Author

Topic: বাংলা (Bengali) - page 350. (Read 5699491 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 30, 2021, 12:01:46 AM
ভাই আমার উদ্দেশ্য কারো ভুল ধরা নয়। আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। আপনি ঠিক বলেছেন ১৮ নম্বর রুলসে বলা হয়েছে একাধিক একাউন্ট ব্যাবহার করা যাবে। যদি তাই হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই, কিছু দিন পর পর মাল্টিপল ধরে একাউন্ট ব্যান করে দেওয়া হয় কেনো?  যেহেতু একাধিক একাউন্ট এর অনুমোদন রয়েছে তারপরেও ওয়ালেট কানেকশন ধরে একাউন্ট ব্যান করা হয় কেনো? এ বিষয়ে আপনি একটু ক্লিয়ার বললে উপকার হতো।         
একের অধিক একাউন্ট ব্যবহারে কোন ব্যান করা হয় না। ব্যান করার কারনগুলো আগে জেনে নিন। তাহলে বুঝতে পারবেন। আর একের অধিক একাউন্ট দিয়ে একটা বাউন্টিতে জয়েন করার ব্যাপারে ফোরামে কোন নিয়ম নেই। তবে এইটা এথিকস এর প্র‍্যাকটিস। একটা বাউন্টিতে দুইটা একাউন্ট দিয়ে কেন জয়েন হবেন। সেই পয়েন্ট অব ভিউ থেকে অনেকেই যারা এইরকম করে তাদের নেগেটিভ ট্যাগ দেয়। ফোরাম এই ব্যাপারে কোন নিয়ম করে নি।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 29, 2021, 11:52:49 PM
যদি তাই হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই, কিছু দিন পর পর মাল্টিপল ধরে একাউন্ট ব্যান করে দেওয়া হয় কেনো?  
1 টা একাউন্ট ব্যান করে দেওয়ার পর আরও একাউন্ট করলে তা ব্যান করে দেওয়া হয় (ban evasion).

আর connected account এ নেগেতিভ trust দেওয়া হয় যদি ফোরাম এ কোন কিছু abuse করা হয়। যেমনঃ একই twitter একাউন্ট একাধিক ফোরাম একাউন্ট এ ব্যাবহার, মেরিট লেনদেন ইত্যাদি।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
November 29, 2021, 11:46:02 PM
আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন।
আলাদা আলাদা অ্যাকাউন্ট এর আলাদা সোস্যাল (যে প্রোফাইলে যেটা ব্যাবহার করা শুধু সেটাই ঐ প্রফাইলের জন্য যথেষ্ট) কানেকশন  প্রশ্নই আসেনা কাকেশন হবার। আপনি বুঝতে ভূল করেছেন।

মাল্টিপল অর্থ্যাৎ একাধিক একাউন্ট ব্যাবহার করা ফোরামের নিয়ম এর বর্হিভূত। আপনাদের এখানে এটা নিয়ে আলোচনা করা ঠিক হয় নি। আপনাকে যিনি ইনভাইট করেছে তার উচিত ছিলো ফোরামের রুলস সম্পর্কে স্পষ্ট ভাবে আপনাকে জানিয়ে দেয়ার। যাই হোক ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

https://bitcointalksearch.org/topic/m.55551271
      
১৮ নম্বর নিয়ম পড়েন। অন্নের ভুল ধরার আগে একটু কষ্ট করে যাচাই করেন।

ভাই আমার উদ্দেশ্য কারো ভুল ধরা নয়। আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। আপনি ঠিক বলেছেন ১৮ নম্বর রুলসে বলা হয়েছে একাধিক একাউন্ট ব্যাবহার করা যাবে। যদি তাই হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই, কিছু দিন পর পর মাল্টিপল ধরে একাউন্ট ব্যান করে দেওয়া হয় কেনো?  যেহেতু একাধিক একাউন্ট এর অনুমোদন রয়েছে তারপরেও ওয়ালেট কানেকশন ধরে একাউন্ট ব্যান করা হয় কেনো? এ বিষয়ে আপনি একটু ক্লিয়ার বললে উপকার হতো।         
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 29, 2021, 11:17:49 PM
আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন।
আলাদা আলাদা অ্যাকাউন্ট এর আলাদা সোস্যাল (যে প্রোফাইলে যেটা ব্যাবহার করা শুধু সেটাই ঐ প্রফাইলের জন্য যথেষ্ট) কানেকশন  প্রশ্নই আসেনা কাকেশন হবার। আপনি বুঝতে ভূল করেছেন।

মাল্টিপল অর্থ্যাৎ একাধিক একাউন্ট ব্যাবহার করা ফোরামের নিয়ম এর বর্হিভূত। আপনাদের এখানে এটা নিয়ে আলোচনা করা ঠিক হয় নি। আপনাকে যিনি ইনভাইট করেছে তার উচিত ছিলো ফোরামের রুলস সম্পর্কে স্পষ্ট ভাবে আপনাকে জানিয়ে দেয়ার। যাই হোক ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

https://bitcointalksearch.org/topic/m.55551271
       
১৮ নম্বর নিয়ম পড়েন। অন্নের ভুল ধরার আগে একটু কষ্ট করে যাচাই করেন।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
November 29, 2021, 10:18:59 PM
আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন।
আলাদা আলাদা অ্যাকাউন্ট এর আলাদা সোস্যাল (যে প্রোফাইলে যেটা ব্যাবহার করা শুধু সেটাই ঐ প্রফাইলের জন্য যথেষ্ট) কানেকশন  প্রশ্নই আসেনা কাকেশন হবার। আপনি বুঝতে ভূল করেছেন।

মাল্টিপল অর্থ্যাৎ একাধিক একাউন্ট ব্যাবহার করা ফোরামের নিয়ম এর বর্হিভূত। আপনাদের এখানে এটা নিয়ে আলোচনা করা ঠিক হয় নি। আপনাকে যিনি ইনভাইট করেছে তার উচিত ছিলো ফোরামের রুলস সম্পর্কে স্পষ্ট ভাবে আপনাকে জানিয়ে দেয়ার। যাই হোক ফোরামের রুলস সম্পর্কে জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

https://bitcointalksearch.org/topic/m.55551271
       
newbie
Activity: 19
Merit: 2
November 29, 2021, 02:23:07 PM
আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন।
আলাদা আলাদা অ্যাকাউন্ট এর আলাদা সোস্যাল (যে প্রোফাইলে যেটা ব্যাবহার করা শুধু সেটাই ঐ প্রফাইলের জন্য যথেষ্ট) কানেকশন  প্রশ্নই আসেনা কাকেশন হবার। আপনি বুঝতে ভূল করেছেন।
sr. member
Activity: 476
Merit: 523
November 29, 2021, 02:03:16 PM
বাউন্টিতে কাজ করতে একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন কিন্তু তাদের রুলস মেনে( ওয়ালেট,ফেসবুক,টুইটার অন্য সকল কিছু নিজ নিজ মানে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা হতে হবে) সাধারন ভাবে এইগুলো মেনে আপনি চাইলে হাজারো অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারেন।

ভূল। হাজারটি কেনো? একই বাউন্টি ক্যাম্পেইনে একটির বেশী ২ টি একাউন্ট ব্যাবহার করতে পারবেন না (নিয়ম অনুযায়ী)। আপনি ইচ্ছা করলে হাজারটা করতে পারেন। তবে কানেকশন ধরা খেলে জামিন নাই।
এখানে আপনি যেই তথ্যটি দিলেন, সেটা মূলত একটা চিটিং টিপস/ট্রিক্স। আর কিছুই না। আপনি যদি একই টুইটার, ফেইসবুক ব্যাবহার করেন তবে ধরা খেয়ে যাবেন। এই ধরা খাওয়া থেকে বাচার জন্য প্রত্যেক একাউন্টের জন্য আলাদা সোস্যাল মিডিয়া প্রোফা্ইল ব্যাবহার করার যে বুদ্ধিটা দিলেন। এটা আসলে একটা চিটিং আইডিয়া। নিজে নিয়ম ভালো করে পরুন। জানুন, তারপর অন্যকে পরামর্শ প্রদান করেন। আপনার ভূল পরামর্শের কারনে আরেকজন যেকোনো ভাবে ধরা খেয়ে গেলে এর দায়ভার কে নিবে?
newbie
Activity: 19
Merit: 2
November 29, 2021, 01:50:11 PM
ফোরামে অনেকে বলে থাকেন একজনের একাদিক অ্যাকাউন্ট এর অনূমতি নেই।কিন্তু আপনি চাইলে হাজারো অ্যাকাইন্ট ব্যাবহার করতে পারবেন।

সাধারন কিছু নিয়ম অনূসরন করতে হবে।যেমন-আপনার নিজের টপিক এ নিজের দ্বিতৃয় অ্যাকাউন্ট দিয়ে পাম্প পোষ্ট করতে পারবেন না।নিজের কোন টপিক এ নিজে উত্তর দিয়ে নিজের সাথে কথা বলা থেকে বিরত থাকুন। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে মেরিট স্থানান্তর করতে পারবেন না।বাউন্টিতে কাজ করতে একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন কিন্তু তাদের রুলস মেনে( ওয়ালেট,ফেসবুক,টুইটার অন্য সকল কিছু নিজ নিজ মানে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা হতে হবে) সাধারন ভাবে এইগুলো মেনে আপনি চাইলে হাজারো অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারেন।
Quote
What one can´t do is, what’s been said many times: talk to himself in order to bump a thread, merit himself, participate in the same campaign with multiple accounts (lest the rules let him do it). In general terms, one should be ethical with his accounts so as to say. One could even have a farm if he wishes, but under this principle if be, and respecting the concerning rules
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
November 29, 2021, 01:46:54 PM
ডিসেম্বর পযন্ত বিটকয়েন এর দাম কত হতে পারে। আমি এই বিষয়ে নতুন তাই বড় ভাইদের মতামত আশা করছি। 
১ বিটিসি = ১ বিটিসি  Cool
১ বিটিসি= আপনি যখন দেখবেন ঐ সময়ের মার্কেটের দাম Cheesy
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 29, 2021, 12:48:12 PM
ডিসেম্বর পযন্ত বিটকয়েন এর দাম কত হতে পারে। আমি এই বিষয়ে নতুন তাই বড় ভাইদের মতামত আশা করছি। 
১ বিটিসি = ১ বিটিসি  Cool
jr. member
Activity: 616
Merit: 1
November 29, 2021, 09:10:32 AM
ডিসেম্বর পযন্ত বিটকয়েন এর দাম কত হতে পারে। আমি এই বিষয়ে নতুন তাই বড় ভাইদের মতামত আশা করছি। 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 29, 2021, 08:02:45 AM
নিউজ এর মধ্যে দেখতেছি করুনার নতুন ভ্যালেন্টিয়ার অনেক জায়গায় ধরা পড়েছে এর কারণে মার্কেটে অনেকটা প্রভাব ফেলেছে। তবে আরো কিছুদিন দেখা দরকার মার্কেটের কী অবস্থা হয় তারপর বুঝেশুনে ইনভেস্ট করা ভালো হবে।

এটা সত্য যে, করোনার নতুন ধরণ দেখা দিয়েছে এবং ইতিমধ্যে এর প্রভাব স্টক মার্কেটের উপর দেখা দিয়েছে। যদিও ক্রিপ্টোমার্কেটে তেমন প্রভাব পড়ে নাই, তবে বলা যায় না যে প্রভাব পড়বে নাহ। আবার আরো একটি বিষয় লক্ষ্য করার মতো যে, করোনার পর থেকে ক্রিপ্টোমার্কেটে যেমনটা প্রভাব পড়ার কথা ছিল, তেমন কোনো ধরনের প্রভাব এর আগে দেখা যায়নি। তাই এর বিপরীতও হতে পারে এবং মার্কেটে আরো কিছু সময় হয়তো উর্ধ্বগতি দেখা যেতে পারে কিংবা এর উল্টো। তাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

অবশ্য তাদেরকে শুভেচ্ছা জানাই যারা গতদিনগুলোতে ক্রয় করেছেন, কেননা বিটকয়েন আবার ৫৭ হাজার ডলারে চলে এসেছে। সবাই আজকে cybermonday উপহার হিসেবে পাইলো। Grin
sr. member
Activity: 476
Merit: 523
November 29, 2021, 07:29:41 AM
jr. member
Activity: 84
Merit: 3
November 29, 2021, 07:16:06 AM
ফোরামে কিভাবে ছবি আনা যায়?
আমি কোড দ্বারা চেষ্টা করি কিন্তু ছবি আনতে পারি না,
এক্ষেত্রে আমি সাহায্য চাচ্ছি কিভাবে ফোরামে ছবি আনব  Smiley
ফোরামে কিসের ছবি আনতে চাইতেচেন? প্রোফাইল এ ছবি যোগ করতে চান নাকি পোস্ট এ? যদি প্রোফাইল এ ছবি যোগ করতে চান তাহলে আপনাকে কমপক্ষে ১০০ মেরিট ও ১২০ activity থাকতে হবে। আর যদি পোস্ট এ ছবি যোগ করতে চান তাহলে আপনাকে (সম্ভবত) কমপক্ষে জুনিয়র মেম্বার হতে হবে অথবা কপার মেম্বারশিপ কিনতে হবে। তাছাড়া ছবি যোগ করতে পারবেন নাহ।


ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য গুলো দেওয়ার জন্য।
আরো একটা প্রশ্ন ছিল, আপনার মেরীট দেখাচ্ছে অনেক পাঁচশত এর উপরে , আসলে আমি জানতে চাচ্ছিলাম কিভাবে মেরিট গুলো পাবো ?
এটা বুঝতে পেরেছি যে পোস্ট করলে অ্যাক্টিভিটি হচ্ছে,
কিন্তু মেরিট তো হচ্ছে না ,
দয়া করে একটু বলবেন
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 29, 2021, 05:02:13 AM
ফোরামে কিভাবে ছবি আনা যায়?
আমি কোড দ্বারা চেষ্টা করি কিন্তু ছবি আনতে পারি না,
এক্ষেত্রে আমি সাহায্য চাচ্ছি কিভাবে ফোরামে ছবি আনব  Smiley
ফোরামে কিসের ছবি আনতে চাইতেচেন? প্রোফাইল এ ছবি যোগ করতে চান নাকি পোস্ট এ? যদি প্রোফাইল এ ছবি যোগ করতে চান তাহলে আপনাকে কমপক্ষে ১০০ মেরিট ও ১২০ activity থাকতে হবে। আর যদি পোস্ট এ ছবি যোগ করতে চান তাহলে আপনাকে (সম্ভবত) কমপক্ষে জুনিয়র মেম্বার হতে হবে অথবা কপার মেম্বারশিপ কিনতে হবে। তাছাড়া ছবি যোগ করতে পারবেন নাহ।
jr. member
Activity: 84
Merit: 3
November 29, 2021, 04:44:36 AM
ফোরামে কিভাবে ছবি আনা যায়?
আমি কোড দ্বারা চেষ্টা করি কিন্তু ছবি আনতে পারি না,
এক্ষেত্রে আমি সাহায্য চাচ্ছি কিভাবে ফোরামে ছবি আনব  Smiley
newbie
Activity: 193
Merit: 0
November 28, 2021, 10:33:16 AM
বর্তমান মার্কেটের অবস্থা দেখে অনেকেই মনে করতেছে যে, বেয়ার মার্কেট চালু হয়েছে এবং সামনের দিনগুলোতে হয়তো বিটকয়েনসহ অন্যান্য অল্টকয়েনের মূল্য আরো হ্রাস পাবে। আর অনেকেই এই কারেকশনটিকে আরো ক্রয় করার সুযোগ হিসেবে ব্যবহার করতেছে। যদিও আমি দীর্ঘসময়ের জন্য বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করবো, কেননা আমি স্বল্পসময়ে শুধুমাত্র হাইপওয়ালা কয়েন/টোকেন ক্রয় করে থাকি। তাই বর্তমান মার্কেট নিয়ে, আপনাদের মতামত কি এবং সামনের দিনগুলো কেমন হবে বলে মনে হয়!

আপনার কথা ঠিক আছে। তবে আমার যা মনে হচ্ছে এই বছরের ইনভেস্টররা সবকিছু বিক্রি করে তাদের প্রফিট নিয়ে বের হচ্ছে এবং নতুন বছরের জন্য প্লেন করতেছে। সেজন্য মার্কেট আরো নিচে নামতে পারে এবং নিউজ এর মধ্যে দেখতেছি করুনার নতুন ভ্যালেন্টিয়ার অনেক জায়গায় ধরা পড়েছে এর কারণে মার্কেটে অনেকটা প্রভাব ফেলেছে। তবে আরো কিছুদিন দেখা দরকার মার্কেটের কী অবস্থা হয় তারপর বুঝেশুনে ইনভেস্ট করা ভালো হবে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 28, 2021, 09:21:10 AM
বর্তমান মার্কেটের অবস্থা দেখে অনেকেই মনে করতেছে যে, বেয়ার মার্কেট চালু হয়েছে এবং সামনের দিনগুলোতে হয়তো বিটকয়েনসহ অন্যান্য অল্টকয়েনের মূল্য আরো হ্রাস পাবে। আর অনেকেই এই কারেকশনটিকে আরো ক্রয় করার সুযোগ হিসেবে ব্যবহার করতেছে। যদিও আমি দীর্ঘসময়ের জন্য বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করবো, কেননা আমি স্বল্পসময়ে শুধুমাত্র হাইপওয়ালা কয়েন/টোকেন ক্রয় করে থাকি। তাই বর্তমান মার্কেট নিয়ে, আপনাদের মতামত কি এবং সামনের দিনগুলো কেমন হবে বলে মনে হয়!
sr. member
Activity: 476
Merit: 523
November 27, 2021, 04:40:00 PM
newbie
Activity: 27
Merit: 0
November 27, 2021, 11:57:54 AM
আমি এখানে নতুন, এই ফোরাম এর নিয়ম কানুন আমি  সঠিক ভাবে জানি না। কি করলে একাউন্ট নষ্ট হবে আর কি করলে একাউন্ট ভালো থাকবে ?  বড় ভাই দের কাছে আমি সাহায্য ও সহযোগীতা আশা করছি।
Jump to: