Author

Topic: বাংলা (Bengali) - page 347. (Read 5698986 times)

sr. member
Activity: 1372
Merit: 322
December 08, 2021, 12:37:24 PM
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?
বাউন্টি অনেক সময় সাপেক্ষ তবে আপনি যদি অনেক বাউন্টি করেন সেটা কিছু স্প্রেডশিটে ডিটেইলস এড করে রাখেন, তাহলে মোটামুটি অটোমেশন আনা যায়। এতে আপনি একসাথে অনেক বাউন্টি করতে পারবেন যে। তবে আমার মনে হয় না বাউন্টি থেকে খুব ভালো কিছু পাবেন। আগে নাকি খুব ভালো ছিল বাউন্টি।
আর যাই হোক এইটা কখনো পেশা হতে পারে না। এইটা যে কোন সময় বন্ধ হতে পারে। এইটা নির্দিষ্ট আয়ের উৎস হতে পারে না। পার্শিয়াল একটা ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 08, 2021, 12:23:23 PM
বাউন্টি সম্পর্কে ঘাটাঘাটি করার পর দেখতে পারলাম বাউন্টি থেকেও অর্থ উপার্জন  করা যায় , আবার আমার কাছে মনে হয় এর কাজ অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
এদিক থেকে আমি আমার অভিজ্ঞ ভাইদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওয়েব ডিজাইনিং শিখতেছি এর পাশাপাশি বাউন্টি করা কি ঠিক হবে ?

ওয়েব ডিজাইনিং এর প্রাথমিক ধাপ HTML এবং CSS সম্পর্কে মোটামুটি একটু ধারণা হয়েছে।
এই মুহূর্তে আমি অন্য কিছু তে কাজ করতে চাচ্ছি , এদিক থেকে আমি বাউন্টি দেখলাম কিন্তু এতে ভালই সময় লাগে ।
আরেকটি প্রশ্ন হচ্ছে আমার "যে বাউন্টি কে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা?"
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?
 



legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 08, 2021, 12:30:00 AM

ভাই, এই লোক সাতোসি নাকামতো হয় কিভাবে? আর কারা তাকে এই স্বীকৃতি দিবে? যারা দিবে, তারা কিভাবে ভ্যরিফাই করবে? অরিজিনাল সাতোশি কে সেটা তো কেউ জানে না। সবই আন্দাজ।
এই লোক অনেক আগে থেকে নিজেকে সাতশি দাবী করে আসছে। কিন্তু ভেরিফাই এর জন্য যা যা করা দরকার কিছুই করতে পারে নি। সাতশি নিজেও এখন তাকে সাতশি প্রমান করতে পারবে না যদি না তার কাছে শুরুর দিকের এড্রেস গুলোর এক্সেস থাকে। শুধুমাত্র আমরা যে এড্রেসগুলো সাতশি নাকামতোর হিসেবে জানি সেই এড্রেসগুলো থেকে মেসেজ সাইন করলেই আসল সাতশিকে পাওয়া যাবে। প্রমান করার অন্য কোন পথ নেই।
sr. member
Activity: 476
Merit: 523
December 08, 2021, 12:20:08 AM
বাংলাদেশে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো কারেন্সি উতসাহিদের সাথে নেটওয়ার্ক করতে ইচ্ছুক।

আপনি বিটকয়েনের সাথে কীভাবে পরিচিত হন?
আপনি কি সম্প্রতি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ করেছেন?
বিটকয়েন আয় করার জন্য আপনি কোন উপায় এবং পদ্ধতি ব্যবহার করছেন?

ভাই, আপনি ফোরামে এখনো পরিচিত মুখ হয়ে উঠেন নি। আপনি চাইলেই এই ব্যাপারে কেউ আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলবে না। যেহেতু বিটকয়েন বাংলাদেশে অবৈধ, সবাই সবার সেফটি বজায় রাখবে। সুতরাং, আপনি চাইলেই একটা নেটওয়ার্ক তৈরী করতে পারবেন না। এই ফোরমটাই একটা নেটওয়ার্ক। এখানেই সব কথা বলতে পারবেন।

ভাই আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, আসলে কাজ করতে হইলে সুবিধা অসুবিধা হবেই, সেই সব সুবিধা অসুবিধা কাটিয়েই  কাজ করে যেতে হবে। সবার জন্য শুভকামনা রইল।


আপনি ধন্যবাদ কাকে দিলেন কিছুই বুঝলাম না। কোনো প্রশ্ন বা উত্তর দেয়ার সময় সেই পোষ্ট টি কোট করে দিবেন।

[Edited Out]
আমি ফোরামে খুব বেশী দিন হয়নি এসেছি। আপনার দেখা পাওয়া যাচ্ছিলো না। আপনি ফোরামে ফিরেছেন দেখে ভালো লাগলো।

ক্রেইগ রাইট সম্প্রতি একটি মামলা জিতেছেন যেখানে হারলে তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন দেয়া লাগত। কিন্তু কিছু মানুষ এইটাকে ভিন্ন ভাবে ছড়াচ্ছেন। তারা বলছেন ক্রেইগ রাইট সাতশি নাকামতো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এইটা সম্পুর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। ক্রেইগ রাইট একটা ফ্রড।
ভাই, এই লোক সাতোসি নাকামতো হয় কিভাবে? আর কারা তাকে এই স্বীকৃতি দিবে? যারা দিবে, তারা কিভাবে ভ্যরিফাই করবে? অরিজিনাল সাতোশি কে সেটা তো কেউ জানে না। সবই আন্দাজ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 07, 2021, 11:16:41 PM
ক্রেইগ রাইট সম্প্রতি একটি মামলা জিতেছেন যেখানে হারলে তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন দেয়া লাগত। কিন্তু কিছু মানুষ এইটাকে ভিন্ন ভাবে ছড়াচ্ছেন। তারা বলছেন ক্রেইগ রাইট সাতশি নাকামতো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এইটা সম্পুর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। ক্রেইগ রাইট একটা ফ্রড।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
December 07, 2021, 12:12:04 PM
আমাদের লোকাল ফোরাম থেকে কি কেউ কোন ক্রিপ্টোকারেন্সির সাথে ডিরেক্ট ইনভলভ আছেন? বেশ কয়েক মাস আগে একজন দেখছিলাম যিনি একটা প্রজেক্ট বিল্ড করতে আগ্রহী। কেউ আমাকে ওই পোস্টের লিংক দিতে পারবেন। আমি খুজে দেখছি কিন্তু পাইনি।
নিচে একটা post quote দিলাম। ঐটা কিনা দেখুন। আর আপনি কি Crypto Coin with own Blockchain বা L2 Token বানাতে চান? নাকি Crypto based project, যেমন CoinGecko, CoinMarketCap ইত্যাদি? বিস্তারিত জানালে আমিও আগ্রহী হতে পারি।

আচ্ছা ভাই, coingecko আর coimarket অথবা coinpaprika এর মত সাইট কিভাবে বানানো যায়? এর জন্য কি নতুন করে ব্লোক চেন ডেভেলপার হায়ার করতে হবে? নাকি API নিয়েই বানানো সম্ভব?
আইডিয়া আছে কিন্ত কিভাবে বানাবো বুঝতে পারছিনা, আপওয়ার্ক এ ত দেখলাম অনেক ডিমান্ড  ব্লোক চেন ডেভেলপার এর, আর খরচ ও অনেক বেশি।
কেউ কি ধারনা দিতে পারবেন এ বিষয়ে? Huh


ভাই টর্নেডো ক্যাশ কি কোন প্রাইভেসি কয়েন?
Decentralized Ethereum Mixer. TORN এর Native Token.


ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! - এই post টি প্রথম post থেকে link করলাম।
sr. member
Activity: 1372
Merit: 322
December 07, 2021, 11:42:42 AM
Quote
The hacker has systematically used a decentralized exchange (DEX) aggregator 1inch (1INCH) to exchange stolen money for Ethereum (ETH), then Tornado Cash (TORN), making the stolen funds more difficult to track.
ভাই টর্নেডো ক্যাশ কি কোন প্রাইভেসি কয়েন? আমি এই প্রথম নাম শুনলাম মনে হয়। আমার কোন ভাবেই মনে হচ্ছে না এই কয়েনের নাম আমি শুনেছি। এই মাত্র চেক করলাম এইটা কি- https://www.coingecko.com/en/coins/tornado-cashtornado-cash এইটা জিরো নলেজ প্রুফস মেথডে ইথেরিয়াম চেইনে প্রাইভেসি নিশ্চিত করে। ইন্টারেস্টিং।
member
Activity: 106
Merit: 87
December 07, 2021, 10:27:37 AM
Quote
Bitmart has lost $196 million in various cryptocurrencies in the latest centralized exchange (CEX) breach, which may be the most devastating hack to date.
বাংলা ফোরাম এ ভাইয়া বাংলায় পোস্ট করলে অনেক ভালো হয়। এই নিউজ টা আপনি ট্রান্সলেট করে শেয়ার করতে পারেন সেই সাথে সোর্স টা দিয়ে দিলে ভালো হয়।

এই ফোরাম এ যারা ভিজিট করে তারা অধিকাংশ বাউন্টি সেক্টর থেকে আসে।আপনি তাদের শেখার জন্য যদি কিছু করতে চান তাহলে কাইন্ডলি বাংলায় আপডেট দিলে ভালো হতো।

আশা করি এই ফোরাম এর সবাই একে অপরকে সাহায্য করবেন  Cheesy
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 07, 2021, 09:55:44 AM
আমি আমার bitcoinialk প্রোফাইল লিঙ্ক বের করতে পারছি না !
আমার প্রোফাইল লিঙ্ক এমনটা আসতেছে >> https://bitcointalk.org/index.php?action=profile
দয়া করে কেউ হেল্প করবেন ?

আপনি যেভাবে প্রোফাইল লিংক বের করেছেন এভাবে প্রোফাইল লিংক বের করা যাবে না।
প্রোফাইল লিংক বের করার একটি সহজ উপায়ে আমি বলে দিচ্ছি।
১.
প্রথমে বিটকয়েন ফোরাম থেকে প্রোফাইল এ ক্লিক করবেন । তারপর এটি আপনার প্রোফাইলের ইন্টারফেস প্রদর্শন করবে ।(আপনার বর্তমান যে লিংক  এই লিঙ্ক এ নিয়ে যাবে )
২.
 তারপর  স্ক্রিনের বামদিকে খেয়াল করলে দেখতে পারবেন প্রফাইল ইনফো এবং মডিফাই প্রোফাইল  । প্রোফাইল মডিফাই এর নিচে অ্যাকাউন্ট রিলেটেড সেটিংস অপশনটিতে ক্লিক করুন।
৩.
এখন এটি আপনাকে আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশন এ নিয়ে যাবে এখানেই আপনার মূল কাজ ,,,,, এখন উপরে সার্চ বার এর লিংকটি কপি করুন  ,  (;sa=account) এই অংশটুকু  কেটে ফেলুন, তারপর যে অংশটুকু থাকবে সেটুকুই আপনি পাবলিক প্রোফাইল লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন।
বোঝার সুবিধার্থে নিচে উদাহরণ দেওয়া হল:
Code:
https://bitcointalk.org/index.php?action=profile;u=3418694;sa=account  👈
https://bitcointalk.org/index.php?action=profile;u=3418694 ✅

এভাবে সহজেই আপনি নিজেই আপনার প্রোফাইল লিংক বের করতে পারবেন যা অন্যদের দিলে আপনার প্রোফাইল এই নিয়ে যাবে
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
December 07, 2021, 09:20:33 AM
<>
আপনি প্রথমে   profile এ যাবেন বাম সাইডে থাকা summary তে ক্লিক করবেন, সেখানে থেকে যে লিংক পাবেন তা থেকে আপনার প্রোফাইলের সিরিয়াল নম্বর টুকু রেখে পিছনের টুকু কেটে দেন।এখন বাকি যে টুকু আছে সেটাই আপনার প্রোফাইল লিংক।

 Profile>summary>dapp link= profile link

বাংলাদেশ থ্রেড এ বর্তমানে  বড়ো বড়ো আইডিগুলো এখন এ্যাকটিভ দেখা যাচ্ছে।তাতে অনেক সুন্দর ও লাগছে।তবে লিটল মাইস,রিভিইমাস্টার থ্রেড নিয়ে অনেক বেশি চিন্তা করে ও এ্যাকটিভ থাকে। তার মত যদি এই রকম আর কয়েক জন সবসময় এই রকম এ্যাকটিভ ও চিন্তা করতো হয়তো এতদিনে বাংলাদেশ নিজিস্ব সাব ফোরাম  পেয়ে যেত আবার মেরিট সোর্চ ও।
jr. member
Activity: 475
Merit: 4
December 07, 2021, 03:19:34 AM
আমি আমার bitcoinialk প্রোফাইল লিঙ্ক বের করতে পারছি না !
আমার প্রোফাইল লিঙ্ক এমনটা আসতেছে >> https://bitcointalk.org/index.php?action=profile
দয়া করে কেউ হেল্প করবেন ?
https://bitcointalksearch.org/user/tanveer2011-3229195

এইটা আপনার প্রোফাইল লিঙ্ক
jr. member
Activity: 336
Merit: 3
December 07, 2021, 12:05:33 AM
আমি আমার bitcoinialk প্রোফাইল লিঙ্ক বের করতে পারছি না !
আমার প্রোফাইল লিঙ্ক এমনটা আসতেছে >> https://bitcointalk.org/index.php?action=profile
দয়া করে কেউ হেল্প করবেন ?
newbie
Activity: 12
Merit: 0
December 06, 2021, 09:39:34 PM
ভাই আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, আসলে কাজ করতে হইলে সুবিধা অসুবিধা হবেই, সেই সব সুবিধা অসুবিধা কাটিয়েই  কাজ করে যেতে হবে। সবার জন্য শুভকামনা রইল।
jr. member
Activity: 475
Merit: 4
December 06, 2021, 12:10:26 PM
বাংলাদেশে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো কারেন্সি উতসাহিদের সাথে নেটওয়ার্ক করতে ইচ্ছুক।

আপনি বিটকয়েনের সাথে কীভাবে পরিচিত হন?
আপনি কি সম্প্রতি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ করেছেন?
বিটকয়েন আয় করার জন্য আপনি কোন উপায় এবং পদ্ধতি ব্যবহার করছেন?
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
December 06, 2021, 10:53:11 AM

বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
আপনি যদি ডিভাইস সংগ্রহ করতে পারেন এবং নিরাপদ জায়গায় প্লেস করতে পারেন তাহলে খুব একটা রিস্কের কিছু নেই। কেউ জানবে বলেও আমার মনে হয় না। আমি নিজে মাইনিং করি নি, কিন্তু যেটা বুঝলাম আপনি ইলেকট্রিসিটি বিল নিয়ে ফাপরে পরবেন। যদিও এইটা খুব বড় বিষয় না। আর তেমন কোন ঝুঁকি আছে বলে মনে হয় না কারণ তথ্য তেমন লিকড হবে না। আবার দেশের যে অবস্থা ৯৫%+ লোকে বুঝতেই পারবে না আপনি কি করছে।
লিটল মাউস ভাই যে কথাটা বলল যে ঠিক মত জায়গায় যদি আপনি মাইনিং সেটআপ করতে পারেন তাহলে আশা করা যায় কেউ জানবে না কিন্তু সবচেয়ে বড় ভাবনার বিষয় হল বিদ্যুৎ বিল কারণ আপনি যখন মাইনিং স্টার্ট করবেন তখন আপনার অনেক বিদ্যুৎ বিল আসবে তখন হঠাৎ করে এত বিদ্যুৎ বিল বেড়ে যাবে তখন হয়তো আপনি সমস্যার সম্মুখীন হতে পারে | তবে আপনার যদি খুবই ইচ্ছা থাকে আপনি এই বিদ্যুৎ বিলের সমস্যার সমাধানের জন্য প্রিপেইড মিটার ইউজ করতে পারেন কারন প্রিপেইড মিটারের বিল গুলো ঐরকম মনিটরিং করা হয় না আপনি শুধু রিচার্জ করবেন আর ইউজ করবেন |
jr. member
Activity: 35
Merit: 3
December 06, 2021, 07:40:40 AM
এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
Bitcoin Mining কইরা লাভ নাই ভাই। আপনারে ASIC আনাইতে হইবো। Customs সমস্যা দিতে পারে। তার থেকে CPU/GPU Mining করেন। কোনো special device লাগবো না। Electricity ঠিক থাকলে ঘরেই করতে পারবেন। Profitable ও হইবো। চাইলে mined coin BTC তে convert কইরা লইতে পারবেন। নিচের লেখাদুটি হয়তো আপনার কাজে আইতে পারে।

1. https://coinguides.org/cpu-mining-coins-algorithms/

2. https://www.guru99.com/best-cryptocurrencies-mine-gpu-profitable-easy.html
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 06, 2021, 05:34:04 AM
Quote
Bitmart has lost $196 million in various cryptocurrencies in the latest centralized exchange (CEX) breach, which may be the most devastating hack to date.


Peckshield, a security analysis firm, first tweeted about the alleged breach on Saturday night.


The hacker has systematically used a decentralized exchange (DEX) aggregator 1inch (1INCH) to exchange stolen money for Ethereum (ETH), then Tornado Cash (TORN), making the stolen funds more difficult to track.


In today’s news, El Salvador has purchased 150 additional Bitcoins, Bitget exchange lost license in Singapore, and FTX seeks $1.5B in new funding round at $32B valuation.
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 05, 2021, 11:43:26 PM
বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
আপনি যদি ডিভাইস সংগ্রহ করতে পারেন এবং নিরাপদ জায়গায় প্লেস করতে পারেন তাহলে খুব একটা রিস্কের কিছু নেই। কেউ জানবে বলেও আমার মনে হয় না। আমি নিজে মাইনিং করি নি, কিন্তু যেটা বুঝলাম আপনি ইলেকট্রিসিটি বিল নিয়ে ফাপরে পরবেন। যদিও এইটা খুব বড় বিষয় না। আর তেমন কোন ঝুঁকি আছে বলে মনে হয় না কারণ তথ্য তেমন লিকড হবে না। আবার দেশের যে অবস্থা ৯৫%+ লোকে বুঝতেই পারবে না আপনি কি করছে।
sr. member
Activity: 476
Merit: 523
December 05, 2021, 01:06:44 PM
মার্কেট কবে নাগাদ কামবেক করতে পারে?

অভিজ্ঞদের মতামত আশা করছি

মারকেট কবে ঠিক হবে এটা কেউ শতভাগ বরতে পারবে না। তবে বর্তমানের যে ডাম্পিংটা চলছে, এটা মূলত এক্সচেন্জার সাইট গুলোর খেলা বলে মনে করা হচ্ছে। যারা লেভারেজ নিয়ে ট্রেডিংয়ে নেমেছিলো, তাদের সবার ব্যালেন্স লিকুইডেটেড হয়ে গেছে।

আমাদের লোকাল ফোরাম থেকে কি কেউ কোন ক্রিপ্টোকারেন্সির সাথে ডিরেক্ট ইনভলভ আছেন? বেশ কয়েক মাস আগে একজন দেখছিলাম যিনি একটা প্রজেক্ট বিল্ড করতে আগ্রহী। কেউ আমাকে ওই পোস্টের লিংক দিতে পারবেন। আমি খুজে দেখছি কিন্তু পাইনি।

আমিও খুজে দেখেছি। কিন্তু পাইনি। আপনি কি সিওর যে ওটা বাংলাদেশ থ্রেডেই ছিলো? হতে পারে তিনি পোষ্ট টা ডিলেট করে দিয়েছে।
ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করা তেমন কোনো বিষয় না। কিন্তু মারকেটে আনা এবং লিকুইডিটি প্রোভাইডার পাওয়া অনেক ঝামেলা। আমার নিজেরই একটা কয়েন আছে। ক্রিয়েট করে ফেলে রেখেছি। স্ক্যম করার ইচ্ছা নাই। কোনোদিন ইনভেষ্টর পেলে মারকেটে নিয়ে আসবো। অপেক্ষা করছি কবে বাংরাদেশে ক্রিপ্টো লিগ্যাল হবে।

বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?


ক্রিপ্টোর সব ব্যাপারেই ধরপাকড় রয়েছে। খোনেই ছোট বড় এমাউন্ট ল্যানদেন তারা ধরতে পারবে সেখান থেকেই ধরবে। মাউনিং এর ব্যাপারে বলতে হলে, আপনি যদি সবাইকে জানিয়ে মাউনিং করেন তবে সমস্যা। এগুলো সিক্রেট বিষয়। মাইনিং হবে আপনার ঘরে। মানুষ জানবে কেমনে আপনি যদি নিজে না বলেন? আর লেনদেন করবেন প্রাইভেসি বজায় রেখে। তাহলেই হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 05, 2021, 12:51:29 PM
বর্তমানে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ হলেও , কিছু কিছু বিষয় একে ছাড় দেওয়া হচ্ছে‌ ,  বড় বড় যেমন মানি লন্ডারিং এসব ক্ষেত্রে ধরপাকড় চলতেছে , কিন্তু ট্রেডিং তাছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে ওরকম ধরপাকড় নেই ।

এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি বিটকয়েন মাইনিং করা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে ?
Jump to: