Author

Topic: বাংলা (Bengali) - page 351. (Read 5336940 times)

member
Activity: 86
Merit: 27
October 18, 2021, 11:07:37 AM
বর্তমানে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং সংখ্যালঘু নির্যাতনের যে পরিস্থিতি সৃষ্টি হইসে, এইটা লইয়া আপনাগো মতামত কি?

বিশেষ দ্রষ্টব্যঃ আমি জানি এইটা ক্রিপ্টো সংক্রান্ত বিষয় নয়। কিন্তু আমাগো তো কোনো বোর্ড নাই। তাই অফ টপিক আলোচনা করণের জায়গাও নাই। সেই কারণে বাধ্য হইয়া এইখানে জিগাইতাসি।
jr. member
Activity: 182
Merit: 5
October 18, 2021, 04:57:56 AM
Ami ekhane notun Kew amake bujaben ekhane kemne ki kaj kore taka income kore
newbie
Activity: 328
Merit: 0
October 17, 2021, 11:05:36 AM
আমি Koinomo Token Hold করেছি। এটি দুইদিন আগে লিস্টেট হয়েছে।যখন লিস্টেট হলো তখন এটি দাম অনেক টা বেশি ছিলো। কিন্তু এখন এটির দাম প্রায় অর্ধেক এর বেশি কমে গিয়েছে। সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি এই KMO টোকেন কি Future এ বাড়ার কোনো সম্ভাবনা আছে?  দয়া করে কেউ জানলে জানাবেন।  ধন্যবাদ।
প্রজেক্ট তেমন ইস্টং  না। তবে সমানে দাম বাড়বে আশা করা যায় তখন সেল দিয়ে দিয়েন।
newbie
Activity: 19
Merit: 2
October 17, 2021, 08:44:18 AM
আমাদের দেশে usdt/btc ক্রয় বিক্রয় একদম অনূমতি নেই।কিন্তু আপনারা যারা  usdt /btc ক্রয় বা বিক্রি করতে চান আপনাদের অন্যের সাহায্য নিতে হয়।কিন্তু বর্তমানে যারা p2p পেয়ার টু পেয়ার লেনদেন জানেন না তাদের আমি একটু বলছি আমার ভূল হলে সংশোধন করে দিবেন।

আপনারা যারা আপনাদের btc /usdt বিক্রি করতে চান  নিজেই তা বিক্রি করতে পারেন কারো সাহায্য ছারা।আপনাকে সে জন্য  binance এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে।হ্যা অবশ্যই kyc করে নিবেন।

যারা buy করতে চান।
প্রথমে আপনাকে p2pট্রেডিং ক্লিক করবেন।আপনি এখন buy অপশন থেকে দাম দেখে ক্লিক করবেন।আপনি এর পর কতটাকা দিয়ে কিনতে চান তা ক্লিক করবেন ও সাবমিট করবেন।এখন আপনি পরের পেজ আসার পর উপরে থাকা মেসেস অপশন থেকে ক্লাইন্ট এর সাথে কথা বলে টাকা পাঠাবেন।হ্যা সে আপনার কাছে বেশি টাকা চাইতে পারে আপনি দিবেন না।শুধু আপনি যা কিনবেন মানে যা অডার করেছেন সেই টাকার যে ক্যাশআউট ফি আসবে তা দিতে পারেন ।এর বেশি না।এটা নিয়ম আছে।এখন আপনি টাকা পাঠানোর পর প্যামেন্ট অপশন ক্লিক করেন।তার পর কিছ সেকেন্ট অপেক্ষা করবেন আপনার usdt চলে আসবে।এখন ট্রান্সফার অপশন থেকে spot ওয়ালেটে নিয়ে আসুন। buy complete.

সেল করতে।
আপনাকে ওয়ালেট অপশন থেকেusdt/btc ট্রান্ফার করে funding এ নিয়ে যেতে হবে।এখন আপনি আগের মত p2pট্রেডিং এ যান। সেল অপশন ক্লিক করবেন ও দাম দেখে সেল অপশন বেছে নিবেন।এখন কত usdt সেল করবেন তা লিখবেন। আপনার usdtএর দাম কত তা অটোমেটিক লেখা আসবে।এখন সেল সাবমিট করে পরের পেজে গিয়ে আগের মত ক্লাইন্ট এর সাথে কথা বলে নিবেন।হ্যা সেল করার খেত্রে আপনি যতক্ষন না টাকা পাবেন প্যামেন্ট কি্লিক করবেন না।আগে কনফার্ম আপনি টাকা পাবেন তার পর আপনি ক্লিক করবেন।
খুপ সহজে সেল হয়ে যাবে।

আমি একেবারেই নতুন। ট্রেডিং করতাম।কিন্তু ফোরামে এসে কিছুই বুঝতাম না।একজনের সাহায্য নিয়ে ও ফোরামের কিছু নিয়ম দেখলাম তা অনূসরন করতেছি।আমি বিক্রি বা কিনতে অনেক সমস্যা ছিলো p2p শিখে নিছি।এখন সমস্যা নাই তাই শেয়ার করলাম।

নিচে কিছু ডিরেকশন দিলাম না বুজলে জানাবেন।
১, https://i.ibb.co/3kB6kdw/IMG-20211017-184701.jpg
২, https://i.ibb.co/DV0g26n/IMG-20211017-184723.jpg
৩, https://i.ibb.co/58s6GRs/IMG-20211017-184854.jpg
৪, https://i.ibb.co/0DRQTqs/IMG-20211017-185037.jpg
৫, https://i.ibb.co/v3vssnG/IMG-20211017-185147.jpg
jr. member
Activity: 210
Merit: 6
October 16, 2021, 07:33:27 AM
আমি Koinomo Token Hold করেছি। এটি দুইদিন আগে লিস্টেট হয়েছে।যখন লিস্টেট হলো তখন এটি দাম অনেক টা বেশি ছিলো। কিন্তু এখন এটির দাম প্রায় অর্ধেক এর বেশি কমে গিয়েছে। সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি এই KMO টোকেন কি Future এ বাড়ার কোনো সম্ভাবনা আছে?  দয়া করে কেউ জানলে জানাবেন।  ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 15, 2021, 02:40:26 PM
এই জন্যই আমি বলেছি দীর্ঘ সময়ের জন্য অল্টকয়েনে বিনিয়োগ করা খুবই ঝুকিপূর্ণ। আমরা যদি আরো পিছনে যাই, মানে ২০১৩-১৪ সালের দিকে যাই, তখন সম্ভবত নেমকয়েন (Namecoin) ক্রিপ্টোকারেন্সির মধ্যে ২/৩ নাম্বার পজিশনে ছিল। বর্তমানে কেউ চেনে কিনা আমার সন্দেহ আছে। মানে খুব বেশি মানুষ চেনে কি না আর কি।

শুধু Namecoin এ নয়, আমি যতটুকু জানি PeerCoin ও সেরা ১০ এর মধ্যে ছিল। এখন তাদের অবস্থান দেখুন, কত নিচে রয়েছে। আর এটি সত্য যে, কখনোই কোনো অল্টকয়েনকে লম্বা সময়ের জন্য হোল্ড নাহ করা। কিন্তু আমরা কিছু অল্টকয়েনকে হোল্ড করতে পারি, তবে যখনই লাভের মধ্য চলে আসবো, তখন আমাদের উচিত মূল বিনিয়োগের অর্থটা বের করে নেওয়া। যেন পরবর্তীতে কোনো ধরনের আফসেস না হয় এবং এতে সবসময় লাভের মধ্যে থাকা সম্ভব হবে।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 14, 2021, 09:35:00 AM
কারণ গত বুলরানে যেগুলো প্রথম দশটির মধ্যে ছিল, সেগুলোর মধ্যে অনেক কয়েন/টোকেনের অবস্থা অনেক খারাপ।
এই জন্যই আমি বলেছি দীর্ঘ সময়ের জন্য অল্টকয়েনে বিনিয়োগ করা খুবই ঝুকিপূর্ণ। আমরা যদি আরো পিছনে যাই, মানে ২০১৩-১৪ সালের দিকে যাই, তখন সম্ভবত নেমকয়েন (Namecoin) ক্রিপ্টোকারেন্সির মধ্যে ২/৩ নাম্বার পজিশনে ছিল। বর্তমানে কেউ চেনে কিনা আমার সন্দেহ আছে। মানে খুব বেশি মানুষ চেনে কি না আর কি।
দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগে সেইফ প্লে একটাই সেটা বিটকয়েন। অন্য যে কোন কয়েন রিস্কি। অনেকেই হয়ত বলতে পারেন ইথেরিয়াম সেইফ প্লে কিন্তু আমি একমত না কারন বর্তমানে ইথেরিয়ামের মত অনেক প্লাটফর্ম আছে, যদিও আমি সন্দিহান যে ইথেরিয়ামকে কোন কয়েন এই ইন্ড্রাষ্টিতে বিট করতে পারবে, তবে অসম্ভব কিছু নয়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 13, 2021, 01:29:24 PM
এজন্য আপনি Coinmarketcap.com সাইট এর সহায়তা নিতে পারেন। আমি বলবো আপনি Coinmarketcap.com এর লিস্ট এর টপ দশটি কয়েন থেকে যে কোন কয়েনে বিনিয়োগ করতে পারেন।  
কয়েনমার্কেটক্যাপ মূলত একটি তথ্যের ভান্ডার বলা যায়, আপনি সেখান থেকে বিভিন্ন কয়েন/টোকেনের সকল গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। যেমন: একটি টোকেনের সর্বোচ্চ সংখ্যক সরবরাহ, বর্তমানে কতটি টোকেন/কয়েন মার্কেটে রয়েছে, সেটের মূল স্মার্ট কন্ট্রাক এড্রেস ইত্যাদি বিষয়গুলো জানেত পারবেন। কিন্তু শুধুমাত্র সর্বোচ্চ দশটি কয়েন/টোকেনে বিনিয়োগ করা কিছুটা ক্ষতির সম্মুখীন করাতে পারে। যেমন XLM (Stellar Lumens) প্রথম দশ কয়েনের একটি ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থান 21 তম স্থানে, তবে এটি ভালো কয়েন ট্রেডিং এর জন্য। তাই আমাদের উচিত কয়েনমার্কেটক্যাপ কিংবা কয়েনগিকো থেকে বিভিন্ন কয়েন/টোকেনের সার্বিক বিষয়গুলো জানার পর নিজের বিশ্লেষণ শেষে বিনিয়োগ কিংবা ট্রেডিং করা। শুধুমাত্র প্রথম দশটি কয়েন/টোকেনে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হইতে হবে হয়তো। কারণ গত বুলরানে যেগুলো প্রথম দশটির মধ্যে ছিল, সেগুলোর মধ্যে অনেক কয়েন/টোকেনের অবস্থা অনেক খারাপ।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 13, 2021, 05:03:44 AM
আমি বলবো আপনি Coinmarketcap.com এর লিস্ট এর টপ দশটি কয়েন থেকে যে কোন কয়েনে বিনিয়োগ করতে পারেন।   
এক্সআরপি কয়েক বছর আগে ২ নাম্বার র‍্যাংক এ ও ছিল। ইথেরিয়ামকে পিছনে ফেলে। এখন কোথায় দেখেছেন? রিপল এর সাথে সেক (SEC) এর মামলা চলতেছে মনে হয়। যদি এইগুলা সব শেষ হয় এবং রায় রিপলের পক্ষে না আসে তাহলে এক্স আর পিকে খুজেও পাওয়া যাবে না।
টপ ১০ এর লিস্ট সেইফ তবে সবসময় সেইফ না। লং টার্ম এ অনেক কিছুই ঘটতে পারে।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 12, 2021, 11:10:22 PM
কোন টোকেন টা কিনলে বেশি লাভবান হওয়া যাবে।কেউ আমাকে কিছু পরামর্শ দেন।

সবথেকে ভালো হবে আপনি যদি নিজে মার্কেট বিশ্লেষণ করে টোকেন ক্রয় করেন। এজন্য আপনি Coinmarketcap.com সাইট এর সহায়তা নিতে পারেন। আমি বলবো আপনি Coinmarketcap.com এর লিস্ট এর টপ দশটি কয়েন থেকে যে কোন কয়েনে বিনিয়োগ করতে পারেন।   
member
Activity: 86
Merit: 27
October 12, 2021, 07:00:46 AM
DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন।
DYOR মানে Do Your Own Research যেটার মানে দাঁড়ায় 'নিজে গবেষণা করুন'।
অবচেতন মনেই রিসার্চকে এনালাইসিস লিখে ফেলেছি। ধন্যবাদ।
হ বুঝছি। অন্তর্নিহিত অর্থটা একই দাঁড়াইবো।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 12, 2021, 06:53:14 AM
DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন।
DYOR মানে Do Your Own Research যেটার মানে দাঁড়ায় 'নিজে গবেষণা করুন'।
অবচেতন মনেই রিসার্চকে এনালাইসিস লিখে ফেলেছি। ধন্যবাদ।
member
Activity: 86
Merit: 27
October 12, 2021, 06:50:56 AM
DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন।
DYOR মানে Do Your Own Research যেটার মানে দাঁড়ায় 'নিজে গবেষণা করুন'।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
October 12, 2021, 04:42:01 AM
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।

আমি বলবো, আমি যেহেতু এ জগতই নতুন তাই ফোরামে এবং বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড সাইট গুলোতে বেশি বেশি সময় দিন। আগে আপনি নিজে নিজে ধারনা নেওয়ার চেষ্টা করুন। 
আমি মনে করি, ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এই ক্রিপ্টো ফোরাম তাই আপনি ফোরামেই বেশি বেশি সময় দিন। আশা করছি ধীরে ধীরে সব কিছুই শিখে নিতে পারবেন।     
full member
Activity: 367
Merit: 136
October 12, 2021, 02:52:46 AM
আপনাকে যদি ১০০০ ডলার দেওয়া হয়, এবং সত্য দেওয়া হয় যেকোনো ৩ টা কয়েনে ইনভেস্ট করতে, আপনি কোন ৪/৫ টা কয়েনে ইনভেস্ট করতে চান এবং কেনো করতে চান?
আমার জন্য
  • Seedify 30% - হোল্ডিং থাকলে ভালো ICO অফার পাওয়া যায়
  • Preseach 20% - নোড রান করা সুবিধা আছে, আর ভবিষ্যতে গ্রো করার ভালো পটেনশিয়াল আছে
  • ADA or Matic 40% - তাদের কোমুনিটী এবং ফিউচার প্লানিং এই ২ টা কয়েনে আরো প্টেনশিয়াল এনে দিতে পার
  • Any meme coin 10% - মিমস কয়েন এখন অন পাম্প হলী একেবারে ১০০/২০০% ও পাম্প হয়। সেহুতু, মার্কেট গ্যাপ হলেও এটাতে কিছু হোল্ডিং রাখা দরকাররর্‌ যেনো বুল মার্ক্কেট এর সুবিধা আমিও নিতে পারি
এটা সম্পুন আমার একার চিন্তা ভাবনা, আপনারা নিজের করে বানাতে পারেন।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 11, 2021, 12:06:45 AM
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।
আগে ভালোভাবে ধারনা নিয়ে নেন। ধারনা ছাড়া ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ খুবই ঝুকিপূর্ণ যদিও অনেকেই খুব ভালো ধারনা থাকা সত্ত্বেও লসে আছে। ক্রিপ্টোকারেন্সিতে সবসময় একটা কথা বলা হয়ে থাকে- DYOR মানে Do Your Own Analysis যেটার মানে দাঁড়ায় নিজে বিশ্লেষণ করুন। আর এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। অন্যের বিশ্লেষণ দিয়ে টাকা লস খাওয়ার চাইতে নিজের বিশ্লেষণ দিয়ে লস খাওয়া ভালো। এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। ভবিষ্যতে ভালো করতে পারবেন।
newbie
Activity: 140
Merit: 0
October 10, 2021, 11:58:45 PM
আমি ক্রিপ্টো কারেন্সি তে নতুন।আমার এই বিষয় কোন দারণা নাই।তাই আপনাদের কাছে দারনা চাইলাম।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 10, 2021, 02:56:20 PM
কোন টোকেন টা কিনলে বেশি লাভবান হওয়া যাবে।কেউ আমাকে কিছু পরামর্শ দেন।

সবচেয়ে ভালো হয়ে, আপনি নিজে বিশ্লেষণ করার পর কোনো টোকেন ক্রয় করেন। কারণ এখানে আমরা হয়তো আপনাকে একটি টোকেন ক্রয়ের পরামর্শ দিতে পারবো, কিন্তু কখন টোকেনটি বিক্রয় করতে হবে, সেটি হয়তো বলতে ভুলে যাবো। তাই নিজের বিশ্লেষণ করা অনেক ভালো।

তবে আপনাকে আমি হয়তো পরবর্তী হাইপের কথা বলতে পারি, কিন্তু আপনি অবশ্যই নিচের বিশ্লেষণ করার পর ক্রয় করবেন। ক্রিপ্টো মার্কেটে যেমন BSC, Polygon, Fantom, Avalanche চেইনের হাইপ চলছিল, তেমনি Harmony চেইনের হাইপ চালু হইতে পারে। তাই নিজের বিশ্লেষণ শেষে এটি নিজের সিদ্ধান্তে ক্রয় করতে পারেন।
newbie
Activity: 140
Merit: 0
October 10, 2021, 01:50:02 PM
কোন টোকেন টা কিনলে বেশি লাভবান হওয়া যাবে।কেউ আমাকে কিছু পরামর্শ দেন।
jr. member
Activity: 210
Merit: 6
October 09, 2021, 07:25:52 AM
Jump to: