Author

Topic: বাংলা (Bengali) - page 371. (Read 5715765 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 25, 2021, 04:20:11 AM
এল সালভাদরের প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষনা দিয়েছেন তার সরকার স্ট্রাইক নামের একটি এপের মাধ্যমে তার দেশের সকল নাগরিককে ৩০ ডলার সমপরিমাণ বিটকয়েন দেবেন। প্রসঙ্গত, এল সালভাদরের নিজস্ব কোন মুদ্রা নেই। ইউ এস ডলারই তাদের মুদ্রা। বিটকয়েনকে অনুমোদন দেয়ার ফলে সে দেশে এখন লিগ্যাল মুদ্রা দুইটি। ইউএস ডলার এবং বিটকয়েন। আশা করছি শীঘ্রই আরো অনেক দেশ বিটকয়েনকে সাদরে গ্রহণ করবে এবং সে ট্রেন্ডে বাংলাদেশও থাকবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 23, 2021, 12:33:49 PM
বিটকয়েনের দাম অনেক বেশি উঠানামা করে। যে কোন বুল মার্কেটের ডাউন আগে হোক কিংবা দেরীতে, আসবেই। বিটকয়েন এখন বিয়ার ট্রেন্ডে আছে। আমার মতে আপাতত আর খুব বেশি যাওয়াত সুযোগ নেই।
ভবিষ্যতে দাম অবশ্যই ১৫/২০ হাজার ডলারের মধ্যে আসবেই। পূর্বে যেমন রেসিস্টেন্স ক্রস করে আপ হয়েছে, এখন সাপোর্ট জোন থেকে নিচে নামবে, সিম্পল। এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। তবে দাম বাড়তেও পারে যদি বেশিরভাগ দেশ এল সালভাদরের পথে হাটে।
newbie
Activity: 30
Merit: 0
June 23, 2021, 11:21:32 AM
খুবই ভালো লাগলো, বাংলায় পোষ্ট করার সুযোগ পেয়ে। আমি নতুন এবং এই ফোরামের প্রথম পোষ্টগুলো এখনো পড়তেছি বিটকয়েনটক সম্পর্কে জানার জন্য। আশা করি কিছুদিনের মধ্যে সকল বিষয়গুলো ভালো করে জানতে পারবো। তবে, বিটকয়েন নিয়ে আমার একটি মনে প্রশ্ন ছিল, আমি বিটকয়েনকে ৬০,০০০ ডলারে দেখেছিলাম, কিন্তু বর্তমানে এর মূল্য অর্ধেক হয়েছে। এটির জন্য কারণ কি হতে পারে এবং বিটকয়েন কী আবার কমবে নাকি বাড়বে, সেটি সম্পর্কে আমি কেমন করে ধারণা পাবো ?  Huh

সকলকে অগ্রিম ধন্যবাদ।
jr. member
Activity: 266
Merit: 1
June 22, 2021, 12:29:34 AM
আচ্ছা বিটকয়েনের দাম এভাবে কমে যাওয়ার কারণ কি?  আমি তো ভেবেছিলাম এবছর মিনিমাম ১ লক্ষ$ অতিক্রম করবে। এখন দেখি শুধু ডাম্প করেই যাচ্ছে!!  বিটকয়েনের সাথে সব এল্ট কয়েনের ও যা তা অবস্থা বিটকয়েন কি ২০০০০$ এ আসার চান্স আছে?
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 21, 2021, 11:01:20 PM
কপি পেস্ট বলতে ফোরাম থেকে কারো পোস্ট কপি করলে, না অন্য কোনো  অয়েব সাইট থেকে কপি করে পোস্ট করলে ব্যান করবে?
কারো কোন কথা কপি করে নিজের বলাকে plagiarise বলা হয়।আর এটা করলে কখনো দরা খেতেই হবে আজ হয়তো কাল।দরা খেলেই ব্যান নির্চিত।
newbie
Activity: 280
Merit: 0
June 21, 2021, 06:49:56 AM
যারা কপি পেস্ট করেন তাদের জন্য-
আপনি যদি কপি পেস্ট করেন তাহলে ধরা খাবেন। সেটা আজ হোক কিংবা ১ বছর পরে হোক। ধরা পরতেই হবে। আর কপি পেস্ট করে ধরা খেলে ব্যান নিশ্চিত। কেউ রেহাই পাবেনা এইটা থেকে। ফোরামে জয়েন করে আগে ফোরামের নিয়মনীতি পড়তে হয়। আশা করি সবাই পড়ে নেবেন।
কপি পেস্ট বলতে ফোরাম থেকে কারো পোস্ট কপি করলে, না অন্য কোনো  অয়েব সাইট থেকে কপি করে পোস্ট করলে ব্যান করবে?
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 20, 2021, 12:29:31 PM
কেউ যদি exchange থেকে BTC- whiddrow করতে চান তাহলে FTX exchange ব্যাবহার করতে পারেন।এখানে তাদের কোন fee কাটে না।সর্বনিম্ন whiddrow $5 করতে পারবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 19, 2021, 01:08:32 PM
ধন্যবাদ ভাইয়া। বিষয় টা বলার জন্য। আর ভাইয়া আপনার সাথে কি যোগাযোগ করতে পারি, মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন।খুব উপকার হতো।
আমি টেলিগ্রামে মোটামুটি এক্টিভ থাকি। তাছাড়া আমার একটি টেলিগ্রাম কম্যুনিটি আছে যেখানে সবাই বাউন্টি শেয়ার করে থাকে।
লিংক- t.me/bountyhunk

আমার টেলিগ্রাম- @LT_Mouse

আরো কোনো বিষয় জানতে তার (কয়েন আলাপ) আরটিকেল একবার দেখে আসতে পারেন।
কয়েনআলাপ এর সাথে আমি জড়িত নই। তবে মাঝে মধ্যে তাদের আর্টকেল শেয়ার করি কারণ তাদের আর্টিকেলগুলো মোটামুটি ভালো তথ্য শেয়ার করে থাকেন।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 19, 2021, 10:43:18 AM

আমি এটিই খুজছিলাম। এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।      

ভাই বড়ো কিছু কুয়াইট করলে ছোট করে দিবেন এতে দেখতে ও ফোরামের সুন্দরতা বৃদ্দি পায়।কোন কিছু খুজে না পেলে প্রশ্ন করবেন কেউ না কেউ আপনার উত্তর দেবেই।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 19, 2021, 10:38:47 AM
ধন্যবাদ ভাইয়া। বিষয় টা বলার জন্য। আর ভাইয়া আপনার সাথে কি যোগাযোগ করতে পারি, মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন।খুব উপকার হতো।
আপনি যে কোনো বিষয় এখানে প্রশ্ন করতে পারেন।আর Little Mouse এর প্রোফাইলটি দেখতে পারেন সেখানে তার টেলিগ্রাম দেওয়া আছে।আরো কোনো বিষয় জানতে তার (কয়েন আলাপ) আরটিকেল একবার দেখে আসতে পারেন।
ধন্যবাদ
jr. member
Activity: 410
Merit: 1
June 19, 2021, 06:11:19 AM
jr. member
Activity: 252
Merit: 2
Please Remove My Red Trust. I am Not Cheater
June 19, 2021, 05:23:31 AM
আমার একটা বিষয় জানার ছিলো সিনিয়র ভাইদের কাছে।
আসলে আমি বিগত প্রায় ৭-৮ মাস যাবত বাউন্টি করতেছিনা।

ভাবতেছি পুনরায় শুরু করবো।কিন্তু ভয় হচ্ছে আগের মত এখনো কি স্পামিং বাউন্টি আছে, আর এখন বাউন্টি করলে কি প্রফিট পাওয়া যায়। আর পাওয়া গেলেউ কেমন পাওয়া যায়।

আর সিনিয়র ভাইদের একটা অনুরোধ দয়া করে আমাদের মত ছোটদের একটু সাহায্য করবেন যাতে তারা তাদের মা বাবা দের জন্য কিছু করতে পারে।

ধন্যবাদ।
সবাই শুধু বলে সাহায্য করবেন, কিন্তু তারা কি সাহায্য চায় আমি বুঝতেই পারি না। আপনাদের সাহায্য লাগলে কি নিয়ে সাহায্য লাগবে সেটা বলবেন।

বাউন্টি স্পামিং বলতে কি বুঝাচ্ছেন? স্ক্যাম? স্ক্যাম বাউন্টি কিংবা প্রজেক্ট সবসময় থাকবে তবে আপনাকে দেখে শুনে কাজ করতে হবে। ভালো ক্যাম্পেইন ম্যানেজার না হলে কিংবা বাউনিটি রিওয়ার্ড এসক্রো করা না থাকলে ওইরকম বাউন্টিতে কাজ না করাই ভালো। মাসে ১০টা আজেবাজে বাউন্টির চেয়ে একটা ভালো ক্যাম্পেইন করা অনেক ভালো।
ধন্যবাদ ভাইয়া। বিষয় টা বলার জন্য। আর ভাইয়া আপনার সাথে কি যোগাযোগ করতে পারি, মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন।খুব উপকার হতো।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 19, 2021, 02:37:54 AM
বাংলাদেশের বড়ো বড়ো মেম্বারদের দেখে অনেকেই উপকৃত হবে।নতুরা প্রেরনা পাবে।তাদের আগ্রহ আরো বেড়ে যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 19, 2021, 01:08:24 AM
আমি বাংলাদেশ থ্রেড এ থাকা সকল সদস্য ও তাদের র্র্যাংক একটি তালিকা করতে চাই-এটা কি আমি করতে পাড়ি?
এইটা করে কোন দৃশ্যমান লাভ আছে কি? আমার মনে হয় না এইটা করে আমাদের কোন কাজে লাগবে। তাহলে শুধুশুধু কেন ব্যবহারকারীর নাম লিখবেন? কেউ যদি কোন সার্ভিস দিয়ে থাকে সেটা উল্লেখ করে ওইরকম সার্ভিসের একটা লিস্ট করতে পারেন। সেটা অবশ্যই মানুষের কাজে লাগবে।
আর কিছু পোস্ট করতে কারো অনুমতির দরকার নেই। দরকার হল কেন পোস্ট করছেন আর মানুষের কাজে লাগবে কি না সেটার।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 18, 2021, 10:57:40 PM
ফোরামে বাংলাদেশী এবং তাদের কাজ




Name
Service

1.BitCoinDream 2.Little Mouse3.Fatemablabla4.Murat
Bounty Manager
5.NNRR





HELP Me Do This Job
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 18, 2021, 04:11:08 PM
আমি নতুন জয়েন করলাম সবার দোয়া কাম্য

অভিনন্দন
প্রথম পাতা থেকে অবশ্যই ফোরামের নিয়ম গুলো পড়ে নিবেন।আর কিছু না বুঝলে প্রশ্ন করুন কেউ না কেউ উত্তর দিবে।
ধন্যবাদ
A_L
jr. member
Activity: 55
Merit: 3
June 18, 2021, 04:07:16 PM
আমি নতুন জয়েন করলাম সবার দোয়া কাম্য
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 16, 2021, 12:26:26 AM
বাংলাদেশের অনেক মানুষ যানে না কিভাবে বিটকয়েন সংরক্ষণ করতে হয়।এটা মাধ্যমে অনেকে উপকৃত হবে
বিটকয়েন নিরাপদ ভাবে সংরক্ষণ করতে হলে আপনাকে জানতে হবে বিটকয়েন ওয়ালেট কি এবং কোন ওয়ালেটে আপনি কি কি সুবিধা পাবেন। আমার লিংক করা আর্টিকেলটা পড়ে নিতে পারেন। তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে এবং আপনার আপনার জন্য সর্বোত্তম ওয়ালেট নির্বাচন করতে পারবেন।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
June 14, 2021, 12:25:34 PM
বাংলাদেশের অনেক মানুষ যানে না কিভাবে বিটকয়েন সংরক্ষণ করতে হয়।এটা মাধ্যমে অনেকে উপকৃত হবে

আপনি কি বোঝাতে চেয়েছেন?কিছু প্রশ্ন/জানতে সহজ ভাবে জিগ্গাসা বা প্রশ্ন করুন।আপনার এই টপিক টি ক্লিয়ার না
jr. member
Activity: 280
Merit: 1
June 14, 2021, 12:14:09 PM
বাংলাদেশের অনেক মানুষ যানে না কিভাবে বিটকয়েন সংরক্ষণ করতে হয়।এটা মাধ্যমে অনেকে উপকৃত হবে
Jump to: