানে বিনিয়োগ কিভাবে করতে পারি,,?

প্রথমেই বলে রাখি, বিনিয়োগ সম্পর্ণ আপনার উপর এবং নিজে বিশ্লেষণ শেষে বিনিয়োগ করবেন। এখন আসা যাক, মেটাভার্স প্রজেক্ট নিয়ে কিছু, সহজ কথায় যদি বলি আপনি অনেক গেমের ভিডিও দেখবেন যেখানে প্লেয়াররা VR (Virtual Reality) হেডসেট ব্যবহার করে গেম খেলে থাকে। মেটাভার্সটা হলো ওমন ধরনের ভার্চুয়াল রিয়ালিটি দুনিয়া, যেখানে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন এবং এটির কোনো সীমাবদ্ধতা নেই। আপনি মেটাভার্স ভিত্তিক প্রেজক্টগুলোর দুনিয়াতে জমি ক্রয়, বাড়ি তৈরি ক্রয়সহ ভ্রমণ করতে পারবেন। আরো সহজে বললে, বাস্তব দুনিয়াতে যেগুলো করতেছেন, সেগুলো ভার্চুয়াল দুনিয়াতে করবেন, কিন্তু প্রত্যেকটি কাজ ব্লকচেইনে লিপিবদ্ধ থাকবে।

যারা এখনো বিষয়টি বুঝতে পারেন নাই, তাদের জন্য আমি একটি ইংলিশ মুভির নাম বলতেছে। ওই মুভিটা মেটাভার্সের একটা ভালো ধারণা দিবে। মুভিটির নাম হলো "Ready Player One"

আর মেটাভার্স ভিত্তিক প্রজেক্টে বিনিয়োগের ক্ষেত্রে, নিচের দেওয়া লিংকগুলোতে ক্লিক করে দেখতে পারেন এবং নিজের বিশ্লেষণ শেষে বিনিয়োগ করিয়েন।  Wink
কয়েনগিকো: https://www.coingecko.com/en/categories/metaverse
কয়েনমার্কেটক্যাপ: https://coinmarketcap.com/view/metaverse/

আমি বর্তমানে Gaia Everworld প্রজেক্টটি নিয়ে খূবই আশাবাদী, কেননা এটিতে আমার বিনিয়োগ রয়েছে।
jr. member
Activity: 854
Merit: 6
December 01, 2021, 06:31:50 AM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 01, 2021, 06:24:24 AM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
বিশেষ গুরুত্বপূর্ণ  কথা গুলো আমাকে বলার জন্য, আমাকে একটু সেই ফ্রম সম্পরকে ধারণা দিবেন প্লিজ,,

আপনাকেও সাধুবাদ জানাই লোকাল বোর্ডে সক্রিয় থাকার জন্য। লোকাল বোর্ডের শুরুতেই অনেক ভালো ভালো পোষ্টের লিংক দেয়া আছে, সবচেয়ে ভালো হবে যদি আপনি ওই পোষ্টগুলো মনযোগসহ পড়েন । দরকার হলে ২-৪ বার পড়ে দেখুন এবং এরপর পর্যবেক্ষণ করুন, সর্বোচ্চ পদের কোনো মেম্বারের পোষ্ট কেমন এবং কিভাবে মতামত প্রকাশ করে। এভাবে নিজের আত্নবিশ্বাস গড়ে তুলন এবং কিছু সময় পর আপনিও ভালো পোষ্টদাতা হয়ে উঠবেন। আর ফোরাম সম্পর্কেও জানতে পারবেন।


বাংলাদেশ থ্রেড এর মেরিট এর দশা দেখলে এখানে কে আসবে বলেন?

এটি সত্য যে, লোকালে বোর্ডে মেরিট এর দশা খারাপ, কিন্তু সেইজন্য থেমে থাকলে চলবে নাহ। আমার কথায় যদি বলি, প্রথম দিকে আমিও পোষ্ট করতাম নাহ, কারণ মেরিট পাবো কিনা কিংবা কেউ পোষ্টের রিপ্লাই দিবে কিনা। এইসব ভেবে আর পোষ্ট করা হতো নাহ, এরপর নিজে সিদ্ধান্ত নিলাম যে মেরিটের পেছনে ছুটবো নাহ। তাই নিজের মতো করে পোষ্ট লেখা শুরু করলাম এবং একটা সময় আসলো এই লোকাল বোর্ডে পোষ্ট করে প্রথমে Member পদ পেলাম এবং সর্বশেষে Full Member পদে উন্নিত হইলাম। এইজন্যই আমি বলি যে, ইনকাম/মেরিটের কথা চিন্তা নাহ করে মানসম্মত পোষ্ট করতে হবে। তাহলে লোকাল বোর্ডও আরো সচল হবে এবং আসতে আসতে সকল উচ্চপদের ব্যবহারকারীরা লোকাল বোর্ডে আসবে।  Smiley


বর্তমান সময়ে আমাদের লোকাল সেকশনটি আরো সচল হয়েছে। আশা করি, সকল উচ্চপদের ব্যবহারকারী এমনভাবেই সক্রিয় থাকবেন এবং নিত্যনতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। Metaverse নিয়ে আলোচনা করা যেতে পারে। এখানে কেউ কি Metaverse ভিত্তিক প্রজেক্টে বিনিয়োগ কিংবা টোকেন ক্রয় করেছেন কি? আর যদি বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনার পছন্দের প্রজেক্টের নাম কি এবং কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে।  Cheesy
jr. member
Activity: 854
Merit: 6
December 01, 2021, 03:01:41 AM
sr. member
Activity: 476
Merit: 523
December 01, 2021, 02:42:21 AM
ফোরামের বাংলাদেশ থ্রেড এ কন্ট্রিবিউশন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি আগে ফোরামে একটিভ ছিলাম না। যতটুকু ছিলাম, বাংলাদেশ থ্রেড এ ছিলাম না। এতোদিন এসব নিয়ে কোনো মাথা ঘামাইনি। তো ইদানিং দেখছি যে, আমরা এখনো বাংলাদেশীরা একটা থ্রেড এর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছি। আমাদের কোনো লোকাল বোর্ড নেই। ইন্ডিয়ানদের লোকাল বোর্ড রয়েছে। বেশ কিছু দেশের লোকাল বোর্ড নেই। তার কারন একটাই। আমাদের এই থ্রেড এ হাই র‌্যাংক মেম্বারগন একটিভ না। থ্রেড ক্রিয়েটর এটাকে সেল্ফ মোডারেটেড হিসেবে ক্রিয়েট করেছেন এবং তিনি নিজেও একটিভ না। ফলে এখানে লো কোয়ালিটি পোষ্ট (One Line Post) হলেও দেখার কেও থাকছে না। হাতে গোনা ২-৩ জন ভাই একটিভ আছেন যাদের মধ্যে Little_Mouse & Review Master ভাই এই থ্রেড এ সবচেয়ে বেশী একটিভ। লোকাল বোর্ড পাওয়ার এপ্লিকেশনটি কত দিন যাবৎ পড়ে আছে কিন্তু এপ্রুভ হচ্ছেনা কারন একটাই, এখানে সবাই কন্ট্রিবিউশন করে না। Local Board request for Bangladesh

যেহেতু আমাদের কোনো ডেডিকেটেড বোর্ড নেই, তাই আমরা এখানে কোনো মেরিট সোর্স পাচ্ছিনা। মেরিট সোর্স এর এপ্লিকেশন পড়ে আছে Application to be a Merit source for Bangladesh Thread

বাংলাদেশ থ্রেড এর মেরিট এর দশা দেখলে এখানে কে আসবে বলেন?

অক্টোবর মাসের মেরিট:


পুরো অক্টোবর মাস জুড়ে আমাদের থ্রেড এ মাত্র ২ টি মেরিট শেয়ার হয়েছে। মানে সার্কুলেশন হয়েছে। সেটাও Little_Mouse & Review Master ভাই এর। আমাদের এখানের পোষ্ট কোয়ালিটি কি এতোই খারাপ?

আর মেরিট পার পোষ্ট রেশিও দেখেন


০.০২ মেরিট পার পোষ্ট। মানে প্রতি ৫০ টা পোষ্ট এ একটা মেরিট আসছে। যেটা অনেক বেশীই খারাপ অবস্থা।

অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ


ধন্যবাদ সবাইকে।
Thanks to @Rikafip For the Charts.
jr. member
Activity: 854
Merit: 6
November 30, 2021, 09:56:46 PM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 30, 2021, 12:45:10 PM
সত্যি বলতে আমাদের এখানে কিছু ছেলে পেলে আছে ভাত মাছের মত করে বাউন্টি করে🙂।
এমন ও কিছু আছে যারা শুধু বাউন্টি কি জানে, ক্রিপ্টো সম্পর্কে কোনো ধারনা নাই তাদের।

দুইটা লাইনই ১০০০% সত্য, কেননা এমনও কিছু ব্যক্তি আছে যারা বিভিন্ন ব্লকচেইন সম্পর্কেই জানে নাহ। কোন ব্লকচেইন কেমন করে কাজ করে, সেটিও জানার বাহিরে। কিন্তু বাউন্টি করার বেলায় সকলেই একপায়ে খাড়া এবং সেটি ছাড়া কিছুই বুঝে নাহ। সকলের উচিত বাউন্টিকে ৪র্থ বিষয়ের মতো রাখা এবং ফোরামটিকে জ্ঞানের ভান্ডারের মতো ব্যবহার করা।  Cheesy


আমাকে  বলুন আমি কিভাবে  বাউন্টি কাজ ছারতে পারি প্লিজ..

আমি এখনো বুঝতে পারতেছি নাহ যে, আপনি বাউন্টি বাদ দিতে চাইতেছেন, নাকি প্রজেক্টের বাউন্টি ফোরামে চালু করতে চাইতেছেন। যদি বাউন্টি বাদ দিতে চান, তাহলে প্রথমেই আপনি মনস্থির করেন যে, আপনি এই ফোরামটিকে ব্যবহার করবেন নতুন কিছু শেখার এবং অন্যদের সাথে সেটি ভাগাভাগি করার জন্য, বরং ইনকামের জন্য নয়। এরপর ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিত্যনতুন বিষয়গুলো শেখার চেষ্টা করুন এবং অন্যান্যদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। এতে আপনি খুবই সহজে বাউন্ট কাজ বাদ দিতে পারবেন এবং ফোরামের একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠবেন।  Smiley


নতুন খবর,

    

তাহলে কি সমস্যা হবে বিটকোয়েন ব্যবহার কারিদের

ওই খবরটি মূলত ইন্ডিয়ার এবং যারা ইন্ডিয়ান ক্রিপ্টোব্যবহারকারী আছেন, তাদের জন্য তেমন কোনো সমস্যার বিষয় নয়। কেননা তাদের সরকার মোটামোটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকে নিয়ম-কানুনের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছে, তাই বিটকয়েন ব্যবহারকারীদের তেমন কোনো সমস্যা নেই। তবে আমাদের বাংলাদেশে এখনো ক্রিপ্টোকে নিয়ে তেমন ভালো খবর এখনো দেখা যায়নি বলা যায়।  Wink



অনেক বাউন্টির কথা হইলো, আজকের একটি বিষয় অনেকে জানেন কিনা জানি নাহ, কিন্তু একটি প্রজেক্ট আবার হ্যাক হয়েছে।
বিস্তারিত জানতে এটি দেখুন: https://twitter.com/MonoXFinance/status/1465692925791137799
Jump to: