Author

Topic: বাংলা (Bengali) - page 390. (Read 5720534 times)

jr. member
Activity: 43
Merit: 2
December 26, 2020, 06:50:24 AM
কিছুদিন আগে আমার যে ফ্রেন্ড মারা গিয়েছে তার কিছু ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট রয়েছে যা, কুকয়েন এবং বাইন্যান্সে ফান্ড রয়েছে। আমি তার ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি তার ফান্ড গুলো তার পরিবারকে যথাযথভাবে বুঝিয়ে দিতে সক্ষম হবো। কিছুটা সমস্যা হয়েছিলো তার 2fa এর এ্যপ লোক পিনটি খুজে বের করতে। শেষ পর্যন্ত সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সেই ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া প্রার্থী।

আপনার এইরকম ভালো একটি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আপনি যেন এই কাজটি খুব ভালোভাবে সমাপ্তি করতে পারেন।
jr. member
Activity: 504
Merit: 1
December 25, 2020, 11:24:26 PM
শুভ সকাল
আশা রাখি সবাই ভালো আছেন।
আমি বিটকয়েনে খুব ক্ষুদ্র একটা মানুষ।
একদম নতুন বল্লেই চলে আমি এই বিটকয়েন নিয়ে খুব কম বুজি।
আমি এই বিটকয়েনে সাফল্য গড়ে তুলতে চাই।
আমি আশা করি সবার মতামত আমার জন্য কাম্য।
আমার কিছু প্রেশ্ন,,,

১/বিটকয়েনে ইনকাম কিভাবে বেশি বেশি করা জাবে।
২/এ্যকটিবিটি কিভাবে বারাবো।
৩/আমার মেরিট খুব ভালো লাগে
আর আমি এই মেরিট কিভাবে সংগ্রহ  করতে পারি আমাকে একটু বলেন সবাই।
 আমার ছিনিয়র জারা আছেন।
জুনিয়র মেমবার থেকে লিজেন্ডারি মেম্বার ভাইএরা আমার প্রতি একটি দৃষ্টি দিবেন প্লিজ।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 25, 2020, 11:00:43 AM

আমাদের মধ্যে অনেকেই জানেন না যে ইলাস্টিক সাপ্লাই টোকেন বা রিবেস  টোকেন কি। ইলাস্টিক সাপ্লাই টোকেন হল এমন একটি টোকেন যেটির একটি নির্দিষ্ট মূল্য ঠিক থাকার জন্য টোটাল সাপ্লাই অটোমেটিকভাবে কম বা বেশি হয়।


কিছু রিবেস টোকেনের উদাহরন:
১. Base Protocol (base).
২. Ampleforth ( AMPL)
৩. YAM Finance (YAM).

যারা আরো বেশি জানতে চান তারা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
https://academy.binance.com/en/articles/elastic-supply-tokens-explained.amp
তথ্যটি খুবই গুরুত্বপূর্ন। আমি এর আগে একজনের কাছ থেকে এমন কিছু শুনেছিলাম যে, সে টোকেন হোল্ড করছে কিন্তু তার টোকেন কমে যাচ্ছে। আমি বিষয়টি শুনার পর একটু অবাক এবং বিশ্বাস করতে পারি নাই। তবে ঠিক কোন কয়েনের কথা বলে ছিলো ঠিক মনে নেই। তবে আজ আপনার টপিকটি পড়ে বিষয়টি পরিস্কার হলাম। ধন্যবাদ আপনাকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 25, 2020, 06:41:45 AM
আমি শুধুমাত্র বাউন্টি কেম্পেন করি, তাহলে কি আমি কোন মেরিট পেতে পারি?
নাকি আমাকে মেরিট পেতে হলে দিনের পর দিন পোষ্ট করতে হবে? আমি চাচ্ছি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডিতে একটি হলেও মেরিট পাই। প্লিজ, সিনিয়র ভাইয়েরা আমাকে একটু হেল্প করবেন। যাতে করে আমি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডি টাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি।
বাউন্টি রিপোর্টগুলো কি কাউকে সহায়তা করছে? এই পোস্টগুলো থেকে কে উপকৃত হচ্ছে। কেউ না। তাহলে কিভাবে ওইরকম পোস্টে কেউ মেরিট দেবে, আপনি বলেন। মেরিট পেতে হলে ভালো মানের পোস্ট করে হবে যেগুলো অন্যান্য ফোরাম ব্যবহারকারীর জন্য সহায়ক হয়। তাহলে খুব সহজেই মেরিট পাবেন।
jr. member
Activity: 266
Merit: 1
December 24, 2020, 10:48:45 PM
আমি শুধুমাত্র বাউন্টি কেম্পেন করি, তাহলে কি আমি কোন মেরিট পেতে পারি?
নাকি আমাকে মেরিট পেতে হলে দিনের পর দিন পোষ্ট করতে হবে? আমি চাচ্ছি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডিতে একটি হলেও মেরিট পাই। প্লিজ, সিনিয়র ভাইয়েরা আমাকে একটু হেল্প করবেন। যাতে করে আমি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডি টাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি।

আপনি নিয়মিত ফোরামের রুলস মেনে চলবেন-পাশাপাশি ফোরামে গঠনমূলক পোস্ট বা কমেন্ট করবেন-সেটা যদি তথ্যবহুল হয়, যেটা অন্যের উপকারে আসে বা অন্যেরা তাতে উপকৃত হয় তাহলে আপনি মেরিট  পাবেন। মেরিট অদূর ভবিষ্যতে আপনার আইডি বিল্ডআপ করার জন্য অপরিহার্য  হয়ে উঠতে পারে।


কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করুন এবং ফোরামে নিয়মকানুন মেনটেন করে চলুন দেখবেন মেরিট আপনাকে খুঁজতে আপনাকে মেরিট খুঁজতে হবে না।
[/size]
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 24, 2020, 08:30:02 PM
আমি শুধুমাত্র বাউন্টি কেম্পেন করি, তাহলে কি আমি কোন মেরিট পেতে পারি?
নাকি আমাকে মেরিট পেতে হলে দিনের পর দিন পোষ্ট করতে হবে? আমি চাচ্ছি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডিতে একটি হলেও মেরিট পাই। প্লিজ, সিনিয়র ভাইয়েরা আমাকে একটু হেল্প করবেন। যাতে করে আমি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডি টাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি।
শুধু মাত্র বাউন্টি করে মেরিট আশা করা ভুল। দিনের পর দিন পোস্ট করা লাগে না। কোয়ালিটি মেইনটেইন করে পোস্ট দিবেন তাহলেই হবে। আর কোয়ালিটি পোস্ট না বুঝলে একটু স্ক্রল করুন, দেখুন কোন পোস্ট গুলো মেরিট পাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে।

শিখার জন্য ফোরাম ইউজ করুন, ইনকাম এবং মেরিট দুটোই অটো চলে আসবে। কিন্তু না শিখে শুধু ইনকাম এর চিন্তা থাকলে আপনার আর শিখাটা হবে না। প্রথম থেকেই এটা মাথায় রেখে এগিয়ে যান।
newbie
Activity: 1087
Merit: 0
December 24, 2020, 04:33:43 PM
আমি শুধুমাত্র বাউন্টি কেম্পেন করি, তাহলে কি আমি কোন মেরিট পেতে পারি?
নাকি আমাকে মেরিট পেতে হলে দিনের পর দিন পোষ্ট করতে হবে? আমি চাচ্ছি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডিতে একটি হলেও মেরিট পাই। প্লিজ, সিনিয়র ভাইয়েরা আমাকে একটু হেল্প করবেন। যাতে করে আমি আমার এই বিটকয়েনট্যাল্কের আইডি টাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 24, 2020, 01:42:36 PM
আমাদের মধ্যে যারা বাউন্টি করেন তারা অনেকেই কিছুদিন পূর্বে একটি টোকেন পেয়েছেন যার নাম base (Base Protocol)। টোকেন পাওয়ার পর অনেকে তখনই সেল করেছেন আবার কেউ টোকেন জমা রেখেছেন। যারা জমা রেখেছেন তারা এক দুই দিন পর দেখতে পেয়েছেন অটোমেটিকভাবে টোকেনের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু ওয়ালেট থেকে কোন টোকেন ট্রান্সফার হয়নি। তাহলে এই টোকেন কোথায় গেল? এই বিষয়ে আমার কোন ধারনা ছিল না। এরপর একটু ঘাটাঘাটি করে কিছুটা জানতে পেরেছি।

আমাদের মধ্যে অনেকেই জানেন না যে ইলাস্টিক সাপ্লাই টোকেন বা রিবেস  টোকেন কি। ইলাস্টিক সাপ্লাই টোকেন হল এমন একটি টোকেন যেটির একটি নির্দিষ্ট মূল্য ঠিক থাকার জন্য টোটাল সাপ্লাই অটোমেটিকভাবে কম বা বেশি হয়।

একটা উদাহরন দিলে বিষয়টা আরো পরিস্কার হবে। উদাহরন হিসাবে আমি base টোকেনই ব্যবহার করছি। মনে করুন আপনার ওয়ালেটে ১০০টি base টোকেন আপনি জমা রাখলেন যার প্রতিটার মূল্য ১ ডলার করে। অর্থাৎ ১০০টি base টোকেনের মূল্য ১০০ ডলার। দুইদিন পর দেখলেন base টোকেনের দাম কমে ০.৯০ ডলার হয়েছে। অর্থাৎ আপনার ১০০টি base টোকেনের মূল্য এখন ৯০ ডলার। যেহেতু এটি ইলাস্টিক সাপ্লাই টোকেন তাই এটির টার্গেট মূল্য ১ ডলার ঠিক রাখার জন্য টোটাল সাপ্লাই কমে যাবে এবং আপনি দেখবেন আপনার ওয়ালেটে এখন ৯০ টি base টোকেন আছে অর্থাৎ ১০টি কমে গেছে। ৯০টি base টোকেনের মূল্য ৯০ ডলার অর্থাৎ ১টি ১ ডলার করে।

আবার উল্টোভাবে মনে করুন আপনার ১০০টি base টোকেনের মূল্য বৃদ্ধি পেয়ে ১১০ ডলার হয়েছে। একইভাবে টোকেনের টার্গেট মূল্য ১ ডলার ঠিক রাখার জন্য টোটাল সাপ্লাই বেড়ে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার ওয়ালেটে টোকেনের পরিমান বেড়ে গিয়ে ১১০টি হয়েছে। অর্থাৎ রিবেস টোকেনে ট্রেডিং করলে লস হলে ডাবল লস আর লাভ হলে ডাবল লাভ হবে।

কিছু রিবেস টোকেনের উদাহরন:
১. Base Protocol (base).
২. Ampleforth ( AMPL)
৩. YAM Finance (YAM).

যারা আরো বেশি জানতে চান তারা নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
https://academy.binance.com/en/articles/elastic-supply-tokens-explained.amp
jr. member
Activity: 410
Merit: 1
December 24, 2020, 03:25:10 AM
যারা 2020/12/14 থেকে 2020/12/21 বাইনান্সে এ ট্রেড করেছেন  তারা যে 100TWT রিসিভ করেছেন সেটি তুলে নিন।

৫ জানুয়ারি ২০২১ এর মধ্যে উত্তোলন  করুন নতুবা ১০০ TWT ০ হয়ে যাবে। 

আপনি ট্রাস্ট ওয়ালেটের বাইনান্স স্মার্ট চেইন এ উইড্রো নিতে পারেন।

ধন্যবাদ।     
jr. member
Activity: 410
Merit: 1
December 24, 2020, 03:16:10 AM
যে জানেন একটু সাহায্য করেন।

কিভাবে সাইন মেসেজ দিতে পারি?

 অনেক যায়গায় দেখি সাইন মেসেজ নিয়ে বলে
এবং নতুন দের মেরিট ও  দেওয়া হয় এমন যারা সাইন দেয় মেসেজ দেয় রিপ্লাই এ। এটি সম্পর্কে যে জানেন বলবেন দয়া করে।


আপনি একটু সার্চ করলেই এটা পেয়ে যেতেন। তবুও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে মেসেজ সাইন করতে হয়। আশা করি এটা ফলো করে আপনি মেসেজ সাইন করতে পারবেন।
এটা লিখেছেন @Shorena.
Link: How to sign a message?!

অসংখ্য ধন্যবাদ। ফাতেমা আপু 
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 23, 2020, 09:36:32 PM
কিছুদিন আগে আমার যে ফ্রেন্ড মারা গিয়েছে তার কিছু ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট রয়েছে যা, কুকয়েন এবং বাইন্যান্সে ফান্ড রয়েছে। আমি তার ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি তার ফান্ড গুলো তার পরিবারকে যথাযথভাবে বুঝিয়ে দিতে সক্ষম হবো। কিছুটা সমস্যা হয়েছিলো তার 2fa এর এ্যপ লোক পিনটি খুজে বের করতে। শেষ পর্যন্ত সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সেই ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া প্রার্থী।
বাহ! খুব ভালো লাগলো শুনে। তবে, আপনার বন্ধুর জন্য দোয়া রইল। সবকিছু ঠিকঠাক আছে এটাই বড়। এজন্য এমন এক জায়গায় প্রয়োজনীয় জিনিস গুলো রেখে খুব কাছের মানুষদের বলে গেলে হয়তো পরে দূর্ঘটনা হলেও ফান্ড গুলো উদ্ধার করা যাবে।
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 23, 2020, 11:57:01 AM
কিছুদিন আগে আমার যে ফ্রেন্ড মারা গিয়েছে তার কিছু ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট রয়েছে যা, কুকয়েন এবং বাইন্যান্সে ফান্ড রয়েছে। আমি তার ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি তার ফান্ড গুলো তার পরিবারকে যথাযথভাবে বুঝিয়ে দিতে সক্ষম হবো। কিছুটা সমস্যা হয়েছিলো তার 2fa এর এ্যপ লোক পিনটি খুজে বের করতে। শেষ পর্যন্ত সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সেই ফান্ড গুলো তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।
সকলের কাছে আমার ফ্রেন্ডের জন্য দোয়া প্রার্থী।
sr. member
Activity: 1372
Merit: 322
December 23, 2020, 11:39:40 AM
মেরিট কিভাবে পাব কেউ একটু বলবেন দয়া করে আসলে আমি নতুন তো এখনো ভালোভাবে বুঝিনা
অনেকেই এইখানে পোস্ট কয়রে মেরিট পাচ্ছে । আপনি যদি উক্ত পোস্টগুলোর দিকে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তারা কেন মেরিট পাচ্ছে। মেরিট কিভাবে পাবেন এইটা না জেনে জানার চেষ্টা করুন মেরিট কি এবং কেন মানুষ অন্য মানুষকে মেরিট দেয়। তাহলেই বুঝে যাবেন মেরিট পেতে হলে আপনাকে কি করতে হবে। তবে তার চেয়েও সহজ উপায় হল এই ফোরামটাকে ক্রিপ্টোতে জ্ঞান বৃদ্ধির জন্য ব্যবহার করুন, তাহলে মেরিট আপনাকে এমনেই খুঁজে নেবে।
jr. member
Activity: 840
Merit: 1
December 23, 2020, 04:14:18 AM
মেরিট কিভাবে পাব কেউ একটু বলবেন দয়া করে আসলে আমি নতুন তো এখনো ভালোভাবে বুঝিনা
মেরিট পেতে হলে আপনাকে ক্রিপ্টো নিয়ে নতুনত্ব ভালো মানের  পোষ্ট করতে হবে,
মেরিট সম্পর্কে অনেক পোষ্ট আছে উপরের পেজ গুলোতে, একটু কষ্ট করে খুজলেই পেয়ে যাবেন
jr. member
Activity: 840
Merit: 1
December 23, 2020, 04:11:56 AM
আমি বিটকয়েনের নতুন আমি কিভাবে পোস্ট করব আমি কোন নিয়ম জানিনা আমাকে কেউ বলবেন কিভাবে পোস্ট করতে হয়।
কিছু মনে করবেন না আপনার আইডিতে তো দেখা যাচ্ছে  একটিভিটি অনেক, পোষ্ট কিভাবে করবেন সেটা জানলেন না কি করে তাহলে, নতুন হলে এতো একটিভিটি কি করে আসলো, দয়া করে এই সমস্ত স্প্যামিং জাতীয় পোষ্ট না করাই ভালো হবে,
কোন কিছু জানার থাকলে ঐ জাতীয় প্রশ্ন করলে আশা করা যায় উত্তর পেয়ে যাবেন,অনেক সিনিয়র ভাইয়ারা আছেন গ্রুপে উনারা চেষ্টা করেন সবার প্রশ্নের উত্তর করতে,,

ধন্যবাদ
hero member
Activity: 1498
Merit: 537
December 23, 2020, 01:35:37 AM
কিছুদিন আগে ফেক ট্রাস্ট ওয়ালেট নিয়ে  LbtalkL একটি টপিক তৈরি করেছিল।
টপিক: Beware there is fake Trustwallet App circulating on Playstore!

এরপর এই ফেক অ্যাপ সম্পর্কে রির্পোট করা হয়েছিল এবং এই রির্পোটের পরিপ্রেক্ষিতে playstore থেকে অ্যাপটি সরানো হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে playstore এ আরো তিনটি ফেক ট্রাস্ট ওয়ালেট রিলিজ করা হয়েছে যার দুইটিই এই ডিসেম্বর মাসে।


শুধু ক্রিপ্টো ওয়ালেট নয় অনেক পপুলার ক্রিপ্টো এক্সচেঞ্জ এর ও ভুয়া app প্লেস্টোরে পাওয়া যাচ্ছে।  চাইতে বড়ো ভয়ে এর বিষয় হচ্ছে প্লেস্টোরে ওই apps এর নাম লিখে সার্চ দিলে অফিসিয়াল apps আগে শো না করে ভুয়া apps শো করে। তাই সবার কাছেই অনুরোধ থাকবে যেকোনো apps ইনস্টল করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্চ দিয়ে ইনস্টল করার জন্যে।
jr. member
Activity: 378
Merit: 2
December 23, 2020, 01:04:24 AM
মেরিট কিভাবে পাব কেউ একটু বলবেন দয়া করে আসলে আমি নতুন তো এখনো ভালোভাবে বুঝিনা
jr. member
Activity: 378
Merit: 2
December 23, 2020, 01:03:23 AM
আমি বিটকয়েনের নতুন আমি কিভাবে পোস্ট করব আমি কোন নিয়ম জানিনা আমাকে কেউ বলবেন কিভাবে পোস্ট করতে হয়।
member
Activity: 1806
Merit: 15
🪙 🪙 🪙 🪙
December 23, 2020, 12:37:23 AM
আমি নিজে চিন্তা করতে পারতেছিনা যে ট্রাস্ট ওয়ালেট এর মত এত বড় মাপের কোম্পানির  ফেইক অ্যাপস গুগোল প্লেস্টরে থাকতে পারে। এটা অনেকটা অবাক করার মত তথ্য
প্লে স্টোরে আরো বড় কোম্পানির ফেইক এপস আছে। বেশিরভাগ ওয়ালেটের ফেইক এপস আছে সেখানে। এইটা অবাক করার মত কিছু না বরং যদি কোন ফেইক এপস না থাকে সেটাই অবাক হওয়ার বিষয়। প্লেস্টোরে এত বেশি এপস আপলোড হয় যে তাদের ম্যানুয়ালী চেক করা হয় না। তাই স্ক্যামাররা ফেইক এপস আপলোড করতে পারে।

অ্যান্ড্রয়েড হল একটি মুক্ত অপারেটিং সিস্টেম। যার কারনে এই রকম হাজার হাজার ফ্যাক অ্যাপ প্লে স্টোরে আছে। যে কোন অ্যাপ ডেপলপার নতুন অ্যাপ তৈরী করে প্লে স্টোরে রিলিজ করতে পারে।
তাই আমাদের সবার উচিৎ, যে কোন অ্যাপ ডাইনলোড করলে অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 22, 2020, 09:47:59 PM
আমি নিজে চিন্তা করতে পারতেছিনা যে ট্রাস্ট ওয়ালেট এর মত এত বড় মাপের কোম্পানির  ফেইক অ্যাপস গুগোল প্লেস্টরে থাকতে পারে। এটা অনেকটা অবাক করার মত তথ্য
প্লে স্টোরে আরো বড় কোম্পানির ফেইক এপস আছে। বেশিরভাগ ওয়ালেটের ফেইক এপস আছে সেখানে। এইটা অবাক করার মত কিছু না বরং যদি কোন ফেইক এপস না থাকে সেটাই অবাক হওয়ার বিষয়। প্লেস্টোরে এত বেশি এপস আপলোড হয় যে তাদের ম্যানুয়ালী চেক করা হয় না। তাই স্ক্যামাররা ফেইক এপস আপলোড করতে পারে।
Jump to: