Author

Topic: বাংলা (Bengali) - page 341. (Read 5697937 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 07, 2022, 10:32:46 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

আমি ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন মোটামোটি ৩৮হাজার ডলারের নিচে আসতে পারে। এরপর হয়তো আবার বৃদ্ধি পাবে। এছাড়াও অনেকের বিশ্লেষণ অনুযায়ী এটি আবার ৩০ হাজারের নিচে চলে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হয়, যেকোনো ট্রেডিং এর জন্য স্টপ-লস ব্যবহার করা।

কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।

এটি সত্য যে, বিটকয়েনকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। আর সেটি কেউ সঠিকভাবে বলতে পারবে নাহ, তবে অবাক করার বিষয় যে সকল হোয়েলসরা বিকটয়েন ক্রয় করতেছে। আর আমাদের অনেকেই এতটুকু ডাম্পে কি করবো সেটি নিয়ে চিন্তিত হয়ে যাই। তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
jr. member
Activity: 854
Merit: 6
January 06, 2022, 09:54:20 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad


ভাই,
কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।

বিটকোইন নিয়ে আরো বিস্তারিত মতামত আশা করছি বড় ভাইদের কাছ থেকে।
ধন্যবাদ সবাই কে।।
newbie
Activity: 3
Merit: 0
January 06, 2022, 07:12:18 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 06, 2022, 12:23:01 AM
কাজাখস্তান বিটকয়েন মাইনিং এ লিডিং একটা দেশ। সেখানে সরকার ইন্তারনেট বন্ধের ঘোষনা দেয়ায় এই অবস্থা।
বিস্তারিত পড়ুন- https://www.coinalap.com/বিটকয়েন-হ্যাশরেট-কমল-১৩
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 04, 2022, 10:26:23 PM
আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।

সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আপনাকে প্রথমে ক্যাম্পেইনে আবেদন করতে হবে যদি তারা আপনাকে নায় তাহলে তাদের সিগনেচার আপনি আপনের প্রোফাইল এ অ্যাড করবেন।

আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
আপনি এখন যেভাবে পোস্ট করতেচেন সেভাবেই পোস্ট করতে হবে। তবে বেশিরভাগ খেতেরে এই থ্রেড এ পোস্ট করলে হবে নাহ। ইংরেজি থ্রেড এ পোস্ট করতে হবে। কোথায় কোথায় পোস্ট করলে হবে নাহ সেটা ঐ ক্যাম্পেইনের নিওমে উল্লেখ থাকবে।

পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?
সাধারন্ত ওই প্রজেক্ট সম্পর্কে কোন পোস্ট করতে বলা হবে নাহ। যদি আপনের ভাও লাগে সেক্ষেত্রে তাদের থ্রেড এ পোস্ট করতে পারেন।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
January 04, 2022, 11:01:58 AM
@Crypto Library

Translation From : https://bitcointalksearch.org/topic/how-to-add-edit-bitcointalk-signature-4646378

বিটকয়েন টক ফোরামে পারসোনাল সিগনেচার কিভাবে যুক্ত করবেন বা এডিট করবেন তা আমরা অনেকেই জানি না। তাই আমি সিগনেচার নিয়ে পোস্ট তা করলাম কিভাবে সিগনেচার যুক্ত ও এডিট করবেন

সিগনেচার যুক্ত করার জন্য আপনার আইডি অবশ্যই মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে।

ধাপ-১ ঃ আপনার প্রোফাইল ট্যাব এ যান
ধাপ-২ ঃ বাম পাশে দেখেন " ফোরাম প্রোফাইল ইনফরমেশন " নামে একটা মেনু আছে,  অই মেনুতে যান।
ধাপ-৩ ঃ ফোরাম প্রোফাইল ইনফরমেশন মেনুতে যাওয়ার পরে নিচের দিকে দেখেন সিগনেচার নামে একটা
বক্স আছে সেখানে সিগনেচার কোড অ্যাড করবেন।
ধাপ-৪ ঃ সব শেষে নিচে দেখেন চেনজ প্রোফাইল নামে অপশন আছে ওই খানে ক্লিক করেন।

আপনার সিগনেচার অ্যাড সম্পুর্ণ হয়েছে।  আশা করি সবাই বুঝতে পেরেছেন।

আপনি উপড়ের পদক্ষেপের মাধ্যমে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে পারবেন।
পোষ্ট করার জন্য ক্যাম্পেইন এ নিয়ম দেয়া থাকে।বিশেষ কোন থ্রেড উল্ল্যেখ থাকতে পাড়ে,যদি না থাকে তাহলে আপনি যে কোন থ্রেডে পোষ্ট করতে পাড়েন।

পোষ্টগুলো ওই প্রোজেক্ট সম্পর্কে হওয়া লাগবে না।আপনি যেই থ্রেডে পোষ্ট করবেন সেই থ্রেড বা টপিক (অন টপিক)এর উপর আলোচনা হতে হবে।অবশ্যই তা কোয়ালিটি সম্পূর্ন থাকতে হবে।যেই টপিক রিপলে করবেন সেই টপিকের বিষয় নিয়ে আলোচনা  করবেন।

আসা করি বুঝতে পেরেছেন?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 04, 2022, 10:11:12 AM
সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley

member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
January 03, 2022, 02:46:38 PM
বিটকয়েনের রির্টান চার্ট দেখে নিন।কত সালে কত রির্টান করেছে ও শীর্ষ অবস্থান রয়েছে।



Ref: https://twitter.com/charliebilello/status/1477696743504596992?t=d8lF4JiM13xMwDLJdfXI-Q&s=19
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
January 02, 2022, 02:48:27 PM
<>
মূলত ফোরামের নিয়ম গুলো ফলো করা উচিত।এর ব্যাতিক্রম কিছু হলে ব্যান হতে পাড়ে।সবথেকে বড়ো কথা হলো কারো পোষ্ট কপি করে নিজের বললে তা প্লেগারাসিস বলা হয়, এটা করলে ব্যান নির্চিত।আবার যারা বাউন্টি করে তাদের ও কখনো কখনো ব্যান করা হয়।এটা করা হয় শেষ হয়ে যাওয়া বাউন্টি গুলোতে যদি পোষ্ট করা হয় তাকে ওফ টপিক হিসাবে ধরে নেওয়া হয়।কোন কারন ছাড়া অহেতুক পোষ্ট হলে তা অফ টপিক হিসাবে বিবেচিত হয় এটাতেও ব্যান হতে পাড়ে।মূলত সব নিয়ম গুলো রুলস এ দেওয়া আছে তা ফলো করুন। এর ব্যাতিক্রম কিছু করবেন না, ব্যান ও হবে না।

ব্যান যদি পারমাম্যান্ট হয় তাহলে কিছু করার নেই আইডি বাতিল।
 আর যদি নির্দিষ্ট কোন টাইম দিয়ে থাকে তাহলে টাইম শেষ হলে অটো বব্যান ছেড়ে যাবে।আসা করি বুঝতে পেড়েছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 02, 2022, 11:33:31 AM

প্রশ্ন,?

ভাই, বিটকোইনটেল্ক আইডি ব্যান কেন করা হয়।
ব্যান কে করতে পারে ব্যান করা আইডি কি কখনো ফিরে পাওয়া যায়।
বড় ভাইদের কাছে সঠিক উত্তর আশা করছি।
,,,, ধন্যবাদ,,,

নানান কারণে বিটকয়েনটক একাউন্ট রিপোর্ট এবং ব্যান  করা হয় ,
ফোরাম ঠিকভাবে চালানোর জন্য স্প্যাম , নানান ধরনের প্রতারণা   থেকে ফোরামকে মুক্ত রাখার জন্য কিছু নিয়ম বিধি করা হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটলে আইডি ব্যান করা হয়।
আমার মনে হয় আপনার নিয়ম বিধিগুলো ভালোভাবে দেখা উচিত-
নিচের লিঙ্ক গুলো থেকে  রুলস গুলোসহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে  জানতে পারবেন-
লিঙ্ক-১
লিঙ্ক-২
jr. member
Activity: 854
Merit: 6
January 02, 2022, 10:44:37 AM

প্রশ্ন,?

ভাই, বিটকোইনটেল্ক আইডি ব্যান কেন করা হয়।
ব্যান কে করতে পারে ব্যান করা আইডি কি কখনো ফিরে পাওয়া যায়।
বড় ভাইদের কাছে সঠিক উত্তর আশা করছি।
,,,, ধন্যবাদ,,,
newbie
Activity: 19
Merit: 2
January 01, 2022, 11:35:46 AM
লোকাল থ্রেড এ এক্টিভিটি নাই তার কারণ আমরা শুধুমাত্র একটা থ্রেড এর মদ্ধেই সীমাবদ্ধ। আর আরেকটা কষ্টের ব্যাপার হলো আমাদের কোনো মেরিট সোর্স নেই।
মূলত আমাদের অনেক বড়ো বড়ো আইডি র্যাংক যারা আছেন তারা লোকাল থ্রেডে এ্যাকটিভ না।মেরিট সোর্য নেই তা ঠিক।কিন্তু বড়ো আইডি গুলো এখানে কম দেখা যায়।তারা যদি তাদের মেরিট গুলো সেয়ার করে তাহলে নতুনদের অনেক সাহায্য হয়।অনেকে মূল থ্রেড এ পোষ্ট করতে ভয় পায় বা ইংরেজিতে বোঝাতে পাড়ে না অনেক কিছু কিন্তু বাংলায় তা শেয়ার করে।সেই বিষয় গুলো যদি বড়ো আইডি গুলো খেয়াল করতো তাহলেও এ্যাকটিভিটি আরো বেড়ে যেতো।এমন অনেকে আছে যারা অনেক মেরিট থাকা সত্যেও একটা এস মেরিট ও কাওকে সেয়ার করে নাই।তাদের মেরিট হয়তো বৃদ্ধি পাবে সেই আসায় ই বসে রয়েছে কিনা কে জানে Huhকয়েকটা আইডি সুধু এ্যাকটিভ।বাকি সব গুলো একদিনের জন্যও লোকাল থ্রেড দেখে না।আপনি যদি লক্ষ করেন তাহলে প্রথম দিকের আইডি গুলো দেখেন অনেক আছে তাদের মেরিট সংখ্যাও বেশি কিন্তু তারা আর এখানে পোষ্ট বা কিছু শেয়ার করে না।যদি তারা মাঝে মাঝেও এখানে এ্যাকটিভ হতো আমার মনে হয় লোকাল থ্রেডটা আরো ভালো হতো।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
January 01, 2022, 11:02:06 AM
Quote


We all want to move forward together without comparing what we have gained and what we have lost.At the same time, I wish to forget the previous days and move forward together with the help of everyone.Happy New Year
sr. member
Activity: 476
Merit: 523
January 01, 2022, 09:45:53 AM
নতুন বছর আসলো কিন্তু থ্রেডে কোন উত্তেজনা দেখতেছি না  Roll Eyes ,
যাইহোক পুরাতন এবং নতুন সকল সদস্যদের ‌ জানাচ্ছি ইংরেজি নতুন বর্ষের প্রাণঢালা শুভেচ্ছা,
নতুন বছরে নতুন উদ্যোমে শুরু হোক নতুন এক যাত্রা  Cheesy  


হুম। এরকমই তো মনে হচ্ছে। আসিলে ভাই সবাই সবার কাজে অনেক বেশি ব্যাস্ত। আরো অনেক কারণ আছে। যদিও আমি একই কথা বার বার বলতে চাই না, কিন্তু তবুও আবার বলি। আমাদের লোকাল থ্রেড এ এক্টিভিটি নাই তার কারণ আমরা শুধুমাত্র একটা থ্রেড এর মদ্ধেই সীমাবদ্ধ। আর আরেকটা কষ্টের ব্যাপার হলো আমাদের কোনো মেরিট সোর্স নেই। যে যাই বলুক, সবাই আশা করে যে সে ভালো পোস্ট করলে মেরিট পাবে। আমরা সবাই বলে থাকি ভাই মেরিট পাওয়ার আশায় পোস্ট করবেন না। কিন্তু ভেতরে ভেতরে সবাই মেরিট আশা করে। আর এমন যদি হয় আপনি একটা জায়গায় পোস্ট করেই যাচ্ছেন কিন্তু ভালো পোস্ট এও মেরিট পাচ্ছেন না। আপনি নিজে থেকেই আগ্রহ হারিয়ে ফেলবেন। মোরাল টা আশা করি বুঝতে পেরেছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 01, 2022, 04:39:01 AM
নতুন বছর আসলো কিন্তু থ্রেডে কোন উত্তেজনা দেখতেছি না  Roll Eyes ,
যাইহোক পুরাতন এবং নতুন সকল সদস্যদের ‌ জানাচ্ছি ইংরেজি নতুন বর্ষের প্রাণঢালা শুভেচ্ছা,
নতুন বছরে নতুন উদ্যোমে শুরু হোক নতুন এক যাত্রা  Cheesy 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 30, 2021, 11:40:08 AM
সাধারণত যখন ভালো এক্সচেঞ্জগুলো লিস্টিং করে, তখন হোল্ড করা ভালো। কিন্তু কিছূসময় পর টোকেনের মূল্য কমতে শুরু করে, তখন আপনি DCA (Dollar Cost Average ) করতে পারেন।  Cheesy

Tar mane Ami sell na kora hold korbo r price koma gale nijer cash deya buy korbo 😃😃😃  Kotha ta Kemon Jani hoilo na.. ja Ami free token  sell na kora oi jinsh dam koma gale buy korbo nijer cash deya... Ami age bolce Vai ja sell kora buy back korta because atar dam Komba bolce thik Ty hoisa .. bojta hoba bapar ta mot token er 50% airdrop deba.

আমি কি উল্টো বললাম নাকি? যখন ভালো এক্সচেঞ্জ লিস্ট করার সম্ভাবনা রয়েছে, তখন হোল্ড করেন, আর লিস্টিং এরপর পাম্পে বিক্রি করেন । এরপর বাড়বে নাহ কমবে, সেটি আপনি নিজে বিশ্লেষণ করে ট্রেড করেন কিংবা DCA করেন। সেটিই তো সংক্ষেপে বলছি একলাইনে। আর আপনি সেটি বুঝতে পারেন নাই, এর মানে এই নাহ যে আমি অন্য কিছু বলছি। আর সেটি যে নিজের পকেট থেকে করতে হবে এমন তো আমি বলি নাই কিংবা উল্লেখও করি নাই। কেননা এটি আপনার উপর এবং কেমন কৌশল অবলম্বন করে, সেটির উপর। কারণ আমি নিজেই বলছি  যে, টোকেনের মূল্য কমলে DCA করবেন। আর যখন governance vote হয়, তখন এমন টাইপের যেকোনো প্রজেক্টের মূল্য আরো বৃদ্ধি পায়। তাই সকল সময় প্যারাবোলিকভাবে চলবে এমন কখনোই নাহ । বুঝতে হবে বিষয়টা Wink মার্কেট কখনোই শুধু উর্ধ্বগতিতে চলে নাহ, বরং পাম্প-ডাম্প থাকবে। কিন্তু লম্বা সময়ে ট্রেডিং চার্ট শুধু উর্ধ্বগতির দেখায়। বুঝতে হবে ব্যাপারটা।  Cheesy

FTX এক্সচেঞ্জ আজকে SOS টোকেনকে লিস্টিং এর ঘোষণা দিয়েছে: https://twitter.com/FTX_Official/status/1476553663166304257
sr. member
Activity: 1372
Merit: 322
December 29, 2021, 09:31:12 AM
ভাই এই মিডিয়ার কাজই এইগুলা। খারাপ নিউজগুলো ফলাও করে প্রচার করা। ওরা জানেই না ক্রিপ্টোকারেন্সি কি। উদাহরণস্বরুপ আমি নিচে একটা লাইন কোট করলাম-
Quote
এই কারেন্সি শুধু ভার্চুয়াল দুনিয়াতেই ব্যবহার করা সম্ভব।
এইটা শুধু ভার্চুয়াল দুনিয়াতেই ব্যবহার করা সম্ভব? তাদের আদৌ কি কোন জ্ঞান আছে? বিটকয়েন দিয়ে আজকের দুনিয়ায় কি না করা যায়? অনেক ক্রিপ্টোকারেন্সিই অনেক রিয়েল ওয়ার্ল্ডে গ্রহনযোগ্যতা পেয়েছে। তাহলে তারা কেন বলছে শুধু ভার্চুয়াল ওয়ার্ল্ডেই ব্যবহার সম্ভব। আসল কথা হচ্ছে ওরা এইগুলো কিছু খোজখবর রাখেনা। শুধু দামটা যে অনেক বেশি উত্থানপতন করে সেটাই দেখে। এইগুলোতে নজর দিয়ে কোন লাভ নেই। অযথা সময় নষ্ট ভাই।
jr. member
Activity: 40
Merit: 4
December 29, 2021, 05:29:48 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে শঙ্কা
তথ্যপ্রযুক্তির অগ্রগতির এ সময়ে ক্রিপ্টোকারেন্সি অন্যতম আলোচিত একই সঙ্গে সমালোচিত নাম। যদিও এ কারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র উৎপাদন বা সরবরাহ করে না। বিভিন্ন জটিল সব অ্যালগোরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি অনুসরণ করেই একেকটি কয়েন বানাতে হয়। এবং এই কারেন্সি শুধু ভার্চুয়াল দুনিয়াতেই ব্যবহার করা সম্ভব। অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয়।
এই ভার্চুয়াল এ মুদ্রার ঊর্ধ্বমুখী ‘গতি’ নিয়ে গভীর শঙ্কায় ভুগছে ‘ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)’। এটাই এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে মনিটরিং করা সম্ভব হচ্ছে না।
এর সমাধান কি বিস্তারিত দেখুন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
https://www.jugantor.com/todays-paper/it-world/502535
@naim027 ভাইয়া নিউজটা একটু দেখবেন প্লিজ।
sr. member
Activity: 476
Merit: 523
December 29, 2021, 05:13:53 AM
বাংলাদেশ লোকাল থ্রেড এ কিছু ব্যান Evasion একাউন্ট রয়েছে। যারা নিয়মিত স্প্যাম, প্ল্যাগারিজম, বাউন্টি চিটিং এর সাথে জড়িত।  আপনাদেরকে বলতে চাই, দেখেন, আমি এই মুহূর্তে কারো নাম নিচ্ছি না। আপনারা এসব বন্ধ করেন। তাতে আপনার এবং বাংলাদেশের কমিউনিটির জন্য ভালো হবে। কিন্তু আপনারা যা শুরু করেছেন, মনে হচ্ছে এখানে টাকা ইনকাম করা আর র‍্যাংক বাড়ানোই আপনাদের মূল উদ্দেশ্য। আমার হাতে যদি ভূল করেও পর্যাপ্ত প্রমাণ এসে যায়, আমি কিন্তু ভাই রিপোর্ট করে দেবো। বাংলাদেশী হয়ে চাইনা বাংলাদেশী কেউ ব্যান হোক, কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকে। কতগা গুলু যাদের বলেছি আশা করি বুঝতে পেরেছেন।
newbie
Activity: 19
Merit: 2
December 29, 2021, 03:16:57 AM
আমাদের লোকাল থ্রেড এ কয়েকজন এ্যাকটিভ সদস্য আছে যাদের কথা না বলে মন আর ধরে রাখতে পারলাম না। বিশেষ করে

@HASSAN60
@killshit
@Fernandoo

আপনারা হয়তো অন্যকে উপদেশ দেন ফোরামের নিয়ম, কানুন,লোকাল থ্রেডএর সৌদ্যর্যতা উত্যাদি নিয়ে।কিন্তু আদো একবার চিন্তা করেছেন কি আপনারা ঠিক আছেন কি না? আগে নিজেরা ঠিক হন পড়ে অন্যকে উপদেশ দিবেন।কয়েক পেজ ধরে দেখে আসতেছি আপনারা কোন টপিক কুয়াইট করলে ৪/৫ টা করে করেন।কুয়াইট করে যা উত্তর দেন না আছে সেই পোষ্টের সাথে কোন মিল না আছে কোন উপকার। কিন্তু কেনো এমন লো কোয়ালিটি ভ্যালুলেজ পোষ্ট করেন?উত্তর দিবেন আসা করছি?আমি উত্তর শুনতে চাই?যদি না পারেন দিতে তবে আসা করছি আপনারা আগে কোন বিষয় নিয়ে যানবেন খুজবেন না পেলে সেই বিষয়ে টপিক করবেন।

আমার মনে হয় সব গুলো এ্যাক্যাউন্ট কি আপনার একার নাকি??একটা দিয়ে পোষ্ট করেন অন্যটা দিয়ে উত্তর দেন?যদি এমন হয় তাহলে এগুলো থেকে বিরত থাকুন।

আমার কথা কোন নেগেটিভ দিকে নিবেন না।একবার নিজের বিষয় নিজে চিন্তা করুন ও সলিশন খুকে বের করুন।যাতে কোন কিছু পোষ্ট করলে কেউউ শিখতে পারে বা জানতে পারে।না হলে আপনার কোন বিষয় জানার থাকলে পোষ্ট করুন কিন্তু এমন লো পোষ্ট না।
Jump to: