Author

Topic: বাংলা (Bengali) - page 351. (Read 5700413 times)

jr. member
Activity: 136
Merit: 3
November 25, 2021, 01:31:30 PM
@Juwel
ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য। সহজ ভাষায় বললে আপনি যতক্ষণ পর্যন্ত হারতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার একাউন্ট নিয়ে কোন ঝামেলা হবে না কিন্তু যেই আপনি বেশি উইন করবেন তখনই আপনার একাউন্ট নিয়ে ঝামেলা। এইটা ক্যাসিনো সাইটগুলো অনেক দিন ধরে প্র‍্যাকটিস করে আসছে।
সে যাই হোক, bcgame কে আমি মোটামুটি অনেক ভালো সাইট হিসেবেই জেনে আসছিলাম। তারা আপনার একাউন্ট লক এর পিছনে কি কোন যুক্তি দেখিয়েছে?

হ্যা ভাই, তাই করে এরা একটা উদহারণ হিসাবে এই ট্রপিক টা দেখিয়েন  https://bitcointalk.org/index.php?topic=5366782.0 এরা সেটা কিন্তু জানে যে তার  মাল্টি একাউন্ট আছে যখন ২২ টা LTC দিয়ে খেললো তখন ব্লক করে নাই যখনি জিতে নিয়ে যেতে লাগলো তখনি বাঁশ টা দিছে,

ভাই  bc game এরা অনেক এর একাউন্ট ব্লক করছে,
কারো মাল্টি একাউন্ট আছে কারো তো ব্যালান্স সহ ব্লক করছে সেই কোথাও আমি শুনছি ২০০০ এর মতো USD  ছিল নাকি একাউন্ট এ, আমি এতো গুরুত্ব দেয়নি কারণ আমার তো মাল্টি একাউন্ট নাই, পরে শুনি যে আমি নাকি বোনাস দিয়ে খেলি সেই জন্য ব্লক, হাহা

আমি ডিপোজিট করছি, আমার বোনাস তাও আবার লক করা আপনি তো জানেনি, কিভাবে আনলক করতে হয়,

আমি দীর্ঘ ৬ মাস ধরে খেলতেছি এতো দিন কিছুই করে নাই, যখনি দেখলো আমার রেফার থেকে ইনকাম হবে ঠিক তখনি ব্লক করে দিলো।

আমি কিন্তু বোনাস আনলক করতে পারতাম অনেক আগেই
৬ মাস হইসে এখনো ১৫+ এর মতো আনলক করছি সেটাই দোষ এখন আমার বলতেছে ওরা.

আপনি বলেন এই ৬ মাস এ কি ১৫+ USD আনলক যে করছে সে কি করে বোনাস ফরম্যানিং করতে পারে বলেন তো?
১০০০+ USD পরে আছে একাউন্ট এ লক করা আমার luckyfish এ ১৮০০+ USD মেয়াদ শেষ হইছে ওখানে থেকে আমি ৫০+ USD আনলক করছিলাম ৬ মাসে, এখন তারা কোনো উত্তর এ দিচ্ছে না, যেখানে আমার ১ টা একাউন্ট সেখানে কি করে আমি বোনাস ফারম্যানিং করতে পারি আর যদি করেই থাকি তাহলে ৫০% কেনই বা আনলক হয়নি এই ৬ মাসে ?

আর কেনই বা ১৫+ USD আনলক করছি যদি আমি বোনাস ফরম্যানিং এ করি?

এরা শুধু আপনার টাকা নিবেন দেয়ার সময় বলবে এটা করছেন এটাই আপনার একাউন্ট এই রুলস আমি ফলো করে নাই হাবি জাবি বলে সবাই কে বুঝায়, আমি কি বোকা নাকি আমারে হুদায় বললো বোনাস ফার্ম্যানিং করছি আর আমি সেটা মেনে নিলাম যেটা করার চিন্তাও করি নাই

আমি বলবো যে এদের থেকে দূরে থাকেন, কারণ এরা  নিতে জানে দিতে গেলে এগ্রিমেন্ট দেখায় 😂😂
যখন দিবেন কোনো এগ্রিমেন্ট দেখায় না, আর যখনি নিতে যাবেন এগ্রিমেন্ট দেখায়
এখন যদি করতো যে আপনার মাল্টি একাউন্ট আছে ডিপোজিট করতে পারবেন না আমরা সব একাউন্ট ব্লক করে দিলাম আর আপনার ডিপোজিট ব্যাক করে দিলাম সেটা কোনো দিনও কোনো ক্যাসিনো করবে না 😆😆
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 25, 2021, 12:00:42 PM
@Juwel
ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য। সহজ ভাষায় বললে আপনি যতক্ষণ পর্যন্ত হারতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার একাউন্ট নিয়ে কোন ঝামেলা হবে না কিন্তু যেই আপনি বেশি উইন করবেন তখনই আপনার একাউন্ট নিয়ে ঝামেলা। এইটা ক্যাসিনো সাইটগুলো অনেক দিন ধরে প্র‍্যাকটিস করে আসছে।
সে যাই হোক, bcgame কে আমি মোটামুটি অনেক ভালো সাইট হিসেবেই জেনে আসছিলাম। তারা আপনার একাউন্ট লক এর পিছনে কি কোন যুক্তি দেখিয়েছে?
jr. member
Activity: 136
Merit: 3
November 25, 2021, 04:16:05 AM
সর্তক

আমি চাই না অর কেউ আমার মতো ফাঁদে পা দেক

এই সাইট এ কেউ ইনভেস্ট করবেন না,
এরা আপনার টাকা মেরে দিবে, কিভাবে?

ধরুন আপনি, জিতলেন ৫০ টাকা কিন্তু আপনি পরে আবার ১০০ টাকা সাইট এ জমা করলেন খেলার জন্য, আপনি জিতলেন ১৫০ টাকা বা তার ও বেশি, ঠিক সেই সময় আপনার একাউন্ট ব্লক করে দিবে, আর বলবে আপনি ইটা করছেন ওটা করছেন, তাই ব্লক করা হয়েছে এখানে আপনার কিছুই করতে পারবেন না, কারণ তারা ভালো করেই জানে যে আপনার দেশে ইটা লিগ্যাল না তাই, যা ইচ্ছে যেখানে খুশি আপনাকে ব্লক করতে পারবেন সেখানে কোটি টাকা রাখলেও ওদের যায় আসে না, সুতরাং আপনার এ লছ, ফ্রী তে যা পাবেন তাই দিয়ে খেলবেন, ওরা আমার ১১৫+ রেফেরেলস একাউন্ট ব্লক করেছে , কি জন্য করেছে এখনো সঠিক ভাবে উত্তর দেয়নি, আপনার সাবধান হয়ে যান, ইনভেস্ট করার আগে!

ফ্রি তে খেলুন যা পাবেন তাই নিয়ে খুশি থাকুন,
এই ট্রপিক 
bc game closed my account with 115+ referrals without giving any warning
by Oinker (Scam) Over $100K Confiscated By BC game
টা পারবেন যদি কিছু জানতে ইচ্ছে করে বলবেন আমি হেল্প করতে পারবো!

আমি অনেক সাইট এ আছি এখনো কেউ আমাকে ব্লক করে নাই, যখনি দেখলো আমার ইনকাম ভালো হচ্চে তখনি ব্লক করে দিলো।

এরা ভালো করেই জানে যে  আমাদের দেশে এগুলো অনুমতি দেয় নি এই জন্য কিন্তু আমরা কিছু লোক এখনো এগুলোর মধ্যে কাজ করি, অনেকেই জানে না এগুলো কত বড়  ফাঁদ।

আপনার টাকা আছে কইন কিনে ভালো ওয়ালেট এ রেখে দেন দেখবেন এমনি আপনার টাকা বারতেছে।

সাবধান এ থাকুন, নিরাপদ এ থাকুন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 24, 2021, 11:26:50 AM
প্রায় ১০ দিন পর ফোরামে আবার ফেরত আসলাম। আশা করি, সকলে ভালো আছেন এবং শীতের আনন্দ উপভোগ করতেছেন। প্রথমেই @naim027 কে অভিনন্দন খুবই ফুল মেম্বার হওয়ার জন্য এবং বাংলা লোকাল বোর্ডে তথ্যবহুল পোষ্ট করার জন্য। এছাড়াও অনেকে বাংলা ফোরামে আরো বেশি বেশি পোষ্ট করতেছে, তাদেরকেও মন থেকে অভিনন্দন । এভাবে আমরা বাংলা লোকালবোর্ডকে আরো এগিয়ে নিয়ে যাবো আশা করা যায়।


কিছুদিন ধরে সোস্যাল মিডিয়া গুলোতে একটা নিউজ নিয়ে গুঞ্জন চলছে। SHIBA INU নাকি রবিনহুডের মতো এতো বড় এক্সচেঞ্জে লিস্ট করা হবে। এ ব্যাপারে আপনি কতটা অবগত। আর যদি লিস্ট হয়ও তাহলে SHIBA INU এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে বলে আপনি মনে করেন।

নিউজ,
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.youtube.com/watch%3Fv%3DYuAi8uqbl6U&ved=2ahUKEwiN8_bYqbD0AhX5EbkGHVqyCz4QwqsBegQICRAF&sqi=2&usg=AOvVaw0nrkwEG2OtoGxTMK3rLbIs
   
এটিকে shilling বলা যায়, কারণ Shiba Inu এর ভক্তরা এমন ধরনের অনেক পোষ্ট করে থাকে। যেন টোকেনের মূল্য আরো বৃদ্ধি পায়। তারা ভিডিওটিতে টাইটেল দেয়া হয়েছে, ক্লিকবেট করার জন্য যেন সকলে কৌতুহলী হয়ে ক্লিক করে এবং ভিডিওটি দেখে। আর ভিডিওটিতে এটা বলা হয়েছে, রবিনহুড হয়তো Shiba Inu কে লিস্ট নাও করতে পারে এবং ভক্তরা একটি পিটিশন করেছিল, যেটি রবিনহুডে লিস্ট করার পক্ষে দলটি বিজয়ী হয়েছিল। এইটুকুই এবং এর বেশি কিছু নাহ।  Wink


ডিসেম্বর এ মার্কেট কেমন হতে পারে? অনেকে বলে USDT করার কথা। অভিজ্ঞদের মতামত আশা করছি ALT এই থাকা উচিত নাকি কি করা উচিত মিড টার্ম ট্রেডারদের?

অল্ট মার্কেটে বড় ধরনের উর্ধ্বগতি দেখা যাবে এবং যখন সবাই ফোমোতে আসবে, তখনই বেয়ার মার্কেট অথবা মার্কেটের নিম্নগতি শুরু হবে। এইজন্য ইংরেজিতে একটি কথা আছে:
Quote
Reality of Alt season: "When you sell any alts, it'll skyrocket and you would realize to buy at top price by doing buyback later on."
সহজ কথায় বলতে গেলে, যখনই আমরা কোনো অল্টকয়েন বিক্রি করবো, সেটি অনেক বৃদ্ধি পাবে। আর যখনই আবার ক্রয় করবো, তখন বুঝতে পারবো যে, সর্বোচ্চ মূল্যে ক্রয় করে ফেলেছি। তাই সকলে সতর্ক থাকুন, কেননা আমার মতে ইতিমধ্যে আমরা অল্টমার্কেটের বুল রানে রয়েছি। আর একটি বিষয়, যখনই কোনো অল্টকয়েনে মুনাফায় থাকবে, তখনই আসল বিনিয়োগটি তুলে নিবেন। এতে কম লাভ হবে, কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না এবং অনুতপ্তবোধও হবে না।  Wink

sr. member
Activity: 476
Merit: 523
November 24, 2021, 08:14:27 AM
largest cryptocurrency news and review site in Bangla.
একটি আকর্ষণীয় পড়ার যায়গা, সম্পূর্ণরূপে অ-প্রযুক্তিগত এবং সরাসরি বিটকয়েনের সাথে সম্পর্কিত না: আপনি যদি এটি পড়ার পরে বিটকয়েনের প্রেমে না পড়েন, তবে আপনি কখনই পড়বেন না।
সবচেয়ে বড়? বাংলায় কয়টা ক্রিপ্টো সংবাদ এর সাইট আছে আমি জানি না। তবে কয়েনআলাপ বা coinalap.com খুব ভালো ভাবেই নিউজ কভার করতে দেখেছি যদিও এই মুহুর্তে কোন কারনে তারা এক্টিভ না। আমি যতদুর জানি তারা খুব ভালো নিউজ প্রকাশ করত। সে যাই হোক, ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য। বাংলায় এইরকম সাইট আরো আছে সেটা আমার জানাই ছিল না। কম্পিটিশন বাড়লে আমরাও ভালো নিউজই আশা করতে পারব।

সবচেয়ে বড় কিনা বলতে পারছি না। তবে তারা নিজেদেরকে অনেক বড় বলে দাবী করছে। কয়েনআলাপ আপাতত বন্ধ আছে। চালু হলে এটা রিসোর্স এ এড করা যেতে পারে। বাংলায় ক্রিপ্টো সংবাদ ওয়েবসাইট নেই বললেই চলে। তার কারণ তো আমাদের সকলেরই জানা। এভাবে ভয় নিয়ে সংবাদ ওয়েবসাইট পরিচালনা করা কষ্টসাধ্য একটা ব্যাপার। এটা ঠিক বলেছেন যে কম্পিটিশন বাড়লে ভালো নিউজ পাবো। তবে আমাদের দেশের নিউজ সাইট গুলো ক্রিপ্টো নিয়ে কখনোই পজেটিভ সংবাদ দেয় না। নেগেটিভ বিষয়গুলোই তারা তুলে ধরে। আমাদের দেশ ব্লকচেইন টেকনোলোজিতে অনেক পিছিয়ে গেছে। সরকার যখন এটা বুঝতে পারবে, ততক্ষনে অনেক বেশী দেরী হয়ে যাবে।

যাই হোক। এই পোষ্ট এ একটা কথা উল্লেখ করা আছে, আপনারা আপনাদের জানা কোনো ওয়েবসাইট সাজেশন করতে পারেন। আমি পোষ্ট টা এডিট করে এখানে সোর্স হিসেবে এড করে দেবো। আশা করি অনেক নতুন ভাইদের কাজে লাগবে। ধন্যবাদ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 24, 2021, 08:04:35 AM
largest cryptocurrency news and review site in Bangla.
একটি আকর্ষণীয় পড়ার যায়গা, সম্পূর্ণরূপে অ-প্রযুক্তিগত এবং সরাসরি বিটকয়েনের সাথে সম্পর্কিত না: আপনি যদি এটি পড়ার পরে বিটকয়েনের প্রেমে না পড়েন, তবে আপনি কখনই পড়বেন না।
সবচেয়ে বড়? বাংলায় কয়টা ক্রিপ্টো সংবাদ এর সাইট আছে আমি জানি না। তবে কয়েনআলাপ বা coinalap.com খুব ভালো ভাবেই নিউজ কভার করতে দেখেছি যদিও এই মুহুর্তে কোন কারনে তারা এক্টিভ না। আমি যতদুর জানি তারা খুব ভালো নিউজ প্রকাশ করত। সে যাই হোক, ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য। বাংলায় এইরকম সাইট আরো আছে সেটা আমার জানাই ছিল না। কম্পিটিশন বাড়লে আমরাও ভালো নিউজই আশা করতে পারব।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
November 24, 2021, 06:01:39 AM
ডিসেম্বর এ মার্কেট কেমন হতে পারে? অনেকে বলে USDT করার কথা। অভিজ্ঞদের মতামত আশা করছি ALT এই থাকা উচিত নাকি কি করা উচিত মিড টার্ম ট্রেডারদের?
ভাই ক্রিপ্টো মার্কেট চলে তার আপন গতিতে, এখানে কখন কি হয়ে যায় বলা মুশকিল।
মার্কেট প্রতিনিয়ত রুপ বদলাচ্ছে। আমিও এই একই বিষয় নিয়ে চিন্তিত। আসলে আমরা যারা মিড টার্ম ট্রেডার তাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক।
newbie
Activity: 63
Merit: 0
November 24, 2021, 05:12:52 AM
ডিসেম্বর এ মার্কেট কেমন হতে পারে? অনেকে বলে USDT করার কথা। অভিজ্ঞদের মতামত আশা করছি ALT এই থাকা উচিত নাকি কি করা উচিত মিড টার্ম ট্রেডারদের?
sr. member
Activity: 476
Merit: 523
November 24, 2021, 05:03:39 AM
naim027
ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি ফর্মে ভালো কাজ করার কারণে আজ এত তাড়াতাড়ি ভালো পজিশন এ গিয়েছেন। দোয়া করি আপনি যেন ফর্মে আরো ভাল কিছু করতে পারেন।

ভাই আপনাকে ধন্যবাদ। সবসময় ভালো কিছু শেখার চেষ্টা করুন খুব দ্রুত এগিয়ে যাবেন আশা করি। আমার সাজেশন থাকবে লেখার আগে বেশী বেশী পড়ুন। টপিক গুলো ভিজিট করুন। অন্যরা কিভাবে লিখছে তা দেখুন। আর কিছু লেখার সময় বানান খেয়াল রাখার চেষ্টা করবেন। যেমন আপনি লিখেছেন ”ফর্মে ভালো কাজ” এটা আসলে ”ফোরাম” হবে। এই ছোট ভূল গুলো কেউ ধরিয়ে দিতে আসতে চায় না।

অভিনন্দন @naim027
আপনি অনেক দ্রুত মেরিট পেয়েছেন। এইটা আবারো প্রমানিত হল চেষ্টা এবং সদিচ্ছা (বানান নিয়ে সন্দিহান লল  Grin) থাকলে ফোরামে খুব সহজেই র‍্যাংক আপ করা যায়।

ভাই আপনাকে অনেক বেশী ধন্যবাদ। আমি ২০১৭ সালে ফোরামে জয়েন করেছি। তখন মেরিট সিস্টেম ছিলো না। ২০২০ সালে আবার যখন ফোরামে আসি তখন দেখি সবাই এতোদিনে হাই লেভেলে চলে গেছে। মন খারাপ করে আর আসিনি। হঠাৎ করেই মনে হলো একবার চেষ্টা করে দেখি কি হয়। ৩৫ দিন হলো আবার একটিভ হয়েছি। তবে বিগত ১০ দিনই সবচেয়ে বেশী কাজ করেছি। এবং বিগত ১০ দিনে আমি প্রতিদিন গড়ে ১০ টি করে মেরিট পেয়েছি। আমার ভাগ্য ভালো ছিলো হয়তো।

জ্বি ভাইয়া আমি এখানে ৩ বছর আগে একাউন্ট করেছিলাম কিন্তু কোন কাজ করতাম না । সে জন্য আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে কোন ধারণা নেই সত্যি বলছেন। আমি পাঁচ ছয় মাস আগে থেকে এখানে কাজ শুরু করলাম । আমার জন্য দোয়া করবেন এবং যেকোনো বিষয়ে আমাকে সাপোর্ট করবেন এই প্রত্যাশা রইল

ভাই আমাদের সাপোর্ট যেমন আপনার দরকার। আপনার দরকার নিয়মিত পোষ্ট গুলো পড়া এবং ফোরামের সকল নিয়ম মেনে চলা। এই যে আপনি পর পর ২ টি পোষ্ট করেছেন যেটা ফোরামের নিয়মের বাইরে। আশা করি আপনি দ্রুত এগিয়ে যাবেন। ধন্যবাদ।

কিছুদিন ধরে সোস্যাল মিডিয়া গুলোতে একটা নিউজ নিয়ে গুঞ্জন চলছে। SHIBA INU নাকি রবিনহুডের মতো এতো বড় এক্সচেঞ্জে লিস্ট করা হবে। এ ব্যাপারে আপনি কতটা অবগত। আর যদি লিস্ট হয়ও তাহলে SHIBA INU এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে বলে আপনি মনে করেন।

নিউজ,
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.youtube.com/watch%3Fv%3DYuAi8uqbl6U&ved=2ahUKEwiN8_bYqbD0AhX5EbkGHVqyCz4QwqsBegQICRAF&sqi=2&usg=AOvVaw0nrkwEG2OtoGxTMK3rLbIs

ভাই আমি ভিডিওটি দেখেছি। ভিডিওতে বলেছে যে রবিনহুড SHIBA INU লিষ্ট করা হবে না। কিন্তু আপনি বলছেন করা হবে। ভিডিও বুঝে শেয়ার করা উচিৎ। আর এই নিউজ টা নতুন নয়। কিন্তু ভিডিওটা নতুন। রবিনহুডে লিষ্টেড হবে এমন নিউজ আসার পড়েই SHIBA INU পাম্প করেছিলো। যখন রবিনহুড জানালো যে তারা SHIBA INU লিষ্টেড করবে না। তখনি আবার আস্তে আস্তে ডাউন হয়ে গেলো।
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
November 24, 2021, 01:06:03 AM
কিছুদিন ধরে সোস্যাল মিডিয়া গুলোতে একটা নিউজ নিয়ে গুঞ্জন চলছে। SHIBA INU নাকি রবিনহুডের মতো এতো বড় এক্সচেঞ্জে লিস্ট করা হবে। এ ব্যাপারে আপনি কতটা অবগত। আর যদি লিস্ট হয়ও তাহলে SHIBA INU এর পরবর্তী মুভমেন্ট কি হতে পারে বলে আপনি মনে করেন।

নিউজ,
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.youtube.com/watch%3Fv%3DYuAi8uqbl6U&ved=2ahUKEwiN8_bYqbD0AhX5EbkGHVqyCz4QwqsBegQICRAF&sqi=2&usg=AOvVaw0nrkwEG2OtoGxTMK3rLbIs
  
member
Activity: 352
Merit: 18
Pepemo.vip
November 23, 2021, 12:45:20 PM
আসসালামুআলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাই বোনদের কাছ থেকে কিছু পরামর্শ চাই। আমি bitcointalk এ নতুন  এখানে আমার তেমন কোন ধারনা নাই। এখানে কিভাবে রেংক বাড়াতে হয় এবং মেরিট কিভাবে ইনকাম করতে হয় এই বিষয়ে আমাকে কিছু পরামর্শ দেন তাহলে আমি উপকৃত হব।
আপনি প্রায় তিন বছর ধরে এই ফর্মে কাজ করেন তাও নিজেকে নতুন দাবি করেন। আপনি হয়তো অনেকদিন যাবত এই ফর্মে কাজ করেন কিন্তু ফর্মের নিয়ম কানুন গুলো ভালোভাবে পরেননি তাই আপনি জানেন না। আপনি এইখানে পেজ ১ এ সব বিষয়ে দেওয়া আছে ওইখান থেকে সবকিছু জানতে পারবেন।
আপনি যদি রেংক বাড়াতে চান তাহলে আপনার মেরিট লাগবে। আর এই মেরিট পেতে হলে আপনাকে বিভিন্ন Thead এ ভালো মানের পোস্ট করতে হবে। আর এই ভালো মানের পোস্ট করতে হলে আপনাকে যেকোনো বিষয়ে জ্ঞান থাকতে হবে। আপনার পোস্ট যদি ভালো মানের হয় এবং শিখনীয় হয় তাহলে সিনিয়র মেম্বার রা আপনাকে মেরিট দিবে। ধন্যবাদ

জ্বি ভাইয়া আমি এখানে ৩ বছর আগে একাউন্ট করেছিলাম কিন্তু কোন কাজ করতাম না । সে জন্য আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে কোন ধারণা নেই সত্যি বলছেন। আমি পাঁচ ছয় মাস আগে থেকে এখানে কাজ শুরু করলাম । আমার জন্য দোয়া করবেন এবং যেকোনো বিষয়ে আমাকে সাপোর্ট করবেন এই প্রত্যাশা রইল
আপনি তিন বছর আগে ফোরামে এসেও কাজ করেননি। এটা আপনার ব্যার্থতা। আমারতো এটা আপসোস আরো আগে কেনো ফোরামে আসতে পারলাম না। আপনি তখন থেকে কাজ করলে আজ অবশ্যই আরো ভালো পজিশনে থাকতেন। যাই হোক দেড়ি করে হলেও ফোরামের গুরুত্ব বুঝতে পেরেছেন। এখন দৈর্ঘ্য ধরে সময় দিন আশা করি অবশ্যই ভালো কিছু পাবেন। মনবল থাকলে পরিশ্রম কখনও বৃথা যাবে না।  
newbie
Activity: 193
Merit: 0
November 23, 2021, 12:03:13 PM
আসসালামুআলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ভাই বোনদের কাছ থেকে কিছু পরামর্শ চাই। আমি bitcointalk এ নতুন  এখানে আমার তেমন কোন ধারনা নাই। এখানে কিভাবে রেংক বাড়াতে হয় এবং মেরিট কিভাবে ইনকাম করতে হয় এই বিষয়ে আমাকে কিছু পরামর্শ দেন তাহলে আমি উপকৃত হব।
আপনি প্রায় তিন বছর ধরে এই ফর্মে কাজ করেন তাও নিজেকে নতুন দাবি করেন। আপনি হয়তো অনেকদিন যাবত এই ফর্মে কাজ করেন কিন্তু ফর্মের নিয়ম কানুন গুলো ভালোভাবে পরেননি তাই আপনি জানেন না। আপনি এইখানে পেজ ১ এ সব বিষয়ে দেওয়া আছে ওইখান থেকে সবকিছু জানতে পারবেন।
আপনি যদি রেংক বাড়াতে চান তাহলে আপনার মেরিট লাগবে। আর এই মেরিট পেতে হলে আপনাকে বিভিন্ন Thead এ ভালো মানের পোস্ট করতে হবে। আর এই ভালো মানের পোস্ট করতে হলে আপনাকে যেকোনো বিষয়ে জ্ঞান থাকতে হবে। আপনার পোস্ট যদি ভালো মানের হয় এবং শিখনীয় হয় তাহলে সিনিয়র মেম্বার রা আপনাকে মেরিট দিবে। ধন্যবাদ

জ্বি ভাইয়া আমি এখানে ৩ বছর আগে একাউন্ট করেছিলাম কিন্তু কোন কাজ করতাম না । সে জন্য আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে কোন ধারণা নেই সত্যি বলছেন। আমি পাঁচ ছয় মাস আগে থেকে এখানে কাজ শুরু করলাম । আমার জন্য দোয়া করবেন এবং যেকোনো বিষয়ে আমাকে সাপোর্ট করবেন এই প্রত্যাশা রইল
newbie
Activity: 193
Merit: 0
November 23, 2021, 11:50:06 AM
sr. member
Activity: 476
Merit: 523
November 23, 2021, 09:12:07 AM
অরিজিনাল টপিক লিংক: https://bitcointalksearch.org/topic/5-resources-to-teach-average-joe-about-bitcoin-5156874
লিখেছেন: fillippone


আমি প্রায়ই এই রকম প্রশ্নের উত্তর দেওয়ার কঠিন পরিস্থিতিতে পরে যাই:
"আমি বিটকয়েন নামক জিনিস সম্পর্কে শুনেছি, আমি এটা কিভাবে কিনতে পারি?"

এটা ঠিক আমি অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে পছন্দ করি না, বিটকয়েন সম্পর্কে কিছু না জেনে বিটকয়েন কেনা, অন্যান্য বিনিয়োগের মতোই "জ্ঞান ছাড়াই বিনিয়োগ" এর মতো, এতে করে আপনি বিনিয়োগ থেকে লস করতে পারেন।

তাই আমি চাই আমার মা অথবা এভারেজ সকলের ”বিটকয়েন কী” তা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। যেনো তারা বিটকয়েন কেনার আগেই জানতে পারে এটা আসলে কি।
বিটকয়েন কি তা বুঝানো কিছুটা কষ্টসাধ্য: বিটকয়েন ক্রিপ্টোগ্রাফি, ইকোনমিক এবং মনিটারি থিওরি, গেম থিওরি, কম্পিউটার নেটওয়ার্কিং এবং ডাটা ট্রান্সমিশন থিওরির ক্রসরোডে রয়েছে। এই ক্ষেত্রগুলির মধ্যে একটি সম্পর্কে জ্ঞান থাকা শুধু কঠিনই নয়, আপনার ব্যাখ্যার পক্ষপাতিত্বও করে এবং এটি প্রক্রিয়াটিকে খারাপ করতে পারে (যদি আমি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আরও জানতাম, আমি এই দিকে আরো কথা বাড়াতাম, তবে গ্যারান্টি দিচ্ছি না যে এটি আমার প্রতিপক্ষকে ট্রিগার করবে)।

তাই এখানে আমি ৫টি রিসোর্স এর একটি সংগ্রহ পোস্ট করতে চাই (আর্টিকেল, ভিডিও, টুইটার অ্যাকাউন্ট, পোর্টাল, আপনিও কিছু সাজেশন দিতে পারেন) যেখানে আমাদের সম্ভাব্য বিনিয়োগকারীরা নেতৃত্ব দিতে পারে।

এই হলো তালিকা:
আমার ইচ্ছে প্রতিনিয়ত এই তালিকা আপডেট করা, যেহেতু নতুন রিসোর্সগুলো অনলাইনে আসে এবং আপনারাও পরামর্শ দিবেন যে কোন ওয়েবসাইট বা রিসোর্স এড করা যেতে পারে:


তো, আমার আপনার সহযোগীতা দরকার।



এই পোষ্টটিও আমার প্রোজেক্ট এর আওতায় :


Quote
আমি লোকাল বোর্ডের উপযোগে দৃঢ় বিশ্বাসী।
আমি যথেষ্ট ভাগ্যবান যে অন্তত কয়েকটি ভাষায় নিজেকে প্রকাশ করতে পেরেছি, কিন্তু আমি জানি যে এটি সবার ক্ষেত্রে হয় না।
ভাষা বা সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, আগ্রহের অভাব বা অন্য যে কোন কারণে বিভিন্ন কারণে শুধুমাত্র লোকাল বোর্ডে অনেক ব্যবহারকারী পোস্ট করেন।
আমি ব্যক্তিগতভাবে অনেক ভাল মেম্বারদেরকে চিনি (প্রধানত ইতালীয় বোর্ড থেকে, স্পষ্ট কারণে) যারা ইংরেজি পোস্ট করেন না।

আমি মনে করি এই সমস্ত ব্যবহারকারীরা আন্তর্জাতিক (ইংরেজি) বিভাগে বা অন্যান্য বোর্ডে পোস্ট করা অনেক ভাল বিষয়বস্তু মিস করছে।

আপনি যদি মনে করেন আপনি আমাকে সহযোগীতা করবেন, টপিক টি ভিজিট করুন!
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 23, 2021, 08:44:17 AM
অভিনন্দন @naim027
আপনি অনেক দ্রুত মেরিট পেয়েছেন। এইটা আবারো প্রমানিত হল চেষ্টা এবং সদিচ্ছা (বানান নিয়ে সন্দিহান লল  Grin) থাকলে ফোরামে খুব সহজেই র‍্যাংক আপ করা যায়।

আমি এখানে নতুন। এই ফোরাম এর নিয়ম কানুন আমি  সঠিক ভাবে জানি না। কি করলে একাউন্ট নষ্ট হবে এবং কি করলে একাউন্ট ভালো থাকবে। বড় ভাই দের কাছে আমি সাহায্য ও সহযোগীতা আশা করছি।
এইটা সিম্পল। আপনি অকারনে পোস্ট করা বা স্পাম করলে, কপি পেস্ট করলে আপনার আইডি ব্যান হবে। আপনার উচিত ফোরামের নিয়ম কানুন গুলো ভালো করে পড়া। এইখানে পাবেন- https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657
অথবা এইখানে গিয়ে প্রয়োজনোয় লিংকগুলো খুজে নিন। এইখানে সব বাংলায় আছে- https://bitcointalksearch.org/topic/bengali-631891
newbie
Activity: 562
Merit: 0
November 23, 2021, 08:13:11 AM
আমি এখানে নতুন। এই ফোরাম এর নিয়ম কানুন আমি  সঠিক ভাবে জানি না। কি করলে একাউন্ট নষ্ট হবে এবং কি করলে একাউন্ট ভালো থাকবে। বড় ভাই দের কাছে আমি সাহায্য ও সহযোগীতা আশা করছি।
newbie
Activity: 213
Merit: 0
November 22, 2021, 10:47:22 PM
naim027
ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি ফর্মে ভালো কাজ করার কারণে আজ এত তাড়াতাড়ি ভালো পজিশন এ গিয়েছেন। দোয়া করি আপনি যেন ফর্মে আরো ভাল কিছু করতে পারেন।
sr. member
Activity: 476
Merit: 523
November 22, 2021, 12:42:25 PM
BitcoinTalk SuperNotifier "V2" এখন পাওয়া যাচ্ছে!


Nice guide.
Please be aware there is my own guide on how to link this notifier to a smart-band in order not to miss any merit!
#meritislife: how to be notified on a smartband of merits and mentions

Hi, Thank you very much. I just Checked your Thread and I found it is very useful.
As I can see, This Topic was already Translated to Bengali and it's available on Our Local boards.
I think I can contribute by translating your other useful post if you don't mind.
legendary
Activity: 2380
Merit: 17063
Fully fledged Merit Cycler - Golden Feather 22-23
November 22, 2021, 12:31:59 PM
BitcoinTalk SuperNotifier "V2" এখন পাওয়া যাচ্ছে!


Nice guide.
Please be aware there is my own guide on how to link this notifier to a smart-band in order not to miss any merit!
#meritislife: how to be notified on a smartband of merits and mentions
sr. member
Activity: 476
Merit: 523
November 22, 2021, 12:29:23 PM
@নাইম০২৭
ধন্যবাদ ভাই এইখানে শেয়ার করার জন্য যদিও আমি এইটা ব্যবহার করি অনেক আগে থেকেই। এইটা অনেক উপকারে লাগে। বিশেষ করে কেউ যদি আমাকে মেনশন দেয় সেটা সাথে সাথে পাচ্ছি। এইটা আমার খুবই কাজের।
আর একটা বট ছিল যেখানে ট্রাস্ট লিস্ট, সর্বশেষ ১২০ দিনের মেরিট গুলো কাউন্ট পাওয়া যেত। ওইটা কার আমার মনে পরছে না তবে ওইটাও খুবই কাজের।

ভাই আপনাকে স্বাগতম। আমি ওরকম বটের ব্যাপারে এখনো জানি না। তবে একটা ওয়েবসাইট আছে সম্ভবত BPIP. ওখান থেকে অনেক তথ্য পাওয়া যায়। সর্বশেষ 120 দিনের মেরিট। ৩০ দিনের মেরিট। কত গুলো মেরিট আপনি সেন্ড করেছেন। কে আপনাকে সবয়েয়ে বেশী মেরীট দিয়েছে। আপনি কাকে সবচেয়ে বেশী মেরিট দিয়েছেন। ইত্যাদি।

আরেকটা বিষয়ঃ আমি সর্বশেষ ৩৩ দিনে ১০৩ টি মেরিট পেয়ে ফুল মেম্বার হয়েছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সহযোগীতা করার জন্য।
Jump to: