ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য। সহজ ভাষায় বললে আপনি যতক্ষণ পর্যন্ত হারতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার একাউন্ট নিয়ে কোন ঝামেলা হবে না কিন্তু যেই আপনি বেশি উইন করবেন তখনই আপনার একাউন্ট নিয়ে ঝামেলা। এইটা ক্যাসিনো সাইটগুলো অনেক দিন ধরে প্র্যাকটিস করে আসছে।
সে যাই হোক, bcgame কে আমি মোটামুটি অনেক ভালো সাইট হিসেবেই জেনে আসছিলাম। তারা আপনার একাউন্ট লক এর পিছনে কি কোন যুক্তি দেখিয়েছে?
হ্যা ভাই, তাই করে এরা একটা উদহারণ হিসাবে এই ট্রপিক টা দেখিয়েন https://bitcointalk.org/index.php?topic=5366782.0 এরা সেটা কিন্তু জানে যে তার মাল্টি একাউন্ট আছে যখন ২২ টা LTC দিয়ে খেললো তখন ব্লক করে নাই যখনি জিতে নিয়ে যেতে লাগলো তখনি বাঁশ টা দিছে,
ভাই bc game এরা অনেক এর একাউন্ট ব্লক করছে,
কারো মাল্টি একাউন্ট আছে কারো তো ব্যালান্স সহ ব্লক করছে সেই কোথাও আমি শুনছি ২০০০ এর মতো USD ছিল নাকি একাউন্ট এ, আমি এতো গুরুত্ব দেয়নি কারণ আমার তো মাল্টি একাউন্ট নাই, পরে শুনি যে আমি নাকি বোনাস দিয়ে খেলি সেই জন্য ব্লক, হাহা
আমি ডিপোজিট করছি, আমার বোনাস তাও আবার লক করা আপনি তো জানেনি, কিভাবে আনলক করতে হয়,
আমি দীর্ঘ ৬ মাস ধরে খেলতেছি এতো দিন কিছুই করে নাই, যখনি দেখলো আমার রেফার থেকে ইনকাম হবে ঠিক তখনি ব্লক করে দিলো।
আমি কিন্তু বোনাস আনলক করতে পারতাম অনেক আগেই
৬ মাস হইসে এখনো ১৫+ এর মতো আনলক করছি সেটাই দোষ এখন আমার বলতেছে ওরা.
আপনি বলেন এই ৬ মাস এ কি ১৫+ USD আনলক যে করছে সে কি করে বোনাস ফরম্যানিং করতে পারে বলেন তো?
১০০০+ USD পরে আছে একাউন্ট এ লক করা আমার luckyfish এ ১৮০০+ USD মেয়াদ শেষ হইছে ওখানে থেকে আমি ৫০+ USD আনলক করছিলাম ৬ মাসে, এখন তারা কোনো উত্তর এ দিচ্ছে না, যেখানে আমার ১ টা একাউন্ট সেখানে কি করে আমি বোনাস ফারম্যানিং করতে পারি আর যদি করেই থাকি তাহলে ৫০% কেনই বা আনলক হয়নি এই ৬ মাসে ?
আর কেনই বা ১৫+ USD আনলক করছি যদি আমি বোনাস ফরম্যানিং এ করি?
এরা শুধু আপনার টাকা নিবেন দেয়ার সময় বলবে এটা করছেন এটাই আপনার একাউন্ট এই রুলস আমি ফলো করে নাই হাবি জাবি বলে সবাই কে বুঝায়, আমি কি বোকা নাকি আমারে হুদায় বললো বোনাস ফার্ম্যানিং করছি আর আমি সেটা মেনে নিলাম যেটা করার চিন্তাও করি নাই
আমি বলবো যে এদের থেকে দূরে থাকেন, কারণ এরা নিতে জানে দিতে গেলে এগ্রিমেন্ট দেখায় 😂😂
যখন দিবেন কোনো এগ্রিমেন্ট দেখায় না, আর যখনি নিতে যাবেন এগ্রিমেন্ট দেখায়
এখন যদি করতো যে আপনার মাল্টি একাউন্ট আছে ডিপোজিট করতে পারবেন না আমরা সব একাউন্ট ব্লক করে দিলাম আর আপনার ডিপোজিট ব্যাক করে দিলাম সেটা কোনো দিনও কোনো ক্যাসিনো করবে না 😆😆