Author

Topic: বাংলা (Bengali) - page 343. (Read 5698322 times)

jr. member
Activity: 475
Merit: 4
December 24, 2021, 01:54:56 PM
Quote
আপনি ভালো করে আগে নিয়মগুলো পরে আসবেন প্রথম পেজে দেওয়া আছে আছে। আপনি যে পেজে পোস্ট করেছেন সেই পেজের সবগুলো পোস্ট ফলো করেন নাই। ফলো করলে হয়তো আপনি লো কোয়ালিটি পোস্ট করতেন না।

naim027
ভাইয়া বলে দিছেন সিঙ্গেল লাইন পোস্ট এলাউ না। আপনি তাও সিঙ্গেল লাইন পোস্ট করেছেন।

আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এগুলা পোস্ট করা থেকে বিরত থাকুন। কি নিয়ে আলোচনা করেছে, সেটা সম্পর্কে যদি আপনার কোন ধারনা না থাকে তাহলে আপনি কোট করবেন না। যদি সে সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই কোট করে আপনার মন্তব্য প্রকাশ করবেন।অযেহেতু পোস্ট করে আপনার কোন লাভ হবে না।বরং আপনার একাউন্টটা সবার চোখে পড়ে যাবে, তখন আপনি রিপোর্ট ও খাইতে পারেন। তাই বলা হচ্ছে যে আমরা যারা নতুন আছি তারা সবাই সতর্কতার সাথে পোস্ট করবো। আর ভালো মানের পোস্ট করার চেষ্টা করব।
ধন্যবাদ।
আপনি যেটা এটা কেমন কথা বললেন ভাই বুঝলাম না? আমি তো‌ অহেতুক কোন কথা বলি নাই এখানে। আর আপনি বললেন যে naim027 ভাইয়া সিঙ্গেল লাইন পোস্ট করা যাবেনা। কিন্তু naim027 ভাইয়া এটা মিন করে বলে নাই যে কোন প্রশ্নের করার‌ পর‌ যদি সে প্রশ্নের উওর এক লাইন বা এক শব্দে দিলেই যদি‌ হয়ে যায় তাহলে অযথা কথা‌ বাড়ানোর কোন দরকার নেই। আপনি বলছেন ভালো কথা বলতেই পারেন আপনার ‌‌কথায় আমি‌ যে‌ রাগ করছি তা নয় অবশ্যই ধন্যবাদ জানাই। এরপর‌ বলি ভাই আপনিও ভালো ভাবে বুঝেন ভাই কথাটা সম্পূর্ণ ভাবে উপস্থাপন করতে পারেন নাই ? আশা রাখি আপনিও পরবর্তী সময় ভালো ভাবে ক্লিয়ার করে কথা বলবেন?
আপনি‌ যদি একটা কথা সুন্দর ভাবে বললে কেউ দুই তিনটা শব্দেই বুঝানো যায় তাহলে অবশ্যই এতো বড়ো প্যারা লিখে লাভ নেই। ঐ আপনি যা বড়ো বড়ো প্যারা লিখে প্রকাশ করবেন আর সেই কথাই অন্য দেখবেন দুই চারটা শব্দেই বুঝিয়ে দিয়েছে। তাহলে কোনটা ভালো ভাই? আপনি রাগ করবেন না‌ ভাই আপনাকে ছোট করার জন্য বললাম না‌ কথাটা । আমার মনে হলো আমি কিছু বলায় যদি‌ ক্লিয়ার হওয়া যায় তাহলে সেটাই ভালো।
ধন্যবাদ 🙏🙏🙏

ভাইরে ভাই এখানে উত্তেজিত হওয়ার কি আছে। আমার পরেও  (Little Mouse)  ভাইয়া অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে। আপনি যদি এক বাক্যে বা লাইনে কোন কিছু বুঝিয়ে দিতে পারেন তাহলে ভালো।



Quote
তবে মেইন বোর্ড একটিভ থাকলে মেরিট বেশি পেতে পারেন এটা ঠিক।তাই সঠিক কথা মেরিট কিভাবে পাবেন তা মেরিট রুলস পড়েন ও সেই নিয়ম অনূসরন করেন মেরিট  পেয়ে যাবেন।
ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো ঠিক বলেছেন। আপনার এই কথাগুলো আমরা নতুনরা সবাই ফলো করবো।

কিন্তু আপনি আপনার এই কোটটা দেখেন। এই কোট করার কোন প্রয়োজনই হয় না। আমি আপনাকে বুঝাইতে চাইছি যে, আপনার কোন পোস্ট ভাল লাগার পরে। বা পোস্ট থেকে কোন কিছু জানার পরে। আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এই ধরনের লো কোয়ালিটি পোস্ট থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেটা শুধু আপনার উদ্দেশ্যে বলা হয়নি। বাংলা ফোরামে যারা নতুন রয়েছে তাদের সবার উদ্দেশ্যে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আর কখনো কোন কাজ উত্তেজিত হয়ে করবেন না সেটা যেকোন কাজ হোক।রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।সবাইকে সম্মান এবং সবার সাথে বন্ধু সুলভ আচরণ করতেন শিখুন।
jr. member
Activity: 140
Merit: 1
December 24, 2021, 12:43:45 PM
Quote
আপনি ভালো করে আগে নিয়মগুলো পরে আসবেন প্রথম পেজে দেওয়া আছে আছে। আপনি যে পেজে পোস্ট করেছেন সেই পেজের সবগুলো পোস্ট ফলো করেন নাই। ফলো করলে হয়তো আপনি লো কোয়ালিটি পোস্ট করতেন না।

naim027
ভাইয়া বলে দিছেন সিঙ্গেল লাইন পোস্ট এলাউ না। আপনি তাও সিঙ্গেল লাইন পোস্ট করেছেন।

আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এগুলা পোস্ট করা থেকে বিরত থাকুন। কি নিয়ে আলোচনা করেছে, সেটা সম্পর্কে যদি আপনার কোন ধারনা না থাকে তাহলে আপনি কোট করবেন না। যদি সে সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই কোট করে আপনার মন্তব্য প্রকাশ করবেন।অযেহেতু পোস্ট করে আপনার কোন লাভ হবে না।বরং আপনার একাউন্টটা সবার চোখে পড়ে যাবে, তখন আপনি রিপোর্ট ও খাইতে পারেন। তাই বলা হচ্ছে যে আমরা যারা নতুন আছি তারা সবাই সতর্কতার সাথে পোস্ট করবো। আর ভালো মানের পোস্ট করার চেষ্টা করব।
ধন্যবাদ।
আপনি যেটা এটা কেমন কথা বললেন ভাই বুঝলাম না? আমি তো‌ অহেতুক কোন কথা বলি নাই এখানে। আর আপনি বললেন যে naim027 ভাইয়া সিঙ্গেল লাইন পোস্ট করা যাবেনা। কিন্তু naim027 ভাইয়া এটা মিন করে বলে নাই যে কোন প্রশ্নের করার‌ পর‌ যদি সে প্রশ্নের উওর এক লাইন বা এক শব্দে দিলেই যদি‌ হয়ে যায় তাহলে অযথা কথা‌ বাড়ানোর কোন দরকার নেই। আপনি বলছেন ভালো কথা বলতেই পারেন আপনার ‌‌কথায় আমি‌ যে‌ রাগ করছি তা নয় অবশ্যই ধন্যবাদ জানাই। এরপর‌ বলি ভাই আপনিও ভালো ভাবে বুঝেন ভাই কথাটা সম্পূর্ণ ভাবে উপস্থাপন করতে পারেন নাই ? আশা রাখি আপনিও পরবর্তী সময় ভালো ভাবে ক্লিয়ার করে কথা বলবেন?
আপনি‌ যদি একটা কথা সুন্দর ভাবে বললে কেউ দুই তিনটা শব্দেই বুঝানো যায় তাহলে অবশ্যই এতো বড়ো প্যারা লিখে লাভ নেই। ঐ আপনি যা বড়ো বড়ো প্যারা লিখে প্রকাশ করবেন আর সেই কথাই অন্য দেখবেন দুই চারটা শব্দেই বুঝিয়ে দিয়েছে। তাহলে কোনটা ভালো ভাই? আপনি রাগ করবেন না‌ ভাই আপনাকে ছোট করার জন্য বললাম না‌ কথাটা । আমার মনে হলো আমি কিছু বলায় যদি‌ ক্লিয়ার হওয়া যায় তাহলে সেটাই ভালো।
ধন্যবাদ 🙏🙏🙏
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 24, 2021, 11:03:44 AM
ভাইয়া বলে দিছেন সিঙ্গেল লাইন পোস্ট এলাউ না। আপনি তাও সিঙ্গেল লাইন পোস্ট করেছেন।
সিঙ্গেল লাইন কিংবা এক শব্দের বাক্যতেও কোন সমস্যা নেই যদি সেটা টপিক অনুযায়ী ঠিক থাকে এবং প্রয়োজনীয় না হয়। অপ্র্যোজনীয় বলতে যেমন আপনি কাউকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কিন্তু যদি কেও এমন কোন প্রশ্ন করে যেখানে আপনি এক শব্দে তার উত্তর দিতে পারছেন, তাহলে সেখানেও সমস্যা নেই।
যেমন- কেউ যদি জিজ্ঞেস করে বিটকয়েনে অনচেইনে সর্বনিন্ম কত লেনদেন করা যায়?
উত্তর- ৫৪৬ সাতশি।
এইটা বললেই কিন্তু উত্তর হয়ে গেল। আপনি আরো অনেক কিছু সংযুক্ত করতে পারেন তবে দুই শব্দের বাক্যটাও কিন্তু ফোরামে অনুমিত। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
jr. member
Activity: 475
Merit: 4
December 24, 2021, 07:43:04 AM
Quote
তবে মেইন বোর্ড একটিভ থাকলে মেরিট বেশি পেতে পারেন এটা ঠিক।তাই সঠিক কথা মেরিট কিভাবে পাবেন তা মেরিট রুলস পড়েন ও সেই নিয়ম অনূসরন করেন মেরিট  পেয়ে যাবেন।
ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো ঠিক বলেছেন। আপনার এই কথাগুলো আমরা নতুনরা সবাই ফলো করবো।

আপনি ভালো করে আগে নিয়মগুলো পরে আসবেন প্রথম পেজে দেওয়া আছে আছে। আপনি যে পেজে পোস্ট করেছেন সেই পেজের সবগুলো পোস্ট ফলো করেন নাই। ফলো করলে হয়তো আপনি লো কোয়ালিটি পোস্ট করতেন না।

naim027
ভাইয়া বলে দিছেন সিঙ্গেল লাইন পোস্ট এলাউ না। আপনি তাও সিঙ্গেল লাইন পোস্ট করেছেন।

আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এগুলা পোস্ট করা থেকে বিরত থাকুন। কি নিয়ে আলোচনা করেছে, সেটা সম্পর্কে যদি আপনার কোন ধারনা না থাকে তাহলে আপনি কোট করবেন না। যদি সে সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই কোট করে আপনার মন্তব্য প্রকাশ করবেন।অযেহেতু পোস্ট করে আপনার কোন লাভ হবে না।বরং আপনার একাউন্টটা সবার চোখে পড়ে যাবে, তখন আপনি রিপোর্ট ও খাইতে পারেন। তাই বলা হচ্ছে যে আমরা যারা নতুন আছি তারা সবাই সতর্কতার সাথে পোস্ট করবো। আর ভালো মানের পোস্ট করার চেষ্টা করব।
ধন্যবাদ।
jr. member
Activity: 140
Merit: 1
December 24, 2021, 04:24:23 AM

ওয়েব ২ = সেন্ট্রালাইজড
ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড

হ্যা এটা ঠিক। তবে ওয়েব৩ বলতে মূলত পরবর্তি প্রজন্ম কে বোঝানো হয়েছে।যেমনটি হলো আপরা ফোনের যে ২জি থেকে ৩/৪ জিতে আপগ্রেড হয়েছি তেমন।ওয়েব ২ থেকে ওয়েব ৩ তে রুপান্তর। ওয়েব ৩টা সম্পূর্ন মেটাভার্স সিস্টেম।
হ্যাঁ যেটা প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে নেটওয়ার্ক সিস্টেম গুলো যেমন 2G থেকে 3G, 3G থেকে 4G, বর্তমানে বাংলাদেশেও 4G থেকে 5G নেটওয়ার্ক সিস্টেম চালু হয়ে যাচ্ছে। এভাবেই প্রযুক্তির নতুন নতুন ভাবে আমাদের নতুন নতুন সিস্টেমে পরিচিত করিয়ে দিয়ে আমাদের রীতিমত অবাক করে দিচ্ছে।
ওয়েব ২ = সেন্ট্রালাইজড এবং ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড একইভাবে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মেটাভার্স সিস্টেমের মাধ্যমে। যেটা আমাদের জন্য খুবই উপকারী হবে।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
December 23, 2021, 11:25:40 AM
আমি বুঝলাম না আপনি এত পুরাতন পোষ্ট কেনো আবার উত্তর দিতে কুয়াইট করেছেন।ওখানে তো উত্তর দিয়েছেন। আপনি একটিভ থাকতে অন টপিক, চলমান পেজ/টপিক গুলোতে একটিভ হন।
যদি আপনি মেরিট আর্ন করার জন্য পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বেশিরভাগ পোস্ট ইংরেজিতে করতে হবে কারণ বড় বড় রেংক ধারী মেম্বাররা ইংরেজি পোষ্ট গুলোতে মেরিট প্রদান করে থাকে। সেজন্য মানসম্পন্ন পোস্ট ইংরেজিতে করলে আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।


আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না।মেরিট শুধু ইংরেজিতে পোষ্ট করলে পাবেন তা ঠিক না। মেরিট বাংলা থ্রেড ও পেতে পারেন।মেরিট পেতে হলে আপনাকে কোয়ালিটি সম্পূর্ন পোষ্ট করতে হবে।আপনার টপিক টা জানার বিষয়ে হতে হবে।তবে ফোরামে আগে কেউ সেই বিষয়ে কোন পোষ্ট আছে কিনা তা দেখে নিতে হবে।আপনি যদি কাওকে উত্তর করেন তবে সেখানে সঠিক উত্তরের সাথে প্রমান দিতে পারলে ভালো হবে।

তবে মেইন বোর্ড একটিভ থাকলে মেরিট বেশি পেতে পারেন এটা ঠিক।তাই সঠিক কথা মেরিট কিভাবে পাবেন তা মেরিট রুলস পড়েন ও সেই নিয়ম অনূসরন করেন মেরিট  পেয়ে যাবেন।
jr. member
Activity: 39
Merit: 2
December 23, 2021, 06:08:37 AM
সিনিয়র ভাইদের হেল্প........
পোস্ট করার নিয়ম কানুন কেমন, মানে ১ ঘন্টা বা ১ দিনে
কতগুলা পোস্ট করতে পারবো

ইংরেজি তে করুন ৮০% আর বাকি ২০% পোস্ট করুন এখানে। তাহলে মেরিট পাওয়ার চান্স বাড়বে আপনার।       
যদি আপনি মেরিট আর্ন করার জন্য পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বেশিরভাগ পোস্ট ইংরেজিতে করতে হবে কারণ বড় বড় রেংক ধারী মেম্বাররা ইংরেজি পোষ্ট গুলোতে মেরিট প্রদান করে থাকে। সেজন্য মানসম্পন্ন পোস্ট ইংরেজিতে করলে আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 23, 2021, 03:26:02 AM
সত্যি বলতে ভাই আমি অনেক চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু নতুনদের কিছু আকাম কুকাম মন মানুষিকতা নষ্ট করে দিয়েছে। আপনারা সবাই জানেন LoyceV ফোরামের অনেক সম্মানিত একজন। আমি তার থ্রেড এ কিছু আনমেরিটেড গুড পোষ্ট মেরিট এর জন্য সাজেশন করেছিলাম। সেটা তো হলোই না, উল্টো প্লাগারিষ্ট ধরা পড়লো। আমি তো ভাই তার চোখে নেগেটিভ হয়ে গেলাম।
ভাই এইখানে নেগেটিভ হওয়ার কিছু নেই। লয়চে কিংবা আরো অনেক মেম্বার এমন পোস্টে মেরিট দিয়েছে যেটা পরে কপি পোস্টের প্রমাণ পাওয়া গিয়েছে। এইটা কোন ব্যাপার না। আপনি না জানতেই পারেন। ওইখানে পোস্ট রিপোর্ট করার সময় একটু দেখে নিবেন। এইটুকুই।

Quote
কার্ড তো আরো ১০০ বছর পরের জিনিস। বাংলাদেশে আমরা অদূর ভবিষ্যতে বৈধতা আশা করতে পারি না। ২০৩০ এর পর কিছু হলেও হতে পারে। আবার নাও হতে পারে।
বাংলাদেশের একজন ক্রিপ্টেরিয়াম কার্ড অর্ডার করেছেন এবং হাতেও পেয়েছেন। যদিও ক্রিপ্টেরিয়ামের সাপোর্ট লিস্টের দেশগুলোতে বাংলাদেশের নাম নেই। তবে এই কার্ড আমি যতদুর শুনেছি যে কোন ভিজা কার্ড সাপোর্টেড বুথে সাপোর্ট করবে। মানে আপনি বাংলাদেশের অনেক বুথ থেকে টাকা তুলতে পারবেন। যদিও আমি এখনো উনাকে আর জিজ্ঞেস করি নাই উনার কার্ড দয়ে উনি লেনদেন করছেন কিনা।
sr. member
Activity: 476
Merit: 523
December 22, 2021, 09:19:50 PM
হঠাৎ মনে হচ্ছে বাংলাদেশী থ্রেডে পার্টিসিপেশন আবার কমে গেছে। কোন নির্দিষ্ট কারণ?

সত্যি বলতে ভাই আমি অনেক চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু নতুনদের কিছু আকাম কুকাম মন মানুষিকতা নষ্ট করে দিয়েছে। আপনারা সবাই জানেন LoyceV ফোরামের অনেক সম্মানিত একজন। আমি তার থ্রেড এ কিছু আনমেরিটেড গুড পোষ্ট মেরিট এর জন্য সাজেশন করেছিলাম। সেটা তো হলোই না, উল্টো প্লাগারিষ্ট ধরা পড়লো। আমি তো ভাই তার চোখে নেগেটিভ হয়ে গেলাম। ভেবেছি আর কখনো নতুনদের পোষ্ট মেরিট এর জন্য সাজেষ্ট করবো না। আমাদের লোকাল ফোরমে সিনিয়র রা জুনিয়রদের তেমন মেরিট দেয় না বল্লেই চলে। আমার মেরিট দেখলেই বুঝতে পারবেন আমি কতোটা কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আমাদের ধ্রেড এর কিছু মানুষের মেরিট স্টাটস দেখে মনে হয় ওনারা মেরিট হোল্ড করছেন। সামনে এই মেরিট ডাবল হবে। অনেকে আবার মনে করে কোনো পোষ্ট এ যদি আপনার এংগেজমেন্ট না থাকে, তাহলে আপনি সেই পোষ্ট এ মেরিট দিতে পারবেন না।

আপনারা কেউ কি ২০২১ সালের নিউজ ক্যাটাগরিতে গুগলের ট্রেন্ড লিস্ট দেখেছেন? এইটা ভালো বলব নাকি খারাপ বুঝতেছি না। ডজকয়েন এবং ইথেরিয়াম এর দাম এই দুইটা কিওয়ার্ড ছিল। ডজকয়েন ৪ নাম্বার র‍্যাংক আর ইথেরিয়াম এর দাম ১০ নাম্বার। বলতে খারাপ লাগলেও সত্যি টপ ১০ এ বিটকয়েন এর কোন কীওয়ার্ড ছিল না।

না ভাই, দেখা হয়নি। তবে এর পেছনে অনেক কারণ আছে। ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় ধামাকা ২০২১ সালেই হয়েছে। যেখানে ডজ কয়েন ০.০০০৭ ডলার থেকে ০.৮৩ ডলার অবদি গেছে। তো টপে থাকাতে আমি মোটেও অবাক হচ্ছিনা। ইথেরিয়াম থাকার পেছনে NFT, স্মার্ট কন্ট্রাক্ট এর অনেক বড় অবধান রয়েছে। আর বিটকয়েন না থাকার কারন জানিনা। তবে বিটকয়েন ডমিনেন্স দেখেই বুঝা যায় যে বিটকয়েন টপ ১০ এ নেই। বিটকয়েন ডমিনেন্স ৫০% এর ওপরে ছিলো। সেটা কমে এখন ৩৯-৪০-৪১ এর ভেতর ওঠানামা করছে।

NEWS18 BENGALI : https://bengali.news18.com/news/business/money-crypto-credit-cards-how-much-different-from-bank-credit-cards-know-how-to-make-payment-dd-tc-708301.html


বাইরের দেশগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে। এখন বাজার ঘাট করতেও ক্রিপ্টো ক্রেডিট কার্ড ব্যবহার করে বাজার করতে পারবেন।
আমাদের বাংলাদেশে যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়।তাহলে বাংলাদেশের ও এগিয়ে যেতে সময় লাগবে না।
ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অবৈধ থাকার শর্তেও, বাংলাদেশের মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেই চলছে। বছর শেষে দেখা যায় যে, ক্রিপ্টোকারেন্সি থেকে বাংলাদেশের মানুষ অনেক আর্থিক পেয়ে থাকেন।
সে দিক দিয়ে লক্ষ করলে দেখা যায় যে, ক্রিপ্টোকারেন্সি করে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন এক সময় যদি বাংলাদেশের সরকার ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে আবার বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কমে যাবে।

বাংলাদেশে তো বৈধতা পাওয়ারই খবর নাই। ক্রিপ্টো ক্রেডিট কার্ড তো আরো ১০০ বছর পরের জিনিস। বাংলাদেশে আমরা অদূর ভবিষ্যতে বৈধতা আশা করতে পারি না। ২০৩০ এর পর কিছু হলেও হতে পারে। আবার নাও হতে পারে।

কেমন আছেন সবাই?
জি ভালো  আছি ।।।
আপনি কেমন আছেন ।।।
জি ভাল আছি, আপনি কেমন আছেন?


কোনো পোষ্ট কোট করার আগে সেই পোষ্ট এর তারিখ দেখে নিবেন। অতি জরুরী কিছু না হলে কোট করবেন না। আর কেমন আছেন, ভালো আছি, এসব মেসেজে করবেন। সিংগেল লাইন পোষ্ট এলাউ না। ধন্যবাদ।

jr. member
Activity: 475
Merit: 4
December 22, 2021, 10:08:28 AM
NEWS18 BENGALI : https://bengali.news18.com/news/business/money-crypto-credit-cards-how-much-different-from-bank-credit-cards-know-how-to-make-payment-dd-tc-708301.html


বাইরের দেশগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে। এখন বাজার ঘাট করতেও ক্রিপ্টো ক্রেডিট কার্ড ব্যবহার করে বাজার করতে পারবেন।
আমাদের বাংলাদেশে যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়।তাহলে বাংলাদেশের ও এগিয়ে যেতে সময় লাগবে না।
ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অবৈধ থাকার শর্তেও, বাংলাদেশের মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেই চলছে। বছর শেষে দেখা যায় যে, ক্রিপ্টোকারেন্সি থেকে বাংলাদেশের মানুষ অনেক আর্থিক পেয়ে থাকেন।
সে দিক দিয়ে লক্ষ করলে দেখা যায় যে, ক্রিপ্টোকারেন্সি করে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন এক সময় যদি বাংলাদেশের সরকার ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে আবার বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কমে যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 22, 2021, 09:32:56 AM
হঠাৎ মনে হচ্ছে বাংলাদেশী থ্রেডে পার্টিসিপেশন আবার কমে গেছে। কোন নির্দিষ্ট কারণ?

আপনারা কেউ কি ২০২১ সালের নিউজ ক্যাটাগরিতে গুগলের ট্রেন্ড লিস্ট দেখেছেন? এইটা ভালো বলব নাকি খারাপ বুঝতেছি না। ডজকয়েন এবং ইথেরিয়াম এর দাম এই দুইটা কিওয়ার্ড ছিল। ডজকয়েন ৪ নাম্বার র‍্যাংক আর ইথেরিয়াম এর দাম ১০ নাম্বার। বলতে খারাপ লাগলেও সত্যি টপ ১০ এ বিটকয়েন এর কোন কীওয়ার্ড ছিল না।
newbie
Activity: 19
Merit: 2
December 21, 2021, 11:57:45 AM

ওয়েব ২ = সেন্ট্রালাইজড
ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড

হ্যা এটা ঠিক। তবে ওয়েব৩ বলতে মূলত পরবর্তি প্রজন্ম কে বোঝানো হয়েছে।যেমনটি হলো আপরা ফোনের যে ২জি থেকে ৩/৪ জিতে আপগ্রেড হয়েছি তেমন।ওয়েব ২ থেকে ওয়েব ৩ তে রুপান্তর। ওয়েব ৩টা সম্পূর্ন মেটাভার্স সিস্টেম।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 21, 2021, 09:31:20 AM
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না।
এইটা আসলে বিতর্কিত। ক্রিপ্টোকারেন্সি যেমন সম্পদ লুকিয়ে রাখার অন্যতম মাধ্যম তেমনি একটু ভুলের জন্য সব সম্পদের খোজ দিয়ে দেওয়াটাও স্বাভাবিক। আর সেই ভুলটা আমাদের দেশের মানুষ করবেই সেটাতে কোন ভুল নেই লল। যদিও কালের বিবর্তনে মানুষ ঠিকই তার ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার প্রাইভেসি শিখে নেবে। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো স্টাডি করে এইটা এলাউ করাটাই বেটার হবে। চেইন এনালাইসিস বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত লেনদেনের তথ্য ইনভেস্টিগেশন করছেন। সরকার চাইলে এইরকম টিম বিল্ড করা কোন ব্যাপারই না।

web3 টা কি কেও কি জানেন
ওয়েব ২ = সেন্ট্রালাইজড
ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড

ভুল হলে কেউ ধরাই দিয়েন  Cheesy
jr. member
Activity: 129
Merit: 2
December 21, 2021, 03:23:35 AM
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না। তারা মারা গেলে তাদের এই ক্রিপ্টোকারেন্সি কি হবে? তার উত্তরাধিকারীরা ব্যবহার করতে পারবে কিনা এই দ্বিধাদ্বন্দ্বের জন্য তারা ব্যবহার করবে না? আবার ক্রিপ্টোকারেন্সি প্রাইস যেমন আপডাউন করে এতে তারা ভীত হয়ে পড়বে। আপনি যদি নায়ক নায়িকাদের সম্বন্ধে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন অনেক নায়ক-নায়িকার ফেসবুক প্রোফাইল হ্যাক। সেখানে দুর্নীতিবাজদের ক্রিপ্টোকারেন্সি কিভাবে রক্ষা পাবে তা তারা 2/4 দিন গেলেই বুঝতে পারবে। তারা আগ্রহী হলেও পরবর্তীতে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
আপনার কথায় যুক্তি আছে কিন্তু এইটাও ভাইবেন যে দুর্নীতিবাজরা একা না,তাদের হাত অনেক বড়,যারা ভাল বুঝবে তাদেরকে দিয়ে বিটকয়েন কিনে রেখে দিবে
ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈদতা দিলে ক্ষতি কম হবে, ক্ষতির চেয়ে লাভ টাই বেশি হবে
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 20, 2021, 11:03:06 PM
তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না।
ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে দুর্নীতি বাড়বে এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যারা দুর্নীতি করে বা করবে তাদের অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তেমন কোনো জ্ঞান রাখে না। এবং ভবিষ্যতেও রাখতে পারবে না। তারা মারা গেলে তাদের এই ক্রিপ্টোকারেন্সি কি হবে? তার উত্তরাধিকারীরা ব্যবহার করতে পারবে কিনা এই দ্বিধাদ্বন্দ্বের জন্য তারা ব্যবহার করবে না? আবার ক্রিপ্টোকারেন্সি প্রাইস যেমন আপডাউন করে এতে তারা ভীত হয়ে পড়বে। আপনি যদি নায়ক নায়িকাদের সম্বন্ধে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন অনেক নায়ক-নায়িকার ফেসবুক প্রোফাইল হ্যাক। সেখানে দুর্নীতিবাজদের ক্রিপ্টোকারেন্সি কিভাবে রক্ষা পাবে তা তারা 2/4 দিন গেলেই বুঝতে পারবে। তারা আগ্রহী হলেও পরবর্তীতে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
sr. member
Activity: 476
Merit: 523
December 20, 2021, 10:33:52 PM
হয়তো Solana ব্লকচেইনে পছন্দের কোনো নাহ কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে। তাই সকলে আপনাদের পছন্দের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের নাম এবং কেন সেটি ভালো লাগে সেটি জানাবেন!


আমার মনে হয় আপনি https://saros.finance/ ট্রাই করতে পারেন। তবে এটা ব্যাবহার করার জন্য আপনার Coin98 ওয়ালেট ইনস্টল থাকতে হবে।েএটাও একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেন্জ। সব চাইতে বড় বিষয় হচ্ছে, সোলানা নিজেরা এই ওয়েবসাইটি প্রমোট করছে। এখান থেকে দেখে আসতে পারেন https://solana.com/ecosystem/lunadex । লুনাডেক্স নাম দেখে কনফিউজ্ড হবেন না। GET IT ক্লিক করলেই আপনাকে এই সাইটে নিয়ে যাবে।

আমাদের দেশ আগে থেকেই উন্নত আছে, কিন্তু দেশের মানুষের মন মানসিকতার উন্নতি হয় নাই। সবাই যে যার জায়গা থেকে দুর্নীতি করে যাচ্ছে। দুর্নীতি রুখে দেয়ার মত যেন কেউ ন। কৃষক ভেজাল দিচ্ছে তার ফসলে; গোয়ালা ভেজাল দিচ্ছে তার দুধে; সরকারি কর্মচারী খাচ্ছে ঘুষ। এ যেন সর্বত্র নিয়ম। টাকা কি এখন পাচার হচ্ছে না? টাকা এখনো পাচার হচ্ছে; আগেও হয়েছে; ভবিষ্যৎ এও হবে। তাই বলে আমরা প্রযুক্তি ব্যবহার করব না এটা হতে পারে না। যেখানে আমরা বলি আমাদের দেশ ডিজিটাল; সেখানে আমরা পেপাল এখনো আনতে পারি নাই। যেখানে আমরা পেপাল ই আনতে পারি নাই, সেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি এর কথা চিন্তা করবো কীভাবে? এটা এখন আমাদের কাছে দিবাস্বপ্ন বই কিছু না!!

আপনার কথার সাথে আমিও একমত। তবে ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে যে দূর্নীতি আরে বাড়বে, এই কথা ফেলে দেয়া যায় না। দূর্নীতিবাজরা এখন কিছুটা হলেও ভয়ে থাকে যে কবে আবার ঘরবাড়ি তল্ল্যাশি শুরু করে, ব্যাংক হিসাব খতিয়ে দেখে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেলে অই টাকা দিয়ে ধূমায়া বিটকয়েন কিনে ফেলে রাখবে। কেউ জানতেও পারবে না।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
December 20, 2021, 01:54:12 PM
আমাদের দেশ আগে থেকেই উন্নত আছে, কিন্তু দেশের মানুষের মন মানসিকতার উন্নতি হয় নাই। সবাই যে যার জায়গা থেকে দুর্নীতি করে যাচ্ছে। দুর্নীতি রুখে দেয়ার মত যেন কেউ ন। কৃষক ভেজাল দিচ্ছে তার ফসলে; গোয়ালা ভেজাল দিচ্ছে তার দুধে; সরকারি কর্মচারী খাচ্ছে ঘুষ। এ যেন সর্বত্র নিয়ম। টাকা কি এখন পাচার হচ্ছে না? টাকা এখনো পাচার হচ্ছে; আগেও হয়েছে; ভবিষ্যৎ এও হবে। তাই বলে আমরা প্রযুক্তি ব্যবহার করব না এটা হতে পারে না। যেখানে আমরা বলি আমাদের দেশ ডিজিটাল; সেখানে আমরা পেপাল এখনো আনতে পারি নাই। যেখানে আমরা পেপাল ই আনতে পারি নাই, সেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি এর কথা চিন্তা করবো কীভাবে? এটা এখন আমাদের কাছে দিবাস্বপ্ন বই কিছু না!!
jr. member
Activity: 129
Merit: 2
December 20, 2021, 12:51:35 PM
ভারত vs বাংলাদেশ

ভারতের সাথে বাংলাদেশের তুলনা কি আদো দেওয়া উচিত!

আমরা টিভির সামনে বসলেই ভারতের অনেক চ্যানেল দেখতে পাই আর তাদের চ্যানেলে  ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক এ্যাপস আছে যেখানে আপনি একটু দক্ষতা নিয়ে অনায়াশে ব্যবসা করতে পারেন।ভারতে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত।

ওপর দিকে যদি আপনি দেখেন বাংলাদেশ।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত নাই

এখন কথা হচ্ছে ভারত এগিয়ে যাবে নাকি আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে

আপনাদের মতামত আশা করছি....


পৃথিবীতে যে সকল দেশ আছে। প্রত্যেক দেশেই দুর্নীতিবাজ লোক রয়েছে। কিছু মানুষ আছে যে তারা আশেপাশের মানুষদের এবং আত্মীয়দের সাথে দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না। আর তো দেশের কথা ভাববে। বিশেষ করে দেখা যায় যে আমাদের বাংলাদেশে দুর্নীতিবাজের মানুষের অভাব নেই। বাংলাদেশের মানুষ একে উপরে ভালো দেখতে পারে না। কেউ যদি একটু উন্নতির দিকে যায় তাকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তা নিয়ে পড়ে থাকেন। বাংলাদেশের মানুষের মধ্যে অহংকার টা বেশি। কে কাকে মেরে উপরে উঠতে পারবে সেটা নিয়ে ভাবেন।
আর যদি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধতা দেয়। তাহলে বাংলাদেশে দুর্নীতি তিন থেকে চার গুণ বেড়ে যাবে। বাংলাদেশের মানুষের তখন টাকা পাচার করতে আরো সুবিধা হবে। সবদিক দিয়ে চিন্তা করেই হয়তো বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি এদেশে বৈধতা দিচ্ছে না।

অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের তুলনা করা আমি বোকামি ছাড়া আর কিছুই মনে করি না।
বাংলাদেশ সেইদিন উন্নত হবে। যেদিন এদেশ থেকে দুর্নীতিবাজ দমন করতে পারবে।
জানি না কবে আমাদের দেশ উন্নত হবে তবে আশা করি খুব শিগ্রই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈদতা দিবে

আমরাও একসময় অন্যান্য দেশের মতো উন্নয়নশিল দেশ হবো,শুধু সময়ের অপেক্ষা
jr. member
Activity: 336
Merit: 1
December 20, 2021, 12:43:33 PM
এখানে যারা মুসলিম আছেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ।  নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে।
jr. member
Activity: 475
Merit: 4
December 20, 2021, 12:00:51 PM
ভারত vs বাংলাদেশ

ভারতের সাথে বাংলাদেশের তুলনা কি আদো দেওয়া উচিত!

আমরা টিভির সামনে বসলেই ভারতের অনেক চ্যানেল দেখতে পাই আর তাদের চ্যানেলে  ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক এ্যাপস আছে যেখানে আপনি একটু দক্ষতা নিয়ে অনায়াশে ব্যবসা করতে পারেন।ভারতে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত।

ওপর দিকে যদি আপনি দেখেন বাংলাদেশ।
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত নাই

এখন কথা হচ্ছে ভারত এগিয়ে যাবে নাকি আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে

আপনাদের মতামত আশা করছি....


পৃথিবীতে যে সকল দেশ আছে। প্রত্যেক দেশেই দুর্নীতিবাজ লোক রয়েছে। কিছু মানুষ আছে যে তারা আশেপাশের মানুষদের এবং আত্মীয়দের সাথে দুর্নীতি করতে দ্বিধাবোধ করে না। আর তো দেশের কথা ভাববে। বিশেষ করে দেখা যায় যে আমাদের বাংলাদেশে দুর্নীতিবাজের মানুষের অভাব নেই। বাংলাদেশের মানুষ একে উপরে ভালো দেখতে পারে না। কেউ যদি একটু উন্নতির দিকে যায় তাকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তা নিয়ে পড়ে থাকেন। বাংলাদেশের মানুষের মধ্যে অহংকার টা বেশি। কে কাকে মেরে উপরে উঠতে পারবে সেটা নিয়ে ভাবেন।
আর যদি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ বৈধতা দেয়। তাহলে বাংলাদেশে দুর্নীতি তিন থেকে চার গুণ বেড়ে যাবে। বাংলাদেশের মানুষের তখন টাকা পাচার করতে আরো সুবিধা হবে। সবদিক দিয়ে চিন্তা করেই হয়তো বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি এদেশে বৈধতা দিচ্ছে না।

অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের তুলনা করা আমি বোকামি ছাড়া আর কিছুই মনে করি না।
বাংলাদেশ সেইদিন উন্নত হবে। যেদিন এদেশ থেকে দুর্নীতিবাজ দমন করতে পারবে।
Jump to: