Author

Topic: বাংলা (Bengali) - page 350. (Read 5337362 times)

member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
October 20, 2021, 06:08:40 PM
১০০ k পৌছাবে তবে একটু সময় লাগবে।চলতি বছরে আসা করা না গেলেও সামনে বছর মাঝামাঝি সময় ১০০k লক্ষে পৌছাবে এটা  ধারনা করা যায়।৬০k থেকে ডাউন হয়ে ২৯  কে তে পৌছেছিলো এতে যারা হতাশ হয়েছিলেন তাদের আশা রাখতেই আবার সর্বচ্চ দামে পৌছেছে।তাই আশা করা যায় তৃতীয় বার ১০০k পৌছাবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 20, 2021, 03:38:13 PM
এই বছরের শুরুদিকে যখন বিটকয়েন প্রায় $৬৪ হাজারের সর্বোচ্চ মূল্য তৈরি করার পর, আবার মূল্য কমতে শুরু করে এবং প্রায় #৩০ হাজার ডলারে চলে আসে। তখন অনেকেই ভেবেছিলেন যে, বিটকয়ে ন আর বৃদ্ধি পাবে না এবং বিটকয়েন আবার $২০ হাজারের কমে চলে যাবে। কিন্তু অনেকেই নতুন সর্বোচ্চ মূল্যের জন্য অপেক্ষা করতেছিল। আর সেই অপেক্ষার সময় প্রায় শেষ হইলো। কারণ আজকে বিটকয়েন $৬৭ হাজারের সর্বোচ্চ মূল্য ( Coingecko অনুযায়ী ) তৈরি করেছে।

যারা বিটকয়েনকে হোল্ড করেছিলেন, তাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছ। এখন অনেকেই আশা করতেছে যে, বিটকয়েন খুব শীঘ্রই $১০০ হাজারে পৌছে যাবে কিংবা এরও বেশি। তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley
full member
Activity: 1526
Merit: 110
October 20, 2021, 12:27:02 PM
বস আমি রাজশীর শুভ রাত্রি
boss Help Me !
এতো পুরনো একটা পোস্ট কোট করা ঠিক হয় নি। এছাড়া আপনি যার পোস্ট কোট করেছেন তিনি প্রায় এক বছর হল ফোরামে অ্যাক্টিভ নেই।
আপনার কি সাহায্য লাগবে এখানে খুলে বলুন। আশা করি আপনি সাহায্য পাবেন। তবে অবশ্যই বাংলায় লিখবেন।
jr. member
Activity: 336
Merit: 3
October 20, 2021, 11:38:18 AM
বস আমি রাজশীর শুভ রাত্রি
boss Help Me !
hero member
Activity: 2156
Merit: 711
Telegram @tokensfund
October 20, 2021, 04:09:03 AM
যদি সরকার দলীয় লোক করে থাকে সেটা কেন?

আগামীতে নির্বাচন। নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে হলর বহির্বিশ্বের সাপোর্ট লাগবে। যদি এমনটা দেখানো যায় যে এখানে উগ্রবাদের উত্থানের সমূহ সম্ভাবণা আছে, আমরা খুব কষ্টে এদের আটকে রেখেছি,। আমরা থাকতেই সংখ্যালঘুদের এই অবস্থা তাহলে না থাকলে বুঝেন কী অবস্থা হবে! উগ্রবাদের উত্থান হলে পাশ্ববর্তী দেশ সহ আন্তর্জাতিক বিপদের হুমকি থাকবে। আমরা যাহাই করিনা কেন আমাদের ভিতরের ব্যপার নিয়ে মাথা ঘামায়েন না।

jr. member
Activity: 210
Merit: 6
October 20, 2021, 03:59:19 AM
Merit কি?

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ  Dtalk ভাইয়ের কাছ থেকে কপি করেছি তো নতুনদের জন্য আমি এটা আবার পুনরায় কপি করে পোস্ট করতেছি নতুন যারা আছেন তাঁরা দয়াকরে সম্পন্ন পড়বেন।
Dtalk ভাই কে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
Original Post Link : https://bitcointalksearch.org/topic/m.53602200
Dtalk Profile Link: https://bitcointalksearch.org/user/dtalk-2373346

যাদের মেরিট সম্পর্কে ধারনা নেই তারা এই পোষ্টি সম্পূর্ণ পড়বেন পড়লে আশা করি সব বুঝে যাবেন।

খুবই ভালো লাগলো যে আমাদের লোকাল এই থ্রেডের অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে স্পাম কিছুটা কমেছে এবং পাশাপাশি সিনিয়র কিছু মেম্বারও এক্টিভ হয়েছে। আশা করছি সবাই ভালো মানের পোস্ট করবেন যাতে কেউ আমাদের স্পামার বলতে না পারে। পাশাপাশি যাদের মেরিট আছে তারা ভালো কোয়ালিটির পোস্টে অবশ্যই মেরিট দেবেন। এতে সবাই ভালো পোস্ট করার জন্য অনুপ্রানিত হবে।

মেরিট নিয়ে উপরে অনেকগুলো পোস্ট আছে, অনেকেই চেক না করেই জিজ্ঞেস করছে মেরিট কি এবং কিভাবে পেতে হয়। যাই হক, আমি আবার গুছিয়ে একটা পোস্ট করার চেষ্টা করছি যেটা আমাদের থ্রেড মডারেটর আশা করছি উনার থ্রেডে লিংক করে দেবেন যাতে নতুনরা থ্রেড থেকেই জানতে পারে।

মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

মেরিট এর প্রয়োজনীয়তা
ফোরামে র‍্যাংক আপ করতে হলে আপনাকে অবশ্যই মেরিট থাকতে হবে। তাছাড়া মেরিট থাকার মানে হল আপনি একজন ভালো মানের পোস্টার যা আপনাকে একতা ভালো সিগ্নেচার ক্যাম্পেইনে একচেপ্ট হতে সহায়তা করবে। নিচে বিভিন্ন র‍্যাংকের জন্য প্রয়োজনীয় মেরিট সংখ্যা দেয়া হল।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
jr. member
Activity: 210
Merit: 6
October 20, 2021, 03:51:24 AM
Ami ekhane notun Kew amake bujaben ekhane kemne ki kaj kore taka income kore
আপনি যেহেতু এখানে নতুন তাই আপনি আপনার বোঝার অনেক কিছু আছে আপনি দয়া করে সিনিয়রদের ফলো করুন দেখতে পাবেন তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী অনেক কিছু বলেছে আপনি এখনই কাজের ধান্দায় না গিয়ে আপনার প্রত্যেকটা ঘুরে দেখুন অনেক কিছু শিখতে পারবেন কিছুদিন এখানে ঘুরে থ্রেড দেখুন কাজ বুঝিয়ে যাবেন আপনি ইনকামের ধান্দায় এখন না গিয়ে নিজেকে তৈরি করুন।

দয়া করে এখানে স্কাম পোস্ট করবেন না। যেমন কেমন আছেন, কি করেন, আমার বাড়ি এখানে-ওখানে এরকম পোস্ট থেকে বিরত থাকুন তাহলে আপনার আইডির সেফ থাকবেন আপনিও সাবধানে থাকবেন।

ধন্যবাদ।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 20, 2021, 02:59:35 AM
are u from bangladesh?




I am from Bangladesh
আপনি একজন নতুন ইউজার হিসেবে আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভাই পোস্ট করার আগে রুলস গুলোতো ভালোভাবে জানুন। এটা আমাদের বাংলা বোর্ড এখানে পোস্ট করলে অবশ্যই পরিপাটি বাংলা ভাষা ব্যাবহার করবেন। আর পুরনো টপিক গুলো এড়িয়ে যাবেন। পুরনো টপিক গুলোতে পোস্ট করবেন না। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।

ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন...
https://bitcointalksearch.org/topic/m.55551271

      
newbie
Activity: 406
Merit: 0
October 20, 2021, 02:53:41 AM
বাংলাদেশীরা কই সবাই একটু কমেন্টস কর ভাই

আছি ভাই কেমন আছেন?  কাজ করতে যাই ভাই কিন্তু ভালো কাজ পাচ্ছি নাহ। আপনি কি নিয়ে কাজ করেন ভাই?  আর কতোবছর ধরে কাজ করছেন?

আপনি সবে মাত্র একাউন্ট করেই কাজ করতে চাচ্ছেন বিষয়টা আসলে তেমন না। আপনাকে আগে ফোরামের রুলস এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে হবে। এজন্য আপনি ফোরামের বিভিন্ন সেকশনে গিয়ে বেশি বেশি পোস্ট পড়তে থাকুন। গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে জানার চেষ্টা করুন। কয়েনমার্কেটক্যাপে গিয়ে বিভিন্ন কয়েন এর আপডেট জানুন। বিভিন্ন একচেঞ্জ সম্পর্কে ধারণা অর্জন করুন। বিভিন্ন ওয়ালেট সম্পর্কে ধারণা নিন। আর প্রতিদিন ফোরামে ১-২ টি করে মান সম্মত কমেন্ট করুন।
যখন আপনি মোটামুটি বেসিক ধারণা পাবেন পাশাপাশি অন্তত আপনার ২৮ একটিভিটি হবে তারপর বাউন্টি করার চিন্তা ভাবনা করলে বেটার হবে।

বিটকয়েনে আমি একদম নতুন?
newbie
Activity: 406
Merit: 0
October 20, 2021, 02:37:23 AM
are u from bangladesh?




I am from Bangladesh
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 20, 2021, 01:06:30 AM


হতে পারে এইটা বিএনপি জামায়াত কারোর হাত নেই। সরকার দলীয় লোক করেছে। যদি সরকার দলীয় লোক করে থাকে সেটা কেন? নিশ্চয়ই তারা চাইবে না তাদের ক্ষমতা থাকাকালীন দেশে এইরকম ইস্যু নিয়ে ঝামেলা হোক। যাই হোক, হতেও পারে।
তবে, এইটাও খেয়াল রাখতে হবে গোবিন্দ চন্দ্র প্রামাণিক দূর্নীতি এবং জামায়াতের সাথে সংশ্লিষ্টতার জন্যই উনাকে অব্যাহতি দেয়া হয়েছিল। সুতরাং, উনি কি বলছে সেটার উপর নির্ভর ঘটনাকে জাজ করাটা আমার মতে খুব একটা উপযুক্ত কাজ হবে না।
hero member
Activity: 2156
Merit: 711
Telegram @tokensfund
October 20, 2021, 12:29:15 AM
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।

member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 20, 2021, 12:23:00 AM
full member
Activity: 1526
Merit: 110
October 20, 2021, 12:22:42 AM
আমি মনে করি রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিষয়ের আলোচনা এখানেই শেষ করা উচিত। আসলে কুমিল্লাতে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য আমাদের দেশের সরকারই যথেষ্ট। আর বিটকয়েনটক ফোরাম একটা আর্ন্তজাতিক ফোরাম। ১৬ কোটি বাঙালির মধ্যে আমরা গুটিকয় বাঙালি এই ফোরামে কাজ করি। এখানে আমরা সবাই এক। এখানে সব দলের এবং ধর্মের মানুষ আছে। এখানে যদি রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিষয়ের আলোচনা করা হয় তবে আমাদের কারো না কারো মনে আঘাত লাগবে। ফলে আমাদের মধ্যেই বিভেদ সৃষ্টি হবে। এখানে আমরা সবাই এক থাকতে চাই। তাই আসুন কিভাবে আমাদের লোকার বোর্ডকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ের আলোচনা করি।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 20, 2021, 12:08:23 AM
ক্ষতির চিন্তা নিয়ে ঝাপিয়ে পরতে কেউ বসে নেই ভাই। এইগুলো যতই বলবেন বলেন রাজনৈতিক ইস্যু ছাড়া আর কিছুই নয় এবং তাদের উদ্দেশ্যে একটাই, যারা উগ্রবাদী তাদেরকে কাজে লাগানো। তাদেরকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা। আপনি কোন দল সাপোর্ট করেন না করেন সেটা আপনার ব্যাপার। আমার নিজের মতামতও নিরপেক্ষ ছিল। বর্তমানে বিএনপি জামায়াত ছাড়া এইরকম ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার মত কেউ নাই। একই অবস্থা আওয়ামিলীগও করত যদি বিএনপি ক্ষমতায় থাকত।
আপনি কি আগাগোড়া বুঝেছেন সেটা ভালো মত প্রেজেন্ট করেন। আমি বরাবরের মত এখনও বলছি আমার উপরের মতামত সম্পুর্ণ আমার, আমি বিশ্বাস করি। কোন ধর্মের ব্যক্তিরাই এইরকম জঘন্য কাজ করতে পারে না যদি না তাদের অন্য কোন ব্যক্তিগত স্বার্থ থাকে।
AU4
newbie
Activity: 10
Merit: 0
October 19, 2021, 01:50:17 PM
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
ভূতের বাড়ি
আপনার অনর্থকযুক্তিতে আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। আপনি যথাযথ সাক্ষ্য প্রমাণ দিতে পারবেন বলে আমি মনে করি না। আপনি মিডিয়ার কথা গুলোর উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন করতে পারবেন? আমি মনে করি আপনি নিজেউ জানেন, মিডিয়ায় কি পরিমান মিথ্যা নিউযে লিপ্ত! না তারা আপনি আমার মতো দেশের ভালো কিছু থেকে খারাপ কিছু প্রকাশে এক্টু বেশি সাতসন্দ্য ভোগ করে!  তাহলে কেন আপনার এই ধরনের post? কোন কিছু হলেই তার দায় ভার সবাই BNP এর উপর চাপানোর চেষ্টা করে। কোন আগা ঘোরা কিছু না বুঝুই! না আমি কোন দলের সাথে সম্পৃক্ত নেই। আমি নিরপেক্ষ। আমি চাই সুস্থ দেশ পরিচালনা!  না বুঝে কোনো দুর্বলের বিরোধিতা না। কিন্তু ভাই আপনি নিজেউ হয়তো জানেন, দেশে আন্তরিকতার চেয়ে ক্ষতির চিন্তা নিয়ে জাপিয়ে পরা মানুষের অভাব নেই!
একটা উদাহরণ দেই আপনাকে! (আপনি কথাটা ধারা আমি সবার মনকে বুঝিয়েছি। দয়া করে মন খারাপ করবেন না)

আমার দেশের মানুষ, অন্য দেশের মানুষের থেকে পিছিয়ে কেনযানেন! নিজেরা নিজেদের ক্ষতি সাধিত করতে পেরে আত্ম তৃপ্তি পায়! যেমন ধরুন আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনার উপর আপনার উপর শ্রদ্ধা রেখে আপনাকে বোঝানোর! কিন্তু আপনি নিজে নিজে ধরে নিবেন যে আমি আপনাকে ছোট করার চেষ্টা করেছি! যার কারনে আপনি আমার ত্রুটি ধরার চেষ্টা করবেন। for example2: AU4 account টির এত বড় সাহস সে সিনিয়র এর tropic Quote করলো এভাবে! আর আপনি চেষ্টা করবেন, AU4  কোন মাল্টিপল সেটা ধরা বলেন r না হলে যে কোন প্রকার ভুল ধরে একাউন্টের এগেনস্টে পোস্ট করা! ( just বুঝালাম! )

মোরালিটিঃ আমাদের ইগো কারনে আমরা সহ আমাদের দেশটা পিছিয়ে নিয়ে যাচ্ছি।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 19, 2021, 07:32:45 AM
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
আমি পুরোপুরি একমত, যারা ধর্ম নিয়ে এসব করছে তারা আসুলে কেউই ধর্ম প্রেমী নয়। এটা রাজনৈতিক একটি খেলা মাত্র। আমরা সরকার পতনের উদ্দ্যেশে আমাদের এই দেশে বিরোধী দল গুলোর এমন নানা ভয়ংকর পদক্ষেপ নিতে আরো অনেক বার দেখেছি।  মূর্তির পায়ে পবিত্র কিতাব রাখা এবং সেটা নিয়ে বিবাধ সবই পূর্বপরিকল্পিত, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা উপায় বের করেছে এবং ভাই যেটা বলেছেন অনেকটা সফলও তারা৷ 
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 19, 2021, 12:01:40 AM
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
এইটা উদ্দেশ্য প্রনোদিত এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এইটার পিছনে বিএনপি এবং জামায়াত শিবিরের প্রত্যক্ষ হাত রয়েছে। যে কোন ভাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় আর সেজন্যই তারা ধর্মকে পুজি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে তারা অনেকটা সফল। আমি বিশ্বাস করি যারা এগুলো করছে তারা আসলে ধর্মের কাজ কিছুই করে না।
"রাষ্ট্রধর্ম ইসলাম" এই আইনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অতীতে আন্দোলন করেছিল। আর বর্তমানে যা করছে এগুলো তাদের অতীতের মতবিরোধী। সুতরাং, এইটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য কি। তারা চায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে যার কারনে এখন দেশে এই অবস্থা।
copper member
Activity: 700
Merit: 120
Gamdom
October 18, 2021, 10:42:58 PM
Ami ekhane notun Kew amake bujaben ekhane kemne ki kaj kore taka income kore
পরবর্তীতে এখানে পোস্ট দিলে অবশ্যই বাংলা ভাষায় দিবেন এতটুকু রিকোয়েস্ট থাকলো। আর ইনকামের পথ পেয়ে যাবেন, আগে শিখুন। শেখার কোনো বিকল্প নেই।

বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?
যা হয়েছে এবং এখনো হচ্ছে এটি কখনোই কাম্য নয়। মুসলমানদের জন্য মসজিদ যেমন পবিত্র তেমনি হিন্দুদের জন্য তাদের মন্ডপ পবিত্র। তবে কোরআন অবমাননার তীব্র নিন্দা জানাই।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 18, 2021, 01:49:31 PM
আমি Koinomo Token Hold করেছি। এটি দুইদিন আগে লিস্টেট হয়েছে।যখন লিস্টেট হলো তখন এটি দাম অনেক টা বেশি ছিলো। কিন্তু এখন এটির দাম প্রায় অর্ধেক এর বেশি কমে গিয়েছে। সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি এই KMO টোকেন কি Future এ বাড়ার কোনো সম্ভাবনা আছে?  দয়া করে কেউ জানলে জানাবেন।  ধন্যবাদ।

যেহেতু প্রজেক্টটির বাউন্টি ক্যাম্পেইন হয়েছিল, তাই যারা বেশি টোকেন বাউন্টি থেকে পেয়েছিল। তারা টোকেন বিক্রি করেছিল, তাই টোকেনের মূল্য কমে গিয়েছিল। কারণ টোকেন বিক্রির পরিমাণ বেশি ছিল এবং প্রজেক্টি তেমন ভালো লাগে নাই আমার কাছে। কারণ এটি আইসিও প্রজেক্টগুলোর মতোই এবং হয়তো কোনো একদিন মার্কেট থেকে গায়েব হয়ে যাবে।
Jump to: