Author

Topic: বাংলা (Bengali) - page 388. (Read 5720536 times)

newbie
Activity: 14
Merit: 0
January 03, 2021, 01:22:37 PM
আপনাকে অনেক ধন্যবাদ Bitcointalk সম্পর্কে আমাদের মত নতুন দের জন্য এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। অনেক ব্যাপারেই আপনার এই পোষ্ট থেকে জানতে পেরেছি যা সম্পর্কে আগে অবগত ছিলাম না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
January 03, 2021, 06:24:14 AM
ঠিক এই কারণেই বেশিরভাগ বলেছি। আসলে যথার্থ কোনো শব্দ খুঁজে পাইনি বলে 'বেশিরভাগ' কথা ব্যবহার করেছি। আর কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন ব্যবহারই নিরাপদ। তবে কয়েনজয়েনে খুব সম্ভব মিনিমাম এমাউন্টের একটা লিমিট আছে।
যদিও কয়েনজয়েন ডিসেন্ট্রালাইজড মিক্সিং মেথড, এইটা সম্পুর্ন নিরাপদ নয়। কারন, এইটাও একটা নির্দিষ্ট মেথড বা নির্দিষ্ট মেকানিজম ফলো করে যা ট্রাকিং করা সম্ভবও হতে পারে। পক্ষান্তরে সেন্ট্রালাইজড মিক্সিং মেথডে যদি মিক্সিং সাইট কোন লগ স্টোর না করে তাহলে খুব বেশি রিস্ক থাকেনা। যাই হোক, থিমসের একটি পোস্ট দেখছিলাম যেটা আমি এখন খুজে পাচ্ছি না। থিমস বলেছিল,  বিটিসিকে প্রাইভেসি কয়েন মনেরোতে কনভার্ট করে তারপর পুনরায় বিটিসি করে কয়েনজয়েন ব্যবহার করলে ট্রাকিং হওয়ার রিস্ক থাকেনা বললেই চলে।

Monero is not a magic black box which provides perfect anonymity! If you use eg. flyp.me to buy XMR and then quickly sell this XMR on flyp.me again, it is blatantly obvious to flyp.me what you've done (if they keep logs), both due to the amounts and the specific Monero inputs used. In order to get decent privacy, you have to do something like this:
 1. Convert BTC to XMR (using your own Monero wallet, not a hosted wallet).
 2. In two or more transactions of random amounts, move XMR from that wallet to a different wallet/account.
 3. Optionally, you can repeat the above step with additional wallets/accounts for greater anonymity.
 4. Preferably in two or more transactions of random amounts, convert the XMR in your last wallet in the chain to BTC.
 
Ideally, all of the above should be performed over as long a period of time as you can tolerate.

 - Pros: Possibly the best anonymity, especially if you're able to stay within the XMR ecosystem to some extent
 - Cons: You should use Tor with Monero, but you have to set this up manually; it's all more difficult; you're exposed to exchange rate risk; transaction fees may be significant
newbie
Activity: 504
Merit: 0
January 03, 2021, 04:03:22 AM
jr. member
Activity: 784
Merit: 1
January 03, 2021, 12:57:36 AM
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা |
নতুন বছরে প্রথম বাউন্টিতে ঢুকলাম...☺
jr. member
Activity: 410
Merit: 1
January 02, 2021, 12:44:12 PM
AME টোকেন নিয়ে মোটামুটি এক ধরনের ঝর শুরু হইছে। অনেকে দেখি এইটা কিনতেছে আমি বাউন্টি থেকে কিছু পাইছিলাম তাই বিক্রি কইরা দিছি। এটা কিরকম হবে কেও কি এটা দেখছেন ভালোভাবে। যে এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। এক্সচেঞ্জ এ লিস্ট হওয়ার পর কি IEO প্রাইস অতিক্রম করতে পারবো?
Amepay মোটামুটি ভালো প্রজেক্ট। তবে দেখা যাক সামনে কি হয়। ফেব্রুয়ারিতে টপ ৩ এক্সচেঞ্জের একটায় লিস্ট হওয়ার কথা আছে। এখনো এই প্রজেক্ট নিয়ে ক্লেয়ার কিছু বলা যাচ্ছে না। BKEX এ লিস্ট হলেও deposit বন্ধ আছে।                 
member
Activity: 238
Merit: 28
January 02, 2021, 12:17:31 PM
এটা যদি সত্যিই কাজ করে, তবে বোধহয় আমাদের অন্য প্রাইভেসি কয়েনে যেতে হবে।
এইসব কয়েন সবই হচ্ছে প্রোগ্রামিং। ট্রাক করা যেতেই পারে। তবে এইটাও সত্য যে মনেরোর চাইতে ভালো প্রাইভেসি কয়েন সম্ভবত নেই। অনেকে যদিও বলে zcash এর কথা, আমার কাছে মনেরোই বেটার। আবার, নতুন একটি রয়েছে ডিপওনিয়ন, এইটা দাবি করে তারা অনেক ভালো প্রাইভেসি কয়েন। যদিও আমি কখনো ব্যবহার করিনি।
তবে প্রাইভেসি কয়েন হয়ত একেভারে ভেনিশ হয়ে যাবে অথবা বিটিসির চাইতে ভালো পারফর্ম করবে। যে হারে রেগুলেশন আসছে, আমার মনে হয় অবস্থা খুব খারাপ হবে। আবার এইটাও সত্য যে, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুকে বেশি।
এইটা এইজন্য শেয়ার করলাম যে, কেউ যদি প্রাইভেসি কয়েনে ইনভেস্ট করতে চান তাহলে ভেবেচিন্তে করবেন। গতকাল, bittrex প্রাইভেসি কয়েন ডিলিস্টের ঘোষনা দেয়ার সাথে সাথেই অনেকটা দাম কমেছে। এখন অনেক রেগুলেশন আসবে এবনভ এইরকম পতন হতেই পারে।

সামনে SEC এর খড়্গ প্রাইভেসি কয়েনগুলোর উপরেই আসবে। এরকম গুজবের কারণেই প্রাইভেসি কয়েনগুলো ডাম্প করেছে। আর মনেরোর মত প্রাইভেসি কয়েন নেই। সেটা গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এভেইলিবিটি সকল দিক থেকেই। প্রাইভেসি কয়েনগুলো একদম ভেনিশ হয়ে যাবে বলে মনে হয় না। ব্ল্যাক মার্কেটে এখনও এটা ব্যবহার হয়। তারাই এই কয়েনগুলো টিকিয়ে রাখার চেষ্টা করবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 02, 2021, 12:11:58 PM
এটা যদি সত্যিই কাজ করে, তবে বোধহয় আমাদের অন্য প্রাইভেসি কয়েনে যেতে হবে।
এইসব কয়েন সবই হচ্ছে প্রোগ্রামিং। ট্রাক করা যেতেই পারে। তবে এইটাও সত্য যে মনেরোর চাইতে ভালো প্রাইভেসি কয়েন সম্ভবত নেই। অনেকে যদিও বলে zcash এর কথা, আমার কাছে মনেরোই বেটার। আবার, নতুন একটি রয়েছে ডিপওনিয়ন, এইটা দাবি করে তারা অনেক ভালো প্রাইভেসি কয়েন। যদিও আমি কখনো ব্যবহার করিনি।
তবে প্রাইভেসি কয়েন হয়ত একেভারে ভেনিশ হয়ে যাবে অথবা বিটিসির চাইতে ভালো পারফর্ম করবে। যে হারে রেগুলেশন আসছে, আমার মনে হয় অবস্থা খুব খারাপ হবে। আবার এইটাও সত্য যে, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুকে বেশি।
এইটা এইজন্য শেয়ার করলাম যে, কেউ যদি প্রাইভেসি কয়েনে ইনভেস্ট করতে চান তাহলে ভেবেচিন্তে করবেন। গতকাল, bittrex প্রাইভেসি কয়েন ডিলিস্টের ঘোষনা দেয়ার সাথে সাথেই অনেকটা দাম কমেছে। এখন অনেক রেগুলেশন আসবে এবনভ এইরকম পতন হতেই পারে।
member
Activity: 238
Merit: 28
January 02, 2021, 12:06:00 PM

থিমস বলেছিল,  বিটিসিকে প্রাইভেসি কয়েন মনেরোতে কনভার্ট করে তারপর পুনরায় বিটিসি করে কয়েনজয়েন ব্যবহার করলে ট্রাকিং হওয়ার রিস্ক থাকেনা বললেই চলে।
এই মেকানিজম Incognito Wallet Follow করে। ওদের ওয়ালেটে আপনি বিটকয়েন রিসিভ করে মনেরোতে সোয়াপ করতে পারবেন। আবার ওদের স্মার্ট কন্ট্রাক্ট ট্রাক করার উপায়ও আছে। কয়েনজয়েন সম্পর্কে বহুদিন আগে পড়েছিলাম। তখন মেকানিজম টা খুব কঠিন লেগেছিল। বুঝতে পারিনি। সময় পেলে আবার পড়ে এখানে পোস্ট করব।

 আর আপনার জানানোর জন্য বলছি। কিছুদিন পূরবে IRS বাউন্টি ঘোষণা করেছিল মনেরো ট্র্যাক করার উপায় খুঁজে বের করতে। অলরেডি ২ সিকিউরিটি ফার্ম তাদের ফর্মুলার প্যাটেন্টের আবেদন করেছে। এটা যদি সত্যিই কাজ করে, তবে বোধহয় আমাদের অন্য প্রাইভেসি কয়েনে যেতে হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 02, 2021, 11:57:04 AM
ঠিক এই কারণেই বেশিরভাগ বলেছি। আসলে যথার্থ কোনো শব্দ খুঁজে পাইনি বলে 'বেশিরভাগ' কথা ব্যবহার করেছি। আর কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন ব্যবহারই নিরাপদ। তবে কয়েনজয়েনে খুব সম্ভব মিনিমাম এমাউন্টের একটা লিমিট আছে।
যদিও কয়েনজয়েন ডিসেন্ট্রালাইজড মিক্সিং মেথড, এইটা সম্পুর্ন নিরাপদ নয়। কারন, এইটাও একটা নির্দিষ্ট মেথড বা নির্দিষ্ট মেকানিজম ফলো করে যা ট্রাকিং করা সম্ভবও হতে পারে। পক্ষান্তরে সেন্ট্রালাইজড মিক্সিং মেথডে যদি মিক্সিং সাইট কোন লগ স্টোর না করে তাহলে খুব বেশি রিস্ক থাকেনা। যাই হোক, থিমসের একটি পোস্ট দেখছিলাম যেটা আমি এখন খুজে পাচ্ছি না। থিমস বলেছিল,  বিটিসিকে প্রাইভেসি কয়েন মনেরোতে কনভার্ট করে তারপর পুনরায় বিটিসি করে কয়েনজয়েন ব্যবহার করলে ট্রাকিং হওয়ার রিস্ক থাকেনা বললেই চলে।
member
Activity: 238
Merit: 28
January 02, 2021, 11:51:24 AM
বিটকয়েন মিক্সার বেশিরভাগই স্ক্যাম করে। আর বড় এমাউন্ট সেন্ড করলে ঝুঁকি থেকে যায়।
তবে সবগুলো মিক্সিং সাইটের ক্লোন বা ফিশিং সাইট রয়েছে।

ঠিক এই কারণেই বেশিরভাগ বলেছি। আসলে যথার্থ কোনো শব্দ খুঁজে পাইনি বলে 'বেশিরভাগ' কথা ব্যবহার করেছি। আর কয়েন মিক্সিং এর চেয়ে কয়েনজয়েন ব্যবহারই নিরাপদ। তবে কয়েনজয়েনে খুব সম্ভব মিনিমাম এমাউন্টের একটা লিমিট আছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 02, 2021, 11:47:52 AM
বিটকয়েন মিক্সার বেশিরভাগই স্ক্যাম করে। আর বড় এমাউন্ট সেন্ড করলে ঝুঁকি থেকে যায়।
বেশিরভাগ মিক্সার স্ক্যাম এইটা ভুল। তবে সবগুলো মিক্সিং সাইটের ক্লোন বা ফিশিং সাইট রয়েছে। যদিও  আমি mycryptomixer প্রমোট করতেছি, ChipMixer কেই আমি বেস্ট বলবো। এখন পর্যন্ত ওদের বিপক্ষে কেউ কিছু বলে নাই কিংবা কোন স্ক্যাম রিপোর্ট করে নাই। চিপমিক্সার এর মিক্সিং প্রসেসও অনেকটা সিকিউর।
member
Activity: 238
Merit: 28
January 02, 2021, 11:28:23 AM
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
January 01, 2021, 11:27:32 PM
হ্যাস পাওয়ার কি?
আমারা জানি মাইনিং করার জন্য বেশ ইকুইপমেন্টের প্রয়োজন। সেই সাথে প্রয়োজন বিদুৎতের। মনে করুন আমি বিটকয়েন মাইনিং করতে চাইছি। এর জন্য আমার CPU, GPU অথবা ASIC এর প্রয়োজন। এই সবগুলোরই ভিন্ন ভিন্ন ক্ষমতা। যেমন CPU এর চেয়ে GPU ক্ষমাতাশালী। তেমন GPU এর চেয়ে ASIC অধিক ক্ষমতাশালী।

এখন ধরে নিলাম, এর মধ্যে আমি কিছু ইকুইপমেন্ট আর বিদুৎ ব্যবস্থা করে মাইনিং শুরু করলাম। এখন নিশ্চয় সকলেই অবগত রয়েছেন যে, আমি শুধু একাই মাইনিং করছি না। আমার মতো লক্ষ লক্ষ ব্যক্তি মাইনিং করছে।

আমি একাই একজন ব্যক্তি অল্পকিছু ইকুইপমেন্ট নিয়ে মাইনিং শুরু করলাম। এখন আমার চেয়ে বড় বড় কম্পানি আমার চেয়ে অধিক খরচ করে মাইনিং শুরু করেছে। তো, নিশ্চয় বড় বড় কম্পানি গুলোর তুলনাই আমার ইকুইপমেন্ট খুবই নগন্য। অর্থাৎ আমার মাইনিং মেশিনের চেয়ে বড় মাইনিং কম্পানি গুলোর মেশিন বহু গুন শক্তিশালি।

যেমনটা সেই বল তৈরীর মেশিন গুলোর কথা ভেবে দেখুন।

তাদের এই মাইনিং মেশিনের ক্ষমতাকেই হ্যাসিং পাওয়ার বলা হয়।

এখন বিষয় হচ্ছে যার যত হ্যাসিং পাওয়ার, তার ব্লক মাইনিং করার অগ্রধীকারও তত বেশি। এখন আমি মাইনিং করার জন্য বসে বসে বিদুৎ খরচ করছি কিন্তু মাইনিং করার জন্য আমি কোন সুযোগ পাচ্ছি না। তাহলে আমি কেন শুধু শুধু বিদুৎ খরচ করবো?

মনে করুন আমি আমার মতো আরো ১০জনকে পেলাম যাদের ইকুইপমেন্ট অল্প। তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম আমরা ১০ জনে মিলে এক সাথে মাইনিং করবো। এর জন্য আমরা একটা পুল তৈরি করলাম। আর সেই সাথে আমাদের মত পাবলিকদের জন্য সেখানে যোগ হওয়ার সুবিধাও দিলাম। তাহলে কি হচ্ছে, আমাদের ১০জন বা ১৫ জনের হ্যাস পাওয়ার যোগ হয়ে একটি শক্তিশালী হ্যাস পাওয়ার তৈরি হচ্ছে। যার ফলে ব্লক তৈরির জন্য আমাদেরও অগ্রাধীাকর বৃদ্ধি পাচ্ছে।

আমরা নিশ্চয় Poolin, F2pool ইত্যাদির নাম শুনেছি। যদি না শুনে থাকেন তবে নিচের ছবিটি দেখুন।


এখানে বেশ কিছু মাইনিং পুল দেখতে পাচ্ছেন। আর সেই সাথে কার কাছে কত পরিমান হ্যাস পাওয়ার আছে তাও দেখাচ্ছে। যেমন Poolin এর কাছে ১৭.৭%, BTC.com এর কাছে ১৪.২%।

এখন ধরুন নতুন কিছু ট্রানজেকশন হলো, এখন এই ট্রানজেকশন গুলোকে নিয়ে একটি ব্লক তৈরি করার জন্য সব মাইনার লেগে গেল। এখন যার হ্যাসিং পাওয়ার যত বেশি তার সম্ভাবনাও অনেক বেশি পরবর্তী ব্লক তৈরির জন্য।

উপরের ছবি দিয়ে উদাহরন দিতে হলে বলা যায়, Poolin এর চান্স ১৭.৭%, F2Pool এর চান্স ১৭%, BTC.com এর চান্স ১৪.২% এইভাবে বাকি গুলোর।

আবার আপনি ইকুইপমেন্ট না বাড়িয়ে আপনি হ্যাস পাওয়ার কিনে নিতেও পারেন। হ্যাস পাওয়ার বিক্রয় করে এমন একটি সাইট হচ্ছে https://www.nicehash.com/

একটি কথা না বললেই নই। আর তা হচ্ছে এই ধরনের মাইনিং পুল তৈরি ডিসেন্ট্রালাইজেশনের জন্য হুমকি। কারন পুল তৈরিতে সকলে একসাথে হয়ে সেন্ট্রালাইজেশন তৈরি করছে। যার দ্বারাই 51% Attack হওয়ার সম্ভাবনা বাড়ছে।
jr. member
Activity: 422
Merit: 1
December 31, 2020, 04:41:44 PM
jr. member
Activity: 422
Merit: 1
December 31, 2020, 04:29:29 PM
jr. member
Activity: 68
Merit: 3
December 31, 2020, 08:04:18 AM
আমি বিটকয়েন টল্কে একদম নতুন। আমি কিভাবে কাজ শুরু করতে পারি। সিনিয়র ভাইদের যথোপযুক্ত মতামতের আশা করছি।
newbie
Activity: 296
Merit: 0
December 31, 2020, 03:48:26 AM
আসসালামুআলাইকুম, ডিসকড এর কাজ টা কী বা এখান থেকে কী ভাবে টাকা আয় করে কেও জানলে জানাবেন?
আমি এমন অনেক জনকে দেখেছি যারা প্রতি মাসে কয়েক হাজার ডলার আয় করে ডিসকড থেকে,তাই আমি জানতে খুব আগ্রহী এতো ডলার কী ভাবে আয় করে,প্রিজ দয়া করে কেউ জানাবেন।
jr. member
Activity: 504
Merit: 1
December 30, 2020, 03:52:54 PM
Twitter id suspended howyar por sei id ki ferot ana jay kew  ene thakle amake ektu help krn plz.
Ami 2 ta id suspended khaice.
My telegram id: @aponjan34606702
Sms deye BTC lekhben tai cinbo
newbie
Activity: 69
Merit: 0
December 30, 2020, 09:22:50 AM
আসসালামুআলাইকুম 😍 
কে কোন জেলা থেকে বাংলাদেশের 🖐?
আমি সিলেট থেকে😊।
বিটকয়েনটকে কার কিভাবে আসা বা পরিচয়
আমার এয়ারড্রপ এবং বাউন্টি থেকে😀   
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 30, 2020, 08:10:03 AM
Coinbase
Blockchain
Coinpayments
Uphold etc
আপনি যে কয়টা ওয়ালেটের কথা এইখানে বলেছেন কোনটাই ভালো নয়। ওয়েব ওয়ালেট কিংবা কাস্টডিয়াল ওয়ালেট, কোনোটাই আমাদের জন্য নিরাপদ নয়। বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যাবে আমাদের এই ওয়ালেট ব্যবহার করাই উচিত নয়। এক ভাই বিটকয়েন ওয়ালেট নিয়ে অনেক ঘুছিয়ে মোটামুটি ভালো মানের একটি আর্টিকেল লিখেছেন। আপনি চাইলে এইখানে পড়তে পারেন- https://bitcointalksearch.org/topic/m.52012316
Jump to: