naim027
ভাইয়া বলে দিছেন সিঙ্গেল লাইন পোস্ট এলাউ না। আপনি তাও সিঙ্গেল লাইন পোস্ট করেছেন।
আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এগুলা পোস্ট করা থেকে বিরত থাকুন। কি নিয়ে আলোচনা করেছে, সেটা সম্পর্কে যদি আপনার কোন ধারনা না থাকে তাহলে আপনি কোট করবেন না। যদি সে সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই কোট করে আপনার মন্তব্য প্রকাশ করবেন।অযেহেতু পোস্ট করে আপনার কোন লাভ হবে না।বরং আপনার একাউন্টটা সবার চোখে পড়ে যাবে, তখন আপনি রিপোর্ট ও খাইতে পারেন। তাই বলা হচ্ছে যে আমরা যারা নতুন আছি তারা সবাই সতর্কতার সাথে পোস্ট করবো। আর ভালো মানের পোস্ট করার চেষ্টা করব।
ধন্যবাদ।
আপনি যদি একটা কথা সুন্দর ভাবে বললে কেউ দুই তিনটা শব্দেই বুঝানো যায় তাহলে অবশ্যই এতো বড়ো প্যারা লিখে লাভ নেই। ঐ আপনি যা বড়ো বড়ো প্যারা লিখে প্রকাশ করবেন আর সেই কথাই অন্য দেখবেন দুই চারটা শব্দেই বুঝিয়ে দিয়েছে। তাহলে কোনটা ভালো ভাই? আপনি রাগ করবেন না ভাই আপনাকে ছোট করার জন্য বললাম না কথাটা । আমার মনে হলো আমি কিছু বলায় যদি ক্লিয়ার হওয়া যায় তাহলে সেটাই ভালো।
ধন্যবাদ 🙏🙏🙏
ভাইরে ভাই এখানে উত্তেজিত হওয়ার কি আছে। আমার পরেও (Little Mouse) ভাইয়া অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে। আপনি যদি এক বাক্যে বা লাইনে কোন কিছু বুঝিয়ে দিতে পারেন তাহলে ভালো।
কিন্তু আপনি আপনার এই কোটটা দেখেন। এই কোট করার কোন প্রয়োজনই হয় না। আমি আপনাকে বুঝাইতে চাইছি যে, আপনার কোন পোস্ট ভাল লাগার পরে। বা পোস্ট থেকে কোন কিছু জানার পরে। আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ এই ধরনের লো কোয়ালিটি পোস্ট থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেটা শুধু আপনার উদ্দেশ্যে বলা হয়নি। বাংলা ফোরামে যারা নতুন রয়েছে তাদের সবার উদ্দেশ্যে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আর কখনো কোন কাজ উত্তেজিত হয়ে করবেন না সেটা যেকোন কাজ হোক।রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।সবাইকে সম্মান এবং সবার সাথে বন্ধু সুলভ আচরণ করতেন শিখুন।