Author

Topic: বাংলা (Bengali) - page 349. (Read 5314058 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 24, 2021, 03:59:51 AM
 আইডি কেন সাসপেন্ড হয় ?  মেরিট কি?  আমি কিভাবে মেরিট পাবো ?   
মুল টপিকে সবগুলোর বিস্তারিত আর্টিকেল এর লিংক রয়েছে। ওই গাইডলাইন গুলো পড়লে নিশ্চয়ই আপনি যা যা খুজছেন পেয়ে যাবেন। এইখানে আপনি কি কোন সার্ভিস অফার করতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে শেয়ার করতে পারেন কি সার্ভিস।

কয়েন মার্কেটক্যাপ হ্যাক!
যেমনটা বলা আছে ওইখানে- শুধুমাত্র আপনার ইমেইল লিক হয়েছে। সাধারণত তেমন কোন সমস্যা না এইটা। যাদের কয়েনমার্কেটক্যাপ এ একাউন্ট আছে তাদের ইমেইল এড্রেস পাবলিক হইছে।

বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।
newbie
Activity: 19
Merit: 2
October 23, 2021, 01:35:12 PM
কয়েন মার্কেটক্যাপ হ্যাক!

বর্তমান সময়ে হ্যাকারদের প্রধান নজর হয়তো ক্রিপ্টকারেন্সিতে। একের পর একেক সাইড হ্যাকের ঘটনা নিউজ পাওয়া যাচ্ছে।এর প্রতিরোধ কি কখনো করা যাবেনা?কোন উপায় কি নেউ হ্যাকারদের থেকে রক্ষাপেতে?

https://cointelegraph.com/news/coinmarketcap-hack-reportedly-leaks-3-1-million-user-email-addresses

Just a heads-up for anyone with an account there. Apparently, only the email addresses were leaked, so your account and diamonds are safe but you should still be cautious, you might start getting some phishing attacks sent to your email.
sr. member
Activity: 476
Merit: 523
October 23, 2021, 07:38:50 AM
Quote

আমি এখানে  নতুন,  আমি সি পি এ মার্কেটিং এ কাজ করতাম। কিন্তু ডেটিং অফার ছাড়া অন্য কোনো অফার প্রমোট করা খুব কষ্টকর, মূলত ট্রাফিক কালেক্ট করা খুব সমস্যা এখন! আর আপনারা জানেন আমি একজন  মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষকে এই ডেটিং খারাপ অফারের লিংক প্রমোট করে ইনকামকরে দিনাতিপাত  করতে চাই নি এইটা  করা হারাম, আর যাদের কে এই অফার লিঙ্ক প্রমোট করতাম তারা সব বাহিরের দেশের USA, UK , CANADA , জার্মানি , আমি একজন মুসলিম হিসাবে একজন খ্রীষ্টান ইহুদীদেড়কে জেনা adult অফারের ফেতনার মধ্যে কি করে ছুড়ে ফেলি, তাই আমি হারাম কাজ ছেড়ে bitcoin.talk এই সাইটের সন্ধান পাই, আমি অনেক ইনকাম করেছি ৫০,০০০$ এর ও বেশি আমি ম্যানেজার ছিলাম আমাকে সবাই সাপোর্ট করবেন এখানে যেন হালাল ভাবে কাজ করতে পারি।   আইডি কেন সাসপেন্ড হয় ?  মেরিট কি?  আমি কিভাবে মেরিট পাবো ?  

প্রথমত, আপনাকে ধন্যবাদ।

আইডি সাসপেন্ড হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ গূলো হচ্ছে,

* কারণে অকারণে স্পাম করা।
* মডারেটরদের নির্দেশ অমান্য করা।


আরো অনেক কারনেই একাউন্ট ব্যান হতে পারে। আমিও নতুন। আমি এখনো শতভাগ জানিনা। আশা করি সিনিয়র ভাইয়েরা আরো কিছু এড করবেন।

মেরিট আপনার একাউন্ট এর লেভেল বৃদ্ধিতে কাজ করে। আপনার যত বেশী মেরিট জমা হবে। আপনার একাউন্ট ততো বড় লেভেলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।

মেরিট কিভাবে পাবেনঃ
আমি এই কিছু দিনে যা জানি তাই শেয়ার করছি। কখনোই মেরিট পাওয়ার আশায় কাজ করা যাবে না। আপনাকে শান্ত ভাবে কাজ করতে হবে। কারো কাছে মেরিট চাওয়া যাবে না। নিজে যা জানেন, তা সকলের সাথে শেয়ার করুন। সবাইকে সাহায্য করার চেষ্টা করুন। সর্বোপরি, নিজেকে অনেক হেল্পফুল হতে হবে। এভাবে আস্তে আসেত নিজেকে কমিউনিঠির একজন হিসেবে গড়ে তুলুন।
আপনার লেখা যখনই কারে ভারো লাগবে, তিনি আপনাকে মেরিট সেন্ড করবে।

ধন্যবাদ।
jr. member
Activity: 336
Merit: 3
October 23, 2021, 02:38:41 AM
তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley

যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।

PlanB টুইটারে যা বলেছিল, সেটি দেখার পর অনেকেই আবারও খুবই উৎসাহী হয়ে উঠেছে। আবার তার উপর ETF এর অনুমোদন হয়ে গেলো, সেটি সবাইকে আরো উৎসাহী করতেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ বর্তমানে যদিও ক্রিপ্টো মার্কেট একটু কারেকশনের মধ্যে রয়েছে। তাই এখন একটু উর্ধ্বগতি এবং একটু কারেকশন মার্কেটে চলবে।  Smiley

আমি এখানে  নতুন,  আমি সি পি এ মার্কেটিং এ কাজ করতাম। কিন্তু ডেটিং অফার ছাড়া অন্য কোনো অফার প্রমোট করা খুব কষ্টকর, মূলত ট্রাফিক কালেক্ট করা খুব সমস্যা এখন! আর আপনারা জানেন আমি একজন  মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষকে এই ডেটিং খারাপ অফারের লিংক প্রমোট করে ইনকামকরে দিনাতিপাত  করতে চাই নি এইটা  করা হারাম, আর যাদের কে এই অফার লিঙ্ক প্রমোট করতাম তারা সব বাহিরের দেশের USA, UK , CANADA , জার্মানি , আমি একজন মুসলিম হিসাবে একজন খ্রীষ্টান ইহুদীদেড়কে জেনা adult অফারের ফেতনার মধ্যে কি করে ছুড়ে ফেলি, তাই আমি হারাম কাজ ছেড়ে bitcoin.talk এই সাইটের সন্ধান পাই, আমি অনেক ইনকাম করেছি ৫০,০০০$ এর ও বেশি আমি ম্যানেজার ছিলাম আমাকে সবাই সাপোর্ট করবেন এখানে যেন হালাল ভাবে কাজ করতে পারি।   আইডি কেন সাসপেন্ড হয় ?  মেরিট কি?  আমি কিভাবে মেরিট পাবো ?   
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 22, 2021, 02:13:04 PM
তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley

যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।

PlanB টুইটারে যা বলেছিল, সেটি দেখার পর অনেকেই আবারও খুবই উৎসাহী হয়ে উঠেছে। আবার তার উপর ETF এর অনুমোদন হয়ে গেলো, সেটি সবাইকে আরো উৎসাহী করতেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ বর্তমানে যদিও ক্রিপ্টো মার্কেট একটু কারেকশনের মধ্যে রয়েছে। তাই এখন একটু উর্ধ্বগতি এবং একটু কারেকশন মার্কেটে চলবে।  Smiley
sr. member
Activity: 476
Merit: 523
October 22, 2021, 08:21:59 AM
কোরানের অবমাননা কে করসে দেখেন এবার।
ব্যক্তিগত ব্যস্ততার কারনে আমি এইটা নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই আর এমনিতেও আমি তেমন কোন মিডিয়া ফলো করিনা কারন আমরা কোন বিষয়কে ওইভাবেই দেখি যেভাবে মিডিয়া দেখাতে চায়। ওইজন্যে খুব কম ফলো করি।
এনিওয়ে, এই ব্যক্তি কি কোরআন শরীফ মন্দিরের ভিতরে রেখে এসেছিল?

তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley
যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।

প্রথম থেকেই এই ব্যাপারে আমার সন্দেহ ছিলো। একটা মুসলিম দেশে কোনো হিন্দু সাহস করবে না এরকম কাজ করার। তারা পাগল হয়ে যায়নি। আমাদের সকলেরই কিছু না কিছু হিন্দু বন্ধু রয়েছে। তারা আমাদের ধর্ম কে সম্মান করে। তাছাডা আরেকটা জিনিস ভেবে দেখেন, তারা ওখানে কোরআন শরীফ কেনো রাখবে? ওদের মতে ওখানে কোরআন রাখলে তাদের পূজো হবে না। আমাদের দেশের মানুষ যা দেখে, তা যাচাই বাছাই না করেই আন্দোলন শুরু করে দেয়।

আমি বরাবরই এগুলো এভোয়েট করে চলি।

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 22, 2021, 06:10:46 AM
কোরানের অবমাননা কে করসে দেখেন এবার।
ব্যক্তিগত ব্যস্ততার কারনে আমি এইটা নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই আর এমনিতেও আমি তেমন কোন মিডিয়া ফলো করিনা কারন আমরা কোন বিষয়কে ওইভাবেই দেখি যেভাবে মিডিয়া দেখাতে চায়। ওইজন্যে খুব কম ফলো করি।
এনিওয়ে, এই ব্যক্তি কি কোরআন শরীফ মন্দিরের ভিতরে রেখে এসেছিল?

তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley
যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
October 22, 2021, 05:02:40 AM
আচ্ছা এখানে কীভাবে বাউন্টি করে যদি একটু বলতেন?
আপনি ফোরামে নতুন।তাই আপনাকে বলবো ফোরাম কি সেটা আগে বুঝে নিতে।প্রথম পাতা থেকে সকল নিয়ম গুলো অনূসরন করুন।আপনি এখানে বাউন্টি করে আয় করতে পারেন কিন্তু সকল বাউন্টি প্যামেন্ট পাবেন না।স্কাম বেশি থাকে।আপনি কোন কিছু এখানে খুজে নিতে মূল পেজ এ থাকা সার্চ বাটন ব্যাবহার করতে পারেন।যদি তাতে না খুজে পান গুগল ও ব্যাবহার করতে পারেন।যদি কিছু না বুঝতে পারেন এখানে পোষ্ট করুন।কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তর দিবেন।

আপনি বাউন্টতে কাজ করতে নিচের লিংক থেকে বুঝে নিতে পারেন- https://bitcointalksearch.org/topic/my-first-guide-how-to-join-bounty-campaign-for-newbies-5041405
A_L
jr. member
Activity: 55
Merit: 3
October 22, 2021, 04:54:46 AM
বিটকয়েন টক সম্পর্কে কার কি সমস্যা আমাকে জানাতে পারেন বলতে পারেন আমি আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার সাধ্যমত ধন্যবাদ।
এটা কোন ছোট বিষয় না হ্যা আপনার ঙ্গান থাকতে পারে তবে এতটা সহজ ও নয় যেমনটা আপনি বলেছেন।আপনি যদি মনে করেন সব বিষয়ে সমাধান দিতে আপনি তৈরি আছেন তবে আমি বলবো আপনার এটা অ্যাল্টআ্যাকাউন্ট হতে পাড়ে।কারন আপনি ফোরামে জয়েন হয়েছেন এই মাসের ৮ তারিখ।তাহলে এই কয়েক দিনে কি করে আপনি সব বিষয়ে পারদর্শী হতে পারেন? Grin Grin
newbie
Activity: 584
Merit: 0
October 21, 2021, 10:31:20 PM
বিটকয়েন টক সম্পর্কে কার কি সমস্যা আমাকে জানাতে পারেন বলতে পারেন আমি আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার সাধ্যমত ধন্যবাদ।
আচ্ছা এখানে কীভাবে বাউন্টি করে যদি একটু বলতেন?
jr. member
Activity: 210
Merit: 6
October 21, 2021, 08:55:27 PM
বিটকয়েন টক সম্পর্কে কার কি সমস্যা আমাকে জানাতে পারেন বলতে পারেন আমি আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার সাধ্যমত ধন্যবাদ।
member
Activity: 86
Merit: 27
October 21, 2021, 07:34:37 AM
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
যা হয়েছে এবং এখনো হচ্ছে এটি কখনোই কাম্য নয়। মুসলমানদের জন্য মসজিদ যেমন পবিত্র তেমনি হিন্দুদের জন্য তাদের মন্ডপ পবিত্র। তবে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানাই।
কোরানের অবমাননা কে করসে দেখেন এবার।

এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।


member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
October 20, 2021, 06:08:40 PM
১০০ k পৌছাবে তবে একটু সময় লাগবে।চলতি বছরে আসা করা না গেলেও সামনে বছর মাঝামাঝি সময় ১০০k লক্ষে পৌছাবে এটা  ধারনা করা যায়।৬০k থেকে ডাউন হয়ে ২৯  কে তে পৌছেছিলো এতে যারা হতাশ হয়েছিলেন তাদের আশা রাখতেই আবার সর্বচ্চ দামে পৌছেছে।তাই আশা করা যায় তৃতীয় বার ১০০k পৌছাবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 20, 2021, 03:38:13 PM
এই বছরের শুরুদিকে যখন বিটকয়েন প্রায় $৬৪ হাজারের সর্বোচ্চ মূল্য তৈরি করার পর, আবার মূল্য কমতে শুরু করে এবং প্রায় #৩০ হাজার ডলারে চলে আসে। তখন অনেকেই ভেবেছিলেন যে, বিটকয়ে ন আর বৃদ্ধি পাবে না এবং বিটকয়েন আবার $২০ হাজারের কমে চলে যাবে। কিন্তু অনেকেই নতুন সর্বোচ্চ মূল্যের জন্য অপেক্ষা করতেছিল। আর সেই অপেক্ষার সময় প্রায় শেষ হইলো। কারণ আজকে বিটকয়েন $৬৭ হাজারের সর্বোচ্চ মূল্য ( Coingecko অনুযায়ী ) তৈরি করেছে।

যারা বিটকয়েনকে হোল্ড করেছিলেন, তাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছ। এখন অনেকেই আশা করতেছে যে, বিটকয়েন খুব শীঘ্রই $১০০ হাজারে পৌছে যাবে কিংবা এরও বেশি। তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley
full member
Activity: 1526
Merit: 110
October 20, 2021, 12:27:02 PM
বস আমি রাজশীর শুভ রাত্রি
boss Help Me !
এতো পুরনো একটা পোস্ট কোট করা ঠিক হয় নি। এছাড়া আপনি যার পোস্ট কোট করেছেন তিনি প্রায় এক বছর হল ফোরামে অ্যাক্টিভ নেই।
আপনার কি সাহায্য লাগবে এখানে খুলে বলুন। আশা করি আপনি সাহায্য পাবেন। তবে অবশ্যই বাংলায় লিখবেন।
jr. member
Activity: 336
Merit: 3
October 20, 2021, 11:38:18 AM
বস আমি রাজশীর শুভ রাত্রি
boss Help Me !
hero member
Activity: 2156
Merit: 711
Telegram @tokensfund
October 20, 2021, 04:09:03 AM
যদি সরকার দলীয় লোক করে থাকে সেটা কেন?

আগামীতে নির্বাচন। নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে হলর বহির্বিশ্বের সাপোর্ট লাগবে। যদি এমনটা দেখানো যায় যে এখানে উগ্রবাদের উত্থানের সমূহ সম্ভাবণা আছে, আমরা খুব কষ্টে এদের আটকে রেখেছি,। আমরা থাকতেই সংখ্যালঘুদের এই অবস্থা তাহলে না থাকলে বুঝেন কী অবস্থা হবে! উগ্রবাদের উত্থান হলে পাশ্ববর্তী দেশ সহ আন্তর্জাতিক বিপদের হুমকি থাকবে। আমরা যাহাই করিনা কেন আমাদের ভিতরের ব্যপার নিয়ে মাথা ঘামায়েন না।

jr. member
Activity: 210
Merit: 6
October 20, 2021, 03:59:19 AM
Merit কি?

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ  Dtalk ভাইয়ের কাছ থেকে কপি করেছি তো নতুনদের জন্য আমি এটা আবার পুনরায় কপি করে পোস্ট করতেছি নতুন যারা আছেন তাঁরা দয়াকরে সম্পন্ন পড়বেন।
Dtalk ভাই কে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
Original Post Link : https://bitcointalksearch.org/topic/m.53602200
Dtalk Profile Link: https://bitcointalksearch.org/user/dtalk-2373346

যাদের মেরিট সম্পর্কে ধারনা নেই তারা এই পোষ্টি সম্পূর্ণ পড়বেন পড়লে আশা করি সব বুঝে যাবেন।

খুবই ভালো লাগলো যে আমাদের লোকাল এই থ্রেডের অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে স্পাম কিছুটা কমেছে এবং পাশাপাশি সিনিয়র কিছু মেম্বারও এক্টিভ হয়েছে। আশা করছি সবাই ভালো মানের পোস্ট করবেন যাতে কেউ আমাদের স্পামার বলতে না পারে। পাশাপাশি যাদের মেরিট আছে তারা ভালো কোয়ালিটির পোস্টে অবশ্যই মেরিট দেবেন। এতে সবাই ভালো পোস্ট করার জন্য অনুপ্রানিত হবে।

মেরিট নিয়ে উপরে অনেকগুলো পোস্ট আছে, অনেকেই চেক না করেই জিজ্ঞেস করছে মেরিট কি এবং কিভাবে পেতে হয়। যাই হক, আমি আবার গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি যেটা আমাদের থ্রেড মডারেটর আশা করছি উনার থ্রেডে লিংক করে দেবেন যাতে নতুনরা থ্রেড থেকেই জানতে পারে।

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

মেরিট এর প্রয়োজনীয়তা
ফোরামে র‍্যাংক আপ করতে হলে আপনাকে অবশ্যই মেরিট থাকতে হবে। তাছাড়া মেরিট থাকার মানে হল আপনি একজন ভালো মানের পোস্টার যা আপনাকে একতা ভালো সিগ্নেচার ক্যাম্পেইনে একচেপ্ট হতে সহায়তা করবে। নিচে বিভিন্ন র‍্যাংকের জন্য প্রয়োজনীয় মেরিট সংখ্যা দেয়া হল।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
jr. member
Activity: 210
Merit: 6
October 20, 2021, 03:51:24 AM
Ami ekhane notun Kew amake bujaben ekhane kemne ki kaj kore taka income kore
আপনি যেহেতু এখানে নতুন তাই আপনি আপনার বোঝার অনেক কিছু আছে আপনি দয়া করে সিনিয়রদের ফলো করুন দেখতে পাবেন তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী অনেক কিছু বলেছে আপনি এখনই কাজের ধান্দায় না গিয়ে আপনার প্রত্যেকটা ঘুরে দেখুন অনেক কিছু শিখতে পারবেন কিছুদিন এখানে ঘুরে থ্রেড দেখুন কাজ বুঝিয়ে যাবেন আপনি ইনকামের ধান্দায় এখন না গিয়ে নিজেকে তৈরি করুন।

দয়া করে এখানে স্কাম পোস্ট করবেন না। যেমন কেমন আছেন, কি করেন, আমার বাড়ি এখানে-ওখানে এরকম পোস্ট থেকে বিরত থাকুন তাহলে আপনার আইডির সেফ থাকবেন আপনিও সাবধানে থাকবেন।

ধন্যবাদ।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 20, 2021, 02:59:35 AM
are u from bangladesh?




I am from Bangladesh
আপনি একজন নতুন ইউজার হিসেবে আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভাই পোস্ট করার আগে রুলস গুলোতো ভালোভাবে জানুন। এটা আমাদের বাংলা বোর্ড এখানে পোস্ট করলে অবশ্যই পরিপাটি বাংলা ভাষা ব্যাবহার করবেন। আর পুরনো টপিক গুলো এড়িয়ে যাবেন। পুরনো টপিক গুলোতে পোস্ট করবেন না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।

ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন...
https://bitcointalksearch.org/topic/m.55551271

      
Jump to: